একটি_অপ্রেমের_গল্প #জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা ৩১।

0
154

#একটি_অপ্রেমের_গল্প
#জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা
৩১।

‘এভাবে চলতে পারে না, দোস্ত। একেবারেই পারে না।’

বিছানায় হেলান দেয়া অবস্থায় ঝুলন্ত ফ্যানটাকে নির্নিমেষ চেয়ে দেখছিল অয়ন। আচম্বিত অমিতের এই কথায় ভ্রু কুঁচকাল সে। অমিত কোমরে হাত দিয়ে দাঁড়ান। তার চৌকস চাহনি। অয়ন উঠে সোজা হয়ে বসল। জিজ্ঞেস করল,

‘কী চলতে পারে না?’

‘যেটা চলছে।’

অমিতের এত ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলাটা অয়নের মোটেও পছন্দ না। সে ফের বিছানায় হেলান দিয়ে বসে স্বাভাবিক স্বরে বলল,

‘কী বলতে চাচ্ছিস সোজাসুজি বল।’

অমিত তপ্ত শ্বাস ছাড়ল। বলল,

‘আর দু’দিন। তারপরেই অন্বিতা অন্য কারোর।’

অয়ন পরিশ্রান্ত বদনে বলল,

‘তো?’

‘তো মানে? মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, এখনও কি আমাদের চুপ থাকা উচিত? আর কত?’

অয়ন সাইড টেবিল থেকে ফোনটা তুলে গেইমে চলে গেল। এমনভাবে সবটা অবজ্ঞা করল, যেন অমিত তার সাথে পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় কথাগুলো বলছে। এগুলো নিয়ে কথা বলা মানে সময় ব্যয় ছাড়া আর কিছুই না। অয়নকে এমন নিস্তেজ, নিরুত্তাপ দেখে মাত্রাদিক ক্ষিপ্ত হলো অমিত। সে সরোষে বলে উঠল,

‘তুই বলবি না তো? ঠিক আছে, আমিই বলব সব। আমি তো আর তোর মতো হৃদয়হীন, পাষাণ না। আমি ঠিক বলতে পারব। বসে থাক তুই, পারলে ঐ গেইমের ভেতর ঢুকে যা।’

অমিত ফোঁস ফোঁস করছে। নিশ্বাসের আওয়াজ গিয়ে ঠেকছে অয়নের কর্ণগুহরে। সে ঊর্ধ্বশ্বাস ফেলল। ফোনটা রেখে নরম গলায় জিজ্ঞেস করল,

‘কী চাস তুই?’

অমিতকে উত্তেজিত দেখাল। সে ভারিক্কি সুরে বলল,

‘শুধু অন্বিতা সবটা জানুক, এইটুকুই।’

‘জানার পর কী হবে? মেয়েটার বিয়ে তো যার তার সাথে না, বরং নিজের ভালোবাসার মানুষের সাথে হচ্ছে, অমিত। তোকে বুঝতে হবে ব্যাপারটা। অবুঝের মতো আবদার করলেই সব হয়না।’

অমিত এগিয়ে আসে। চোখ মুখ বিষন্ন। সে শুধায়,

‘তোর কষ্ট হয় না?’

কাষ্ঠ হাসে অয়ন। গাঢ় গলায় বলে,

‘একটুও না।’

‘বললেই হলো? আমি বুঝি সব।’

নিষ্পলক কিছুক্ষণ চেয়ে থেকে অয়ন অমিতকে জড়িয়ে ধরে। তার দগ্ধ মনের পীড়া যদি কেউ বোঝে, তা একমাত্র এই অমিত। নিজের রক্তের কেউ না হয়েও নির্দ্বিধায় সে তার সমস্ত কষ্ট, ক্লেশ বোঝে যায়। তার নিদারুণ ক্ষমতা। অমিত বন্ধুকে শক্ত করে চেপে ধরে। আর্তস্বরে বলে,

‘আমি জানি তোর কষ্ট হয়, বুক পুড়ে, রাতে ঘুমাতে পারিস না। কিন্তু বন্ধু হিসেবে আমি অপারগ। চোখের সামনে তোর এত কষ্ট দেখেও কিচ্ছু করতে পারছি না।’

অয়ন মৃদু হাসল। বন্ধুর পিঠে চাপড় মেরে বলল,

‘কে বলেছে পারছিস না? এই তো আমাকে বিনাস্বার্থে আশ্বাস দিচ্ছিস, ভরসা দিচ্ছিস। এটাই বা কয়জন পায়?’

