প্রাণেশ্বর #জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা ৩৭।

0
105

#প্রাণেশ্বর
#জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা
৩৭।

পেছনে দু হাত চেপে পায়চারি করছে মেহতাব। রাদাভের আচরণে ভীষণ রুষ্ট সে। তার বারণ করা সত্ত্বেও, রাদাভ অফিসারকে তদন্ত করতে বলেছে। মেহতাব ভেবে পায় না, ছেলেটা কেন তার বিপক্ষে কথা বলছে? এত সাহস পাচ্ছে কী করে সে? দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে বিছানায় বসে মেহতাব। তনুকা সেই সময় ঘরের ভেতর প্রবেশ করে। মেহতাবের গম্ভীর মুখাবয়ব দেখে পরিস্থিতি বুঝতে সময় নেয় না তার। সে এগিয়ে গিয়ে তার পাশে বসে। মেহতাব নির্বিকার। তনুকা চেয়ে থেকে নিজ থেকেই বলে,

‘বাবার মৃত্যু নিয়ে আমারও সন্দেহ ছিল।’

মেহতাব কপালের সূক্ষ ভাঁজ দৃঢ় হলো; তবে, বলল না কিছু।।তনুকা ফের বলল,

‘তদন্ত হওয়া জরুরি। তাতে আপনার শত্রুদের খোঁজও পেয়ে যেতে পারেন।’

মেহতাব তনুকার দিকে চাইল। শ্যমালা চোয়াল শক্ত করে বলল,

‘এখন তদন্ত হওয়া মানে, গ্রামে এক আতঙ্ক ছড়ানো। গ্রামের সব মানুষ জানে, আব্বার মৃত্যু স্বাভাবিক। এখন হুট করেই পুলিশ দিয়ে এত তদন্ত করে গ্রামের পরিস্থিতি আমি খারাপ করতে চাই না। আমি যখন বলেছি, তদন্ত হবে না মানে হবে না। এই নিয়ে মহলে যেন আর কোনো কথা না হয়।’

‘মাঝে মাঝে আপনাকে আমার বিশ্বাস করতে ইচ্ছে হয় না, মেহতাব। আমার মন বলে, এই আপনিটা আসল নন। কিছু লুকাচ্ছেন, তাই না?’

মেহতাব ক্রূর হাসে। হেয়ালির সুরে বলে,

‘সে তো লুকাচ্ছো তুমিও। আমি কি কিছু বলেছি তোমায়?’

তনুকা চকিতে চেয়ে বলে,

‘আমি? আমি কী লুকাচ্ছি?’

‘সেটা তুমিই ভালো জানো। তবে, লুকাচ্ছো তো অবশ্যই।’

তনুকা উঠে দাঁড়াল। নিজের পক্ষে সাফাই গেয়ে বলল,

‘মোটেও আমি কিছু লুকাচ্ছি না। লুকানোর মতো কিছু নেই আমার। আপনি অযথা সন্দেহ করবেন না।’

মেহতাব হাসল। যেন তনুকার কথাকে পাত্তাই দিল না সে। তনুকা ভ্রু কুঁচকে তাকায়। মেহতাবের হাসি এই মুহূর্তে সহ্য হচ্ছে না তার। তাই ক্ষিপ্ত কন্ঠে বলে উঠে,

‘কী হলো, হাসছেন কেন? আমি কি কোনো মজার কথা বলেছি?’

মেহতাব হাসি থামিয়ে লম্বা শ্বাস টানে। বলে,

‘তুমি অল্পতেই খুব ক্ষুব্ধ হয়ে ওঠছো, বিবিজান। আমি তো কেবল মজা করছিলাম।’

‘করবেন না মজা। আমার এমন মজা পছন্দ না।’

‘ঠিক আছে, করব না। এখন তুমি কী চাও, আব্বাজানের মৃত্যুর তদন্ত হউক?’

‘হ্যাঁ, তাই চাই।’

‘হউক তবে।’

মেহতাবের সম্মতি পেয়ে স্বস্তি পায় তনুকা। এই তদন্ত হলে কিছু না কিছু অবশ্যই বের হবে। অন্তত, তার মনের সন্দেহ দূর করার জন্য হলেও একটা তদন্তের প্রয়োজন।

