এক ম্লান রক্তসন্ধ্যার গান লেখনীতে : নাফিসা তাবাসসুম খান ৪.

0
284

এক ম্লান রক্তসন্ধ্যার গান
লেখনীতে : নাফিসা তাবাসসুম খান
৪.

কৃত্রিম আলোয় রাতের আধার কিছুটা ঘুচেছে বৈকি। নীরব ফ্রন্ট ইয়ার্ডের শান্ত পরিবেশের মৌনতা ভঙ্গ হয় আচমকা এক রমণীর চিৎকারে। ইট সিমেন্টের তৈরী ওয়াক ওয়েরের পথ ধরে টেনে হিচড়ে তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এক পুরুষ। ক্ষিপ্ত তার দৃষ্টি। রমণী সেই দৃষ্টির তোয়াক্কা করলো না। সে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে ছোটানোর। কিন্তু দানবীয় হাতের বাধন ছেড়ে সে ছুটে পালাতে পারছে না। অশ্রুসিক্ত দৃষ্টিতে স্পষ্ট মুক্তির আকুতি।

ফ্রন্ট ইয়ার্ডের চারিদিকে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য নিরাপত্তা কর্মী। সকলে জড় বস্তুর ন্যায় নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য। কারো অন্তর পর্যন্ত পৌঁছাচ্ছে না সেই আকুতি। রমণী আরেকটু জোর দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তার পরিহিত ঘিয়া রঙের টপসটা কোমর থেকে কিছুটা উপরের দিকে সড়ে যায়। উন্মুক্ত হয় তার উদর। তাকে টেনে নিয়ে যাওয়া সেই ক্ষিপ্ত পুরুষ সেই দৃশ্য দেখতেই তার রাগের পরিধি আরো কয়েকগুণ বেড়ে যায়। সে সাথে সাথে অগ্নিদৃষ্টি মেলে চারিদিকের গার্ডসদের দিকে একবার তাকায়। সবাই ইতিমধ্যে তার ভয়ে নিজের দৃষ্টি নত করে ফেলেছে। ক্ষিপ্ত পুরুষ এবার নিজের পায়ের বেগ বাড়ায়। আর্তনাদরত রমণীকে টেনে মুহুর্তেই উপস্থিত হয় ব্যাক ইয়ার্ডে।

সবুজ ঘাসে আবৃত ব্যাক ইয়ার্ডের একপাশে থাকা বিশাল হিজল গাছটার থোকায় থোকায় ঝুলে রয়েছে লাল রঙের হিজল ফুল। সেই হিজল গাছটার সাথেই শক্ত দড়ি দিয়ে বেধে রাখা হয়েছে কএক যুবককে। সাদা শার্টটা তার সম্পূর্ণ রক্তে মাখামাখি হয়ে আছে। ক্লান্ত মাথাটা একপাশে হেলে নত করে রেখেছে। দূর হতে সেই যুবককে দেখতে পেয়েই রমণীর আর্তনাদ থেমে যায়। চোখে ফুটে উঠে চরম অসহায়ত্ব। ঘাড় কাত করে আকুতি দৃষ্টি মেলে তাকায় ক্ষিপ্ত পুরুষের পানে। কিন্তু সেই পুরুষের মনে সেই দৃষ্টি মায়ার সঞ্চার ঘটাতে পারে না। সে সেই রমণীর চোখে চোখ রেখে কাঠকাঠ গলায় বলে উঠে,

“ ঘৃণা সহ্য করার ক্ষমতা আছে আমার। কিন্তু প্রতারণা সহ্য করতে পারবো না আমি। প্রতারণা করেছো তুমি। দু’জনেই শাস্তি পাবে। প্রথমে ও। “

কথাটুকু বলেই সেই পুরুষ গাছের সাথে বাধা যুবকের পানে চায়। অসহায় রমণীও ঘাড় ঘুরিয়ে সেই যুবকের দিকে তাকায়। আহত যুবক কারো উপস্থিতি টের পেয়েই মাথা সোজা করে সামনের দিকে তাকায়। তার দৃষ্টি মিলে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকা সেই রমণীর সাথে। রমণীর চোখের অশ্রু দেখে সেই যুবকের বুকে পাহাড় ধ্বসে পড়া সমান পিড়া অনুভব হয়। মনে মনে নিজেকে প্রশ্ন করে মেয়েটা কার জন্য কাঁদছে? তার মতো অধমের জন্য কাঁদছে? এ-ও কি সম্ভব? যুবকের বুক চিড়ে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস জানান দেয় যে এই মেয়েটাকে মুক্ত করতে না পারার আফসোস তার কখনো মিটবে না।

