বেসামাল_প্রেম #লেখা_জান্নাতুল_নাঈমা #পর্ব_২২

0
198

#বেসামাল_প্রেম
#লেখা_জান্নাতুল_নাঈমা
#পর্ব_২২
রুদ্রর বন্ধু আবিরের বিয়ে আজ। বিয়ে ঠিক হওয়ার পরই রুদ্রকে জানানো হয়েছে। ব্যস্ততায় সে গুরুত্ব দেয়নি। আজ সকাল সকাল সব বন্ধুরা তার বাড়ি হাজির। তাদের প্ল্যান বরযাত্রীতে বর ব্যাতীত সকল পুরুষই এক রঙের একই পোশাক পরবে। এ পরিকল্পনা থেকে বৃদ্ধরা মাফ পেতে পারে। কিন্তু যুবকদের একজনও পাবে না৷ সে রুদ্র যতই রসকষহীন কাঠখোট্টা মানুষ হোক না কেন। বন্ধুরা কেউ ছাড় দেবে না তাকে। বাধ্য হয়ে তাই কিছু কেনাকাটা করতে বের হলো রুদ্র। সঙ্গে থাকল ঝিনুক, পনির।

গতকাল হৈমীর বিয়ের কথা সূচনা শুনেছিল। মাহেরের আদেশ অনুযায়ী এ ব্যাপারে তেমন ভাবেওনি। সকাল সকাল এবার শাশুড়ি মায়ের আদেশ, ননদকে নিয়ে একটু কেনাকাটা করতে হবে। যে যা হুকুম করছে সূচনা বাধ্য মেয়ের মতো তাই পালন করছে। হৈমীকে সকালবেলাই জানানো হলো আগামীকাল তার বিয়ে! আকস্মাৎ এমন কথা শুনে শ্বাসরোধ হয়ে এলো তার। চোখ পিটপিট করে কতক্ষণ মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
-” ও আম্মু আমার বিয়ে? আমিত জানি না। পাত্র কে? ”

হামিদা সহজ গলায়ই উত্তর দিল,
-” তোর চেনাই টিশার চাচাত ভাই আমান। ”

বিস্মিত গলায় হৈমী বলল,
-” আমান ভাইয়ের সাথে আমার বিয়ে! আমিত অনেক ছোটো আম্মু। বিয়েটা এক বছর পর দাও প্লিজ, এখন দিলে বাল্যবিবাহ হয়ে যাবে। ”

হৈমীর কথা শুনে সূচনা হতভম্ব হয়ে চেয়ে রইল। এই মেয়ে কি বিয়েটা মজা হিসেবে নিচ্ছে? ওর লাইফে কি সিরিয়াস বলতে কিছুই নেই? দীর্ঘশ্বাস ছাড়ল সে। হামিদা চোখ গরম করে বিয়ের ব্যাপারটি কতটা সিরিয়াস বোঝালেন মেয়েকে। সব বুঝে হৈমী শুধু চুপ মেরে গেল। সূচনা যখন রেডি হয়ে তাকে নিয়ে কেনাকাটা করতে বের হতে চাইল, ঠিক তখনি তার টনক নড়ল। ঢোক গিলে দুরুদুরু বুকে প্রশ্ন করল,
-” ও ভাবি সত্যি আমার বিয়ে কিন্তু কেন? ”

সূচনা অধরকোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল,
-” সত্যি তোমার বিয়ে হৈমী। কেন এই উত্তর আমিও জানি না। শুধু জানি এই বিয়েটা হলে তুমি ভালো থাকবে। ”

-” আমিত আমান ভাইকে পছন্দ করি না ভাবি… ”

বাকিটুকু বলতে পারল না হৈমী। তার মা এসে তাড়া দিল রেডি হতে। বাকি কথাটুকু ঢোক চিপে গিলে ফেলল সে, বিরস মুখে ওয়ারড্রব থেকে জামা বের করে ঢুকে গেল বাথরুমে। হামিদা যদি আর কয়েক সেকেণ্ড পর আসতো তাহলেই সূচনা শুনতে পেত হৈমীর গিলে ফেলা বাকি বাক্যটুকু,
-” আমিত তোমার ভাইকে পছন্দ করি! ”

