তোমার_মনের_মধ্যিখানি 🌼 মিমি_মুসকান #পর্ব_৪০

0
602

#তোমার_মনের_মধ্যিখানি 🌼
মিমি_মুসকান
#পর্ব_৪০

আহনাফ গাড়ির সিটে বসে সিল বেল্ট বেঁধে তাকাল নিঝুমের দিকে। নিঝুমও বাঁধছে নিজের সিট বেল্ট! কিঞ্চিত হেসে বলল, “প্রথমে কোথায় যাবে বলো।

“শপিং মলে যাওয়া যাক।

“মুভি দেখবে!

“দেখা যেতেই পারে।

“আচ্ছা, চলা যাক তাহলে।

গাড়ি স্টার্ট দিল আহনাফ। নিঝুম গাল হাত রেখে বাইরে তাকাল। ঠান্ডা বাতাস বলে দিচ্ছে আবহাওয়ার কথা। আকাশের দিকে তাকাল নিঝুম। হাত এগিয়ে বাইরে দিতেই বৃষ্টি পড়তে শুরু করল। আহনাফ বলে উঠল, “কাঁচ টা বন্ধ করে দাও।

“এভাবেই থাকুক না আহনাফ, ভালো লাগছে।

“আচ্ছা নিঝুম একটা কথা বলো তো!

নিঝুম মুখ ফিরল। আহনাফ তার দিকে ফিরে আবারো সামনে তাকাল। নিজেকে প্রস্তুত করে স্পষ্ট স্বরে বলল, “তুমি কেন এলে, বিশেষ কোন দরকার ছিল আজ।

“বিশেষ কোন দরকার,‌হ্যাঁ তা তো অবশ্যই ছিল।

“কি সেই কথা!

নিঝুম হেসে এবার জানালা দিয়ে মুখ বের করল। পেছনের দিক একবার তাকাল। গাড়িটা ফলো করছে তাদের, আর নিঝুম জানে কে আছে গাড়ির ভিতর। হেসে উওর দিল, “পরে বলব!

আহনাফ কথা বাড়াল না। হয়তো এই উওরটার জানাই ছিল তার। শপিং মলে একটু ঘোরাঘুরি, আইসক্রিম খেতে খেতে পুরো শপিং মল ঘুরে দেখা। শেষে দুজন মিলে একসাথে লাঞ্চ, নিঝুম খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। খাবারটা দারুন লেগেছে তার। আহনাফ পানির গ্লাস হাতে নিয়ে বলল, “খাবার ভালো লেগেছে তোমার।

“হুম হুম! ( মাথা নাড়িয়ে চামচে একটু খাবার নিয়ে এগিয়ে দিল আহনাফের সামনে। আহনাফ হেসে মুখ বাড়িয়ে খাবার মুখে তুলল।)

আহনাফ বলে উঠল, “রাতে এর চেয়ে বড় সারপ্রাইজ আছে।

“আপনি রেঁধে খাওয়াবেন।

“বুঝলে কি করে?

নিঝুম হেসে উঠলো। একনজর হাসির দিকে তাকিয়ে আহনাফও খাওয়া শুরু করল। একটা সময় সেও নিঝুমের মতো খাইয়ে দিল তাকে।

বিকেলটা কাটল তাদের পার্কে। আহনাফের হাতে কয়েকটা বেলুন! এগুলো সবই নিঝুম কিনে তার হাতে ধরিয়ে দিয়েছে। এখন সে কিনছে বাবল। একটু একটু করে ফুলিয়ে যাচ্ছে এগুলো। কয়েকটা পিচ্চি ছেলে মেয়ে দৌড়ে সেগুলো ধরার চেষ্টা করছে। একটা কাঠগোলাপের মালা কিনে দিল আহনাফ। নিঝুম সেটা মাথায় পড়ে বলল, “নিন কয়েকটা ছবি তুলে দিন আমার।
আহনাফও খুশি মনে কয়েকটা ছবি তুলে দিল। দু’জনে একসাথে সেলফিও তুলল। সত্যি বলতে নিঝুমের সাথে সময় কাটানোর এই মুহূর্তটা দারুন লাগছিল তার কাছে। সন্ধ্যা নামতেই আহনাফ নিঝুমের‌ হাত ধরে উঠিয়ে বলল, “চলো!

