আশার_হাত_বাড়ায়|৩৮| #ইশরাত_জাহান 🦋

0
136

#আশার_হাত_বাড়ায়|৩৮|
#ইশরাত_জাহান
🦋
সকল নিয়ম পালন করে শ্রেয়াকে আনা হলো ফারাজের ঘরে।আজ থেকে এটা শুধু ফারাজের নয় শ্রেয়ার নিজেরও ঘর।অর্পা ও অহি মিলে নিয়ে আসলো শ্রেয়াকে।সাথে মিমিও আছে।মিরাজ নিয়ে আসলো ফারাজকে।ফুলে সজ্জায়িত বিছানা।চারপাশ থেকে রজনীগন্ধার ঘ্রাণ।পরিবেশটা দেখে কিছুটা লজ্জা পেলো শ্রেয়া।পাশে ছোট বড় দুজন মানুষ আবার মিরাজ আছে।দুজনকে এক জায়গায় দার করিয়ে মিরাজ মিটিমিটি হাসতে থাকে।ফারাজ ভ্রুকুটি করে বলে,”ভেবলার মতো হাসছিস কেনো?”

“আজ তোমার বাসর ভাই।”

“তো!”

“বড়ভাইয়ের বাসরের ব্যাবস্থা করতে যেয়ে নিজের বাসরের কথা মনে পড়লো তাই।”

চোখ বড়বড় করলো অর্পা।এই ছেলের মুখে কোনো কথা আটকায় না।ফারাজ গলা খাকারি দিয়ে বলে,”অসভ্য কোথাকার।”

মিরাজ পাত্তা দিলো না।অর্পাকে নিয়ে বের হতে হতে বলে,”বেস্ট অফ লাক ব্রো।”

অহি মিমির হাত ধরে বের হবে তখন শ্রেয়া বলে,”ওকে নিয়ে যাচ্ছেন কেনো?”

অহি আহাম্বকের মতো তাকিয়ে বলে,”তাহলে ওকে কি করব?”

“আমার কাছে থাকবে না মিমি?”

“আজকের রাতে?”

শ্রেয়া তাকালো ফারাজের দিকে।বিড়বিড় করে বলে,”ভালো যখন বাসেই না বাসর আর কি হবে?এর থেকে ভালো মিমি থাকুক আমার সাথে।

এবার একটু জোরেই বলে,”মিমির মা হয়ে এসেছি আমি।মিমি তো আমার সাথেই থাকবে।”

মিমি মুখে হাত দিয়ে ফোকলা দাঁতে হেসে বলে,”বাচ্চারা বড় হলে আলাদা থাকে জানো না?”

“তুমি তো এতটাও বড় না।”

“অভ্যাস করেছি আমি।পাপা আর আমি একসাথে ঘুমাই না।”

“আমার সাথে ঘুমাবে।”

“আজ না অন্যদিন।আজকে আর এসব নিয়ে কথা বাড়াতে হবে না।আসি আমরা।”(অহি)

“গুড নাইট মাম্মাম।”(মিমি)

মিমির মুখে মাম্মাম শুনে খুব খুশি হলো শ্রেয়া।ঠোঁট চওড়া করে হেসে গুড নাইট জানালো।ওরা যেতেই দরজা লাগিয়ে দিলো ফারাজ।শ্রেয়া এবার একটু নার্ভাস হয়ে পড়ল।বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় যেতে নিলে ফারাজ বলে ওঠে,”আশেপাশে কি ক্যামেরা আছে?”

শ্রেয়া সাথে সাথে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো।মুচকি হাসলো ফারাজ।সে প্রশ্ন করেছে আর শ্রেয়া কি না ক্যামেরা খুঁজতে ব্যাস্ত।ভালোভাবে খোজার পর বলে,”কই ক্যামেরা?”

“আমি প্রশ্ন করেছিলাম।খুঁজতে বলিনি।”

“না,কোনো ক্যামেরা নেই?”

“আমি কি বাংলা সিনেমার হিরোদের নাদান মতো দেখতে?”

“না।”

“আপনি কি নিজেকে বাংলা সিনেমার ন্যাকা নায়িকা মনে করেন?”

“কেনো?”