প্রচণ্ড সিরিয়াস সময়টায় হৃদয়ে দোলা দেয়া কঠিন সত্যটুকু হৈমীর বলা হলো না, শোনা হলো না সূচনার। মনের অতি গোপনে যেই সত্যিটুকু যত্ন করে রেখেছে হৈমী সে সত্যটুকু শাওয়ারের নিচে দাঁড়িয়ে বার বার স্মরণ করল। সেদিন রুদ্রকে প্রথমবার দেখা, চিঠি দিয়ে প্রপোজ করা সবটাই কি মজা ছিল? ওসব মজা হলেও এরপরের ঘটনাগুলো? রুদ্রকে দেখার জন্য মন আনচান করা, তার চোখের নাগালে থাকতে চাওয়া, তাকে নিয়ে শতশত কল্পনা, জল্পনা, অসংখ্য কৌতূহল, অন্য নারীর আশপাশে দেখলে গা জ্বালা অনুভূতি, এসব তো মিথ্যে নয়। আর এই যে হঠাৎ বিয়ে! বিয়ে তো কষ্টদায়ক কোনো ঘটনা নয়। তবুও তার কষ্ট হচ্ছে। কেন হচ্ছে? সে তো কারো কাছে কমিটেড নয়। কারো সাথে তার প্রেমঘটিত বিষয়াদিও নেই৷ তাহলে এ ব্যথার মানে কী? তার কি রুদ্রর সঙ্গে অদৃশ্য কোনো বন্ধন সৃষ্টি হয়েছে?

আপনমনে প্রশ্ন উঠতেই চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল হৈমী। স্মরণ করল রুদ্রর রাশভারি মুখটাকে। ঐ দৃঢ় দৃষ্টিজোড়াকে। শরীর, মন আহত হওয়া সেই স্পর্শগুলোকে! মুহুর্তেই হৃৎস্পন্দন কেঁপে ওঠল, চোখ দু’টো হলো ঝাপসা। বুক ভারীও হলো। বিরবির করে বলল,
-” সবার পছন্দ যে ভালো হয় তার তো মানে নেই। সবারই যে ভালো জীবনসঙ্গী পেতে হবে এমন কোনো নিয়মও নেই। রুদ্র বেয়াই না হয় গুন্ডা টাইপ, কর্কশ মানুষ তাই বলে সে কি পুরুষ মানুষ না? তারও অধিকার আছে আমার মতো সুন্দরী একটা মেয়ের ভালোবাসা পাওয়ার। ”

কিছুক্ষণ চুপ করে আবারো নিজেই নিজেকে বোঝাতে লাগল। যেন তার ভিতরের সত্তা তাকে বোঝাচ্ছে।

-” আমি যদি একটু বেশি দয়ালু হয়ে উনাকে ভালোবাসি ক্ষতি কী হবে শুনি? তবুও তো মানুষকে দেখাতে পারব আমার জামাই দ্যা গ্রেট ডন রুদ্র। সবচেয়ে বড়ো কথা আনকমন একটা জামাই হবে। দেখতেও মন্দ না ইয়া লম্বা, ফর্সা বোধহয় আমার চেয়ে কমই হবে। এটা সমস্যা না ছেলেরা একটু কম ফর্সাই ভালো লাগে। তবে হেব্বি স্মার্ট উনি, ইউনিক হেয়ার স্টাইল, দাঁড়ি স্টাইল, এক পলক তাকালেই তো চোখ ঝলসে যায়। কত পুরুষ দেখি বুকের পাটা নাই, এর দিকে তাকালেই তো ব্ল্যাক বোর্ডের মতো মসৃণ, সমান বুকের পাটা দেখতে পাই। দেখেই বোঝা যায় কী শক্ত, মজবুত। অমন তরতাজা যুবক চোখ লাগিয়ে দেওয়া সুন্দর পুরুষটা না হয় একটু গুন্ডামিই করে। করুক না, পৃথিবীতে একটা দু’টো গুন্ডাকে আমার মতো সুন্দরীরা ভালোবাসতেই পারে। এতবড়ো পৃথিবীতে গিজগিজে মানুষের ভীড়ে একটা দু’টো আনকমন কাপল থাকতেই পারে৷ এটা অস্বাভাবিক কিছু না। তাছাড়া শুনেছি বউ পেলে অনেক জামাই ভালো হয়ে যায়। ”

কত কথা সহজ ভাবে আপন মনে বিরবিরিয়ে যাচ্ছে হৈমী। অথচ মেয়েটা জানেই না সামনে তার ঠিক কতটা কঠিন সময় আসবে। রুদ্রর প্রতি তার আবেগটা সত্যি। আজ হয়তো তার হৃদয় কিশোরী বয়সের আবেগে জর্জরিত। কিন্তু এই আবেগ কতটা অনেস্ট তা পৃথিবীর কেউ বুঝবে না কেউ না। কেবল যারা এই আবেগে জর্জরীভূত তারাই টের পাবে।

