এই_অবেলায়_তুমি #পর্ব_১৯ লেখিকা #Sabihatul_Sabha

0
306

#এই_অবেলায়_তুমি
#পর্ব_১৯
লেখিকা #Sabihatul_Sabha

“কি রে এভাবে মন মরা হয়ে বসে আছিস কেনো…?? ”
নূর ইরিনের দিকে তাকিয়ে তারপর আবার ওর থেকে চোখ সরিয়ে ভাবলেশহীন ভাবে আগের মতোই চুল করে বসে আছে।
ইরিনঃ কি হয়েছে বলবি তো!? এভাবে চুপ করে আছিস কেনো??
নূরঃ কিছু হয়নি।
ইরিনঃ তাহলে মুখের এক্সপ্রেশন ঠিক কর। আশেপাশের সবাই কেমন করে তাকিয়ে আছে। তকে দেখে মনে হচ্ছে জামাই মরছে।
নূরঃ চুপ থাক বেয়াদব মাইয়া!! আমার জামাই মরবো কা!! আজকে আবির ভাইয়ার বিয়ে…
ইরিনঃ তাহলে তো অনেক খুশির খবর। কিন্তু তুই এমন পেঁচার মতো মুখ করে আছোস কা!!
নূরঃ হরিণের বাচ্চা তুই বোঝস না কেরে মুখ এমন করে আছি…? আজকে ভাইয়ার বিয়ে আর আমি কলেজে ক্যান্টিনে বসে আছি!!
ইরিন রেগে বলে উঠলো, ” এই একদম হরিণ বলবি না। তোরে আসতে কে বলছে কলেজে।আসছোস কেনো!!??
নূরঃ আমার সখ যে বেশি তাই আসছি। ওই সাদা হনুমান আমারে অপমান করলো সবার সামনে তাই আমি রেগে চলে আসছি৷
ইরিনঃ সাদা হনুমান এইডা আবার কেডা??

নূর কিছু না বলে চুপ করে আছে। তখনি মনে হলো পাশে কেউ বসেছে।পাশে তাকিয়ে দেখে নীল এক গাল হেসে ওদের দিকে তাকিয়ে আছে।
নূর দেখেও না দেখার মতো অন্য দিকে ফিরে গেলো।

“এই হরিণ!! কেমন আছো..??”

ইরিনঃ দুই ভাই বোন এই পাগল। একদম হরিণ বলবেন না বলে দিলাম!!। কাটা চামচ নীলের সামনে ধরে বললো।হরিণ বললে মুখ একদম সেলাই করে দিবো।

নীলঃ কাটা চামচ দিয়ে মুখ সেলাই করে কিভাবে হরিণ !!??

ইরিন রেগে দাড়িয়ে গেলো। [বেটা কানা (নীল সব সময় চশমা পড়ে তাই ওকে কানা ডাকে) তরে যদি এখন এই দুইতলা থেকে টুস করে নিচে ফেলে দিতে পারতাম ]”
নীল ইরিনের দিকে তাকিয়ে আছে।ইরিন নীলের তাকানো দেখে গটগট করে ক্যান্টিন থেকে বেরিয়ে গেলো।

নীলঃ এভাবে মুখ ফুলিয়ে না রেখে চল।
নূরঃ তুই যা আমি যাবো না।
নীল অবাক হয়ে বললো,”কেনো সারাজীবন কি এখানেই থাকবি নাকি!!?”
নূরঃ নীলের বাচ্চা তোকে কখন বললাম যে সারাজীবন এখানে থাকবো। এক লাইন বেশি কেনো বুঝিস…
নীলঃ বইন আমি তো এখনো বিয়ে টাই করিনি৷ তুই আমার বাচ্চা পেইলি কই?? আর তুই বাসায় না গেলে আমি চলে যাই। বাসায় কিন্তু তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। এখন তুই না গেলে তো আর জোর করে নিয়ে যেতে পারবো না।
নূর সারপ্রাইজ এর কথা শুনে লাফিয়ে বলে উঠলো, ” আরে আমি তো এমনি বলছি চল তারাতাড়ি বাসায় যাই।[ওই সাদা হনুমান এর ওপর রাগ করে আর যাই হোক সারপ্রাইজ মিস করতে পারবো না। আর ওই বেটার কি আমার যা ইচ্ছে আমি তাই করবো]

নূর রেগে বলে উঠলো, “এটা কি বাইক চালাচ্ছিস নাকি ঠেলা গাড়ি!!”
নীলঃ কিইইই!! এতো বড় অপমান্স এটা মেনে নেওয়া যায় না!!।নূর তুই এভাবে বলতে পারিস না। আমি যথেষ্ট স্পিডে চালাচ্ছি। এর বেশি স্পিডে চালানো যাবে না।
নূরঃ ওই তুই বাইক ব্রেক কর।
নীল বাইক ব্রেক করতেই নূর বললো,” এবার নাম”