“আহনাফ আরেকটু বসি।

“না না, অনেক দেরি হয়ে গেছে। উঠো, আরেকদিন নিয়ে আসবো তোমায়।

“এই সত্যি!

বলেই একলাবের উঠে পড়ল নিঝুম। আহনাফ হেসে তার হাত ধরে টেনে নিয়ে এলো। নিঝুম পেছন আর আশপাশ তাকাতে তাকাতে চলতে লাগল। দুজনেই বাসায় এসে পৌঁছাল। পুরো বাড়িটা অন্ধকার, বসার ঘরটা শুধু আলোকিত। ডিম লাইট জ্বালিয়ে রাখা হয়েছে। বাড়িতে কেউই নেই, নিঝুম সোফায় বসতে বসতে বলল, “ইফাও কি নেই।

“না, ও একটু বাইরে গেছে।

“আজ রাতে কি ফিরবে না।

আহনাফ চায়ের কাপটা নিঝুমের দিকে এগিয়ে দিয়ে বলল, “না!

“আচ্ছা আহনাফ, আপনি কি এজন্য আজ আমায় এখানে নিয়ে এসেছেন।

“একদম’ই না। সবকিছু প্ল্যান করার পর জানলাম ও আজ থাকবে না। থাকলে বেশ মজা হতো।

“ঠিক বলেছেন!

বলেই মাথার কাঠগোলাপ টা খুলে রাখল নিঝুম। আহনাফ হেসে বলল, “তুমি অনেক ক্লান্ত তাই না।

“একদম’ই না, খুব ফুরফুরে লাগছে। আজ অনেকদিন পর ঘুরতে বেড়িয়েছি জানেন।

“আমি খানিকটা আন্দাজ করতে পারছি তুমি কি বলবে আমায়।

“আপনি বুদ্ধিমান, আর অশান্ত বোকা। এই আমাকে বলুন তো আপনাদের বন্ধুত্ব কি করে হলো।

“আজ না, বলবো আরেকদিন।

এমন সময় রান্না ঘর থেকে আওয়াজ এলো। আহনাফ ছুটে গেল সেখানে। তার পিছু পিছু গেল নিঝুমও। খানিকক্ষণ পর ফু দিয়ে চায়ে চুমুক দিচ্ছে সে।

সময় পার হলো, গেলো আরো কিছু সময়। অশান্ত ক্লান্ত শরীরে প্রবেশ করল আহনাফের বাড়িতে। মেইন দরজাটা খুলাই ছিল, এটা অবাক করার মতো কিছু ছিল না। শান্ত’র দিনটা আজ তেমন একটা ভালো কাটে নি। সারাদিন ঘরে শুয়ে শুয়ে কাটিয়েছে। নিঝুম আজ আহনাফের সাথে বেড়িয়েছে এটা তার ধারণা। কিন্তু তার ধারণা সত্যি হলো কয়েকপা এগিয়ে। নিঝুম এখনো এখানে, শুধু তাই না। বেশ কাছাকাছি দুজনেই, প্রথমে ডেটে জড়িয়ে ধরা যায় কিন্তু ওতোটা কাছে কি কখনো আসা যায়। তার উপস্থিতি দু’জনের কেউই পায় নি এটা বুঝে গেল। আবারো নিঃশব্দে বেড়িয়ে গেল শান্ত। মনের কষ্ট গুলো যেই পাথর দিয়ে চেপে রেখেছিল নিমিষেই তা যেন সরে গেল। কষ্ট গুলোকে দমিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ল।

