#প্রেমময়নেশা(The story of a psycho lover)
#পর্ব-56(অয়ন-রিমির শুভ পরিনয়)
#Jannatul_ferdosi_rimi (লেখিকা)
বিয়ের মতো 🌸💙 প্রবিত্র বন্ধনে বাঁধবো আজ!! ভালোবাসার নতুন সমীকরনে 🌿 সাঁজাবো সংসার 💙!!!—–রিমি
—————————–,💙
।।।।।।। 🌸🌸🌸 🌸🌸🌸।।।।।।
আজ অয়ন রিমির বিয়ে। হ্যা আজ সেই দিন যেই দিনের জন্য সবাই অপেক্ষা করছিলো। অনেক বাঁধা-বিপত্তি আজ রিমি অয়ন এক হবে বিয়ের মতো একটি প্রবিত্র বন্ধনে আবদ্ধ হবে আজ দুটি হ্রদয়।
চৌধুরী বাড়িতে সবকিছু মিসেস কলিকেই সাম্লাতে হচ্ছে। বিয়ের মতো এতো বড় আয়োজন কি আর মিসেস কলি সাম্লাতে পারে? নিদ্র ও ইশান ও যোগ দিয়েছে বিয়ের প্রস্তুতিতে।
টকোপি বাড়িতে এদিক থেকে অইদিক দৌড়ে বেড়াচ্ছে।
অয়ন এখনো ঘুমে। আমান টকোপিকে নিজের কোলে নিয়ে বলে উঠে–
টকোপি তুই এই বাড়িতে কেন?
তোর তো রিমিপাখির বাড়িতে থাকার কথা।
টকোপি এমনভাবে ইশারা করে যার মানে–
আমি ইচ্ছে করে আসেনি অই বজ্জাত সাইকো টা আমাকে এখানে এনেছে 🥴রিমির কাছ থেকে।
আমান বলে উঠে–
আরে টকোপি তুই কীভাবে কথা বলছিস?
এইযে আমি বলছি আমাকে কি চোখে পড়েনা।
আমান তাঁকিয়ে দেখে ইশান।
আমান ফিক করে হেঁসে দেয়।
আমানঃ সত্যি তুইও নাহ।
ইশানঃ দেখ রিমি থুরি আমাদের ভাবির ভাষাই বললাম।
ভাবি থাকলে এই ডায়লগ টাই দিতো।
বাবা রে কি মার টাই দিয়েছিলো অয়ন বেটা এখনো মনে আছে।
(ঠাট্টার সুরে)
আমান বলে উঠে–
বেশ হয়েছে।
ইশানঃ আচ্ছা আমরা যার বিয়েতে এতো কাজ করছি সে কই তার তো কোনো খবর নেই।
তখনি কলি বলে উঠে–
দেখো গিয়ে ঘুমোচ্ছে।
ইশান বলে উঠে–।দেখেছো আমরা এতো কাজ করছি বেটার বিয়েতে আর বেটা আরামছে ঘুমাচ্ছে।
পায়েল শাড়ির ডালা উপরে নিয়ে যেতে যেতে বলে উঠল–
এইটাকেই বলে যার বিয়ে তার হুশ নেই পাড়া-পড়শির ঘুম নেই।
আমানঃ একটা কাজ করি আমরা বরং এখন যাই।
অয়নকে ঘুম থেকে ডেকে তুলি।
সুপ্তি বলে উঠে–
তাড়াতাড়ি অয়নকে ডেকে আন।
কিছুক্ষন এর মধ্যেই হলুদের অনুষ্ঠান শুরু হবে।
(রুশনি বিয়ের সময় আসবে)
ইশানঃ আমান চল আমরা গিয়ে ডেকে তুলি।
আমান টকোপিকে নিয়ে কোলে নিয়ে বলে উঠে-
আমানঃ ঠিক আছে চল।
অয়ন ঘুমিয়ে আছে।
ইশান ও আমান অয়নকে ঘুম থেকে একেবারে টেনে
ঘুম তুলে
অয়নঃ কি হয়েছে আমাকে একটু শান্তিতে কি ঘুমাতেও দিবি না তোরা?
