ভালোবাসিবো_খুব_যতনে #Ayrah_Rahman #part_10

0
693

#ভালোবাসিবো_খুব_যতনে
#Ayrah_Rahman
#part_10

” তুমি এইটা কি পড়ে আসছো পূর্ণা , তুমি একটা ইন্টারভিউ নিবে তাও আবার মন্ত্রী তাহরিম তালুকদার এর , সাড়ি টা এটলিস্ট পড়তে পারতে , তোমাকে নিয়ে আর পারি না বাপু ”

মিস অন্নেষা হলো আমাদের অফিসের বসের পিএস ,

মিস অন্নেষার কথা শুনে আমি এক পলক নিজের দিকে তাকালাম ,
কই খারাপ কিছু তো পরি নাই , একটা হুয়াইট টপ আর ব্ল্যাক প্যান্ট , গলায় ওরনা ঝুলানো , চুল গুলো পিছনে বিনুনি করা,

” কোথায় মেম , আমি সবসময় যেমন থাকি সেভাবে ই তো আসলাম , আমি তো এর আগেও অনেক ইন্টারভিউ নিয়েছি কই তখন তো আমার সাড়ি টারি পড়তে হয় নি , আজ হঠাৎ কেন আমাকে সাড়ি পড়তে হবে ? আমি এভাবে ই যাবো আমাকে ভালো না লাগলে অন্য কাউকে পাঠান ”

আমার কথা শুনে মিস অন্নেষা ঠোঁট বেঁকিয়ে বলল,

” তোমাকে কেন পাঠাচ্ছি সেটা তুমিও জানো আমরাও জানি , তুমি রাজনৈতিক দল সম্পর্কে অনেক আর্টিকেল লিখেছো , এসব নিয়ে তুমি ঘাটাঘাটি করেছো , তাই অন্য যেকোনো কারো থেকে তোমার ধারণা টাই বেশি থাকবে , তার উপর তুমি ইন্টারভিউ বিষয়ে অভিজ্ঞ মেয়ে , বেশ অনেক বার অভিনেতাদের , রাজনৈতিক নেতা দের ইন্টারভিউ নিয়েছো , তাই তোমাকে দেওয়া হচ্ছে ”

মিস অন্নেষা র কথা শুনে আমি মনে মনে হাসলাম , যাক এই প্রথম এই হিংসুক মহিলা আমার প্রসংশা করলো , তাই এই হিংসুককে আর ঘাটালাম না ,

” মেম আমি মন্ত্রী তাহরিম তালুকদার কে প্রশ্ন করে বিভিন্ন কিছু জানতে যাবো নিজেকে প্রেজেন্ট করতে না , আশা করি আমার ড্রেস আপ এর ব্যপারে আপনার না ভাবলে ও চলবে ”

আমার কথা শুনে মিস অন্নেষা ঠোঁট বেঁকিয়ে চলে গেলো , আমিও মুচকি হেসে আমার কেবিনে যেতে যেতে হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম ,

ঘড়ির কাটায় নয় টা বেজে পঁচিশ মিনিট , অনুষ্ঠান শুরু হবে দশ টায় আরো বেশ অনেকটা সময় বাকি আছে , ততক্ষণে গিয়ে প্রশ্ন গুলো সাজিয়ে নেই ,

কথা গুলো ভাবতে ভাবতে কেবিনে গিয়ে ফাইল নিয়ে বসলাম ,

______________________________

পিছনে থেকে কোন একটা কিছু পিঠে এসে লাগতেই তাহরিম পিছনে ঘুরে নিচে তাকালো , একটা কাগজের টুকরো পরে আছে ,

তাহরিম ভ্রু কুচকে এক পলক বিছানায় আধশোয়া অবস্থায় থাকা তানজিমের দিকে তাকিয়ে, ঝুঁকে কাগজ টা তুলে নিলো ,

” ভাই তুই এখনো আয়নার সামনে দাঁড়িয়ে নাটক করছিস এদিকে নয় টা পয়ত্রিশ বাজতে চলল , কবে যাবি তুই ? ”

