#প্রেমময়নেশা (The story of a psycho lover)
#পর্ব-6(বোনাস পার্ট)
#Jannatul_ferdosi_rimi(লেখিকা)
জ্বরে একেবারে চোখমুখ শুকিয়ে গেছে অয়নের! যাকে বলে একেবারে কাপুনি জ্বর! মিসেস কলি যথাসম্ভব জলপট্টি মাথায় দিয়ে তাপমাত্রাটা কিছুটা কমানোর প্রয়াশ চালিয়ে যাচ্ছেন!! ডক্টর অয়নকে চেকাপ করে যাচ্ছে ডক্টর অনেক টা সাবধানে ড্রেসিং করে যাচ্ছেন
অয়ন অজ্ঞান হয়ে পড়ে আছে
রুশনি ও রুশানও রয়েছে
কলিঃ ডক্টর আমার ছেলেটা ঠিক আছে তো?
ডক্টরঃ ভাগ্য ভালো হাতের রগ কেটে যায়নি নাহলে অনেক বড় বিপদ হয়ে যেতো প্রানসংসয়ও হতে পারতো
কলিঃ নাহ আমার ছেলের কিচ্ছু হবেনা(চিন্তিত কন্ঠে)
ডক্টরঃ আপনি শান্ত হোন মিসেস চৌধুরী আসলে অনেক ব্লাড লোস হয়েছে তাই জ্বরটা উঠেছে
কলিঃ ওহ
মিসেস কলি আজ বড্ড ভয় পেয়ে গিয়েছিলো অয়ন ছোট থাক্তেই তার স্বামী মারা গিয়েছিলো সে তার ছেলেকে নিয়েই বেঁচে আছে।
ডক্টরঃ কিন্তু আমি তো বুঝতেই পারছিনা মিঃচৌধুরী এতো বড় একজন ডক্টর হয়ে এইরকম একটা কেয়ারলেস কাজ কীভাবে করতে পারে!!
কলিঃ আমি এখন থেকে খেয়াল রাখবো ডক্টর
ডক্টরঃ ওকে আমি আসি উনার জ্ঞান কিছুক্ষন এর মধ্যেই ফিরে আসবে
রুশানঃ চলুন ডক্টর আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি!!
ডক্টরঃ জ্বী!!
রুশনিঃ শুধু শুধু তুমি ছেলেটাকে অইসময় এতো কথা শুনাতে গেলে
কলিঃ তুই আর কথায় বলিস নাহ
এত্তো বড় একটা ঘটনা ঘটে গেলো আর তুই নীচে বসে ছিলে
।
।
।
।
এদিকে,,
সানাঃ এখন কেমন লাগছে?
রিমিঃ অনেকটায় ভালো লাগছে
সানাঃ ওহ!! জানো ভাইয়া তোমাকে আঘাত করেছে বলে নিজের এমন অবস্হা করেছে একেবারে জ্বর এসে পড়েছে
রিমিঃ প্লিয উনার কোনো কথা আমি এখন শুনতে চাইনা সানা আপু!!
সানাঃ আমি তোমার অবস্হা বুঝতে পারছি রিমি কিন্তু জানো তো ভাইয়ার অনেক ব্লাড লস হয়েছে এখনো জ্বরে শেষ হয়ে যাচ্ছে
কেন জানি নাই চাইতেও আমার বড্ড খারাপ লাগছে লোকটা সত্যি একটা সাইকো নিজে আমাকে মারবে আবার সেই মারার জন্য নিজেকেই কস্ট দিবে
এদিকে,,
রুশনিঃ আমি কি করবো আপু?
তোমার ছেলের যা রাগ উল্টো আমাদের উপরেই রাগ ঝাড়তো
।
কলিঃ হয়েছে তোমার কথা?
এইবার আসতে পারো অনেক রাত হয়েছে
রুশনি আর কিছু না বলে চলে যায়
মিসেস কলি অয়নের মাথায় হাত বুলিয়ে দেয় আজ রাত সে তার ছেলের কাছে থাকবে
রাত প্রায় মাঝরাত,,
পা টিপে টিপে হাটছি আমি
উদ্দেশ্য সাইকোটা একবার একনজর দেখা আমি কেন যাচ্ছি জানি না কিন্ত কেন যেনো লোকটাকে একবার দেখার খুব ইচ্ছা
ঘরে গিয়ে দেখলাম ভালোমা খাটের এক কিনারে মাথায় হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে উনিও ঘুমাচ্ছেন
খুব সাবধানে উনার কাছে গেলাম উনার কাছে যেতেই দেখলাম মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে হাতের ব্যান্ডিজে এখনো রক্ত জমে আছে না চাইতেও বড্ড মায়া হচ্ছে আমার।কি হলো কে জানে অজান্তে আমার হাত উনার কপালে চলে গেলো এখনো অনেকটায় জ্বর আছে হায় আল্লাহ হঠাৎ খেয়াল করলাম ভালোমা নড়ছে ইসস আমাকে দেখে ফেলবে আমি চলে যাবো
তার আগেই কেউ খপ করে আমার হাত ধরে ফেলে
তাকিয়ে দেখি অয়ন
অয়নঃ আমি অনেক খারাপ তাই না রিমিপরী সাইকো আমি। আমার সাথে তোমার থাকতে ইচ্ছা করেনা ঠিক আছে চলে যাও তুমি পায়েলের মতো আমি আর আটকাবো না।
চলবে