অতঃপর_তুমি_আমি #লেখিকা:#ইশা_আহমেদ #পর্ব_৩

0
346

#অতঃপর_তুমি_আমি
#লেখিকা:#ইশা_আহমেদ
#পর্ব_৩

মাহিম বাড়ি ফিরে বিষন্ন মন নিয়ে।ঢাকা গিয়েছিলো নমিনেশন আনতে তবে নমিনেশন এবারও মুনতাসিবই পেয়েছেন।তার হলো না নির্বাচনে দাঁড়ানো।ঘৃণা করে শেখ পরিবার রাজনীতিকে।তবে মাহিম জেদ করে বসে ছিলো।নির্বাচন সে করবেই।তবে সে নমিনেশন পেলো না।তৃতীয়বারের মতো এবারও নমিনেশন পেলেন মুনতাসিব খান।গ্রামের বেশির ভাগ মানুষই মুনতাসিব খানকে চান।বয়স্ক মানুষ ভালো বুঝেন।তারা মানেন তরুন,অল্পবয়সী ছেলেদের র’ক্তগরম এসব তাদের দারা হবে না।গত কয়েকবছর ধরে মুনতাসিব খান চেয়ারম্যান হয়ে আসছে।এবারও দাঁড়িয়েছেন সে।সবাই খুব শ্রদ্ধা,সম্মান করেন তাকে।

গভীর রাত ঘুমিয়ে আছে ওয়ামিয়া।মাহিম এসেছে মাত্র।তার কাছে অতিরিক্ত চাবি থাকায় সমস্যা হয়নি বাড়িতে প্রবেশ করতে।মাহিম প্রবেশ করে বোনের রুমে।ওয়ামিয়া ঘুমিয়ে আছে।দুদিন দেখে না সে বোনকে তাই মনে হচ্ছে কত যুগ দেখে না মেহেনাজকে।মেহেনাজের কপালে আদুরে পরশ দিয়ে,মাথায় হাত বুলিয়ে চলে আসলো নিজের রুমে।যদি একবার মাহিম দেখতো ওয়ামিয়ার হাত তাহলে সে এই মাঝরাতেই বাড়ি মাথায় তুলতো।

******

রোদের একফালি আলো চোখে পরতেই ঘুম ভেঙে যায় ওয়ামিয়ার।ওয়ামিয়া চোখ মুখ কুঁচকে উঠে বসে।হাতে টান পরতেই মুখ থেকে ব্যাথাতুর আওয়াজ বেরিয়ে আসে।হাতটা সামনে আানে।সে কি সত্যিই তবে তাকে ভালোবাসে না।তার এই অবস্থার কথা জেনেও সে চুপ আছে।তবে কি সে ভালোবাসে না তাকে।হয়তো না!ওয়ামিয়ার কান্না পেলো ভীষণ চোখের অশ্রুকণা দেখা দিলো।ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে গেলো।কারো আসার শব্দ শুনে ডান হাত দিয়ে চোখ মুছে নিলো।মায়া বেগম এসেছেন।

‘আম্মাজান চলো উঠো ফ্রেশ হয়ে খাবার খাবে।ভাইজান যদি জিজ্ঞেস করে হাত কিভাবে কাটলো তবে বলো ভাঙা কাঁচে কেটেছে’

ওয়ামিয়া মাথা নাড়ায়।মায়া বেগম ওয়ামিয়াকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ধরে টেবিলে নিয়ে আসেন।মাহিম বসে ছিলো আগে থেকেই।ওয়ামিয়ার অবস্থা দেখে সাথে সাথে দাঁড়িয়ে পরে।ওয়ামিয়ার কাছে এসে ওকে ধরে।বোনের অবস্থা দেখে রাগটাও বাড়ছে কষ্টও হচ্ছে।ওয়ামিয়া নিয়ে সোফায় বসায়।রাগটা ওয়ামিয়ার হাত দেখে রাগটা তড়তড় করে বেড়ে গেলো।