টলমল চোখে তাকিয়ে থাকা মেয়েটা ক্রন্দনরত গলায় সেই যুবকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে,

“ তোমার কি খুব কষ্ট হচ্ছে? “

ক্ষত বিক্ষত শরীরটা আঘাতে জর্জরিত। পুরোটা শরীরের রন্ধ্রে রন্ধ্রে সেই আঘাতের বিষ ব্যথা অনুভূত হচ্ছে। কিন্তু এই ব্যথার স্থায়িত্ব যে বেশিক্ষণের না তা ভালো করেই জানে আহত যুবক। আর কিছুক্ষণের মধ্যেই তার মুক্তি মিলবে তা সে ভালো করেই জানে। অন্তত সে যেই দুঃসাহসিক কাজ করেছে তার পর তাকে বাঁচিয়ে রাখার কোনো সম্ভাবনাই নেই। লোকমুখে বলা হয়ে থাকে যে মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে ঠিক চল্লিশ দিন আগ থেকেই তার চারিদিকে আজরাইল ঘুরঘুর করতে থাকে। কথাটা অবশ্য সত্য না মিথ্যা তা জানা নেই সেই যুবকের। তবে রমণীর পাশে দাঁড়িয়ে থাকা সেই ক্ষিপ্ত পুরুষ গত চল্লিশ দিন ধরে তার চারিদিকে আজরাইলের মতই ঘুরঘুর করেছে। আজ যেহেতু সেই চল্লিশ দিন পূরণ হয়েছে তারমানে নিশ্চয়ই আজ তার শেষ দিন? মৃত্যু সন্নিকটে জেনেও মুখে আলতো হাসি নিয়ে সেই যুবক রমণীর দিকে তাকিয়ে বলে উঠে,

“ একটুও না। তুমি নিজের কান্না থামাও। যখনই মনে হবে এই পৃথিবীতে কেউ নেই তোমাকে ভালোবাসার তখনই আমাকে মনে করবে। জেনে রেখো আমি তোমাকে খুব ভালোবাসি। “

কথাটুকু শেষ হতে না হতেই একটা বিকট শব্দ শোনা গেলো। চোখের সামনে আহত দেহটা ঝাঁকি তুলতে তুলতে নিথর হয়ে শান্ত বনে গেলো। কিন্তু শান্ত থাকতে পারলো না রমণী। সে গগনবিদারী আর্তনাদ করে উঠলো। একবার দুবার না। বেশ কয়েকবার চিৎকার করে সে সামনে এগিয়ে যেতে চাইলো। কিন্তু সেই দানবীয় হাতজোড়া থেকে মুক্তি পেলো না সে। রমণী কান্না করতে করতে ছুটে সেই লাশ নামক রক্তাক্ত দেহের দিকে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তার প্রমাণ হিসেবে সেই যুবকের খুনীর হাতে অসংখ্য খামচির দাগ স্পষ্ট দেখা গেলো। তবুও সেই ক্ষিপ্ত পুরুষ নিজের জায়গায় অটল রইলো। রমণী চিৎকার করে কাঁদতে থাকলো। যতক্ষণ না তার সম্পূর্ণ দেহ অসার হয়ে আসে ততক্ষণ। আঁধার কুহেলীর বুকে হেলে পড়লো সেই নিস্তেজ দেহ।

__________

শীতল প্রকৃতির মধ্যেও তিরতির করে ঘামতে থাকা দেহটা প্রচন্ড রকমের ভীতি নিয়ে ঘুম থেকে জেগে উঠলো। বাণী অনুভব করলো তার দু চোখ ভেজা। অতীতের এই বিষাক্ত খণ্ডাংশ আজও তাকে স্বপ্ন রূপে তাড়া করে যাচ্ছে। ভীত বাণী নিজের দুচোখ মুছে নিয়ে পাশ ফিরে তাকায়। বিছানার এককোণে উবুড় হয়ে শুয়ে থাকা বহ্নিকে দেখতেই তার বুক চিড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হঠাৎই তার টনক নড়ে উঠে। ব্যস্ত চোখে সে রুমের এককোণে থাকা দেয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেলো ঘড়িতে সময় সকাল ১০ টা পেরিয়ে প্রায় ১১ টা ছুঁই ছুঁই।

