আমার_একটাই_যে_তুই❤️ #সুরাইয়া_সাত্তার_ঊর্মি #পর্ব_১১

0
324

#আমার_একটাই_যে_তুই❤️
#সুরাইয়া_সাত্তার_ঊর্মি
#পর্ব_১১

রাত ১১.৩০ টার কাছা কাছি বাজচ্ছে। পড়ার টেবিলে বসে বইয়ের পাতা উল্টাচ্ছি সমানে । তখনি কানে ভেসে আসলো গিটারের শব্দ। কি সুন্দর সেই সুর। বুঝতে বাকি নেই কে গিটার বাজাচ্ছে। ইউসুফ ভাই! এক মাত্র তারই গিটার বাজানোর শখ। আমি পা টিপে টিপে উঁকি দিলাম ভাইয়ার ঘরে। না নেই রুমে! তাহলে কই? নিশ্চয় ছাদে? দৌড়ে ছাদে গেলাম। ভাই ঠিকি ছাদে বসে,সামনে কফির মগ।এক চুমুক কফি খেয়ে গিটারে সুর তুলছেন! আমি পা রাখতেই গান ধরলেন!

–“তেরে ইসকে নে সাথিয়া
মেরা হাল কেয়া কারদিয়া”

গানের দু লাইন শুনেই ছাদের দরজার কাছে পা সেটে গেল আমার। দাঁড়িয়ে গেলাম সেখানেই!দেয়ালের সাথে হেলে হাত দুটি আড়াআড়ি ভাজ করে দাঁড়ালাম। ঠোটের কোনে আমার লাজুক হাসি ঝুলচ্ছে!চাঁদের আলোয় ভাইয়াকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মনে হচ্ছে চাঁদের রাজকুমার গিটার হাতে বসে গান করছে।

–“Gulshan Bhi Ab To Veerana Lagta Hai
Har Apna Hum Ko Begaana Lagta Hai
Hum Teri Yaadon Mein Khoye Rehte Hain
Log Humein Paagal Deewana Kehte Hain
Tere Bina,
Tere Bina..
Tere Bina…”””

তার গানের সাথে ইমাজিনেশন করতে লাগলাম তার কাঁটানো ছোট মুহূর্তগুলো। প্রথম দিনের সেই তার বিলাই চোখে চাহনি দেখে বেহুঁশ হওয়া।ছোট ছোট বিষয়ে শাসন করা।আই লানার পড়িয়ে দেয়া। নৌকা ভ্রমন আর এক গুচ্ছো শাপলা এনে দেয়ার কথা।আর তখনি চট করে ফোনটা বের করে দরজার কাছে সেট করে দিলাম ভিডিও করার জন্য! এমন ভাবে রাখলাম যেন সে বুঝতে না পারে!!

–“Tere Bina…
Naamumkin Hai…
Zindagi Ka Guzaara Sanam…
Ho… Zindagi Ka Guzara Sanam…
Peyaar bahut
karte hai tumse
Ishq hai tu humara sanam
Ho ishq hai tu humara sanam

Laagi Chhoote Naa, Laagi Chhoote naa
Laagi Chhoote Naa…
Ishq Ka Dhaaga Toote Naa…
Ishq Ka Dhaaga Toote Naa…””

আমি মুগ্ধ নয়নে তাকে দেখছি আর গানটা শুনছি! কি সুন্দর তার গলার সুর?তার প্রতিটা জিনিস এত সুন্দর কেন? মাঝে মাঝে হিংসে হয় খুব! তারপর আবার খুব ভাল লাগে! দুনিয়াতে যে এই লোক এক পিস আছেন! আর এই মানুষটিকেই ভালবাসি আমি। না উনি আমার কোনো অ্যাট্রাকশন, না আবেগ না ভালোলাগা। তিনি শুধু আমার ভালবাসা। শুধুই ভালবাসা…।। আমার একটাই যে তুই❤️।আমার ভাবনার চিন্তার মাঝে গানটি থেমে গেল।সাথে সাথে তার ভরাট কন্ঠে বলে উঠল,,

–” বাবুইপাখি! ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়! আমার পাশে বস!”

আমি অবাক হলাম। অবাকের শেষ চূড়ায় যাকে বলে। উনি কিভাবে প্রতিবার বুঝে যান আমি আশেপাশে থাকলে? উনি যেভাবে বসে আছে আমাকে দেখার প্রশ্নই আসে না।তাহলে? হাউ??? প্রতিবার এই প্রশ্ন কিলবিল করে আমার মনের মাঝে! যা কখনো জিগ্যেস করতে পাড়ি না তাকে। কিন্তু কেন??আমার ভাবনার মাঝে আবার তার আওয়াজ শুনা গেল। আমি কাছে গেলাম তার। তিনি ইশারায় পাশে বসতে বললেন আমি বসলাম। তার বললেন,,

–” লুকিয়ে গান শোনা কি আছে! এখানে আসলে কি বকা দিতাম?”

আমি মাথা নত করে বললাম,,

–” আপনি তো তাই করেন! শুধু শুধু বকেন..!”

আমার কথা শেষ হতে না হতেই হো হো করে হেসে উঠলেন তিনি। আমি আড় চোখে তাকালাম তার দিক! কি সুন্দর তার হাসি!টোল পড়া গালের হাসি!চাঁদের আলোয় হাসি যেন আরো সুন্দর লাগচ্ছে।মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা কোনো মজার কার্টুন দেখে হাসছে। তিনি হাসি থামালেন। আমার গালে হাত রেখে বললেন,,

–” শুধু বকি? আদর করি না! মুচকি হেসে বললেন..!”

