হৃদয়জুড়ে_প্রেয়সীর_আভাস #পর্ব_০৭ #মোহনা_হক

0
694

#হৃদয়জুড়ে_প্রেয়সীর_আভাস
#পর্ব_০৭
#মোহনা_হক

‘আজ জাফরির জন্মদিন। তিন বছর পূর্ণ হয়ে গেলো ছোট মেয়েটার। তাই মজুমদার বাড়ি থেকে সবাই যাবে চৌধুরী বাড়িতে। রুয়াত সেদিনের পর থেকে আর যায়নি আয়াজের সামনে। ইনিমার থেকে রুয়াতের নাম্বার নিয়ে কল ও দেওয়া হয়েছিলো কিন্তু কোনো মতেই রুয়াত আয়াজের সাথে দেখা বা কথা কিছু বলেনি। আজ কিভাবে সে মানুষটার সামনে উপস্থিত থাকবে সেটা নিয়েই ভাবছে। সন্ধ্যায় সবাই যাওয়ার কথা ও বাড়িতে। সবাই রেডি হচ্ছে। আর রুয়াত এখনো বসে আছে।’

‘মেহরুবা ফাইরোজ রুয়াতের রুমে এসে দেখলেন রেডি না হয়ে খাটে বসে আছে এখনো। ধমক দিয়ে বললেন-‘

-‘তুই এখনো রেডি না হয়ে বসে আছিস কেনো? একটু পরেই তো তোর বাবা চিল্লাবে আমার উপর। মেয়েদের দোষ তো দেখে না তিনি তো মনে করেন সব দোষ আমার।’

‘রুয়াত বিরক্ত হয়ে বললো-‘
-‘তোমরা যাও না। আমার ভালো লাগছে না।’

‘মেহরুবা যেনো আরও রেগে উঠলেন মেয়ের কথায়।’
-‘তুই না জাফরির মিম্মিম? বোনের মেয়ের জন্য দেখছি একটু মায়া নেই তোর। আমি কিন্তু এখনই ইনিমা কে কল দিয়ে বলবো তুই এমন করছিস।’

‘ইনিমার কথা শুনে লাফ দিয়ে উঠে পড়লো।’
-‘না মা বলো না। আমি তাড়াতাড়ি করে রেডি হবো।’

-‘আচ্ছা ঠিক আছে শাড়ি পড়বি তুই।’
‘মেহরুবা একটা হালকা গোলাপি রঙের শাড়ি বের করে দিলো। রুয়াত পড়তে চাচ্ছিল না কিন্তু তিনি জোর করে পড়িয়ে দিলেন। এমনিও সেদিনের পর থেকে রুয়াত দেখা করেনি কথা বলেনি। আয়াজের সামনে আজ এভাবে গেলে তো নিজের কাছে নিজেকেই অস্বস্থি লাগবে। আর তার মায়ের কথা তো ফেলে দেওয়া যাবে না।’

‘সবাই রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। ভালোই জমজমাট করে সাজানো হয়েছে বাড়িটা কে। বাহির থেকেই বোঝা যাচ্ছে সব। বেশ কিছু অপরিচিত মানুষ ও দেখা যাচ্ছে। রুয়াত ঘোমটা টেনে বাসার ভিতর প্রবেশ করলো। অনেকদিন পর এই বাড়িতে আসা তার। ইনিমা তার মা বাবা কে দেখে দৌড়ে আসলো। মায়া চৌধুরী ও আসলেন। রুয়াত চারপাশ খুঁজে ও আয়াজ কে দেখলো না। সবার সাথে হাসিমুখে কথা বললো রুয়াত। হান্নান মজুমদার কে ফজলুল চৌধুরী নিয়ে গেলেন তার সাথে। মেহরুবা ফাইরোজ মায়া চৌধুরীর সাথে। বাকি রইলো রুয়াত। এতো মানুষের সামনে এখন নিজেকে বেশ অসহায় অসহায় লাগছে। ইনিমার পিছু নিলো রুয়াত।’

‘ইনিমা রুয়াতের হাত ধরে রান্নাঘরে নিয়ে গেলো। সে কাজ করছে আর রুয়াত দাঁড়িয়ে আছে।’

-‘তুই কেনো আয়াজের সাথে কথা বন্ধ করেছিস?’

