সুখের_ঠিকানা #শারমিন_হোসেন #পর্ব২৩

0
254

#সুখের_ঠিকানা
#শারমিন_হোসেন
#পর্ব২৩

লিফটে জারিফের সাথে তাসনিমের দেখা হয়। তাসনিম মেডিকেল থেকে হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে হসপিটালে আসছিলো।এমন সময় লিফটে উঠতেই কাকতালীয়ভাবে জারিফকে দেখতে পায়।সৌজন্যতার খাতিরে প্রথমে তাসনিমই কথা বলে।জারিফ স্বাভাবিকভাবে কার্টেসি মেইনটেইন করে। ছয়তলায় এসে লিফটের দরজা খুলতেই দুজনে একসাথেই আসে।জারিফ ভদ্রভাবে তাসনিমকে শুধায়,,”আঙ্কেলের কন্ডিশন এখন কিরকম?”

তাসনিম যতটুকু জানে সেটাই বলতে বলতে আসছিলো। তাসনিম আর জারিফকে পাশাপাশি দেখে লিয়ার মনের আকাশে কালো মেঘ জমতে শুরু করে।না চাইতেও অদ্ভুত অদ্ভুত কথার সঞ্চার হতে থাকে লিয়ার মনমস্তিষ্কে।লিয়া ভাবে,ওনাদের দুজনের হয়তো যোগাযোগ আছে।আর যোগাযোগ যদি নাই থাকে তাহলে তো একসাথে আসার প্রশ্নই উঠে না।লিয়া ভগ্ন হৃদয় নিয়ে মনেমনে আওড়ায়,জারিফ আপনাকে আপুর সাথেই হসপিটালে আসতে হলো।জানি ফর্মালিটিজ মেইনটেইন করতে আসছেন।তবুও একাএকা আসা যেতো না? উফ্!আমিই হয়তো বো’কা আপনার সেদিনের আচরণে অনেক কিছু ভেবে নিয়েছিলাম।এখন দেখছি আমি সম্পূর্ণ ভুল ছিলাম।

জারিফ কাছাকাছি আসতেই লিয়া দৃষ্টি ঘুরিয়ে নেয়। তপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো দৃষ্টি ফেলে।জারিফ রাজিয়া সুলতানাকে সালাম দিয়ে নরমাল কার্টেসি মেইনটেইন করে।জারিফ সবার আড়ালে লিয়ার মুখপানে চাইলো।লিয়ার মুখটা মলিন হয়ে আছে।লিয়ার মুখটা ফ্যাকাসে শুকনো দেখাচ্ছে।লিয়ার ইন্নোসেন্ট বিবর্ণ মুখটা দেখে জারিফের মায়া হলো।হৃদয়ে ব্যাথা অনুভব হলো।লিয়ার সাথে কথা বলার জন্য মনটা ব্যাকুল হতে থাকে।তবে রাজিয়া সুলতানা আর তাসনিম পাশে থাকায় লিয়াকে উদ্দেশ্য করে কিছু বলতে ইতস্তত বোধ করে জারিফ। লিয়া জারিফের দিকে চাইলো না।অন্যদিক তাকিয়েই রাজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে রাশভারী কন্ঠস্বরে ঠোঁট আওড়ালো,,”আম্মু আমি আসছি।”

তাসনিম কপাল কুঁচকে বললো,,”বাসায় যাবি।একটু পরে গেলে হতো না?”

লিয়া সোজাসুজি স্পষ্টভাবে বললো,,”আপু সন্ধ্যা হয়ে গিয়েছে আমাকে বাসায় যেতে হবে। রাহবার,দাদিমনি একা আছে।”

এরমধ্যে রাজিয়া সুলতানা বললেন,,”তাসনিম থাক। সন্ধ্যা হয়ে আসছে লিয়া যাবে বলছে যাক।বাসায় আম্মা,রাহবার একলা আছে।কাজের মেয়েটাও নেই।ছুটিতে গ্রামে গিয়েছে।”

মায়ের সম্মতি পেতেই লিয়া কোনোদিকে না তাকিয়ে পা বাড়ায়।জারিফ সকল ইতস্তত অস্বস্তিবোধ দূরে ঠেলে স্বাভাবিকভাবে বলে উঠলো,,”এই লিয়া ওয়েট। কিছুক্ষণ ওয়েট করো আমি তোমাকে নিয়ে যাবো।”

লিয়া থেমে যায়। লিয়ার ইচ্ছে করছিলো বলতে, আমি একাই পারবো।আপনাকে খামোখা কষ্ট করতে হবে না।আমাকে নিয়ে ভাবতে হবে না।তবে মা আর বড় বোনের সামনে জারিফকে ছোট করতে মনটা সায় দিলো না।জারিফের কথার বিরোধিতা করে অন্যদের সামনে তাকে অপমান করতে লিয়ার ইচ্ছে হলো না।লিয়া মনেমনে পণ করলো,একাই যাবে।তবে এখন আম্মু আর আপুর সামনে সেটা প্রকাশ না করাই ভালো হবে।নিচে গিয়ে রিকশাতে যাবে বলে লিয়া মনঃস্থির করে।