‘আম্মু ওর হাত কাটলো কি করে’

মাহিমের শান্ত কন্ঠ শুনে ভয় পান মায়া বেগম।আমতা আমতা করে বলেন,

‘আব্বুজান তুমি শান্ত হও।ভাঙা কাঁচে কেটেছে,একটু রক্তক্ষরণ হয়েছে।ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে’

‘আম্মু তুমি শান্ত হতে বলছো ওর এই অবস্থা দেখে।আমি কি করে শান্ত থাকি!তুমি আমাকে জানাওনি কেনো?’

‘আমরা চাইছিলাম না তুমি খবরটা শুনে অস্থির হয়ে চলে আসো’

মাহিম কথা বলে না।ওয়ামিয়ার পাশে গিয়ে বসলো।বোনকে জড়িয়ে ধরলো।ওয়ামিয়া তার খুব আদরের কোলে পিঠে কোরে সেই মানুষ করেছে।ওয়ামিয়া মাহিমের থেকে ১০ বছরের ছোট।অনেক সাধনার ফল ওয়ামিয়া।তাকে কিভাবে অযত্নে রাখতে পারে।ওয়ামিয়া ভাইয়ের বুকে মাথা রেখে বসে আছে।যদি সত্যটা জানতো তাহলে কি মাহিম এভাবে তাকে বুকে জড়িয়ে বসে থাকতো।নাহ মোটেও না।মাহিম তখন কি করতে কে জানে!

‘মেহেনাজ হাতে কি খুব বেশি ব্যাথা করছে’

‘না না ভাইজান ব্যাথা করছে না এখন।আমি সুস্থ আছি’

‘খুব সুস্থ আছো তুমি।দেখতেই পারছি আমি।একটু সাবধানে কি চলাফেরা যায় না’

‘ভাইজান আমি বাচ্চা না।কলেজে পড়া একটা মেয়েকে এভাবে কেউ বলে?’

‘তুমি মোটেও বড় হওনি মেহেনাজ।সেই ছোট বেলায় যেমন ছিলে আজও তেমননি আছো’

‘আমি তো বড় হয়েছি ভাইজান নিজের খেয়াল রাখতে পারি’

‘সেজন্যই তো হাতের এই অবস্থা।’

ওয়ামিয়া ঠোঁট উল্টে বলল,,

‘ভাইজান তুমি এমন করছো কেনো?’

‘তো তোমার সাথে কি করা উচিত’

ওয়ামিয়া দাঁত কেলিয়ে বলে,,’কিছুই না’

মায়া বেগম খাবার নিয়ে আসেন।মাহিম খাইয়ে দিতে থাকে বোনকে।মায়া বেগম এই দৃশ্য দেখে চোখ জুড়ান।মেহেনাজ তার অনেক সাধনার ফল।ছোট থেকে মেয়ে ভীষণ পছন্দ ছিলো মায়া বেগমের।প্রথম সন্তান মেয়ে চেয়েছিলেন তবে মাহিম হলো।এরপর অনেক চেষ্টা করার পরেও হলো না।মাহিমের ১০ বছরের সময় সে আবার অন্তঃসত্ত্বা হলো।সে কি খুশি যখন জেনেছিলো সবাই।তখনকার কথা মনে আসতেই মনটা তিক্ততায় ভরে গেলো।মনে পরলো মানুষটার কথা যে পৃথিবীতে নেই।তাকে কম ভালোবাসেনি সে।দুুজন একই বয়সের ছিলো।এ বাড়িতে আসার পর খুব অল্প দিনের সখ্যতা হয়েছিলো।তবে সে নেই আজ।