“এই যে বাসরে বাংলা সিনেমার মতো করে বালিশ নিয়ে অন্য জায়গায় যাচ্ছেন।যেনো মনে হচ্ছে আমি আমার বিছানায় আপনাকে স্থান দিচ্ছি না।”

চোখ ছোট ছোট করে তাকালো শ্রেয়া।ফারাজ আবারও বলে,”বাংলা সিনেমার আপডেট ভার্সন আমি আমার লাইফে আনবো না বলেই তো এতটা গ্যাপে বিয়ে করেছি।এখন দেখছি সেই লাইফটাই ব্যাক করছে।”

শ্রেয়া বালিশ রেখে দিলো বিছানায়।কোনো কথা না বলে অন্যদিকে ফিরে বসে আছে।মুখ গোমড়া হয়ে আছে।বাসরেও অপমান।এই লোকের টেরা কথা খালি শ্রেয়ার সাথেই বলতে হয়।ফারাজ শ্রেয়াকে দেখে নিয়ে বলে,”বাসরে নাকি স্বামীকে আগে সালাম করতে হয়।দেনা পাওনা মিটিয়ে নিতে হয়।এগুলো কি আমরা করবো না?”

শ্রেয়া জিহ্বায় কামড় দিলো।পাশে থাকা ঘোমটা নিয়ে আবারও গেলো ফারাজের কাছে।পা ধরে সালাম করতে নিবে ফারাজ থামিয়ে দিয়ে বলে,”করতে হবে না সালাম।এমনিতেই হবে।তো বলুন কি চাই আপনার?”

“কিছু না।”

“বিয়ের প্রথম দিন বলে লজ্জা পেয়ে ঠিকই বলছেন কিছু চাই না।দুইদিন যেতে না যেতেই তো আমার হাতে বস্তা বস্তা জিনিসের লিস্ট ধরিয়ে দিবেন।”

শ্রেয়া কঠমঠ চোখে তাকালো ফারাজের দিকে।ফারাজ বলে,”মিথ্যা কিছুই বলিনি।আপনারা মেয়েরা প্রথমে লজ্জা পেয়েই ছেলেদের ইমপ্রেস করেন।এরপর যেই লজ্জা নিবারণ হয় ওমনি হাতে ধরিয়ে দেন বস্তা ভরা লিস্ট।নারী জাতি বোঝা বড় দায়।”

“এই নারী না থাকলে আপনি পৃথিবীতে আসতেন না।”

“পুরুষ না থাকলেও আমি পৃথিবীতে আসতে পারতাম না।আমাকে পয়দা করতে একটা নারী না পুরুষেরও অবদান আছে।”

“আপনি তো দেখছি আরেক লাগামহীন।”

“সত্যি কথা বলেছি বলে লাগামহীন!”

“আপনি থাকুন নারী পুরুষের অবদান নিয়ে আমি ঘুমাবো।”

“আটকে রেখেছি আমি?”

“ধুর!”

শ্রেয়া ঘুমাতে গেলে ফারাজ আলতো হেসে লাইট অফ করে দেয়।শ্রেয়া চোখ বন্ধ করে নেয়।ফারাজ শুতে শুতে বলে,”প্রথম রাত স্ত্রীর অনুমতি ছাড়া তাকে নিজের আয়ত্তে আনতে চাই না।তবে হ্যাঁ রাতে ঠ্যাং চলে গেলে বুঝে নিবেন গভীর ঘুমে ছিলাম তাই চলে গেছে।বয়স হয়েছে তো হাত পা কন্ট্রোলে থাকে না।আমি কিন্তু নিজ ইচ্ছায় আপনার কাছে আমার ইজ্জতের দফারফা করবো না।”

চোখ মেলে বড়বড় করলো শ্রেয়া।এই লোক আজ এমন করছে কেনো?মাথা কি গেলো নাকি ভাবছে।”আমাকে নিয়ে ভাবার জন্য সারা জীবন পড়ে আছে।এখন এসব ভাবতে থাকলে সারারাত জাগা হয়ে যাবে।সকালে আপনার উপর দিয়ে চাপ যাবে।কাল আপনার অর্ডার আছে তো।”

ফারাজের কথা শুনে চোখ বন্ধ করে শ্রেয়া।ঘুমিয়ে যায় ধীরে ধীরে।

মিমি শুয়ে আছে আর মিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অহি।কিছু একটা ভেবে অহি বলে,”আচ্ছা নানু তোমার কি তোমার মম্মির কথা মনে পড়ে?”

