সুখের_ঠিকানা #শারমিন_হোসেন #পর্ব২০

0
234

#সুখের_ঠিকানা
#শারমিন_হোসেন
#পর্ব২০

সরি বলে আর দ্বিতীয় কোনো কথা না বলে জারিফ গটগট করে চলে যায়।জারিফের যাওয়ার দিকে একপলক তাকিয়ে লিয়া রুমে চলে আসে। নিঃশব্দে ডোর লকড করে সন্তর্পণে গিয়ে বেডে পা ঝুলিয়ে বসে। নিস্তব্ধতায় ঘেরা রজনীতে উদাসীন হয়ে জারিফের বলা কথা স্মরণ করে আনমনেই মুচকি হাসে লিয়া। কিয়ৎকাল পরেই মস্তিষ্কে কিছু স্মরণ হতেই ঠোঁটের কোণের বিস্তৃত হাঁসিটা মিলিয়ে যায় লিয়ার। চাঁদবদন মুখে আমাবস্যা নেমে আসে। গোলগাল মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়।কপালে সুক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে লিয়া মনেমনে আওড়ায়,,উফফ!আমি বিবাহিত।আমার বর আমার চোখের সামনে আছে।তবুও আমাদের মাঝে কত দূরত্ব। একে অপরের মাঝে যোজন যোজন দূরত্ব।কোনোদিন কি এই যোজন যোজন দূরত্ব দূর হবে?নাকি আর দুইমাস পর এই নামে মাত্র ভাঙ্গা ভাঙ্গা সম্পর্ক টা জোড়া লাগার বদলে একদম ভেঙ্গে যাবে? উফ্!জানিনা!জানিনা শেষটা কি হবে?তবে মন থেকে আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার তীব্র থেকে তীব্রতর রয়েই যাবে। তবুও সেটা কাউকে কোনোদিন বুঝতে দিবো না।আর মিস্টার আয়মান জারিফ আপনাকে তো কখনোই না।ভিতরে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাবো তবুও কখনো আপনার কাছে কোনো দাবী রাখবো না।নাতো ভালোবাসার আর নাতো স্ত্রীর।কারো উপর বিন্দুমাত্র অভিযোগ থাকবে না।নিজের ভাগ্যের উপর পাহাড়সম অভিমান নিয়ে দূরে চলে যাবো।এই শহর ছেড়ে অনেক দূরে।আপনার ত্রিসীমানার বাইরে।যাতে করে কাকতালীয়ভাবেও আপনার সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট থাকে।
.
আজ বিয়ে।বাড়ির সামনে ফুলে ফুলে সজ্জিত গাড়ি দাঁড় করানো।এইতো কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ রওনা হবে কনের বাড়িতে।কেউ কেউ তো রেডি হয়ে গাড়িতে উঠেছে।আবার কেউ বা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে।একটা গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে রোহান। শার্টের পকেটের সাথ থেকে সানগ্লাসটা খুলে হাতে নিয়ে চোখে দিতে দিতে বলল,,”এই শাওন।জারিফ এখনো আসছে না যে।সেই যে সকালে গেলো এখনো আসলো না যে।যাওয়ার সময় না বলল এখানে এসে একসাথেই বিয়েতে যাবে।কই এখনো যে দেখা মিলছে না।”

পাশ থেকে শাওন বিরক্তিকর গলায় বলল,,”আমি কিকরে বলব?তুই যেখানে আমিও সেখানে তাই তোর থেকে বেশি কিছু আমার নিশ্চয় জানার কথা নয়।আর ওতো ফোন করেও কিছু বলেনি।তবে আমার মনেহয় এখানে না এসে সরাসরি বিয়ে বাড়িতে এটেন্ড করবে। শুধুশুধু মনেহয় না আবার উল্টো এখানে আসবে।”

ছেলেরা সব রেডি হয়ে একএক করে বের হলেও মেয়েদের দেখা যাচ্ছে না।মেয়েরা তো সাজগোজ করতে বিজি। রুপন্তীর রুমের ড্রেসিং টেবিলের সামনে কাজিন পার্টির লম্বা লাইন পড়েছে।একজন সরছে তো আরেকজন মেকাপ,আইলানার কতকি দিচ্ছে। একজনের মাথার উপর দিয়ে আরেকজন পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে আয়নায় দেখছে আর সাজছে।লিয়া নীল কালারের ভারী গাউন পড়েছে। চুলগুলো চিরুনি করবে সেই স্কোপ টাই পাচ্ছে না।মনেহয় না আজ আর আয়নার সামনে দাঁড়িয়ে লিয়ার চুল চিরুনি করা হবে।কারন যে ভিড় জমেছে আয়নার সামনে। উফ্!একজন চোখে আইলানার দিয়ে সরতে না সরতেই ফের আবার এসে আরেকটু গাঢ় করছে।এটা দেখে লিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ব্যাগ থেকে নিজের চিরুনিটা বের করে ফোন সামনে রেখে চিরুনি করতে থাকে।একটু আগেই শাওয়ার নেয়ার জন্য চুলগুলো ভেজা। শ্যামপু করা ভেজা চুলগুলো খোলাই রাখে লিয়া। রুপন্তী সাজগোজ করে এসে দুইহাতে লেহেঙ্গার দুইকোণা ধরে একটু দুলতে দুলতে বললো,,