জারিফ এনামুল খাঁনকে দেখে এসে।রাজিয়া সুলতানার সাথে ভালো-মন্দ কিছু কথা বলে বিদায় নেওয়ার সময় নম্র কন্ঠে বললো,,”আন্টি টেনশন করবেন না। আঙ্কেল ঠিক হয়ে যাবে।আমরা সবাই আছি তো একদম ভেঙ্গে পড়বেন না।আর আমার মনেহয় এখন থেকে ছোটো ছোটো সব বিষয়ে সিরিয়াস হওয়া দরকার।কোনো ছোটো খাটো অসুবিধাকে কিছু মনে না করে পুষে রাখা ঠিক নয়। ছোটো ছোটো সমস্যার থেকেই বড় সমস্যা ক্রিয়েট হয়।যাইহোক এখন করার কিছুই নেই।ডক্টর যেভাবে বলে সেইভাবে সবকিছু মেনে চলাই বেটার।”

রাজিয়া সুলতানা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,,”হ্যা বাবা ঠিক বলেছো।আসলে তোমার আঙ্কেলের পেশার বেশি থাকা সত্ত্বেও মুখে যা ভালো লাগতো সেটাই খাওয়ার অভ্যাস ছিলো।কোনো কিছু মানতেন না।যার ফলস্বরূপ আজ।”

এতটুকু বলে একটু থামেন দীর্ঘশ্বাস ফেলেন। কিয়ৎকাল পরে ভরাট গলায় বললেন,,”আচ্ছা বাবা রাত হয়ে যাচ্ছে।আর দেরি করা ঠিক হবে না তুমি লিয়াকে বাসায় পৌঁছে দাও।রাহবার একা আছে।একাএকা ওর নিশ্চয় খুব খা’রাপ লাগছে।”

যাওয়ার আগে রাজিয়া সুলতানা লিয়াকে কাছে ডেকে একটু মৃদুস্বরে বললেন,,”লিয়া রাতে হালকা কিছু রান্না করে রাখিস কেমন। সকালে সেগুলো গরম করে খেয়ে পরীক্ষা দিতে যাস।পরিক্ষা দিতে যাওয়ার আগে আমি ভিডিও কলে কথা বলে নেবো।আর চিন্তা করিস না। খাওয়া-দাওয়া করিস আর ঠিকমতো ঘুমাস। ব্রেনের উপর বেশি প্রেশার দিস না। পরীক্ষার রেজাল্ট যেনো আশানুরূপ হয়।তোর আব্বু সুস্থ হওয়ার পর যদি শোনে তোর পরিক্ষা ভালো হয়নি, তাহলে মানুষটা কিন্তু নিজেকে দায়ী ভাববে।ভাববে তার অসুস্থতার জন্যই তোর পরিক্ষা ভালো হয়নি।”

কথাগুলো বলতে রাজিয়া সুলতানার গলার স্বর ভারী হয়ে আসছিলো।লিয়া হুট করে মা’কে জড়িয়ে ধরলো। কাঁধে মাথা রাখলো। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে।রাজিয়া সুলতানা লিয়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে আদূরে গলায় বললো,,
“লিয়া মন খা’রাপ করিস না।সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।”

জারিফ একটু দূরে দাঁড়িয়ে মা মেয়ের এই সুন্দর স্নেহময় দৃশ্যটা দেখতে থাকে।লিয়া যে খুব আবেগি তা লিয়াকে দেখেই বোঝা যাচ্ছে।মায়ের থেকে বিদায় নিয়ে জারিফের সাথে নিচে নামে।নিচে নেমেই লিয়া জিদ ধরে বলে উঠলো,,”আমি রিকশাতেই যেতে পারবো।আপনাকে কষ্ট করে যেতে হবে না।”

জারিফ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে শীতল চাহনিতে লিয়ার দিকে চাইলো। কন্ঠে শীতলতা নিয়ে বললো,,”তোমাকে পৌঁছে দিতে আমার কষ্ট হবে।আমি একবারো বলেছি এটা?”

“কিছু কিছু কথা বলতে হয়না।এমনিতেই বোঝা যায়।বা বুঝে নিতে হয়।”

জারিফ ভ্রু নাচিয়ে প্রশ্ন করে উঠলো,,”আমার সম্পর্কে কি বুঝেছো তুমি?টেল মি ”

লিয়া মাথা নুইয়ে ক্ষীণ আওয়াজে বললো,,”এইযে জাস্ট সৌজন্যতার জন্য আমাকে পৌঁছে দিতে চাইছেন।এটা আমি বুঝি।তাই বলছি আপনাকে এসব ফর্মালিটিজ পালন করতে হবে না।আমি একাই যেতে পারবো।”

কথাটা শেষ করে লিয়া উল্টোদিক ফিরে যেতে থাকে।লিয়ার কথা শুনে জারিফের মেজাজ বিগড়ে যেতে থাকে।এই মেয়ে সবসময় উল্টোপাল্টা বুঝবে আর সেই অনুযায়ী জিদ ধরে থাকবে।জারিফ ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেললো।লিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিলো।লিয়া জারিফের একদম কাছাকাছি গিয়ে ঠেকলো।বিষয়টাতে লিয়া ভড়কে যায়।জারিফ দুইহাতে লিয়ার দুইকাধ ধরে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বললো,,”তোমার প্রব্লেমটা কোথায়?বলবে তো আমার এই সমস্যা।সব সময় তুমি তোমার জিদ ইগো নিয়ে থাকো।নিজের যেটা মনেহয় সেটাই বলে ফেলো।নিজের আর্জি মতো চলো।কি করলে তোমার মনে হবে সবকিছু আমি সো কল্ড ফর্মালিটিজ থেকে করছি না।কেনো বারবার মেজাজ বিগড়ে দেও আমার।যাতে করে তোমার সাথে রুঢ় আচরণ করতে হয়।”

লিয়া জারিফের কথায় বোকা বোকা চোখে চেয়ে রইলো।জারিফ লিয়ার দুইবাহু একটু শক্ত করে ধরায় লিয়া ব্যাথা পাচ্ছিলো।লিয়া আশেপাশে তাকিয়ে দেখে লোকজন চেয়ে আছে।লিয়া ক্ষীন আওয়াজে ঠোঁট মেলে বললো,,”আহ্!আমার লাগছে ছাড়ুন।আর সবাই তাকিয়ে আছে। কি ভাবছে বলুন তো?”

