তোমার_মনের_মধ্যিখানি 🌼 মিমি_মুসকান #পর্ব_৩৮

0
321

#তোমার_মনের_মধ্যিখানি 🌼
মিমি_মুসকান
#পর্ব_৩৮

আহনাফ দরজা খুলে ঘরে ঢুকতেই অমি দৌড়ে ছুটে এলো দরজার কাছে। ইফা পেছন থেকে উঁকি মেরে খানিকটা অবাক হলো। শান্ত কে দেখতে পেয়েই অমি “মিয়াও মিয়াও” বলে ডাকতে শুরু করল। ঘাড় বাঁকিয়ে বাকিয়ে দেখছে শান্ত কে। তার মনেও হয়তো এই প্রশ্ন শান্ত এতোটা চোট পেলো কি করে। শান্ত কিঞ্চিত হেসে আহনাফের দিকে তাকিয়ে বলে, “তুই না বললি কে আছে বাসায়, দেখতে পেলি তো। চিন্তায় আমার জন্য ঘুমাতেও পারে নি।”

আহনাফ হেসে কোলে তুলে নিল অমি’কে। সেদিনের পর অমি’র সাথে তার বন্ধুত্ব টা কিছুটা হলেও হয়েছে। অমি ছোটাছুটি করছে শান্ত’র কোলে যাওয়ার জন্য। শান্ত সোফায় বসে কোলে তুলে অমি কে। ইফা পানির গ্লাস এনে শান্ত’র সামনে রেখে তাকিয়ে রইল অমি’র দিকে। এতো ভালোবাসা দেখে অনেকটা অবাক হলো সে।

“বিড়ালটা তোমায় এতো ভালোবাসে শান্ত ভাইয়া।

“ওর নাম অমি!

“হ্যাঁ হ্যাঁ অমি তাই তো!

ডাক শুনতেই নড়চড় করলো অমি। গলার ঘন্টা টা বেজে উঠল তখন। হেসে উঠলো তিনজন’ই।

ইফা কে এই মাঝরাতেই বাড়িতে ফিরিয়ে দিয়ে গেল আহনাফ। বাবা একা বাসায়, এখানে ইফা’র থাকা টা দরকার।
আবারো ব্যাক করলো শান্ত’র বাসায়। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে শান্ত। তার বুকের উপর গুটিগুটি মেরে ঘুমিয়ে আছে অমি। আহনাফ হেসে শান্ত’র মাথার নিচে বালিশ দিল। বা হাত টা ঠিক করে রাখল। অনেকটা ক্লান্ত লাগতে এখন তার।‌ দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল আহনাফ। ডান হাতের কনুইয়ের খানিকটা ছি’লে গেছে তারও।‌ সামনের ডেসিন টেবিলে আয়নায় নিজেকে দেখতে পেলো সে। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল তার। আহনাফ সেটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন বিনয়ী স্বরে বলল, “স্যার, ভর্তি করে দিয়েছি সব গুলোকে হাসপাতালে।”

“কোন হাসপাতাল?

“শান্ত স্যার কে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে।

“তোমার সাথে কি এখনো ওরা কেউ আছে।

“জি আহিম, নীলাভ্র আর আফিন স্যার এখানেই আছে।

“দাও ওদের দাও!

ফোনটা এবার ধরল আহিম। আহনাফ উঠে এলো বেলকনির কাছে।

“বল?

“তোরা ঠিক আছিস তো সবাই।

“হুম, আছি। শুধু আফিনের হাত খানিকটা কে’টে গেছে।

“বেশি কে’টেছে।

“না, ওতোটাও না। শান্ত’র খবর কি?

“ঘুমাচ্ছে, ওরা কি কিছু বলল?

“হুম,‌ঈশানের কাজ!

“আচ্ছা!

“কিন্তু আমার মনে হচ্ছে আমাদের আর না আগানোই ভাল।

“কেন?

“রায়ান আংকেল দেখছে বাকিটা, উনিই বলল ঈশানের ব্যাপারটা সে দেখবে।

“আচ্ছা, বের হয়ে যা এখন। সকাল হতেই শান্ত’র বাসায় চলে আসবি। আর হ্যাঁ খেয়াল রাখবি, কেউ যাতে কিছু জানতে না পারে।‌ শান্ত ও না, আজকের রাতের ঘটনা ভুলে যাবি সবাই।

“ওকে!

