মন_মোহনায়_ফাগুন_হাওয়া #লেখিকা: #নুরুন্নাহার_তিথী #পর্ব_৩৫

0
310

#মন_মোহনায়_ফাগুন_হাওয়া
#লেখিকা: #নুরুন্নাহার_তিথী
#পর্ব_৩৫
শেহজাদ একদৃষ্টে মীরার মুখপানে দৃষ্টি স্থির রেখেছে। মীরার অনুভূতি মিশ্রিত প্রশ্নে তার মন হঠাৎই অশান্ত হয়ে গেছে। কিছুক্ষণ আগের রাগ যেন কর্পূরের ন্যায় হাওয়ায় মিলিয়ে গেছে। প্রায় মিনিট খানিক পেরোনোর পর বিয়ে বাড়ির মানুষজনের হুড়োহুড়িতে চলাফেরার মধ্যে একজন হুট করে শেহজাদকে সামান্য ধা*ক্কা দিলে সে বাস্তবে ফিরে। মীরার উদগ্রীব নয়ন যুগলে তাকিয়ে থাকা যেন ভীষণ ভয়ের হয়ে দাঁড়িয়েছে তার জন্য। পরন্তু শেহজাদ নজর নামিয়ে মীরার হাত ছাড়িয়ে যেতে চাইলে মীরা ফের হাত আঁকড়ে ধরে আবার করুণ স্বরে বলে ওঠে,

“ভালোবাসেন না। তাই না? এটা মুখে বললেও আমি তেমন কিছু মনে করতাম না। বলে দিলে অন্তত মিথ্যে আশায় থাকতাম না।”

শেহজাদ এবারেও চুপ করে আছে। তাই জন্য মীরা নিজেই শেহজাদের হাত ছেড়ে দিয়ে ঠোঁটের কোণে বিস্তর কৃতিম হাসি টেনে এগিয়ে এসে বলে,
“আপনি তো পরশু সন্ধ্যার ফ্লাইটে ফিরে যাবেন। আমি যাচ্ছি না।”

শেহজাদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েও যখন দেখলো মীরা উত্তর দিচ্ছে না। তখন প্রশ্ন করেই বসে,
“কেন যাবে না?”

“এখন আমার ফ্রি সময়। খাতাও দেখে শেষ করে এসেছি। তাই সময়টা একটু নিজের মতো থাকতে চাই। ফ্রিশাও আমার সাথে থাকবে।”

“তুমি সাডেনলি এসব কেন বলছো?”

“ইচ্ছে হলো তাই। আমার ইচ্ছে হতে পারে না? নাকি শুধু আপনারই ইচ্ছে হতে পারে? ফ্রি সময়ে বাড়ি ফিরে কী করব? আপনাকে দেখব? কেন দেখব? তার থেকে ভালো আমি প্রকৃতি দেখি। অন্তত মাইন্ড ফ্রেশ হবে।”

মীরা এবার শেহজাদকে ফেলে চলে যাচ্ছে। পেছন থেকে শেহজাদ বলে ওঠে,
“তুমিও আমার সাথে ফিরবে, মীরা।”

“না!”

“প্লিজ, মীরা। সবসময় জেদ করলে চলে না।”

“আশ্চর্য! আমার লাইফ, আমি জেদ করব। আমি তো জেদ নিজের সাথে করছি। এতে আপনার কোনো ক্ষতি তো হচ্ছে না।”

“মীরা!”

মীরা উত্তর না করে পেছন না ঘুরেই চলে যাচ্ছে। শেহজাদ হুট করে বলে ওঠে,
“নিজেরটাই দেখছো। আমি কীভাবে থাকব?”

