#ফ্লুজি
#অনুপ্রভা_মেহেরিন
[পর্ব ২১ বাকি অংশ]
ভীষণ ভয় নিয়ে আজ কফি বানালো খুশবু।আরশাদ যদি দেখতো খুশবু চুলা জ্বালিয়েছে তবে সুনামি মুহূর্তে তার উপর দিয়ে বয়ে যেত।গতরাতে আরশাদের কি হয়েছে কে জানে।ছেলেটা কেমন কাতর ছিল।সকাল দশটা বেজে গেল অথচ আরশাদের ঘুম ভাঙার নাম নেই।কফি মগ হাতে বিছানার কোনায় বসলো খুশবু।
” আরশাদ শুনছেন?”
পিটপিট চোখ মেলে তাকালো আরশাদ।খুশবুকে দেখেই হাসলো।
” গুড মর্নিং ফ্লুজি।”
” গুড মর্নিং।”
খুশবুর হাসিতে আরশাদ হাসলো।গতরাতের কথা মাথায় আসতে থমকে গেল সে।তবুও নিজেকে রাখলো স্থির।তার ফ্লুজিকে নিয়ে এত বড় কথা উঠেছে এর বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে।
” আরশাদ কফি।”
” কফি করেছে কে?”
” আমি।”
গলার স্বর নেমে এলো খুশবুর।কপট রাগ দেখিয়ে আরশাদ তার দিকে তাকিয়ে রইল।কফির মগে চুমুক বসিয়ে আরশাদ তৃপ্ত হলো।তখনি ইমরান ইহসানের ফোন আসে।আজ ছুটির দিন বিধায় সবাই বাড়িতেই আছে।বাবার সাথে কথা বলার এক পার্যায়ে আরশাদের মন মরে যায় ফোনটা রেখে খুশবুর কোলে মাথা রেখে বলে,
” ফুফুরা আজকে চলে যাবে।ড্যাড বললো ফ্রেশ হয়ে একসাথে ব্রেকফাস্ট করতে।”
” ওও আজ তো অফ ডে।এইজন্যই বোধহয় দেরিতে ঘুম থেকে উঠেছে তাই না?”
” হুম।এছাড়া আর সময় কোথায়?”
.
এলিনা আরিবের সামনে দাঁড়িয়ে।তার চোখে মুখে ছেঁয়ে গেছে অস্বস্থি।এতদিন আরিবকে এড়িয়ে গেলেও আজ আরিবের মুখোমুখি সে।
সেদিনের ব্যপারটা দু’জনকেই অস্বস্থির দুয়ারে ঠেলে দিয়েছে।আরিব সহজ হওয়ার চেষ্টা করলো,
” এলিনা কিছু বলবে?”
” আসলে…”
” কি বলতে চাও বলে ফেল।তোমার এই চোরা চাহনির স্বভাবটা আমার ভালোলাগছে না।”
” আ’ম সরি।”
” কি জন্য?”
” সেদিন রাতে…”
” ওটা নিয়ে পড়ে থেকো না যা হয়েছে ভুলে যাও।”
” সত্যি!তুমি কিছু মনে করোনি তাই না?”
” হুম।”
” আমি আজ চলে যাব।কথা ছিল আরশাদ ভাইয়া সহ ভেনিস যাব কিন্তু ভাইয়া বললো সময় নেই আমার আর কি করার আমি তো এখানে থাকার জন্য আসিনি।”
” চাইলে পার্মানেন্ট থেকে যেতে পারো।থাকবে?”
আরিবের প্রশ্নে পুলকিত হয় এলিনা।পার্মানেন্ট থাকা মানে কি বোঝাতো চাইছে?
” পার্মানেন্ট কিভাবে থাকবো?”
” ভাবিমনি যেমনটা থেকেছে।”
পরোক্ষ ভাবে বিয়ের ইঙ্গিত দিল আরিব।এলিনা অবাক হলো এবং এমন প্রস্তাবের ঘোর বিরোধিতা করলো।
” ভেবে বলছো?মাথা খাটিয়ে বলছো?কি বলছো তুমি!”