অদৃশ্য ঘোর থেকে সহসা আঁতকে ওঠল হৈমী ভাবল,
-” আমার যে আমান ভাইয়ের সাথে বিয়ে। এই ভাবনা গুলো আগে কেন এলো না? আরেহ আগে আসবে কী করে আগে তো আমার বিয়ে ঠিক হয়নি। কিন্তু এবার কী হবে? আমার তো বিয়ে! রুদ্র বেয়াইকে কি জামাই হিসেবে পাবো না? আমার তো উনাকেই ভালো লাগে একটু ভয় পাই তবুও তো উনাকেই পছন্দ হয়। ”

হৈমীর বের হতে দেরি হচ্ছিল তাই সূচনা বাথরুমের দরজায় টোকা দিল। বলল,
-” হৈমী তাড়াতাড়ি বের হও। এত দেরি হচ্ছে কেন? মা কিন্তু বকছে। ”
________________
কেনাকাটা করে গাড়িতে বসে ঝিনুক পনিরের অপেক্ষা করছিল রুদ্র। এই দু’জন গেছে সিগারেট আর পান কিনতে। পনির সিগারেট তেমন খায়না। সে খুব পানভক্ত। পান খেয়ে দাঁত, ঠোঁট লাল করে চেহেরায় আলাদা মাধুর্য আনে সে। আর ঝিনুক রুদ্রর মতোই দুঃসহ সিগারেটখোর। ওদের জন্য অপেক্ষা করার ফাঁকেই চোখ দু’টো আশপাশে ঘোরাচ্ছিল রুদ্র। এমন সময় সহসা চোখজোড়া স্থির হয় ডান পাশের রিকশাতে। যে রিকশায় বসে আছে দুটো পরিচিত মুখ। আর এই দু’টো পরিচিত মুখই রুদ্রর অতি প্রিয়। হ্যাঁ সূচনার মতোই হৈমীও তার অতি প্রিয়। কারো প্রিয়জন হয়ে ওঠতে খুব বেশি সময় যেমন লাগে না তেমনি খুব বেশি কারণও লাগে না। হৈমীর ক্ষেত্রে রুদ্রর এই অনুভূতিটা তেমনি হয়ে গেছে। রিকশার ভাড়া মিটিয়ে হৈমীকে নিয়ে সূচনা শপিংমলে ঢুকে পড়ল। রুদ্র এ দৃশ্য দেখতে দেখতেই পকেট থেকে সেলফোন বের করে কল করল সূচনাকে। কল রিসিভ হতেই প্রশ্ন করল,
-” তোকে শপিংমলে দেখলাম, কিছু কিনবি? ”

থতমত খেয়ে ঢোক গিলে সূচনা বলল,
-” হ্যাঁ ওই তো হৈমীর কিছু কেনাকাটা আছে। মা বলল ওর সঙ্গে আসতে…”

রাশভারি স্বরে রুদ্র বলল,
-” আমাকে ফোন করতি গাড়ি পাঠিয়ে দিতাম। এভাবে একা দু’জন মেয়ে আসা ঠিক হয়নি। মাহের ব্যস্ত থাকলে আমায় ফোন করা উচিৎ তোর। ”

-” আসলে ভাইয়া.. হৈমীর জন্য। ”

-” কার জন্য এসেছিস সেটা ফ্যাক্ট না। তুই আরেকজনের দায়িত্ব নিয়ে বেরিয়েছিস সেটাই ফ্যাক্ট। আমি মনে করি দায়িত্ব নেয়ার বয়সটা তোর এখনো হয়নি। মাহেরের উচিৎ ছিল তোদের সঙ্গে আসা। হোয়াটএভার, যেখানে আছিস দাঁড়া আমি আসছি। ”

রুদ্র তাদের কাছে আসবে শুনেই সূচনার বুক ধড়ফড় শুরু হলো। কেমন ভয় ভয় করছে। যেন বিপদের গন্ধ চারপাশে ছেয়ে গেছে। বারকয়েক ঢোক গিলে হৈমীর হাত শক্ত করে ধরল সে। চাপা স্বরে সতর্ক করল,
-” হৈমী কাল তোমার বিয়ে এটা যেন ভুলেও ভাইয়ার সামনে উচ্চারণ করো না। বিয়ের ব্যাপারটা আপাতত সবার কাছেই গোপন থাকবে। ”

