#ভালোবাসা_তারপর
#পর্ব:২১
#তামান্না_শাহরিন_শশী
কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত।
অনুমতি ব্যাতিত কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
দেখতে দেখতে বিয়ের সময় ও এসে পড়েছে। বিয়েতে যাতে কোনো কমতি না থাকে এসব দায়িত্ব উচ্ছ্বাস নিয়েছে। যেহেতু উচ্ছ্বাসের ট্রিটমেন্ট চলছে তাই সে এখন পুরোপুরি সুস্থ না হলেও মোটামটো সুস্থ বলা যায়।
কথা ছিলো আবিদ আর বৃষ্টির বিয়ের অনুষ্ঠান করে তুলে দেয়া হবে আর উদয় ও রুহির আকদ হবে। কিন্তু দিন দিন বিপাশা বেগমের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে। রুহি এবং উদয়ের বিয়ে একেবারে অনুষ্ঠান করে রুহিকে উঠিয়ে আনবে। বিপাশা বেগমের অবস্থা চিন্তা করে কেউ আর দ্বিমত পোষণ করে না।
একটু আগে থেকেই বিয়ের সব প্রোগ্রাম শুরু হয়। প্রথমে মেহেদী এবং তারসাথে সংগীত। তারপর হলুদ হবে। বিয়ের পর রিশেপশন। উচ্ছ্বাস চায় না তার ছোটো ভাই বোনের বিয়েতে কোনো কমতি থাকুক। একসাথে যেহেতু দুটো বিয়ে তাই তারা একটা বড় রিসোর্ট ভাড়া করে সেটাই সব অনুষ্ঠান করবে। সব আত্নীয় স্বজন প্রায় এসেই পড়েছে। একটু পর মেহেদীর অনুষ্ঠান শুরু হবে। সেই কখন থেকে রুহি আর বৃষ্টি কে সাজানো হচ্ছে। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাই মালিহা বেগম ঊষাকে পাঠায় যেনো তারাতারি দুই বউকে নিয়ে আসে। বউ দের সাথে বিয়ে বাড়ির মেয়েরা তো আছেই। এদিক ওদিক ছেলে দেখছে। ঊষার বন্ধুবীরা তো কতক্ষণ ওটা নিয়ে টানাটানি করে তো কতক্ষণ অন্য ছেলে। এটা নিয়ে এদের হাসাহাসির শেষ নেই। এর মধ্যে সেখানে উচ্ছ্বাস এসে উপস্থিত হলে সবাই চুপ করে উচ্ছ্বাস কে দেখেই চলেছে। উচ্ছ্বাস এসে ঊষাকে জিজ্ঞেস করে সব ঠিক ঠাক আছে কিনা? তাহলে যেনো বউদের নিয়ে আশা হয়। ঊষা সব ঠিক আছে জানিয়ে রুহি আর বৃষ্টি কে আনার জন্য সবাই তার সাথে যেতে বলে। এদিকে উচ্ছ্বাস কথা শেষ করে চলে যেতেই মেয়েদের মধ্যে গুঞ্জন উঠে কে উচ্ছ্বাসকে দেখে ফিদা হয়েছে তো কার কোন জিনিস ভালো লেগেছে। এসবে ঊষা বিরক্ত হয়ে উঠে আসে। বাচ্চারা এদিক ওদিক দৌড়া দৌড়ি করছে। ঊষার সামনে এসে এক পিচ্চি দৌড়ে এসে ধাক্কা লাগে। ঊষা শাড়ি পড়াতে নিজেকে সামলাতে না পেড়ে নিজেও বাচ্চার সাথে উল্টে পড়ে। ঠিক তখনই সেখানে