ভালোবাসার_চেয়েও_বেশি💞💞 #লেখিকা-Mehruma Nurr #পর্ব-৩৮

0
1101

#ভালোবাসার_চেয়েও_বেশি💞💞
#লেখিকা-Mehruma Nurr
#পর্ব-৩৮

★ আদিত্যের মনে হচ্ছে ও কোনো পরীদের রাজ্যে চলে এসেছে। আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা নিশ্চয় পরীদের রানী। এতো সুন্দর কেউ কিভাবে হতে পার?

নূর আজ একটা টুকটুকে লাল রংয়ের শাড়ী পরেছে। চোখে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। কানে বড়ো বড়ো ঝুমকো, দুই হাত ভর্তি লাল কাচের চুরি। ঘনকালো চুলগুলো পিঠময় ছেড়ে দিয়ে রেখেছে। কানের নিচে চুলের মাঝে একটা একটা লাল জারবেড়া ফুল লাগিয়েছে। আর মুখে আছে লাজুক হাসি। মোটকথা আদিত্যকে পাগল করার জন্য যা যা দরকার তার কিছুই বাদ রাখেনি। শুধু নিজেকেই নয়,পুরো বাসাটাকেও সুন্দর করে লাভ শেপের বেলুন, ফুল আর সুগন্ধি ক্যান্ডেল দিয়ে সাজিয়েছে।

আদিত্যের হার্ট মনে হচ্ছে বিট করাই বন্ধ করে দিয়েছে। আশেপাশের আর কোনো হুশ নেই ওর। হা করে শুধু তাকিয়েই আছে নূরের দিকে।

নূর লাজুক হেসে আদিত্যের দিকে এগিয়ে গেল।
নূর হাটার সময় ওর চুরির রিনিঝিনি শব্দ যেন আদিত্যকে আরো ঘায়েল করছে ।

নূর আদিত্যের কাছে এসে লাজুক হেসে বললো।
….আপনি চলে এসেছেন? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি যেয়ে ফ্রেশ হয়ে আসুন। তারপর আমরা একসাথে ডিনার করবো।

নূরের কথায় আদিত্যের ঘোর কাটলো। আদিত্য একটু এদিক ওদিক তাকালো।তারপর নূরকে কোনো কিছু না বলেই নিজের রুমের দিকে চলে গেলো।

নূর একটু হতাশ হলো তবে আশা ছাড়লো না। নূর আজ পণ করেছে। যে করেই হোক আদিত্যের রাগ আজ ভাঙিয়েই ছাড়বে।

আদিত্য নিজের রুমে এসে দরজা আটকে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলো। বুকের বাম পাশে হাত রেখে হার্টটাকে শান্ত করার চেষ্টা করলো। নূরকে এই রুপে দেখে আদিত্যের হার্ট যেন বুকের ভেতর থেকে লাফিয়ে বেড়িয়ে আসতে চাচ্ছে।
আদিত্য চোখ বন্ধ করে মনে মনে বললো।
…..আদি বি এ ম্যান। তোকে শক্ত হতে হবে। এভাবে গলে গেলে চলবে না। নূরের সামনে তোকে স্ট্রং থাকতে হবে।

হঠাৎ আদিত্যের ভেতর থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজ টা বললো।
……কিন্তু আমার প্রাণপাখীটা যে আজ ভয়ংকর সুন্দর লাগছে। তাহলে কিভাবে শক্ত থাকবো? ওকে দেখেই তো আমার অবস্থা বেহাল হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে শুধু আদর করি।

আদিত্য ভেতরের আওয়াজকে একটা রাম ধমক দিয়ে বললো।
…..সাট আপ। মা মানছি যে আজ নূর অনেক সুন্দর লাগছে। তাই বলে কি একদম গলে পানি হয়ে যেতে হবে নাকি? এসব হচ্ছে মেয়েদের হাতিয়ার। ছেলেদের দূর্বল করার। কিন্তু আমি এতো সহজে ধরা দেওয়ার পাত্র নই।হুহ্। বুঝতে পেরেছিস?
আদিত্য নিজেকে একটু বুঝিয়ে শুনিয়ে ঠিক করলো। তারপর কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। ঘরের ভেতর কতক্ষণ পায়চারী করলো। বাইরে যাবে কি যাবেনা তাই ভাবছে। আদিত্য দরজার কাছে এসে বিড়বিড় করে বললো।
…আদি ইউ ক্যান ডু ইট। গো ফর ইট। ইয়েস।
মনে মনে দৃঢ় সংকল্প নিয়ে রুমের দরজা খুলে বের হলো আদিত্য।

