হে_সখা #অক্ষরময়ী তৃতীয় পর্ব

0
153

#হে_সখা
#অক্ষরময়ী
তৃতীয় পর্ব

শুক্রবার শপিং মলে উপচে পরা ভীড়। শহরের কর্মজীবী মানুষেরা ছুটির দিনের প্রিয়জনের সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাইরে কিছু শৌখিন কেনাকাটার জন্য ছুটে আসে। মলের ফুডপোর্টের একটি চেয়ারে ক্লান্ত আলিয়া ধপ করে বসে পরলো। টেবিলের অপরপাশে বসে দিহান বললো,
– কি খাবে?
– তোর যা মন চায় অর্ডার কর। তার আগে একদম ঠান্ডা দেখে ড্রিংকস নিয়ে আয়, ভাই। গরমে শরীর জ্বলে যাচ্ছে। আজকে মার্কেটে এতো মানুষ আসলো কই থেকে!
– সবার বাড়িতে মনে হয় আচানাক বিয়ে লাগছে।

কথা না বাড়িয়ে দিহান জলদি চলে গেলো খাবার আনতে। আলিয়ার ফর্সা মুখখানা গরমে লাল হয়ে গেছে। আতেফ আকবরের বড় আদরের মেয়ে আলিয়া। বংশের প্রথম মেয়ে হওয়ায় সে অবশ্য সবার আদুরে। সারাদিন আরাম করে শুয়ে বসে সময় কাটানো মেয়েটা নিজে আগ্রহ করে গুলিস্তার বিয়ের কেনাকাটার দায়িত্ব নিয়েছে। সকাল থেকে অনেক বাছাই করে বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছে। ওর সাথে পাঠানো হয়েছে দিহানকে। একা আদরের মেয়েকে শপিংমলের উপচে পরা ভীড়ের মধ্যে পাঠানোর পক্ষে কেউ ছিলো না। দিহান অবশ্য জানে আলিয়ার এতো আগ্রহ, আনন্দের কারন কি? দিহানের সেজো ভাই দাউদের সাথে আলিয়া অপ্রকাশিত প্রণয় সম্পর্কে আছে। কখনো প্রকাশ্যে না আসলেও বাড়ির সকলে বিষয়টি সম্পর্কে অবহত এবং আগ্রহীও বটে। গুলিস্তার বিয়ে হয়ে গেলেই দানেশ এর বিয়ের আয়োজন করা হবে। এরপর আলিয়া-দাউদের বিয়ের আলোচনা সহজ হবে। এটাই মূল আলিয়ার আনন্দের কারন। দুপুরের মধ্যেই আলিয়া-দিহান কেনাকাটা শেষ করে বাড়ি ফিরে গেলো। রাতের বাসের টিকিট কেটে ছিলো দানেশ ও দাউদ। একসাথে ঢাকা হতে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। ওরা সকালে বাড়ি পৌঁছে গেছে। শর্মী দুই চাচী শাশুড়ির সহযোগিতায় রান্নার দিকটা সামলে নিচ্ছে।

আলিয়া বাড়ি ফিরে দেখলো বসার ঘরে পুরুষ সদস্যরা গল্প করছে। দাউদ সেখান থেকে উঠে এসে আলিয়ার হাত থেকে ব্যাগগুলো নিলো। ওকে দেখে এক মুহুর্তে ক্লান্তি দূর হয়ে গেলো আলিয়ার।

– তুমি কখন এলে?
– তুই বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই। ঘেমেনেয়ে তো একাকার হয়ে গেছিস। যা, গোসল করে নে।

আলিয়া মাথা নেড়ে সায় জানিয়ে গুলিস্তার ঘরের দিকে এগিয়ে গেলো। গুলিস্তাকে সাজানোর দায়িত্বও সীমা বেগম আলিয়াকে দিয়েছেন। গোসল সেড়ে গুলিস্তা ও আলিয়াকে দুপুরের খাবার দিয়ে দেওয়া হলো। পরে আর সময় পাওয়া যাবে না।

এমনিতেই পুতুলের মতো দেখতে গুলিস্তা, তাই বেশি সাজাতে হলো না। হালকা গোলাপি শাড়ি গায়ে জড়াতেই তাকে সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় দেখাচ্ছে। মুখে হালকা সাজসজ্জা করতে নিয়ে আলিয়া বলল,
– কেমন হুট করে সবকিছু হয়ে যাচ্ছে। এতো ভালো ছেলে, এতো ধনী পরিবার! স্বপ্নের মতো সব পেয়ে গেলি রে। আমার কী যে ভালো লাগছে।