মিমি তাকালো অহির দিকে।মিমি এটা বুঝে অহনা হলো অহির মা।অহির মনেও কষ্ট আছে।অহনাকে হারানোর কষ্ট অহি নিজেও পায়।মিমি বলে,”একটু একটু মনে পড়ে।”

“দেখা করবে তোমার মম্মির সাথে?”

ঘাবড়ে গেলো মিমি।খামচে ধরলো অহির হাত।ভীত কণ্ঠে বলে,”আমাকে তো মারবে।আমি দেখা করবো না।”

“না নানু।এখন আর মারবে না তোমাকে।তুমি কাছে গেলে তোমাকে অনেক ভালোবাসবে তোমার মম্মি।”

“তুমি জানো?”

“হ্যাঁ,তোমার মম্মি অনেক ভালো হয়েছে।এখন আর পঁচা কাজ করেনা।তোমাকে মিস করে।তোমার প্রিয় খাবার রান্না করতে চায়।তুমি যদি ভালোবেসে যাও তোমার মম্মি খুব খুশি হবে।”

ঠোঁট প্রসারিত করে হাসলো মিমি। বলে,”তাহলে আমি যাবো।মম্মির সাথে দেখা করবো।পাপাকে বলে কাল নিয়ে যেও।”

“তোমার পাপাকে বলতে হবে না নানু।তোমার পাপা কষ্ট পাবে।তুমি শুধু দেখা করেই চলে আসবে।”

“পাপাকে না বলে আমি কোথাও যাই না তো!”

“আমি নিয়ে যাবো আমার বান্ধবীর বাসায়।তাহলে যেতে দিবে।পাপাকে বলতে হবে না এই বিষয়ে কিছু।পাপাকে কষ্ট দেওয়ার দরকার নেই।তোমার মাম্মাম আর পাপা এখন হাসিখুশি আছে তোমাকে নিয়ে।এখন এগুলো বলে কষ্ট দিবে তুমি?”

“না।”

“তাহলে ওদের না জানিয়েই চলো।”

“আচ্ছা।”

মিমিকে কোলে জড়িয়ে মাথায় হাত বোলাতে লাগলো অহি।কাল মা মেয়ে একসাথে হবে।পুরোনো তিক্ত সম্পর্ক শেষ করে মধুর সম্পর্কে জড়াতে পারবে।

ভোরের আলো ফোটার আগেই কুরআন তিলাওয়াত শুনে ঘুম থেকে উঠে পড়ল ফারাজ।পাশে তাকিয়ে দেখে শ্রেয়া কুরআন তিলাওয়াত করছে।ফারাজ খুশি হলো।শ্রেয়া পড়া শেষ করে জায়নামাজ ভাঁজ করে ফারাজের দিকে তাকালো।মুখ ভেংচি দিয়ে অন্যদিকে ফিরলো শ্রেয়া।ফারাজ আহম্বক হয়ে বলে,”আমি আবার কি করলাম?”

“সকালে এতবার ডাকা হলো উঠলেন না কেনো?নামাজের সময় তো শেষ হতে যাচ্ছে।”

“কখন ডাকলেন?”

“আমি ডাক দেইনি কিন্তু আপনাকে কল করেছি।”

“এহ!বউ পাশে থেকে কখনও এভাবে কল দেয়?আজ প্রথম দেখলাম।”

“সূর্য চারিদিকে আলো ছড়াবার আগে নামাজ পড়ে নিন।”

ফারাজ চলে গেলো ওযু করতে।শ্রেয়া নেমে আসলো নিচে।রান্নাঘরে ঢুকে একেকটা জিনিস দেখতে থাকে।কিছুই চেনে না এই জায়গার।অর্পা হামি দিতে দিতে আসে।বলে,”কি খুঁজছিস?”

“চা বানাবো।কোন হাড়িতে চা বানায় তাই তো জানি না।”

“আমি দিচ্ছি।এত সকালে না উঠলেও পারতিস।”

“নামাজ পড়তে উঠেছি।আচ্ছা বাসার সবাই কেমন চা খায়? মানে হালকা লিকার নাকি কড়া।”

“একেকজন একেক চা।শাশুরি গ্রিন টি,অতসী ব্ল্যাক কফি,তোর জামাই সুগার ফ্রী ট্যাবলেট দিয়ে চা,আমার জামাই বেশি করে চিনি আর দুধ দিয়ে চা,আমাদের শশুর আমি আর কাকিয়া আদার আর লেবু দিয়ে লাল চা।”

“বাব্বাহ।এতগুলো চা তুই বানাস!”