আহনাফ ফোন কাটল। সামনে তাকাল সে, ভোর হতে আর দেরি নেই। রাতটা নির্ঘুম হয়েই কাটানো লাগল তার। খুব ঘুম পাচ্ছে এখন, চিনচিনে ব্যাথা করছে হাতের দিকটা আবার। বেলকনি থেকে বের হয়ে এসে শান্ত কে দেখল একটি নজর। যাদের জন্য শান্ত’র এই অবস্থা তাদেরও একই অবস্থা করে এসেছে চার বন্ধু। কিন্তু আসল জন’কেই ধরতে পারল না। যদিও মনে হচ্ছে রায়ান আংকেল’ই দেখবে বাকিটা। বসার ঘরে এসে ফার্স্ট এইড বক্স খুঁজে ঔষধ লাগাতে লাগল সে। তাড়াতাড়ি কাজ সেরে এসে শুয়ে পড়ল শান্ত’র‌ পাশে। অমি তা টের পেয়ে একটু নড়েচড়ে উঠল। আহনাফ অমি কে কোলে বসাল নিজের। সে একটি নজর আহনাফ কে দেখে উঠে পড়ল। ঘুম ভেঙে গেছে তার, এখন আর আসবে না। হেঁটে নিচে নেমে গেল, আহনাফ বেশ অবাক হলো। শেষ পর্যন্ত একটা বিড়াল ইগনোর করল বুঝি তাকে। সে উঠে যেতেই হঠাৎ করে শান্ত’র তার এক পা উঠিয়ে দিল আহনাফের গায়ে। আহনাফ খুব সাবধানে পা সরাতে যাবে অমনি হাত ও দিয়ে দিল তার গায়ের উপর। সেই ছোটবেলায় যেমন তার গায়ের উপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকতো শান্ত আজও তাই করছে। অন্যসময় হলে আহনাফ তাকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিত। কিন্তু আজ সেটা সম্ভব না, বেচারা এভাবেই আধ’মরা। মুচকি হাসল আহনাফ, আজ অনেকটাই মা’র খেলো বেচারা। ইশ! কি মা’রটাই না মার’ল.!

—–

শান্ত’র ঘুম ভাঙল বেশ বেলা করে। অনেকজন একসাথে কথা বলার শব্দ আসছে তার কানে। কিন্তু এটা কি করে সম্ভব, এতোজন একসাথে তার ঘরে কি করছে? আহিমের গলার আওয়াজ আসছে, শয়’তান টা খুব জোড়ে কথা বলছে। অদ্ভুত, ও কি জানে না, শান্ত অসুস্থ, তার একটু শান্তিতে ঘুমানোর দরকার। এতো চেঁচাচ্ছে কে? শেষমেষ বিরক্ত হয়ে চোখ মেলে তাকাল শান্ত। কয়েকটা কথা না বললেই নয়।

“এই তোরা কি শুরু করলি কি?

বলেই যেন নিশ্চুপ হয়ে গেল। কই এখানে তো কেউই নেই। মুখ ফিরিয়ে পাশে তাকিয়ে দেখল নিঝুম তার দিকে তাকিয়ে আছে। এক লাফ দিল শান্ত, নিঝুম হাত নাড়িয়ে বলল, “হাই!

“তুমি! এখানে, এই সময় কি করছো?

“শুনলাম আপনি নাকি অসুস্থ তাই দেখতে এলাম, দেখি দেখি হাতটা। ইশ্ রে কি মা’র টাই না মারল আপনাকে।

“এই সরো তুমি এখান থেকে, আমার বাড়িতে ঢুকতে দিল কে তোমায়!

দরজার কাছে দাঁড়িয়ে আহনাফ বলল, “আমি!

“তুই!

“বল কি করবি, ব্রেকফাস্ট নাকি লাঞ্চ!

“মানে?

চোখ বুলাল ঘড়ির দিকে। ১ টা বাজতে আর কিছু সময় বাকি। শান্ত পা তুলে বিছানায় বসে বলল, “এতোক্ষণ ঘুমান আপনি,‌জানেন কতোক্ষণ ধরে বসে ছিলাম।

শান্ত বিছানা থেকে সরে গিয়ে আহনাফের কাছে এসে বলল, “এই মেয়ে এখানে কি করে? তানিশা, আহিম ওরা কেউ না এসে ও এখানে কি করছে?