থামে মীরা। পেছনে ঘুরে ফিরে এসে কড়া কণ্ঠে শুধায়,
“কেন? আমার এখানে থাকার সাথে আপনার কী সম্পর্ক? আপনার মেয়ের জন্য? ওকে। ফ্রিশাকে সাথে করে নিয়ে যান।”

“এখানে ফ্রিশার কথা আসছে না। আমি তোমার কথা বলছি।”

“আমার কথা কেন? আমি থাকলেও কী আর না থাকলেও কী? ইউ ডোন্ট লাভ মি রাইট? অভ্যাস হয়ে গেছি তাই? অভ্যাস বদলাতে শিখতে হয়। ইন ফিউচার, আমি না থাকলে তখন এই অভ্যাসটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে।”

শেহজাদ আবার রেগে গিয়ে মীরা ডান হাতের কব্জি শক্ত করে ধরে টেনে কোথাও একটা নিয়ে যাচ্ছে। মীরা হতবাক হয়ে শেহজাদকে দেখছে। শেহজাদের চোখে যেন রোশা*গ্নির স্ফু*লিঙ্গ জ্ব*লছে। মীরা কয়েকবার হাত ছাড়তে বলেছে, নিজেও ছাড়াতে চেয়েছে। কিন্তু পারেনি!
শেহজাদ মীরাকে নিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে এবার বলে,

“হঠাৎ কী হয়েছে তোমার? এমন করছো কেন?”

মীরা ছাড়া পেয়ে আবার আগের মুডে গিয়ে শান্ত হয়ে বসে। তারপর নিজের হাতের অবস্থা দেখতে দেখতে বলে,
“কী করলাম? কিছুই তো করিনি।”

“কিছু করোনি?”

“না তো। আপনিই বরং বেশি রিয়াক্ট করছেন। এখন আমার উচিত রাইয়ের কাছে থাকা! আর আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন!”

শেহজাদ মীরার কাছে এগিয়ে ওর হাঁটুর সামনে বসে চোখের দিকে চেয়ে বলে,
“আমি যদি বলি ভালোবাসি, তবে তুমি খুশি হয়ে যাবে?”

মীরা কয়েক মূহুর্ত নিশ্চুপ থেকে বলে,
“মন থেকে বলতে হবে।”

“তাহলে মন থেকে বুঝতেও হবে। মুখে বললেই ভালোবাসা হয় আর না বললে হয় না? মুখে তো অন্যের খুশির জন্য কতোকিছুই বলা যায়। ভালোবাসা এক্টিভিটিতে বুঝতে হয়, মিসেস মীরা। সো এখন থেকে তাই করুন।”

অতঃপর মুচকি হেসে শেহজাদ উঠে দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। মীরা সেখানেই ঠায় বসে রয়। আপন মনে ভাবতে থাকে, ‘আমি কি একটু বেশিই ফোর্স করে ফেললাম? উনি কি রাগ করলেন? ধ্যাত শুধু শুধু। তবে পরশুদিন আমি সত্যি ফিরব না। দেখি উনি কী করে?”

এসব ভাবার মধ্যেই মীরার ফোন বেজে উঠলো। রাইমা কল করছে। মীরা ফোন রিসিভ না করেই দ্রুত ওর কাছে যেতে রুম থেকে বের হয়।

________

প্রায় সন্ধ্যার দিকে রাইমাকে নিয়ে পার্লার থেকে ফিরেছে মেয়েরা। রাইমাকে এতটা সুন্দর দেখাচ্ছে যে তা নিয়ে মেয়ে-বউদের মাঝে হাসির অন্ত নেই। লতানো ডিজাইনের লাল কাতান বেনারসি। পাড়ে পাতি-পুতির কাজে শাড়ির মাহাত্ম্য আরও বাড়িয়েছে। ভারী ফুল নেক জড়োয়া হার ও পাতলা চেইনের মতো একটা সিতা হার। টিকলি ও হালকা টানা দিয়ে ছোটো সোনার মুকুটের সাথে শুভ্র শঙ্খ মুকুট তো আছেই। কপালের কলকাটা ছোটোর মধ্যে অসাধারণ। দুই হাতেও একটা করে মোটা বালার সাথে শাখা-পলা। মীরা, রাইমাকে বসিয়ে রুমে এসে রাইমার জন্য গিফটটা নিয়ে আবার যায়। তারপর রাইমার হাত ধরে হাতে ডায়মন্ড গোল্ডের দুটো চুড়ি পড়িয়ে দেয়। রাইমা নিজের হাতে ব্রেসলেটটা দেখে বলে,

“মীরু! তুই এগুলো কেন আনতে গেলি? পা*গ*ল নাকি!”