মুহুর্তেই বাণী অস্থির ভঙ্গিতে বিছানা ছেড়ে নামলো। দ্রুত পায়ে সে বহ্নিকে কোলে তুলে ডাকতে ডাকতে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। বহ্নির ঘুম ততক্ষণে ভেঙে গিয়েছে। বাণী বহ্নিকে বিছানার এককোণে বসিয়ে তার হাতে একটা ছোট পাউরুটি এবং ওয়াটার পট ধরিয়ে দিয়ে নরম গলায় বলে,

“ মা তুমি টেন মিনিটসের মধ্যে ব্রেকফাস্টটা ফিনিশ করে ফেলো। মাম্মা ততক্ষণে আমাদের ব্যাগ গুছিয়ে নিচ্ছি। “

কথাটুকু বলেই বাণী একটা হ্যান্ড ক্যারি ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়লো। বহ্নি অসহায় চোখে পাউরুটির দিকে কিছুক্ষণ চেয়ে রইলো। এরকম নাস্তা করার তার মোটেও অভ্যাস নেই। আর না তার নিজের হাতে কিছু খাওয়ার অভ্যাস আছে। কিন্তু সে মাম্মাকে প্রমিজ করেছে যে সে মাম্মার সবকথা মেনে গুড গার্লের মতো চলবে। গুড গার্লরা নিশ্চয়ই কিছু নিয়ে অভিযোগ করে না? বহ্নিও অভিযোগ করে না। সে নিজের আনাড়ি হাতে সেই একটুকরো পাউরুটিতে একটা কামড় বসালো। পরপর শব্দ তুলে ওয়াটার পটের স্ট্রয়ের সাহায্যে কিছুটা পানি মুখে নিয়ে সেটা দ্বারা রুটিটাকে নরম করে চিবিয়ে খেলো। এরকম করে সে সম্পূর্ণ পাউরুটিটা খেয়ে শেষ করলো।

বাণী ততক্ষণে ব্যাগ গুছিয়ে নিজের জামা বদলে তার উপর একটা কালো বোরখা পড়ে নিলো। নেকাব করে সম্পূর্ণ মুখটাও ঢেকে নিলো। বহ্নি উৎসুক দৃষ্টি মেলে দেখলো সম্পূর্ণ দৃশ্যটা। পরমুহূর্তেই সে খিলখিলিয়ে হেসে বলে উঠে,

“ মাম্মা তোমাকে একদম ব্যাটম্যানের মতো লাগছে। পাপা কখনোই তোমাকে চিনতে পারবে না। “

বাণীর ভয়ার্ত হৃদয় মনে মনে দোয়া করে তাই যেনো হয়। সে বহ্নির উদ্দেশ্যে প্রশ্ন করে,

“ তুমিও মাম্মার মতো রেডি হতে চাও মা? “

বহ্নি চরম উৎসাহ নিয়ে মাথা নেড়ে হ্যাঁ জানায়। বাণী বহ্নির জামা পরিবর্তন করে অন্য একটা ফ্রক পড়িয়ে দেয়। তার সাথে মুখে মাস্ক পড়িয়ে মাথায় বাচ্চাদের ছোট একটা হিজাবও পড়িয়ে দেয়। হিজাব পড়ে বহ্নি মহা আনন্দে আয়নায় বারবার ঘুরে ফিরে নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময়ে বাণী একটা কাগজ কলম নিয়ে ছোট একটা চিরকুট লিখে তা বিছানার একপাশে রেখে দেয়। অত:পর একহাতে হ্যান্ড ব্যাগ এবং অপর হাতে বহ্নির হাত ধরে সে দ্রুত সেই বাড়ি থেকে প্রস্থান করে। এখানে আর এক মুহুর্তও থাকা যাবে না।