ইশানঃ ঢং টা দেখো এই ছেলের এমন একটা ভাব নিচ্ছে মনে হয় তার নাহ আমাদের বিয়ে
সবকিছু আমাদের উপর ছেড়ে দিয়ে উনি ঘুমাচ্ছেন
অয়ন কোনোরকম চোখ খুলে বলে উঠে–
দেখ এম্নি এমনি
করছিস? বিয়েতে পেট পুরে দুই বেলা খেতে ও পারবি।
দেখ আমার বিয়েতে তো আর তোদের ফ্রি ফ্রি খাওয়াতে পারবো নাহ।
আমানঃ তবে রে
এই বলে ইশান ও আমান অয়নকে মারতে গেলে
অয়ন দৌড়ে উঠে যায়।
ফারহান তখুনি ঢুকে।
আমান ঃ এইযে আরেকজন এলেন এতোক্ষন আপনার সময় হলো??
ফারহানঃ আরে বাবা।
আমার শ্বালীর বিয়ে বলে কথা।
আমি একটু বিজি আরকি। বুঝতে পারছিস আমার শুশ্বড়কে আবার হেল্প করতে হচ্ছে। বিয়ের তো আবার কম ঝামালা নাহ।
( দাঁত কেলিয়ে)
অয়নঃ হুম এখন শ্বালী ই সব।
আর এই বেস্ট ফ্রেন্ড কিছুই নাহ।
ফারহানঃ আমার শ্বালীকে হিংসা করছিস??
দাঁড়া এখুনি ফোন করতাছি।
ওহ আচ্ছা মনে পড়েছে
তুই নাকি টকোপিকে নিয়ে এসেছিস? আমার শ্বালী সারা বাড়ি খুজে পাচ্ছেনা
চিল্লাইয়া চিল্লাইয়া কান জ্বালা পালা কইরা দিলো।
অয়ন আমানের থেকে টকোপিকে নিজের কোলে নিয়ে বলে উঠলো–
আরে আজকের পর তো সেই আমাদের বাড়িতেই চলে আসবে
তাই ভাবলাম আমি আগে আগেই নিয়ে আসি
টকোপিকে। কিউট অনেক।!!
ফারহানঃ হুম আর এদিকে তোমার বউ চিল্লিয়ে বাড়ি মাথায় করছে তাড়াতাড়ি দে টকোপিকে নিয়ে যেতে হবে রিমির কাছে।
এদিকে,,,
আমাকে হলুদের জন্য কিছু মেয়ে রেডি করে চলে গেলো।
কাব্য আমার কোলে।।
কি সুন্দর খেলা করে যাচ্ছে। তখুনি সুমু এসে বলে উঠে—
তুই এখানে? এখুনি হলুদের অনুষ্ঠান শুরু হবে।
আমি বলে উঠলাম-
আমি এখুনি যাচ্ছি।
সুমু আমার থেকে কাব্য কে নিয়ে বলে উঠে–
ঠিক আছে আয়!
তখুনি আমার ফোনে উনার ভিডিও কল আসে ওয়াটসঅ্যাপ এ
আমি রিসিভ করি।
আমি হেঁসে দেই।
কারন উনি আমার দিকে মুগ্ধ হয়ে তাঁকিয়ে আছেন।
আমিও উনার চোখে আমার জন্য মুগ্ধতাই দেখতে পারছি।
উনি আমার দিকে কিছুক্ষন তাঁকিয়ে বলে উঠে–
আমার হলুদ রিমিপরী!
আজ রিমিপরী থেকে একেবারে হলুদ রিমিপরী লাগছে!
আমি বলে উঠলাম–
আপনার গাঁয়েও হলুদ শেরওয়ানী মানিয়েছে কিন্তু হ্যান্ডসাম লাগছে।
অয়ন কিছুটা ভাব নিয়ে বলে উঠে–
আমাকে তো সমসময় হ্যান্ডসাম লাগে ইউ নো!
সবার ক্রাশ বলে কথা।
আমি বলে উঠলাম– হুম কিছু লুচু মেয়েদের!!
অয়নঃ কিহ 😒
আমি হেঁসে দিলাম।
অয়ন আবারও আমার দিকে তাঁকিয়ে বলে উঠে–
রিমিপরী!
রিমিঃ হুম!