“এই লিয়া দেখতো আমাকে কেমন লাগছে?”

লিয়া রুপন্তীর পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে বলল,,”মাশআল্লাহ। হেব্বি লাগছে।বিয়ে বাড়িতে এই লুকে তোকে দেখে কত ছেলে যে আ্যটাক ফ্যাটাক করে বসে, আল্লাহ মালুম।”

রুপন্তী ঠোঁট উল্টে বলল,,”আমাকে কি পেত্নীর মতো লাগছে যে আ্যটাক করবে,হুম। নিশ্চয় ভালো লাগছে না।সাজটা ভালো হয়নি।তাই এরকম বলছিস।”

লিয়া মৃদু হাসলো।কোমল স্বরে বলল,,”আরে সত্যি তোকে অসম্ভব সুন্দর লাগছে।আমি তো মজা করে বললাম।আর তোকে তো একদম আগুনের স্ফুলিঙ্গ এর মতো লাগছে।তাই বলছি,ছেলেরা দেখার সাথে সাথেই তাদের বিপি এতো বেড়ে যাবে যে,আ্যটাকও করে বসতে পারে।”

“মে হু সারারা।”
রুপন্তী খিলখিলিয়ে হাসতে হাসতে বললো।বাড়ির মুরব্বিরা ওদিকে তাড়া দিতে থাকে। রুপন্তী হাসি থামিয়ে লিয়াকে ইশারা করে বলল,,”চল।ওদিকে তাড়া দিচ্ছে।”

রুপন্তী হঠাৎ লিয়ার মুখের দিকে সরু চোখে চাইল।নাক মুখ কুঁচকে বলল,,”এতো লাইট সাজগোজ বিয়ে বাড়িতে। শুধু ঠোঁটে লিপবাম আর কিছুই তো চোখে পড়ছে না।চোখে কাজলও তো নেই দেখছি।”

“এই গরমে চোখে কাজল দিলে ঘেমে লেপ্টে একাকার হয়ে যাবে।আর তখন আমাকে একদম উয়িচ লাগবে।”

রুপন্তী ড্রেসিং টেবিলের সামনে থেকে একটা টিপের পাতা হাতে নিল।সেখান থেকে একটা ছোট্ট গোল নীল টিপ হাতে নিয়ে লিয়ার দুই ভ্রু এর মাঝে বসিয়ে দিলো।লিয়া কপাল কুঁচকে কিছু বলবে তার আগেই রুপন্তী লিয়ার হাত ধরে বলল,,”টিপটাতে তোকে আরো বেশি সুন্দরী লাগছে।আমি নিজে যখন দিয়েছি ফেলিস না কিন্তু,হু।আর চল দোস্ত।ওদিকে গাড়ি বুকড হয়ে যাবে।তুই আমার সাথে ভাইয়ার গাড়িতে যাবি।কেমন?”

জারিফ মিনিট পাঁচেক হবে আসছে।রুপম খয়েরি রঙের শেরওয়ানি পড়েছে।মাথায় পাগড়ি।বর বেশে দারুন লাগছে।রুপম গাড়ির সামনে দাঁড়িয়ে আছে।ওর সাথে ওর ফ্রেন্ডরা এটাসেটা বলে মশকরা করছে। গাড়িগুলো বাড়ির মেইন ফটকের সামনে রাস্তায় দাঁড় করানো।রোহান গাড়ির দরজার উপর একহাত দিয়ে দাঁড়িয়ে ছিলো।এমন সময় গেইটে চোখ যেতেই মৃদুস্বরে বলল,”মারডালা ইয়ার।”কথাটা বলেই একহাতে সানগ্লাস টা খুলল।জারিফ দুইহাত প্যান্টের পকেটে গুঁজে সটান দাঁড়িয়ে ছিলো।রোহানের কথাশুনে জারিফ কপাল কুঁচকে রোহানের দিকে তাকায়। রোহানের দৃষ্টিকে অনুসরণ করে তাকাতেই জারিফের দুইচোখ থমকে যায় নীল গাউন পড়া লিয়ার মাঝে।বাতাসে স্লিকি কিছু চুল উড়ে এসে মুখের উপর পড়ছে।লিয়া একহাতে কানের পাশে গুঁজে নিল।মুখে কোনো কৃত্রিমার ছোঁয়া নেই। ফর্সা ইন্নোসেন্ট ফেসটা যেনো শুভ্রতার প্রতিক। মায়াবী হরিণী আঁখিযুগল সবচেয়ে বেশি নজর কাড়ছে। ফর্সা মুখে পাথরের ছোট্ট নীল গোল টিপটা খুবই আকর্ষণীয় করেছে লিয়াকে।রোহান মৃদুস্বরে গুনগুনিয়ে বলে উঠলো,,”নীল নীল নীলাঞ্জনা,চোখ দুটো টানাটানা।কপালের টিপ যেনো জোনাকির দিপ।আমি