——-

আহনাফ গাড়ি নিয়ে ছুটে গেল ঘটনা স্থলে। ছুটে খানিকটা সামনে আসার পর’ই থমকে গেল তার পা। রাস্তার মাঝখানে রক্তা*ক্ত অবস্থায় পড়ে আছে কেউ। সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে তাকে। এর অর্থ কি, এর অর্থ সে মা*রা গেছে। তবে কি শান্ত…. ভাবনা ভাববার আগেই পিছুতে গিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল আহনাফ। তার শরীরটাও কেমন যেন ঝিমিয়ে গেল। একজন পুলিশে*র কনস্টেবল এসে তার হাতটা চাদরের মাঝে লুকিয়ে রাখল। আহনাফ এতোক্ষণে স্পষ্ট চোখে সেই হাতে শান্ত’র ব্রেসলেট দেখেছে। খানিকক্ষণের জন্য চোখ বুলাল তার হাতেও। চোখ যেন ভিজে উঠছে মুহুর্তেই। থিতুনি বেয়ে কখন অশ্রু গুলো গড়িয়ে পড়ল টের পাওয়া গেল না। তবুও মন মানতে চাইলো না। আহিম, আফিন আর নীলাভ্র এই মাত্র দৌড়ে এলো। আফিন গেল পুলিশের লোকের সাথে কথা বলতে। আহিম আর নীলাভ্র ব্যস্ত আহনাফ কে সামলাতে। কোন কথাই বলছে না আহনাফ। আফিন কথা বলার কিছুক্ষণ পর ফিরে এলো। আহিম তাকে দেখেই কাঁপা গলায় জিজ্ঞেস করল,”কি বলেছে।

আফিনের চোখ মুখ লাল হয়ে আসছিল। নীলাভ্র ঘন ঘন শ্বাস নিচ্ছে। বোঝাই যাচ্ছে, কথা শোনার জন্য সবাই প্রস্তুত হয়ে পড়ছে। আফিন ধরা গলায় বলল, “শান্ত’র‌ কার এক্সিডেন্ট হয়েছে। একটা ট্রাক খুব খারাপ গাড়ি উল্টে দিয়েছে তার। সিটবেল্ট পড়ে ছিল না বলে আরো বেশি জঘম হয়েছে তার শরীর!

নীলাভ্র শুকনো ঢোক গিলে বলল, “শান্ত এখন কোথায়?

আফিন কথা বলল না। কঠিন চোখে সামনের লাশের দিকে তাকিয়ে রইল। সবার শরীরে শিহরণ বয়ে গেল। কেমন যেন একটা ঝটকা খেশ সবাই । আফিন ক্রমশ কান্না থামানোর জন্য যুদ্ধ করে যাচ্ছে। শব্দ করে শ্বাস নিয়ে বলল, “সব কিছু গাড়িতেই ছিল। আর ওই একটাই বডি ছিল। তো তারা বলছে…

আহনাফ কঠিন গলায় বলে উঠল, “ওটা শান্ত না!

আহিম কিছু বলার জন্য মুখ খুলতেই চেঁচিয়ে উঠলো আহনাফ। জোড় গলায় কথা বলতে লাগল, যা সবসময় সে করে না। উঠে দাঁড়াল লাশ টা দেখার জন্য। আহিম আর নীলাভ্র কোনমতে তাকে সামলিয়ে ধরল। পুলিশের ওখান থেকে দুজন ছুটে এসেও বলল, অ্যাম্বুলেন্স আসছে, লাশ তখন তোলার সময় দেখানো হবে।

আহনাফের মুখ চোখ লাল হয়ে গেল মুহুর্তেই। তেড়ে গেল পুলিশের লোকদের কাছে। সামলানো কঠিন পড়ছে তাকে। কোনমতে সামলানো যাচ্ছে না। একটি কথা বার বার বলে যাচ্ছে, “এটা শান্ত না, এটা শান্ত হতেই পারে না।
এমন সময় হঠাৎ পেছন থেকে কারো জড়ানো গলা ভেসে এলো। চারজন’ই থমকে গেল গলা শুনে। আহনাফ যেন একটু গম্ভীর হয়ে গেল, একটু আগেই নিজের নাম শুনল সে। তাও শান্ত’র‌ গলা থেকে। পিছন ফিরে তাকাল সবাই। শান্ত দাঁড়িয়ে জড়োসড়ো হয়ে। তার দৃষ্টিতে শুধুই অবাক। আবারো বলে উঠল সে, “আহনাফ তুই,‌তোরা সবাই এখানে!