নিচে এসে দেখলো নূর সোফায় বসে ওর জন্যই অপেক্ষা করছে।
আদিত্য ওর কাছে এসে দাড়াতেই নূর আদিত্যের দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি দিল।

ব্যাচ এতেই আদিত্যের সব সংকল্প পানি হয়ে গলতে শুরু করলো। আদিত্য উপরে উপরে সেটা বুঝতে না দিয়ে গলা খাঁকারি দিয়ে এদিক ওদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললো।
….এসব কি? আর কাকি কোথায়? ওনাকে দেখছি না কেন?

নূর মুচকি হেসে বললো।
…..আমিই কাকিকে বাসায় চলে যেতে বলেছি।

আদিত্য ভ্রু কুঁচকে বললো।
…কেন? আর তুমি বললেই ওনাকে চলে যেতে হবে? তোমাকে এখানে একা রেখে কিভাবে চলে গেলেন উনি?

….আরে আরে, আপনি রাগছেন কেন? উনার কোনো দোষ নেই। উনিতো যেতে চান নি। আমিই উনাকে জোর করে পাঠিয়েছি। আর সারাদিন তো ছিলোই। আপনি আসার একটু আগেই আমি পাঠিয়েছি।

আদিত্য বুঝতে পারছে ও বেশিক্ষণ নূরের সামনে থাকলে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাই আবারও গম্ভীর কণ্ঠে বললো।
…..যাইহোক ডিনার করে শুয়ে পরো।

নূর আদিত্যের দিকে তাকিয়ে বললো।
….আপনি খাবেন না? চলুন না একসাথে ডিনার করবো?

আদিত্য অন্য দিকে তাকিয়ে বললো।
….আমার ক্ষিদে নেই।আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পরো।
কথাটা বলেই আদিত্য ওখান থেকে চলে যাওয়ার জন্য উল্টো ঘুরতেই, নূর আদিত্যের হাত ধরে আটকে দেয়। করুন সুরে বললো।
….. আর কতো রাগ করে থাকবেন? প্লিজ মাপ করে দিন না আমাকে? আই এ্যাম সরি। আর কখনও এমন করবো না। সত্যিই বলছি।

আদিত্য চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করছে।
আদিত্য নূরের কাছ থেকে হাতটা ছাড়িয়ে আবারও চলে যেতে নেয়। চার কদম যেতেই আদিত্য আর যেতে পারে না। ওর পা জোরা থমকে যায়, পেছন থেকে আসা নূরের মিষ্টি কন্ঠ শুনে।

নূর আদিত্যের দিকে তাকিয়ে গেয়ে উঠলো।

♬ পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা
সবই তোমায় দেব,একটাই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে।

(নূরের মুখে ভালোবাসার কথা শুনে আদিত্যের মনের ভেতর যেন খুশীর বন্যা বয়ে গেলো। আদিত্য উল্টো ঘুরে থাকা অবস্থাতেই ঠোঁট কামড়ে প্রাপ্তির হাসি দিল)

ভাবিনি কখনও, এ হৃদয় রাঙানো
ভালোবাসা দেবে তুমি
দুয়ারে দাঁড়িয়ে, দুবাহু বাড়িয়ে
সুখেতে জড়াব আমি
সেই সুখেরই ভেলায়
ভেসে স্বপ্ন ডানা মেলবো এসে
এক পলকে পৌঁছে যাবো, রুপকথারই দেশে

মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে
যতনে রেখ গো তুমি
সেই মেঘেরই আঁচল এসে
আমায় তুমি নাও গো টেনে
রং-তুলিতে আঁকবো ক্ষণ
রুপ কুমারের দেশে।

তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালোবাসি তোমাকে। ♬

এই প্রথম নূর গান গাইলো। তাও আদিত্যের জন্য। আদিত্য যেন খুশীতে দিশেহারা হয়ে যাচ্ছে। কিন্তু নূরকে সেটা বুঝতে না দিয়ে আদিত্য ওখান থেকে চলে গেলো।