জারিফের কপালের রগগুলো বেশ ফুলে উঠেছে।জারিফ কটমট চোখে রোহানের দিকে চাইল।একহাত মুঠো পাকিয়ে রোহানকে থামিয়ে দিতে কর্কশ গলায় দাঁতে দাঁত চেপে বলল,,”স্টপ। প্লিজ স্টপ।”

রোহান জারিফের কথায় বেশ বিরক্ত হলো।একটু নড়েচড়ে দাঁড়ালো। বিরক্তকর গলায় বলল,,”এই জারিফ তোর সমস্যা কোথায় বলতো? হেল্প করতে বললাম তা তো করলিই না।আর এখন আমার অনুভূতিগুলো একটু প্রকাশ করছি গানের মধ্যে সেখানেও বা হাত দিয়ে সব স্পয়েল করে দিলি। তোর সমস্যাটা কি বলতো?”

জারিফ ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে।নিজেকে স্বাভাবিক করে।মুখে স্বাভাবিক ভাবটা ফুটিয়ে তুলে শান্ত গলায় বলে উঠলো,,”সমস্যা অনেক।”

“হোয়াট?”

রোহানের কথার প্রতিউত্তরে কিছু বলল না জারিফ।রোহানকে উদ্দেশ্য করে শান্ত স্বরে ফের বলল,,”তওবা পড়।আর অন্যের বউয়ের দিকে নজর দেওয়া বাদদে।”

কথাটা রোহানের মাথার উপর দিয়ে যায়।অন্যর বউ এর উত্তর জানতে রোহান ফের প্রশ্ন করে উঠলো,,
“বুঝলাম না।কি বলতে চাইছিস?অন্যর বউ মানে?বুঝেছি আবার উল্টাপাল্টা বলবি।কালকে রাতের মতো।যা এবার আর আমি তোকে বিলিভ করছি না।আমি কি প্লান করেছি জানিস তুই? আমি তো ভেবেছি এখান থেকে বিয়ে খেয়ে বাড়িতে যাওয়ার পর মা বাবাকে বলে সোজা লিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো।আই হোপ জামাই হিসেবে লিয়ার ফ্যামেলি আমাকে একসেপট করবে।ওয়েট কর কিছুদিনের মধ্যেই আবার একটা বিয়ের দাওয়াত পাচ্ছিস।”

নিজের বউয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে নিজের বন্ধু কথাটা খুবই অপমানজনক লাগলো জারিফের কাছে।ভিতরে ভিতরে রাগে ফুঁসছে জারিফ।রোহানকে উদ্দেশ্য করে জারিফ কিছু বলবে।সেই মুহূর্তে রূপম তাড়া দিয়ে বলে উঠলো,,”এই রোহান গাড়িতে ওঠ।এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে গল্প করবি নাকি।দেরি হয়ে যাচ্ছে তো।সবাই এসে পড়েছে তো।”

বরের গাড়ির সামনেই রুপম সহ ওর ফ্রেন্ডরা দাঁড়িয়ে ছিলো। রুপন্তী আর লিয়া গাড়ির পাশে এসে দাঁড়ায়।রোহান সাইড হয়ে দাঁড়ায়।জারিফ পূর্বের জায়গায়ই দাঁড়িয়ে লিয়া একহাত দূরত্বে।রুপম অপর সাইডের ডোর দিয়ে গাড়িতে উঠতে উঠতে বলল,,”এই রুপু উঠ।আর লিয়া তুমিও বসো।”

রুপন্তী উঠে বসে ডান দিকে চেপে বসে লিয়াকে ইশারা করলো।লিয়া গাড়িতে উঠতে যাবে সেই মুহূর্তে জারিফ লিয়ার দিকে খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে বলল,,”তুমি আমার সাথে যাবে।চলো।”