“ফুসুড় ফুসুড় করে কি বলছেন আমার নামে।

চশমাটা ঠিক করে বলল নিঝুম। আহনাফ বলে উঠল, “ওরাও এসেছিল, আরো সকালে। দু’ঘন্টা ধরে বসেও ছিল। যেই চিৎকার চেঁচামেচি আর বক বক তাই বাড়ি পাঠিয়ে দিয়েছি। বলেছি বিকালে আসতে।

বলতে বলতে রান্না ঘরে ঢুকল আহনাফ। শান্ত পিছন পিছন আসতে আসতে বলল, “এই মেয়েটাকে বার করলি না কেন?

“ও তো এলোই মাত্র, ইফা কে ফোন করে নাকি জানল তোকে কেউ মে’রে আধম’রা করে রাস্তায় ফেলে রেখে গেছে।

“কিইই? ইফা এসব বলল। তুই ওকে কিছু বললি না। আহনাফ, আমার মান সম্মান আছে, এভাবে কি করে বলতে পারে ও।

“নিঝুম ও তাই বলল, ইফা বেশি বেশি বলেছে। তোর তো তেমন কিছুই হয় নি।

“কে বলেছে কিছু হয় নি, তুই দেখছিস না আমার হাতের কি হাল!

আহনাফ মুখ টিপে হাসল। শান্ত বলে উঠল, “হাসছিস কেন?

“কিছু না।

“তুই…

কথা শেষ হবার আগেই নিঝুম ছুটে এলো। চেঁচিয়ে যাচ্ছে একনাগাড়ে। অমিও পেছন পেছন ছুটছে তার। নিঝুম সোফার উপর দাঁড়িয়ে বলল, “এএইই বিড়ালটাকে যেতে বলুন।”

“ওর নাম বিড়াল না অমি!

“অমি টমি সর এখান থেকে, আমার পিছনে কেন পড়ে আছে।

আহনাফ বলে উঠল, “নিঝুম লাফিও না ওভাবে, পড়ে যাবে।

“ভালোই হবে, কোমড় ভাঙ’বে।

*এএএই এইই অশান্ত!

শান্ত মুখ ভেংচি কেটে অমি কে কোলে তুলে নিল। নিঝুম যেন হাফ ছেড়ে বাঁচল। শান্ত হেঁটে তার ঘরের দিকে যেতে যেতে বলল, “ফ্রেস হতে যাচ্ছি, কেউ যেন আপনাকে ডিস্টার্ব করতে না আসে।

নিঝুম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। শান্ত রুমের দিকে চলে গেল, নিঝুম মুখ ফিরিয়ে আহনাফ কে বলল, “কথাটা কাকে বলল?

আহনাফ কিছু না মুখ ফিরিয়ে হাসল।

আহনাফ রান্নায় ব্যস্ত। নিঝুম ঘুরে ঘুরে দেখছে তাকে। অবাক চোখে দেখছে আহনাফ কে। কতোটা যত্ন করে রান্না করছে আহনাফ। রান্না’র কৌশল বলে দিচ্ছে আহনাফ কতো ভালো রান্না করতে পারে। নিঝুম জিজ্ঞেস করে বসল, “আপনি বুঝি খুব ভালো রাঁধতে পারেন”

“মনে তো হয়, তুমি পারো না।

“পারি তবে এতোটা না।

আহনাফ কিঞ্চিত হেসে আবারো রান্নায় মনোযোগ দিল। নিঝুম এখন তার পিছন পিছন ঘুরছে। খুব মনোযোগ দিয়ে দেখছে আহনাফের রান্না। হঠাৎ মুখ ফসকে বলে ফেলল, “তিশা আপুকেও রান্না করে খাওয়াতেন তাই না, আপু আপনার রান্না অনেক পছন্দ করতো তাই না।

ক্যাপসিকাম কাটা থামিয়ে নিঝুমের দিকে ফিরল আহনাফ। ঠোঁটের কোনে হাসি রেখে মাথা নাড়ল। নিঝুম আবারো বলে উঠল, “ইশ আপনাকে যে বর হিসেবে পাবে কতোটা লাকি হবে বলুন তো। আপনি সবসময় রেঁধে খাওয়াবেন তাকে।”