উত্তরে গুলিস্তা কিছু বললো না দেখে আলিয়া আবার বলল,
– কী রে কিছু বল।
– কি বলবো?
– তোর অবাক লাগছে না?
– হুম লাগছে।

এরপর আলিয়া নিজের মতো করে কথা বলে গেলো। গুলিস্তা পুতুলের ন্যায় বসে আছে। আলিয়ার অনবরত কথা ওর কানে পৌঁচ্ছাছে কিনা কে জানে!

দুপুর দুটা নাগাদ একটি কার এসে থামলো আকবর বাড়ির সামনে। ভর দুপুরের নিজের বাড়িতে খাওয়াদাওয়া নিয়ে ব্যস্ত প্রতিবেশীরা তা খেয়াল করলো না। আতেফ আকরব বাইরে এসেছেন অতিথিদের অভ্যর্থনা জানাতে। তিনি সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যেতেই আদিল আকবর ড্রাইভকে অনুরোধ করলেন বাড়ি থেকে একটু দূরে ফাঁকা জায়গায় গাড়িটা পার্ক করে রাখতে। ব্যস্ত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখলে জ্যাম লেগে যেতে পারে।

আম্বিয়া খাতুনের দুই ছেলে, রেহবার ও রাহিল। বড় ছেলে রেহবারের বিয়ের উদ্দেশ্যে তিনি সুদূর সিলেট থেকে বগুড়ায় এসেছেন। বিয়ের জন্য আজকাল ভালো মেয়ে খুঁজে পাওয়া এতোটা দুর্সাধ্য হয়ে দাড়িয়েছে এটা তিনি রেহবারের বিয়ের আয়োজন না করলে বুঝতে পারতেন না। একে তো মেয়ে খুঁজে পাওয়া মুশকিল, তার উপর হাতে সময় খুবই কম। শেষ মুহুর্তে যখন একদম আশা ছেড়েই দিয়েছিলেন তখন রাহিলের কলেজ ফ্রেন্ড আসাদের মাধ্যমে গুলিস্তার খোঁজ পেলেন। ছবি দেখেই মেয়েটাকে উনার খুব পছন্দ হয়ে গিয়েছে। মায়াবি চেহারায় সরলতার ছাপ স্পষ্ট। পরিবার, বংশ মর্যাদা, আর্থিক অবস্থান এসন্দ আম্বিয়া খাতুনের আগ্রহ নেই। উনার শুধু একটা লক্ষ্মীমন্ত মেয়ে হলেই চলবে।

বসার ঘরে আম্বিয়া, রেহবার ও রাহিলকে বসতে দেওয়া হয়েছে। শর্মী হালকা নাস্তা ও শরবত দিয়ে গেছে। সীমা বেগম আতেফ আকবর ও আদিল আকবর সবার সাথে টুকটাক আলোচনা করছেন। বাড়ির ছেলেরা এখানে কেউ নেই। নাস্তা শেষে আম্বিয়া খাতুন মেয়ে দেখতে চাইলেন।

গুলিস্তাকে নিয়ে এলো আলিয়া। গুলিস্তা গুটি গুটি পায়ে মাথা নিচু করে সীমা বেগমের পাশে বসলো। শাড়ি পরিবাহিতা গুলিস্তার মাথায় খোপা করে ঘোমটা দিয়ে দেওয়া হয়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর একটুখানি ফেস পাউডার দিয়েছে মনে হয়। তাতেই গুলিস্তার চেহারায় খানিকটা যুবতী ভাব চলে এসেছে। মেয়ের সাজসজ্জা দেখে সীমা বেগম নিজেই বাক্যহারা হয়ে গেলেন। উজ্জ্বল চোখে আলিয়ার দিকে তাকিয়ে নিরবে তার গুনের প্রশংসা করতে ভুললেন না। গুলিস্তা চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে সীমা বেগম ফিসফিসিয়ে বললেন,
– মুরুব্বিদের সালাম দেও।

