অতঃপর_তুমি_আমি #লেখিকা:#ইশা_আহমেদ #পর্ব_১০

0
278

#অতঃপর_তুমি_আমি
#লেখিকা:#ইশা_আহমেদ
#পর্ব_১০

ওয়ামিয়া বাড়ি এসেছে।খুব সাবধানে চিঠিটা আর ডাইরিটা নিয়ে মায়ের সাথে মিষ্টি করে কথা বলে রুমে ঢুকলো।বাড়িতে হুমায়ন শেখ বা মাহিম কেউই নেই।দুজনেই বাইরে,তার জন্যই সুবিধা হয়েছে ওয়ামিয়ার।ওয়ামিয়া রুমের দরজা আটকে দিলো।বিছানায় ধপ করে বসে পরলো।চিঠিটা খুলে অবাক হলো।কারণ সেখানে তার নাম লিখা আছে।এগুলোর সাথে তার কি সম্পর্ক!কিছুক্ষণ ভেবেও খুঁজে পেলো না।চিঠিটা পড়া শুরু করলো,

প্রিয় ওয়ামিয়া,,

সোনা মেয়ে কেমন আছিস তুই?ভালো নেই জানি আমি।কারণ তুই যখন চিঠিটা পাবি তখন আমি হয়তো দুনিয়াতে নেই।ভাবছিস আমি জানলাম কিভাবে?অনেক রহস্য রে মা।তুই ওয়ামিয়া মেহেনাজ আমার মেয়ে,আমার ছেলের বউ।আমার পাগলাটে ছেলেটাকে আগলে রাখিস মা।আমি জানি তুই এখন অনেকটা বড় হয়েছিস।এগুলো বের করতে হবে তোকে আর শেহজাদকে মিলে।তোর ফুপাকে দেখে রাখিস মা।
ভাবছিস কেনো লিখছি এই চিঠি তোকে।কারণ অবশ্যই আছে।তুই বিচক্ষণ মেয়ে।ছোট থেকেই এটা আমি লক্ষ করেছি।হয়তো বড় হয়ে আরো বিচক্ষণ হবি।এগুলো বের করতে হবে তোকে।আসল রহস্যটা কি!

ভালো থাকিস মা।শেহজাদ নিজের এবং সবার খেয়াল রাখিস।

ইতি তোর
প্রিয়
ফুপিআম্মু।

ওয়ামিয়া কাঁদছে।তাহলে শেহতাজ শেখ কি আগে থেকেই জানতেন তার সাথে কিছু হতে চলেছে।তাহলে কেনো কিছু আটকায়নি।কেনো!কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে ওয়ামিয়ার।ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করছে।সে ডাইরির কথা সে জেনেছে ইফাজের মুখে।শেহজাদ ও নাকি জানে না।তবে বিশ্বাস হয়নি ওয়ামিয়ার কথাটা।ইফাজ শেহজাদের কাছে কিছু লুকিয়েছে অবিশ্বাস্য।

******

ওয়ামিয়া,হুমায়ন মায়া বেগম বসে মাহিমের জন্য মেয়েদের ছবি দেখছে।সামনে অনেকগুলো মেয়ের ছবি রাখা।ওয়ামিয়া একটা করে তুলছে আর দেখছে।তবে এখনো কাউকে পছন্দ হয়নি।দেখতে দেখতে চোখ আটকায় একটা মেয়েতে।মেয়েটার ছবিটা হাতে তুলে নেয় ওয়ামিয়া।হলদে ফর্সা গায়ের রং মেয়েটার।ঘন কালো চুল।মিষ্টি দেখতে মেয়েটা।ওয়ামিয়া ছবিটা মায়া বেগম আর হুমায়ন শেখকে দেখিয়ে বলে,,,

‘দেখো এই মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে’

মায়া বেগম আর হুমায়ন আহমেদ ও মেয়েটাকে দেখলো।মেয়েটাকে তাদের ও ভীষণ পছন্দ হয়েছে।মায়া বেগম বলেন,

‘মেয়েটা ভীষণ মিষ্টি।’

তিনজন মিলে আলোচনা করতে শুরু করে।তখনই বাড়িতে প্রবেশ করে মাহিম।মাহিম ভোরে প্রায়ই উঠে হাটাহাটি করে।আজও গিয়েছিলো,সেখান থেকেই ফিরছে।মাহিমকে দেখে ওয়ামিয়া ছবিটা নিয়ে দৌড়ে ওর কাছে গিয়ে বলে,