লিয়া এতক্ষণ চোরাচোখে জারিফকে দেখলেও এবার মুখটা ঘুরিয়ে সরাসরি জারিফের দিকে চাইল জারিফের চোখে চোখ রাখল।কোনো কথা না বলে পাঁচ সেকেন্ড পর মুখটা ঘুরিয়ে নিয়ে সোজা গাড়িতে উঠে বসল।এদিকে জারিফের কথা না শোনায় জারিফের খুব রা’গ হতে থাকে।জারিফ মনেমনে আওড়ায়,আমি ওকে বললাম।ও আমার কথা কানেই তুলল না। কথাটা রাখা তো দূর কোনো প্রতিউত্তর করলো না।এভাবে ইগনোর করার মানে কি?

লিয়া গাড়িতে বসে শব্দ করে ডোর লাগিয়ে দেয়।মাঝে রুপন্তী তারপর জানালার পাশে রুপম।জারিফ ভাবনা থেকে বের হয় রোহানের কথায়।রোহান উচ্ছ্বসিত কন্ঠে বলে উঠলো,,”জারিফ তোর সাথে শাওন যাবে।আমি এই গাড়িতে যাচ্ছি।আমি সামনে বসছি।”

“তুই আমার সাথে যাবি। এমনিতেই তোর সাথে আমার অনেক কথা আছে।।”

রোহানকে বাঁধা দিয়ে জারিফ বলে উঠলো।রোহান কিঞ্চিৎ বিরক্ত হলো। ঠোঁট চেপে ফের বলল,,”কী কথা?”

“গাড়িতে গিয়ে বস।সব বলছি।”

বরের গাড়িতে গেলে কত্ত ভালো হতো।আর কিছু হোক বা নাহোক লুকিং গ্লাসে লুকিয়ে লুকিয়ে লিয়াকে দেখা তো যেতো।এই জারিফের জন্য সেটাও হলো না।আমার এইভালোলাগার ক্ষেত্রে জারিফ বারবার বাঁধা হয়ে আসছে কেনো? আশ্চর্য! জারিফের মতলবটা কী?এসব কথা মনেমনে বললেও মুখে কিছুই বলল না রোহান। বন্ধুর কথা মতো বন্ধুর গাড়িতে গিয়ে বসল।আর ভাবল,জারিফ তো ফা’জ’লা’মো করার ছেলে নয়। নিশ্চয় সিরিয়াস কিছু বলার আছে।সেটাই বলবে হয়তো।গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই একসাথে অনেকের কন্ঠ আসলো

“শাদি মোবারক”

গাড়ি চলছে আবাসিক এলাকার পথ দিয়ে।একটু স্লো গতিতে।লিয়া জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিয়ে হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে মনেমনে আওড়ালো, উফ্!জারিফ আপনি যদি কথাটা ফিসফিসিয়ে না বলে,অধিকার নিয়ে জোর গলায় সবার সামনে বলতেন।তাহলে আমি হাসি মুখে সাচ্ছন্দ্যের সাথে আপনার সাথে যেতাম।যেদিন আপনার মধ্যে অধিকার বোধ জাগ্রত হবে।সাথে যদি বিন্দু পরিমাণ ভালোবাসা,টান দেখতে পাই।সেদিন ফের নিজের মনোভাব প্রকাশ করবো।তার আগে নয়।

বিয়ে বাড়িতে প্রথমে খাওয়া দাওয়া পর্ব হয়। খাওয়া দাওয়া পর্ব শেষে বিয়ে পড়ানো শুরু হয়।জারিফ বাইরে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছিলো।বিকেল অথচ রোদের তেজ দেখে মনে হচ্ছে মধ্যদুপুর।লোকজনের ভীড়ে গরমটাও একটু বেশিই লাগছে।খাওয়া দাওয়া শেষে গরম লাগায় একপাশে ফাঁকা জায়গায় দাঁড়ায় জারিফ।এখানে এসে খাওয়ার সময় লিয়াকে দেখেছে তারপর আর দেখা হয়নি।লিয়া হয়ত ভেতরে আছে।জারিফের ভাবনার ছেদ ঘটে মেয়েলি স্টাইলি চিকন স্বর শুনে।

“হায়! মিস্টার জারিফ।কেমন আছেন?”

জারিফ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে ব্লাক কালারের জর্জেট শাড়ি পরনে দাঁড়িয়ে আছে কবিতা। বলাবাহুল্য ফর্সা গায়ে ব্লাক শাড়িতে এককথায় অসাধারণ লাগছে কবিতাকে।জারিফ স্বাভাবিকভাবে বলল,,”ওয়েল।এন্ড ইউ?”