আফিন শান্ত বলে চেঁচিয়ে উঠে দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। আহিম আর নীলাভ্রও ছুটে গেল। থমকে দাঁড়িয়ে রইল আহনাফ।‌ তার বুকের ভেতরটা এতোক্ষণ যে হা হা করছিল তা কিছুটা হলেও শান্ত। আহিম হাসি আর কান্না একসাথে করে বলে উঠল, “তুই বেঁচে আছিস শান্ত, কিছু হয়নি তোর, কিছু না!

শান্ত অবাক এখনো, সে তো ম*রতে গিয়েছিল কিন্তু ম*রেনি। এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আহনাফের দিকে। আহনাফ ঢোক গিলে এগিয়ে এলো এবার। সরে গেল তিনজন’ই । শান্ত আহনাফ বলে ডাক দিবে তার আগেই আহনাফ জোরে ধাক্কা মারল শান্ত কে। কয়েক পা পিছিয়ে গেল শান্ত। আহনাফ কাঁদছে, এটা দেখেই হতভম্ব সে। শান্ত এগিয়ে যেতেই আহনাফ আবারো তাকে ধাক্কা মেরে বলল, “আসবি না তুই আমার কাছে।

“আহনাফ, কি হলো?

আহনাফ রেখে শান্ত’র কলার ধরে বলল, “কি হয়েছে তুই জানিস না, হাতের ব্রেসলেট কোথায় তোর, হাতের ব্রেসলেট কোথায়।
শান্ত’র‌ মনে পড়ল তখন রেগে ব্রেসলেট গাড়িতেই খুলে রেখেছিল সে। সে কিছু বলবে তার আগেই আহনাফ রেগে একটা ঘুসি মেরে বসল। আহিম আর নীলাভ্র এসে ধরল তাকে। আফিন গেল শান্ত’র কিছু। আহনাফ চেঁচিয়ে উঠে বলল, “কি ভাবিস তুই নিজেকে। কি তুই হ্যাঁ , কি তুই। সারাটা দিন আমি এত্তোবার কল করলাম একবারও ধরলি না। এমনকি কল ব্যাকও করলি না। কি মনে করিস তুই তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই একজন’ই আছিস আমার জীবনে‌। পুলিশের ফোন পেয়ে কিভাবে ছুটে এসেছি জানিস। আমার কি হাল হয়েছিল।

শান্ত এগিয়ে এলো। আহনাফ ততোই তাকে দূরে সরিয়ে দিতে লাগল। শান্ত বলে উঠল, “আহনাফ সরি,‌দেখ আমি বুঝতে পারি নি। সত্যি আমি বুঝতে পারি নি। এমন কিছু হবে আমার ধারণাতেই ছিল না। আমি..

হুট করেই আহনাফ জড়িয়ে ধরল তাকে। জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। আহনাফ বলে উঠল,”কাল শুধু তোর নামটা নেই নি বলে এতোটা রেগে তুই। কথাও বললি না আমার সাথে। আমার বলাতে না বলাতে কি আসে শান্ত। তুই নিজে কি জানিস না তুই আমার জন্য। আহনাফের জন্য সবার আগে শান্ত, এছাড়া আর কেউ কি আছে। এটা তোকে আলাদা করে বলতে হবে আবার আমার।