এক লোক এসে দাঁড়ায়। ঊষা জুতো জোড়া দেখে উপরে তাকায়। তাকিয়ে দেখে শব্দ এসে দাড়িয়েতার দিকে তাকিয়ে আছে। শব্দ বাচ্চাকে উঠেয়ে আশেপাশে তাকলো কেউ না থাকায় সে নিজের হাত বাড়িয়ে বললো উঠতে। ঊষা কাপা হাত বাড়িয়ে দিলো শব্দের পানে। শব্দ ঊষার হাতটা শক্ত করে উঠে উঠালো। উঠে দাড়িয়ে বুঝলো পায়ে ব্যাথা পেয়েছে। ভালোই পায়ের গোড়ালি টনটন করে ব্যাথা করছে। শব্দের দিকে টলমল চোখে তাকুয়ে বললো,
“পায়ে অনেক ব্যাথা পেয়েছি। মনে হয় না হাটতে পারবো।”
শব্দ ঊষার দিকে তাকালো মনে হচ্ছে শুধু একটা টোকা দিলেই কান্না গড়িয়ে পড়বে ঊষার চোখ দিয়ে। শব্দ নিচে তাকিয়ে দেখে ভালোই উঁচু জুতো পড়েছিলো যার দরুণ হঠাৎ পড়ায় ঊষা ভালোই ব্যাথা পেয়েছে। শব্দ আশেপাশে না তাকিয়ে নিচে বসে ঊষার পা থেকে জুতো খোলে। ফর্সা পা হওয়াতে বোঝা যাচ্ছে ভালোই ব্যাথা পেয়েছে। জায়গাটা পুরোই লালচে দাগ পড়ে গেছে। জুতো খুলে শব্দ এবার আশে পাশে তাকায়। এক মেয়ে হেটে আসছিলো। শব্দ তাকে ডেকে বলে,
“যদি আপনার কোনো সমস্যা না হয় ঊষাকে একটু সাহায্য করুন। ওকে একটু ধরে ওর রুমে রেখে আসবেন?”
মেয়েটা শব্দের দিকে তাকিয়ে ঊষার দিকে তাকালো। ঊষা এখনো শব্দের দিকে তাকিয়ে আছে। সে ভাবেনি এভাবে শব্দের সামনে পড়বে। ওইদিনের পর থেকে শব্দ কল বা তার সামনে যায় নি। আর আজকেই পড়তে হলো তাও শব্দের সামনে। মেয়েটি দুজনকে ভালো মতো দেখে জানায় সে পাড়বে। পরে ঊষাকে ধরে নিজের রুমের দিকে নিয়ে যায়। আর শব্দ ঊষার জুতো নিয়ে তাদের পিছনে যেতে লাগলো। রুমে আসার পর মেয়েটিকে একটা মলম আর একটা ঠান্ডা পানি এনে দিতে বলে। মেয়েটিও যেয়ে পানি আর ফাস্ট এইড বক্স এনে দিয়ে চলে যায়। শব্দ যত্নশীল হাসে পায়ের ক্ষতস্থানে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে মলম দিয়ে বলে একটু রেস্ট করে যেনো নিচে নামে। ঊষাও ভদ্র মেয়ে মতো মাথা নাড়িয়ে জানায়, আচ্ছা। শব্দ সব বুঝিয়ে দিয়ে বের হতে যাবে তখন আবারো কিছু মনে হবার ভঙ্গিতে বলে,
“তোমার কোনো ফ্রেন্ডকে ডেকে নেও। যদি প্রয়োজন পড়ে। পায়ে প্রেশার দিও না। ব্যাথা কমলে নিচে নেমো আর উঁচু জুতো পড়ার দরকার নেই। সে জিনিস আরামদয়ক থেকে রিস্ক বেশি থাকে তা এভয়েড করাই ভালো।”