__________

ভর দুপুর পেরিয়ে বিকেলের আগমনী লগ্ন তখন। পাহাড়তলির কোনো এক গলিপথে অতি সাবধানে হেঁটে যাচ্ছে এক মহিলা। অশান্ত দৃষ্টি মেলে সে বারবার আশেপাশে তাকাতে ব্যস্ত। রাস্তায় মানুষের সমাগম খুবই কম। দুই গলি পেরিয়ে একটা সুনসান গলির ইটের তৈরী একতলা একটা বাড়ির সামনে আসতেই সে দ্রুত বাড়ির সামনে থাকা একটা গাছের টবের মাটির ভেতর থেকে একটা চাবি বের করে নেয়। অত:পর সেই চাবির সাহায্যে দরজার তালা খুলে সে ভিতরে প্রবেশ করে।

একতলা এই বাড়িটা তিনরুমের মেলবন্ধনে তৈরী। একটা বেডরুম, একটা বসার ঘর আর একটা রান্নাঘর মাত্র। বাড়িটা প্রথম দেখেই বুঝা যাবে যে এটা কোনো এক মধ্যবিত্ত পরিবারের বাড়ি। সুস্পষ্ট ভাবে বলতে গেলে বাড়িটা ভদ্রমহিলার ভাইয়ের বাসা। স্ত্রী অসুস্থ থাকায় তার ভাই এক সপ্তাহের জন্য স্ত্রী সমেত ঢাকায় গিয়েছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছে বোনের কাছে। তার বোন দায়িত্ব সম্পর্কে সচেতন। ভদ্রলোকের অনুপস্থিতিতে তার বাড়ির কোনো অযত্ন করে নি। তবে খুব সাংঘাতিক একটা কাজ করেছে সে। ভাইয়ের খালি বাসায় এনে একরাতের জন্য আশ্রয় দিয়েছিলো সাহায্য কাম্য এক রমণী এবং শিশুকে।

ভদ্রমহিলার মন সেই পাষাণদের মতো কঠিন নয়। অসহায় রমণীর সেই সাহায্যের আর্তনাদ তার মনকে ঠিকই ছুঁয়েছে। তাই সামিল হয়েছে সে বাণীর পালিয়ে যাওয়ার এই পরিকল্পনায়। সবাই যখন বাণীকে খুঁজতে ব্যস্ত তখন অতি সুকৌশলে সে বহ্নিকে নিয়ে পালিয়ে এসেছিলো সেই নরকখানা থেকে। নিজের যথাসাধ্য চেষ্টা করেছে সে বাণীকে সাহায্য করার। যদিও সে ভালো করে জানে এই সাহায্যের পরিণাম ভয়াবহ হবে। তবুও সে এই দুঃসাহসিক কাজটা করেছে। পেটের দায়ে নরকখানায় কাজ করে বলে নিজের মনুষ্যত্ব এখনো বিকিয়ে দেয় নি সে।

ভদ্রমহিলার ভাবনা ভাঙে আচমকা কলিংবেলের শব্দে। মনে মনে সে কিছুটা অবাক হয়। এই সময় কে এলো? প্রশ্নের সমাহার মনে নিয়ে অসাবধানবসত সে কে এসেছে জানতে না চেয়েই দরজা খুলে দেয়। সাথে সাথেই তার হাত পা বরফের ন্যায় জমে যায়। সাক্ষাৎ যমদূত তার দ্বার প্রান্তে দাঁড়িয়ে!

কিছু বুঝে উঠার পূর্বেই সেই যমদূতের পদচারণ ঘটে ঘরের ভেতর। তার সাথে থাকা দু’জন পুরুষও দ্রুত গতিতে ঘরে ঢুকে, একজন সেই ভদ্রমহিলার মুখ চেপে ধরে এবং অপরজন দরজা আটকে দেয়। নীল শার্ট এবং কালো প্যান্ট পরিহিত পুরুষ অতি স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চারিদিক দেখতে থাকে। আচমকা তার পা জোড়া থেমে যায় বেডরুমের দরজার সামনে এসে। খোলা দরজার বাহির হতে ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। দাম্ভিক পুরুষ এগিয়ে যায় সেই রুমের ভেতর থাকা বেডের দিকে। বিছানার উপর এককোণে রাখা বাণী এবং বহ্নির পরিধেয় পোশাক।

