হৃদয়সিন্ধুর_পাড়ে💕 পর্ব:৬ [থ্রিলার+রোম্যান্টিক] #কায়ানাত_আফরিন

0
108

#হৃদয়সিন্ধুর_পাড়ে💕
পর্ব:৬ [থ্রিলার+রোম্যান্টিক]
#কায়ানাত_আফরিন
.
—নি…নিভ্র ভ..ভাই? ক..কি করছেন?
মৌনির কাপাঁকাপাঁ কন্ঠ শুনে একটা দুষ্টু হাসি হাসে নিভ্র। যা দেখে মৌনি ক্রমাগত ঢোক গিলেছে। এমনিতেও নিভ্রর ছোট ছোট কাজের জন্য নিভ্রর প্রতি সে দুর্বল। তার ওপর এমন মারাত্নক চাহিনীতে মৌনি কেমন যেন বেখেয়ালী হয়ে যাচ্ছে।
—কি করছি আমি? জাস্ট বলেছি যে আমরা প্রেমিক-প্রেমিকার মতো ঘুরবো। ভালো হবে না?
.
মৌনি এবার নিভ্রর দিকে তাকায়। পরনে স্কাই ব্লু শার্ট আর অগোছালো চুলের সাথে নিভ্রকে বেশ মানিয়েছে। মৌনির ধুকধুকানি ক্রমশই যেন বাড়ছে নিভ্রর এমন রূপ দেখে। কেননা মৌনির জানামতে নিভ্র খুব ডিসেন্ট একটা ছেলে। আর এই ডিসেন্টের পেছনে এত দুষ্টু চাহিনী যে লুকিয়ে আছে এ তিনদিনে মৌনি বিন্দুমাত্র তা ধারনা করতে পারেনি। কিন্ত তবুও নিভ্রকে ওর ভালোলাগে। নিভ্রর মায়াবী চাহিনী, মাতালকরা কন্ঠ , সবকিছুই অনেক ভালোলাগে। মৌনিকে এত অস্বস্তিতে পড়তে দেখে নিভ্র দূরে সরে আসে মৌনির থেকে। একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি রেখে বললো…..
.
—রিলেক্স মৌনি। I’m just kidding ! প্রেমিক-প্রেমিকার মতো ঘুরলেই তো আর আমরা প্রেমিক প্রেমিকা হয়ে যাবো না। তাই না?
অজান্তেই নিভ্রর এই কথাটি মৌনির বুকে একেবারে তীরের মতো বিঁধলো। নিভ্রর দৃষ্টিভঙ্গি বেশ স্বাভাবিক। তবে নিভ্রর কথায় মৌনির ভেতর বয়ে যাওয়া দু সেকেন্ডের উথাল-পাতাল ঝড়কে নিমিষেই শান্ত করে মৌনি। ব্যপারটি নিয়ে কখনোই এতো গভীরভাবে ভাবেনি। নিভ্র এমন একজন ছেলে যাকে যেকোনো মেয়েই মনে ধরতে পারবে। তাছাড়া নিভ্র ওকে help করছে , আর ও কি-না !
.
—কি হলো মৌনি? Any problem?
—না। তেমন কিছু না।
—ওকে। তাহলে রেডি হয়ে নাও। দেখি ! গাধাগুলো উঠেছে কি-না……..
.
নিভ্রর কথা শুনে মৌনি ফিক করে হেসে দেয়। নিভ্র ওর হাসির অর্থ বুঝে বলে ওঠে….
—ভুল বললাম নাকি? সবগুলা গাধাই তো !
.
.
———–
১০.
দুপুরের কর্কশ রোদ পেরিয়ে ঘনিয়ে এসেছে বিকেল। বিকেলের এই চমৎকার মুহূর্তে অটোরিকশা এগিয়ে চলছে চট্টগ্রামের বিখ্যাত পতেঙ্গা বীচের পথে। নিভ্রর পরনে সাদা চেক টিশার্ট ওপরে একটি সবুজ রঙের শার্ট। কালো চুলগুলো সবসময় কপালের কাছেই ফেলে রাখে সে। এদিকে নিভ্র আর মৌনিকে দেখে সোহান , তুর্য, নিশু আর লিজা চরম মজায় মেতে আছে। বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে এ পর্যন্ত মৌনির হাত এক সেকেন্ডের জন্যও নিভ্র ছাড়েনি। যেনো মৌনি একটা বাচ্চা মেয়ে আর ছেড়ে দিলেই যেন নিভ্র থেকে ছুটে অন্যদিকে দৌঁড়ে পালাবে। আর মৌনিও তেমন কোনো জোরাজুরি করেনি হাত ছাড়ার জন্য। নিভ্রর এই হাতটি মৌনির কাছে অনেক ভরসাযোগ্য মনে হয়। সে যদি পারতো তবে সারাজীবন এই হাত আর হাতের মালিককে আঁকড়ে ধরে বাঁচতে চাইতো।
.