জারিফ নিজেকে ধাতস্থ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে।লিয়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। অপরাধীর স্বরে বললো,,”সরি।”

চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিয়ে গম্ভীর মুখায়ব করে ফের বললো,,”লিয়া অনেক হয়েছে আর সিনক্রিয়েট করতে বাধ্য করো না।তাই বলছি আর কোনো কথা না বলে ফাস্ট গাড়িতে বসো।”

লিয়া গাল ফুলিয়ে রাখে। শেষমেষ গাড়িতে উঠে বসে। জারিফ গাড়িতে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে লিয়ার দিকে চাইলো।একটু ত্যাড়া করে বললো,,”সেই তো আমার কথা শুনলে।আগে থেকে গুড গার্লের মতো কথা শুনলে তোমার সাথে রুঢ় আচরণ করতে হতো না।জিদ ধরে না থাকলে তোমাকে হার্ট করতে হতো না। অর্ধাঙ্গিনীকে নাকি বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে।আর বাম পাজরের হাড় বাঁকা থাকে।তোমাকে দেখে তো প্রুভ হয়ে যাচ্ছে তা।তোমাকে নিয়ে চলা আমার মুশকিল হয়ে যাবে।সবসময় সব কথায় বেঁকে বসা তোমার নেচার। উফ্! সংসার লাইফ শুরু করার আগেই তোমাকে নিয়ে চলতে আমি হিমশিম খাচ্ছি।না জানি সামনে আরো কি কি ওয়েট করছে আমার জন্য।কপাল করে এমন একটা ঘাড় ত্যাড়া বউ পেয়েছি।হে মাবুদ!রক্ষা করো।”

জারিফের মুখে বউ শব্দটা শুনে লিয়ার সারা শরীর জুড়ে শিহরণ খেলে যায়। অদ্ভুত সুন্দর এক অনুভূতি হয় লিয়ার হৃদয়ে ‌।এতক্ষণের রা’গ ক্ষোভ যেনো মূহূর্তেই বরফের মতো গলতে শুরু করে। জারিফ একমনে ড্রাইভ করছে।লিয়ার জানতে ইচ্ছে করছিলো তাসনিমের সাথে জারিফের কন্টাক্ট হয় কিনা। লিয়া উসখুস করতে থাকে। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে না পেরে লিয়া কৌশলে জারিফকে শুধায়,,

“আব্বুর অসুস্থতার কথা আপনি নিশ্চয় আপুর থেকে শুনেছেন?”

জারিফের তীক্ষ্ণ নার্ভ ঠিকই বুঝতে পারলো লিয়া একচুয়েলি কি বলতে চাইছে।জারিফ দৃষ্টি সামনে রেখেই মৃদু হাসলো। জারিফ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে উঠলো,,”তাসনিম আর আমাকে একসাথে দেখে তুমি জেলাস ফিল করছিলে নিশ্চয়।তোমার রাগ ক্ষোভ হচ্ছিলো আমার উপর।কোনটা?”

লিয়া এলোমেলো দৃষ্টি ফেললো।জড়তা নিয়ে তড়িৎ ঠোঁট আওড়ালো,,”ম মোটেই না। তেমন কিছুই না।”

লিয়ার জড়ানো কন্ঠের কথা শুনে জারিফের হাসিটা বৃদ্ধি পেলো।ঠোঁটের কোণে বিস্তৃত হাসির রেখা রেখেই কন্ঠে একরাশ শীতলতা নিয়ে জারিফ ফের বললো,, “তোমরা মেয়েরা হাজার এডুকেটেড হলেও এই বিষয়টার ক্ষেত্রে কেমন যেনো মূর্খতার পরিচয় দাও।তবে এটা ভালো বৈশিষ্ট্য।আই লাইক ইট।যাকে যে নির্ভেজাল ভালোবাসে সে অন্যের সঙ্গে সহজে মেনে নেয় না। নিঃসন্দেহে এটা ভালো চরিত্রের এট্রিবিউট। তাসনিমের সাথে আমার কো-ইন্সিডেন্সলি লিফটে দেখা হয়ে যায়। তাসনিম এর সাথে আমার যোগাযোগ নেই। আমি আঙ্কেলের অসুস্থতার কথা বাবা আর নীলের মাধ্যমে ফার্স্ট শুনি।”

লিয়া খুবই লজ্জিত হয়।লিয়ার নিজের উপরই রা’গ হতে থাকে। শুধুশুধু কিসব ভেবে বসেছিলো।লিয়া নিজের উপর অনুতপ্ত হয়।জারিফ একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করায়। গাড়ি থেকে নামতে নামতে বললো,,”লিয়া তুমি একটু ওয়েট করো।আমি এক্ষুনি আসছি।”