অয়নঃ আজকে আবারও সেই দিন টি চলে আসলো।
আমাদের বিয়ের দিন।
তুমি আবারও আমার দেওয়া সেই গোলাপি বেনারসি টা পড়বে! আর আমি তোমাকে দেখতে থাকবো।
আমি বলে উঠলাম–
আমার এখনো বিশ্বাস হচ্ছেনা।
আমার ভাগ্যেও কি এতো সুখ ছিলো?।এই দিনটা আমার জীবনে আসবে কখনো ভাবিনি কিন্তু আপনি ঠিক আসবেন আমার জীবনে এইটা বিশ্বাস ছিলো।
অয়নঃ এইযে রিমিপরী! শুনো বধু বেশে আমার জন্যে কিন্তু অপেক্ষা করবে তোমার সাইকো তোমাকে তার ঘরের বউ করে নিয়ে যাবে !
একেবারে টুকটুকে বউ করে.।
আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি।
উনি আমার দিকে মোহময় দৃস্টিতে তাঁকিয়ে আছেন।
অয়নঃ অপেক্ষা করো তোমার সাইকো আসবে।
এইবার তোমাকে সে নিরাশ করবেনা 🌸🌸
।
।
।
।,,
🌿🌿🌿🌿
বধুবেশে বসে আছি গাঁয়ে সেই গোলাপি বেনারশি।
টকোপি আমার কোলে একেবারে লেপ্টে আছে।
মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবো।
আমি আমার সব বান্ধুবিরা আমাকে নিয়ে ফাজলামো করে যাচ্ছে সত্যি এদের নিয়ে পারিনা।
আমাদের বিয়ে শহরের থেকে দূরে গ্রামের একটি সুন্দর পার্টি সেন্টরে হবে।
মুলত এইটা ভালোমা দের নিজেদের পার্টি সেন্টার।
মা আমার দিকে তাঁকিয়ে কেঁদে যাচ্ছে।
বাবাও দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে।
সুমুঃ বাবা -মা রিমি আর অয়ন ভাইয়া কত দিনের প্রতিক্ষার পরে আজকে এক হবে
আজকের দিনে প্লুিয কেঁদো নাহ।
ফারহান ভাইয়া ঢুকতে ঢুকতে বলে উঠে–
আর কিছুক্ষন এর মধ্যেই কিন্তু বরযাত্রি চলে আসবে।
নিদ্র আংকেল ফোন করেছিলো।
আশরাফ সাহেব(রিমির বাবা)
বলে উঠে-।হ্যা হ্যা চলো।
বিরাট আয়োজন করা হয়েছে সেন্টারে।
চারদিকে বিয়ের আমেজ। ডক্টর অয়ন চৌধুরীর বিয়ে বলে কথা!
বরযাত্রি এসে গেছে।
সজ্ঞে সজ্ঞে আকাশে বড় বড় আতশবাজি ফুটতে থাকে।
আকাশে এতো আতশবাড়ির শব্দে আমি বুঝতে পেরে যাই উনি এসেছেন।
আমার সাইকো তার কথা রেখেছে।
।
আমি টকোপিকে বলে উঠলাম–
কিরে উনি তো চলে এসেছে
দেখ তো বাইরে কি হচ্ছে।
আমার কথা শুনে টকোপি দৌড়ে চলে যায়।
অয়ন এইবার গাড়িতে করে নামে।
সেন্টারের আগে একটি বড় পুল আছে।
সেখানে ফুল দিয়ে সাঁজানো নৌকার মতো বড় বোর্ড আছে
তারপর বর যাত্রি অন্য নৌকায় চরে যায়।
অয়ন একাই নিজের তলোয়ার টা নিয়ে
নিজের বড় বোর্ড এ উঠে যায়।
বড় বড় আতশবাজি ফুটছে চারদিকে,,,,
চারিদিকে আলোয় জলমল করছে।
মিউজিক বক্সে জোড়ে জোড়ে বেজে উঠছে।
🥀Sun mere sehajadi
main hu tera sehajada 🥀
bahooon main leike tuje
mein karta hu waaada 🥀
সত্যি আজ লাল ডাসমন্ড স্টোন
শেরওয়ানীতে হাতে তলোয়ার নিয়ে আর রাজাদের মতো এন্ট্রিতে অয়নকে আজ শেহজাদা লাগছে।
যে আজ তার শেহজাদীকে বিয়ে করে নিয়ে যাবে।
গ্রেন্ড এন্ট্রির সাথে
বরযাত্রি হোলে প্রবেশ করলো।
সবার সামনে হাঁসিমুখে থাকার নাটক করলেও
বিয়ের এতো আনন্দ এতো আয়োজন আমানের বুক টাকে ছুড়ি দিয়ে যেনো বার বার আঘাত করছে।
তা ছোয়ার চোখ এড়ালো নাহ!