________

পরদিন বড়ো মাঠে গ্রামের গরীব দুঃখীদের খাবারের আয়োজন করা হয়। মেহতাব রাদাভ দুজনেই এই মুহূর্তে সেখানে। রান্নার কাজ শেষ সব। ইতিমধ্যেই অসহায় মানুষেরা সব উপস্থিত, খাবারের জন্য। মেহতাব আর রাদাভ দুজন মিলে সকলের পাতে পাতে খাবার বেড়ে দিচ্ছে। মানুষেরা সব খাচ্ছে আয়েশ করে। যাদের কাছে মাংস ভাত অসাধ্য খাবার, তারা আজ পেট ভরে খেয়ে নিচ্ছে। খাবার দেওয়া শেষ করে রাদাভও মেহতাবের পাশে গিয়ে দাঁড়ায়। বলে,

‘ভাইজান, চলো সবার সাথে আমরাও বসে পড়ি।’

মেহতাব ভ্রু কুঁচকাল। বলল,

‘এখন কেন? আগে সকলের খাওয়া হয়ে যাক, তারপর।’

‘আচ্ছা, ঠিক আছে।’

খাওয়া দাওয়া শেষ করে সেই অসহায় মানুষেরা মোহন লাল মজুমদারের জন্য দোয়া করে গেল। সবাই আজ তৃপ্তি নিয়ে খেয়েছে। মেহতাবের সুনামেও ভেসেছে সবাই। রাদাভ বোধ হয় খানিক বিরক্ত এসবে। কিছু থেকে কিছু করলেই, চারদিকে কেবল মেহতাবের গুণগান। সেও খেটেছে, কই তাকে তো কেউ কিছু বলল না।

ইশফাক এসে জানাল, খাবার একদম সমান সমান হয়েছে। কোনো খাবার বেঁচে নেই। যেগুলো বেঁচে ছিল, কিছু মানুষ আবার পলিথনে করে তাদের বাড়ির মানুষের জন্যও নিয়ে গিয়েছে। তাই আপাতত পাতিল খালি। মেহতাব প্রসন্ন হেসে বলল,

‘সমস্যা নেই, গ্রামের মানুষেরা পেট ভরে খেতে পেরেছে আমার তাতেই শান্তি।’

তারপর সে রাদাভের দিকে চেয়ে বলল,

‘চল, আমরা বরং মহলে গিয়েই খেয়ে নিব।’

মেহতাব মহলে এসে ফ্রেশ হতে ঘরে আসে। তনুকা তখন বারান্দায় দাঁড়ান। মেহতাবের উপস্থিতি হয়তো টের পায়নি। তাই গুনগুন করে গেয়ে যাওয়া গানটা জারি ছিল। মেহতাব কাছাকাছি আসতেই সেই সুর কানে লাগে। সে এগিয়ে যায়। ঠিক দাঁড়ায়, তনুকার পেছনে। অতি নিকটে, যেন শুনতে পায় সে কী গান গাইছে। তনুকার গলার স্বর অত্যন্ত ক্ষীণ হলেও মেহতাব ঠিকই শুনতে পাচ্ছে।

“আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস–
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস ।
যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো ”

এইটুকু গেয়ে থামল তনুকা। কেন যেন গলা ধরে আসছে তার। মেহতাবের উপস্থিতি ততক্ষণে সে বুঝে গিয়েছে। সে সহসাই তার মাথা পেছন থেকে মেহতাবের বুকে ঠেকায়। মেহতাব অবাক হয় না। নিশ্চল দাঁড়িয়ে রয়। তনুকা দীর্ঘশ্বাস ফেলে। জিজ্ঞেস করে,

‘আচ্ছা, মানুষ যা চায় তা কেন পায় না? কেন মানুষের চাওয়ার বিপরীতেই সবকিছু হয়? যদি চাওয়াগুলো সব পূর্ণ হতো তবে, আজ চারদিক ভরে যেত অফুরন্ত সুখে। কিন্তু, তেমনটা হয় না। মানুষের চাওয়া আজীবন অপূর্ণ’ই থেকে যায়।’

মেহতাব দুহাত দিয়ে আগলে নেয় তনুকাকে। তনুকা আজ বাঁধা দেয় না। মেহতাব বলে,

‘মানুষের চাওয়া অবশ্যই পূর্ণ হয় তবে, সব চাওয়া না। যেই চাওয়াটা মানুষের জন্য কল্যাণকর সেই চাওয়াটাই কেবল পূর্ণতা পায়। অন্যথায় বাকি সব চাওয়া অপূর্ণ’ই রয়ে যায়।’

‘আমি কি আমার জন্য অকল্যানকর কিছু চেয়েছিলাম? তবে, কেন আমার চাওয়া অপূর্ণ রইল?’

‘কী চাও, বলো? আমি পূর্ণ করব সব।’

তনুকা ফিরে চাইল। হাসল সে। মেহতাবকে গভীর মনোযোগে দেখে বলল,

‘পারবেন না আপনি। সব পারলেও, এটা আপনি কখনোই করতে পারবেন না।’

‘এত কঠিন তোমার চাওয়া?’