লিয়া ঘাড় নাড়ায়। যার অর্থ”ঠিক আছে”লিয়ার পাল্টা কোনো প্রশ্ন করতে ইচ্ছে হলো না।কারন লিয়া বেশ জারিফকে বুঝতে পেরেছে।কোনো কাজ বা কারন ছাড়া জারিফ সময় অ’প’চয় করবে না। পাঁচ মিনিটের মধ্যে জারিফ চলে আসে।হাতে পলিথিনের প্যাকেট যার ভেতর খাবারের প্যাকেটগুলো দৃশ্যমান।তবে লিয়া কিছুই বললো না।লিয়াদের বাসার সামনে গাড়ি এসে থামতেই লিয়া সিট বেল্ট খুলতে থাকে।জারিফ লিয়ার দিকে ঘুরে তাকালো।লিয়াকে বললো,,

“লিয়া তোমার মোবাইলটা একটু দাও।”

লিয়া অবাক হলো। অবাক চোখে চেয়ে ঠোঁট নেড়ে রিপিট করলো,,”মোবাইল।”

জারিফ এককথায় “হুম”বলে। লিয়া পার্স থেকে ফোন বের করে জারিফের দিকে বাড়িয়ে দেয়।জারিফ সোজাসুজি বললো,,”লকড খুলে দাও।”

লিয়া ফিঙ্গার স্পর্শ করিয়ে লকড খুলতে থাকে আর ভাবে,ফোন দিয়ে কি করবে, অদ্ভুত!কিছু কি চেইক করতে চাইছে নাকি?লিয়া এসব মনেমনে বললেও মুখে কিছু না বলে জারিফের দিকে বাড়িয়ে দেয়। জারিফ সরাসরি ডায়ালে গিয়ে নিজের নম্বরটা তুলে সুন্দর করে ইংরেজি ফন্টে জারিফ নামে সেভ করে। অতঃপর কল দেয় নিজের নম্বরে। এরমধ্যে জারিফের ফোনে আলো জ্বলে উঠলো।এটা দেখে লিয়া বিষয়টা সহজেই বুঝতে পারলো।জারিফ তখনই লিয়ার ফোন লিয়ার হাতে ধরিয়ে দিলো।আর বললো,,

“কল লিস্টে সবার উপরে নিজেকে রাখলাম।যদি কোনো দরকার পড়ে সবার আগে আমাকে জানিয়ো কেমন।রাতে বা যেকোনো সময় দরকার পড়লে কোনো হেজিটেশন ছাড়াই ফোন দিও।”

লিয়া ঘাড় নাড়ায়।লিয়া নেমে দাঁড়ায়।জারিফ খাবারের প্যাকেটগুলো লিয়ার হাতে ধরিয়ে দেয়।লিয়া মৃদু আওয়াজে বললো,,”এগুলোর কি দরকার ছিলো।এত খাবার শুধুশুধু ন’ষ্ট হবে।”

“না খেলে তো ন’ষ্ট হবেই।খাবে তাহলে ন’ষ্ট হবে না।”

জারিফের স্পষ্ট জবাব। লিয়া সৌজন্যতার খাতিরে বললো,,”ভিতরে আসুন।চা বা কফি খেয়ে যাবেন।”

জারিফ স্মিত হেসে বললো,,”প্লিজ,আজ নয়।পরে আসবো।আমাকে এখন একটু টাউনহলে যেতে হবে।একটু কাজ আছে।”

জারিফ একটু থেমে ফের নরম স্বরে বলতে থাকে,,”লিয়া একদম টেনশন করো না।দেয়ার ইস নো কজ ফর ওয়ারি। আঙ্কেল সুস্থ হয়ে যাবেন।সবাই মিলে ওনার সুস্থতা কামনা করা হচ্ছে। সৃষ্টিকর্তা নিশ্চয় সুস্থ করে দিবেন।মাথায় বেশি পেশার না নিয়ে নিজেকে স্বাভাবিক করো।আর ঠিকমতো খাবার খেয়ো।ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিও কেমন।টেক কেয়ার।”

লিয়া মাথা দুলালো।যার মানে ঠিক আছে।লিয়া কোমল স্বরে বললো,,”দেখেশুনে যাবেন।বায়।”

জারিফ বিনিময়ে স্মিত হাসলো।
.
লিয়ার মনটা বেশ ভালো আছে।একটু আগে হসপিটাল থেকে ছোটো চাচ্চু ফোন করে বলেছে, ডক্টর বলেছেন পেশেন্ট এখন আগের থেকে অনেকটা বেটার আছে।এরকম থাকলে দুই একদিনের মধ্যেই বেডে শিফট করা যাবে।

রাত সাড়ে বারোটা বাজতে চলছে। ‌লিয়া পড়ার টেবিলে বসে পড়ছে।এমন সময় ফোনে আলো জ্বলে উঠলো।ফোনের স্ক্রিনে জারিফের নামটা জ্বলজ্বল করছে।লিয়া কয়েক সেকেন্ড দেখে নিয়ে কল তুললো। রিসিভ করে সালাম দিলো।জারিফ বিছানার হেডে হেলান দিয়ে পায়ের সাথে পা জড়িয়ে শুয়ে। একহাতে ফোন কানে ধরে। অপর হাতে একটা বালিশ কোলের উপর নিয়ে শান্ত কন্ঠে সালামের উত্তর দেয়।লিয়া একহাতে পেনটা নাড়তে নাড়তে বললো,,

“কখন বাসায় গিয়েছেন? আন্টি আঙ্কেল কেমন আছেন?”

