যেখানে_দিগন্ত_হারায় #পার্ট_৩৮ জাওয়াদ জামী জামী

0
305

#যেখানে_দিগন্ত_হারায়
#পার্ট_৩৮
জাওয়াদ জামী জামী

কিছুতেই ঘুম আসছেনা মাশিয়ার। ওর মন কু গাইছে। বারবার মনে হচ্ছে কোন বিপদ আসছে। না চাইতেও আরমানের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। তবে কি আরমানের কিছু হয়েছে? কিছু ভাবতে পারছেনা মাশিয়া। চিন্তায় ওর শরীর অবসন্ন হয়ে আসছে। ফোন হাতে নিয়ে আরমানের নম্বরে ফোন দিতে গিয়েও দিলনা। কম্পমান পায়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। অযু করে এসে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পরল সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার আশায়। একসময় আরমানের রাগারাগিতে নামাজ আদায় করলেও এখন সেটা অভ্যাসে পরিণত হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করলে ওর এখন আর ভালো লাগেনা।

দুই রাকাআত দুই রাকাআত করে চার রাকাআত নফল নামাজ আদায় করে সৃষ্টিকর্তার নিকট হাত উঠিয়ে আরমান ও তার পরিবারের জন্য দোয়া করল। ওরা যেন ভালো থাকে, নিরাপদে থাকে সে-ই দোয়া করতে গিয়ে কেঁদে বুক ভাসালো। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইল সৃষ্টিকর্তার কাছে। ও যখন মোনাজাত শেষ তখন রাত সাড়ে তিনটা বেজে গেছে। শরীর ক্লান্ত লাগছে হঠাৎ করেই। তাই জায়নামাজেই শরীর এলিয়ে দিল।

শশী পা’গ’লে’র মত কাঁদছে। ওকে ধরে রাখতে পারছেনা কেউই। সুধাও কাঁদছে, ওর ও আম্মার জন্য কষ্ট হচ্ছে। তবে ও বেশি চিন্তা করছে আরমানের জন্য। রাত থেকেই আরমান ঠাঁয় বসে আছে ওর আম্মার পাশে। সারারাত আম্মার মাথা নিজের কোলেই রেখেছিল। কেউই ওকে অনেক বলেও আম্মার কাছ থেকে এক ইঞ্চিও সরাতে পারেনি। একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর আম্মার দিকে। আব্বার মৃ’ত্যু’র পর যে মানুষটি ওদের শত বিপদের মাঝেও আগলে রেখেছিল, আজ সেই মানুষটা ওদের অকূলপাথারে ফেলে রেখে চলে গেল। আরমানের বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। ও কাঁদতে পারছেনা। কান্নারা দলা বেঁধে ওর কণ্ঠা অবরোধ করে রেখেছে। সুধা ভাইয়ের হাত নিজের হাতের মুঠোয় ধরে রেখেছে। কিছুক্ষণ পরপর ভাইয়ের হাতে মৃদু চাপ দিয়ে বুঝিয়ে দিচ্ছে, কষ্ট পেওনা ভাইয়া, যেকোন পরিস্থিতিতে আমরা তোমার পাশেই থাকব। সুধা ভেতর থেকে ভেঙে গুড়িয়ে গেলেও আরমান আর শশীকে বুঝতে দিচ্ছেনা। এমনকি আম্মাকে চিরতরে নিয়ে যাওয়ার সময়ও সুধা এক ফোঁটা চোখের পানিও ফেললনা। আম্মার বিয়োগব্যথায় বুকের পাঁজর ভেঙে চুরমার হলেও, সুধা শশীকে বুকে টেনে নিয়ে ওকে শান্তনা দিতে ব্যস্ত থাকল।

ফজরের নামাজ আদায় করে মাশিয়া সেই যে ঘুমিয়েছে, সকাল দশটা বাজলেও ওর ঘুম ভাঙ্গলোনা। মিরাজ মোর্তাজা, মাহিন অফিসে গেছেন অনেক আগেই। মেয়ের জন্য অপেক্ষা করতে করতে দশটা পেরোতেই কল্পনা মোর্তাজা মাশিয়ার রুমে আসলেন।

মাশিয়া জায়নামাজে একটা বালিশ রেখে ঘুমাচ্ছে। মাশিয়াকে এই অবস্থায় দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন কল্পনা মোর্তাজা। এই বাসায় আসার পর থেকে মাশিয়া বেশিরভাগ রাতেই মেঝেতে ঘুমায়। এসি বন্ধ করে জানালাগুলো খুলে রাখে।
কল্পনা মোর্তাজা পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেয়েটা এই দুইমাসে অনেকটাই শুকিয়ে গেছে। ঠিকমত খাওয়াদাওয়াও করেনা। আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে। এখন আবার চোখমুখ ফোলাফোলাও লাগছে।