সেই একবার শুধু গুলিস্তা মুখ তুলে সালাম দিয়ে আবার মাথা নিচু করে নিলো। এরপর আর সামনে তাকায়নি। নিখুঁত সৌন্দর্যের মেয়েটিকে একপলক দেখেই আম্বিয়া খাতুন মুগ্ধ হলেন। ছবির থেকেও সামনাসামনি অত্যাধিক সুন্দর দেখাচ্ছে গুলিস্তাকে। আম্বিয়া খাতুন আরও কিছু প্রশ্ন করার পর সিদ্ধান্ত নিয়ে ফেললেন ছেলের বিয়ে আজকে সম্পন্ন করেই যাবেন।

অনেক পথ জার্নি করে আসায় মেহমান ক্লান্ত থাকবে সেই বিবেচনা করে একটি ঘর গুছিয়ে রাখা হয়েছে। দুপুরের খাবারের পর রেহবার সেখানে বসে তার মাকে বলল,
– এতো তাড়াহুড়ো করছো কেনো মা?
– মেয়ে আমার পছন্দ হয়েছে তাই। তোর অপছন্দ হলে বল।
– পছন্দ হয়েছে সে ভালো কথা কিন্তু একটু খোঁজ খবর নিয়ে দেখা দেখবে না?
– আসাদ আর রাহিল মিলে যতোটুকু দরকার খোঁজ নিয়েছে। আমাদের দরকার একটা ভালো মেয়ে, সেটা যখন পেয়ে গেছি আর ওতো খোঁজ নিয়ে কি হবে?
– মেয়ের বয়সটাও কম মনে হচ্ছে।
– আঠারো পেরিয়েছে। আইন অনুযায়ী বিয়ের বয়স হয়েছে। আর বাকি যতোটুকু ছেলেমানুষী আছে সেটা তুই ধৈর্য্য ধরে সামলে নিলেই হয়ে যাবে।
– তবুও মা। এমন হুট করে বিয়ে হয়! চেনা নেই, জানা নেই। এক দেখায় বিয়ের পিড়িতে বসতে বলছো। একটু সময় দরকার ছিলো।
– বিয়ের পরে অনেক সময় পাবি। ইচ্ছা থাকলে তখন বেশি ভালো জানা শোনা হবে।

রেহবারের অস্বস্তিকে পেছনে ফেলে বাদ মাগরিব গুলিস্তার সাথে রেহবারের বিয়ে হয়ে গেলো। রেহবার ভেবেছিলো মেয়ে পক্ষ থেকে অন্তত আজকেই বিদায় নিয়ে আপত্তি করবে। কিন্তু সীমা বেগমের মেয়ে বিদায় নিয়ে উৎসাহ দেখে অবাক হতে হলো। রাত আটটার দিকে মেয়ে বিদায়ের সময় সবাই ভারাক্রান্ত চেহারা নিয়ে হাজির হলেও কারও চোখে পানি দেখা গেলো না। এমনকি বেচারা রেহবারের সদ্য বিবাহিত স্ত্রীরের চোখের কোণেও জল জমা হলো না। সে শুধু অস্থির দৃষ্টি মেলে এদিক সেদিক তাকাচ্ছে।

শর্মী একটা লাগেজ গুছিয়ে গাড়িতে তুলে দিলো। বাবার বাড়ি থেকে নেওয়ার মতো তেমন প্রয়োজনীয় জিনিসপত্র কিছু নেই। বিয়ের সাজপোষাকেই গুলিস্তা এতোদূর পাড়ি দিবে ভেবে শর্মী একবার সীমা বেগমকে বলেছিলো হালকা কোনো পোষাক পরিয়ে দিবে কিনা। সীমা বেগম না করে দিয়েছেন। বিদায়বেলায় বাড়ির সদস্য একে একে গুলিস্তাকে বিদায় জানালো। সীমা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বললেন,
– ও বাড়ি থেকে যেনো কোনো অভিযোগ না আসে।

ভাইয়েরা তেমন কোনো আগ্রহ দেখালো না। শুধু দিহান গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
– যথেষ্ট বড় হয়েছিস। কোথায়, কীভাবে থাকলে ভালো থাকবি একটুকু বুদ্ধি নিশ্চয়ই হয়েছে। বুদ্ধি খাটিয়ে পরিবেশ বুঝে নিজেকে নতুন করে গড়ে নিবি। ভালো থাকিস।

