একটি_অপ্রেমের_গল্প #জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা ২২।

0
168

#একটি_অপ্রেমের_গল্প
#জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা
২২।

বৃষ্টি থেমেছে। তবে দিন অন্ধকার। বৃষ্টি ভেজা চারদিক স্নিগ্ধ লাগছে বেশ। মাটির একটা সোঁদা গন্ধ নাকে ঠেকছে যেন। এমন পরিবেশে নির্দ্বিধায় একটা বিশাল সময় কাটিয়ে ফেলা যায়। তবে অন্বিতার জন্য সেটা সম্ভব নয়। তার গায়ের শাড়ি’টা বড্ড পীড়া দিচ্ছে তাকে। এভাবে থাকাটা অসম্ভব। মাহির আরাম করে বসে বসে প্রকৃতি দেখছে। অন্বিতা দীর্ঘশ্বাস ফেলে তার সামনে দাঁড়ায়। জিজ্ঞেস করে,

‘আপনার ফোন কোথায়?’

‘গাড়িতে।’

‘গাড়ির চাবিটা দিন।’

‘উঁহু।’

‘আপনার কি আজ এখানে থাকার ইচ্ছা?’

‘তুমি চাইলে থাকতে পারি।’

‘আমি বাড়িতে যেতে চাই, চলুন প্লিজ।’

‘আমায় ক্ষমা করবে না?’

‘করেছি, চলুন।’

‘মন থেকে তো করোনি।’

অন্বিতা বিরক্তির সুরে বলল,

‘না তো কি কিডনি থেকে করেছি?’

‘করতেই পারো, তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে।’

‘উফ, আপনি ভীষণ বিরক্ত করছেন।’

মাহির উঠে দাঁড়াল। এক কদম পিছিয়ে গেল অন্বিতা। মাহির তার কাছে এসে ভেজা চুলগুলো কানের পিছে গুঁজে দিয়ে বলল,

‘একজন পুরুষ সব সহ্য করতে পারলেও তার প্রিয়তমার দূরত্ব সহ্য করতে পারে না। যদি কোনো এক উপায় জানা থাকত, তবে তোমায় দেখাতাম, তোমার জন্য আমার ঠিক কতটা যন্ত্রণা হয়। নিজের করা ভুলের অনুশোচনায় হৃদয় ঠিক কতটা দগ্ধ তা যদি বোঝাতে পারতাম। আফসোস, তা তো সম্ভব নয়।’

মাহিরের চোখের দিকে চেয়ে মায়া হলো অন্বিতার। যতই অভিমান, অভিযোগ, ক্ষোভ থাকুক না কেন, এই গভীর চোখ সবকিছুকে ছাড়িয়ে যায়। অন্বিতা ঢোক গিলে। বলে,

‘সেদিন আমায় একটু বিশ্বাস করলে আজ আর এতকিছু হতো না।’

ছেলে মানুষের কাঁদতে নেই। তার উপর মাহির একজন ডাক্তার। কান্না তো তার চরম শত্রু। তাও তার চোখ সিক্ত। সে বলে,

‘এই ভুলের জন্যই তো আজ আমার এই অবস্থা। আমিও যে নিজেকে ক্ষমা করতে পারছি না।’