নীল নূরের কথা মতো নামলো।

নূর গিয়ে বাইকে বসে নীল কে বললো পিছনে বসতে।

বেচারা নীল ভয়ে একদম জমে গেছে।
নীলঃ বইন প্লিজ নাম। পাগলামি করিস না। আমার এতো তারাতাড়ি মরার সখ নাই। এখনো বিয়ে, বাচ্চা কোনো টাই হয় নাই!!
নূর বিরক্ত হয়ে বললো,” তুই বসবি নাকি তকে এখানে রেখে চলে যামু!..
নীলঃ তুই কি চাস বিয়ের আগেই আমার বউ বিধবা হোক,কাঁদো কাঁদো মুখ করে বললো।
নূরঃ ওকে! তুই থাক আমি গেলাম।
নীলঃ আরেহ্ না। বসতাছি তো।
নূরঃ সাবধানে বস।
নীলঃ আর সাবধান করে কি হইবো। আগে বলতি হরিণের কে আরেকটু জ্বালায়ে আসতাম ইসস আমি মরে গেলে ওই হরিণ কে জ্বালাবে কে??
নূরঃ ড্রামা শেষ…বলে বাইক স্টার্ট দিলো।

নীলঃ আ….আ…আ আস্তে আস্তে নূর।বাইকের স্পিড স্লো কর।

নূরঃ চুপ থাক। মেয়েদের মতো আ আ আ করবি না। এনজয় কর।

নীলঃ বেঁচে থাকলে জীবনে অনেক এনজয় করতে পারমু। স্পিড কমা বইন।
নূরঃ তুই চুপ করবি নাকি আরো স্পিড বাড়িয়ে দিমু।

নীল বুকে এক হাত দিয়ে, আরেক হাত মুখে দিয়ে রেখেছে। যদি বেঁচে ফিরে আর কোনো দিন এই ডেঞ্জারাস মাইয়াকে কোনো দিন বাইকে উঠাবে না। মবে মনে আল্লাহরে ডাকতেছে।

বাইক গিয়ে থাকলো বাসার সামনে। নূর নেমে নীলের দিকে ভালো করে তাকালো। এখনো চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আছে।
নূর শব্দ করে হেসে দিলো নীলের অবস্থা দেখে।
নীল চোখ খুলে দেখলো না ও এখনো বেঁচে আছে।

তারপর রেগে নূরের দিকে তাকালো।
নীলঃ বেয়াদব মেয়ে।আর কোনো দিন আমার বাইকের দিকে চোখ তুলেও তাকাবি না।আরেকটু হলে বউয়ের মুখ দেখার আগেই উপরে চলে যেতাম। বেচারা তোর জামাইটার জন্য খুব মায়া হচ্ছে। জীবনে কতো ভালো ভদ্র মেয়ে পেতো।কিন্তু তার কপালে পরবে একটা ডাইনী পিশাচিনী।
নূরঃ আমার জামাই নিয়া তুই ভাবতে হবে না নিজের চরকায় তেল দে। তোর ভাইকে তো আর বিয়ে করছি না।
নীলঃ আমার ভাই আসলো কই থেকে!! আর ভাই থাকলেও তোর মতো ডাইনীর হাতে তুলে দিতাম না।
নূরঃ একদম ডাইনী বললে ঘার মটকিয়ে দিমু।
নীলঃ আরেকটু হলে তো জান টাই নিয়ে নিতি।
নূরঃ এখন আফসোস হচ্ছে কেনো নেইনি।
নীল নূরের দিকে তাকিয়ে রেগে বাসার ভেতর চলে গেলো।

———

আদিবা কে খুব সুন্দর করে শাড়ি, চুরি,আর আবিরের আম্মুর সব গহনা দিয়ে সাজিয়ে রেডি করালো মাহি,মিম,শুভ্রতা ভাবি আর রিয়া।(রিয়া হলো ওর মেঝো আম্মুর বোনের ছোট মেয়ে।আবিরের বিয়ে তাই ওরা সবাই এসেছে)
নূর মুখ ভার করে রুমে ঢুকলো।ওকে ছাড়াই সবাই রেডি হয়ে গেলো।
মন খারাপ করে গিয়ে ঠাস করে রিয়ার মাঠায় তবলা বাজিয়ে ওর পাশে বসে পড়লো।
রিয়া রেগে বলে উঠলো, ” নূরির বাচ্চা আসতে না আসতেই তোর শুরু।”
নূর ভালো করে রিয়ার দিকে তাকালো। শাড়ি পড়েছে লম্বায় ৫,৩ ফর্সা শরীরে নীল শাড়ি খুব সুন্দর মানিয়েছে।তারপর সবার দিকে তাকিয়ে হা হয়ে গেলো। সবাই নীল শাড়ি পড়েছে কিন্তু এই শাড়ি আনলো কোন সময়? ওকে ছাড়া মার্কেট ও করে চলে আসছে। মুখ ফুলিয়ে সবার দিকে তাকিয়ে আছে। সব হয়েছে ওই বেয়াদব সাদা হনুমানের জন্য।