আহনাফ ক্যাপসিকাম গুলো বাটিতে উঠিয়ে রেখে তাকাল নিঝুমের দিকে।‌ টুলে বসে গালে হাত দিয়ে তাকে দেখছে নিঝুম। আহনাফ চোখ সরিয়ে ফেলল। নিঝুম তবুও তাকিয়ে রইল, ভাবতে থাকলো, তানিশা কতোটা ভালোবাসে আহনাফ কে, তিশা আপুও কম ভালোবাসতো না। তার হাবভাব বলে দিত আহনাফ কে কতোটা ভালোবাসতো সে। সেদিন তিশা চলে যাবে বলে তানিশা কতোটা রেগে গেল। হঠাৎ সেই কথা মনে পড়তেই গা শিউরে উঠল তার। নিঝুম একটু নড়েচড়ে বসল। আহনাফ আসলেই একজন পারফেক্ট ছেলে, যাকে সব মেয়েরাই চাইবে!তাদের দলে কি সে নিজেও পড়বে তাহলে?

ভাবনায় ছেদ ঘটালো। চোখ ভিজে উঠছিল তার। নিঝুম উঠে দাঁড়াল। আহনাফ তার দিকে ফিরে বলল, “কি হয়েছে? কাঁদছো কেন?

“চোখ জ্বলছে আমার!

আহনাফ চোখ বুলাল।‌ পেঁয়াজ কাটছে সে, তার ঝাঁঝেই বোধহয় এমনটা হলো। আহনাফ মৃদু হেসে হাত ধুয়ে টিস্যু বক্স টা এগিয়ে দিল নিঝুমের সামনে। চোখের চশমা খুলে কান্না থামানোর চেষ্টা করছে নিঝুম। আহনাফের হাতের স্পর্শ গালে পেয়েই শিউরে উঠল সে।

“এভাবে কেঁদো না, পেঁয়াজ কাটছিলাম বলে এমনটা হলো। তুমি বরং গিয়ে অন্যরুমে বসো।

চোখের জল মুছতে মুছতে কথাটা বলল আহনাফ। নিঝুম হা হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। যদিও সবকিছুই তার কাছে ঝাঁপসা তবুও সে জানে এটা আহনাফ।‌ আহনাফ কাছে এসে তার চোখের উপর ফুঁ দিল।‌ নিঝুম সাথে সাথেই এক পা পিছিয়ে গেল। জোরে জোরে শ্বাস নিতে লাগল সে। দ্রুত চশমাটা পড়ে তড়িখড়ি বলল, “আমি চোখে মুখে জল দিয়ে আসছি!

আহনাফ এক নাগাড়ে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। বেসিনের আয়নায় নিজেকে দেখছে নিঝুম। কি হলো এতোক্ষণ তার সাথে, এটা আদৌও স্বপ্ন ছিল না তো! মুখে চোখে জল ছিটিয়ে রান্না ঘরে যেতে নিল, অমনি চোখ পড়ল অশান্ত’র ঘরের দিকে। দরজা ভিড়ানো ছিল, আচ্ছা অশান্ত এখনো কি করছে। নিঝুম ওদিকে যেতে নিবে অমনি দেখল অমি বের হচ্ছে। দ্রুত সরে দাঁড়াল সে, অমি বেরিয়ে গেল হেলেদুলে। নিঝুম এবার যেন হাঁফ ছেড়ে বাঁচলো। আবারো তাকাল অশান্ত’র ঘরের দিকে।

শান্ত সবে ফ্রেস হয়ে বেড়িয়েছে। জামাকাপড় ও বদলিয়েছে। তার গায়ে কালো রঙের একটা শার্ট, শার্টের বোতাম গুলো খুব কষ্টে লাগিয়েছে সে। যদিও সব গুলো লাগাতে পারে নি, তাই ঘাড়ের দিকের আঘাত’টা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে শান্ত, এ কি হাল তার। যাদের জন্য এই হাল তাদের একজন কেও ছাড়বে না, কখনো না। চোয়াল শক্ত করে তাকাল ঘাড়ের দিকে। একটু ঔষধ লাগানো দরকার এখানে, ডান হাতের কনুইয়ের ব্যান্ডেজ টাও খুলে যাচ্ছে, এটা আবার নতুন করে লাগানো দরকার। আহনাফ কে বলতে হবে।‌ হাতে মলম টা নিয়ে সেদিকেই হাঁটা ধরল সে।

দরজার সামনে আসতেই দুজনেই থেমে গেল একসাথে। ধাক্কা লাগতে লাগতে লাগলো না। নিঝুম চোখ বড় বড় করে তাকিয়ে বলল, “এতো তড়িখড়ি করে কোথায় যাচ্ছেন?