শব্দ এটুকু বলেই চলে যায়। আর ঊষা স্তব্ধ মুখে শব্দের যাওয়া দেখছে। এ কোন ড. মুনীব শব্দকে দেখছে? যে কিনা তার ফিলিংসের পাত্তা দেয় না। কান্নাকাটি করলেও ফিরে চায় না সে কিনা এতো কেয়ার করলো। ভাবতেই কেমন খুশি খুশি লাগলো। ঊষা ধপ করে সুয়ে একা একা মিটি মিটি হাসতে লাগলো। আচ্ছা এতো সুখ সুখ লাগছে কেন? সে কি আবারো বেহায়াপনা করেছে? নাহ! এখানে ঊষা কিছু করে নি। শব্দই তো সব করলো। এতো যত্নশীল। তারপর এভাবেই কিছু ক্ষন সুয়ে থেয়ে ফোন উঠিয়ে ঊষা তার ফ্রেন্ডদের কল দিয়ে বলে ওদের মধ্যে একজন যেনো তারকাছে আশে সে পায়ে ব্যাথা পেয়েছে। আর বাকিরা যেয়ে যেনো রুহি আর বৃষ্টি কে স্টেজে নিয়ে যায়।
————
অনুষ্ঠান শুরু হয়েছে অনেক আগে। ঊষা,বৃষ্টির বান্ধবীরা এদিক ওদিক ছেলে দেখছিলো আর হাসাহাসি করছিলো এর মধ্যে লিমা নামে একটা মেয়ে বলে উঠে,
“যাই বলিস না কেন। উচ্ছ্বাস ভাইয়ের মতো হ্যান্ডসাম আমি দেখি নাই। ভাবী যে কি গা*ধামি করে চলে গেলো আমি বুঝি না।”
এর মধ্যে আরেক জন বলে উঠে,
“আরে তোরা উচ্ছ্বাস ভাইকে নিয়ে পড়ে আছিস? জানিস তার একটা বন্ধু এসেছে। ভাই আমি তো তাকে দেখে সেখানেই ফিট খাওয়ার যোগার।”
ওর কথার ভঙ্গি দেখে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। এরি মধ্যে ঊষা এসে হাজির হয়। ওকপ দেখেই ওই মেয়েটি বলে,
“আরে ঊষা শোন না? ওই দেখ তোর ভাইয়ের পাশে দাড়ানো গ্রে স্যুট পড়া লোকটা তোর ভাইয়ের বন্ধু রাইট?”
ঊষা পিছনের দিকে ফিরে তাকালো। ঊচ্ছ্বাসের সাথে শব্দ দাঁড়িয়ে আছে। ঊষা এবার মেয়েদের দিকে ফিরে তাকিয়ে জানতে চাইলো,
“হ্যাঁ। ভাইয়ার বন্ধু। কেনো?”
এই কথা শুনে ওদের খুশি দেখে কে। আরেক মেয়ে বলে,
“এই নাম কি রে? সিংগেল? কি করে? জানিস কিছু?”
ঊষার মুখ শক্ত করে বলে,
“শোন যার তার দিকে নজর দিস ভালো কথা। তাই বলে এর দিকে আবার নজর দিস না। এ তোদের ভবিষ্যৎ দুলাভাই। ভালো করে দেখে নে।”
ঊষার কথা শুনে সবার মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেলো। ওদের রিয়েক্ট দেখে ঊষা হেসে উঠলো। তা দেখে আরেক বান্ধবী বলে,
“মামা, ছেলেটা কিন্তু হেব্বি লেগেছিলো। কিন্তু এদিকে যে তুই লাইন মারছিস তা কে জানতো। তোর পছন্দর আমাদের ভালো লেগেছে। তাই থাক তোর জন্য না হয় আমরা ছাড়ই দিলাম।”
তারপর সবার মুখের দিকে তাকিয়ে বলে, “কি বলিস তোরা?”