“এইতো ঘন্টাখানেক আগে।সবাই ভালো আছে।তুমি কি করছো?”

“আমি পড়ছিলাম।”

“রাতে খাবার খেয়েছো?”

“হুম।আপনি?”

“হ্যা।”

জারিফ একটু থেমে নরম স্বরে বললো,,”লিয়া বেশি রাত জেগো না।এখন ঘুমিয়ে পড়ো কেমন। পর্যাপ্ত ঘুম না হলে ব্রেন ঠিকঠাক কাজ করে না।তাই মস্তিষ্ককে ঠিকঠাক সচল রাখতে ঘুমের প্রয়োজন।এখন ঘুমিয়ে পড়ো। সকালে উঠে একবার রিভিশন দিয়ে নিও। মাথা থেকে সকল দুশ্চিন্তা একদম ঝেড়ে ফেলো। সুস্থ, ঠান্ডা মস্তিষ্কে পরিক্ষা দিবে। আর রেজাল্ট আশানুরূপ দেখতে চাই।”

লিয়া মৃদু আওয়াজে বললো,,”দোয়া করবেন।”

“নিশ্চয়। আচ্ছা লিয়া বেশি দেরি করো না,ঘুমিয়ে পড়ো।গুড নাইট।”

“গুড নাইট।”

লিয়ার নিজের কাছে সবটা কেমন যেনো স্বপ্ন স্বপ্ন লাগছে।লিয়ার বিশ্বাস হচ্ছে না জারিফ নিজে থেকে লিয়ার খোঁজ খবর নিচ্ছে।লিয়াকে নিয়ে উদ্বিগ্ন আছে।এসব কিছু কেমন যেনো কল্পনা মনে হচ্ছে।লিয়া লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দেয়।জারিফের বলা প্রতিটা কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে।
.
নয়টা বাজতে পনের মিনিট বাকি আছে।দশটা থেকে লিয়ার পরীক্ষা।লিয়া শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়।চুল মুছতে থাকে।লিয়ার ভীষণ মন খা’রাপ করছে।আজ প্রথম পরীক্ষার দিন।মা থাকলে নিজে হাতে খাইয়ে দিতো।বারবার বলতো,এডমিট পেন, স্কেল সবকিছু ঠিকঠাক গুছিয়েছিস তো।মা নিজে চেক করে দিতো।বাবা প্রথম দিন সাথে করে নিয়ে যেতো।সেখানে মা বাবা দুজন কাছে নেই।মা বাবার মুখটা না দেখে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে লিয়াকে।এইটা ভাবতেই লিয়ার বুকফাটা কান্না পাচ্ছে।কিছুক্ষণ আগে দাদিমনি রাতের খাবার গুলো গরম করে লিয়াকে খাওয়ার জন্য ডেকে গিয়েছে।অথচ লিয়ার ইচ্ছে করছে না ডায়নিং এ গিয়ে খাবার খেতে।এমন সময় কলিংবেল বেজে উঠলো। লিয়া টাওয়াল দিয়ে চুলগুলো মুড়িয়ে নিয়ে দরজা খুলতে গেলো। দরজা খুলে সামনে রাজিয়া সুলতানাকে দেখে লিয়া অবাক হলো। লিয়ার অবাক দ্বিগুণ হলো পিছনে জারিফকে দেখে।সাদা টাওয়াল দিয়ে চুলগুলো মুড়িয়ে রাখা।কপালের উপর কিছু চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে।লিয়ার ফর্সা মুখে বিন্দু বিন্দু পানি মুক্ত দানার মত চিকচিক করছে। লিয়াকে দেখতে খুবই স্নিগ্ধ লাগছে।সদ্যফোটা সাদা বেলি ফুলের ন্যায় লাগছে।জারিফ অপলক দৃষ্টিতে লিয়ার সৌন্দর্য দেখছে।জারিফের শান্ত নজরজোড়া লিয়ার মুখশ্রীতে নিবদ্ধ হয়েছে।লিয়া অবাক গলায় বললো,,

“আম্মু তুমি।”

লিয়ার কথায় জারিফের ধ্যান ভাঙ্গে। জারিফ নিজেকে ধাতস্থ করে দৃষ্টি স্বাভাবিক করে।রাজিয়া সুলতানা লিয়ার কথার উত্তর না দিয়ে জারিফকে উদ্দেশ্য করে বললো,,”ভেতরে চলো বাবা।”

রাজিয়া সুলতানা কথাটা বলে ভেতরে যেতে থাকে।জারিফ লিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো।লিয়া হতভম্ব হয়ে ফ্যালফ্যাল করে জারিফের দিকে তাকিয়ে রইলো। মুচকি হাসির কারন লিয়া খুঁজে পেলো না। জারিফ হাতে থাকা খাবারের বক্স সমেত প্যাকেটটা লিয়ার হাতে ধরিয়ে দিলো।আর বললো,,

“তোমার জন্য তোমার শ্বাশুড়ি মা নিজে রান্না করে খাবার পাঠিয়েছে।”