“তুমি এখনো গেলে না।

“না আহনাফ আমাকে দুপুরে খেয়ে যেতে বলেছে, তাই।

শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, “বুঝেছি, আরো কিছুক্ষণ সহ্য করতে হবে তোমায়। সরো এখন এখান থেকে।

“কিন্তু আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন ( হাতের দিকে তাকিয়ে ) এই ঔষধ… ( ঘাড়ের দিকে নজর গেল নিঝুমের । হাতের আঙুল তুলে বলল, ) এখানে লাগাবেন নাকি।

“আহনাফ কোথায়?

“উনি তো রান্নায় ব্যস্ত, আচ্ছা আসুন আমি লাগিয়ে দিচ্ছি।

“না দরকার নেই?

“আরে কিসের দরকার নেই, আসুন আসুন।‌ আহনাফ এখন কাটাকুটি করছে, কিভাবে এতো কিছু করবে একা হাতে। আমি আপনাকে সাহায্য করছি, আসুন।

বলেই অশান্ত’র হাত টেনে ধরে বসিয়ে দিল বিছানায়।‌ শান্ত হতভম্ব, কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। নিঝুম মলম টা শান্ত’র হাত থেকে নিয়ে তার ঘাড়ে লাগাতে লাগল। এক হাত দিয়ে অশান্ত’র শার্ট ধরে আছে তো অন্য হাত দিয়ে ধীরে ধীরে মলম লাগিয়ে যাচ্ছে সে।‌ অশান্ত ধীরে ধীরে ফিরল নিঝুমের দিকে। চশমিস এখন তার খুব কাছে। তার চুল গুলো বার বার মুখে পড়ছে অশান্ত। শান্ত বলে উঠল, “এই সরো তো!

“আরে শেষ হয় নি তো।

“তোমার চুল গুলো কি বাঁধতে পারো না।

“কেন কেন?

“এই গুলো জ্বালাচ্ছে আমায়, উফফ কি বিরক্তকর।

নিঝুম তাকাল নিজের চোখের দিকে। হেসে বলল, “ও এই ব্যাপার! দাঁড়ান! বলেই দুই হাত দিয়ে চুল গুলো খোঁপা বাঁধতে লাগল সে। শান্ত এখন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুমের দিকে।‌‌ হঠাৎ করে কেন এতো ভালোলাগা তার।‌ কেন মেয়ে খোঁপা বাঁধলে বুঝি এতোটা সুন্দর লাগে। চোখ সরিয়ে ফেলল শান্ত। তার মনের অনুভূতিকে তাকেই আটকাতে হবে। এভাবে তো আর চলতে পারে না।

নিঝুম আবারো ঔষধ লাগিয়ে দিতে লাগল। শান্ত চোখ ফিরল আবারো। মন মানতে চাইছে না তার। মোহিত হচ্ছে সে বার বার। চশমিস তার কতোটা কাছে, এই তো অনেকটা কাছে। তার ধীরে ধীরে নেওয়া নিঃশ্বাসের শব্দ পাচ্ছে সে। শান্ত ঢোক গিলল। নিঝুম খানিকটা দূরে সরে বলল, “এই তো শেষ!

শান্ত উঠে দাঁড়াল। নিঝুমের নজর পড়ল ব্যান্ডেজের দিকে। শান্ত কে হাত ধরিয়ে বসিয়ে বলল, “এইখানেই বসে থাকুন, আমি আসছি!

বলেই দৌড়ে চলে গেল। শান্ত অবাক চোখে তাকিয়ে রইল। খানিকক্ষণ পর হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে ফিরল নিঝুম। শান্ত’র ওপাশে বসে তার ডান হাতের ব্যান্ডেজ খুলে ঔষধ লাগিয়ে আবারো ব্যান্ডেজ করে দিল। শান্ত একটিবারের জন্য সেদিকে ফিরল না।‌‌ অনেকক্ষণ নিস্তব্ধতার মাঝে থাকার পর নিঝুম শান্ত’র ঠোঁটের কাটা জায়গাটায় হাত রেখে বলে উঠল, “এই অশান্ত আপনি এতোটা মা’র খেলেন কি করে?

শান্ত হতচকিয়ে দূরে সরে গিয়ে,
“আমি কি আরেকবার মা’র খেয়ে দেখাবো তোমায়

নিঝুম হাসল, সেই হাসির শব্দ কানে এসে বাড়ি খেল শান্ত’র। নিঝুম মুখ ভেংচি কেটে বলল, “আহ! এতো রাগ করে না বোকা অশান্ত!