কবিতা স্মিত হেসে কোমল স্বরে বলল,,”আ’ম ভেরি ওয়েল।”

কফি কালারের ক্যাট আই শার্ট।এ্যশ কালারের প্যান্ট ইন করে পড়া।পায়ে ব্লাক স্যু। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা।হাতের লোমগুলো ঘেমে পেশির সাথে লেপ্টে আছে। জারিফকে এইলুকে খুবই আকর্ষণীয় লাগছিলো।কবিতা একপল জারিফকে পরখ করলো। অতঃপর জারিফের মুখশ্রীতে শান্ত চাহনিতে চাইল।কন্ঠে একরাশ কোমলতা নিয়ে ফের ঠোঁট আওড়ালো,,
“তা বলুন মিস্টার জারিফ আমাদের আপ্যায়নটা কেমন লাগলো আপনার?আর আমাদের পরিবেশ প্লাস আমাদের বাসাটা কেমন লাগছে?”

জারিফ একহাত প্যান্টের পকেটে গুঁজে দাঁড়ালো।অন্যহাতে কপালের উপর আসা চুলগুলো পেছনে ঠেলে দেয়। স্মিত হেসে বলল,,”ভালো।খুব ভালো।”

কবিতা মুচকি হাসলো।ফের বলল,,”এতো ছোটো উত্তর।আমি তো ভেবেছিলাম আপনি লং উত্তর দিবেন।আমাদের এখানে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে সেসব বলবেন। সর্বোপরি এখানে না আসলে কি মিস করতেন?”

শেষের কথাটা জারিফের বোধগম্য হলো না।আর জারিফ বোঝার চেষ্টাও করলো না।জারিফ কপাল কুঁচকে বলল,,”আমি মানুষটাই স্বল্পভাষী।এইজন্য বোধহয় আমার অনুভূতিগুলো ঠিকঠাক প্রকাশ করতে পারিনা। ভালো লাগছে আপনাদের এখানে এসে।আপনাদের পরিবেশটা এককথায় বললে অসাম।আর এখানে এসে খুব ভালো লাগছে।”

“থেংকিউ।”

কবিতা বাম হাতের উপর রাখা শাড়ির আঁচলটা ডানহাতের সাহায্যে একটু ঠিক করে নিল।লাল লিপস্টিক দিয়ে কৃষ্ণচূড়ার রঙে রাঙিয়ে রাখা পাতলা ওষ্ঠদ্বয় নেড়ে চিকন স্বরে ফের বলল,,”সেদিন একটা কাজে আপনাদের ডিপার্টমেন্টে গিয়েছিলাম।আপনার রুমের সামনে দিয়ে গেলাম। আপনার রুম লকড দেখলাম আপনি বোধহয় সেইসময় ছিলেন না।আমি তো ক্যান্টিনে গেলেও মাঝে মাঝে আপনাকে খুঁজি।বাট আফসোস আপনাকে দেখা যায় না।”

“আমি ক্যান্টিনে খুব কমই যাই। খুব প্রয়োজন ছাড়া ওদিকটায় যাওয়া হয় না।”

“ওহ্।বাই দ্য ওয়ে কখনো এগ্রোনমি ডিপার্টমেন্টে গেলে আসবেন।চায়ের ইনভাইট আগাম করে রাখলাম।”

“থেংকিউ।”

কবিতা খানিকটা দ্বিধাদ্বন্দ্বিত গলায়ই বলল,,”আমরা তো এখন রিলেটিভ আবার একই ভার্সিটিতে একই প্রফেশনে আছি।তাই বলছি কখন কোন সময় দরকার পড়ে।সো কিছু মনে না করলে আপনার কন্টাক্ট নম্বরটা কি দেওয়া যাবে?”

জারিফ একশব্দে বলল,,”শিওর।”