কথাটা বলে জারিফ বাসার ভেতরে পা ফেলে।আবার কিছু ভেবে পিছিয়ে যায়।লিয়ার কানের পাশে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বললো,,”তোমার গলার পাশের কালো তিলটা খুবই আকর্ষণীয় লাগছে। তবে আমার পুরুষালী নজর কিন্তু বারবার অন্যদিকে টানছে।জামাটা ঠিককরো। ছোটবড় জিনিস বরকে দেখিয়েছো ঠিক আছে।অন্যকেউ যেনো না দেখে।”

লিয়া সাথে সাথেই নিজের দিকে নজর দেয়। ঘাড়টা বাম সাইডে ঘুরাতেই লজ্জায় লিয়ার মাটির তলায় লুকোতে ইচ্ছে করছিলো। লজ্জায় আড়ষ্টতায় লিয়া একদম মরিমরি অবস্থা।লিয়া সাথে সাথেই কাঁধের থেকে ওড়না টান দিয়ে ঠিক করে ডেকে নেয়।”

জারিফ লিয়ার লজ্জা পাওয়া মুখশ্রী দেখে মজা নিতে ফের দুষ্টুমি করে বললো,,”লজ্জা পাওয়ার কিচ্ছু নেই তোমারই তো বর।তবে আমার আমানত বাইরে এভাবে বেখায়াল চলাচল করে খেয়ানত করো না আবার।”

জারিফ লিয়ার অস্বস্তি বুঝতে পেরে দ্বিতীয় কোনো কথা না বলে ভেতরে যেতে থাকে।লজ্জায় লিয়ার সারা শরীররের লোমকূপ শিহরিত হয়ে উঠলো। লিয়া বিড়বিড় করে বলে, অসভ্য লোক একটা এভাবে কেউ কাউকে লজ্জায় ফেলে নাকি?এখন তো ওনার সামনেই আমি যেতে পারবো না।

জারিফ সোফায় বসে পেপার পড়ছে।ড্রয়িংরুম থেকে একটু দূরত্বে ডায়নিং স্পেস। রাজিয়া সুলতানা লিয়াকে খাবার খাইয়ে দিচ্ছে।সোফায় বসে জারিফ স্পষ্ট দেখতে পাচ্ছে। জারিফকে খাওয়ার কথা বলতেই জারিফ না করে।বলে, বাসা থেকে খেয়ে আসছে।জারিফ প্রথমে হসপিটালে যায়।ওখান থেকে রাজিয়া সুলতানাকে বলে, আন্টি আঙ্কেল তো এখন অনেকটা বেটার আছেন।আর লিয়ার যেহেতু আজ ফার্স্ট এক্সাম।এভাবে আপনাদের দুজনের একজনকেও যদি পরীক্ষা দেওয়ার আগে কাছে না পায়।ওর মনটা খারাপ লাগবে।আর মন খা’রাপ নিয়ে ঠিকমতো পরীক্ষা দিতে পারবে না।তাই বলছি ছোটো চাচ্চু তো হসপিটালে আছেই আপনি যদি আপাতত ঘন্টা খানেকের জন্য বাসায় যেতেন।রাজিয়া সুলতানা জারিফের ভাবনা দেখে সত্যিই অবাক হন। সাথে প্রচন্ড খুশি হোন।উনি সাথে সাথেই বলেন ঠিক বলেছো। লিয়াকে খাওয়াতে খাওয়াতে রাজিয়া সুলতানা এসবটা বললেন।জারিফের প্রতি লিয়ার রেসপেক্ট আকাশসম হয়।লিয়ার খাবার খাওয়া শেষ হতেই জারিফ তাড়া দিয়ে বললো,,

“লিয়া ফাস্ট রেডি হয়ে নাও।টাইম বেশি নেই।”

লিয়া দূর থেকেই জারিফের দিকে একপলক তাকালো।জারিফের দিকে তাকিয়ে তখনকার কথা মনে হতেই ফের অস্বস্তি লিয়াকে ঘিরে ধরলো।তবে জারিফকে দেখে মনেহচ্ছে ও বেশ স্বাভাবিক। লজ্জাকর কিছুই হয়নি বা জারিফ জানেই না এমন এটিটিউড নিয়ে আছে।লিয়া রেডি হয়ে আম্মু,দাদিমনির থেকে বিদায় নিয়ে বের হওয়ার আগে জারিফ লিয়ার ছোটো চাচ্চুর কাছে হটস আ্যপে ভিডিও কলে কল দিয়ে এনামুল খাঁনের সাথে কথা বলিয়ে দেয় লিয়ার। এনামুল খাঁন কোনো কথা না বললেও এক হাত দিয়ে ইশারা করেন। লিয়া ফোনের এপাশে ছলছল চোখে তাকিয়ে থাকে। আবেগী হয়ে আব্বু বলে বারকয়েক ডাকে। এনামুল খাঁন চোখ বন্ধ করে আশ্বাস দেন।যার অর্থ চিন্তা করো না।ভালো ভাবে পরীক্ষা দিয়ো।জারিফের প্রতি লিয়ার কৃতজ্ঞতা যেনো বেড়েই যাচ্ছে।জারিফের সাথে পাশাপাশি হাঁটছে লিয়া।জারিফ লিয়াকে স্বাভাবিক রাখতে পড়াশোনার টপিক তুলে কথা বলছে।লিয়ার অস্বস্তিবোধটা এতক্ষণে কে’টে গিয়েছে। পরীক্ষা হলে গিয়ে সিট খুঁজে পেতে জারিফ হেল্প করে।লিয়া সিটে গিয়ে বসলো।জারিফ সামনে দাঁড়িয়ে।আজ গার্ডিয়ান হিসেবে বাবার জায়গায় স্বামী দাঁড়িয়ে। লিয়ার ভাবতেই অন্যরকম লাগছে।জারিফ লিয়াকে সাহস যোগাতে বললো,,

