অনুরাগের_প্রহর #মৌপ্রিয়া_ইসলাম_মিহি #পর্ব_১৯

0
232

#অনুরাগের_প্রহর
#মৌপ্রিয়া_ইসলাম_মিহি
#পর্ব_১৯
_________________
-“রুশমি আর রুশি আমার বাড়িতে থাকবে।”

তিহার কথা শুনে শেহরেয়ার বললো,

-“তোর বাড়িতে থাকবে?”

-“হ্যাঁ!কারণ আমি চাই না তোর আর মেহরিনের মাঝে আর কোনো সমস্যা হোক।”

মেহরিন তিহার কাছে গিয়ে বললো,

-“আপু সমস্যা নেই তো।ওরা থাকুক এখানে।”

তিহা মেহরিনের কাঁধে হাত দিয়ে বললো,

-“মেহরিন এতো দয়ালু হওয়া ঠিক না।”

শেহমীর মির্জা বললেন,

-“কিন্তু ওর নাকি ক্যান্সার!”

তিহা মৃদু হেসে বললো,

-“সমস্যা নেই।ওর কিছু হয়ে গেলে ওর মেয়ের দায়িত্ব আমার।তাও আমি শেহরেয়ার আর মেহরিনের জীবনে ওর ছায়া ঘেষতে দিবো না।”

হেনা সাহেবা দীর্ঘশ্বাস ফেলে বললেন,

-“আমিও তিহার সিদ্ধান্তের সাথে একমত।তোদের জীবনে আর কোনো বিপদের আশংকা কে প্রবেশ করতে দিস না।”

তিহা সবার থেকে বিদায় নিয়ে রুশমি আর রুশিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল।

_____________
-“বাবা তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে।”

মেহরিনের কথা শুনে রিয়াজুল রাহমান বললেন,

-“হ্যাঁ বল মা।”

-“বাবা’হামিদ ভাই মুনিয়াকে পছন্দ করে।আর আমার মনে হয় হামিদ ভাইয়া মুনিয়াকে সুখে রাখবেন!কারণ উনার চোখে আমি মুনিয়ার জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি।”

শেহরেয়ার মেহরিনের কথার সাথে তাল মিলিয়ে বললো,

-“হ্যাঁ শ্বশুর মশাই মেহরিন একদম ঠিক বলেছে।হামিদ মুনিয়াকে অনেক ভালোবাসে।বাকিটা আপনার ইচ্ছা।”

মুনিয়া চা নিয়ে এসে সবাইকে দিল।রিয়াজুল রাহমান কিছুক্ষণ চুপ থেকে বললেন,

-“হামিদ ছেলেটাকে আমার ভালোই লেগেছে।তোরা সবটা ঠিক কর।আমার কোনো আপত্তি নেই।”

মুনিয়া ভ্রু কুঁচকে বললো,

-“কিসের কথা চলছে এখানে?”

মেহরিন মৃদু হেসে বললো,

-“হামিদ ভাইয়ের সাথে তোর বিয়ের কথা চলছে।”

-“বাহ্!আর আমি কিছুই জানি না।”

শেহরেয়ার ভ্রু কুঁচকে বললো,

-“তোমার কোনো আপত্তি আছে নাকি শালিকা?”

মুনিয়া কিছুক্ষণ চুপ থেকে বললো,

-“আপনারা যখন সবটা ঠিক করে ফেলেছেন আমি আর কি বলবো!আমি রাজি।”

মুনিয়া কথাগুলো বলে এক প্রকার দৌড়ে রুমের দিকে চলে গেল।মুনিয়ার কান্ড দেখে সবাই হেসে দিল।তারপরে শেহরেয়ার আর মেহরিন দুজনে মেহরিনদের বাড়ি থেকে বের হয়ে গেল।শেহরেয়ার গাড়ি ড্রাইভ করছে আর মেহরিন তার পাশের সিটে বসে বাইরের প্রকৃতি দেখছে।

-“যাক ভালোই হলো।শ্বশুর মশাই সহজেই রাজি হয়ে গেলেন।”

-“হুম ঠিক বলেছো।বাবা যে এতো সহজে রাজি হবে আমি ভাবিনি!”

-“আচ্ছা চলো আমরা দুজনে গিয়ে হামিদকে এই খুশির খবরটা দেই।”

-“হ্যাঁ চলো।উনি কতটা খুশি হবেন তা দেখতে পাবো!”

শেহরেয়ার হামিদের বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালো।দুজনে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে গেল।সবটা শুনে হামিদ খুশি হয়ে বললো,

-“তুই সত্যি বলতেছিস শেহরেয়ার?রিয়াজুল আঙ্কেল রাজি হয়েছেন?”