জারিফ মোবাইল নম্বর বলতে থাকে কবিতা ফোনে নম্বর তুলতে থাকে।

বিয়ে পড়ানো দেখে লিয়ার সেদিন রাতের কথা মনে পড়ে।নিজের বিয়ের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই মনটা কেমন যেনো বিষিয়ে উঠলো। অস্থিরতার সৃষ্টি হলো।লিয়া অস্থিরতা কা’টা’নোর জন্য বাইরে আসে।বাইরে এসে গার্ডেন এরিয়ায় যায়।লিয়া কিছুটা সামনে তাকাতেই জারিফ আর কবিতাকে দেখতে পায়।একনজর দেখে লিয়া দৃষ্টি সরিয়ে নেয়। মনমস্তিষ্ক চম্বুকের মতো ঐদিকেই টানছে।লিয়া আবার ওদিকে তাকালো। আড়চোখে কবিতাকে পরখ করলো। ব্লাক জর্জেট শাড়িতে ফর্সা মেদহীন পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। ব্লাউজের হাতটাও তুলনামূলক শর্ট।কি সুন্দর মুখে মিষ্টি হাসি নিয়ে জারিফের সাথে কথা বলছে।আবার দেখেই বোঝা যাচ্ছে দুজনে নম্বর আদান প্রদান করছে।এটা দেখে লিয়া রাগে গজগজ করতে থাকে।লিয়ার সব রা’গ হচ্ছে জারিফের উপর।লিয়া অস্পষ্ট স্বরে আওড়ায়,, অসভ্যলোক কোথাকার। বান্ধবীরা বলতো পুরুষ মানুষের নাকি কখনো নির্দিষ্ট শখের নারী হয়না।সব নারীই শখের হয়।একে দেখো তো এখন প্রুভ হয়ে যাচ্ছে কথা হানড্রেড পার্সেন্ট সত্যি।বউ থাকতে সুন্দরী মেয়ে দেখছে আর অমনি ছুকছুকানি স্বভাব ফুটে উঠেছে।বিয়ে বাড়িতে এসেই মেয়ে দেখে আলাপ শুরু করে দিয়েছে।আরেব্বাস এতো সবার থেকে আরো বেশি ফাস্ট দেখছি।এক ঘন্টা হলো না আসছে।আর এরমধ্যে কিনা সুন্দরী প্লাস হ’ট দেখতে একটা মেয়েকে পটিয়ে কন্টাক্ট নম্বর পর্যন্ত আদান প্রদান শুরু করছে। উফ্!উনার যে বিষয়টা আমাকে বেশি আকর্ষিত করতো।সেটা উনার হাই পার্সোনালিটি।আমি তো দেখছি বিসমিল্লাহই গলদ করে ফেলেছি।এর ক্যারেক্টার যে মোটেও সুবিধার ঠেকছে না। এক ঘন্টার আলাপে যে কন্টাক্ট নম্বর নিতে পারে,সে যে একদিনে বেড পার্ট

এতটুকু বলে লিয়া জিহ্বায় কামুড় দেয়।নিজের মাথায় নিজেই বাম হাত দিয়ে হালকা থা’প্প’ড় দেয়।ফের ভাবে, উফ্!আমি একটু বেশিই ভেবে ফেলছি নাতো?উনার সাথে তো দুই দুবার রাতে একাএকা আসলাম।কই খা’রাপের এতটুকুও আভাস টের পাইনি তো।আর উনি আমার বর।তাই না জেনে অহেতুক এরকম ভাবাটা পা’প হবে।তবে ছুকছুকানি নেচার কিছুটা আছে।এটা আমি অস্বীকার করতে পারছি না।এতএত মেয়ে থাকতে উনার কিনা ঠিক সুন্দরী দেখতে,ডানাকাটা পেট-পিঠ বের করা মেয়ের সাথেই খেজুরে আলাপ জুড়তে হলো। উফ্!লিয়া তোর একদম ফাটা কপাল।

মুখের উপর আসা চুলগুলো একহাতে কানের পাশে গুজতে গিয়ে হঠাৎ লিয়ার কানের দুলের সাথে কয়েকটা চুল আঁটকে যায়।চুলে টান লাগে।লিয়া ছড়ানোর জন্য দুইহাতে চেষ্টা করতে থাকে।জারিফ এড়িয়ে যেতে চাইলেও কবিতা এটাসেটা গল্প জুড়ে নিয়েছে।জারিফ হা হু করছে কবিতা নানান কথা বলছে।কিছুক্ষণ পর জারিফের নজর যায় গার্ডেনের পাশে লিয়ার দিকে।জারিফ কবিতাকে উদ্দেশ্য করে বলল,,

“মিস কবিতা আমার একটু কাজ আছে।আমি আসছি।”

কবিতা হাসিমুখে বলল,,”ওকে।আর বিয়ে পড়ানো বোধহয় এতক্ষণে শেষ হয়েছে।আর কিছুক্ষণের মধ্যেই তো বিদায় হবে।আমাকেও এবার ভেতরে যেতে হবে। মিস্টার জারিফ আবার আসবেন কিন্তু। আপনার বন্ধুর সাথে মাঝে মাঝেই আসবেন।”

