শেষ_ভালোবাসা পর্ব : ৬ লেখা : মেঘপরী

0
218

#শেষ_ভালোবাসা
পর্ব : ৬
লেখা : মেঘপরী
.
অত্রের গতরাতের সব কথা মনে পরে যায়,
সে তার ভুল বুঝতে পারে..।সকাল থেকে অত্র আভাকে খুজছে একবার সরি বলার জন্য।অাভা অত্রর রুমে আসতেই অত্র আভাকে নিজের কাছে ডাকে.।
আভা চুপচাপ অত্রর কাছে যায়..
-শোনো আভা গতকাল তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য আমি রিয়েলি সরি। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না। অতিরিক্ত ড্রিংস করে ফেলেছিলাম.. যানো আমি কখনো এই নামটাই শুনতে পারতাম না আর এখন থেকে এটাই হবে আমার রোজকার সঙ্গী।
-যদি কিছু মনে না করেন তাহলে আমি কি যানতে পারি এসব করার কারন কি?
অত্র আভাকে তার আফরার সাথে সম্পর্কের সব কথা শেয়ার করলো.. আর এটাও বলে আজ আফরার বিয়ে।
আভা মনে মনে ভাবল একটা মানুষ কিভাবে এতোটা ভালোবাসতে পারে..
একসাথে না থাকলেও ভালোবাসার মানুষটিকে সারাজীবন ভালোবাসা যায়।
এরই মধ্যে অত্রর মা সাহানুর বেগম খাবার নিয়ে এসে হাজির।
-আভা এই ধরো এগুলো আত্রকে খাইয়ে ঔষধ খাইয়ে দাও..
-মা আপনি খাইয়ে দিন (আভা এটা বলে নিজে নিজেই লজ্জা পেলো) সরি মা দিন আমাকে।
-মা আমার ব্যথা মাথায় লেগেছে হাতে না দেও আমাকে আমি নিজে নিয়ে খেতে পারবো।
-আচ্ছা নে ধর।
বলেই অত্রর মা চলে যেতে নিলেই
আভা বল্ল মা আমিও আসছি..
আচ্ছা চলো …
.
দুপুরে অত্রর ফোনে আফরার কল .. আফরার কল এসেছে দেখেই অত্র খুশিতে পাগল প্রায়।
কল রিসিভ করতেই যতটা খুশি হয়েছিলে তার থেকে বেশি কষ্ট পেতে হলো
-আত্র আজ তুমি আর তোমার বউ আমার বিয়েতে চলে এসো. আমি আমার বিয়েতে তোমাকে আমার সামনে দেখতে চাই। প্লিজ এসো অত্র।
অত্র গলা দিয়ে যেনো কোনো কথা বের হচ্ছে না তবুও উত্তরে বল্ল অবশ্যই আসবো..আমিও আমার ভালোবাসার মানুষকে বউ সাজে দেখতে চাই 🙂।
না চাওয়া সত্তেও অত্র চোখ দিয়ে পানি গড়িয়ে পরলো।
-আচ্ছা অত্র ভালো থেকো ঠিক সময়ে চলে এসো।
আভা রুমে আসতেই অত্র অাভাকে তৈরি হতে বলে।
আভা প্রশ্নর উত্তরে অত্র বলে আফরা কল করেছিলো ইনভাইট করলো তোমাকে আমাকে ওর বিয়েতে যেতে বলেছে তাই সময় নষ্ট না করে তারাতাড়ি তৈরি হয়ে নাও।
-আপনি যাবেন এই বিয়েতে সহ্য করতে পারবেন তো?
-বেশি কথা না বলে তারাতারি রেডি হও।
-আমি যাবো না।
-😡😡😡😡😡
-আচ্ছা যাবো তো এতো রাগ করছেন কেনো। আপনি অসুস্থ তাই রাজি হলাম নাহলে কখনো আপনার সাথে যেতাম না😏।
আভা একটা সুন্দর লাল রংয়ের শাড়ি পরলো অত্রও রেডি হয়ে নিলো
.
নিচে নামতেই অত্রর বাবা বল্ল অত্র তুই এই অবস্থায় কোথায় যাচ্ছিস।
-বাবা একটা ইনভিটেশন আছে যেতেই হবে। আর আমি এখন ঠিক আছি। তোমরা চিন্তা করো না আভা যাচ্ছে আমার সাথে..
..
চারিদিকে ঝলমলে আলো, ফুল দিয়ে সাজানো স্টেজে আফরা বউ সেজে বসে আছে।
অত্র নকল হাসি দিয়ে আফরাকে শুভেচ্ছা যানালো।
আভার সাথে পরিচয় করিয়ে দিলো।
অত্রর চোখের সামনে আফরার বিয়ে হয়ে গেলো ।
অত্র আফরার কাছে যেয়ে বল্ল মেড ফর ইচ আাদার।ভালো থেকো সুখে থেকো আফরা🙂🙂।
অত্র আভার হাত ধরে আর এক মূহুর্ত না দাড়িয়ে চলে আসলো।
অত্র বেলকোনীতে দাড়িয়ে চোখের পানি ফেলছে আভা এসে পিছন থেকে অত্র কাধে হাত রাখলো আর বল্ল ভালোবাসার মানুষকে না পাওয়ার যে কষ্ট এটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না।
অত্র চোখ মুছে পেছনে ফিরে প্রশ্নসূচক দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে আছে
– যানতে চান আমার ভালোবাসার মানুষ রাজ্যর কথা?
-তোমার ভালোবাসা মানে?
-হ্যা আমিও একজনকে ভালোবাসি 🙂
চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here