তানজিম এর কথায় তাহরিম ঘাড় বেকিয়ে তানজিমের দিকে তাকাল,

বেচারা কথা তো বলতে পারে না কি আর করার , তাছাড়া আরো কিছু দিন হসপিটালে থাকার কথা ছিলো কিন্তু তানজিমের ছেলে মানুষির কারনেই কাল রাতেই ওকে বাসায় নিয়ে আসা হয়েছে ,

পায়ে কিছু টা চোট লাগাই , হাটতে প্রবলেম হলেও খুড়িয়ে খুড়িয়ে সেই সকাল বেলাই ভাইয়ের রুমে এসে উপস্থিত ,

তাহরিম সাদা রঙের একটা পাঞ্জাবি পড়তে পড়তে বলল ,

” সেটা নিয়ে তোর এত চিন্তা কিসের , তুই নিজের টা চিন্তা কর , তোর এই অবস্থার কথা শুনলে গার্লফ্রেন্ড থাকবে তো ? বেচারি তোর গার্লফ্রেন্ড এর জন্য খারাপ লাগছে , বিয়ের আগেই জামাই বোবা হয়ে গেলো , শুধু বোবা না সাথে ল্যাংড়া ও ”

তাহরিমের কথা শুনে তানজিম কিছু বলতে নিবে , গলায় ব্যথা পাওয়াই পাশে থাকা খাতার মাঝে বড় বড় করে কিছু একটা লিখলো ,

তাহরিমের দিকে ধরতেই , তাহরিম পড়া শুরু করলো ,

” ডিয়ার ভাই সাহেব , আপনি জেনে উপকৃত হবেন যে আমি তানজিমের কোন গার্ল ফ্রেন্ড নাই ”

পুরো টা পরে তাহরিম হো হো করে হেসে উঠলো ,
হাসি কিছু টা থামিয়ে , টেবিলের উপর থেকে হাত ঘড়ি টা নিয়ে পড়তে পড়তে বলল ,

” ডিয়ার ছোট ভাই , আপনি জেনে খুশি হবেন যে , আপনার বিষয়ে সকল তথ্য আমার কাছে আছে , আপনি কখন কার সাথে যান, কার সাথে ডেট করেন এভরিথিং , আজ টিনা তো কাল নাতাশা , এর পরে র দিন আরশী, প্লে বয় কোথাকার ,

তাহরিম এর কথা শুনে তানজিমের কাশিই উঠে গেলো , কাশতে কাশতে এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে পুনরায় টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেতে লাগলো,

তানজিমের এই অবস্থা দেখে তাহরিম হাসতে হাসতে কুশনকে কল করে গাড়ি বের করতে বলে এক পলক নিজেকে আয়নায় দেখে বের হয়ে যায় আর তানজিম ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে ই রইলো ,

” আর কতক্ষন লাগবে কুশন ? ”

পিছনের সিটে বসে হাত ঘড়ির দিকে তাকিয়ে কথা টা বলে উঠলো তাহরিম ,

” এই তো স্যার আর পাঁচ ছ মিনিট ”

অফিসের সামনে তাহরিমের গাড়ি পৌঁছাতে ই সাংবাদিক আর জনগন জেঁকে ধরলো তাহরিম কে আর হাজার টা প্রশ্নের ভীড়ে তাহরিম মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে , সেলিব্রিটি হলে এই এক সমস্যা ,

কোন ভাবে সব উপেক্ষা করে ইন্টারভিউ নেওয়ার কক্ষে প্রবেশ করলো ,

তাহরিম কক্ষে প্রবেশ করতেই আমি দাঁড়িয়ে গেলাম আর হাতে ফাইল , চোখের চশমা টা একটু ঠিক করে বললাম ,

” বসুন মিস্টার তাহরিম তালুকদার ”

আমি সবসময় চশমা পড়ি না , আমার চশমা নেওয়া মূলত মাথা ব্যথার জন্য আবার বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে তাই সেফটি মেইনটেইন করতে মূলত আজ চশমা পড়া ,

আমি ও সামনে থাকা চেয়ারে বসলাম ,

ক্যামেরাও অন করা হলো ,

” কেমন আছেন তাহরিম তালুকদার ? ”

“আলহামদুলিল্লাহ , আল্লাহ ভালো রেখেছে , আপনি কেমন আছেন ? ”

