#হৃদয়_জুড়ে_শুধু_আপনি[২]
#পর্ব_১৩
#জান্নাত_সুলতানা
-“কি হলো বেড়িয়ে আয়।”
সায়রা সেই আধঘন্টা যাবত ওয়াশ রুমে।
কোনো রকম সারা শব্দ করছে না। মিশান পাঁচ মিনিট ধরে ডেকেই যাচ্ছে তবে এই মেয়ের কোনো হেলদুল নেই।
মিশান এবার বেজায় বিরক্ত। ফুস করে নিশ্বাস ছাড়ে।
অতঃপর দাঁতে দাঁত চেপে ধমকের সুরে বলে উঠে।
-“তুই পাঁচ সেকেন্ড এর মধ্যে বেড়িয়ে আসবি।
নয়তো সারা রাত ওয়াশ রুমে আটকে থাকতে হবে।”
কি ছিল কণ্ঠে? কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দরজার ওপাশ হতে উত্তর এলো।
-“আপনি লাইট অফ করে দিন।
তাহলে আমি বেরোবো। ”
-“তোর কি আমাকে পাগল মনে হয়?”
-“আপনি পাগলি না হলে এমন কাপড় কেউ আনে।
অসভ্য লোক। ”
লাস্ট কথা টা বিরবির করে বলে।
মিশান শোন তবে কিছু বলে না। আদুরে কণ্ঠে বলে উঠে
-“সুইটহার্ট, প্লিজ বেড়িয়ে আয়।
তুই জানিস এটা তিন দিন আগে থেকে অর্ডার করে রেখেছিলাম কিন্তু আজ গিয়ে দেখি সেটা অন্য কেউ নিয়ে যাচ্ছে।
তাই এটার যা দাম তার ডাবল দাম দিয়ে ড্রেস টা এনেছি।
আর তুই?
প্লিজ বেড়িয়ে আয়।”
-“তো কে বলেছে এমন অসভ্য ড্রেস এতো দাম দিয়ে আনতে?
কেন এনেছেন শুনি?”
সায়রা এখনো ড্রেস পড়ে নি হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উল্টে পাল্টে দেখই যাচ্ছে আধঘন্টা যাবত।
মিশান দুষ্ট হেসে বলে উঠে
-“শুনতে হবে না।
তুই বেড়িয়ে আয় করে দেখাচ্ছি।”
-“প্লিজ না।”
মিশান মিনিট খানিক্ষন চুপ থাকে। সায়রাও চুপ করে আছে মিশান কি বলে তা শুনার জন্য।
অতঃপর মিশানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো
-“পড়তে হবে না।
বেড়িয়ে আয়।
বেশিক্ষণ ওয়াশ রুমে থাকলে ঠান্ডা লেগে যাবে।”
বলেই মিশান গিয়ে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে।
সায়রাও বেড়িয়ে এসে প্যাকেট রুমে থেকে যেভাবে নিয়েছে ঠিক সেভাবে আলমারিতে তুলে রাখে।
অতঃপর রাতের পোষাক নিয়ে ওয়াশ রুমে ফ্রেশ হতে চলে যায়।
ফ্রেশ হয়ে এসে নিজেও কম্বল এর ভিতর ঢুকে মিশান কে জড়িয়ে ধরে।
কিন্তু মিশান দিক হতে কোনো রেসপন্স আসে না।সায়রা মিশানের টি-শার্ট সরিয়ে কাঁধে চুমু খায়।
তবুও মিশানের কোনো রকম উত্তর নেই। সায়রা এবার কম্বল সরিয়ে দিয়ে মিশানের উপর উঠে মিশানের কপালে, চোখে চুমু আঁকে।
মিশান এতোখন চোখ বন্ধ করে ছিল। কিন্তু এই মেয়ে আর সেটা হতে দিলো কই।বউ যদি এমন এলোমেলো স্পর্শ করে তো স্বামী হয়ে কি করে সেটা কে উপেক্ষা করা যায়।
মিশানও পারে নি। চোখ খুলে সায়রা কে নিজের সাথে শক্ত করে চেপে ধরে।
সময় দেওয়ার মতো করে আদেশের সুরে বউ কে জানিয়ে দেয়
-“এখন পড়তে হবে না।
যখন তোর মনে হবে আমার আবদার নামক তোর ভাষায় অসভ্য ড্রেস টা পড়ে আমরা শখ পূরণ করা দরকার তখনি পড়িস।
তবে পড়তে তোকে হবেই।”
সায়রা কিছু বলে না মন দিয়ে মিশানের কথা শুনছে।
মিশান সায়রার কিছু বলতে না দেখে আবারও বলে উঠে
-“কি?”