শুভ্রতা নূরের সামনে এসে বললো,” কি হয়েছে ছোটো ননদী মন খারাপ কেনো? ”
নূর অভিমানে মুখ ফিরিয়ে নিলো।
শুভ্রতা নূরের হাত ধরে রুম থেকে বেরিয়ে নূরের রুমে আসলো৷ নূরকে খাটে বসিয়ে আবার রুম থেকে বেরিয়ে গেলো।
কিছুক্ষন পর হাতে একটা নীল শাড়ি নিয়ে আসলো। পিছু পিছু মাহি ও আসলো মেকআপ এর সব জিনিস নিয়ে।
তারপর সুন্দর করে শাড়ি পড়িয়ে সাজিয়ে দিলো।

মাহিঃ বাহ্ নূর তোকে তো একদম ছোটো মনে হয় না। খুব সুন্দর লাগছে চল কয়েকটা সেলফি তুলি। ফেসবুকে পোস্ট করমু।তখনি হৈচৈ করে সবাই এসে নূরের রুমে ঢুকলো।
রিয়াঃ নূর রে আমার যদি ভাই থাকতো তোরে ঠিক ভাবি বানিয়ে নিতাম। কতো সুন্দর লাগতাছে। তোর থেকে একটু হাইট আমাকে দিয়ে দে না!!
রিয়ার কথা শুনে সবাই শব্দ করে হেঁসে উঠলো।

নূর নিজের রুমে বসে আছে। সবাই আদিবার কাছে চলে গেছে। নূরও যাবে এমন সময় দরজায় ঠকঠক আওয়াজ শুনে তাকালো।
নূরঃ দরজা খোলাই আছে।
রুদ্র দরজার সামনে এসে দাঁড়ালো।, ” ভেতরে আসবো”?
নূরঃ জ্বি ভাইয়া আসেন…[এই বেটার আবার আমার রুমে কি কাজ। নাকি কালকে পায়েস এ চিনির বদলে লবন দিয়ে পায়েস খাইয়ে ছিলাম তাই এসেছে]

রুদ্র সকালের ব্যাবহারের জন্য সরি বলতে এসেছিলো।কিন্তু নূরের দিকে তাকিয়ে মেজাজ গেলো খারাপ হয়ে।শাড়ি পড়েছে কিন্তু আঁচল সরে গেছে। রুদ্র রেগে বলে উঠলো,”শাড়ি পড়তে কে বলেছে..?

হঠাৎ রুদ্রের এভাবে রেগে যাওয়াই নূর বোকে বনে গেলো। ও তো রেগে যাওয়ার মতো কিছু করেনি।

নূরঃ কেনো?? বাসার সব মেয়েরাই তো শাড়ি পড়েছে।
রুদ্রঃ সবাই শাড়ি সামলাতে পারে। তাই পড়েছে।তারাতারি শাড়ি পাল্টে অন্য ড্রেস পরো।
নূরের মন চাচ্ছে রুদ্রের মাতা ফাটিয়ে দিতে।কেনো রে তোর সমস্যা কি আমি শাড়ি পড়লে।খুলবো না আমি তুই কি করবি।এখন কি কাপড় পড়তে গেলেও তোরে জিজ্ঞেস করে পড়তে হব!!।কিন্তু না এই একটা কথাও ওর মুখ দিয়ে বের হলো না।মনের কথাগুলো মনেই রেখে বলে উঠলো, ” কেনো ভাইয়া!! শাড়িতে সমস্যা কি…?
রুদ্রঃ এই, বেয়াদব মেয়ে তুমি কি আমার কথা শুনবে।নাকি অন্যকিছু করবো!!পাঁচ মিনিটে তুমি শাড়ি চেঞ্জ করে গাউন পড়ে রুম থেকে বের হবে।
নূরঃ একদম না। ভাবি সখ করে শাড়িটা পড়িয়ে দিয়েছে।আর সবাই বলেছে শাড়িতে আমাকে খুব সুন্দর লাগছে। তাহলে শুধু শুধু আপনার কথায় আমি কেনো এটা খুলতে যাবো।
রুদ্র রেগে দাঁতে দাঁত চেপে বললো, ” শাড়ির আঁচল ঠিক করো। আর একবার যদি চেঞ্জ করবো না শুনি। এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো!!”