কারে ওরা মোট চারজন এসেছিলো। যাওয়ার বেলায় একজন বেশি হওয়ায় পেছনের সীটে তিনজনকে কষ্ট করে বসতে হলো। আম্বিয়া খাতুন গুলিস্তা ও রেহবারকে পাশাপাশি বসিয়ে নিজে একপাশে বসলেন। রাতের জ্যাম বিহীন রাস্তায় ঢাকা পৌছাতে বেশি সময় লাগলো না। কিন্তু ততোক্ষণে ক্লান্ত গুলিস্তা রেহরাবের কাঁধে মাথায় রেখে ঘুমিয়ে গেছে। ঘুমের মাঝে কাঁধে হেলে পরাতে প্রথমে রেহবারের খানিকটা অস্বস্তি হচ্ছিলো। কিন্তু নিজের সদ্য বিবাহিত স্ত্রীর সহজাত আচরণের কাছে নিজের অস্বস্তি খানিকটা ব্যাকডেটেড ঠেকাচ্ছে। নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে পরক্ষণেই এক হাতে আগলে নিলো স্ত্রীকে।

অনেকদিন বাদে গুলিস্তা কোনো ভয় ছাড়া শান্তিতে ঘুমালো। গভীর ঘুমের মাঝে তার মনে হলো দূর থেকে কেউ ডাকছে,
গুলিস্তা, ওঠো। এই গুলিস্তা..
গুলিস্তা পিটপিট করে তাকিয়ে দেখলো তার সামনে ঝুঁকে আছে তার সদ্য বিয়ে করা বর। আর সে নিজে তার বাহুতে মাথা ঠেকিয়ে এতোক্ষণ ঘুমিয়ে ছিলো। ঘুম কেটে যাওয়ায় সোজা হয়ে বসে আশেপাশে তাকিয়ে দেখলো প্রচুর আলো, দ্রুতগামী যানবাহন, উঁচু বিল্ডিং এবং কোলাহল। বর মানুষটা গাড়ির দরজা খুলে দিয়ে বললো,
– আমরা ঢাকা পৌঁছে গেছি। এখন এয়ারপোর্টের সামনে আছি। এখান থেকে ফ্লাইট নিয়ে সিলেটে পৌঁছে যাবো। বেশিক্ষণ লাগবে না। এই ধরো এক ঘন্টা।

প্রায় তিনঘন্টার গাঢ় ঘুমে গুলিস্তার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। আম্বিয়া খাতুন নিজেও কিছুক্ষন ঘুমিয়ে নিয়েছেন। রাহিল সবার জন্য কফি নিয়ে এসেছে। সেটাই তিনি গুলিস্তাকে এগিয়ে দিলেন। মেয়েটা এখনো মাথা ঢেকে গুটিশুটি মেরে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই বয়সের ছেলেমেয়ের প্রচুর কৌতুহল থাকে অথচ গুলিস্তা ভীষণ চুপচাপ। নতুন মানুষদের পাশে ভয় পাচ্ছে, ব্যাপারটা এমনও নয়। ওর চেহারায় কোনো ভয় নেই। হয়তো সংকোচ বোধ করছে। অস্বাভাবিক কিছু নয়। এই দুপুরবেলা দেখা হলো আর রাতেই সেই মানুষগুলোর সাথে অচেনা গন্তব্যে যেতে হচ্ছে। মেয়েদের জীবনটাই এমন। আম্বিয়া বেগম নিজেও তো এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। বয়স কম ছিলো, ভীতু ছিলেন। আম্বিয়া বেগম গুলিস্তার হাতে কফি দিয়ে ওর মাথার উপর থাকা শাড়ির আঁচলটা নামিয়ে দিলেন।
– কফিটা খাও। ফ্রেশ লাগবে।

গুলিস্তা তার জীবনকালে কখনো বগুড়া শহরের বাইরে যায়নি। এই প্রথম ঢাকা শহরে এসে শহুরে ব্যস্ততা তাকে অবাক করলেও সে নির্লিপ্ত রইলো। মনোযোগ দিয়ে কফির কাপে চুমুক দিয়ে আম্বিয়া বেগমের পাশে বসে রইল।