“এই এই তুমি আমায় বোকা অশান্ত বলবে না একদম।

“আমি তো একশবার বলবো

“তাহলে আমিও একশবার তোমায় বলব, ঝুম ঝুমাঝুম ঝুম।

নিঝুম ঠোঁট উল্টে তাকাল, শান্ত একটু নড়েচড়ে উঠতেই কাঁচি টা পড়ে গেল মেঝেতে। শান্ত যেমন সেটা উঠিয়ে নিতে নিচু হলো নিঝুম ও তাই। খোঁপা খুলে গেল তার, চুল গুলো সব এসে বাড়ি খেল শান্ত’র মুখে। বিরক্ত লাগছে এখন শান্ত’র। দুজনেই উঠে যেতেই চেঁচিয়ে উঠলো নিঝুম। শান্ত খেয়াল করল, নিঝুমের চুল আটকে আছে তার শার্টের বোতামে। কি অস্বস্তিকর পরিবেশ!

“আরে আরে অশান্ত কি করছেন? আমার চুল।

“আজব তো, চুল গুলো কি সামলিয়ে রাখতে পারো না

“পারি কিন্তু আপনি তো অসামাল ভাবে চলাফেরা করছেন।

“চশমিস।

“অশান্ত লাগছে আমার!

শান্ত কাঁচি এগিয়ে ধরে বলল, “চুল গুলো কে’টে ফেলি।

“আরে আরে কি করেন? আমার ওই তো একটু খানি চুল। ওগুলো কে’টে ‌ফেললে হবে কি করে?

“তাহলে ছোটাও তুমি?

“সবুর করুন, করছি!

দুজনেই দাঁড়িয়ে গেল। নিঝুম এগিয়ে এলো শান্ত’র কাছে। বোতাম থেকে খুব সাবধানে চুল গুলো ছুটিয়ে নিচ্ছে সে। শান্ত মন অন্যদিকে করার যত চেষ্টা করছে সবই বিফলে যাচ্ছি। প্রতিনিয়ত সে বুঝতে পারছে, চশমিসের প্রতি দুর্বল হয়ে পড়ছে সে। এটা কি ঠিক হচ্ছে। না না হচ্ছে না? কিন্তু চশমিস কে দূরে সরানো যেন ততোটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তার কাছে।

শান্ত’র হৃদস্পন্দন বাড়ছে খুব দ্রুতভাবে। নিঝুমের এলোমেলোর চুলের কারণে তার মুখটা দেখা যাচ্ছে না। শান্ত ভাবল হাত বাড়িয়ে চুল গুলো সরিয়ে দেবার কথা, অমনি দরজায় কারো আসার শব্দ। আহনাফ এসে দাঁড়াল দরজার সামনে, নিঝুম বলে উঠল, “হয়ে গেছে?

“কি?

বলে উঠল আহনাফ। শান্ত দ্রুত সরে গেল নিঝুমে‌র কাছ থেকে। তার এই অনুভূতির যে আসলেই কোন মানে নেই সেটা আরো একবার বুঝে গেল সে। নিঝুম হেসে বলল, “চুল গুলো আটকে গিয়েছিল!

“মানে?

“কিছু না, দেখুন আহনাফ আমি শান্ত’র হাত ব্যান্ডেজ করে দিয়েছি।

“ভালো করেছো! শান্ত, তোর ঔষধ খাবার সময় হয়ে গেছে।

শান্ত মাথা নেড়ে এগিয়ে গেল। নিঝুমও এলো পিছু পিছু!

——

কেটে গেল একমাস! শান্ত’র হাতের প্লাস্টার খোলা হয়েছিল গতকাল। আগের থেকে এখন অনেকটাই সুস্থ সে। এই এক মাস তার সমস্ত খেয়াল রেখেছিল আহনাফ। তার খাওয়া দাওয়া, ঔষধ পত্র সবকিছু। নিজেকে সাড়িয়ে তোলার সাথে সাথেই আরেকটা কাজ ও করেছে শান্ত, সেটা হচ্ছে নিজের অনুভূতি গুলোকে সরিয়ে ফেলা। কারণ এর মাঝেই নিঝুমের জন্য থাকা আহনাফের অনুভূতি গুলো বুঝতে পেরেছ সে। কিন্তু আহনাফ কিছু বুঝতে পারে নি, এটাই তার জন্য অনেক। কিন্তু আজ বুঝতে পারে নি বলে কখনো পারবে না এমনটাও নয়। আহনাফ শান্ত কে সেই ভাবে খেয়াল করছে না বলেই কিছু বুঝছে না। কিন্তু শান্ত খেয়াল করছে আহনাফ কে, প্রতিনিয়ত দেখছে তাকে। নাহ, একবার ভালোবেসে আহনাফ কষ্ট পেয়েছে, শান্ত এবার মোটেও চায় না তার জন্য এমন কিছু হোক। যেখানে আহনাফ আর চশমিস দুজন দুজনকে পছন্দ করে সেখানে তার এসব অনুভূতির কোন মানে নেই।