আদিত্য চলে যাওয়াতে নূর এবার সত্যি সত্যিই ভেঙে পরলো। ভেবেছিলো আজ হয়তো আদিত্য ওকে মাফ করে দিবে। কিন্তু আদিত্য তো ফিরেও তাকালো না।
নূর সোফায় ধপ করে বসে পরলো। বসে নিরবে কাঁদতে লাগলো। মনে মনে ভাবলো, আমি উনাকে সত্যি সত্যিই হারিয়ে ফেললাম। তানি ঠিকই বলেছে। আমি আমার সুখকে ধরে রাখতে পারিনি। আমি দেরি করে ফেলেছি। উনাকে হয়তো আর কখনোই পাবো না আমি। এসব ভেবে নূরের কন্নার গতি আরও বেড়ে গেল। নূর মুখে হাত চেপে ধরে দৌড়ে দরজা দিয়ে বাইরে চলে গেলো।

আদিত্য নিজের রুমে এসে বেডের ওপর মাথার চুল টেনে ধরে বসে আছে। বারবার শুধু নূরের গাওয়া গানের ভালোবাসি লাইনটা মনে পরছে। আদিত্য বিড়বিড় করে বললো।
…..আমার প্রানপাখী আমাকে ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে আমাকে। সি লাভস মি।
কথাটা বারবার বলে হাসতে লাগলো আদিত্য।

দশ মিনিট পর আদিত্যের নূরের কথা মনে পরলো। নূরের মায়া ভরা চেহারাটা চোখে ভাসছে। মনে মনে ভাবছে আমি বোধ হয় একটু বেশিই করছি। এভাবে চলে আসাটা মনে হয় ঠিক হয় নি। মেয়েটা কতো কিছু করছে , শুধুমাত্র আমাকে মানানোর জন্য। এভাবে চলে আসায় নিশ্চয় ও খুব কষ্ট পেয়েছে। না না আমার প্রাণপাখী টাকে আর কষ্ট দিবো না আমি । ওকে যেটুকু বুঝানোর দরকার ছিল ও সেটা বুঝে গেছে। এখন আর ওকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। এসব কথা ভেবে আদিত্য দ্রুত উঠে নূরের কাছে যাওয়ার জন্য দরজা খুলে বের হলো।

আদিত্য নিচে এসে দেখলো নূর ওখানে নেই। আদিত্য ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকালো। নূরকে কোথাও দেখতে পেল না আদিত্য। আদিত্য ভাবলো হয়তো নিজের রুমে চলে গেছে। আদিত্য দ্রুত নূরের রুমের দিকে গেল।

নূরের রুমের সামনে এসে দেখলো দরজা খোলা। আদিত্য ভেতরে ঢুকে দেখলো নূর রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো, ওয়াশরুমের দরজা খোলা। তারমানে নূর ওয়াশরুমেও নেই। আদিত্যের এবার ভয় হতে লাগলো। কোথায় চলে গেলো মেয়েটা? আদিত্য নূরের নাম ধরে ডাকতে লাগলো। বেলকনিতে যেয়ে দেখলো সেখানেও নেই নূর।
আদিত্যের এবার ভয়ে গলা শুকিয়ে আসছে। কোথায় গেল আমার নূরপাখি? আদিত্য পাগলের মতো পুরো বাসায় খুজতে লাগলো। আর নূরের নাম ধরে ডাকতে লাগলো।
বাসার ভেতরে কোথাও না পেয়ে আদিত্য দৌড়ে ছাদে উঠে গেলো। ছাদে এসেও নূরকে কোথাও পেল না।
আদিত্যের ভয়ে এবার হাত পা অবশ হয়ে আসতে লাগলো। দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরে অস্থির হয়ে পেছাতে পেছাতে বিড়বিড় বলতে লাগলো। কোথায় গেল আমার প্রাণপাখীটা? সব আমার দোষ। আমার জন্যই হয়েছে এসব। নূর নিশ্চয় আমার ওপর রাগ করে কোথাও চলে গেছে। এখন কোথায় খুঁজব আমি ওকে? নূরপাখি প্লিজ চলে এসো আমার কাছে। আই প্রমিজ আর কক্ষণো রাগ করবো না তোমার ওপর। প্লিজ কাম টু মি। প্লিজ।