—আরে নিভ্র ! এইবার তো ওর হাত ছাড়। নাকি ফেবিকল লাগিয়ে দিয়েছিস হাতের মধ্যে? (সোহান)
নিভ্র চোখ গরম করে তাকাতেই সোহান চুপসে যায়। নিভ্র দাঁতে দাঁত চেপে বলে………
.
—মৌনি এখানকার কিছুই চিনেনা তাই আমি কোনো রিক্স নিতে চাইনা আমি। ওর হাত ধরবো না তবে কি তোর হাত ধরে ঘুরঘুর করবো ব্যাটা?
.
—আসলেই তো সোহান ! বুঝতে পারছিস ব্যাপারটা কত ভয়ঙ্কর হবে? একটা ছেলে-মেয়ে হাত ধরে ঘুরলে তারা ভাই-বোন হবে , বন্ধু-বান্ধবী হবে, প্রেমিক-প্রেমিকা অথবা স্বামী-স্ত্রী হবে। আর দুজন জোয়ান ছেলে যদি হাতে হাত রেখে ঘুরে তবে তো………….নাউযুবিল্লাহ ! আমি আর মুখে আনতে চাচ্ছি না।
লিজা অবাক গলায় বলে ওঠে। নিভ্র এবার বিরক্ত । প্রচন্ড পরিমাণে বিরক্ত। লিজার এই একটা সমস্যা। কোনো কথা মুখে চেপে রাখতে পারে না।
—মুখে যুখন আনতেই চাস নি তবে মুখে আনলি কেন?একটা লাইন ছাড়া তো বাকি সবই বলেছিস যে তুই সোহান আর নিভ্রকে ইনডাইরেক্টলি ”গে” বলতে চেয়েছিস?
.
তুর্যর কথায় মৌনি নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছে না। হাসি যেন নাকে-মুখে উপচে বেরিয়ে যাবে। ওদিকে সামনে বসা অটোওয়ালাও শরীর কাঁপিয়ে মৃদুস্রে হাসছে যা নিভ্রর চোখ এড়ায়নি। কি বিব্রতকর অবস্থা!
—আমি ওদের গে বলবো কেন ? আমি তো এটা বলেছি যে মানুষ ওদেরকে…….
.
—আল্লাহর ওয়াস্তে তুই থাম বইন ! আমি এবার মইরা যামু।(সোহান)
.
নিভ্রর বন্ধুগুলো চমৎকার মজার মানুষ। সবসময় হাসি-আনন্দে মেতে থাকে। সবাইকেই অল্প সময়ে আপন করে নিতে পারে যেমনটা মৌনিকে করেছে। মৌনিকে তারা বিন্দুমাত্র একা অনুভব করতে দেয়নি। সমাজ বলে এ দুনিয়ার মানুষ ধীরে ধীরে অধঃপতনে যাচ্ছে। কোনো বিপদে কেউ থাকেনা পাশে দাঁড়ানোর মতো। কিন্ত মৌনির কাছে ব্যাপারটা আজ ভুল প্রমাণিত হলো। ভালো মন্দ সবকিছুই এ সমাজে আছে। এ পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে ; নিভ্রর মতো ভালো মানুষও আছে। সেদিন ভাগ্যের জোরে নিভ্রকে পেয়েছিলো সে। না পেলে হয়তো ওর পরিণতিটা অন্যরকম হয়ে যেতো।
—পতেঙ্গা বীচে এসে পড়েছি আমরা।
.