মাথায় কারও স্পর্শ পেয়ে ঘুমের মধ্যেই নড়ে উঠল মাশিয়া।

” মাশিয়া, বেলা দশটা বাজে। উঠে পর। আজ ভার্সিটিতে যাবেনা? ”

” আরেকটু ঘুমাইনা, আম্মা। আরও আধাঘন্টা পর ডাকবেন। এতক্ষণ আপনার অসভ্য ছেলেকে দেখে রাখুন। সে যেন আমার ঘুম না ভাঙ্গায়। ” ঘুম জড়ানো গলায় বলল মাশিয়া। এরপরই ও পাশ ফিরে শুলো।

মেয়ের মুখে আম্মা ডাক শুনে হাসলেন কল্পনা মোর্তাজা। তার মেয়ে যে ঐ বাড়ির সবাইকে বড্ড মিস করছে তিনি বুঝতে পারছেন। মাশিয়ার সমস্ত সত্তা জুড়ে আরমান আর ওর পরিবার বিরাজ করছে এটা ভেবেই তার শান্তি লাগলো। কিন্তু তার মেয়ে মুখে কিছুতেই সেটা স্বীকার করছেনা। কেন করছেনা সেটা বুঝতে পারছেননা তিনি। মাশিয়াকে আবার ঘুমাতে দেখে তিনি আবারও ডাকলেন।

” মাশিয়া, ওঠ। বাসার সবার খাওয়া শেষ। তোমার জন্য অপেক্ষা করছি আমি। ” এবার একটু জোড়েই ডাকলেন তিনি।

মা’য়ের গলা পেয়ে মাশিয়া চোখ খুলল। চোখ খুলেই মা’য়ের উদ্বিগ্ন মুখ চোখে পরল মাশিয়ার। ও কথা না বলে উঠে বসতে গেল। আর তাতেই বাঁধল বিপত্তি। মাথা ঘুরে যাওয়ায় শরীরের ব্যালান্স রাখতে পারলনা। মুখ থুবড়ে পরল মেঝেতে। মাথা গিয়ে সরাসরি পরেছে মেঝেতে। চোখের পলকেই ঘটে গেল অঘটন। কল্পনা মোর্তাজা কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারায় মাশিয়া।

মেয়েকে নিথর হয়ে পরে থাকতে দেখে চিৎকার করে উঠলেন কল্পনা মোর্তাজা। তার চিৎকারে কয়েকজন মেইড ছুটে আসল। দোলনও শ্বাশুড়ির চিৎকার শুনতে পেয়ে মাশিয়ার রুমে আসল। কল্পনা মোর্তাজা দিশেহারা হয়ে কাঁদছেন। মেইডরা মাশিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টায় রত। অবস্থা বেগতিক দেখে দোলন অ্যাম্বুলেন্স ডেকে পাঠায়।

হসপিটালের বেডে ঘুমিয়ে আছে মাশিয়া। ওর হাত ধরে পাশে বসে আছেন কল্পনা মোর্তাজা। মিরাজ মোর্তাজা মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। দোলনের ফোন পেয়ে তিনি আর মাহিন ছুটে এসেছেন। অবশ্য আধাঘন্টা পর মাহিন আর দোলন ফিরেও গেছে।

রিপোর্ট আসতে আরও আধাঘন্টা লাগবে। ভয়ে কল্পনা মোর্তাজার বুক দুরুদুরু করছে। তিনি থেকে থেকেই ডুকরে কেঁদে উঠছেন। মিরাজ মোর্তাজা ব্যথিত চোখে চেয়ে আছেন মেয়ের দিকে। মেয়ের এমন দূর্দশা তিনি দেখতে পারছেননা। আরমানের নিষেধ উপেক্ষা করেই তিনি ফোন দিয়েছিলেন আরমানকে। তিনি এই দুইমাসে বুঝে গেছেন, মাশিয়া আরমানের বিরহে কষ্ট পাচ্ছে। তিনি মেয়েকে সুখী দেখতে চান। তিনি চান মাশিয়া ফিরে যাক তার আপন ঠিকানায়। আর তিনি ভালো করেই জানেন, আরমান মাশিয়ার সামনে এসে দাঁড়ালে দুনিয়ার কোন শক্তিই ওর কাছে মাশিয়ার যাওয়া আটকাতে পারবেনা। পরপর তিনবার ফোন দিয়েছিলেন তিনি। কিন্তু আরমান একবারও রিসিভ করেনি। এতে তার মন একটু খারাপ হয়েছে। কিন্তু তিনি জানতে পারলেননা মা’কে হারিয়ে পাগলপ্রায় আরমান। ফোন কোথায় আছে সেটা সে জানেইনা।