অন্বিতা নিশ্বাস ফেলে জোরে। বলে,

‘তোমার বন্ধু শরবতের গ্লাসে কিছু একটা মিশিয়ে খাইয়েছিলেন, তারপর আমি ওয়াশরুমে যেতে নিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই উনি কোথ থেকে যেন এসে আমায় উঠান। আমাকে নিয়ে একটা রুমে যান। তখন আমার মাথা ঘুরাচ্ছিল, চোখে অন্ধকার দেখছিলাম। তাও উনাকে বারবার বলছিলাম, তোমাকে ডেকে দেওয়ার জন্য। কিন্তু উনি ডাকেননি। ততক্ষণে আমি অচেতন হয়ে পড়ি। তারপর আর মনে নেই। চোখ খুলতেই হল রুমে গিয়ে দেখি কুরুক্ষেত্র। তোমার বন্ধু তোমাকে কী বলেছেন, কী দেখিয়েছেন জানি না। তবে সবকিছু ঊর্ধ্বে আমি ভেবেছিলাম, তুমি আমায় কখনোই অবিশ্বাস করবে না। কিন্তু হলো তার উল্টো। সবার সামনে আমায় অপমান করলে। তোমার ফুপি, তোমার কাজিন, আমাকে যা নয় তাই বলল, তুমি কিচ্ছুটি বললে না। উল্টো টেনে সেখান থেকে বের করে দিলে, একটাবারের জন্যও আমার কথাটা শুনলে না। তারপর থেকে আজ অবধি আমি একটা দিনের জন্য ঐ মুহুর্তগুলো ভুলতে পারিনি। আর হয়তো কোনোদিন পারবও না।’

অন্বিতা কেঁদে ফেলে। মাহিরের অসহায় লাগছে নিজেকে। বুকে ব্যথা করছে তীব্র। সে বলে,

‘সেদিন জানতে না পারলেও কয়দিন পর ঠিকই আমি সব জানতে পারি। সেখানের এক ওয়েটার আমায় সব বলেছিল, সে দেখেছিল সব। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে, আমি তখন দেশের বাইরে। সেখানে থেকেও তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও পারিনি। ঐ সময়টা আমি ঠিক কতটা ছটফট করেছি, তোমাকে বলে বোঝাতে পারব না। তারপর দেশে এসেই তোমাকে খুঁজে বের করেছি। তোমার মায়ের সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করেছি, কারণ তোমাকে দ্বিতীয়বারের মতো আমি হারাতে চাইনি। অথচ এই সবকিছুর মাঝেও তোমাকে আমার পাওয়া হয়ে উঠেনি এখনও। এখনও বুকের ভেতরটা আগের মতোই ফাঁকা ফাঁকা লাগে। মাঝে মাঝে দম বন্ধ লাগে, জানো তো? মনে হয়, এই বুঝি দম আটকে মারা যাব। এই যন্ত্রণার কি কোনো শেষ নেই, অন্বি? আমি যে আর পারছি না।’

মাহির অন্যদিকে ঘুরে যায়। মাথা উঁচু করে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে। অন্বিতা কান্না ফেলে থমকে তাকায়। সুপ্ত ভালোবাসা মাথা চেড়ে উঠে যেন। পেছন থেকে সে জড়িয়ে ধরে মাহিরকে। মাহির স্তম্ভিত, হতভম্ব। চোখ বন্ধ ধাতস্ত করে নিজেকে। এ যেন এক স্বর্গ সুখ। অন্বিতা বলে,

‘আমিও পারছি না। বিশ্বাস করো, আমারও বড্ড কষ্ট হয়, বুকে ব্যথা হয়। তোমার কাছে গেলে, নিজের অপমানের কথা মনে হয়ে কষ্ট হয়, তোমার থেকে দূরে গেলে, ভালোবাসার যন্ত্রণায় কষ্ট হয়। আমিও যে আর এসব নিতে পারছি না, মাহির।’

মাহির ঘুরে দাঁড়ায়। অন্বিতার চোখের পানি মুছে দিয়ে বলে,

‘আমাকে আর একটা সুযোগ দাও। আই প্রমিজ, এই চোখের কাজল কখনো লেপ্টাবে না।’

অন্বিতা চোখে হাত দিয়ে বলে,

‘আজ তো কাজল পরিনি।’

মাহির স্মিত হেসে বলল,

‘কাল থেকে পরবে। এমন শুকনো চোখে প্রেম ধরা পড়ে না।’

‘আর যদি কোনোদিন অবিশ্বাস করো?’

‘অসম্ভব।’

‘যদি করো, তবে কী শাস্তি দিব বলো?’