‘বহু চেনা পরিচিত নাম শুনে ধক করে উঠলো রুয়াতের বুক। আয়াজের সাথে কথা বন্ধ করেছে এ কথা ইনিমা কিভাবে জানে?’

-‘তুমি কিভাবে জানো?’

‘ইনিমা পায়েসের উপর বাদাম ছিটিয়ে দিতে দিতে বললো-‘
-‘আয়াজ বলেছে। অনেকবার তোর সাথে কথা বলার চেষ্টা করেছে ছেলেটা কিন্তু বরাবরের মতো ফিরিয়ে দিয়েছিস সব জানি আমরা।’

-‘মানে আর কে কে জানে?’

-‘ আমি, আরহাম আর মা।’

‘রুয়াত অবাক হলো মায়া চৌধুরীর কথা শুনে।’
-‘আন্টিও জানেন? কিভাবে?’

-‘আয়াজ বলেছে। তুই একদম বেশি বেশি করছিস। এইতো সামনেই তোর এক্সাম তারপর এক্সাম শেষ হলেই তো বিয়ে। এখন যদি একটু একটু করে মেনে না নিস তাহলে ধরেই মেনে নিতে পারবি? ও কিন্তু তোর ভালোর জন্য বিয়েটা আগে আগেই দেয়নি। আমি বুঝিনা তোর এতো কিসের সমস্যা? ওর মতো ছেলে পেতে হলে ভাগ্য লাগে। তুই তো চাসনি কিন্তু দেখ তোর ভাগ্যই পড়েছে। মাথায় কিছু নাই তোর। সব উল্টো পাল্টা জিনিস নিয়ে থাকিস। ‘

‘রুয়াত মাথা নিচু করে ফেললো।’
-‘আন্টি কে বলার কি দরকার ছিলো?’

‘ইনিমা বললো।’
-‘আমি না আয়াজ বলেছে। তুই ওর সাথে কথা বলিস। অবশ্য সে বলবে কিনা তা সন্দেহ আছে।’

‘রুয়াত ব্যস্ত হয়ে বললো-‘
-‘কেনো বলবে না? আচ্ছা ওনি কোঁথায়? দেখলাম না একবারও। ‘

-‘তুই যেভাবে ইগ্নোর করেছিস না বলাই উচিৎ। আর ও কোনো দরকারে বাহিরে গিয়েছে বোধহয়। তুই এখন জাফরির কাছে যা। এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না। অনেক গরম এখানে।’

‘রুয়াত চলে আসলো না। ঠায় দাঁড়িয়ে রইলো সেখানে। নিজের কাজে জন্য এখন তার সংকোচ বোধ হচ্ছে। ওরকমটা করা একদম উচিৎ হয়নি। কিন্তু সে ও বা কি করবে আয়াজের ওরকম কান্ডে তার ভীষণ লজ্জা লেগেছিলো। এর জন্য দু’দিন কলেজ ও মিস দিয়েছে। লোকটার আগে বোঝা উচিৎ ছিলো মেয়েটা কে। সে কি অভ্যস্ত নাকি? কিভাবে এখন সামনে দাঁড়াবে সে নিয়ে চিন্তা করছে। আর মায়া চৌধুরী ও জেনে গিয়েছেন, এবার যদি কথা না বলে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববেন। সবাই তো আর সত্যিটা জানে না। শুধু জানে রুয়াত কথা বলছে না। মেয়েটার মনে অনেক চিন্তা হচ্ছে। আয়াজ তাকে দেখে কিরূপ আচরণ করবে? যাই হোক একবার সরি বলে দিবে লোকটা কে।’

‘রুয়াত ইনিমার পাশে এসে দাঁড়ালো।’
-‘আপু ওনাকে একবার সরি বললে হবে না?’

