যেখানে_দিগন্ত_হারায় #পার্ট_১৬ জাওয়াদ জামী জামী

0
338

#যেখানে_দিগন্ত_হারায়
#পার্ট_১৬
জাওয়াদ জামী জামী

মাঝরাতে মশার কা’ম’ড়ে ঘুম ভাঙ্গলো মাশিয়ার। মশার কা’ম’ড়ে ওর মুখ, হাত, গলার জায়গায় জায়গায় ফুলে গেছে। অসহ্য হয়ে শোয়া থেকে উঠে বসল মেয়েটা। ঘরের ড্রিম লাইটের হলদে আলোয় ফুল দিয়ে সাজানো খাট আরও মোহনীয় লাগছে। কখন বিদ্যুৎ এসেছে ও বলতেই পারেনা। পাশে তাকিয়ে দেখল, আরমান টান টান হয়ে শুয়ে আছে। ডান হাত কপালের ওপর রেখে বেঘোরে ঘুমাচ্ছে।

” এই যে অসভ্য মাষ্টার, শুনছেন? রুমে অনেক মশা। আমি ঘুমাতে পারছিনা। ”

দুই-তিনবার ডাকার পরও আরমানের ঘুম ভাঙ্গলোনা। মাশিয়া বাধ্য হয়ে দু’জনের মাঝখানে থাকা কোলবালিশ ছুঁড়ে মারল আরমানের শরীরে। ঘুমের ভেতর শরীরে ভারী কিছু পরায় ঘুম ভেঙে যায় আরমানের। ও ধড়ফড়িয়ে উঠে বসল। একটু থিতু হয়েই মাশিয়ার দিকে নজর দেয়।

” কি সমস্যা তোমার? এত রাতে কোলবালিশ ছোঁড়াছুড়ি করছ কেন! এই তোমার জন্ম কি ছোঁড়াছুড়ি লগ্নে হয়েছে? যখনই দেখি, তখনই তোমার হাত-পা-মুখ চলতেই থাকে। এই রাত-বিরেতেও কি সেসবের প্র্যাক্টিস চলতেই থাকবে? ” আরমান বেশ বিরক্ত হয়েছে।

” আমাকে মশা কা’ম’ড়া’চ্ছে। আজকালকার মশাও নমরুদকে ভয় পায়। তারা শুধু নিরীহ মানুষের র’ক্ত খেতে চায়। এই যে দেখুন কা’ম’ড়ে আমার শরীর ফুলিয়ে দিয়েছে। ”

” আরেকটু খেতে দাও। বেচারারা অনেকদিন থেকে না খেয়ে আছে। নিরীহ মানুষের র’ক্তে’র স্বাদ বেশি। তার ওপর সেই নিরীহ মানুষ যদি ওপর লেবেলের কেউ হয়, তবে তো কথাই নেই। ওদেরও তো মুখের স্বাদ পরিবর্তন করতে ইচ্ছে করে। ” আরমান শুয়ে পরল।

” এ্যারোসল স্প্রে করে দিন। এত কা’ম’ড়া’লে ঘুমাব কিভাবে? ”

” গ্রামে তুমি এ্যারোসল পাবে কোথায়! এক কাজ কর, মশা তোমাকে কা’ম’ড়া’তে আসলে তুমিও মশাদের ধরে কা’ম’ড়ে দাও। শোধবোধ হয়ে যাবে। তুমিতো আবার কারও কাছে ঋণ রাখোনা। ”

” আপনি যদি এখনই একটা ব্যবস্থা না করেন, তবে আমি মশাকে নয় আপনাকে কা’ম’ড়া’ব। অসভ্য মাস্টার আমার সাথে মজা নেয়! ”

” ঘুমাতে চাইলে এভাবেই ঘুমাও, নতুবা বসে বসে মশা তাড়াও। আমি ঘুমাব। আর তাছাড়া মশারী কোথায় আছে সেটা বলতে পারবনা। ” হাই তুলে বলল আরমান।