‘ভাইজান দেখো তোমার জন্য আমি মেয়ে পছন্দ করেছি’

মাহিম থতমত খেয়ে তাকিয়ে আছে ওয়ামিয়ার দিকে।ওয়ামিয়া মাহিমকে ওভাবে তাকাতে দেখে ফিক করে হেসে দেয়।মাহিম নিজেকে সামলে বলে,

‘সরো মেহেনাজ আমি ক্লান্ত অনেক রুমে যাবো’

ওয়ামিয়া ভাইকে লজ্জা দিতে থাকে।মাহিম না পেরে কোনো মতে রুমে যায়।মাহিম যেতেই তিনজন হেসে দেয়।ওয়ামিয়ার মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে।তিনজন কিছুক্ষণ আলোচনা করলো।হুমায়ন শেখ ঠিক করলেন শুক্রবারই মেয়ে দেখতে যাবেন।

******

‘ভাই আজকে থেকেই কি আপনি জয়েন করছেন?’

‘হ্যাঁ ইফাজ।তুমি নিজের পড়াশোনায় মনোযোগ দাও’

‘ভাই ওসব আমার দ্বারা হবে না।আমি তো খাবো ঘুমাবো।আর আব্বুর ব্যবসাটা তো এখনই দেখছি’

শেহজাদ কথাটা বাড়ালো না।এই পাগলকে বোঝাতে গিলে দেখা যাবে সে নিজেই পাগল হয়ে যাবে।শেহজাদ রেডি হয়ে নিচে নামলো।মেহবুবা খান শেহজাদের জন্যই অপেক্ষা করছিলো।শেহজাদকে অনেক কিছু বললেন।শেহজাদ মুনতাসিব খানের সাথে দেখা করতে তার রুমে যায়।মুনতাসিব খান সোফায় বসে পেপার পরছিলেন।

‘আব্বু’

মুনতাসিব খান পেপার রেখে চশমাটা ঠিক করে তাকান শেহজাদের পানে।শেহজাদ বসে পরে মুনতাসিব খানের পাশে।মুনতাসিব খান হাসেন।শেহজাদ নরম কন্ঠে বলে,

‘আব্বু দোয়া করো।আজ থেকে নতুন পথে পা রাখলাম’

‘আমি সব সময়ই তোমাকে দোয়া করি শেহজাদ।তোমার নতুন পথচলা সুখী হোক’

শেহজাদ মুনতাসিব খানের সাথে কিছুক্ষন কথা বলে বের হয়।আজকে গাড়িতে করেই যাবে শেহজাদ।গাড়ি নিয়ে বের হয়।ওয়ামিয়ার কলেজের সামনে আসতেই চোখ আটকায় তার।ওয়ামিয়া একটা ছেলের সাথে কথা বলছে।শেহজাদের মেজাজ খারাপ হলেও কিছু করতে পারবে না সে।অধিকার নেই তার।আজ অধিকার থাকলে হয়তো খুব করে বকা দিতো সে ওয়ামিয়াকে।তার যে সহ্য হয় না ওয়ামিয়াকে কারো সাথে।আসলে ভালোবাসাটাই এমন।ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে সহ্য করা যায় না।

*****

আজ শুক্রবার।আজকে শেখ পরিবার মেয়ে দেখতে যাবে।হুমায়ন শেখ আগেই খোঁজ খবর নিয়ে রেখেছে।মেয়েটা নম্র ভদ্র।ওয়ামিয়ার বয়সীই।ওর সাথে পরে তবে ভিন্ন কলেজে।মধ্যবিত্ত পরিবার।দুবোন তারা।মেয়েটার নাম রামিশা ইসলাম।বাড়ি পাশের গ্রামেই।হুমায়ন শেখ আর মায়া বেগম ভ্যানে করে আর মাহিম ওয়ামিয়াকে নিয়ে বাইকে আসে।মাহিমের ও বেশ পছন্দ হয়েছে মেয়েকে।তবে তা গোপন রেখেছে।