-“হুম।”
-“টেস্ট করেছিস?”
-“হুম।”
সায়রা আর কিছু বলার আগেই মিশান উত্তেজিত হয়ে প্রশ্ন করে
-“কি এসছে?
পজিটিভ? ”
মিশানের প্রশ্নে সায়রার মুখ আধার নামে।
-“না।”
মুখ মলিন করে উত্তর দেয় সায়রা।যা দেখে মুচকি হাসে মিশান। মনে মনে বেশ খুশি হয়। খুশি হওয়ার কারণ ডক্টর না করেছে এখন বেবি নিতে। ওরা দুজন ওই দিন গিয়ে ছিল ডক্টর এর কাছে।বেবি নিতে পারবে কি না বেবি নিলে সায়রা কোনো সমস্যা হবে কি না সেই জন্য। মূলত সায়রার শারীরিক কিছু সমস্যা আছে সেই জন্যই ডক্টর এর কাছে যাওয়ার মূল উদ্দেশ্য। ডক্টর কিছু টেস্ট করে জানিয়েছে সায়রার কিছু শারীরিক সমস্যা আছে যাতে করে এখন বেবি নিলে নাও টিকতে পারে। মানে বেবি ক্যারি করার মতো ওর জরায়ু সক্ষম নয়। আর যদিও টিকে তবে সায়রার সমস্যা হবে।
তাই এখন বেবি নিতে না করেছে। আর সমস্যা টা ঠিক হওয়ার জন্য কিছু মেডিসিন দিয়েছে।
বলেছে বছর খানিক অপেক্ষা করে যেনো বেবি নেয়।
কিন্তু সায়রা সে সব শুনলে তো।
ঠিক মতো ডক্টর এর দেওয়া মেডিসিন নেয় না। আবার পিলও নিতে চায় না মিশান ঝুর করে দিতে হয় তবে সায়রা বেশির ভাগ সময় মুখে নিয়ে তা ফেলে দেয়। তাই মিশানও এখন আর ঝুর করে না।চলুক এ মেয়ে তার মর্জি মতো।
আর আল্লাহ যদি চায় তবে না হয় হলো একটা অস্তিত্বের প্রণয়।
ডক্টর দেখিয়েছে ছয় মাসের মতো হতে চলে এখন নিশ্চয়ই সমস্যা টা কিছু টা কমে গিয়েছে। এস ভাবতে ভাবতে বউয়ের ঠোঁটে নিজের ঠোঁটে ছুঁয়ে দেয় আলগোছে মিশান।
অতঃপর এক ঝটকায় বউ কে নিজের উপর থেকে নিচে ফেলে দিয়ে নিজে চেপে বসে বউয়ের উপর।
সায়রা খরগোশ ছাপা গেঞ্জি টা পেটের উপর হতে সরিয়ে সেখানেও চুমু একেঁ দিয়ে বলে উঠে
-“মন খারাপ করে না, জান।
আর তাছাড়া ডক্টরও তো বলেছে আমরা যেনো এখন বেবি না নেই।
নিলে তো তোর সমস্যা হবে।”
মিশানের এমন কথায় সায়রা মুখ ভেংচি কাটে। মিশানের কথা ওর মোটেও পছন্দ হয়নি। তবে মুখে কিছু না বলেই মিশানের বুকে চুমু খায় নিজে।
-“আদর চাই?”