হৈমীর হৃদয়টা ঠুস করে ভেঙে গেল। হায় হায় করে আর্তনাদ ওঠল সেখানে। শেষ পর্যন্ত চুরি করে বিয়ে দেয়া হচ্ছে তাকে। ইস কী বিচ্ছিরি বিয়ে! এক মিনিটও অতিবাহিত হলো না। রুদ্র এসে তাদের সামনে দাঁড়াল। হৈমীকে দেখেও না দেখার ভাণ করে বলল,
-” দেড় ঘন্টার মধ্যে কেনাকাটা শেষ কর। আমি তোদের পৌঁছে দিয়ে আসব। ”

রুদ্রকে দেখে হৈমীর মনটা একটু বেশিই বিষাদীয় ঠেকল। আজ যদি তার সঙ্গে রুদ্রর ভালো সম্পর্ক থাকত, প্রেমঘটিত ব্যাপার থাকত হঠাৎ করে এই বিয়ে ঠিক নিয়ে দুজন দুজনের গলা জড়াজড়ি করে একটু শোক পালন করা যেত। ইস, কেন যে অমন টাইপ সম্পর্ক হলো না ধূরর!

শাশুড়ি বলে দিয়েছেন লাল রঙের বেনারসি কিনতে। হৈমী কিনবে সাদা রঙের আঁচল টা অবশ্য লাল। রুদ্র ওদের থেকে দূরেই দাঁড়িয়ে ছিল। শাড়ি তাও আবার বেনারসি দেখেই এগিয়ে এলো। কেনাকাটা হৈমীর জন্য শুনল অথচ কিনতে দেখছে শাড়ি! এসব শাড়ি তো বিয়েতেই পরে মেয়েরা। এই মেয়ে এসব শাড়ি চুজ করছে কেন? ভ্রু কুঁচকে কয়েক পল তাকিয়ে রইল রুদ্র। কিন্তু কিছুই বলল না। সূচনা ভয় ভয় চোখে ভাইয়ের দিকে তাকিয়ে চাপা স্বরে হৈমীকে বলল,
-” তুমি কিন্তু বলবে না তোমার বিয়ে। ”

হৈমী মাথা নাড়াল। এমন সময় কল এলো মাহেরের। সূচনা রিসিভ করে হৈমীর পাশ থেকে সরে গেল। কারণ মাহের কোনো প্রশ্ন করলে রুদ্রর সামনে উত্তর দিতে গিয়ে সমস্যা হবে। যদি বুঝে যায় আগামীকাল হৈমীর বিয়ে? বুঝতে পেরে যদি কোন পাগলামি করে? যদিও রুদ্রর অনুভূতি সম্পর্কে তেমন জানেনা সূচনা। যা জেনেছিল সব অতীত। তবুও সতর্ক থাকতেই হবে। হৈমী মাথা নিচু করে শাড়িটা দেখছিল এমন সময় শাড়ি বিক্রেতা একটি দোপাট্টা এগিয়ে বলল,
-” আপু দোপাট্টা নেবেন না? এই শাড়ির সঙ্গে কিন্তু এটা বেশ মানায় দেখুন। ”

এহেন কথা শুনে ধীরপায়ে রুদ্র এসে বসল হৈমীর পাশে। কপাল কুঁচকে রাশভারি আওয়াজে বলল,
-” ইডিয়টের মতো এগুলো কিনছ কেন? মাথায় কি বউ সাজার ভুত চাপল ? ”

আকস্মিক তেলেবেগুনে জ্বলে ওঠল হৈমী। হুঁশ জ্ঞান হারিয়ে বলল,
-” ইডিয়ট কে ইডিয়ট আমি? হ্যাঁ আমিত ইডিয়টই এজন্যই তো কাল বিয়ে আর জানতে পারলাম আজ। ইডিয়ট বলেই তো আমার সঙ্গে এসব হচ্ছে। আমার মা আমার ভাই শেষ পর্যন্ত বালিকা হৈমীকে বাল্যবিবাহ দিচ্ছে!”