কবিতা কথাটা বলেই ভেতরে যেতে থাকে। উফ্ !জারিফ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে টানা পা ফেলে লিয়ার পাশে গিয়ে দাঁড়ায়।কোনো কথা ছাড়াই একহাতে লিয়ার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়।লিয়ার কানের পাশে হাত দিয়ে চুল ছাড়িয়ে দেয়।লিয়া অবাক চোখে জারিফের দিকে চেয়ে রইলো। দুই সেকেন্ড খানেক পরেই কিছুক্ষণ আগে জারিফ আর কবিতার আলাপন দৃশ্য মনে পড়তেই লিয়ার চোয়াল শক্ত হয়ে আসে।দমে থাকা রা’গ টা ফের জেঁকে বসলো।ভিতরে ভিতরে লিয়া সাপের মতো ফুঁসছে।জারিফ সুগভীর শান্ত চাহনিতে লিয়ার দিকে তাকিয়ে মৃদু আওয়াজে বলল,,

“অনেক তো হলো বিয়ে খাওয়া।এখন তুমি আমার সাথে যাবে।আর আমি তোমাকে বাসায় ড্রপ করে দেবো।”

লিয়া তড়িৎ বিস্ময়কর চাহনিতে চাইলো।কপাল কুঁচকে বলল,,”হোয়াট?কি বলতে চাইছেন?”

জারিফ নির্বিকার ভঙ্গিতে বলল,,”বাংলাতেই তো বললাম।বুঝতে পারোনি? ওকে ব্যাপার না একদম ডিটেইলসে বুঝিয়ে বলছি।আমি আজকে রাতে থাকছি না।তাই তোমারও থাকা হচ্ছে না।আর রোজ রোজ তোমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমার থাকা সম্ভব নয়।সো আমি যেহেতু থাকতে পারছি না।আর তোমাকে ওভাবে ইনসিকিউর রাখাও আমার জন্য সম্ভব নয়।তাই ভেবে দেখলাম তোমার বাসায় যাওয়াটাই বেটার হবে।এখান থেকে সরাসরি তুমি আমার সাথে তোমার বাসায় যাবে।আর ইউ ক্লিয়ার?”

জারিফ মুখায়ব টানটান করে উত্তরের আশায় থাকে।লিয়া ভ্রু যুগল কুঁচকে কিছুটা রুক্ষ কন্ঠে বলল,,”আপনি থাকতে পারবেন না তার জন্য আমার না থাকার সম্পর্ক কি? অদ্ভুত!আর কে বলেছে আমার সিকিউরিটি নিয়ে আপনাকে মাথা ঘামাতে?আমি সব সময়ই সিকিউর থাকি, হুম।আমাকে নিয়ে আপনার এই খামোখা হেডেক বাদ দিন।”

জারিফ বেশ স্বাভাবিকভাবে বলে উঠলো,,”কালকে রাতের কথা ভাবো।আমার জায়গায় অন্যকেউ হলে বিষয়টা কেমন হতো?অতশত কথা বাদ দাও যা বলছি তাই করো।”

লিয়া ঠোঁট বেঁকিয়ে বলল,,”কালকে রিসেপশন।কালকে আব্বু আম্মু আসবে। আর আমি আব্বু আম্মুর সাথেই বাসায় ফিরবো। আপনার সাথে নয়,হু।”

“আন্টি আঙ্কেল আসবে।আর তুমি যদি রিসেপশনে আসতেই চাও আমাকে বলো আমি নিয়ে আসবো।তবুও তোমাকে এভাবে রেখে যাওয়া পসিবেল নয়।আর আজকে আমাকে বাসায় যেতে হবে। এক্সামের খাতা দেখা বাকি আছে। সেগুলো কমপ্লিট করতে হবে।সো আমি চাইলেও আজকে থাকা সম্ভব হবে না।আশাকরি আর বাড়তি কথা বলবে না।”

কথাটা শেষ করেই লিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই জারিফ পিছন ঘুরে পা বাড়ায়।লিয়া একহাত উঁচু করে দাঁতে দাঁত চেপে বলল,,”এইযে মিস্টার।”

জারিফ তড়িৎ পিছন ঘুরে লিয়ার দিকে চাইলো।বাম ভ্রু নাচিয়ে ইশারায় বলল”কি হয়েছে?”

লিয়া ফাঁকা একটা ঢুক গিলে নেয়। অতঃপর একটু জড়তা নিয়ে মৃদু স্বরে বলল,,”আপনি কে আমাকে এইভাবে হুকুম জারি করার, হুম?আর আমি কেনোই বা আপনার কথা শুনবো?আমি বাধ্য নই আপনার কথা শুনতে,হু। আপনার কোনো রাইট নেই আমাকে এইভাবে বলার।”