আদিত্য কিছু একটা ভেবে দৌড়ে আবার নিচে নেমে গেল। নিচে নেমে দেখলো মেইন দরজা খোলা। তারমানে নূর বাসার বাইরে গেছে।
কথাটা ভেবে আদিত্য দৌড়ে বাইরে গেল।

বাইরে এসে দেখলো নূর সুইমিং পুলের পাশে হাটুর ভেতর মুখ গুঁজে বসে আছে।
নূরকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এতক্ষণে যেন ওর জানে পানি এলো। আদিত্য ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে যেতে লাগলো।

নূরের কাছাকাছি আসতেই আদিত্য বুঝতে পারলো নূর কাঁদছে।
আদিত্যের এবার নিজের ওপরই রাগ হতে লাগলো। আজ ওর জন্য নূরপাখিটা কতো কষ্ট পাচ্ছে।
আদিত্য আস্তে করে নূরের পাশে হাঁটু গেড়ে বসলো। ডান হাতটা উঠিয়ে নূরের কাঁধে রাখলো।

কাঁধে কারোর ছোঁয়া পেয়ে নূর আস্তে করে মাথাটা তুলে পাশে তাকালো।
আদিত্যকে দেখে নূর অভিমান করে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিয়ে ফুপাতে লাগলো।

আদিত্য নিজের বাম হাতটা দিয়ে নূরের গালে হাত দিয়ে নূরের মুখটা ওর দিকে ঘুরালো।
নূর আদিত্যের দিকে তাকিয়ে আরো জোরে ফুপিয়ে কেঁদে উঠলো। তারপর আদিত্যের ঘাড়ের ওপর দিয়ে দুই হাত দিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
আদিত্যও দুই হাত দিয়ে নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল।
আদিত্যর আলিঙ্গনে নূর আবেগে আপ্লূত হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো।

আদিত্য কিছু না বলে নূরকে পাঁজা কোলে তুলে নিল। নূরকে কোলে করে বাসার ভেতরে নিয়ে আসলো।

ভেতরে ঢুকে আদিত্য নূরকে কোলে নিয়েই সোফায় গিয়ে বসলো।
নূর আদিত্যের বুকে মাথা রেখে কেঁদেই যাচ্ছে। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বললো।
….বাচ্। আর কতো কাঁদবে? এবার বন্ধ করোনা কান্না প্লিজ। তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না। তাকি জানো তুমি?

নূর আদিত্যের বুকে মাথা রেখেই কান্না জড়িত কন্ঠে বললো ।
…..আ আপনি আমাকে আর ভা ভালোবাসেননা তাইনা?

আদিত্য নূরের কথায় একটু অবাক হয়ে বললো।
….কি বলছ তুমি? কে বলেছে তোমাকে এসব ফালতু কথা?

নূর ফুপাতে ফুপাতে করুণ সুর বললো।
….তা না হলে আপনি আমার সাথে এমন কেন করছেন? আমাকে এভাবে অবহেলা কেন করছেন? আপনি জানেন সবাই আমাকে অবহেলা করে। আপনিও আমাকে অবহেলা করলে আমি কোথায় যাবো? সবার অবহেলা সহ্য করতে পারলেও, আপনার অবহেলা আমি সহ্য করতে পারি না। আমার অনেক কষ্ট হয়।
কথাগুলো বলে নূর আদিত্যের বুকের কাছের টিশার্ট খামচে ধরে আবারও ফুপিয়ে কেঁদে উঠে।