” আপনি কয়েল জ্বা’লি’য়ে দিন। অনেক মশা। দেখেন কেমন গান শোনাচ্ছে! প্লিজ কোন একটা ব্যবস্থা করুন। ” মাশিয়া করুন গলায় বলল।

” আল্লাহ মানুষ কোন দুঃখে যে বিয়ে করে! আমার শান্তির জীবন শেষ। ” আরমান ফোন হাতে নিয়ে সুধার কাছে ফোন করল।

কিছুক্ষণ পর একটা কয়েল নিয়ে ভেতরে আসল আরমান।

” আহ্ এবার শান্তিতে একটা ঘুম দেব৷ ”

” তা তো দেবেই। আমার ঘুম যে হারাম করেছ, এবার তোমার ঘুমতো ভালো হবেই। ”

মাশিয়া মুখ ভেংচে পাশ ফিরে শুয়ে পরল।

ভোরে ঘুম ভাঙ্গলে আড়মোড়া ভেঙে উঠে বসল আরমান। ওর চোখ পরল পাশে এলোমেলো হয়ে ঘুমন্ত মেয়েটার দিকে। শাড়ির আঁচল শরীর ছেড়ে মেঝেতে আসন পেতেছে। শাড়ি ওপরে উঠে যাওয়াও পা বেশ খানিকটা পা বেরিয়ে আছে। চুলগুলো অবিন্যস্তভাবে এদিক-ওদিক ছড়িয়ে আছে। মুখের কয়েক জায়গায় লাল হয়ে গেছে। আরমান বুঝতে পারছে মশা ভালোমতই তাদের খাবার জোগাড় করেছে।

আরমান বিছানা ছাড়ার আগে কাঁথা দিয়ে ঢেকে দেয় মাশিয়াকে। এরপর অযু করে রওনা দেয় মসজিদের উদ্দেশ্যে।

মসজিদ থেকে ফিরেও মাশিয়াকে ঘুমাতে দেখে আরমানের কপালে ভাঁজ পড়ল। টেবিলে থাকা জগ হাতে নিয়ে এগিয়ে যায় বিছানার দিকে।

সুদীর্ঘ সরোবরের নির্মল অম্বুতে নিজের পদযুগল নিমজ্জিত করে সুদূর গগনে আলো ছায়ার খুনসুটি দেখায় মগ্ন মাশিয়া। হঠাৎই ওর মুখশ্রীতে জলেরচ্ছ্বটা অনুভব করতেই নড়েচড়ে বসল। জলেরচ্ছ্বটা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। ওর পুরো তনু ভিজে চুপচুপে হয়ে গেছে। ওর শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এবার বসা থেকে উঠে দাঁড়ায় সে।

ধড়ফড়িয়ে উঠে বসল মাশিয়া। একটু ধাতস্থ হতেই লক্ষ্য করল ওর মুখ পানিতে ভেজা। সামনে জগ হাতে আরমান দাঁড়িয়ে আছে।
ও তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল!

” আপনি এতক্ষণ আমার মুখে পানি ছিটাচ্ছেন! আর আমি কিনা স্বপ্ন ভেবে ঘুমিয়ে আছি! আমার মুখে পানি দেয়ার সাহস হয় কি করে আপনার? অসভ্য মানুষ একটা। নিজের বাড়ি বলে যা ইচ্ছে হয় তাই করবেন? ”

” ফজরের আজান অনেক আগেই দিয়েছে। উঠে নামাজ আদায় করে নাও। আজ থেকে ফজরের নামাজসহ পাঁচ ওয়াক্ত আদায় করবে। ” মাশিয়ার কথা পাত্তা না দিয়ে বলল আরমান।

” উঠবনা আমি। আরও ঘুমাব। আমি নয়টার আগে ঘুম থেকে উঠিনা। ”

” সেটা তোমার বাবার বাড়িতে করতে। সেসব নিয়ম এখানে চলবেনা। এখানে থাকতে হলে প্রতিদিন ফজরের আজানের পরপরই উঠতে হবে। ”