লিজার কথায় অটো থেকে নেমে পড়ে সবাই। ভাড়া মিটিয়ে সবাই এগিয়ে যেতে থাকলো চট্টগ্রামের এই বিখ্যাত পর্যটন স্থানটির দিকে। মৌনির মধ্যে কাজ করছে চরম রকমের উত্তেজনা। সমুদ্র ও এর আগেও একবার দেখেছিলো কুয়াকাটার শিক্ষাসফরে। কিন্ত তখনকার উত্তেজনা আর এখনকারটা বেশ আলাদা। সিড়ি পেরিয়া সবাই নেমে গেলো সুসজ্জিত এই বালুর কাছে। এগিয়ে যেতে থাকলো মৌনি। ওর হাত এখনও নিভ্রর হাতের বন্ধনে আবদ্ধ। কিন্ত সেদিকে মৌনির ভ্রুক্ষেপ নেই।
পশ্চিম আকাশের লালচে আভার সাথে সূর্য এখন পানি ছুই ছুই। সে দৃশ্য যে ঠিক কতটা রোমাঞ্চকর হতে পারে মৌনির তা ধারনা ছিলো না। আবেশে নিভ্রর হাত আরও গভীরভাবে আঁকড়ে ধরে সে। ফলে নিভ্র একটা মায়াবী চাহিনী দিয়ে মৌনির দিকে তাকায়। মৌনির অপরূপ মুখশ্রীতে অবাকের যেন বিরাট এক পাহাড় যা দেখে নিভ্রর ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে ওঠে। নিভ্র এটাই চায় যে মৌনি এ সৌন্দর্যের ভীড়ে নিজেকে হারিয়ে ফেলুক। ভুলে যাক নিজের সকল ডিপ্রশন , একাকিত্ব আর অসহায়তা।
—ধন্যবাদ নিভ্র ভাই। আমায় এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য।
.
—পা ভিজাবে?
মৌনি তাকায় নিভ্রর দিকে। নিভ্রর চোখগুলো অদ্ভুদ এক কথা ব্যক্ত করছে।
—মানে?(মৌনি)
—বললাম সমুদ্রে পা ভিজাবে নাকি?
—হুম………
—চলো তবে আমার সাথে।
আচমকাই নিভ্র কোলে তুলে নেয় মৌনিকে। মৌনির চোখ এবার ছানাবড়া। আবেশে নিজের দুহাত দিয়ে আকঁড়ে ধরে সে নিভ্রর কাধ আর গলা। ব্যস্ত স্বরে নিভ্রকে প্রশ্ন করলো….
.
—এ-কি? আমায় কোলে তুললেন কেন?
.
—একটু অপেক্ষা করো।
.
নিভ্র নিশুকে ইশারা করে বলে দেয় যে ওরা দুইজন অন্যদিকে যাচ্ছে। সমুদ্রের পানিরাশির সাথে থাকা বালুগুলো পেরিয়ে নিভ্র আসে নির্জন একটি কোণায়। পতেঙ্গার মেইন সাইট থেকে এখানে জনমানব অনেক কম। যারা আছে তাদেরও দুরত্বের কারনে স্পষ্ট দেখা যাচ্ছে না।
—আমি তোমায় নামালেই তুমি আমার পায়ের ওপর ভর দিকে দাঁড়াবে।
নিভ্রর প্রতিটি কথাই মৌনির কাছে গোলকধাঁধা থেকে কোনো কম কিছু মনে হলো না। বিস্ময়ের চরম ধাপে উঠে মৌনি বলেই ফেললো……..
.
—পাগল হয়েছেন আপনি? খামোখা আমি কেনো আপনার পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াবো?
.
—যা বলেছি আগে সেটা করো তো !
.