সবাই মাথা নাড়িয়ে সায় জানায়। ঊষাও ওদের সাথে আড্ডায় যোগ হয়।
সবাই বসে মেহেদী দিচ্ছিলো। বর কনে রা বসে আস্তে আস্তে কথা বলছে আর কি নিয়ে হাসছে। তা নিয়ে মজা করতে কোনো ছাড় দেয় নি উষা, রুহির বান্ধবী আর বৃষ্টির বান্ধবীরা। এদিকে উদয় আর আবিদের বন্ধু রাও কম যায় না। দুই পক্ষেই সমান সমান। রুহি আর বৃষ্টি হাতে মেহেদী দেয়া শেষে ঊষা দেখে ওরা ওদের বরের নাম লিখেছে হাতে। আর আবিদ আর উদয়ের হাতেও ওদের বউদের নাম লিখে দেয়া হয়। ঊষা এসব দেখে কি জেনো মনে করে নিজেও যেয়ে মেহেদী আর্টিস্টের কাছে বসে। তারপর বলে মাঝে শব্দের নাম লিখে দিতে। যেহেতু ও সবার শেষে দিয়েছে। তাই বাকিদের এদিকে মনোযোগ ছিলো না। এভাবেই মেহেদীর পর্ব শেষ হয়।
————-
পরের দিন রাতে হলুদের জন্য বর বউ কে এনে পাশাপাশি বসানো হয়। একে একে সবাইকে হলুদ দেয়া শেষ হলে সবাই নাচানাচি। হই হুল্লোড়ে যোগ দেয়। হলুদ দিয়েই বড়রা নিজেদের মতো ছোটোদের স্পেস দিয়ে চলে যায়। ঊষা ওদের হলুদ দিয়ে হাতে একটু হলুদ নিয়ে স্টেজ থেকে নেমে এদিক ওদিক তাকায়। দূরে এক পাশে বসা হালকা হলুদ রংয়ের পাঞ্জাবি পড়া শব্দের উপর চোখ আটকায় ঊষার। ঊষা ধীরে ধীরে হেটে এসে শব্দের সামনে দাড়ায়। শব্দ ফোন থেকে চোখ উঠিয়ে ঊষার পানে তাকায়। ঊষা আশে পাশে তাকিয়ে শব্দের দিকে একটু ঝুকে আসে। কিন্তু শব্দ বুঝতে পারে না ঊষা হঠাৎ এমন করছে কেনো। সে ওভাবেই ঊষার দিকে তাকিয়ে ছিলো। ঊষা আস্তে হাতটা উঠেয়ে হাতের হলুদ গুলো শব্দের গাল লাগিয়ে দিয়ে খিলখিল করে হেসে ওঠে। যতক্ষণে শব্দ ব্যাপারটা বোঝে ততক্ষণে ঊষা দৌড়ে পালায়। ঊষা রিসোর্টের দৌড়ে নির্জন পাশে এসে দাড়ায়। আশে পাশে তাকিয়ে দেখে এই পাশে কেউ নেই। ঊষা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাটতে যাবে তখনই কেউ তার হাত ধরে টান দিলো। চিৎকার করার আগেই মুখে হাত রাখে এতে ঊষা আরো ঘাবড়ে যায়। ছোটাছুটির চেষ্টা করলে যে তাকে ধরে রেখেছে তার ধরার ধরণ আর
শক্ত এবং ঘনিষ্ঠ হয়। এতে ঊষা আরো ভয় পায়। ভয়ে ঊষার চোখ থেকে পানি বেড়িয়ে আসে। আস্তে করে একটা কন্ঠ কানে আসলো ঊষার।