অমিত তাকে ছাড়ে। অয়নের নিরেট শূন্য চোখ। অথচ অমিতের চোখ সিক্ত। তাকে দেখে হেসে ফেলে অয়ন। অমিত রেগে যায়। ক্ষেপে গিয়ে বলে,

‘হাসবি না, শা লা। তোর কষ্টে আমি কষ্ট পাচ্ছি, আর তুই হাসছিস। তুই শা লা বড়ো হারামী।’

‘যেভাবে শা লা বলছিস, আমার কোন বোনকে বিয়ে করেছিস তুই?’

অমিত সহসা হাসল। বলল,

‘করতেই পারি। তোর বোন যথেষ্ট সুন্দরী।’

অয়ন বিস্ফোরিত চোখে চেয়ে ঠাস করে পিঠে চড় বসিয়ে বলে,

‘হারাম জাদা, তোর নজর আমার বোনের দিকে? একদম চোখ তুলে ফেলব কিন্তু।’

হো হো করে হাসল অয়ন। বলল,

‘আমার নজরের কথা আপাতত বাদ দিয়ে নিজের কথা ভাব। একবার বলে দেখ, কিছু হউক বা হউক একবার বলে দেখ অন্তত।’

অয়ন দীর্ঘশ্বাস ফেলল। বলল,

‘বিয়ের আগে অযথা চাপ দেওয়া ঠিক হবে না। এমনিতেই মেয়েটা এক হাতে সব সামলাচ্ছে।’

অমিত তার কাঁধ ঝাগিয়ে বীতঃস্পৃহ সুরে বলল,

‘কিচ্ছু হবে না। অন্তত মেয়েটা অন্যকারোর হওয়ার আগে তোর মনের কথাটা জেনে যাক। আমি বলছি তো, এতে ওর উপর কোনো চাপ পড়বে না। একবার বল, দোস্ত।’

বিছানায় গা এলিয়ে দিল অয়ন। ক্লান্ত স্বরে বলল,

‘তুই বাচ্চাদের মতো জেদ করছিস, অমিত।’

অমিত সন্তপ্ত সুরে বলল,

‘তার মানে বলবি না তুই?’

অয়ন প্রলম্বিত শ্বাস টেনে বলল,

‘না।’

অমিত উঠে দাঁড়াল অচিরাৎ। দুর্বার গতিতে ফোনটা পকেট থেকে বের করে কাকে একটা কল লাগাল যেন। অয়ন ভ্রু কুঁচকে বলল,

‘কাকে কল করছিস?’

অমিত তেতো স্বরে বলল,

‘তোকে বলতে হবে?’

অয়ন তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। কল হয়তো রিসিভ হয়েছে। চোখ মুখ নরম করল অমিত। বিনয়ের সুরে জিজ্ঞেস করল,

‘কেমন আছেন, অন্বিতা?’

হকচকিয়ে উঠল অয়ন। এই ছেলে কী সাংঘাতিক। অন্বিতার নাম্বারে কল দিয়ে বসল। ওপাশ থেকে জবাব শোনা না গেলেও অয়নের কথার ধরণ দেখে উত্তর বুঝে নেওয়া যাচ্ছে। অয়ন বলল,

‘জি, আমিও ভালো আছি। আমার একটা অনুরোধ রাখবেন?’