আজ একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে আহনাফ! শান্ত কে এখনো কিছু বলে নি, তবে বলবে। কিন্তু তার আগে আরেকজন কে বলা প্রয়োজন। সে হচ্ছে নিঝুম!
ভার্সিটিতে ক্লাস শেষে তার জন্য’ই অপেক্ষা করছিল আহনাফ। নিঝুমকে দেখতে পেয়েই তাকে ডেকে উঠল সে, “নিঝুম!

নিঝুম ও থেমে গেল সাথে সাথে! দূরে দাঁড়ানো তানিশা লক্ষ্য করছে সবটা। হঠাৎ করেই যেন কেমন একটা অনুভুতি হচ্ছে তার। কিছু কি তবে হতে চলেছ, যেই ভয়টা এতো দিন পেয়ে এসেছিল তবে কি সেটাই হতে চলেছে। নিঝুম আর আহনাফ… থেমে গেল। গলা ধরে আসছে তার। দ্রুত হেঁটে চলে গেল সে। না এমন কিছুর স্বীকার মোটেই হতে চায় না।

“আরে আহনাফ আপনি!

“তোমার সাথে একটু কথা ছিল?

“বলুন!

“কফি খেতে যাবে আমার সাথে!

“এখন!

“হুম…

“আচ্ছা!

নিঝুম বেরিয়ে গেল আহনাফের সাথে। শান্ত দেখেও এড়িয়ে গেল। বাইক চেপে বসে বাড়ির দিকে রওনা দিল সে।

কফি খেতে এসেও একবারও কফির কাপে চুমুক দেয় নি আহনাফ। এদিকে নিঝুমের কফি খাওয়া শেষ। সে একটু পর পরই লক্ষ্য করছে আহনাফ কে। আজ হঠাৎ কেমন জানি লাগছে আহনাফ কে। নিঝুম হালকা কেশে বলল, “আহনাফ আপনি কি কিছু বলবেন আমায়।

আহনাফ খানিকটা দ্বিধা নিয়ে, “হুম!

“তো বলুন। এতো চিন্তার কি আছে।

“চিন্তা?

‘হ্যাঁ , এই তো ঘেমে একাকার হয়ে যাচ্ছেন। অনেকটা বিচলিত লাগছে, কি নিয়ে এতো টেনশন করছি।

“কিছু না।

“তাহলে কফি খাচ্ছেন না কেন?

“ওহ হ্যাঁ!

বলেই কফি মগে চুমুক দিল আহনাফ। নিঝুম হেসে বলল, “আহনাফ কফি ঠান্ডা হয়ে গেছে।‌

আহনাফ হেসে ঠোঁট ভিজালো। আশ্চর্য! হঠাৎ কেন এতোটা ভয় লাগছে তার। এতোটা লজ্জা কেন পাচ্ছে সে। নিঝুমের হাসির শব্দ পাওয়া গেল। হাসি থামিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করছে সে। আহনাফ এদিক ওদিক তাকালো। শপে তেমন একটা কেউ নেই, এমন দুপুরের দিকে কারো আসবার কথাও না। আহনাফ দীর্ঘশ্বাস নিল। নিঝুম ভ্রু কুঁচকে নিল। চশমাটায় কিছু একটা পড়েছে। টিস্যু দিয়ে চশমা টা খুলে পরিষ্কার করতে লাগলো সে। আহনাফের মনে হলো, এখন হয়তো কিছুটা সাহস পাচ্ছে সে। চঞ্চল এই চোখ গুলো ছিল তার অস্বস্তির কারণ। সে দ্রুত বলে উঠল, “নিঝুম, তুমি কি পরশু আমার সাথে বেরুবে!

নিঝুম সামনে তাকিয়ে বলল, “মানে?