“স্টপ।”
ঊষা একদম চুপ হয়ে বিষ্মফরিত চোখে লোকটার পানে চায়। আবছা আলোতে সেই মুখ ঊষার কাছে ফুটে ওঠে তা উষার কাছে অকল্পনীয়। তার মনে হয় সে ঘোরে আছে। লোকটার চোখ আজ অন্য কথা বলছে। যা কখনোই ঊষা দেখেনি। লোকটা আরো একটু দুরত্ব কমিয়ে আনে। ঊষা এখনো স্তব্ধ নয়নে তাকিয়ে দেখছে। হঠাৎ কোমরের দিকে ঠান্ডা কিছুর স্পর্শে ঘোর থেকে বেড়িয়ে আসে ঊষা। লোকটার হাতের দিকে তাকিয়ে দেখে তার হতেও এখন হলুদ দখল করে আছে। ঊষা কিছু বলতে যাবে তার আগেই উষ্ঠে আঙুল রেখে চুপ থাকতে বসে লোকটা। ঊষা এখনো দেখছে। এ যেনো নতুন কাউকে আবিষ্কার করছে ঊষা। লোকটা নিজের হলুদ দেয়া গাল এগিয়ে এনে ঊষার গালে ঘষা দেয়। খোঁচা খোঁচা দাড়িতে ঊষার আচড় লাগে তাই হাতটা পাঞ্জাবির বুকের দিকটা খামচে ধরে ঊষার মুখ থেকে একটা নাম বের হয়ে আসে।
“শব্দ।”
শব্দ এবার ঊষার মুখের দিকে তাকালো। ঊষা ততক্ষণে শব্দ বক্ষস্থলে জায়গা করে নিয়েছে। শব্দ তা দেখে নিঃশব্দে হাসে। ঊষাকে আরো গভীর করে জড়িয়ে ধরে আকাশের দিকে চোখ রাখে। এদিকে ঊষার অবস্থা নাজেহাল। একসাথে হঠাৎ করেই অপ্রতাশিত কিছু পাওয়ায় সে স্তব্ধ হয়ে আছে। যদি এটা কল্পনা হয় তাহলে সে এখান থেকে কখনোই বের হতে চায় না। ঊষা শব্দর আরো গভীর ভাবে আলিঙ্গন করলো মনে হয় যদি সে শব্দের৷ বুকের মধ্যে চলে যেতে পারতো তাহলে সেটাই ঊষার কাছে প্রধান কাজ হতো। শব্দ কিছুক্ষণ সময় দেয় ঊষাকে স্বাভাবিক হতে। ঊষা স্বাভাবিক হয় ঠিকি কিছু বুক থেকে মাথা উঠায় না। ওভাবেই মুখ লুকিয়ে থাকে। শব্দ ঊষার মাথার চুলে হাত ডোবায় তারপর মুখ খোলে,
“নিজেকে এতো এতো সামলে লাভ কি হলো? সে এই পিচ্চি মেয়েটার কাছে হার মানতেই হলো।”
ঊষা শব্দের মুখের পানে চাইলো। ঊষা কিছু বলার আগেই শব্দ আবারো বলতে শুরু করলো,
“এই যে আমি শব্দ। যার জন্য এত পাগলামি করলে পেলেও। তার এই ছন্নছাড়া, অনিশ্চিত জীবনে কেনো নিজে থেকে জড়াতে চাইলে? আমার কেউ নেই। সব দিকে থেকেই একা। একটা শ্রদ্ধীয় পেশা আর আমার পরিচয় ছাড়া আমার কাছে কিছু নেই। না আছে একটা পরিবার তাও কেনো জড়ালে আমার সাথে?”