কেন জানি লজ্জা পেলাম তার কথায়। গাল দুটি গরম হয়ে গেল সাথে সাথে। লজ্জায় আবার চোখ নামিয়ে নিলাম আমি।ততখনে ইউসুফ তার হাত নামিয়ে আবার গিটারে সুর তুললো।এবার পুড়োটা সময় তাঁকিয়ে আমার দিক।

–“Nainon Se Behtey Ashqon Ke Dhaaron Mein
Humne Tujhko Dekha Chand Sitaron Mein
Birha Ki Agni Mein Pal Pal Tapti Hain
Ab To Saansein Teri Mala Japti Hain
Tere Liye, Tere Liye…
Tere Liye… Is Duniya Ka…
Har Sitam Hai Ganwaara Sanam…
Ho, Har Sitam Hai Ganwaara Sanam…

Tere Naam… Hum Ne Kiya Hai…
Jeevan Apna Saara Sanam…
Ho… Jeevan Apna Saara Sanam

Tere Naam… Tere Naam… Tere Naam…”

গান শেষ হতেই তিনি তাকিয়ে রইলেন আমার দিক। ঘোরলাগা চাহনি তার।এক ধেয়ানে তাকিয়ে আমার দিক। পলক পড়ছেই না তার। আমিও তাকাচ্ছি বার বার তার দিক। আবার চোখ ফিরিয়ে এদিক সেদিক তাকাচ্ছি! কিন্তু তার যেন পলক পড়ছেই না! কি দেখছেন তিনি এভাবে! জানতে ইচ্ছে করছে খুব।জানতে ইচ্ছে করছে ভাইয়া আপনার মনেও কি আমার জন্য তেমন ফিলিংস আছে? যেমনটি আমার মনে আছে? আপনিও কি ঠিক আমার মতোই রাত জাগা স্বপ্ন আমাকে দেখেন? যেমনটা আমি দেখি!আমার ভাবনার মাঝেই হুট করে হাতটা ধরে ফললেন তিনি। সাথে সাথে চমকে উঠলাম। হাত থেকে তার দিক চোখ ফিরাতেই। টেনে নিয়ে গেলেন তার বুকে আমাকে।সাথে সাথে চোখ জোড়া বেড়িয়ে আসার উপক্রম অামার। হুট করে এমন করাতে বিব্রত বোধ করলাম আমি। শরীরে যেন কারেন্ট লেগে গেছে আমার। সারা শরীর কাঁপচ্ছে। ইউসুফ ভাই খুব শক্ত করে ধরে আছেন আমাকে। এক হাতে আমার মাথাটা চেপে ধরেছেন তার বুকে।যার জন্য বুকে বা পাশের হৃদপিন্ডের হৃদছন্দ কানে ভেসে আসচ্ছে আমার। ডিপ ডিপ ডিপ ডিপ…!হঠাৎ মাথা ঘুরতে লাগলো আমার। চোখের সামনে ঝাঁপাসা হয়ে আসচ্ছে। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগচ্ছে! আমি জ্ঞান হারাচ্ছি কি আশ্চর্যজনক কথা বার্তা? ভালবাসার মানুষের প্রথম ছুঁয়াতে জ্ঞান হারালাম আমি। ধীরে ধীরে চোখদুটি বুজে আসছিল আর কানের মাঝে সেই হৃদছন্দ বাজতে লাগলো। ডিপ ডিপ ডিপ ডিপ…!

যখন চোখ খুল্লাম নিজেকে আমার ঘরে আবিষ্কার করলাম। সাথে সাথে মনে পড়লো রাতের কথা। লজ্জায় কান দুটো গরম হয়ে গেল আমার। কি আশ্চর্য আমি কাল ইউসুফ ভাইয়ার বুকে ছিলাম ভাবা যায়!তখনি মনে পড়লো আমার ফোনের কথা। ফোনটা ছাঁদে ছিল ইউসুফ ভাই দেখে ফেলেনি তো?? সাথে উঠে যেতে নিব তখনি চোখ পড়ে টেবিলের উপর! ফোনটা চার্জে দিয়া। দেখে অবাক হলাম! ইউসুফ ভাই দেখেনি তো কিছু? ও মাই গড? তাহলে আমব শেষ।মনের মাঝে এক রাশ ভয় নিয়ে নিচে আসলাম। সবাই সবার কাজে ব্যস্ত। দু দিন পর সাজেক যাবে সবাই। সে সব নিয়েই ব্যস্ত তারা..! সব আগে ভাগে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছেন। আমি দাঁড়িয়ে দেখচ্ছি। তখনি পড়ল নানু মার ডাক। তার হঠাৎ আমার ডাকের কারণ বুঝতে পাড়চ্ছি না। কারণ উনি অামাকে বড় কোনো কারণ ছাড়া ডাকেন না। লাস্ট বার ডেকেছিলেন কলেজে ফরম ফিলাপ এর টাকার জন্য। আর আজ ডাকচ্ছেন কেন? হঠাৎ মনের কোনো ক্ষুদ্র ভয় অনুভব করলাম। এভয়ের কারন কি??এসব ভাবতে ভাবতে নানু মার ঘরে সামনে আসতেই যা শুনলাম…….!!

চলবে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here