” এই তো আলহামদুলিল্লাহ , আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ , আপনার এই অঢেল ব্যস্ততার মাঝে আমাদের একটু সময় বের করে দেওয়ার জন্য আবারো ধন্যবাদ ”

আমার কথার ভিত্তি তে তাহরিম হাসলো ,

” তো নতুন মন্ত্রী হয়ে আপনার অভিব্যক্তি কেমন ? কেমন লাগছে , নাকি একটু প্রেশারাইজ লাগছে ? ”

আমার কথা শুনে তাহরিম তার তর্জনী আঙুল ঠোঁটের কোনে রেখে কিছু টা ভেবে বলল,

” রাজনীতি আমার জন্য একদম নতুন যে তা কিন্তু না , আমি ভার্সিটি তে ও ছাত্রলীগ করতাম এছাড়া রাজনীতি খারাপ লাগার মতো এখন ও কিছু পাই নি তাই এখন পর্যন্ত ভালো ই লাগে ”

” আপনার কি ছোট থেকে ই রাজনীতি তে আসার ইচ্ছে ছিলো না কি বড় হতে হতে ধীরে ধীরে হয়েছে ? ”

” এক্চুয়ালি , আমার ছোট বেলা থেকে ই মানুষ কে সাহায্য করার ইচ্ছে ছিলো সাথে চেষ্টা ও, কিন্তু যত বড় হচ্ছিলাম ততই বুঝতে শুরু করেছি ক্ষমতা না থাকলে কিছু ই করা সম্ভব না আর ক্ষমতা চাইলে আমাকে রাজনীতি করতে ই হবে এর কোন সেকেন্ড অপশন নেই , তাই আমার রাজনীতি তে ঢুকা ‘

উনার উত্তর গুলো বেশ ভালো ই লাগছিলো ,

” আচ্ছা , আমরা তো প্রায় ই শুনি রাজনীতি তে এই মন্ত্রী র বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার , এই এমপির বাড়িতে কয়েক শ ভরি স্বর্ণ উদ্ধার , এই নেতার খাটের নিচে তেলের খনি আই মিন , চুরির তেল আর কি আমি কি বলতে চাইছি বুঝতে ই তো পারছেন , এই সম্পর্কে আপনার ধারণা কি ?

আমার কথা শুনে তাহরিম মনে হলো খানিকটা চিন্তায় পরে গেলো , কিছু টা ভেবে বলল,

” আসলে রাজনীতি জিনিস টাই এমন কেউ ব্যবহার করে মানুষের ভালো করার জন্য আবার কেউ নিজের পকেট ভারী করার জন্য , আসলে তাদের ব্যপারে আমার ব্যক্তিগত মত বলতে, তারা দেশের জন্য অভিশাপ , হয়তো তারা নিজেদের বদলে ফেলুক নয়তো দেশ ত্যাগ করুক ”

” আপনার মতে তাদের কিভাবে ধরা উচিত আর কেমন শাস্তি তাদের প্রাপ্য ? ”

” প্রতিটি কাজের সেক্টরে ভালো খারাপ সব কিছু ই থাকবে , এই ধরুন মসজিদে তো নামাজ পড়তে সবাই ই যায় তাহলে বাইরে বের হয়ে জুতা চুরি করে কে ? অবশ্যই সে মসজিদে নামাজ পড়া কোন ব্যক্তি , কিন্তু মানুষ কাকে ছেড়ে কাকে সন্দেহ করবে , এই বিষয় টা ঠিক তেমন ই , আমরা সবাই ই দেশের জন্য কাজ করি তাদের মধ্যে কেউ যদি এমন হয় তাহলে বের করা টা খুব একটা সহজ কাজ না , তবে আাশা করা যায় অতি শীঘ্রই আমরা আমাদের কাজে সফল হবো ”

এভাবে প্রায় অনেক প্রশ্ন ই করা হলো , আর উনি ও খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রশ্ন গুলোর উত্তর করলো ,

আমি কিছু একটা চিন্তা করে বললাম ,

” তো এবার আসি আপনার ব্যক্তিগত লাইফ স্টাইল নিয়ে , আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তাহরিম তালুকদার ? ”

চলবে …

[ রিয়েক্ট প্লিজ আর গঠন গত মন্তব্য করবেন
হ্যাপি রিডিং ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here