নিভ্র ওকে কোল থেকে নামিয়ে দিতেই মৌনি নিভ্রর পায়ে ভর দিয়ে দাঁড়ায়। তাল সামলাতে না পেরে মৌনি পরেই যাচ্ছিলো কিন্ত নিভ্র ওর দু বাহু এমনভাবে চেপে রেখেছে মৌনির পক্ষে কখনোই পড়ে যাওয়া সম্ভব হবে না। মৌনি এবার নিভ্রর অনেকটাই কাছে। টান টান উত্তেজনা কাজ করছে মৌনির মনে। নিভ্রর প্রতি ও দুর্বল হতে না চাইলেও নিভ্র বাধ্য করে মৌনিকে নিভ্রর মায়ায় ফেলতে। নিভ্রর চোখের সাথে নিজের চোখের দৃষ্টি মিলিয়ে ফেললেই মৌনি স্থির হয়ে যায়। ডুবন্ত সূর্যের তীর্যক আলোতে নিভ্রকে ভয়ংকর পরিমাণ সুন্দর লাগছে। বাদামী চোখগুলো জ্বলজ্বল করছে স্ফটিকের মতো। লালচে ঠোঁটের নকশাতে মৌনি যেন হারিয়ে যাচ্ছে। নিভ্রকে এত সুন্দর যেন কখনোই লাগেনি আজকের মতো।
হঠাৎ সমুদ্রের ঠান্ডা পানি রাশি চমৎকারভাবে নিভ্র আর মৌনির পা স্পর্শ করলো। এমন ঠান্ডা পানির প্রবাহ মৌনির শিরা-উপশিরায় চরম মাত্রার শীতলতা নিয়ে যাচ্ছে। নিভ্রর শার্টটি আঁকড়ে ধরতেই নিভ্র স্বতস্ফূর্ত একটা হাসি দিয়ে প্রশ্ন করলো….
—কেমন লাগলো ব্যাপারটা?
.
—চমৎকার। কিন্ত কেন এরকম লাগলো আমার?
.
—সমুদ্রে পা ডোবানোটা সবাই কমবেশি ইন্জয় করেছে কিন্ত কেউ কি তা বালুর স্পর্শ ছাড়া করতে পারবে?কখনোই না। সমুদ্রের পাড়ে পা ভেজানো মানেই বালুর স্পর্শ পেতে হবে। কিন্ত লবণাক্ত এই ঠান্ডা পানিতে বালুর স্পর্শ না পেয়ে শুধু ঠান্ডা পানিতে নিজেকে বিলিয়ে দেবে এর থেকে উত্তম অভিজ্ঞতা হয়তো আর হবেনা যেটা তুমি করেছো।
.
মৌনি কিছুক্ষণ ভেবে দেখলো ব্যাপারটা আসলেই তাই। পায়ে বালুর স্পর্শ যেন না লাগে নিভ্র তাই কোলে তুলে ওকে এ পর্যন্ত নিয়ে আসলো। আবার দাঁড়াতেও বললো নিভ্রর পায়ের ওপর ভর দিয়ে। মৌনি নিভ্রকে যতই দেখছে ততই যেন অবাক হচ্ছে । গতানুগতিক জীবনের পাল্লায় সবকিছু একঘেয়েমি লাগতে শুরু করেছিলো মৌনির কাছে। কিন্ত নিভ্র তাকে জীবনের নতুন চাঞ্চল্যতার মাঝে ডুবে থাকতে শিখিয়েছে। শিখিয়েছে জীবনের অভিজ্ঞতার পাল্লাকে ভারী করতে….নতুনভাবে বাঁচতে।
—নিভ্র ভাই আপনি এত ভালো কেন?
—মানে?
—এই যে আমায় এত সাহায্য করছেন , আমায় নতুনভাবে জীবনটাকে উপভোগ করা শিখাচ্ছেন অপরিচিত হওয়া সত্ত্বেও।
.
নিভ্র মলিন হাসি হাসে। মৌনি সে হাসির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মুখের ওপর আছড়ে পড়ছে অবাধ্য চুলগুলো। নিভ্র সে চুলগুলো নরম হাতে কানের পেছনে নিয়ে যায়।
—এখনও কি আমরা অপরিচিত…….মৌ !
.
নিভ্রর এই ”মৌ” নামটি অন্য মাত্রার বিস্ময়ে নিয়ে গেলো মৌনিকে। বুকের হার্টবিট যেন এবার বন্ধ হয়ে গেলো। নিভ্রর উত্তপ্ত নিঃশ্বাসের ভারে নুইয়ে পড়ছে সে। নিভ্র আবারও বললো…….
—বারবার অপরিচিত বলো কেন? মনে করবে আমি তোমার শুভাকাঙ্খী। তোমার বিপদে আল্লাহ আমায় পাঠিয়েছে তোমার বন্ধু হিসেবে পাশে থাকার জন্য। কিন্ত আমাদের সম্পর্কে বন্ধুত্বের মতো না। যা তুমিও জানো আর আমিও জানি। হয়তো এর থেকেও কম নয়লে বেশি কিছু। তাই আমি তোমার শুভাকাঙ্খী হিসেবে থাকতে চাই। আর তুমি হবে আমার বিশেষ জন।
.