“আমি না।মেইড আছে।তবে বাবার আমার আর কাকিয়ার জন্য সবসময় নিজে বানাই।”

“উনি সুগার ফ্রী ট্যাবলেট দিয়ে চা খান।ট্যাবলেট কোথায়?”

অর্পা একেক করে সবকিছু দেখিয়ে দিলো।শ্রেয়া চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিলো।অর্পার দিকে তাকিয়ে বলে,”এটাতে বাবা কাকিয়া আর তোর চা আছে।তোর জামাইয়ের পছন্দের চা তুই বানিয়ে দিস।আমি গেলাম উপরে।”

ফারাজ আর নিজের জন্য চা নিয়ে উপরে গেলো শ্রেয়া।ফারাজ নামাজ শেষ করেছে মাত্র।শ্রেয়া টি টেবিলের উপর ফারাজের জন্য আনা চা রেখে ব্যালকনিতে যায় নিজের চা নিয়ে।ফারাজ চায়ের কাপ নিয়ে ব্যালকনিতে আসলো।শ্রেয়ার পাশে দাঁড়িয়ে কোনো কথা না বলে চা উপভোগ করছে।শ্রেয়া আড়চোখে দেখছে ফারাজকে।ফারাজ সামনে তাকিয়ে আছে আর চায়ে চুমুক দিচ্ছে।এই মনোরম দৃশ্য আর আশেপাশের সকালের শীতল হাওয়া মন ছুঁয়ে নিচ্ছে শ্রেয়ার।শখের পুরুষের সাথে এভাবে সকালের চা উপভোগ করতে পেরে ভালো লাগছে শ্রেয়ার মনে।

শ্রেয়া আর ফারাজ দুজনেই রেডি হয়ে নিচে নামলো।শ্রেয়া আগে ওর পেস্ট্রি হাউজে যাবে।সাথে করে মিমিকেও নিতে চায়।কিন্তু অহি বলে,”আমি আজ আমার এক বান্ধবীর বাসায় যাব।মিমিকে নিয়ে যেতে চাই।আমার মিমিকে ওরা দেখতে চায়।”

ফারাজ সম্মতি দিলো।অহি একটু শান্তি পেলো মনে মনে।তিহান প্রশ্ন করে,”তোমার কোন বান্ধবীর কথা বলছো?”

“তুমি চিনবে বা।”(কিছুটা রুক্ষ কণ্ঠে)

জিনিয়া খোচা দিয়ে বলে,”তোমার বান্ধবীও আছে!পড়ালেখা তো করোনি।বান্ধবী পেলে কোথায়?”

“এই বাড়ির ভাত কপালে লেখা না থাকলে পড়ালেখা করার সুযোগ পেতাম।যতটুকু করেছি তারমধ্যে বান্ধবী জুটিয়েছিলাম।”

অহি যে তিহানকে ইঙ্গিত করে বলেছে এটা সবাই বুঝতে পারলো। তিহান চৌধুরী না চাইলে ফারহান চৌধুরী বেশ কয়েকবার অহিকে পড়াশোনা করার প্রস্তাব দেন কিন্তু অহি তখন স্বামী সংসার বুঝতো।স্বাভাবিকভাবে যে শিক্ষাটা অর্জন করা হয় সেই শিক্ষায় চলে মানবজাতি।অহির ক্ষেত্রেও তাই।পড়াশোনা না করে তূর্যকে বড় করলো।”

মিরাজ এসে টেবিলে বসতে বসতে বলে,”তূর্য আসবে কাল।”

সোফায় বসে নখে নেইলপলিশ দিচ্ছিলো অতসী।স্বামী আসবে শুনে খুশিতে লাফিয়ে বলে,”সত্যি!কিন্তু ও তো আমাকে কিছু বলেনি।”

“হয়তো সারপ্রাইজ দিতে চায়।”

“হাউ কিউট।”

মনে মনে হেঁসে দিলো ফারাজ।কাল সত্যি একটা সারপ্রাইজ আছে।তবে আনন্দের না বেদনার।

চলবে…?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here