নূরের কথা শুনে আদিত্যের বুকের ভেতর হু হু করে উঠলো। আদিত্য নূরকে আরো শক্ত করে বুকের ভেতর চেপে ধরলো। যেন বুকের ভেতর ঢুকিয়ে ফেললেই শান্তি। নিজের ওপরে চরম রাগ লাগছে আদিত্যের। নূরকে বোঝাতে যেয়ে যে ওকে এতো কষ্ট দিয়ে ফেলবে , তা ভাবতেই পারেনি আদিত্য। সত্যিই তো বলেছে ও। মেয়েটা জীবনে শুধু কষ্ট আর অবহেলাই পেয়েছে। আর আমিও কিনা নিজের অজান্তে ওর সাথে সেম কাজটাই করছিলাম? না না আমি আর আর কোনো কষ্ট দেব না। আদিত্য নূরের মাথায় বুলিয়ে মায়া ভরা কন্ঠে বলে উঠলো।
……হুশশ শুশ শুশ।কি বলছো এসব? পাগল হয়ে গেছ? আমার প্রাণপাখী টাকে আমি কখনও অবহেলা করতে পারি? আমি নিজেকে একবার অবহেলা করতে পারি কিন্তু তোমাকে কখনও না। রুপকথার কাহিনিতে যেমন দৈত্যের জান একটা টিয়াপাখির ভেতরে থাকে। তেমনি আমার জানটাও তোমার ভেতরে আবদ্ধ। নিজের জানকে কি কেউ কখনো অবহেলা করতে পারে বলো? আর তুমি কি ভেবেছিলি, আমি সেদিনের কথার জন্য তোমার ওপর রেগে আছি? একদমই না। তানি আমাকে আগেই সবকিছু বলে দিয়েছল। হ্যাঁ প্রথমে একটু রেগে ছিলাম, কারণ আমি জানতাম যে তুমি আমাকে মিথ্যে বলছো। কেন মিথ্যে বলছো এইজন্যই একটু রেগে ছিলাম। তাছাড়া তুমি কি মনে করেছো যে তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসনা। আর আমি সেটা শুনে তোমাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? কখনোই না। তুমি যদি সত্যি সত্যিইও আমাকে ভালো না বাসতে। তবুও আমি কখনো তোমাকে ছেড়ে দিতাম না। কারণ আমার একার ভালোবাসাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। তাহলে তুমি কি করে ভাবলে যে এই আমি তোমাকে অবহেলা করতে পারি? আরে আমিতো তোমাকে শুধু বোঝাতে চাচ্ছিলাম যে, ভালোবাসার মানুষ দূরে গেলে কতো কষ্ট হয়। যাতে ভবিষ্যতে আর কখনো তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করতে না পারো। বুঝতে পেরেছো পাগলি? এখন কান্না বন্ধ করো প্লিজ। তোমাকে যদি দেখাতে পারতাম যে,তোমার কান্না আমার বুকের ভেতর কতটা রক্ত ক্ষরণ করে। তাহলে হয়তো তুমি আর কখনো কাঁদতে না প্রাণপাখি।

এতক্ষণ আদিত্যের কথাগুলো শুনে নূরের কান্না অনেকটা কমে এসেছে। আদিত্যের মুখে প্রাণপাখী ডাকটা শুনে নূরের মনটা পুলকিত হয়ে উঠলো।

আদিত্য দুই হাতে নূরের মুখটা ওপরে তুলে বললো।
….এখন কান্না থামাও প্লিজ। দেখতো কেঁদে চেহারার কি অবস্থা করেছো?

আদিত্য খেয়াল করলো কাঁদার কারণে নূরের চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। একদম পাকা টমেটোর মতো লাগছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চোখের কাজগুলো লেপ্টে গেছে। ঠোঁটের লিপস্টিকটাও ছড়িয়ে ঠোঁটের চারপাশে লেগে আছে। কিন্তু এই অবস্থায়ও আদিত্যের কাছে নূরকে আরো অপূর্ব সুন্দর লাগছে। এই অবস্থায় নূরকে প্রচুর মায়াবী আর আবেদনময়ী লাগছে। আদিত্য যেন ঘোরের ভেতর চলে যাচ্ছে। কেমন মারাত্মক নেশা ধরে যাচ্ছে। আদিত্য আজ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নেশা ভরা চোখে তাকিয়ে রইলো নূরের দিকে।

আদিত্য দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিল। মুখটা এগিয়ে নিয়ে নূরের কপালে একটা চুমু দিল। নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য নূরের বন্ধ দুই চোখের পাতায় চুমু দিয়ে দিলো।
নূর দুই হাতে আদিত্যের বুকের কাছের টিশার্ট খামচে ধরলো।নিঃশ্বাস ভারি হয়ে আসছে নূরের। আদিত্য নূরের নাকের ডগায় একটা চুমু খেল। নূরের নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে নেশা ভরা চোখে নূরের ঠোঁটের দিকে তাকিয়ে রইলো। নূরের নেশায় পাগল হয়ে যাচ্ছে আদিত্য। আজ কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আদিত্য নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের ঠোঁটের নিচে লেগে থাকা লিপস্টিক মুছে নিল। সাথে সাথে নূরের সারা শিরশির করে উঠলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য নেশাক্ত কন্ঠে বলে উঠলো।
…..তোমাকে বলেছিলাম না? আমার সামনে ঠোঁটে লিপস্টিক দিয়ে আসবেনা। আমি কোনো ভুল করে ফেলবো। আমার কথা অমান্য করার জন্য তোমাকে এখন শাস্তি দেওয়া উচিৎ তাইনা?