শেহরেয়ার ভ্রু উঁচিয়ে বললো,

-“তা তোর কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি?”

হামিদ দুই হাত দিয়ে মুখ ধরে বললো,

-“বিশ্বাস করতে পারছি না আমি।”

মেহরিন হাসি দিয়ে বললো,

-“এইসব বাদ দিয়ে এখন বিয়ের ব্যবস্থা করেন।তাড়াতাড়ি বিয়ে হওয়া চাই।”

-“আমি পাঁচদিনের মধ্যেই বিয়ের ব্যবস্থা করবো ভাবি।আমি আর লেট করতে চাই না।”

শেহরেয়ার চোখ বড় বড় করে বললো,

-“এতো তাড়া বিয়ে করার?”

হামিদ মুচকি হেসে বললো,

-“অনেক তাড়া!”

তারপরে তিনজনে একসাথে হেসে দিল।শেহরেয়ার আর মেহরিন দুজনে মির্জা বাড়িতে গেল।বাড়িতে গিয়ে সবাইকে হামিদ আর মুনিয়ার বিয়ের কথা বললো।হামিদ আর মুনিয়ার বিয়ের কথা শুনে শুভ চমকে গেল।নিজেকে স্বাভাবিক করে বললো,

-“মুনিয়া এই বিয়েতে রাজি হয়েছে?”

শেহরেয়ার ভ্রু কুঁচকে বললো,

-“হ্যাঁ রাজি হয়েছে।রাজি না হওয়ার তো কোনো কারণ নেই।ওরা একে-অপরকে ভালোবাসে!”

শেহরেয়ারের কথা শুনে শুভ থমকে গেল।সে আর কিছু না বলে চুপ করে রইলো।

______________
-“তুই আমাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিলি হামিদ?”

রুমা বেগমের কথা শুনে কপালে কয়েক ভাঁজ পড়লো হামিদের।সে কিছু একটা চিন্তা করে বললো,

-“তোমাকে কেনো জানাতে হবে ফুপি?আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করবো।তুমি আমার বাবার বোন।এই সম্পর্কের খাতিরে তোমাকে বিয়ের কথা জানালাম।আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি।এখানে কারো হস্তক্ষেপ আমি পছন্দ করবো না।”

হামিদ কথাগুলো বলে কলটা কেটে দিল।রুমা বেগম মনমরা হয়ে বসে আছেন।যা দেখে রুমি বললো,

-“কি হয়েছে আম্মু?”

-“তোকে আমি আগেই বলেছিলাম হামিদের সাথে মুনিয়াকে যেতে না দিতে!”

রুমি বিরক্তি নিয়ে বললো,

-“এইসব না বলে আসল কথা বলো।”

-“আর পাঁচ দিন পরে হামিদ আর মুনিয়ার বিয়ে।”

রুমি হাসি দিয়ে বললো,

-“ওয়াও!গ্রেট নিউজ।কিন্তু মুনিয়া আমাকে জানালো না কেনো?”

-“তুই এতো খুশি হচ্ছিস কি কারণে?হামিদের মতো ছেলে হাত ছাড়া হয়ে গেল।”

-“আম্মু তুমি চুপ করো।আল্লাহ আমার জন্য যাকে তৈরি করেছেন সে ঠিক সময় চলে আসবে।তাই এইসব কথা বাদ দেও।”

রুমি তার রুমের দিকে চলে গেল।রুমা বেগম ভাবান্বিত ভঙ্গিতে বললেন,

-“হয়তো রুমি ঠিক কথাই বলে গেল!”

রুমি তার রুমে গিয়ে মুনিয়াকে কল করলো।

-“তুই আমাকে বিয়ের কথা জানালি কেন মুনিয়া?”

-“আরে আজকেই হঠাৎ সবটা ঠিক হয়েছে।তোকে একটু পরই কল করতাম।এর মধ্যে তুই কল করেছিস!”

-“আমি তোদের বিয়ের কথা শুনে অনেক হ্যাপি।অনেক মজা হবে তোদের বিয়েতে।”

_____________________________
মেহরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়াচ্ছে।শেহরেয়ার গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরলো।মেহরিন ভ্রু উঁচিয়ে বললো,

-“কি হয়েছে মিস্টার?”

-“বিয়ের এতোদিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আমাদের বাসর হলো না!”

মেহরিন মৃদু হেসে শেহরেয়ারের দিকে তাকিয়ে বললো,

-“তার জন্যে কি মনে খুব কষ্ট নাকি?”

-“অনেক বেশি কষ্ট!”