“গুড বিগেনিং ইস হাফ অফ দ্য ডান। অতএব শুরুটা যেনো ভালো হয়। অল দ্য বেস্ট।”

বিনিময়ে লিয়া স্মিত হাসলো।জারিফ চলে যায়।মিনিট খানেকের মধ্যেই হলে ডিউটিরত টিচার খাতা নিয়ে প্রবেশ করলো।
.
আজ শুক্রবার। এনামুল খাঁনকে কালকে বাসায় আনা হয়েছে।এখন ভালো আছেন।মেডিসিন চলছে। ডক্টর বেড রেস্টে থাকতে বলেছেন।এই একসপ্তাহে জারিফের সাথে লিয়ার দেখা হয়নি।তবে প্রতিদিন ফোনে কথা হয়। পরীক্ষা কেমন হয়েছে এসব কথাই হয়।জারিফ আরো দুইতিন দিন হসপিটালে গিয়ে এনামুল খাঁন কে দেখে আসছে।লিয়া রোজ হসপিটালে যেতে পারতো না এক্সামের জন্য।তবে যে সময় যেতো জারিফের সাথে দেখা হয়নি। এখন বিকেল। রোদ ঝলমলে সুন্দর একটা বিকেল।দুপুরে লিয়ার ঘুমানোর অভ্যাস।লিয়া পড়েপড়ে ঘুমোচ্ছে। কলিংবেলের শব্দ হওয়ায় রাজিয়া সুলতানা দরজা খুলে দেখে জারিফ আর নাতাশা।জারিফ সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে।রাজিয়া সুলতানা নাতাশাকে আদর করে বলে,,

“কি ব্যাপার আপু।কেমন আছো?নানুকে ভুলে গিয়েছো মনেহয়।”

নাতাশা মিষ্টি করে হাসলো। সুন্দর করে বললো,,”উঁহু ভুলি নাই তো।এইতো তোমাদেরকে দেখতে আসলাম।”

জারিফ ফলমূল মিষ্টি অনেক কিছু নিয়ে আসছে। শ্বশুর হসপিটাল থেকে বাড়িতে আসছে।সেই হিসেবে দেখতে আসছে।জারিফকে ড্রয়িংরুমে বসতে দেয় রাজিয়া সুলতানা।কাজের মেয়েটাকে ডেকে ফলমূল মিষ্টান্ন রাখতে বললেন। সাথে আরো বললেন লিয়াকে ডেকে দিতে।জারিফ নম্র স্বরে বললো,,

“আন্টি আঙ্কেল এখন কেমন আছেন?বাসায় আসার পর নতুন করে কোনো সমস্যা হয়নি তো?”

রাজিয়া সুলতানা নরম গলায় বললেন,,”নাহ্ বাবা এখন অব্দি নতুন করে কোনো সমস্যা হয়নি। ভালো আছে।”

জারিফ কিছুটা দ্বিধাগ্রস্ত কন্ঠে বললো,,”ভাবলাম আজ ছুটির দিন।নাতাশা লিয়ার কথা বারবার বলে। নাতাশাকে লিয়ার সাথে দেখা করিয়ে আনি।আর আংকেলকে একবার দেখে আসি।”

রাজিয়া সুলতানা অমায়িক হাসলেন।আদূরে গলায় বললেন,,”ভালো করেছো বাবা।তোমার আঙ্কেল ঘুমোচ্ছে।তুমি বসো লিয়াকে পাঠিয়ে দিচ্ছি।তোমার বাবা মা কেমন আছে?”

“আলহামদুলিল্লাহ ভালো সবাই আছে।”

রাজিয়া সুলতানা নাস্তা রেডি করতে কিচেনে যায়।নাতাশা রাজিয়া সুলতানার শাড়ির আঁচল ধরে পিছুপিছু যায় আর বলে,,”নানু।মামী কই গো?মামীকে দেখছি না।”

রাজিয়া সুলতানা স্মিত হেসে বললেন,,”তোমার মামী রুমে আছে। দাঁড়াও তোমাকে নিয়ে যাচ্ছি। নাস্তা টা রেডি করে নেই,হ্যা।”

নাতাশা ঘাড় নাড়িয়ে হ্যা সূচক উত্তর দেয়। লিয়া ঘুমোচ্ছিলো।এমন সময় কাজের মেয়েটার হাঁক ছেড়ে ডাকে ধড়ফড়িয়ে উঠে।ঘুমের মধ্যে আচমকা এভাবে জোরে ডাকে লিয়া খানিকটা ঘাবড়ে যায়।লিয়া শোয়া থেকে উঠে বসে বুকে ফুঁ দেয়।কটমট চোখে কাজের মেয়েটার দিকে চাইলো। রা’গ করে কিছু বলবে তার আগেই মেয়েটা হাসি মুখে বললো,,

“আপামনি ভাইজান আসছে।”

লিয়া বুঝতে না পেরে।কপাল কুঁচকে প্রশ্ন করলো,,
“ভাইজান মানে?কার কথা বলছো?”