নূর লজ্জায় মাথা নিচু করে লাজুক হাসলো। আদিত্যর নেশা আরও বেড়ে গেল। আদিত্য নিজের দুই হাত নূরের দুই গালে রেখে ধীরে ধীরে নূরের ঠোঁটের দিকে এগিয়ে গেল। নূর চোখ বন্ধ করে নিল। আদিত্য প্রথমে আলতো করে নূরের ঠোঁটে একটা চুমু খেল। নূরের সারা শরীরে শিহরণ বয়ে গেলো। নূর আরো শক্ত করে আদিত্যের টিশার্ট খামচে ধরে কাপতে লাগলো। যা আদিত্যকে আরো পাগল করে তুললো।আদিত্য এবার এক হাত নূরের চুলের মাঝে ঢুকিয়ে, অন্য হাত দিয়ে নূরের কোমড় পেচিয়ে, নূরের দুই ঠোঁটের ফাকে নিজের ঠোঁট ঢুকিয়ে দিয়ে নূরের ঠোঁট শুষে নিতে লাগলো। ঠোঁটের স্বাদ নিতে নিতে আদিত্য নূরের শাড়ির ফাকে উন্মুক্ত কোমড়ে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। মাঝে মাঝে হাত দিয়ে কোমড়ে চাপ দিতে লাগলো। আদিত্যের এমন লোমহর্ষক ছোঁয়ায় নূরের সারা শরীরে কাটা দিয়ে উঠছে। আদিত্যের এমন পাগল করা আদরের কাছে নূরও আর বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। নূর এক হাত আদিত্যের ঘাড়ের পেছনে দিয়ে আদিত্যের চুল শক্ত করে ধরে। আরেক হাতে আদিত্যের টিশার্টের কলার খামচে ধরে, নিজেও আদিত্যের সাথে সায় দিলো। নূরের রেসপন্স পেয়ে আদিত্য আরো উন্মাদ হয়ে উঠে। পাগলের মতো চুমু খেতে থাকে। আর আদিত্যের হাত নূরের কোমড়ে আর পিঠে বিচরণ করতে থাকে। আদিত্য এবার ধীরে ধীরে নূরের গলায়, ঘাড়ে চুমু খেতে লাগলো। নূরের এদিকে কাঁপতে কাঁপতে পাগল হওয়ার উপক্রম। আদিত্য নূরের গলায় চুমু খেতে খেতে হাত বাড়িয়ে নূরের বুকের ওপর থেকে আঁচলটা সরাতে যায়।আঁচলে হাত দিতেই হঠাৎ আদিত্যের হুঁশ আসে ও কি করছে। আদিত্য নূরের আঁচল ঠিক করে দিয়ে মাথা উঠিয়ে নূরের মুখের দিকে তাকায়। নূর এখনো চোখ বন্ধ করে কাপছে। আদিত্য নূরের কপালে কপাল ঠেকিয়ে দুজনেই হাঁপাতে থাকে। নূর লজ্জায় আদিত্যের বুকের ভেতর লুকিয়ে পরে। আদিত্য বলে উঠলো।
…..আই এ্যাম সরি প্রাণপাখি। আমি বোধহয় একটু বেশিই করে ফেলেছি।

নূর আদিত্যের বুকে মাথা রেখেই বলে উঠলো।
….সরি বলার দরকার নেই। আপনার ওপর আমার বিশ্বাস আছে।

আদিত্য বললো।
……তবুও আমি এভাবে বিয়ের আগে আমাদের লিমিট ক্রস করতে চাই না। আমি চাই না আমাদের প্রথম কাছে আসা নিয়ে আমাদের ভেতরে কোনো অপরাধ বোধ থাকুক। আমি চাই আমাদের প্রথম মিলন হবে, সম্পূর্ন বৈধ আর পবিত্র। যেটা মনে করে শুধু খুশি আর ভালো লাগা কাজ করবে।কোনো অপরাধ বোধ নয় বুঝেছ? তবে যতই বলিনা কেন। আমি একজন ছেলে পুরুষ মানুষ। তাই অনেক সময় হয়তো আমি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারি। তখন তুমি আমাকে বাঁধা দিয়ে আমাকে আটকাবে। আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করবে বুঝেছ?