‘হ্যাঁ, আপনার জন্য ভীষণ কঠিন।’

‘বলো আমায়, অন্তত একটা চেষ্টা হলেও করতে পারব।’

তনুকা ফের হাসে। তাচ্ছিল্যের হাসি এটা। বলে,

‘উঁহু, অসম্ভব। আপনার জন এই কাজ অসম্ভব।’

‘তবে, কে পারবে বলো? তাকে দিয়েই করাব।’

তনুকা কিছু বলতে গিয়েও থামল। মুখে উগলে আসা কথাটা চট করে গিলে বলল,

‘খেয়ে আসেননি নিশ্চয়ই? ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি।’

তনুকা চলে আসে বারান্দা থেকে। মেহতাব নিষ্পলক চেয়ে তার যাওয়া দেখে। বক্ষঃস্থল ছেদ করে বেরিয়ে আসে এক বিষাদ নিশ্বাস। আনমনেই বলে,

‘হয়তো আমি জানি, তুমি কী চাও। কিন্তু, সত্যি এটাই যে, আমি বেঁচে থাকতে কখনোই তোমার সেই চাওয়া পূর্ণ হবে না। এক্ষেত্রে আমি বড্ড অক্ষম, বিবিজান। আমাকে ক্ষমা করো।’

_________

খাওয়া শেষ করে মোবাইল নিয়ে শুয়েছিল রাদাভ। সেই মুহুর্তে ছোট কাকা আসেন তার ঘরে। অনুমতি নিয়ে ভেতরে ঢুকেন। কাকাকে দেখে উঠে বসে রাদাভ। বলে,

‘তুমি এইসময় এখানে? কিছু বলবে?’

মতিব মজুমদার তার পাশে বসে হাসলেন। অযথা এমন হাসি দেখে বিরক্ত হলো রাদাভ। বলল,

‘কিছু বলার থাকলে বলো।’

‘আজকের অনুষ্ঠান কেমন গেল?’

‘ভালো। তুমি যাওনি কেন?’

‘একটু কাজে ছিলাম।’

রাদাভ বাঁকা হেসে বিদ্রুপের সুরে বলল,

‘আমাদের পেছনে লাগা বাদেও অন্য কাজ আছে তোমার? যাক, জেনে ভালো লাগল।’

রাদাভের কথায় গা জ্বলে উঠলেও আপাতত তা হজম করে নিলেন মতিব মজুমদার। মেহতাবকে হারাতে তার এই ছেলেকে লাগবে। তাই এখন কোনোভাবেই তাকে ঘাটাতে চাইছেন না। তিনি হেসে বললেন,

‘আহা! ভাতিজা, কী যে বলো না। ঐ উত্তরের জমির কাজে গিয়েছিলাম। এই এইটুকু সম্পদ’ই তো আছে আমার, নাহলে এই ফকিরের আর কী’ই বা আছে বলো?”

‘এসব আজাইরা কথা বন্ধ করে আসল কথায় এসো। কাজ হয়েছে?’

‘না।’

রাদাভ ক্ষিপ্ত কন্ঠে বলল,

‘আর কতদিন লাগবে?’

‘তাড়াতাড়ি সম্ভব না, সময় লাগবে। করিমুল্লাহ’র কোনো খোঁজ নেই, ও থাকলেও আমার একটু সাহায্য হয়ে যেত।’

রাদাভ হেসে বলল,

‘খোঁজ থাকবে কী করে? শা লা বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখে, তাই তাকে বোধ হয় চাঁদের কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছে।’

মতিব মজুমদার বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন,

‘তুমি কী করে জানলে?’

‘তোমার সাথে থাকা প্রত্যেক লোকের এই অবস্থা হয়েছে। এখনই সাবধান হও কাকা, ভবিষ্যতের কথা তো আর বলা যায় না।’

মতিব মজুমদার ঢোক গিললেন। তাকে ভীত দেখাচ্ছে। তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন,

‘এখন কী করব আমি?’

রাদাভ বিছানায় হেলান দিয়ে বসল। বলল,

‘আপাতত এখন একটাই কাজ, বাঘিনীর উপর থেকে নজর সরাও। বাঘ এখন ক্ষিপ্ত, যেকোনো সময় আক্রমণ করতে পারে। পরবর্তীতে পরিবেশ ঠান্ডা হলে না হয়, বাঘিনীর স্বীকারটা আমিই করব। আফটার অল, শিকারে আমি বেশ অভিজ্ঞ; সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে না?’

চলবে….

ছবি: রত্নাবু❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here