এলিনা উত্তেজিত হলো।আরিব মেয়েটার চোখে চোখ রাখল ।না এই চোখে ভালোবাসা নেই কোন অনুভূতি নেই।নিজের আবেগকে মাটি চাপা দিল আরিব।
“জাস্ট কিডিং এত হাইপার হচ্ছো কেন এলিনা?আমার কাজ আছে তোমার কথা শেষ হলে যেতে পার।”
এলিনা থতমত খেল।আরিবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে।
.
এলোনের বাসায় জন আছে এই খবরটা আরশাদের কানে আসতে দেরি করলো না সে।এলোনের বাসায় এসে উপস্থিত আরশাদ।জন আরশাদকে দেখেই ঢোক গিললো। এডনা আরশাদকে বসতে বলে চলে গেল কিচেনে।ডিলান জনকে ইশারায় স্থির থাকতে বললো।
এলোন আরশাদকে বলে,
” কিছু বলবে কি?”
” বলতে চাই অনেক কিছু কিন্তু কি বলবো?”
” সেটাই তো জানতে চাই।গত রাতের ব্যপারটা নিয়ে তুমি কি আপসেট?”
” একদমি নয়।”
আরশাদ উঠে দাঁড়ালো।জনের মুখোমুখি বসে কড়া গলায় বলে,
” তোমাকে আমি সম্মান করি কিন্তু এই সম্মানটা আর স্থায়ী রইল না।আমার ওয়াইফের বিরুদ্ধে যেতে তোমাকে কে উস্কে দিয়েছে?”
” তোমার সাথে আমার কোন শত্রুতা আছে?নাকি তোমার ওয়াইফের সাথে আছে?আমার কারো সাথে কোন ঝামেলা নেই।আমি যা বলেছি সঠিক বলেছি।”
” কার সাথে মিলে এসব করছো জন ভাইয়া?ভালোয় ভালোয় সত্যটা বলো আমি কিন্তু মানুষ ভালো নই।মাডার করতেও ছাড়বো না।”
” আবারো বলছি এই অন্ধবিশ্বাস তোমাকে ধ্বংস করবে।আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে আমি আরো বাজে স্টেপ নিতাম।আমি বাংলাদেশ থাকা কালিন এলোনকে এই মেয়ের পিকচার পাঠিয়েছি অথচ তখন তোমার ফ্লুজিকে না এলোন চিনতো আর না আমি।সেদিন ভিডিও কলে তোমার বউকে দেখে আমি অবাক হই এবং এলোনকে জানাই।”
এলোন ভয় নিয়ে আরশাদের চোখে চোখ রাখে এবং বলে,
” জন ভাই ঠিকি বলছে আরশাদ।”
আরশার বিশ্বাস করতে চাইলো না।ফল কাটার ছুরি কৌশলে হাতে নিয়ে জনের উপর হামলে পড়লো সে।এলোন ডিলান আরশাদকে থামাতে চাইলেও লাভ হলো না।ছেলেটা তার শক্তিতে অনড়।
জনের গলায় ছুরি বসিয়ে দাঁত হিসহিসিয়ে আরশাদ বলে,
” সত্যটা বলো আমার ফ্লুজিকে নিয়ে বাজে কথা কেন তুললে?”