আদিত্যের কথা শুনে নূরের মনটা ভরে উঠলো। মনে মনে ভাবলো, উনি সত্যিই একজন সুপুরুষ। একজন সত্যিকারের প্রেমিক। এসব ভেবে নূর আদিত্যের বুকের মাঝেই মাথা ঝাকিয়ে বললো।
….হুম।

আদিত্য দুষ্টু হেসে বললো।
….তবে এটা শুধু বিয়ের আগ পর্যন্তই বুজেছো? বিয়ের পরে কোনো বাঁধা চলবে না। দিনরাত শুধু আদর আর আদর চলবে। তুমি কোনো বাধা দিতে পারবে না বুজেছো?

নূর লজ্জা পেয়ে আদিত্যের বুকে আস্তে করে একটা কিল দিয়ে বললো।
….ছিহ্, অসভ্য।

নূরের কথায় আদিত্য হেসে উঠলো।

একটু পরে আদিত্য বললো।
…..এভাবে বুকের মাঝে পরে থাকলে হবে? ডিনার করতে হবে না?

নূর একটু মিথ্যে অভিমান দেখিয়ে আদিত্যের বুকেই মাথা নাড়ালো।মানে সে খাবে না।

আদিত্য মুচকি হেসে বললো।
……আমি খাইয়ে দিলেও না?

নূর এবার লাজুক হেসে বললো।
…..জানি না?

আদিত্য হেসে দিয়ে নূরকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের কাছে গেল। তারপর পা দিয়ে চেয়ার টান দিয়ে নূরকে কোলে নিয়েই চেয়ারে বসলো। তারপর প্লেটে খাবার বেড়ে হাতে নিয়ে নূরের মুখের সামনে ধরলো।

নূরও চুপচাপ খাবার মুখে নিয়ে নিল। নূর আদিত্যের দিকে তাকিয়ে বললো।
….আপনি খাবেন না? দাড়ান আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি।
কথাটা বলেই নূর আদিত্যের কোল থেকে উঠতে নিলেই, আদিত্য নূরকে আটকে ধরে বলে উঠলো।
….আমি কি তোমাকে বলেছি আমার জন্য আলাদা খাবার বাড়তে?

নূর ভ্রু কুঁচকে বললো।
….কেন আপনি খাবেন না? নাকি সত্যি সত্যিই বাইরে থেকে খেয়ে এসেছেন?

…..আমি কি বলেছি নাকি আমি খাবো না? আমি খাবো,তবে আলাদা প্লেটে নয়। তোমার সাথে এক প্লেটেই খাবো।

….কিন্তু আমার এটো প্লেটে আপনি কিভাবে খাবেন?

……তোমাকে এতো বুঝতে হবে না। তোমার প্লেটে খেলে খাব নাহলে খাবনা।

নূর লাজুক হেসে বললো।
….ঠিক আছে।
কথাটা বলে নূর নিজের হাত ধুয়ে, প্লেট থেকে খাবার নিয়ে আদিত্যের সামনে ধরলো।

আদিত্য মুচকি হেসে খাবারটা মুখে নিয়ে নিল।
এভাবে দুজন দুজনকে খাইয়ে দিল। ডিনার শেষে আদিত্য আবারও নূরকে কোলে নিয়ে নূরের রুমের দিকে এগুলো। নূর আদিত্যের গলা জড়িয়ে ধরে আদিত্যের ঘাড়ে মাথা রাখলো। আদিত্য নূরের রুমে এসে নূরকে বেডের ওপর বসালো।তারপর নূরকে মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়া শেষে আদিত্য নূরকে শুইয়ে দিয়ে গায়ের ওপর দিয়ে চাদর দিয়ে দিল।তারপর নূরের কপালে চুমু দিয়ে মুচকি হেসে বললো।
….গুড নাইট প্রাণপাখি।

নূরও মুচকি হেসে বললো।
…গুড নাইট।

তারপর আদিত্য উঠে নিজের রুমে চলে গেলো।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here