প্রথমবার ফ্লাইটে উঠার কারনে টেক অফের সময় যখন বুক ধক করে উঠলো, সে বড় বড় শ্বাস ফেলে চোখ বন্ধ করে নিলো। রেহবার আড় চোখে তাকিয়ে ছিলো গুলিস্তার দিকে। প্রথমবার ওর বিমান ভ্রমণে অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিলো না। মায়ের হাত শক্ত করে ধরে সাহস যুগিয়েছিলো। গুলিস্তার মুখশ্রীতে ভয়ের ছাপ স্পষ্ট কিন্তু ওর সাথে মা নেই সাহস দেওয়ার জন্য। রেহবার হাত বাড়িয়ে গুলিস্তার হাত ধরলো। গুলিস্তা চোখ খুললো না। শুধু শক্ত করে রেহবারের হাত চেপে ধরলো।

ওরা যখন বাড়ি পৌছালো তখন ঘড়ির কাটা বারোটার ঘর ছুয়েছে। প্রত্যেকে ভীষণ ক্লান্ত থাকায় ধুমধাম নিজের ঘরের দিকে চলে গেলো। আম্বিয়া খাতুন গুলিস্তাকে রেহবারের ঘরে পৌঁছে দিয়ে নিজের ঘরের চলে গেলেন। তার এখন বয়স হয়েছে। শরীর একটুতেই ক্লান্ত হয়ে যায়।
বেড রুমের একপাশে গুলিস্তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রেহবার দ্রুত ঘরে প্রবেশ করলো। গুলিস্তার বাড়ি থেকে পাঠানো লাগেজটা একপাশে রেখে বললো,
– দাঁড়িয়ে আছো কেনো? ক্লান্ত লাগছে না? বসো ওখানে।

ঘরের ঠিক মাঝখানে বেড, সামনের দিকে দু সীটের সোফা সেট। গুলিস্তা কোথায় বসবে নির্ধারণ করতে না পেরে দু দিকে চেয়ে দেখলো। তা দেখে রেহবার বললো,
– বিছানাতেই বসো।

ঘরের একদিকে দুটো দরজা। একটা দরজা খুলে রেহবার লাগেজ নিয়ে ভেতরে চলে গেলো। খানিক বাদে লাগেজ রেখে এসে গুলিস্তাকে উদ্দেশ্য করে বলল,
– এটা চেঞ্জিং রুম। আর এই পাশেরটা বাথরুম। অপরপাশে যে দরজটা দেখছো ওটা বারান্দা। তুমি খানিকটা জিরিয়ে নেও। আমি ফ্রেশ হয়ে আসছি।

মেহরার ও গুলিস্তা দুজনে গোসল সেরে নামাজ আদায় করে যখন বিছানায় গেলো তখন রাত একটার কাছাকাছি। গুলিস্তা একটা শাড়ি পরে শুতে এসেছে। কখনো শাড়ি না পরা মেয়েটা শাড়ি পরে ঠিকঠাক শুয়ে থাকতে পারছে না। বারবার এপাশ ওপাশ করছে। তা দেখে রেহবার বললো,
– শাড়ি না পরে সালোয়ার কামিজ পরে নিলেই পারতে। বিয়ের পর শাড়িই পরতে হবে এমন কোনো বাধ্য বাধকতা নেই।

গুলিস্তা ক্ষীনকাল পরে জবাব দিলো,
– সালোয়ার কামিজ সাথে নেই। লাগেজে শুধু শাড়ি পেয়েছি।

মেহরার নিজের বালিশে মাথা রেখেই অপরপ্রান্তের বালিশে শুয়ে থাকা মেয়েটির দিকে গভীর চোখে তাকালো। ঘরে হালকা নীলচে রঙের একটা বাল্ব জ্বলছে। তাই দেখতে অসুবিধা হচ্ছে না। সদ্য বিবাহিত স্ত্রীর সাথে ওর কথাবার্তা হয়েছে খুবই অল্প। কিন্তু এইটুকু সময়ে সে খেয়াল করেছে গুলিস্তা খুব কম কথা বলে। তাও আবার কেউ প্রশ্ন করলে শুধু সেটুকুর উত্তর দেয়। নিজে থেকে কোনো কিছু জানতে চায় না। হয়তো অস্বস্তি বা ভয়ের কারনে। তবে যেটুকু কথার জবাব দেয় সেটাও প্রশ্ন করার পর কিছুক্ষণ চুপ থেকে তারপর উত্তর দেয়। যেনো কথাগুলো বুঝতে তার কিছু সময় লাগছে। প্রশ্ন শুনে অনেক ভেবে চিন্তে উত্তর খুঁজে তারপর বলে। যদিও মাত্র কয়েক সেকেন্ড এর ব্যবধান, তবুও খুব অদ্ভুত ঠেকায় রেহবারের নিকট। সে তাকিয়ে আছে দেখে গুলিস্তাও কিছুক্ষণ রেহবারের দিকে তাকিয়ে ছিলো। তারপর দৃষ্টি সরিয়ে নিয়েছে। কিন্তু রেহবার সেভাবেই তাকিয়ে থেকে বললো,
– হুট করে সব হয়ে গেলো কেনাকাটার তেমন সময় হয়ে উঠেনি। মা পছন্দ করে তোমাদের ওখান থেকে কয়েকটা শাড়ি কিনে নিয়েছে। কালকে মায়ের সাথে গিয়ে তোমার কি কি প্রয়োজন কিনে নিও। আমার তো এসবের ধারণা নেই। মা ভালো বুঝবে।