“মানে, আমার সাথে ঘুরতে বের হবে। পরশু তোমার পুরো সময়টা আমাকে দেবে। আই মিন… তুমি কি আমার সাথে ডেট এ যাবে!

কথাটা শোনামাত্র চশমাটা হাত ফসকে পড়ে গেল। একি শুনল সে, হতচকিয়ে উঠল সে। নিচ থেকে চশমাটা উঠাতে গিয়ে হাত লাগলো আহনাফের সাথে। দ্রুত সরিয়ে নিল নিজের হাত। আহনাফ চশমাটা টেবিলে রেখে বলল, “এতোটা ব্যস্ত হবার কোন দরকার নেই। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করছি, তোমার ইচ্ছে না করলে তুমি নাও বলতে পারো..

নিঝুম দ্রুত চশমা পড়ে বলল, “না মানে..

আহনাফের মুখটা মলিন হয়ে গেল সাথে সাথে। খানিকটা বিব্রত হয়ে বলল, “তুমি কি না করছো?

নিঝুম চোখ অন্যদিকে ঘুরাল। হঠাৎ করেই কেন জানি বেশ লজ্জা লাগছে তার। হাত পা দ্রুত সব ঠান্ডা হয়ে আসছে। কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। হঠাৎ করেই দাঁড়িয়ে গেল সে। আহনাফও দাঁড়িয়ে গেল সাথে সাথে। চট করে বলে উঠল, “নিঝুম তুমি কি রাগ করলে আমার উপর!

অনেক সাহস করে আহনাফের দিকে মুখ ঘুরালো নিঝুম। মাথা নেড়ে বলল, না তো।

আহনাফ খানিকটা কাছে এগিয়ে এসে বলল, “তাহলে তুমি কি আমার সাথে যাবে না।

নিঝুম ক্রশম ঠোঁট কামড়াচ্ছে। হাত একবার মুঠো করছে তো আরেকবার খুলছে। অনেকটা অস্বস্তিতে ভুগছে সে। আহনাফ হাত বাড়িয়ে তার হাত ধরল। চমকে উঠল নিঝুম। আহনাফ কিঞ্চিত হেসে বলল, “এখন উওর দেবার কোন দরকার নেই। পরশু সকালবেলা আমি অপেক্ষা করবো তোমার জন্য, এই কফি শপের বাইরে। যদি তুমি চাও, তাহলে আসবে। না চাইলে আসবার দরকার নেই ঠিক আছে!

নিঝুম এতো শত চিন্তার মাঝে শুধু মাথা দুলাল। কোনমতে ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়ল সে। অনেক দূর অবদি হেঁটে এলো। এখন প্রাণখুলে নিঃশ্বাস নিচ্ছে সে। এতোক্ষণ মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে আসছিল। দ্রুত ফোনটা বের করে কল করলো আহনাফ। শান্ত কল রিসিভ করে শীতল গলায় বলল, “কি হয়েছে?

“অনেক কিছু! অশান্ত আজ অনেক কিছু হয়েছে, আহনাফ আমাকে, আহনাফ আমাকে ডেটের জন্যে বলেছে।

শান্ত আবারো শীতল কণ্ঠে বলল, “এতে কি হয়েছে? এতো হাইপার হবার কি আছে? তুমি তো এটাই চাইতে.

“কিন্তু অশান্ত আমি..

কথা শেষ হবার আগেই শান্ত বলে উঠল, “চশমিস সেদিন তোমার কার্ড পড়েছিল ও!

নিঝুম থেমে গিয়ে, “কিহ?

“তোমার সেই লাভ লেটার, যেটা গাড়িতে ফেলে এসেছিল তুমি। আহনাফ জানে সেটার কথা।

“কিন্তু আপনি তো বলেছিলেন..

“হ্যাঁ আমিও ভেবেছিলাম ওটা ও পড়েনি। কিন্তু আহনাফ কিছুুদিন আগেই আমাকে বলেছে সেই কার্ডের কথা। কার্ডের ভেতর লেখা তোমার মনের কথা জানে আহনাফ!

ব্যস নিঝুম কল কেটে সেখানেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার পুরো শরীর থমকে গেছে। এর অর্থ আহনাফ জানে সবটা! এখন.. এখন কি করবে সে!

শান্ত ফোনটা বিছানায় রেখে দিল। অমি কে কোলে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। হঠাৎ করেই খুব ঘুম আসছে তার, খুব!

#চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here