জারিফ লিয়ার দিকে কয়েক পা এগিয়ে যায়।লিয়ার সামনা-সামনি দাঁড়ায়।জারিফের মুখের এক্সপ্রেশন দেখা বোঝা যাচ্ছে না রেগে গিয়েছে নাকি স্বাভাবিক আছে।তবে লিয়ার নিজের কাছে খা’রাপ লাগছে আরেকটু ভদ্রভাবেও তো বলা যেতো এভাবে না বলে। উফ্!তখন থেকেই মাথাটা গরম আছে।ওনার খেজুরে আলাপন দেখে।জারিফের এভাবে এগিয়ে আসা দেখে লিয়া ঘাবড়াতে থাকে।এমনি গরম তার উপর টেনশনে লিয়া ঘামতে শুরু করে।লিয়া পিছনে ঘাড় ঘুরিয়ে একপলক দেখলো। নাহ্ পিছনে সরার জায়গা নেই। কাঁটা তারের বেড়া দেওয়া।বাগানের ফুলগুলোর বেড়া পিছনে আর সামনে জারিফ।জারিফ লিয়ার সামনা-সামনি দাঁড়ালো।দুইহাত প্যান্টের পকেটে গুঁজে মাথাটা কিঞ্চিৎ ঝুঁকে একদম লিয়ার চোখে চোখ রাখল।জারিফের প্রতিটা নিঃশ্বাস লিয়া কাউন্ট করতে পারছে।লিয়া কাঁপা কাঁপা গলায় বলল,,”ক কি হচ্ছে কি?সরে দাঁড়ান।”

জারিফ ভাবলেশহীন আছে।ওভাবে দাড়িয়েই নির্বিকার ভঙ্গিতে বলল,,”নাতাশার মামী!তুমি ভালো করেই জানো আমার রাইট আছে কি নেই।তবে শুধুশুধু জোর করে অধিকার খাটানো আমার নেচার নয়।আর আমি এটা লাইকও করি না।নাতাশার মামীকে সেভ রাখা আমি আমার রেসপনসিবিলিটি মনে করি।”

লিয়া তাৎক্ষণিক বলে উঠলো,,”নাতাশার মামাও শুনে রাখুক,কেউ এই সো কল্ড দায়িত্ব পালন করুক।আমি সেটা কখনোই চাইনা।আমার এতটাও করুণ দিন আসেনি কারো দায়িত্ব হয়ে থাকার।”

জারিফ দুই আঙ্গুলে কপালে স্লাইড করে ছোট করে শ্বাস টেনে নিলো।নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে খানিকা মোটা স্বরে দাঁত চেপে বলল,,”এই তোমার সমস্যা কি বলোতো?যেকোনো কথাকে জটিল করে ফেলো কেনো?সব সময় একটা সাধারণ কথাকে তুমি জটিল বানিয়ে ফেলো। প্রবলেম টা কোথায় তোমার,হাহ?তুমি যেটা মিন করছো,আমি সেভাবে বলিনি।কোনো বিষয় তুমি সহজভাবে নিতেই জানো না।সব সময় সুন্দর পরিবেশটা ন’ষ্ট করে দেওয়ার উস্তাদ তুমি।”

জারিফের কথায় লিয়া হকচকিয়ে যায়।লিয়া অবাক হয়ে বোকাবোকা চোখে জারিফের দিকে চেয়ে রইলো।জারিফ দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়।পকেট থেকে টিস্যু বের করে লিয়ার হাতে ধরিয়ে দেয়। ইশারায় মুখ মুছতে বলে।লিয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে।লিয়া টিস্যু দিয়ে কপালটা মুছে নেয়।আচমকা জারিফ লিয়ার কপালে হাত দেয়।লিয়া একটু নড়ে উঠলো। ঠোঁট মেলে কিছু বলবে তার আগেই টের পেলো বিষয়টা।টিস্যু দিয়ে মোছার সময় কপালের টিপ টা খানিকটা সরে যায়।জারিফ দুই আঙ্গুলে তুলে আবার দুই ভ্রুয়ের মাঝে ঠিক করে বসিয়ে দেয় টিপ টা।জারিফ ফের শান্ত গলায় থ্রেট স্বরুপ বলল,,

“যাওয়ার সময় সুন্দর করে সোজা আমার গাড়িতে গিয়ে বসবে।আমি তোমার জন্য ওয়েট করবো।আশাকরি তুমি চাইবে না লোকজনের মধ্যে কোনো সিনক্রিয়েট হোক।”

জারিফ আর বাক্য ব্যয় না করে প্রস্থান করে।লিয়া জারিফের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে,,”সাহস নেই সবার সামনে বউ বলে পরিচয় দেওয়ার।আর এখানে আসছে অধিকার ফলাতে।আমিও আপনার সাথে যাচ্ছি না।দেখা যাবে আপনি কি করেন?হু।”

চলবে,,,

(গতকালকে দেওয়ার কথা বললেও দিতে পারিনি সেইজন্য দুঃখিত। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।হ্যাপি রিডিং।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here