জোহরের নামাজ আদায় করে এসে আয়েশা খানমের বিছানায় শুয়ে আছে আরমান। পলকহীন চোখে তাকিয়ে রয়েছে কড়িকাঠের দিকে। ওর আম্মা আর নেই, এটা ভাবলেই বিষাদের ছাপ পরছে দু-চোখে। ঝাপসা হয়ে আসছে দৃষ্টি।

সুধা নামাজ শেষ করে আম্মার ঘরে এসে দেখল আরমান বিছানায় শুয়ে আছে। ও ধীর পায়ে এগিয়ে যায় ভাইয়ের কাছে। কান্না আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু আরমানের কাছে যেতেই কান্নারা তীব্র গতিতে বেড়িয়ে আসল বুকের অন্তঃপুর থেকে। আরমানের পাশে বসেই হাউমাউ করে কাঁদতে শুরু করেছে সুধা। আরমান সুধাকে থামানোর চেষ্টা করলনা একটুও। মাথাটা একটু কাত করে চোখের পানি মুছল সংগোপনে। সুধার কান্না শুনে শশীও ছুটে এসেছে। ও এক ছুটে সুধার কাছে যায়। ছুটে এসেছে আরমানের দুই ফুপু আর চাচী। তারা সুধাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু সুধার মধ্যে থামার কোন লক্ষ্মণই নেই।

অনেকক্ষণ পর আরমান উঠে বসল। চোখমুখ মুছে দু হাতে জড়িয়ে ধরল দুই বোনকে। আজ শান্তনা দেয়ার ভাষা ওর নেই। ওর নিরবতাকেই শান্তনা ভেবে চুপ হয়ে গেল সুধা আর শশী। তিন ভাইবোনের মধ্যে নিরবচ্ছিন্ন নিরবতা বিরাজ করছে। ওরা নিরবতার মাঝেই নিজেদের কষ্ট প্রকাশ করছে যেন।

রিপোর্ট হাতে ডক্টর কেবিনে প্রবেশ করলেন। প্রাইভেট এই হসপিটালের মালিক মিরাজ মোর্তাজা। নিজের হসপিটাল হওয়ায় অনেক সুবিধা থাকে। প্রয়োজনে-অপ্রোয়জনে ডক্টর নিজেই এসে খোঁজ নেন। তেমনি রিপোর্টও ডক্টর নিজেই নিয়ে এসেছেন। ডক্টরকে দেখে উঠে দাঁড়ালেন মিরাজ মোর্তাজা। কল্পনা মোর্তাজাও স্বামীর দেখাদেখি উঠে দাঁড়ালেন। মাশিয়া এখনো ঘুমাচ্ছে। ডক্টর বলেছেন, আরও দুই থেকে তিন ঘন্টা পর ওর ঘুম ভাঙ্গবে। মিরাজ মোর্তাজা ডক্টরকে সোফায় বসতে ইশারা করলে তিনি বসলেন। কল্পনা মোর্তাজাও স্বামীর পাশে এসে বসলেন। তাদের চোখেমুখে উদ্বেগ।

” এভ্রিথিং ইজ ওকে, ডক্টর? আমার মেয়ে ঠিক আছে তো? ওর রিপোর্টে খারাপ কিছু নেইতো? ” একসাথে কয়েকটা প্রশ্ন করলেন মিরাজ মোর্তাজা।

ঘুমন্ত মাশিয়ার দিকে তাকিয়ে ডক্টর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,

” মামনির র’ক্তে হিমোগ্লোবিন খুবই কম পাওয়া গেছে। এভাবে চলতে থাকলে বিষয়টা খারাপের দিকে যাবে। এছাড়া মাথায় আঘাত লাগার কারনে ওর ব্রেইনে এর ইফেক্ট পরেছে। এটা সারতে সময় লাগবে। এছাড়াও মামনির প্রেশারের অবস্থাও খারাপ। সে বোধহয় ঠিকমত খাওয়াদাওয়া করছেনা? ”

ডক্টরের কথা শুনে কল্পনা মোর্তাজা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। অশ্রুসজল চোখে তাকালেন ঘুমন্ত মেয়ের দিকে।

” ডক্টর, আমার মেয়ে সুস্থ হয়ে উঠবেতো? আপনি ওকে প্রাথমিক ট্রিটমেন্ট দিন। আমরা ওকে সিঙ্গাপুর নিয়ে যাব। ” কল্পনা মোর্তাজা ব্যাকুল হয়ে বললেন।

” চিন্তা করবেননা, ম্যাম। মামনি আমাদের ট্রিটমেন্টেই সুস্থ হবে। আপনারা শুধু ওর খেয়াল রাখবেন। এই রে, আপনাদের শুধু দুঃখের গল্পই শুনিয়ে যাচ্ছি। এবার সুখের খবর শুনুন। আপনারা নানা-নানি হচ্ছেন। এবার ফাইনালি আপনাদের শাসন করার জন্য কেউ আসছে। ”