আদিও বুঝতে পারছে আমানের অবস্হা।
আদি ও ছোয়াও বিয়েতে এসেছে।
আদি ও ছোয়ার রিলেশন আমান মেনে নিয়েছে।
সাম্নেই তাদের বিয়ে!
ছোয়াঃ ভাইয়া ও কি মানুষ?
নাহলে নিজের ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে আর ভাইয়া হাঁসিমুখে থাকার নাটক করে যাচ্ছে।
আদিঃ হয়তো এইটাকেই বলে একতরফা ভালোবাসা!
যার নেই কোনো চাহিদা!
ছোয়াঃ কিন্তু আমার ভাইয়ার মতো মানুষের সাথেই কেন এমন হয় বলতে পারো?
সবাই নিজের লাইফ নিয়ে হ্যাপি
আর ভাইয়া?
তখুনি আমি উপরের থেকে নামছি।
উপর থেকে
আমার উপর দিয়ে গোলাপ ফুলের পাপড়ির বর্ষন হচ্ছে।
অয়ন রিমির দিকে তাঁকিয়ে যেনো চোখ সরাতে পারছেনা।
রিমিকে এই সাঁজেই দেখার জন্যই তো সে এতোদিন অপেক্ষা করছিলো।
আজ সেই দিনটি চলে আসলো।
রিমি তার সামনে বধু রুপে।
অয়ন বিড়বিড় করে বলে উঠে–
আমার রিমিপরী! আজ আমাকে মেরেই ফেলবে মনে হয়!
আমানও মুগ্ধ হয়ে রিমির দিকে তাঁকিয়ে আছে।
রিমিকে এই বধু রুপেই দেখেই সে
রিমির প্রেমে পড়ে গিয়েছিলো।
আজকে আবারও সে বধু রুপে তার রিমিপাখি তার সামনে।
কিন্তু আজ সে অন্যকারো বউ হবে। ভাবতেই কান্নাগুলো গলায় ধলা পাকিয়ে আসছে আমানের।
।।।।
আমাকে উনার পাশে বসানো হলো।
কাজি সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করলো।
কাজি সাহেব অয়নকে সে ফটফট করে কবুল বলে দেয়।
এই নিয়ে ইশান ও ফারহান কম মজা করেনি।
আমাকে কবুল বলতে নিলে।
আমি আস্তে আস্তে তিনবার বলে দেই।
তৃতীয় বার বলার সময় অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে।
হ্যা আমি পেয়েছি আমার সাইকো।
এতো কস্টের পরে এতোটা সাধনার পরে।
উনি আমার অবস্হা বুঝতে পেরে আমার হাত শক্ত করে চেপে ধরে।
হ্যা এই হাত উনি কোনোদিন ছেড়ে যাবেনা।
আমানের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে।
সে সবার অজান্তে তা তাড়াতাড়ি মুছে নেয়।
উপস্হিত সকালের সামনে আমার বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হোলাম 💙।।।
এখন সবাই নাঁচগানের আয়োজন করেছে।
আমান স্যার আমাদের কাছে এসে বলে উঠে–
এখন তো তুমি ভাবি হয়ে গেলে তা রিমিপাখি এখন থেকে কি আর ভাবি বলে ডাকা যাবেনা?
রিমিঃ সমস্যা নেই আমান স্যার!
আমানঃ তোমার যা সাইকো হাজবেন্ড পরে দেখবে আমাকে আবার কি না করে দেয়(মজা করে)
অয়ন বলে উঠলো-
তোর স্টুডেন্ট ডাকতেই পারিস।
সুমুঃ শুনেছি আমাদের আমান ভাই অনেক সুন্দর গান গায়?
কি গো আমান ভাই একটা গান হবে নাকি?
অয়নঃ হ্যা আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা গাইবি তো?
আমানঃ বেস্ট ফ্রেন্ড এর বিয়ে বলে কথা!