মেহরিন কিছুক্ষণ চুপ থেকে বললো,

-“আচ্ছা যান আপনাকে অনুমতি দিলাম।”

শেহরেয়ার মুচকি হেসে মেহরিনকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল।নিজের ভর তার উপরে ছেড়ে দিল।

——————–
ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে শুভ।

-“আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো তুমি কখনোই জানবে না মুনিয়া পাখি!জানবে বা কি করে?বলার সুযোগটাই তো পেলাম না।আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না।তবে ভালোবাসার মানুষটা ছিল মিথ্যা।যে আমার ছিলই না,তাকে আমার বানানোর স্বপ্ন দেখাটাই ছিল ভয়ঙ্কর পাপ!”

শুভ কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেললো।

_____________________
সকালবেলা ঘুম ভাঙতে শেহরেয়ার দেখলো মেহরিন রুমে নেই।রাতের কথা ভেবে মুচকি হেসে ফ্রেশ হতে গেল।ফ্রেশ হয়ে এসে দেখলো মেহরিন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে।শেহরেয়ার গিয়ে মেহরিনের সামনে দাঁড়িয়ে বললো,

-“রায়ানের সঙ্গী মনে হয় খুব শীঘ্রই আসতে চলেছে তাই-না?”

মেহরিন শেহরেয়ারের বুকে একটা কিল দিল।শেহরেয়ার জোরে হেসে দিল।মেহরিনও তার সাথে হাসলো।দুজনে একসাথে নিচে গেল।সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসলো।ব্রেকফাস্ট করা শেষ হলে শুভ বললো,

-“আমি রায়ানকে স্কুলে নিয়ে যাচ্ছি।”

শুভ রায়ানকে নিয়ে বাড়ি থেকে বের হতে গেলে শেহরেয়ার বললো,

-“শুভ তোর চোখ-মুখ এমন দেখাচ্ছে কেনো?শরীর অসুস্থ নাকি?”

শুভ জোরপূর্বক হাসি দিয়ে বললো,

-“আরে না ভাইয়া তেমন কিছু না।রাতে ভালো ঘুম হয়নি তো তাই হয়তো এমন লাগছে।”

মেহরিন শুভর সামনে এসে দাঁড়িয়ে বললো,

-“নিজের শরীরের যত্ন নেও দেবর সাহেব।নাহলে কিন্তু বিয়ে করার জন্য মেয়ে পাবে না।”

শুভ কিছু না বলে মুচকি হেসে রায়ানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল।

______________________________
-“আপনার সাথে আমার কিছু কথা আছে মুনিয়া।”

শুভকে ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো মুনিয়া।চিন্তিত ভঙ্গিতে বললো,

-“জ্বি বলুন।”

শুভ কিছুক্ষণ চুপ করে রইলো।কিছু বলতে চেয়েও পারলো না।অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করলো কিন্তু মুখ থেকে টু শব্দটাও বের হলো না।অতঃপর মুচকি হেসে বললো,

-“কংগ্রাচুলেশনস!দোয়া করি আপনি যেন হামিদ ভাইয়ার সাথে অনেক সুখী থাকেন।”

-“এই কথা বলতে আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন?”

-“অনেক কথাই বলার ছিল কিন্তু সবটা তো মুখ থেকে বের হলো না।”

মনে মনে বললো শুভ।শুভকে চুপ থাকতে দেখে মুনিয়া বললো,

-“এক লাইন কথা কয় ঘন্টা ভেবে বলেন?”

শুভ মৃদু হেসে বললো,

-“এমন কিছু না!রায়ানকে স্কুলে দিয়ে আমি এদিক থেকে যাচ্ছিলাম।তাই ভাবলাম আপনাকে শুভেচ্ছা জানিয়ে যাই।হয়তো আপনার বিয়ের সময় নাও থাকতে পারি।”

-“আরে থাকবেন না কেন!একেবারে বিয়েটা খেয়ে যেয়েন।”

শুভ আর কথা না বাড়িয়ে মুনিয়ার থেকে বিদায় নিয়ে মির্জা বাড়িতে গেল।

-“চাচি আমি আজকে বাড়িতে চলে যাবো।”

শুভর কথা শুনে হেনা সাহেবা বললেন,

-“কেনো কিছু হয়েছে নাকি?”

-“না কিছুই হয়নি।অনেকদিন তো থাকলাম।”

-“এখন কোথাও যাওয়া চলবে না।হামিদ আর মুনিয়ার বিয়ে শেষ হলে যাস।”

শুভ কিছু বলতে গেলে হেনা সাহেবা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন।

#চলবে____

(সবার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতোদিন দেরি হওয়ার কারণে।বিভিন্ন সমস্যার কারণে পর্বটা দিতে বেশ দেরি হয়ে গেল।এরপরে থেকে দ্রুত দেওয়ার চেষ্টা করবো।)

[ভূল-ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here