শান্ত ঠিক কি বলবে বুঝতে পারল না। সে শুধু আহনাফ কে জড়িয়ে ধরে “সরিই” বলে গেল। তার চোখের সামনে ভেসে উঠলো কিছু স্মৃতি! ছোট বেলাকার কিছু ঘটনা। মনে পড়ল, যখন সবাই তাকে ছেড়ে চলে গেছিল তখন এই আহনাফ’ই একজন ছিল তার পাশে। তাকে এতোটা ভুল কিভাবে বুঝতে পারল সে। খুব বড় ভুল হয়ে গেছে তার। এই ভুলের বশেই আরেকটা বোকামি করতে যাচ্ছিল সে। মনে করতে লাগল তখনকার সেই কথা, দাঁড়িয়ে ছিল অভাবে ছাদের উপর। হাওয়া বয়ে যাচ্ছিল নির্বিকারে। শুকনো ঢোক গিলল শান্ত। এক পা এগিয়ে চোখ বন্ধ করে নিল সে। ভেবেই নিয়েছে এখন কি করবে সে। হঠাৎ করেই তখন চোখের সামনে ভেসে উঠল আহনাফের মুখ। হেসে তাকেই দেখছে সে। চোখ মেলে তাকাল শান্ত। কানে বাজলো আরেক কণ্ঠ! “এই অশান্ত”! নিঝুমের ডাক শুনে পিছনে ফিরতেই ধপাস করে পড়ে গেল ছাদে। খানিকটা ব্যাথাও পেল পিছনের দিকে। এতোক্ষণ কি করতে যাচ্ছিস এটা মুহুর্তেই বুঝতে পারল না। কোনমতে ছাদের এক কোনে বসে নিঃশব্দে কাঁদতে লাগল সে। কাঁদতে কাঁদতে কখন যে তার চোখ লেগে এসেছিল এটা আর বুঝতে পারল না। কিন্তু যখন চোখ মেলল‌ তখন বেশ শোরগোলের শব্দ পেল।

পুলিশের বড় বাবু ছিল শান্ত’র পিছনেই। তিনিও “সরি” বললেন সিউর না হয়েই এই খবর জানানোর জন্য। জানা গেল শান্ত’র গাড়িটা চুরি হয়ে গেছিল। তখন তাড়াহুড়ো করে নামতে গিয়ে চাবি গাড়ির ভেতর’ই ছিল। এমনকি তার ফোন, ব্রেসলেট, মানিব্যাগ সবকিছুই। এক্সি*ডেন্ট এরপর সবকিছু তাই লা*শের কাছ থেকে উদ্ধার করতে গিয়ে ধারণা হলো এটাই শান্ত। যদিও পুলিশ এবার সিউরলি জানালো এটাই চোর ছিল। এছাড়া তিনি অভিভূত হলেন এতোক্ষণ পাঁচ বন্ধুর পাগলামি দেখে। পাঁচজন’ই হেসে উঠলো।

আহনাফ গাড়ি থামাল শান্ত’র বাসার সামনে। শান্ত গাড়ি থেকে নামতে যেতেই আহনাফ বলে উঠল, “আমিও আসি।

“কান্না কাটি আর ভালো লাগছে না, যা বাসায় যা।

আহনাফ অভিমানী স্বরে বলল, “কিন্তু ফ্ল্যাল্টের চাবি।

“পকেটেই আছে আমার।

“আচ্ছা সাবধানে থাকিস, আমি সকালে আবারো আসবো।

“কেন,‌জড়িয়ে ধরে কাঁদতে।

আহনাফ চোখ ঘুরিয়ে বলল, “গাড়ির তো বারোটা বেজেছে, ভার্সিটি যাবি কি করে?

“বাইক আছে বাসায়। সেটা করেই যাবো। এছাড়া কাল পুলি*শের কাছেও যাওয়া লাগবে। ওই ব্রেসলেট টা আনতে হবে।

আহনাফ গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, “দরকার নেই ওটার। আমি তোকে আরেকটা কিনে দেবো। মৃ*ত মানুষের জিনিস এনে আবার পড়তে ঢং কতো! খুলতেই গেলি কেন?

শান্ত হেসে আহনাফের গাল টেনে বলল, “আহ রাগ করিস না, আমি তো..