উষা বুকে মাথা রেখে জবাব করে,
“আমার কিছু লাগবে না। আপনি থাকলেই হবে। আমার আপনাকে লাগবে। অন্য কিছু লাগবে না। বিশ্বাস করুন আমার এতো খুশি লাগছে। ঠিক ছোটো বেলায় বায়না করলে সাথে সাথে পেয়ে গেলে যেমন খুশি হতো। আজকেও ঠিক তেমন খুশি হচ্ছে। আমি আপনাকে বোঝাতে পারবো না।”
শব্দ ঊষার এমন বাচ্চামি কথা শুনে হাসে। এ মেয়ের মন মানষিকতা নিত্যন্তই বাচ্চামি দিয়ে ভরা নাহলে কেউ এসব জানার পরও তাকে এভাবে আকড়ে ধরতে চায়। শব্দ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে সময়টা উপভোগ করে। কে জানে এই সময় দ্বিতীয়বার আসে কিনা।
————
আজকে বিয়ে। সবার মনে যেমন আনন্দের ছটা দেখা যাচ্ছে ঠিক তেমনি একটা বিষাদের ছোয়া লাগে আছে। আদরের মেয়েরা আজ অন্য ঘরে যাবে। সংসার হবে তার হবে ছোটো একটা পরিবার। আমাদের সমাজের এটা প্রচলিত ধারা। মেয়ে মানুষ হলে একদিন না একদিন নিজের বাড়ি ছেড়ে যেতেই হবে। কি নিদারুন ব্যাথা তবুও সুখীর জন্য মুখে হাসি ফুটিয়ে বিদায় দিতে হবে।
যেহেতু আবিদ আর বৃষ্টির আগে থেকে আকদ করানো ছিলো তাই তাদের বাড়ির কাজটা প্রথমে করা হয়। তার কিছুসময় পরই উদয় আর রুহিকে এনে রাখা হলো। সামনের সাদা পর্দার সাথে দেখা যাচ্ছে ফুলের পর্দা। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। সবাই চুপচাপ পরিবেশে বিয়ের কথা শুনে যাচ্ছিলো। কাজী দোয়া পাঠ করে কথা শেষ করে উদয়কে কবুল বলতে বলে। উদয় একটুও দেরি না করে কবুল বলায়। আশেপাশে হাসির রোল পড়ে যায়। তারপর আসে রুহির পালা। কাজী রুহিকে কবুল বলতে বললে রুহি তখনও চুপ করে বসে থাকে। তার মধ্যে কোনো হেলদোল নেই। রেদোয়ান এসে রুহির কাঁধে হাত রাখে রুহি মুখ তুলে রেদোয়ানের দিকে তাকায়। চোখ গুলো কেমন রক্তবর্ণ ধারণ করছে রুহির। রেদোয়ান মাথা নাড়িয়ে কান্না করতে বারণ করে বলে কবুল বলতে। রুহি কান্না করে দেয়। কান্নারত অবস্থায় অস্পষ্ট ভাবে কবুল বলে। রুহির কবুল বলাতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবেই বিয়ের পর্ব শেষ হয়।
দূরে দাঁড়িয়ে এসব দেখছিলো ঊষা। কখন শব্দ এসে পিছনে দাঁড়িয়েছে সে খেয়ালও ঊষার মাঝে নেই। সে এসব ভাবতেই ব্যাস্ত। আচ্ছা তাকে রুহির জায়গায় ভাবলে এমন কলিজা ছিড়ে যাচ্ছে এমন লাগছে কেনো? সে তো বাবা মা ছাড়া থাকতে পারবে না। তাহলে ওরও এমন কষ্ট হবে? কান্না হবে। এসব ভাবতে ভাবতে চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। শব্দ ওকে কাঁদতে দেখে অবাক হয়। শব্দ ঊষাকে ডাকে। ঊষা শব্দকে দেখা চোখ মুছে জিজ্ঞেস করে সে কখন এসেছে। সে জানায় অনেকক্ষণ। ঊষা কিছু না বলে হাটা দিলো। শব্দ এবারো অবাক