” আমার ঈশ্বরের দিব্যি আমি মিথ্যা বলিনি।আমি সেই মেয়ের সাথে রাত কাটিয়েছি।আমার কোন কিছুর প্রমান করার ইচ্ছে নেই যেহেতু তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাই তোমার উচিত এর সত্যতা বের করা।আমিও জানতে চাই তোমার ফ্লুজি যদি সেই মেয়ে না হয় তোমার ফ্লুজির সাথে সেই মেয়ের বৈশিষ্ট্য না মিলে তাহলে সেই মেয়ে কে? আমিও জানতে চাই।”
আরশাদ আর দ্বিতীয়বার কোন কথা বলে না।আর কী বলবে সে?সবটা ধোঁয়াশায় মিলিয়ে যাচ্ছে।এলোনের বাসা থেকে ফিরে আরশাদ বাংলাদেশে থাকা রনির সাথে যোগাযোগ করলো।খুশবুকে খুঁজে দিতে এই ছেলেটাই সাহায্য করেছিল তাহলে নিশ্চয়ই সেই কলগার্লের খোঁজ সেই ছেলেটা জানবে।
আরশাদ রনিকে সবটা জানালো।রনি সবটা শুনে যতটা সিরিয়াস হওয়ার ভাব দেখালো প্রকৃত পক্ষে সে আরশাদের কোন কথাই গায়ে লাগালো না।
এক পৃথিবীতে একই চেহারার দুটি মানুষ থাকতেই পারে তারা যদি জমজ হয় তাহলে তারা ভিন্ন ভিন্ন অবস্থানে কেন?এসবের উত্তর বের করা কি রনির কাজ?এসবের উত্তর নিশ্চিয়ই খুশবুর বাবা মা জানে।তাদের না জানিয়ে এসব জটিল কেস মিমাংসা করা বোকামি ছাড়া কিছুই নয়।রনির মনে কোন তাগিদ জাগলো না কলগার্ল সেই মেয়েকে খুঁজে বের করার।
অথচ আরশাদ রনির উপর ভরসা করে আছে।সময় পেরিয়ে গেল এক মাস, দুই মাস।হ্যাঁ দুই মাস সময় পেরিয়ে গেল।
ইতালি আসার পর থেকে তুষারপাত কিংবা বৃষ্টি কোনটা দেখার সৌভাগ্য হয়নি খুশবুর।অথচ আজ সন্ধ্যায় হঠাৎ করে ঝিরঝিরে বৃষ্টি নামলো।ভিজিয়ে দিল শুষ্ক পরিবেশ।ঠান্ডায় শিউরে উঠলো খুশবু।
বড় জানলার কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বৃষ্টি।কত মাস পর সে বৃষ্টি ছুঁয়েছে!মনের ছলকে ওঠা আবেগকে আজ দমাতে পারলো না সে যার দরুনে প্রায় অর্ধেক ভিজে গেছে মেয়েটা।আরশাদ তখন রাতের রান্না করছিল।ভেবেছিল খুশবু হয়তো টিভি দেখছে তাই আর বিরক্ত করলো না সে।নিজের রুমে ফিরে আধা ভেজা খুশবুকে দেখে রেগে গেল।দ্রুত এসে টেনে ধরলো খুশবুর হাত।
” এই তুমি জ্বর বাঁধাতে এসব করছো?”
” না।প্লিজ আরশাদ জানলা বন্ধ করবেন না।আমি বৃষ্টি দেখিনি বহুদিন।”
আরশাদের হাত থেমে গেল।ফ্লুজির কথা ফেলতে পারে না সে।বৃষ্টির ফোঁটারা ক্রমশ তীরের ন্যায় ছুটে এসেছে বিঁধছে খুশবুর শরীরে আরশাদ পেছনে দাঁড়িয়ে তাই তো সেও প্রায় অর্ধেক ভিজে গেছে।আচমকা বৃষ্টির গতিক বেড়ে গেল সেই সাথে শীতের প্রকোপ বাড়লো বুঝি।আরশাদ খুশবুর ভেজা টি’শার্ট তুলে দিল উদর অবধি।মেয়েটার ভেজা চুল লেপ্টে গেছে ঘাড়ে আরশাদ যত্ন নিয়ে সরিয়ে দিল সেই চুল।দু’ঠোঁটের অবস্থান দৃঢ় করলো খুশবুর ঘাড়ে।
খুশবু বাঁধা দিতে পারে না।বাঁধা দেওয়া তার সাধ্যের বাইরে।যতবার আরশাদকে বাঁধা দিয়েছে ততবার আরশার তাকে উস্কে দিয়ে সরে গেছে।ব্যপারটা ভীষণ পীড়াদায়ক তার কাছে।তাই আরশাদ যতবার ভালোবাসার আলিঙ্গনে কাছে ডেকেছে ফিরিয়ে দেয়নি সে।
বৃষ্টির ফোঁটারা লাগামহীন ছুটছে মৃদু বাতাসে গায়ে কাটা দিল খুশবুর।শীতে কাঁপতে কাঁপতে জানলা বন্ধ করতে চাইলে আরশাদ নিজ থেকেই বন্ধ করে।ভেজা শরীর গুটিয়ে মেয়েটা দাঁড়িয়ে রয় এক পাশে।আরশাদ হাসে।ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দেয় তার ফ্লুজির।
” আর ভিজবে?”