আমান রিমির দিকে তাঁকিয়ে গেঁয়ে উঠে—
💙Taaron Ka Chamakta Gehna Ho,
Taron Ka Chamakta Gehna Ho,
Phulon Ki Mehakti Vaadi Ho,
Us Ghar Mein Khushhaali Aaye,
Jis Ghar Mein Tumhari Shaadi Ho,
Taaron Ka Chamakta Gehna Ho,
Phoolon Ki Mehakti Vaadi Ho,
Uss Ghar Mein Khushali Aaye,
Jis Ghar Mein Tumhaari Shadi Ho ?Ho
Har Ayina Tumko Dekho,
Tum Toh Aisi Shehzadi Ho 💙
Us Ghar Mein Khushali Aaye,
Jis Ghar Mein Tumhari Shaadi Ho. 🌿🌿
Khushiyon Ke Mehlon Mein Baitho,
Koi Gham Na Tumhare Paas Aaye,
Na Umr Ka Pehra Ho Tumpe,
Mere Dil Ki Dua Ye Rang Laaye,. 🥀🥀
💙💙💙
Rab Hasta Hua Rakhe Tumko,
Tum Toh Hasne Ki Aadi Ho,
Uss Ghar Mein Khushali Aaye,
Jis Ghar Mein Tumhaari Shadi Ho,
গাইতে গাইতে আমানের চোখ থেকে জল গড়িয়ে পড়ে।
সবাই জোড়ে জোড়ে হাত তালি দেয়।
এখন বিদায়ের পালা বাবা-মাকে জড়িয়ে কেঁদে যাচ্ছি আমি।!
বাবা আমার হাত উনার হাতে রেখে বলে উঠে–
বাবা আমার মেয়েটাকে খেয়াল রেখো আজ থেকে ওর দ্বায়িত্ব আমি তোমার হাতে দিলাম।
অয়নঃ আপনি চিন্তামুক্ত থাকুন!!
সবাইকে বিদায় দিয়ে আমাদের গাড়ি চৌধুরী বাড়ির দিকে চলল।
বাসরঘরে বসে আছি আমি।
চারদিকে ফুল আর ফুল। উনার ঘরটা একেবারে ফুলের বাগানের মতো লাগছে।
বেডের পাশেই ফুলের একটা দোলনা।
ছোট্র একটি পুল সেখানে বিভিন্ন গোলাপ ফুলের সমাহার!
ভাবতেই অবাক লাগছে আজকে থেকে
আমি উনার বউ। উনার উপর শুধুমাত্র আমার অধিকার।
দরজা খুলার শব্দে আমি নিজের ভাবনা থেকে বের হই।
উনি এসেছেন।
অয়ন ঃ একি
রিমিপরী তুমি এখনো চেঞ্জা করোনি।
এই নাও এইটা এখুনি পড়ে আসো
( আমার হাতে একটি গোলাপী সিল্কের শাড়ি ধরিয়ে)
আমি কিছু বলবো তার আগেই উনি বলে উঠেন–
কোনো কথা না যাও গো নাও ফাস্ট।
শাড়ি টা বেশ সুন্দর। কি জানি উনার মাথায় কি চলে? আমি পড়ে নিলাম
ওয়াশরুমে থেকে বের হতেই দেখি উনি আসনায় দাঁড়িয়ে চুল সেট করছেন। হাতে ব্রেন্ড্রেড ওয়াচ।
উনার গাঁয়ে গোলাপি পাঞ্জাবি।
ইসস কত্ত হ্যান্ডসাম লাগছে আমার সাইকো টাকে।
বাতাসে উনার সিল্ক চুলগুলে উড়ছে।
উনি আয়নায় আমার দিকে তাঁকিয়ে আছে মোহময় দৃস্টিতে।
অয়ন বলে উঠে—
এইভাবে তাঁকিয়ো নাহ রিমিপরী
এইখানে লাগে(বুকের দিকে ইশারা করে)
আমি হেঁসে দিলাম।
অয়ন আমার দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠে–
সত্যি রিমিপরী নেশায় ধরিয়ে দিচ্ছো।
তোমার এই হাঁসিতে যে আমি কতবার ঘায়েল হই জানো কি তুমি?
উনি এগোচ্ছেন আর আমি পিছিয়ে যাচ্ছি।
উনি আমার একেবারে কাছে এসে আমাকে কোলে তুলে নেয়–
আমি বলে উঠলাম–
আরে কি করছেন,,,,,
চলবে