মেয়েটা বি’রক্ত হলো। ঠোঁট উল্টে বললো,,”আপনার স্বামীর কথা কইতাছি।জারিফ ভাইজান আইছে।”

লিয়া বিস্ময়কর চাহনিতে চাইলো।কোনো কিছু বললো না নিশ্চুপ রইলো।মেয়েটা ফের বললো,,”বসার রুমে বইয়া আছে।খালা আম্মা আপনারে ডাকতে কইলো।”

লিয়া কিছু না বলে উঠে ওয়াশরুমে যায়।চোখে মুখে পানির ছিটা দিলো।টাওয়াল দিয়ে মুখটা মুছে নিলো।ওড়নাটা নিয়ে সুন্দর করে গায়ে জড়িয়ে নেয়।সেদিনের মতো লজ্জাকর পরিস্থিতিতে লিয়া কিচ্ছুতেই আর পড়তে চায় না।লিয়া গুটিগুটি পা ফেলে ড্রয়িংরুমে যায়।জারিফ ফোন স্ক্রল করছিলো।কারো আসার শব্দ পেয়ে মাথাটা তুলে তাকালো।লিয়াকে দেখে আবার দৃষ্টি ফোনে নিবদ্ধ করলো।লিয়া মৃদু আওয়াজে সালাম দেয়। জারিফ সালামের উত্তর দিয়ে ফোনটা পকেটে পুরে রাখলো।লিয়ার দিকে সুগভীর শীতল চাহনিতে চাইলো। ঠোঁট কামড়ে ধরে বললো,,

“আমি পাত্রী দেখতে আসিনি যে তোমাকে এভাবে দাঁড়িয়ে থেকে নিজের হাইট কতটুকু সেটা দেখাতে হবে।”

জারিফের এহেন কথা শুনে লিয়া তাজ্জব বনে যায়।লিয়া বোকাবোকা চোখে চেয়ে রইলো।জারিফ ইনডাইরেক্টলি লিয়াকে দাঁড়িয়ে না থেকে বসতে বললো তা বুঝতে লিয়ার মিনিট খানেক সময় লাগলো।লিয়া সিঙ্গেল সোফায় বসলো।জারিফ তপ্ত নিঃশ্বাস ফেললো। ম্লান কন্ঠ স্বরে বললো,,

“শুনেছি স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা জায়গা রাখতে নেই। সামান্য পরিমাণ ফাঁকফোকর থাকলেও সেখানে শয়তান প্রবেশ করে।আরে তোমাকে দেখে তো মনে হচ্ছে নিজ থেকে শয়তানকে ইনভাইট করছো। পাঁচ হাত দুরত্বে বসে একদম ইনভাইট কার্ড দিয়ে আমন্ত্রণ জানাচ্ছো।”

লিয়া জারিফের কথা শুনে বিস্ময়ের চরম সীমায় পৌঁছে যায়।লিয়া ফ্যালফ্যাল চোখে চেয়ে অবাক হয়ে বললো,,”এই আপনার শরীর ঠিক আছে তো ‌।না মানে জ্বর টর আসেনি তো।আর না কোনো ঘোরের মধ্যে আছেন।কিসব বলছেন। আশ্চর্য!”

জারিফ কিছু বলতে যাবে সেই মূহূর্তে নাতাশা এসে মিষ্টি হেসে উচ্ছ্বসিত কন্ঠে বললো,,”মামী।তুমি এখানে।আমি তোমাকে খুঁজছি তো।”

নাতাশাকে দেখে জারিফ আর কিছু বললো না।লিয়া উঠে নাতাশাকে জড়িয়ে ধরলো।দুইগালে চুমো খেলো। মিষ্টি হেসে বললো,,”সোনা তুমি কেমন আছো?”

“ভালো।”

লিয়া নাতাশার চুলগুলো একহাতে ঠিক করতে করতে বললো,,”তুমি নিশ্চয় মামাকে আসার কথা বলেছিলে।আমার কথা খুব করে মনে হয়েছিলো।তাইনা?”

নাতাশা ঠোঁট উল্টিয়ে বললো,,”উঁহু!আজ আমি আসার কথা বলিনি তো।আমি ঘুম থেকে উঠতেই মামা আমাকে বললো,নাতাশা মামীকে দেখতে চাও। নানুমনিকে বলো রেডি করে দিতে আমি নিয়ে যাবো।তোমার মামীর সাথে দেখা করিয়ে আনবো।”

নাতাশার কথা শুনে জারিফ অপ্রস্তুত হয়ে যায়।জারিফের কাঁশি উঠে যায়।জারিফ খুকখুক করে কাঁশতে থাকে।লিয়া ড্যাবড্যাব করে জারিফের দিকে তাকায়।জারিফ লিয়ার এভাবে তাকানো দেখে অপ্রস্তুত হাসলো।

চলবে,,,

(সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো।ঈদ মোবারক 💞।সরি লেইট হয়ে গেলো। সন্ধ্যার পর লিখতে বসে কতবার ব্যাঘাত ঘটছে, উফ্ফ। শ্বশুর বাড়ি, বাবার বাড়ি তারপর বড় আপুরা মানে একের পর এক হটস আ্যপে কল আসছিলো।সবার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেলো।ঈদ উপলক্ষে আগামীকাল বোনাস পর্ব দেওয়ার চেষ্টা করবো। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।হ্যাপি রিডিং।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here