******

শেহজাদ বের হয়েছে বাড়ি থেকে।প্রেয়সীকে এক পলক দেখার জন্য ছটফট করছে।তবে সে জানে প্রেয়সীর দেখা সে পাবে না।প্রেয়সীর দেখা পেতে হলে তাকে শেখ বাড়িতে যেতে হবে যা অসম্ভব।তবে কি দেখতে পাবে না প্রেয়সীকে এক পলক।ইফাজ আর অর্নব তার পিছু পিছু হাঁটছে।শুভ্ররঙা পাঞ্জাবিতে শেহজাদকে দারুন লাগছে।ওয়ামিয়া যদি দেখতো তার শখের পুরুষকে এই রূপে দেখতো তবে র্নিঘাত আরেকবার প্রেমে পরে যেতো!

‘শেহজাদ ভাই আজকে হঠাৎ গ্রাম ঘুরতে বের হলেন?’

‘এমনিতেই গ্রামের লোকেরা ঠিক আছে কিনা সেইটাই দেখতে বের হয়েছি’

অর্নব আরো কিছু বলতে চাইলেও ইফাজ ইশারা করে থামিয়ে দেয়।শেহজাদ হেঁটে হেঁটে দেখছে সব।কৃষকেরা কাজ করছে নিজেদের মতো।তাদের গ্রামটা বেশ উন্নত।শেহজাদ ঘুরে ঘুরে দেখছে সব।মাঝের এক বছর সে ছিলো না গ্রামে।ইন্টার্নশিপ করতে ঢাকা গিয়েছিলো।ফিরেছে চার পাঁচ মাস হলো।হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছে তারা।অর্নব ইফাজ ফোন দেখছে আর শেহজাদ নিজের মতো হাঁটছে আর আশপাশ দেখছে।

ওয়ামিয়া বের হয়েছে তার প্রিয় বান্ধবী অজিফার সাথে।অজিফা হাতের বিষয়ে জিজ্ঞেস করলেও সত্য বলেনি ওয়ামিয়া।একপ্রকার জেদ করেই বেরিয়েছে ওয়ামিয়া অজিফার সাথে।এক পলক তার শখের পুরুষকে দেখার জন্য।অজিফার এক বাহুতে ভর দিয়ে হাঁটছে।খাল পাড়ের কাছাকাছি আসতেই চোখে পরলো তার শখের পুরুষ,তার শেহজাদ ভাইয়ের দিকে।শেহজাদের শক্ত,স্থির,গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে পলকহীন ভাবে ওয়ামিয়া।মানুষটাকে শুভ্র রঙা পাঞ্জাবিতে স্নিগ্ধ লাগছ।

ওয়ামিয়ার অধিকার থাকলে সে দৌড়ে গিয়ে ঝাপটে ধরতো তার প্রিয় মানুষকে।আফসোস সেই অধিকার নেই ওয়ামিয়ার।অজিফা ইফাজকে দেখে নিজেকে একটু পরিপাটি করলো।ওয়ামিয়া যতোটা সাজগোছ বিহীন থাকতে পছন্দ করে অজিফা ঠিক তার উল্টো।সে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে,ঠোঁটে লিপস্টিক,চোখে কাজল দিয়ে বের হয়।আজকেও সেভাবেই বের হয়েছে।

অজিফা ফিসফিস করে ওয়ামিয়ার কানে বলে,,

‘আগে বলবি না ইফাজ আসবেন তাহলে একটু সেজে আসতাম’

‘কম সেজেছিস?আমি জানতাম নাকি শেহজাদ ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে যাবে’

অজিফা ভেংচি কেটে বলে,,,’সাজলাম কোথায় আরেকটু সাজলে হতো’

শেহজাদের চোখ পরে তার থেকে কিছুদূরে দাঁড়িয়ে থাকা ওয়ামিয়ার দিকে।শেহজাদ থমকায়।প্রেয়সীর মলিন মুখটা সহ্য হচ্ছে না তার কেনো জানি।ওয়ামিয়ার মাথায় ঘোমটা টানা ওড়না দিয়ে,একদিনের ব্যবধানে মেয়েটা অবস্থা বেহাল।মুখটা শুকিয়ে গিয়েছে,মুখটা ফ্যাকাসে লাগছে।