নূর তারাতারি নিজের আঁচলের দিকে তাকালো।শাড়ির আঁচল সামনে থেকে অনেকটা সরে গেছে। ইসস কি লজ্জা!! কি লজ্জা। লজ্জায় কাচুমাচু হয়ে নিচের দিকে তাকিয়ে বললাম,” ঠিক আছে ভাইয়া আমি চেঞ্জ করে নিবো..”

———

বিয়ে পড়ানো অনেক আগেই শেষ। সব চেয়ে মজার বেপার হলো আবির ভাইয়ার বিয়েতে ফায়াজ স্যার ও এসেছেন। ভাইয়া কল দিয়ে এনেছে। আসার পর থেকেই নূর চোখে চোখে রাখছে। স্যার হয়তো সেটা বুঝে গেছেন। তাই নূরকে পাহাড়া দিয়ে দুই বার মাহির কাছে কথা বলতে গিয়ে ছিলো। কিন্তু বেচারার কপাল ভালো না দুইবার নূর গিয়ে মাহির পাশে দাড়িয়ে গেলো।

সেই বিকেলে এসেছে এখন রাত নয়টা বাজে। এখনো মাহির সাথে কথা বলতে পারেনি। তবে কথা বলার কম চেষ্টা করেনি।হয়তো মনে মনে নূরকে শ’খানেক বকা দেওয়া ও শেষ ফায়াজের। নূর ফায়াজের অবস্থা দেখে মনে মনে খুবি আনন্দ পাচ্ছে। আহা্ প্রিয় মানুষের আশেপাশে থেকে তার সাথে কথা না বলতে পারা এটা যে এক অসহ যন্ত্রণা।

সবাই খাওয়া দাওয়া শেষ করে ছাঁদে আড্ডা দিচ্ছে।

কি আজব বিয়ে!! বিয়ের দিন বউ থাকবে লম্বা এক ঘোমটা দিয়ে খাটের মাঝখানে। স্বামী ঘরে প্রবেশ করলে ভয়ে বুক কেঁপে উঠবে, ধুকপুক করা শুরু হবে, অজানা ভয়ে শিউরে উঠবে।কিন্তু এখনে তো বউ আর জামাই সব ছাঁদে। অবশ্য ওদের কি দোষ। ওদের কে জোর করে ছাঁদে এনে বসিয়ে রেখেছে।

আবির আর আদিবা পাশা পাশি বসে আছে। আকাশের দিকে তাকিয়ে আছে আবির আর ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আদিবা।

ফায়াজ বার বার চেষ্টা করছে মাহির সাথে একটু কথা বলতে কিন্তু মাহির নজর রুদ্রের মাঝে আবদ্ধ।

রুহি খুব রেগে আছে নূরের উপর। আজ ওর কারনে সে শাড়ি পরে একটুও মজা করতে পারেনি। কোমরের জন্য ভালো করে হাঁটতেও পারছে না। খুব বেশি ব্যথা পেয়েছে কাল কে।আদি বিরক্ত হয়ে অন্য দিকে ফিরে একটা সিগারেট ধরালো। এখন এই সিগারেটের ধোঁয়া তার নিত্য দিনের সঙ্গি।

আবির বলে উঠলো, ” নূর একটা গান হয়ে যাক..”

নীল এনে নূরের হাতে গিটার দিয়ে বললো,” শুরু করেন আফা”
নীলের কথা শুনে নূরে হেসে গিটার নিলো,

“🎶কথা হবে দেখা হবে,প্রেমে প্রেমে মেলা হবে
কাছে আসা আসি আর হবে না।
চোখে চোখে কথা হবে,ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে
ভালোবাসা-বাসি আর হবে না।

শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে
খাওয়া দাওয়া কিছু মজা হবে না।
হুট করে ফিরে এসে,লুট করে নিয়ে যাবে
এই মন ভেঙে যাবে জানো না।

আমার এই বাজে স্বভাব,কোনোদিন জাবে না
আমার এই বাজে স্বভাব,কোনোদিন যাবে না।

গান গাওয়ার মাঝেই সবার দিকে তাকালো। আদিবা মুগ্ধ হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। ফায়াজ চোখ আবদ্ধ মাহির দিকে। মাহি আর চোখে বার বার রুদ্রের দিকে তাকাচ্ছে। রুহি মুখ ফুলিয়ে বসে আছে। আদি সিগারেট খাচ্ছে আর ধোঁয়া আকাশের দিকে ছাড়ছে।নীল মোবাইল রেখে নূরের দিকে তাকালো। নূর মুচকি হেসে আবার গাওয়া শুরু করলো,

ভুলভাল ভালোবাসি
কান্নায় কাছে আসি
ঘৃনা হয়ে চলে যাই থাকি না
কথা বলি একা একা,
সেধে এসে খেয়ে ছ্যাঁকা
কেনো গাল দাও আবার বুঝি না….

চলবে…..

ভুলত্রুটি মার্জনীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here