-“হুম অনেক।”
এমন উত্তর কি উপেক্ষা করা যায়?উঁহু,মোটেও না।যেখান সামনে থাকা পুরুষ স্বামী কম প্রেমিক পুরুষ বেশি।
সেখানে এমন উত্তর যে এই পুরুষ টার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো অনূভুতি।
চেপে ধরে বউ কে নিজের শক্ত ঠোঁটের স্পর্শে দেয় বউয়ের অধরে।
অতঃপর হারিয়ে যায় একে অপরের ভালোবাসায়।
————
-“এই উঠুন।”
-“উমম জান ডাকে না।”
সায়রার বুকের ভিতর ধক করে উঠে। এই লোকের এমন ঘুম জড়ানো কণ্ঠে যে সায়রা নামক রমণীর মন দুয়ারে কিছু একটা হয়। এই লোক কি তা জানে?
উঁহু, জানলে নিশ্চয়ই এভাবে কখনো বলতো না।
মিশান নড়েচড়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বউ কে সায়রার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। মিশানের বুক হতে
মাথা টা একটু উঁচু করে। বুকের ঠিক মধ্যিখানে দাঁত দিয়ে কামড়ে ধরে।
মিশানের ঘুম ততক্ষণে পালিয়েছে।
মুখ দিয়ে হালকা ব্যথাতুর শব্দ করে বলে উঠে
-“আহ,,
কি করলি এটা?”
-“তো কখন থেকে ডাকছি।
উঠছেন না কেন?”
নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। উঠুন।”
কথা গুলো বলতে বলতে সায়রা নিজে কে মিশানের বাঁধন হতে আলগা হয়ে যায়।
মিশান কিছু বলে না। নিজেও উঠে বসে। ভালোবাসার মূহুর্ত শেষ গোসল করে এসে ঘুমিয়েছে বেশিক্ষণ হয় নি। যদিও গরম পানি দিয়ে করেছে তবে শীতের মৌসুমে তো তাই শীত শীত লাগছে।সাথে চোখ জ্বালা করছে। তাই চোখ কচলে বউয়ের দিক দৃষ্টি দিতেই সব আবারও এলোমেলো হয়ে গেলো। পাশে থাকা চাদর জড়িয়ে দেয় বউয়ের গায়ে সাথে নিজেও টি-শার্ট গায় দিয়ে বউ কে কোলে তোলে ওয়াশরুমের উদ্দেশ্য হাঁটা ধরে।
অতঃপর বউ কে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে এসে দেখলো সায়রা নিজে দুটি জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে।
মিশান আসলে সায়রা নিজে টুপি এগিয়ে দেয় স্বামীকে।তার পর দু’জনে নামাজ পড়ে নেয়।
-“ভার্সিটিতে যেতে পারবি?
বেশি কষ্ট হচ্ছে?”
নামাজ শেষ দু-জনে শুয়ে আছে। মিশান তখনি হঠাৎ প্রশ্ন টা করে। প্রশ্ন টা করার কারণ বউ তার ভালোবাসার ভার এখনো সামলে উঠতে পারে না।
সায়রা বেশ রয়ে সয়ে উওর দেয়
-“হুম একটু একটু পেট ব্যথা করছে।
তবে ভার্সিটি যেতে পারবো। আজ সব নোট কালেক্ট করতে হবে। বিয়ের ঝামেলায় তো ক’দিন যেতে পারবো না।”
-“তোকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আমি ইনিয়া আপুদের আনতে যাব।
তোর ছুটির পর দাঁড়াবি প্রহর নিয়ে আসবে।
আমি বলে দেবো।
-“আচ্ছা।”
আর কিছু বলে না মিশান বউ কে বুকে আগলে নিয়ে ঘুমিয়ে পড়ে আবারও।সারা রাত ঘুমুতে পারে নি এখন একটু ঘুমানো প্রয়োজন।
#চলবে…
[ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ।]