” ঠান্ডা লাগছে।”
” লাগুক আমি আছি তো।”
” আপনি থাকলে কি হবে?”
” সব কথা বুঝিয়ে বলতে হবে?
” ধ্যাঁত যান তো,আপনার যত বাজে কথা।”
” যাব কোথায়?সেই তো উষ্ণতার লোভে আমার কাছেই আসবে।”
খুশবু লজ্জা পায়।তার লজ্জায় গুটিয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে নিজের আয়ত্তে আনে আরশাদ।
.
কাজের উদ্দেশ্যে ডিলানকে ইতালির মিলান শহরে যেতে হবে।যেহেতু ডিলান যাচ্ছে তার সাথে আরশাদ যাবে বলে সিদ্ধান্ত নেয়।বাকি বন্ধুরা পিছপা হয়নি তারাও মিলান ঘুরবে বলে জানায়।
মিলানের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয় সকাল সকাল।হাসি আড্ডায় তাদের এবারের জার্নিটা ভীষণ মজার ছিল।এডনা ভীষণ মিশুক প্রকৃর মেয়ে সে নিজের বন্ধুর মতো খুশবুকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছে।এডনা আর খুশবুর এতটা মিল দেখে আরশাদের স্বস্তি হয়।
আজকে তাদের গন্তব্য মিলান ক্যাথেড্রাল।
মিলান ক্যাথেড্রাল হলো একটি ব্যতিক্রমী ইউরোপীয় ক্যাথিড্রাল, যেটি শহরের প্রতিটি ভ্রমণকারীকে অবশ্যই দেখতে হবে তাই তো সবার এবারের উদ্দেশ্য ক্যাথেড্রাল দেখতে যাওয়া।মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর।ইতালির জনসংখ্যার ওপর ভিত্তি করে রোমের পরেই মিলানের স্থান। এটি অর্থনৈতিক এবং বাণিজ্যিকের দিক থেকে ইতালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর।চারদিকে নানান মুখ-মুখোশের মানুষের ছড়াছড়ি।এডনা খুশবুর সাথে কথা বলতে বলতে ক্যাথেড্রালের দিকে যাচ্ছিলো।হঠাৎ একটি মেয়েকে দেখে এডনা থমকে যায়।
চোখে লাগানো কালো চশমাটা খুলে তাকায় খুশবুর পানে।
“খুশবু আমি তোমার মতো একটা মেয়েকে এইমাত্র দেখেছি।”
খুশবু ফিক করে হেসে ফেলে।এডনার কথা মাথায় না নিয়ে বলে,
” দূর কি যে বলো।”
” সত্যি বলছি আমি তোমার মতো দেখতে হুবহু একটি মেয়েকে এই মাত্র দেখলাম।ভিড়ের মাঝে হারিয়ে গেল।”
” এডনা তোমার হয়তো শরীর খারাপ লাগছে।পানি দিচ্ছি গলাটা ভেজাও।”
লং জার্নিতে এডনার মাথাটা সত্যি ঘুরছে।তাই তো এডনা খুশবুর সাথে সহমত জানালো।
চলবে…
আসসালামু আলাইকুম পাঠক।গল্পের ছোট্ট গ্রুপে আপনাদের সবাইকে আমন্ত্রণ..
🔺গ্রুপ লিংক-https://facebook.com/groups/764407025608497/
🔺আইডির লিংক-https://www.facebook.com/profile.php?id=61555546431041