” আপনার কোন নিয়ম মানতে আমি বাধ্য নই। ”

” তুমি নিয়ম মানবে কি না সেটা আমি দেখে নেব। এখন উঠবে নাকি জগের পানি শরীরে ঢেলে দেব? ”

” উঠবোনা। ” মাশিয়া কথা শেষ করতে পারলনা আরমান ওর মাথায় পানি ঢেলে দিল।

মাশিয়া অসহায় চোখে তাকিয়ে থাকে আরমানের দিকে।

” পুরো শরীর ভেজাতে না চাইলে এখনই উঠে গিয়ে অযু করে এস। আমি এই কথা আর দ্বিতীয়বার বলবনা। ”

আরমানের প্রচ্ছন্ন হুমকিতে ভয় পায় মাশিয়া। বিছানা ছেড়ে গুটিগুটি পায়ে বেরিয়ে যায় ঘর থেকে।

সকালে নাস্তা করে আরমান বেরিয়ে গেছে গ্রামেরই একজনের কাছে। কয়েকদিন পরই ধানের চারা বুনতে হবে। সেজন্যই কয়েকজন মজদুর দরকার হবে ওর। সে কয়েকজন মজদুর ঠিক করে বাড়িতে ফেরার পথেই ফোন বেজে উঠল। অচেনা নম্বর ভাসছে স্ক্রীনে।

” আসসালামু আলাইকুম। কে বলছেন? ”

” ওয়ালাইকুমুসসালাম। কেমন আছো ইয়াং ম্যান? ”

মিরাজ মোর্তাজার গলা শুনে মৃদু হাসল আরমান।

” আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর আম্মা কেমন আছেন? ”

” আমরা আছি একরকম। বোঝোইতো একমাত্র মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, আমরা চাইলেও সম্পূর্ণ ভালো থাকতে পারবনা। চিন্তা কিছু থেকেই যায়। মাশিয়া কেমন আছে? ওর ফোন বন্ধ পাচ্ছি দুইদিন থেকে। যে রাতে তোমরা রওনা দিলে সেই রাতেও ওকে ফোনে পাইনি। হয়তো আমাদের ওপর রাগ করেই ও ফোন বন্ধ করে রেখেছে। কল্পনা মেয়ের জন্য কান্নাকাটি করছে। ” মিরাজ মোর্তাজা করুণ গলায় বললেন।

” আমি দশ মিনিটের মধ্যেই বাড়িতে যাব। বাড়িতে গিয়েই আপনাকে ফোন দেব। চিন্তা করবেননা সকাল পর্যন্ত ওকে ভালোই দেখেছি। ”

আরমান আর বেশি কিছু না বলে ফোন রেখে দেয়। বাড়িতে এসেই দেখল মাশিয়া বারান্দায় বসে শশীর সাথে বরই খাচ্ছে। আরমানকে ভেতরে ঢুকতে দেখেই ভেংচি কাটল। যা আরমানের চোখে পরে যায়। আরমান মাশিয়ার এমন আচরণ দেখেও দেখলনা। ও ফোন বের করেছে।

” এই নাও কথা বল। ” মাশিয়ার কাছে এসে ওর দিকে ফোন বাড়িয়ে দিল।

” কে আছে ফোনে? ”

” কথা না বললে বুঝবে কিভাবে? কথা বল। ”

মাশিয়া ফোন নিয়ে ঘরে যায়। দুই মিনিট পরই আবার ঘর থেকে বেরিয়ে আসল ও। আরমান আয়েশা খানমের কাছে বসে কেবলই কথা বলতে শুরু করেছে। দুই মিনিটের ব্যবধানে মাশিয়াকে বাহিরে আসতে দেখে ও অবাকই হয়। আর যা বোঝার বুঝে নেয়।

” তোমার আব্বা-আম্মার সাথে কথা বলেছ? তারা কবে আসছেন? ” কিছুক্ষণ পর ঘরে এসে বলল আরমান। ও আসলে জানতে চাচ্ছে মাশিয়া ওর বাবা-মা’ র সাথে কথা বলেছে কিনা।