ডক্টরের শেষের কথাগুলো শুনে দম বন্ধ হয়ে যাবার উপক্রম হলো মিরাজ মোর্তাজা, কল্পনা মোর্তাজার। এ কি শুনলেন তারা! আনন্দে তারা দুজনেই কেঁদে ফেললেন।

অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে মিরাজ মোর্তাজা আবারও ফোন দিলেন আরমানকে। কিন্তু এবারও তাকে নিরাশ হতে হয়।

ঘুম ভাঙ্গলে মাশিয়া নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল। হাত নাড়াতে গিয়ে টের পেল স্যালাইন দেয়া হয়েছে। ও ফ্যাসফেসে গলায় কল্পনা মোর্তাজাকে ডাক দেয়। কল্পনা মোর্তাজা সিস্টারের কাছ থেকে ঔষধ খাওয়ানোর নিয়মকানুন জেনে নিচ্ছেন। মেয়ের আওয়াজ পেয়ে তিনি হাসিমুখে গেলেন মেয়ের কাছে। প্রথমেই চুমু খেলেন মাশিয়ার চোখেমুখে। মা’য়ের এমন কাণ্ডে হতবিহ্বল মাশিয়া ফ্যালফেলিয়ে চেয়ে থাকল।

” আমরা আজ কত খুশি, সেটা কি তুমি জানো? ” কল্পনা মোর্তাজা উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলেন।

” মেয়ে অসুস্থ হলে বাবা-মা খুশি হয় এটা আগে কখনোই শুনিনি। ” মাশিয়া মুখ ভার করে বলল।

” পাগলি মেয়ে, কে বলেছে তোমার অসুস্থতায় আমরা খুশি হয়েছি! আমরা খুশি হয়েছি এটা জেনে, যে আমরা জীবন্ত পুতুলের মালিক হব আর কয়েকমাস পরই। ”

” জীবন্ত পুতুল! ” মাশিয়া বিস্মিত হয়ে গেছে।

” হুম। তুমি আমাদের পুতুলটা উপহার দিচ্ছ। ”

” হেয়ালি না করে বল কি হয়েছে? আমার শরীর খারাপ লাগছে। তোমার এত হেয়ালি নিতে পারছিনা, মম। ”

কল্পনা মোর্তাজা মেয়ের গালে হাত রেখে বললেন,

” তুমি মা হতে চলেছ। তুমি আমাদের সেই ছোট মেয়েটি নেই। তোমার মাঝে এখন আরেক প্রাণের অস্তিত্ব। যার মধ্যেই তুমি দেখবে তোমার জীবনচক্র। যে তোমার আয়না হয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। ”

মা’য়ের কথা শুনে নিজের অজান্তেই মাশিয়ার বাম হাত ওর পেট ছোঁয়। বুকের ভেতর হৃৎস্পন্দনেরা দামামা বাজিয়ে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। চক্কর দিয়ে উঠল মাশিয়ার মাথা। অসার হয়ে আসছে পুরো শরীর। ফুঁপিয়ে কেঁদে উঠল মেয়েটা। আর প্রায় সাথে সাথেই কল্পনা মোর্তাজা জড়িয়ে ধরলেন তার মেয়েকে।

” মম, আমি যে তাকে চরম আঘাত দিয়েছি। অপমানে তাকে ক্ষত-বিক্ষত করেছি। ঘৃণায় তার থেকে দূরে চলে এসেছি। এখন তারই অস্তিত্ব নিজের ভেতর বয়ে বেড়াচ্ছি আমি! তাকে তো আমি ভুলতে চেয়েছিলাম। তবে কেন সে আমার পিছু ছাড়ছেনা? তার স্মৃতি থেকে বেরিয়ে আসতে চাইলেই, সে আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে। তবে কি সে আর তার স্মৃতি আমার পিছু ছাড়বেনা? এ কোন বাঁধনে আমাকে বেঁধে রেখেছে সে! ”

” তুমি তাকে দিতে পার, অপমান করতে পার। কিন্তু তাকে ঘৃণা করা তোমার পক্ষে অসম্ভব। তুমি আরমানকে কতটা ভালোবাস সেটা তুমি নিজেও জানোনা। আর সেজন্যই তার স্মৃতি তোমাকে তাড়া করে বেড়াচ্ছে। এতদিন তার কাছে থেকে যেটা তুমি অনুধাবন করতে পারোনি, সেটা তুমি এখন অনুধাবন করছ। দুরত্বই তোমার ভালোবাসাকে জানতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে। ”

মা’য়ের কথা শুনে মাশিয়া নিরবে অশ্রু বিসর্জন করতে থাকে। ওর বাম হাত তখনো ছুঁয়ে আছে ওর পেট।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here