বাড়ির সামনে আসতেই সবাই আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পরে।রামিয়াদের বাড়িটা টিনের মানে চারপাশে ইটের দেওয়াল আর উপরে টিন।ভিতরে ঢুকতেই বেশ অবাক হয় ওয়ামিয়া।খুব সুন্দর পরিপাটি করে ঘোছানো।দালান না হলেও খুব সুন্দর করে সাজানো গোছানো।ওয়ামিয়াদের ড্রয়িংরুমে বসানো হয়।শরবত বিভিন্ন পিঠাপুলি,শুকনো খাবার সাজানো হয় সামনে।

সবাই টুকটাক কথা বলছে।ওয়ামিয়া একজন মেয়েকে জিজ্ঞেস করে উঠে রামিশার কাছে যায়।মেয়েটা ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছে।ওয়ামিয়া এসে ওর পাশে বসে।রামিশা চোখ তুলে তাকিয়ে দেখে তার সামনে একটা অসম্ভব সুন্দর মেয়ে বসে আছে।পরনে কালো রঙের থ্রিপিস।সাথে কালো হিজাব।দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর।রামিশা মেয়ে হয়েও তাকিয়ে আছে এক দৃষ্টিতে ওয়ামিয়ার দিকে।

‘আসসালামু আলাইকুম রামিশা কেমন আছো?’

রামিশার ধ্যান ভাঙে।সে ভীত স্বরে বলে,

‘ওয়ালাইকুম আসসালাম আপু।আলহামদুলিল্লাহ ভালো আছি’

ওয়ামিয়া হাসে।রুমে থাকা সবাই অবাক দৃষ্টিতে চেয়ে দেখছে ওয়ামিয়াকে।একটা মেয়ে এতো সুন্দর হয়।তারা এতো সুন্দর মেয়ে দেখেনি আগে কখনো।রামিশা সুন্দর তবে এই মেয়ে আগুন সুন্দরী।তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করবে না কারো।সবাই তাকিয়ে আছে।ওয়ামিয়া মিষ্টি হেসে বলে,

‘রামিশা আমাকে আপু বলার প্রয়োজন নেই।আমরা সমবয়সী তুমি আমাকে মেহনাজ বলে ডাকতে পারো।আমি তোমাকে নাম ধরে ডাকতে চাইনি তবে ভাবিও ডাকিনি।তুমি অস্বস্তি ফিল করবে।’

‘সমস্যা নেই মেহেনাজ।’

‘তুমি কি ভয় পাচ্ছো রামিশা?’

‘হুম একটু তো পাচ্ছি’

‘ভয় পেয়ো না।আমার ভাইজান অনেক ভালো মানুষ।সুখে রাখবে তোমায়’

লজ্জা পায় রামিশা।মাথা নুইয়ে ফেলে।মেয়েকে নিয়ে যাওয়ার তাড়া দেয় রামিশার আব্বু মনির ইসলাম।কয়েকটা মিলে রামিশাকে বসার ঘরে নিয়ে আসে।পেছনে পেছনে ওয়ামিয়াও আসে।রামিশাকে বসিয়ে দেয় মাহিমের পাশে।মাহিম আড় চোখে দেখছে রামিশাকে।রামিশাকে দেখে বিমোহিত হয় সে।মেয়েটা আসলেই সুন্দরী,মায়াবী একটা মেয়ে।রামিশাকে দেখে মায়া বেগম বলেন,

‘মাশাআল্লাহ মেয়ে অনেক সুন্দরী।মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে’

মায়া বেগম ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারে ছেলে পছন্দ করেছে মেয়েকে।মায়া বেগম মুচকি হেসে রামিশাকে উদ্দেশ্য করে বলে,

‘রামিশা মা মাহিমকে একটু তোমাদের বাড়ির পেছন পাশটা ঘুরে দেখাও তো’

রামিশা বেরিয়ে যায় রুম থেকে।পেছনে পেছনে মাহিম ও যায়।ওয়ামিয়া মায়া বেগমের কানে কানে বলে,

‘আম্মু মেয়েটা ভীষণ ভালো,সহজসরল।আমর ওকেই ভাইজানের জন্য সঠিক মনে হয়েছে।’

‘হ্যাঁ মেহেনাজ আম্মা আমারও মেয়েটাকে অনেক ভালো লেগেছে’

*****

‘আপনি কি অস্বস্তি ফিল করছেন’

রামিশা মাথা নাড়ায়।মাহিম আলতো হাসে।সে খোঁজ নিয়েছে মেয়েটা মহিলা কলেজে পরছে তার বোনের সাথেই।তবে এক কলেজ নয়। ছেলেদের সাথে তেমন কথা ও বলে না।প্রেমের ও কোনো বিষয় নেই। যথেষ্ট ভদ্র মার্জিত একটা মেয়ে।

‘স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন প্লিজ।আমি মাহিম শেখ।নিজেদের ব্যবসা সামলাই।আপনি?’