‘মৃত্যুদণ্ড।’

‘না না, মরে গেলে তো বেঁচে যাবে। তোমাকে জীবিত রেখে একটু একটু করে মারব, একেবারে না।’

‘তোমার যা খুশি করো, তাও একটা সুযোগ দাও আমায়।’

অন্বিতা শান্ত করল নিজেকে। বুকের ভেতরটা হাঁপরের মতো উঠানামা করছে। যেদিন মাহিরকে প্রথম “আই লাভ ইউ” বলেছিল, সেদিনও এমন হয়েছিল। আজও হচ্ছে। মাহির বলল,

‘কী হলো, কিছু বলছো না কেন?’

অন্বিতা মাথা নুইয়ে ধীর গলায় বলল,

‘ঠিক আছে।’

‘কী ঠিক আছে?’

‘ক্ষমা করে দিয়েছি।’

‘আর এই দূরত্ব রাখবে না তো?’

‘চেষ্টা করব।’

‘চেষ্টা করবে মানে? আমাকে আর যন্ত্রণা দিও না তো, মরে গেলে কিন্তু আর পাবে না।’

অন্বিতা ভ্রু কুঁচকে বলল,

‘কেউ কারোর জন্য মরে না।’

‘বুকে আজকাল যে ব্যথা উঠে, স্ট্রোক করব যেকোনো সময়। তাই রিস্ক না নেওয়াই ভালো।’

‘আজকের পর থেকে আর উঠবে না।’

‘মনে থাকবে তো?’

‘হ্যাঁ থাকবে, চলো এবার।’

‘এত তাড়া কেন তোমার? বারবার কি আর এখানে আসার সুযোগ পাব, নাকি বারবার তোমাকে এভাবে দেখার সুযোগ পাব?’

অন্বিতা বড়ো বড়ো চোখে চেয়ে বলল,

‘একদম বাজে কথা বলবে না। ক্ষমা করেছি বলে, নিজের লিমিট ভুলে যাবে না একদম।’

মাহির বড়ো করে নিশ্বাস ফেলল। বলল,

‘সেটা তোমার মনে না করালেও চলবে। এই বিয়ের অপেক্ষা করতে করতে যৌবন’ই আমার শেষ হবার পথে।’

অন্বিতা কপালে ভাঁজ ফেলে বলল,

‘এইজন্যই তোমাকে ক্ষমা করতে চাইনি, তোমার অসভ্যতার মাত্রা বাড়বে বলে।’

‘এমন সুন্দরী বউ, না হবু বউ থাকলে ছেলেরা একটু অসভ্যতামো করবেই; এটাই স্বাভাবিক।’

‘হয়েছে তোমার? এবার চলো, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারব না।’

‘বেশ, চলো।’

দুজনেই গিয়ে গাড়িতে বসল। ভেজা চুলগুলো ঝাড়ছে অন্বিতা। চুলের সব পানির ছিটা পড়ছে মাহিরের চোখে মুখে। সে হেলান দিয়ে সিটে বসল। ঘাড় কাত করে চেয়ে রইল অন্বিতার দিকে। অন্বিতা চুল ঝাড়া শেষ করে সোজা হয়ে সিটে বসে দেখল, মাহির তাকে দেখছে। সে অপ্রস্তুত হয়ে বলল,

‘কী হলো, গাড়ি স্টার্ট দাও।’

‘এমন চমৎকার মুহুর্ত উপেক্ষা করে কেউ গাড়ি চালাতে পারে?’

অন্বিতা তার কথায় প্রশ্রয় না দিয়ে বলল,

‘সন্ধ্যা হচ্ছে, মাহির; এবার আমাদের যাওয়া উচিত।’

মাহির বীতঃস্পৃহ সুরে বলল,

‘হ্যাঁ, যাচ্ছি।’

চলবে….

গল্পটি সম্পর্কে রিভিউ, আলোচনা, সমালোচনা করুন আমাদের গ্রুপে। গ্রুপ লিংক নিচে দেওয়া হলোঃ
https://facebook.com/groups/holde.khamer.valobasa/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here