হিরণ শীতল হাতজোড়ার মুঠোয় বহ্নির ছোট ফ্রকটা তুলে নেয়। পরম আবেশে সেই ফ্রকটায় চুমু খেয়েই সে বাণীর সাদা ওড়নাটা ফের তুলে নেয়। ওড়নাটা নাকের কাছে এনেই সে চোখ বুজে ফেলে। তার নাসারন্ধ্র চিড়ে অন্তরে যেন প্রবেশ করে খুব পরিচিত কোনো ঘ্রাণ। যেই ঘ্রাণকে গত বিশ ঘন্টা ধরে তাড়া করে যাচ্ছে সে, কিন্তু খুঁজে পাওয়ার আগেই হারিয়ে ফেলছে। হিরণের চোখ গিয়ে ঠেকে বিছানার এককোণে থাকা চিরকুটটার দিকে। সে হাতের ফ্রক এবং ওড়নাটা রেখে সেই চিরকুটটা এবার তুলে নেয়। সাদা কাগজে কালো কালির সাহায্যে কিছুটা খারাপ বাংলা হাতের লেখাটুকু সে পড়ে নেয়।

“ বন্দী খাঁচা থেকে এক জোড়া পাখিকে মুক্ত হতে সাহায্য করে আপনি আমাকে আজন্মের ঋণী বানিয়ে দিয়েছেন আফিফা আপা। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজীবন কৃতজ্ঞ থাকবো আমি। “

হিরণ ফোস করে একটা নিঃশ্বাস ফেলে। বাণী যেন দিন দিন বোকামির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এ কেমন অদ্ভুত বোকামি? হিরণ অস্ফুটে বলে উঠে,

“ দূর্বল ডানার পাখি নিজের সীমানা অতিক্রম করে উড়ে বেশিদূর যেতে পারে না। তোমাকে নিজের ঠিকানায়ই ফিরতে হবে। “

কথাটুকু বলেই হিরণ রুম থেকে বেরিয়ে বাসার বাহিরে যাওয়ার জন্য অগ্রসর হয়। তখনই পিছন থেকে একজন বলে উঠে,

“ এই মহিলার কি করবো স্যার? “

হিরণ এক মুহুর্তের জন্য দাঁড়িয়ে শান্ত গলায় বলে,

“ কেউ ক্ষমা পাবে না। “

__________

পড়ন্ত বিকেল তখন। জানালার কার্নিশে মাথা ঠেকিয়ে ব্যস্ত স্টেশনের পানে চেয়ে রয়েছে বাণী। উপরে তাকে দেখে শান্ত মনে হলেও ভিতরে ভিতরে সে প্রচুর ভীত। পাহাড়তলী হতে সে চট্টগ্রাম রেইলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে সে প্রায় ঘন্টা তিনেক আগে। টিকেট কেটে প্রায় তিন ঘন্টা তার বসে থাকতে হয়েছে। এই তিন ঘন্টার ভেতর সে নিজের হাতের হীরের আংটি এবং গলার সোনার চেইন বিক্রি করে বেশ ভালো পরিমাণের টাকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। নতুন শহরে গিয়ে নতুন জীবন শুরু করতে হলে এই টাকাটুকুর খুব প্রয়োজন পড়বে তার।

চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন ছাড়তে আর বেশিক্ষণ বাকি নেই। বাণী বাহির থেকে দৃষ্টি সরিয়ে কোলে বসে থাকা মেয়ের দিকে তাকায়। বহ্নি জানালা ভেদ করে স্টেশনের এক খেলনার দোকানের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্যটুকু দেখে বাণীর খুব মনখারাপ হয়। পালিয়ে আসার সময় সাথে করে বহ্নির কোনো খেলনা নিয়ে আসা হয়নি। বাচ্চা মেয়েটা অলরেডি বাণীর কারণে যথেষ্ট কম্প্রোমাইজ করছে। মা হিসেবে মেয়ের এইটুকু অব্যক্ত শখ কি বাণী পূরণ করতে পারবে না? বহ্নির জায়গায় অন্য কোনো বাচ্চা হলে হয়তো এতক্ষণে কেঁদে সব মাথায় তুলে ফেলতো। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বাণী বহ্নিকে কোলে নিয়েই উঠে দাঁড়ায়। অতি সাবধানে ব্যাগটাও সাথে তুলে নেয়। যেই দিনকাল চোখের সামনে থেকেই এখন ব্যাগ চুরি হয়ে যায়। সেখানে একা ট্রেনে ব্যাগ রেখে যাওয়ার প্রশ্নই উঠে না।