“সর, তোর ঢং দেখার আর ইচ্ছে নেই। গেলাম আমি।

“আচ্ছা যা, কিন্তু আর যাই বলিস, আমার গাল এখনো ব্যাথা করছে। কি ঘু*সিটা মারলি তুই।

আহনাফ মুখ ভেংচি কেটে বলল, “ঔষধ খেলেই সব ঠিক হবে।

জবাবে হাসল শান্ত! গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল আহনাফ। আহনাফ কে আজ কাঁদতে দেখে অনেকটা অবাক সে। এমনভাবে আগে কখনো কাঁদতে দেখেনি। তিশা চলে যাবার সময়ও না! আবারো কিঞ্চিত হাসল সে। সামনে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগল।

ফ্ল্যাটের সামনে এসে খানিকটা থতমত খেয়ে গেল নিঝুম কে দেখে। সে বড় করে হামি ছেড়ে শান্ত কে দেখে বলল, “অশান্ত! আপনি এসেছেন। কোথায় ছিলেন এতোক্ষণ জানেন কতোক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি! দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যাথা হয়ে গেছে।

শান্ত নিশ্চুপ হয়ে দেখতে লাগল নিঝুম কে। এই মেয়ে টা এখানে কেন এবার। চলে এসেছে তার ক্ষত বাড়াতে। তখনকার সেই মুহুর্ত আবারো ভেসে উঠলো তার সামনে। শান্ত কিছু না বলে দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, “তুমি এখানে!

“হ্যাঁ, আমি এখানে। জানেন কতোক্ষণ দাঁড়িয়ে আছি। সেই কখন থেকে, এতো গুলো কল করেছি আপনাকে। একটাও ধরলেন না কেন? কতো কথা আছে আপনার সাথে জানেন। আপনি..

“নিঝুম!

নিঝুম নিশ্চুপ হয়ে গেল। অবাক চোখে তাকিয়ে রইল শান্ত’র দিকে। নিজের নামটা শুনতে এতোটা কুৎসিত লাগে, এই প্রথমবার মনে হলো তার। শান্ত আবারো বলল, “অনেক রাত হয়ে গেছে, বাসায় চলে যাও। আমি খুব ক্লান্ত কিছু শুনতে ভালো লাগছে না আমার।

“কিন্তু অশান্ত আমি….

কথা শেষ হবার আগেই শান্ত ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নিঝুম এতোটা অবাক আগে কখনো হলো না। অশান্ত এভাবে তাকে ইগনোর করল। খানিকটা ব্যাথিত হলো সে। শেষে পা বাড়াল বাড়ি ফেরার দিকে। কিন্তু বার বার পিছন ফিরে তাকাল এই আশায় শান্ত যদি দরজা খুলে বলে, “এই চশমিস কোথায় যাচ্ছো? কিন্তু আশাটা আর পূরণ হলো না।

শান্ত দরজায় আড়ি পেতে দাঁড়িয়ে রইল। নিঝুম চলে যাবার পর সেও সামনে ফিরল। তাকিয়ে দেখল অমি দৌড়ে ছুটে এসেছে তার কাছে। শান্ত মৃদু হাসল। তার অনুভূতি গুলো না হয় চাপায় পড়ে থাক। যেখানে চশমিসের মনেই অশান্ত’র জন্য কিছু নেই সেখানে তাঁর অনুভুতির কোন দাম নেই। ভালোই হয়েছে আহনাফ কে কখনো বলে নি এসব কথা। বললে আজ কি হতো?

—–

পরদিন খানিকটা অন্যমনস্ক ভাবেই হেঁটে ভার্সিটিতে ঢুকতে যাচ্ছিল নিঝুম। তার মনটা এখনো পড়ে আছে শান্ত’র নিঝুম বলে ডাকাতে। গেটের সামনে আসতেই কয়েক জনের সাথে ধাক্কা খেল নিঝুম। নিজ থেকেই সরি বলতে লাগল তাদের। এগুলো ভার্সিটির কিছু উটকো ছেলে। নিঝুম কে দেখেই হাসতে লাগলো তারা। তাও গা জ্বালানো হাসি। খানিকটা বিরক্ত হয়ে পথ থেকে সরতে বলল। কিন্তু সরল না উল্টো হাসতে লাগলো।‌ নিঝুম নিজ থেকেই আবার ওপথে যেতে নিবে অমনি ছেলেগুলো রাস্তা দখল করে নিল। নিঝুম রেগে গিয়ে বলল, “কি হচ্ছে টা কি, সামনে থেকে সরুন।

“সিনিয়র তোমার, ভাই বলে ডাকো।

“আচ্ছা ভাইয়ার দল গুলো সামনে থেকে সরুন এবার।

“এভাবে এভাবেই সরে যাবো নাকি।

“মানে?