নিভ্রর প্রতিটি কথাতেই মৌনি একপ্রকার হারিয়ে গেলো। গোধূলী আকাশটা এখন অনন্য রূপের মনে হচ্ছে মৌনির কাছে। অদূরেই বীচের কোল ঘেষে তৈরি পথটি সুসজ্জিত হয়েছে আলোয়। মৌনি মুখে একটা হাসি ফুটিয়ে বলে ওঠে……
.
—নিভ্র ভাই। আপনাকে না ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে !
—সুন্দর আবার ভয়ঙকর হয় নাকি? জানতাম না তো?
—হ্যাঁ হয় তো। এমন সুন্দর যেটা দেখলেই বুকে তোলপাড় শুরু শহয়ে যায় এটাকে বলে ভয়ঙকর সুন্দর।
—তাহলে তো দেখছি ডাক্তারি ছেড়ে ভূতের কাজ শুরু করতে হবে যাতে মানুষ আরও ভয় পায়। মানুষ আমায় ডাকবে ”ভুতুরে নিভ্র” বলে।
.
নিভ্রর কথায় খিলখিলিয়ে হেসে উঠলো মৌনি। নিভ্র ওর হাসি দেখে প্রশান্তির একটা নিঃশ্বাস ফেললো। এই মেয়েটাকে এভাবেই সুস্থ করে তোলতে হবে। মানসিক রোগ কতটাই অদ্ভুদ তাই না? কখন যে মস্তিষ্কে জায়গা করে নেয় তা ধারনাই করতে পারে না মানুষ। কিন্ত তার থেকেও হৃদয়ের রোগটা নিভ্রর কাছে আরও মারাত্নক লাগে। মৌনি নামের এই মেয়েটা অজান্তেই ওর হৃদয় দখল করে নিচ্ছে যা নিভ্র বুঝতে পারছে কিন্ত প্রতিক্রিয়া করতে পারছে না। মৌনির নামটা ভাবলেই ওর সম্পূর্ণ মনমস্তিষ্ক যেন হয়ে যায় নির্বাক শ্রোতার মতো।
.
নিভ্রকে এত গহীনভাবে মৌনির দিকে তাকাতে দেখে মৌনি স্বাভাবিক হয়ে দাঁড়ায়। আজকের মতো এতটা সুন্দর সন্ধ্যা মৌনির কখনও অনুভব হয়নি। ক্রেডিটটা অবশ্যই দিতে হবে নিভ্রকে।
—ধন্যবাদ নিভ্র ভাই।
—You’re most welcome……..চলো ফিরে যাই এখন?
—অবশ্যই।
এবার দুজনে একটু দুরত্ব নিয়ে হাঁটা শুরু করলো। নিভ্র নিজের পাতলা শার্টি মৌনিকে দিয়েছে হাতে রাখার জন্য। সমুদ্রের গর্জনের মধুর শব্দে বারবার হারিয়ে যাচ্ছে দুজনে। মৌনি বারবার আড়চোখে নিভ্রর দিকে তাকাচ্ছে। নিভ্রর প্রতিটা মুভমেন্ট ওর নজর কেড়ে নিচ্ছে। কিশোরীর মতো বলতে মন চাচ্ছে যে…….”এই ছেলেটার ওপর ক্রাশ খাইলাম গো” । কিন্ত ওদের ব্যাপার ভিন্ন। তবুও মৌনির এ অবাধ্য মন তা মানতে নারাজ। তবে সত্যিই সে নিভ্র নামে এই ছেলেটার প্রেমে পড়ে গেলো না তো?
.
.
.
.
~চলবে~
প্রথমত অনেক দুঃখিত এত দেরী করে পোস্ট করার জন্য। গল্প লিখা আমার আগেই শেষ হয়ে গিয়েছিলো কিন্ত তা পোস্ট হচ্ছিলো না। গত পর্বটিতেও এই সমস্যায় পড়েছি সার্ভার ডাউন হওয়ার কারনে। তাই আজ ১২০০+ ওয়ার্ড দিয়ে গল্প লিখলাম।
মৌনি আর নিভ্রর গল্পের জন্য যারা দুদিন অপেক্ষা করছিলেন পর্বটি ভালোলাগবে ইনশাল্লাহ। প্রত্যকেই কমেন্ট করবেন প্লিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here