ট্রেন ছেড়ে নেমে পনেরো বিশ কদম হেঁটে খেলনার দোকানের সামনে এসে দাঁড়ায় বাণী। কোমল সুরে মেয়েকে প্রশ্ন করে,

“ কোনটা নিতে চাও মা? “

মায়ের এই সামান্য আস্কারা পেয়ে বহ্নি উৎফুল্ল অনুভব করে। সে দাঁত বের করে হেসে বলে উঠে,

“ আমি পাপার মতো ব্ল্যাক শুটার চাই। “

বাণী মুখের হাসি মিলিয়ে যায়। শুটার দ্বারা যে তার মেয়ে গান চেয়েছে তা বুঝতে বাকি নেই তার। মেয়েটার কি নিজের পাপার ওই মরণ অস্ত্র এতোই পছন্দের? এই ভাবনা মনে উঁকি দিতেই ভয় হয় বাণীর। তবুও মেয়ের এই সামান্য ইচ্ছাটা অপূর্ণ রাখে না সে। একটা কালো খেলনা রিভলবার কিনে দেয়।

খেলনা কিনে ট্রেনের দিকে এগোতে নিলেই বাণীর দৃষ্টি স্থির হয় দূরে ভীড়ের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় ঘুরে বেড়ানো একদল শিকারীর দিকে। মুহুর্তেই বাণীর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়। তার দৃষ্টি অনুসরণ করে বহ্নিও ভীড়ের দিকে ভালো করে তাকায়। সাথে সাথে সে হাস্যজ্বল মুখে পাপা বলে চিৎকার করতে নিলেই বাণী তার মুখ চেপে ধরে দ্রুত উল্টো ফিরে দৌঁড়াতে শুরু করে। ভুলেও সে পিছনে ফিরে তাকায় না। এলোমেলো পায়ে দৌঁড়াতে দৌঁড়াতে সে প্ল্যাটফর্ম ছেড়ে সমতল মাটিতে নেমে আসে। এক বাচ্চা এবং ব্যাগ সাথে নিয়ে রেইললাইন ধরে দৌড়ে পাড় হতে তার বেশ বেগ পোহাতে হয়। দৌড়ের সময় বাতাসের বেগে তার মুখের নেকাবটাও সড়ে যায়। তবুও সে থামে না। রেইললাইন ক্রস করে এক নীরব রাস্তার কাছাকাছি আসতেই সে দেখে রাস্তার ধারে এক বিশাল কালো রঙের জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। বাণী আর কিছু ভাবতে পারে না। এখান থেকে দ্রুত প্রস্থান করতে হলে তার কোনো যানবাহনের প্রয়োজন। তাই সে দেরি না করে ধুপ করে সেই জিপ কারের পিছনের এক দরজা খুলে বিনা অনুমতিতে মেয়ে সহ সেই গাড়িতে উঠে বসে দরজা টেনে আটকে দেয়।

শিকারী দল হতে রক্ষা পেয়েছে ভেবে যে-ই না বাণী স্বস্তির নিঃশ্বাস ফেলতে নিবে তখনই সে দেখে জিপ গাড়ি ভর্তি একদল যুবক বিস্ফোরিত দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে রয়েছে। আগুন্তকঃ এই নারীর অসময়ের বৃষ্টির মতো আগমনে তারা বিরক্ত না ভীত তা বুঝার সময় হলো না। তার আগেই সেই যুবক দল রিভলবার বের করে বাণীর দিকে তাক করে। বাণীর চোখের দৃষ্টি তখন ভয়াবহ করুণ। এক বিপদ ছেড়ে পালিয়ে এসে এ কি নতুন বিপদে পড়লো সে? বাণীর ভাবনার মাঝেই তার কোলে থাকা বহ্নি তাকে আড়াল করে নিজের হাতে থাকা খেলনা রিভলবার সেই যুবক দলের দিকে তাক করে চিকন স্বরে ধমকে বলে উঠে,

“ সারেন্ডার। “

চলবে…

[ কপি করা কঠিনভাবে নিষিদ্ধ ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here