‘আমি রামিশা ইসলাম।এইচএসসি দিবো এবার’

‘বাহ বেশ ভালো।তো পড়াশোনা কেমন চলছে’

‘জি মোটামুটি ভালোই চলছে’

‘ভালোই।আপনার কি কোনো প্রেমের সম্পর্ক আছে থাকলে বলুন’

মাহিম আসলে একটু দেখতে চাইছিলো কি বলে মেয়েটা।সে অবশ্য জানে।তবুও জিজ্ঞেস করলো।রামিশা আঁতকে উঠল।সে কখনো ঠিকমতো কোনো ছেলের সাথে কথাও বলেনি আবার প্রেমের সম্পর্ক।তার আব্বু এই ব্যাপারে ভীষণ কঠিন।সে এগুলো মোটেও পছন্দ করে না।আর এগুলোর ভেতর জড়ানোর ইচ্ছা ও তার কোনো কালেই ছিলো না।সে চোখ তুলে তাকায় মাহিমের দিকে।রামিশা প্রথম দেখেই প্রেমে পরে গিয়েছে সে।তার সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে।শ্যাম সুন্দর যাকে বলে।মুখে চাপদাড়ি। কালো পাঞ্জাবিটা ভীষণ মানিয়েছে ছেলেটাকে।

রামিশা দ্রুত চোখ নামিয়ে ফেলে।মাহিম হাসে।রামিশা কাঁপা কাঁপা কন্ঠে বলল,

‘আ….মার তেমন কোনো সম্পর্ক নেই’

‘আচ্ছা আপনার কি আমাকে পছন্দ হয়েছে’

রামিশা আরো লজ্জা পায়।কি বলবে সে!লোকটাকে সত্যি পছন্দ হয়েছে তার তবে কি মুখ ফুটে বলার সাহস নেই তার।সে কথা এড়িয়ে বলে,

‘চলুন এবার অনেকটা সময় এসেছি’

দুজন ফিরে আসে।মাহিম আগের জায়গায় গিয়ে বসে।সবাই বিয়ের পাকা কথা বলে ফেলে।এখন বিয়েটা হবে না।বিয়েটা হবে এইচএসসি পরীক্ষার পর।এটা শুনে রামিশা শান্তি পায়।সে ভেবেছিলো হয়তো পরতে দেবে না তাকে।তবে ভাবেনি এতো ভালো পরিবার পাবে সে।রামিশাকে আবার নিয়ে আসা হয়।মাহিম রামিশা একটা রিং পরিয়ে দেয়।এনগেজমেন্ট হয়ে গেলো তাদের।ওয়ামিয়া তো ভীষণ খুশিতে আছে।

রামিশা লজ্জা পাচ্ছিল দেখে মায়া বেগম পাঠিয়ে দেয়।মনির ইসলাম তাদের না খাইয়ে ছাড়লেনই না।সবাইকে দুপুরের খাবার খাইয়ে ছাড়লেন।ওয়ামিয়ারা বিদায় নিয়ে চলে আসলো।শেখ পরিবারের সবারই অনেক পছন্দ হয়েছে সবাইকে।ওয়ামিয়া বিড়বিড় করে বলল,

‘কত সহজে বিয়ে হচ্ছে তাদের যদি আমিও তাকে এতো সহজে পেয়ে যেতাম।হায় সেইটা আমার ভাগ্যে নেই হয়তো’

#চলবে ইনশাআল্লাহ

আসসালামু আলাইকুম।আমি কিছুদিন ধরে অসুস্থ ছিলাম।পাশাপাশি লিখতে বসলেও শব্দ খুঁজে পাচ্ছিলাম না।তাই একটু অনিয়ম করেছি।চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here