‘ইনিমা খুশি হলো বোনের কথায় কিন্তু প্রকাশ করলো না তা। তার বোন অবশেষে লাইনে আসছে।’
-‘আমি কি জানি? তোর টা তুই বলবি।’

‘রুয়াত মানতে পারলো না।’
-‘আপু বলো না কিছু। সরি বললে হবে তো।’

-‘তোর ইচ্ছে।’

‘রুয়াত কথা বাড়ালো না আর। যে করেই হোক আজ সরি বলবেই। সরি বলাটা প্রতিজ্ঞা হিসেবে ধরে নিলো। ভয়ে আছে না জানি আয়াজ কি বলে তাকে। রুয়াত ইনিমার রুমে এসে শুয়ে পড়লো। ধীরে ধীরে মানুষের সমাগম বাড়ছে। এমপির বাড়ি বলে কথা মানুষ তো থাকবেই। তবে সব সময় থাকে না যখন বড় করে কোনো অনুষ্ঠান হয় তখন। শাড়ি পড়ে এভাবে অচেনা মানুষদের সামনে থাকতেও লজ্জা লাগছে।’

(*)

‘চেয়ারে বসা আয়াজ চিন্তায় মগ্ন। পাশেই দাঁড়িয়ে আছে সাহেদ। ইকরামুল তাহের আয়াজের লোকদের হুমকি দিয়েছে। সামনেই অনেক বড় কাজ রয়েছে। এর মাঝেই ইকরামুলের হুমকি। উদগ্রীব হয়ে সাহেদ বললো-‘

-‘স্যার ইকরামুল তাহের কে পাল্টা জবাব দিতে হবে। এভাবে চুপ করে বসে থাকলে হবে না স্যার।’

-‘দিবো শুধু সময় হোক। যা কিছু করছে সবগুলোর জবাব ফিরিয়ে দিবো। ওর ধারণায় ও আসছে না ইকরামুল কার সাথে লাগতে এসেছে।’

-‘আমাদের দলের লোকেরা ভয়ে আছে স্যার। তারা তো আর কাজ করতে চাইছে না।’

‘মাথায় অনেক চিন্তা এসে জমা হচ্ছে এক এক করে। মনকে শান্ত রাখতে পারছে না আয়াজ। ইকরামুল কে কড়ায়গণ্ডায় হিসেব বুঝিয়ে দিবে।’

-‘শুনো ওর দোকান যা আছে সব বন্ধ করার ব্যবস্থা করো। ওর সব কুকীর্তির কাহিনী বের করার চেষ্টা করো। অনেক মানুষের টাকা খেয়েছে সেগুলোর প্রমাণ খোঁজার চেষ্টা করো। এরপর দেখবো কিভাবে এমপি পদে দাঁড়ায়। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে ওর নামে যতো বা’জে কাজ জড়িত রয়েছে সব কাজ মানুষের কাছে উপস্থাপন করা। আর হুমকি দেওয়া তাই না! বাকিটা আমার কাছে ছেড়ে দেও। ইকরামুলের ই এর অস্তিত্ব মুছে ফেলবো একদম। ভালো চেহেরাটা দেখিয়েছিলাম তার পছন্দ হলো না। এবার নাহয় খারাপটাই দেখুক তাহলে। ‘

-‘স্যার আজকে থেকেই সব কাজ শুরু করে দিবো?’

-‘হুম। আচ্ছা আমি এখন আসি।’

‘আয়াজ বেরিয়ে পড়লো অফিস থেকে। মায়া চৌধুরী বারবার বলে দিয়েছে সে যেনো তাড়াতাড়ি বাসায় চলে আসে। তাই আর দেরি করলো না। ইকরামুলের ব্যাপারটা আজকের মতোই এখানেই ক্লোজ করে দিলো। আজ আর ড্রাইভার নিলো না। নিজেই ড্রাইভ করে চলে আসছে বাসায়।’

(*)

‘বাসায় আসার পর প্রথমেই মেহরুবা কে দেখলো। সালাম দিয়ে কথা বললো। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলো। ‘জাফরি জন্য যে গিফট গুলো এনেছে সেগুলো নিয়ে ইনিমার রুমের উদ্দেশ্যে রওনা হলো।’