” আপনার যা জানার তাদের কাছ থেকে জানুন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? ”

” কোন কথার উত্তরই কি তুমি সহজভাবে দিতে পারোনা? তারা আমার কাছে যা বলতে পারবেননা, সেসব তোমার সাথেই আলোচনা করতে পারেন বা করবেন। আমি তাদের আসতে বলেছি। তারা বলেছেন, তোমার সাথে কথা বলে জানাবেন আসবেন কিনা। এখন আমি প্রশ্নটাতো তোমাকেই জিজ্ঞেস করব তাইনা? ”

” তাদের সাথে কথা বলার কোন ইচ্ছে আমার নেই। তাই উত্তরটা আপনাকে জানাতে পারলামনা। ”

” আর সবার সাথে রাগ কর ঠিক আছে, তাই বলে বাবা-মা’ র সাথেও রাগ করবে! আজব মেয়ে তুমি। ”

” আপনার কোন সমস্যা? ”

” নাহ্ কোন সমস্যা নেই। তুমি রসাতলে যাও তাতে আমার কি। হাহ্ কি সৌভাগ্য আমার, সারাজীবন এই লিমিট ছাড়া বেয়াদবকে সহ্য করে যেতে হবে! শোন, এই বাড়িতে থাকতে গেলে এমন বেয়াদবি চলবেনা। ফোন অন কর আর বাবা-মা’ র সাথে কথা বল। এরপর আমি যদি শুনেছি তুমি তাদের সাথে কথা বলোনি, তাহলে তোমাকে পুকুরের পানিতে চোবাব। কথাটা মনে রাখলেই তোমার জন্য ভালো হবে। ”

” আপনি কি নিজেকে একনায়ক মনে করেন? আপনার কথায় সব হবে? আমি আমার বাবা-মা’ র সাথে কথা বলব কিনা সেটাও আপনি ঠিক করে দেবেন! আপনার বাড়িতে থাকছি, আপনার মা-বোনদের সাথে কথা বলছি কিনা সেটা দেখবেন। অযথা অন্য বিষয়ে মাথা ঘামিয়ে নিজের মস্তিষ্ক ক্ষয় করবেননা। ”

” যেখানে বেয়াদবি আর অসভ্যতা থাকবে, সেখানেতো আমাকে মাথা ঘামাতেই হবে। আর সেই বিষয়টা যদি আমার বাড়িতেই ঘটে থাকে, তবে সেক্ষেত্রে হস্তক্ষেপ আমাকে করতেই হবে। ফোন কোথায় তোমার? বের করে অন কর। কুইক। ”

” করবোনা। ”

” বুঝেছি, পুকুরে ডোবার সাধ হয়েছে। চল সাধ পূরণ করই দিই। ”

” নাহ্ আমি সাঁতার জানিনা। জীবনে কোনদিন বাথটাবে গোসল দিইনি। আপনি এমনটা করতে পারেননা। ”

” আমি কি কি করতে তার একটা লিষ্ট তোমাকে দেব। তাহলেই তুমি বুঝতে পারবে, তোমার কি কি করণীয়। ”

” আপনি আসলেই একটা অসভ্য মাস্টার। ”

” ভুল বললে। আমি এখন আর মাস্টার নেই। আমি এখন পুরোদস্তুর কৃষক। তুমি চাইলে অসভ্য চাষা বলতে পার। কারন কোন বেয়াদব মেয়ের এসব কথা আমি আমলে নেইনা। ”

” বর্বর একটা। ”

” ফোন বের কর। রাইট নাউ। ”

” নেভার এভার। ”

” অলরাইট । চল পানিতে চুবিয়ে নিয়ে আসি। নুতন অভিজ্ঞতা হবে তোমার। ”

” আম্মাআআআআ, আমাকে বাঁচান। আপনার হিটলার ছেলে আমাকে খু’ন করতে চায়। ” এক চিৎকার দিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যায় মাশিয়া।

আরমান ওর কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here