#যেখানে_দিগন্ত_হারায়
#পার্ট_৩৪
জাওয়াদ জামী জামী
” ওকে যেতে দাও, আম্মা। যে থাকতে চায়না তাকে জোড় করে আটকে রাখে সাধ্য কার। সে চিরকালই মুক্ত বিহঙ্গ হয়ে বেঁচেছে। আমি মিছেই তাকে ভালোবাসার পিঞ্জরে বাঁধতে চেয়েছিলাম। ভালোবাসায় অন্ধ আমি বুঝতে পারিনি, বন্য পাখি কখনোই পোষ মানেনা।