গুলিস্তা শুধু মাথা নেড়ে সায় দিলো। রেহবার হাত বাড়িয়ে নব পরিণীতার কোমল গাল ছুঁয়ে দিলো। স্বামীর প্রথম নিবিড় স্পর্শে গুলিস্তা চকিতে চোখ তুলে তাকালো। সেই চোখে কিছু সময়ের জন্য অস্বস্তি, সংকোচ, ভয়, জড়তা সব ছিলো। তা দেখে রেহবার নিজেকেই প্রশ্ন করলো, বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কি? গুলিস্তার কি সময় প্রয়োজন? যখন ঠিক করলো হাত সরিয়ে নিবে তখনি খেয়াল করলো গুলিস্তার দৃষ্টি স্বাভাবিক হয়ে গেছে। এখন বেশ মনোযোগ দিয়ে রেহবারের চোখে চোখ রেখে তাকিয়ে আছে। রেহবার ওর তুলতুলে গালে আলতো করে আঙ্গুল ছুঁয়ে দিতে দিতে বললো,
– তোমার যেকোনো সুবিধা অসুবিধার কথা আমাকে মুখ ফুটে বলবে। আমরা যেহেতু একজন আরেকজনকে চিনি না, তাই দুজনকেই মুখ ফুটে নিজেদের কথা জানাতে হবে, জানতে হবে। তুমি কি আমাকে কোনো প্রশ্ন করতে চাও? কিছু জানতে চাও?

গালে স্বামীর উষ্ণ স্পর্শে গুলিস্তা ততোক্ষণে চোখ বন্ধ করে ফেলেছে। রেহবারের কথায় শুধু না বোধক মাথা দুলালো। পাশে শুয়ে থাকার অপরুপ সৌন্দর্যের স্ত্রীকে আলতো ভাবে কাছে টেনে নিলো রেহবার। গুলিস্তার গা থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। ভেজা লম্বা চুলগুলো একপাশে ছড়িয়ে রাখা। মায়াবী মুখশ্রী তীব্র আকর্ষণে কাছে ডাকছে। সে ডাক উপেক্ষা করার সাধ্য রেহবারের নেই। গুলিস্তার আনকোরা ঠোঁটে ঠোঁট ছুঁতেই মেয়েটা খানিকটা কেঁপে উঠে মেহরাবের বাহু চেপে ধরলো। রেহবার আরেকটু কাছে টেনে নিলো ওকে। সে জানে তার স্ত্রী জগতের পংকিলতা থেকে দূরে থাকা একটি মেয়ে। রক্ষণশীল পরিবারে বড় হওয়ার কারনে আধুনিকতার ছোঁয়া পেয়েছে খুবই কম। ওর চোখে মুখে সরলতার ছাপ মিথ্যে নয়। রেহবার তাকে যেমন আয়না দেখাবে তেমনি প্রতিবিম্ব ফেরত পাবে।
কোমল ত্বকে চুম্বনের মাঝে গুলিস্তার কানে ফিসফিসিয়ে বললো,
– এতো কষ্ট করে শাড়ি পরে তোমাকে ঘুমাতে হবে না, ফুল।

কানের লতিতে আলতো চুমু দিয়ে শাড়ির আঁচল সরিয়ে দিলো। গুলিস্তা খানিকটা কেঁপে উঠে আরেকটু শক্ত করে চোখ দুটো বন্ধ করে নিলো। সারারাত আর সেই চোখ জোড়া আর খুললো না।

(চলবে…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here