“কেন তোর পছন্দ হয়নি? কুঞ্জদার জন্য রিচ ওয়াচও নিয়েছি। ওটা কুঞ্জদাকেই দিব।”

“পছন্দ হওয়া নিয়ে না। এতো গহনা এসব কি আমার খুব একটা পড়া হবে বল তো?”

“চুপ! তোদের বিভিন্ন অনুষ্ঠান হয়। পূজো এসব। পড়া হবে ঠিকই। এখন শান্ত হয়ে বস। একটু পড়েই পিঁড়ি নিয়ে আসবে। আমি একটু দেখি ফ্রিশা কই।”

এই বলে মীরা ফ্রিশাকে খুঁজতে বেরোয়। পথে শেহজাদকে দেখে যত্র থেমে যায়। সিলভার রঙের পাঞ্জাবি-পাজামাতে শেহজাদকে ভীষণ সুদর্শন দেখাচ্ছে। মীরা মুগ্ধ হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে এবার নিজের দিকে তাকায়। সিলভার রঙের বেনারসি শাড়ির সাথে সে মুক্তো ও স্বর্ণের, নেক পিস ও সিতা হার পড়েছে। চুলগুলো রিং করে খোলা রেখে অর্ধেকটা এক পাশ করে এনে রেখেছে। সাথে সাদা ডেইজি তো আছেই। তাকেও নিশ্চয়ই কম সুন্দর লাগছে না! এগিয়ে গিয়ে শেহজাদের পাশে দাঁড়িয়ে হালকা কেঁশে শুধায়,

“এখানে একা দাঁড়িয়ে কী দেখছেন? বিয়ে বাড়িতে আবার চোখের মতিভ্রম হলো না-কি?”

শেহজাদ এক পলক চেয়ে মুচকি হেসে প্রত্যুত্তরে বলে,
“পাশে যদি এমন একজন থাকে তবে নজর কোনো হুরপরীর দিকেও যাবে না।”

“হ্যাঁ? কী বললেন?”

মীরার চোখে-মুখে অন্যরকম উজ্জ্বলতা। শেহজাদ হুট করেই গম্ভীর স্বরে বলে,
“মেয়েকে দেখো। দৌড়াদৌড়ি করেই চলেছে। ড্রেসের সাথে পা বেধে পড়ে যেতে পারে।”

শেহজাদ সেখান থেকে নিরবে সরে যায়। মীরা ফ্রিশাকে সামনে খুঁজতে খুঁজতে পাশে তাকিয়ে দেখে শেহজাদ নেই! তদ্রুপ সে কোমড়ে হাত গুঁজে চোখ ছোটো ছোটো করে বলে,
“এই লোক আমাকে ফাঁকি দিলো! অভ*দ্র লোক!”

এরপর মুখ ভার করে ফ্রিশাকে খুঁজতে ছুটলো।

_______

পিঁড়িতে বসিয়ে মুখ পানপাতা দিয়ে ঢেকে রাখা রাইমাকে ছাদনাতলায় আনা হয়েছে। এবার ও-কে কুঞ্জের চারিপাশে পদক্ষিণ করানো হচ্ছে। অতঃপর শুভদৃষ্টি। শুভদৃষ্টিতে রাইমার থেকে কুঞ্জকেই বেশি লাজুক দেখাচ্ছিল। ফ্রিশা তার বাবার কোলে চড়ে বিয়ে দেখছে আর ফুল ছিটাচ্ছে। ফ্রিশা বলে,

“বাবা? রাই আন্টিকে নামাবে না? আন্টি যদি পড়ে যায়?”