‘রুয়াত শুয়ে আছে। আর জাফরি পেটের উপর বসে আছে। হেসে হেসে কথা বলছে দু’জনে। এমন সময় আয়াজ আসলো। রুয়াত কারো আসার শব্দ শুনে তাকালো দরজার দিকে। আয়াজ দাঁড়িয়ে আছে। আয়াজের সর্বপ্রথম চোখ পড়লো রুয়াতের উপর। আবার তৎক্ষনাত চোখটা সরিয়ে নিলো সে।’

‘শান্ত কন্ঠে আয়াজ বললো-‘
-‘জাফরি এখানে আসো।’

‘জাফরি হুড়োহুড়ি করে চললো আয়াজের কাছে। রুয়াত উঠে বসেছে। সুন্দর করে শাড়ি টেনেটুনে দিলো।’

‘আয়াজ জাফরির হাতে গিফটটা দিয়ে দিলো। বাচ্চাটা গিফট না খুলেই মহাখুশি।’
-‘জাফরি মা ডাকছে তোমায়। তুমি তোমার মায়ের কথা শুনে আসো যাও।’

‘জাফরি চলে যাওয়ার পর আয়াজ দরজা আটকে দিলো। রুয়াতের সাথে বেশ বোঝাপড়া বাকি আছে। পাগলের মতো ঘুরিয়েছে তাকে।
‘দরজা আটকানো দেখে রুয়াত ঘাবড়ে গেলো। আবার অন্য কিছু করবে নাকি? আনমনে শাড়িতে হাত চেপে ধরলো। ‘

‘বুকে হাত গুঁজে সটান হয়ে দাঁড়িয়ে একদম কাটকাট স্বরে বললো-‘

-‘প্রথমত বলছি আমি তোমার সাথে রো’মা’ন্স করতে আসিনি। এভাবে শাড়ি চেপে ধরে কি প্রমান করতে চাইছো?’

‘রুয়াত আয়াজের রাগ উঠার আগেই বললো-‘
-‘না আসলে তেমন কিছু না।’

‘আয়াজ অবাক হলো এই প্রথম মনেহয় সে রুয়াতের সাথে এক কথা একবার বলার পরেই উত্তর দিয়েছে। নাছোড়বান্দা বানিয়ে ছাড়ে মেয়েটা তাকে।’

-‘আমি যে এতো কল দিলাম, মেসেজ দিলাম, দেখা করতে চাইলাম ফিরিয়ে দিয়েছো কেনো? কেনো দিয়েছে বলো? তোমার ভাগ্য ভালো তোমার সামনে এক্সাম দেখে তুমি সময় পাচ্ছো। নাহলে আমাকে এভাবে ইগ্নোর করার পানিশমেন্ট এমন ভাবে দিতাম, যেনো পরেরবার ভুলেও এমন কাজ করার সাহস না পাও।’

-‘দুঃখিত।’

-‘তোমার এই কথায় চরম বিরক্ত আমি। ভেবেছিলাম তোমায় তুলে এক আছাড় দিবো কিন্তু তা দেওয়া যাবে না।’

‘আয়াজ চেয়ার টেনে রুয়াতের একদম সামনে এসে বসলো। দূরত্ব কম তাদের মাঝে। সে খেয়াল নেই আয়াজে।’

-‘আজ শাড়ি পড়ার কারণ?’

‘রুয়াত সাথে সাথে উত্তর দিলো।’
-‘মা বলেছে পড়তে।’

‘আয়াজ রুয়াতের শাড়িটার একপাশ ধরলো।’
-‘অধিকার বোধের জন্য নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে হয় বুঝেছো।’

‘রুয়াতের এভাবে শাড়ি পড়া দেখে আয়াজের রাগ নিমিষেই উধাও। মেয়েটার ভিতরে কি যে আছে সেটাই বোঝা মুশকিল। অশান্ত মনে কে শান্ত করার উপায়। মাতাল স্বরে বললো-‘

-‘অসম্ভব সুন্দর লাগছে প্রেয়সী। ‘

#চলবে….

[আসসালামু আলাইকুম। কাল ঈদ তাই কাল গল্প দেওয়া হবে না। কেউ অপেক্ষা করবেন না। আর রুয়াত কে স্বাভাবিক করার চেষ্টায় আছি😒। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here