রাগে ফোঁস ফোঁস করতে করতে ওঠে দাঁড়াল হৈমী। চোখ কটমট করে তাকিয়ে রইল রুদ্রর হতভম্ব মুখশ্রীতে। কয়েক পল চলল পিনপতন নীরবতা। রুদ্র স্থির বসে স্থির চোখে তাকিয়ে ভরাট গলায় জিজ্ঞেস করল,
-” কার বিয়ে? ”

চমকে ওঠল হৈমী। মুহুর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতাআমতা করে পূর্বের স্থানে বসল। মুখটা কাচুমাচু করে রুদ্রর দিকে এগিয়ে ফিসফিস করে বলল,
-” ভাবিকে প্লিজ বলবেন না। ”

-” কী বলব না? ”

-” কাল আমার বিয়ে এই কথা কাউকে বলতে নিষেধ করেছে। আগামীকাল গোপনে বিয়ে দেওয়া হবে আমাকে। আমান ভাইয়ের সঙ্গে, টিশাকে তো চেনেন ওর চাচাত ভাই। আমান ভাই দেখতে খুব সুন্দর কিন্তু আমার জানি কেন পছন্দ হয় না। মানে জামাই হিসেবে আর কী…. ”

কথার ছলে রুদ্রর চোখের দিকে তাকাতেই আঁতকে ওঠল হৈমী৷ সরে গিয়ে মুখে হাত দিয়ে বলল,
-” ওমা ওভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি রেগে যাচ্ছেন? রাগ করছেন কেন? গোপনে আমার বিয়ে তাই? রাগ করবেন না থাক, আপনাদের পরে জানানো হবে, দাওয়াতও দেবে। ”

কাঁচের দেয়ালের ওপাশে সূচনাকে আসতে দেখে হৈমী নিচু কণ্ঠে চটপটে বলল,
-” ভাবি আসছে আপনি কিন্তু কিছু না জানার ভাণ করে থাকবেন। ”

সূচনা আসার পরও রুদ্র একই ভাবে একই চোখে হৈমীর দিকে তাকিয়ে রইল। তার নিশ্বাস চলছে কিনা এটুকুও বোঝা যাচ্ছে না। হৈমী শাড়ি আর দোপাট্টা দেখায় মন দিল। সূচনা এসে রুদ্রর পাশে বসল। শাড়ির দামদর ঠিক করার প্রস্তুতি নিল। হৈমী শাড়ি দেখার ফাঁকে রুদ্রর দিকে এক পলক তাকিয়ে আবার শাড়ির দিকে তাকাল। বিরবির করে বলল,
-” ইস যদি আমার বয়ফ্রেন্ড হতেন নিশ্চয়ই আমার হাতদুটো ধরে বলতেন, হৈমী এই বিয়ে তুমি করো না। অন্যের বাসরে তুমি যেও না। আমি কিন্তু বাঁচব না। ধূর ছাই ফাটা বাঁশের কপাল আমার! ”

শাড়ি, দোপাট্টা কেনা শেষে সূচনা হৈমী ওঠল। রুদ্র একই ভাবে বসে। সূচনা কিঞ্চিৎ অবাক হয়ে রুদ্রকে ডাকল। সঙ্গে সঙ্গে রোবটের ন্যায় ওঠে দাঁড়াল রুদ্র। সূচনার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ভরাট সুরে বলল,
-” সময় দিলি না আমাকে? আমিও তোদের সময় দেব না। আমি আবারো বুঝে গেলাম এই সমাজ, সংসার অনেস্ট এন্ড উইকদের জন্য নয়। ”

কথাগুলো বলে আচমকাই বাঁকা হাসল রুদ্র। পাশফিরে তাকাল হৈমীর দিকে। ছোট্ট গোলগাল মুখটায় প্রগাঢ় দৃষ্টি ছুঁড়ে দৃঢ় স্বরে বলল,
-” নতুন জীবনের জন্য শুভকামনা মিস. হৈমন্তিকা। ”

চলবে…

সবাই রেসপন্স করবেন। রেসপন্স হঠাৎ কমে যাচ্ছে কেন? গল্পটা ভালো লাগছে না? গল্প বিষয়ে যে কোন মতামত দিতে যুক্ত হন নাঈমার পাঠকমহল-Naiyma’s Readership তে।
আর হ্যাঁ যারা আমার প্রথম ই-বুক আকুলিবিকুলি কেনেননি তারা দ্রুত কিনে ফেলুন। রোমান্স ক্যাটাগরীর এই বইটার মূল্য মাত্র ৪০ টাকা। আর জানেন তো পর কর চার সপ্তাহ বেস্টসেলারে প্রথম স্থান দখল করেছে আকুলিবিকুলি। পাঠকদের বিপুল সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। তাই আর দেরি নয় ঝটপট কিনে ফেলুন আকুলিবিকুলি। ক্রয়ের লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here