হয়। এই মেয়ের আবার কি হলো। এই তো এতদিন তার আগে পিছে চক্কর কাটতো। আজকে আবার হলো কি। ঊষা যেয়ে দূরে একপাশের চেয়ারে বসলো। কিছুক্ষণ পরেই সেখানে শব্দ উপস্থিত হয়ে তার পাশেই বসে। বিয়েটা যেহেতু রাতে হয়েছে তাই এই পাশে কেউ নেই সবাই নতুন বর বউ দেখায় ব্যস্ত। শব্দ ঊষার হাত ধরে কাছে এনে চুমু খেলো। ঊষা শব্দের পানে চায়। শব্দ জানতে চায় তার কি হয়েছে। ঊষা এবার মুখ খোলে,
“নিজেকে রুহি আপু বা বৃষ্টির জায়গায় ভাবলেই কেমন কলিজাটা ফেটে যায়। ওরা বাবা মা ছাড়া কিভাবে থাকবে। আমার ভাবতেই দমবন্ধ হয়ে আসছে।”
শব্দ হাসলো। তাপর ঊষার হাতের দিকে তাকিয়ে বললো,
“এটা এই জগতের নিয়ম। মেয়ে মানুষ হয়েছে বিয়ে তো দিতেই হবে। তোমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে ওরা ওদের বাবা মা ছাড়া থাকবে কি করে? কিন্তু ওরা এক মা বাবা থেকে আরেক মা বাবার কাছে যাবে। কিন্তু তুমি? আমার তো কেউ নেই।”
ঊষা শব্দের দিকে তাকিয়ে ছিলো। হঠাৎ করেই কি হলো ঊষা বুঝতে পারলো না। সে চুপ হয়ে শব্দের দিকে তাকিয়ে থাকে। এবার শব্দ ঊষার দিকে চাইলো। তাকিয়ে দেখে ঊষা তারদিকেই চেয়ে আছে। তা দেখে হাসলো। তারপর আবারো নিচে ঊষার হাত দেখতে দেখতেই হঠাৎ করেই থামকে গেলো। ঊষার হাতটা সামনে এনে ধরে তাতে গোটা গোটা অক্ষরে লিখা “S H O B D O”। শব্দ অবাক চোখে ঊষার পানে চাইলো। সে কখনো ভাবতেই পারেনি ঊষা এমন পাগলামি করবে। সে তেমন ভাবেই জিজ্ঞেস করে,
“কবে লিখেছো?”
“মেহেদীর অনুষ্ঠানে।”
“কেউ দেখে নি?”
“সবার শেষে দিয়েছিলাম তাই কেউ দেখেনি। দেখেছেন রং কত গাঢ় এসেছে? আমি শুনেছি যার হাতের রং যত গাঢ় হবে তার বর তাকে তত বেশি ভালোবাসবে।”
ঊষার এমন বাচ্চামি কথা শুনে শব্দ হেসে উঠলো।
——-
দেখতে দেখতে বিদায়ের সময় হয়ে এলো। দুই বউই কান্না করছে। দুজনকে সামলাতে হিমসিম খেতে হচ্ছে। বৃষ্টি উচ্ছ্বাস জড়িয়ে ধরে কান্না করে বার বার বলছে সে জাবে না। তাই উচ্ছ্বাস আবিদকে বলে ওকে কোলে তুলে গাড়িতো তোলো। এদিকে রুহিরও একই অবস্থা তাই উচ্ছ্বাসের ওমনন কথায় উদয়ও রুহিকে কোলে তুলে। রুহি কান্না করতে করতে জ্ঞান হারায়। তাতে মনে হচ্ছে বিষাদের ওপর বিষদ ছোঁয়া। সবাইকে গাড়ি করে বিদায় দিতেই বাকিরা বিদায় নেয়। শব্দ আর ঊষা এতোক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে এগুলো দেখছিলো। সবাই যেতে শুরু করতে ঊষা শব্দকে জিজ্ঞেস করে,
“আবার কবে দেখা হবে?”
“ঊষার প্রশ্নে হাসে শব্দ তারপর জবাব দেয় রিসিপশনে।”
——-
চলবে।
আজকে অনেক বড় পর্ব দিয়েছি। ভুলত্রুটি ক্ষমা মার্জনীয়। বড় মন্তব্য করলে খুশি হই। ধন্যবাদ 🤍
ছবি ফরম :@ঈশিতা ঈশা আপু🤍