‘কেমন আছেন শেহজাদ ভাই’

‘বেশ আছি তুমি’

ওয়ামিয়া মলিন হেসে বলল,,’খুব ভালো আছি শেহজাদ ভাই’

শেহজাদ প্রতি উত্তর দেয় না।ওয়ামিয়া কিছুক্ষণ শেহজাদের মুখপানে চেয়ে থাকে উত্তরের আশায়।তবে শেহজাদ নিরুত্তর আজও।ওয়ামিয়া ঠোঁটের কোনে জোরপূর্বক হাসির রেখা টেনে বলে,

‘শেহজাদ ভাই আপনার কি একটুও খারাপ লাগেনি আমার খবর শুনে’

‘তুমি কিসের খবরের কথা বলছো ওয়ামিয়া’

‘ওয়ামিয়া’ ডাকটা শুনে প্রান জুড়ালো ওয়ামিয়ার।এই নামে দুজন ডাকতো তাকে।একজন বেঁচে নেই আরেকজন শেহজাদ।অন্যকেউ এই নামে ডাকে না।সবাই মেহেনাজই বলে তাকে
তবে ওয়মিয়া নামটা তার ভীষণ প্রিয়।শেহজাদের খামখেয়ালি উত্তরে ওয়ামিয়ার ছোট্ট হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেলো।শেহজাদ কি তবে জানে না!

‘আপনি কি সত্যিই বুঝতে পারছেন না কি বলছি আমি’

‘নাহ যদি একটু বলতে ভালো হতো’

‘থাক তবে আর জানা লাগবে না আপনার থাকুন আপনি।তবে মনে রাখবেন ওয়ামিয়া মেহনাজ যদি কারো বউ হয় তবে সে শেহজাদ ইমতিয়াজ খানের বউই হবে’

ওয়ামিয়া পেছনে ঘুরে সোজা হাঁটা ধরলো।অজিফা দৌড়ে ওয়ামিয়ার কাছে চলে আসলো।সে কিছুদূরে দাঁড়িয়ে ইফাজের সাথে ভাব জমানোর চেষ্টা করছিলো।পেরেছেও বটে।ইফাজকে দিয়ে ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট করিয়েছে।ওয়ামিয়া চোখের আড়াল হয়ে যায়।শেহজাদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে।শেহজাদের ইচ্ছা করছিলো ওয়ামিয়াকে নিজের বক্ষে জড়িয়ে ধরতে।উজ্জ্বল চেহারায় এই উজ্জ্বল ভাবটা নেই।কেমন মলিন হয়ে আছে।শেহজাদের শেষের কথাটা মনে ধরেছে।ওয়ামিয়া বউ হলে তারই হবে।

‘ভাই আর কতো সময় এখানে দাঁড়িয়ে থাকবে বাড়ি ফিরবে না।ওয়ামিয়া অনেক সময় এখান থেকে চলে গিয়েছে।এখন বাড়ির দিকে চলুন।বিপদ সব জায়গায় অত পেতে থাকে’

‘চলো ইফাজ বাড়ির পথে রওনা দেই’

হাঁটা ধরলো শেহজাদ।পেছনে পেছনে অর্নব ইফাজ।সামনে নির্বাচন এখন শত্রুরা অত পেতে আছে খান পরিবারের মানুষের ক্ষতি করতে।মুনতাসিব খানের শত্রু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে।যখন তখন শেহজাদের উপর হামলা করতে পারে।মুনতাসিব জানেন তার ছেলে সব কিছু সামলে নিতে পারবে তবুও সে ইফাজ অর্নবকে সব সময় শেহজাদের সাথে রাখেন।

চলবে ইনশাআল্লাহ,,,!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here