“নামাবে সোনা। আরেকটু পরেই নামাবে।”

“ফেইরিমাম্মাম, তোমার বন্ধুকে বলো না? ভালো করে ধরে বসতে। পড়ে যাবে তো।”

মীরা হেসে জবাব দেয়,
“পড়বে না, বাচ্চা। আর তোমার রাই আন্টি যদি পড়েও যায় তোমার কুঞ্জ আঙ্কেল আছে তো। সারাজীবন সামলানোর জন্য।”

ফ্রিশা কী বুঝলো নিজেও জানে না। মিষ্টি হেসে বিয়ে দেখছে।
মালাবদল শেষে রাইমাকে নামানো হয় তারপর বিয়ের রীতিনীতি শুরু হয়। অতঃপর সাতপাক, সিঁদুর দানের মাধ্যমে রাইমা বাঁধা পড়ে কুঞ্জের সাথে। বিয়ের সব রীতি শেষে যেখানে বাসর জাগবে সেখানে রাইমা ও কুঞ্জকে নেওয়া হয়। সবাই নাচ-গানের মাধ্যমে আসর জমিয়ে রেখেছে। রাইমা এবার মীরাকে খুব করে ধরলো গান গাইতেই হবে। অতঃপর মীরাও গান ধরলো,
“আমার পরানো যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো,
আমার পরানো যাহা চায়।
তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরানো যাহা চায়।
তুমি তাই, তুমি তাই গো
আমার পরানো যাহা চায়।
তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। (২)
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো।
আমার পরানো যাহা চায়।”
~রবীন্দ্রনাথ ঠাকুর
(গানটা আমার ভীষণ পছন্দের। বাকিটুকু নিজ দায়িত্বে শুনে নিবেন।)

গানটা শেষ করে মীরা শেহজাদের দিকে তাকায়। দুজনের অপলক শুভদৃষ্টিতে রাইমা তুড়ি বাজিয়ে ভাঙিয়ে বলে,
“এই যে? বাসরটা আমার। আর তোমরা এখানে শুভদৃষ্টিতে মেতে আছো? নট ডান জিজু।”

শেহজাদ খানিক লজ্জা পেয়ে যায়। মীরা তো কপট রা*গ দেখিয়ে রাইমাকে দুয়েকটা লাগিয়েও দিয়েছে। এরপর হাসি-আড্ডায় রাত দেড়টার মতো বেজে গেলে শেহজাদ ঘুমন্ত ফ্রিশাকে নিয়ে সেখান থেকে উঠে যায়। মীরাকে তো রাইমা উঠতেই দিবে না। তাদের কথাই আছে রাইমার বাসর জাগাতে মীরাকে সাথে থাকতে হবে।

পরদিন সব রিচুয়ালের পর কনে বিদায় হয়। যাওয়ার সময় রাইমার ও তার পরিবারের কান্নাতে মহল বেশ ভার। মীরা ও শেহজাদরা রাইমাদের বাড়ি থেকে একটা হোটেলে ওঠলো। যদিও রাইমার মা-কাকিরা নিষেধ করছিলো কিন্তু ফ্রিশার বিয়ে বাড়ির ভিড়ে শরীর খুব একটা ভালো যাচ্ছে না। দুই রুমে হোটেলে উঠেই ফ্রিশা কোলাহোল মুক্ত পরিবেশ পেয়ে ঘুমিয়ে গেছে।

_______

রাইমার বৌভাতের অনুষ্ঠানও খুব সুন্দর ভাবে মিটে গেছে। গাড়ো নীল শাড়িতে রাইমাকে বেশ সুন্দর দেখাচ্ছিলো। বৌভাতের অনুষ্ঠানে শেহজাদ মীরার হাতে তিনটি এয়ার টিকেট ধরিয়ে দিয়ে বলে,
“আমরা দার্জিলিং যাচ্ছি।”

মীরা অবাক হয়ে শুধায়,
“দার্জিলিং? সত্যি? কিন্তু আপনার তো ফিরতি টিকেট ছিল।”

“তোমার সত্যি মনে হলো, আমি তোমাকে রেখে ব্যাক করব?”

মীরা অপলক শেহজাদের চোখের দিকে চেয়ে আছে। চাহনিতে আছে পরিতৃপ্তির আভাস।

চলবে ইনশাআল্লাহ,
কে কে বাংলাদেশের খেলা দেখতেছেন? সকালে প্রায় ৮০০+ লেখা ছিল। তারপর খেলা দেখতে দেখতে বাকিটুকু।
রিচেক করা হয়নি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। কপি নিষিদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here