“যাও , ভাইদের জন্য ওই ওখান থেকে চা নিয়ে আসো।

“কিহহ? আমি!

“হ্যাঁ আপামনি, তুমি!

বলামাত্র একজন এসে তার চোখ থেকে চশমা খুলে ফেলল। নিঝুম কিছু বলার আগেই আরেকজন তাকে রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে এলো। নিঝুম হতভম্ব হয়ে গেল। এতো টুকু সময়ের মধ্যে এসব কি হচ্ছে তার সাথে। চেঁচিয়ে বলে যাচ্ছে, “ভাইয়া, আমার চশমাটা দিন। আমি চোখে কিছুই দেখতে পারছি না।

ছেলে গুলোর হাসির শব্দ আসতে লাগল। নিঝুম মাঝ রাস্তায় দাঁড়ানো। সে ঠিকই টের পাচ্ছে আশপাশ দিয়ে গাড়ি ধেয়ে যাচ্ছে। তার চোখে সবকিছুই ঝাপসা গাড়ির হর্নের আওয়াজ তার মাথা গুলিয়ে দিচ্ছে। কিছুই দেখতে পারছে না। হঠাৎ করেই একটা গাড়ি ধেয়ে এলো তার দিকে। নিঝুম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউ ছুটে এসে সরিয়ে আনলো তাকে। আঁত*কে উঠল নিঝুম। নিঝুমের বাহু শক্ত করে ধরে বলল, “ঠিক আছো তুমি!

“আহনাফ, আপনি!

আহনাফ শব্দ করে শ্বাস ফেলল। একবার গেটের দিকে চোখ বুলিয়ে নিঝুমের হাত ধরে রাস্তার এপারে এলো। হাঁপিয়ে উঠলো আরেকজন। গাড়ির হ্যান্ডেলে বারি মার*ল খুব জোরে‌। ঘন ঘন শ্বাস নিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নিঝুমের দিকে। আহনাফ আজ না আসলে নিঝুম কে এখানেই… সহ্য হয় না নিঝুম কে, কোনভাবে সহ্য হয় না। সবকিছু শেষ করে দিয়েছে এই মেয়ে। সবকিছু!

আহনাফ এগিয়ে এসে সামনের ছেলেটার কলার ধরে বলল, “চশমা কোথায়?

পিছনের ছেলেটা কিছু বলতে নিল, কিন্তু আহনাফের দৃষ্টি দেখে চুপ হয়ে গেল। ইশারায় চশমা টা দিয়ে দিল। আহনাফ চশমা হাতে নিয়ে নিঝুমের দিকে এগিয়ে দিল। অনেকটা ভয় পেয়েছে নিঝুম, কাঁপা কাঁপা হাতে চশমা পড়ে নিল সে। শব্দ করে শ্বাস ফেলে তাকিয়ে রইল সামনের ছেলেগুলোর দিকে। আহনাফ এবার জিজ্ঞেস করল, “ঠিক আছে তুমি?

নিঝুম মাথা নাড়ল। আহনাফ চোয়াল শক্ত করল। ছেলেগুলোকে লক্ষ্য করে বলে উঠল, “এমনটা করতে কে বলেছে!

“কককেউ বলে নি, আমরা নিজেরাই…

কথা শেষ করবার আগেই আহনাফ এক পা আগালো। পেছনের ছেলেটা ভয়ে দ্রুত বলে উঠল, “শান্ত! শান্ত বলেছে এমনটা করতে।

আহনাফ ভ্রু কুঁচকে বলল, “শান্ত, শান্ত বলেছে এমনটা করতে? কিন্তু কেন?

“আমরা কি জানি, ওকে জিজ্ঞেস করো।

বলেই তারা ছুটে চলে গেল। আহনাফ হতবাক আর নিঝুম নিস্তব্ধ। মুখ ফুটে শুধু একবার বলল, “অশান্ত!

#চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here