অয়ন সন্দিগ্ধ চোখে চেয়ে আছে। ছেলেটা কী করতে চাইছে ঠাহর করতে পারছে না ঠিক। ওপাশ থেকে জবাব আসার পর অমিত বলল,

‘আমার সাথে আজকে একটু দেখা করবেন, খুব জরুরি।’

অয়ন এবার আর বসে থাকতে পারল না। উঠে এসে অমিতের কাছ থেকে ফোনটা কেড়ে নিতে চাইল। কিন্তু অমিত বাঁধা দিচ্ছে। ঐদিকে অন্বিতা কী বলেছে সেটা অয়ন জানে না। অমিতের উপর ভীষণ ক্ষিপ্ত সে। কথা শেষ করে অমিত ফোন কাটল। অয়ন তার দিকে চেয়ে আছে তেজ পূর্ণ চোখে। অমিত হেসে বলে,

‘এভাবে তাকাস কেন? নজর লাগবে তো।’

অয়ন জবাব না দিয়ে বিছানায় বসল গিয়ে। রাগ হচ্ছে তার। ভীষণ রাগ। মেয়েটার বিয়ে দু’দিন বাদে। সব জেনে শুনে এই ধরনের অবান্তর কাজ করার কোনো মানেই হয় না। সে কুপিতস্বরে বলল,

‘তুই এবার সীমা লঙ্ঘন করছিস, অমিত। সব জেনে বুঝে কেন করছিস এসব?’

অমিত দায়সারা ভাবে বলল,

‘এমনই। আমার ইচ্ছে হয়েছে, তাই করছি। অন্বিতা রাজি, কাল বিকেলেই আমরা ওর সাথে দেখা করব।’

অয়ন ফোঁড়ন কেটে বলল,

‘আমি করব না।’

‘তুই করবি, তোর বাপও করবে। আংকেলেরও তাঁর ছেলের পছন্দ দেখা উচিত।’

অয়ন ফোঁস করে নিশ্বাস ফেলল। আমর্ষ গলায় বলল,

‘বাপের সাথে জেদ করে ঐ বাড়ি ছেড়েছি। তুই আর ত্যাড়ামি করলে এখান থেকেও চলে যাব।’

‘চলে যা, আমার কী?’

_____________

ঘুম আসছে না মাহিরের। আর দু’টো রাত। তারপরেই তার প্রেয়সী পুরোপুরির জন্য তার হতে চলেছে। কথাটুক ভাবতেই সারা শরীরে শিহরণ জাগে। প্রেম জাগে নতুন করে। বুকের ভেতরটা ধরাস ধরাস করে। কত ঝড়, কত বিপত্তির পর অবশেষে এক হতে চলেছে তারা। আর কখনও অন্বিতাকে সে দূরে যেতে দিবে না। নিজের সবটুকু দিয়ে তাকে আগলে রাখবে আজীবন।

দরজায় ঠকঠক শব্দে পেছন ফিরে তাকায় মাহির। এই অসময়ে দরজার কাছে শশীকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকায় সে। জিজ্ঞেস করে,

‘এই সময় এখানে?’

হাসল শশী। দুই হাতের দুটো কফির মগ দেখিয়ে বলল,

‘কফি বানিয়ে এনেছিলাম। ভেতরে আসি?’

অগত্যাই মাহির বলল,

‘আয়।’

কোমর দুলিয়ে মাহিরের সামনে গিয়ে দাঁড়াল শশী। এক হাতের কফির মগ এগিয়ে দিয়ে বলল,

‘নাও, তোমার জন্য।’

কফির কাপ গ্রহণ করল মাহির। তাকাল বাইরের দিকে। শশী কফির কাপে চুমুক বসিয়ে মাহিরকে একবার আপাদমস্তকে দেখল। ট্রাউজার আর হালকা সবুঝ রঙের টি শার্টে অমায়িক লাগছে তাকে। তার পেশীবহুল বাহুতে নজর আটকায় শশীর। ঢোক গিলে। কী মারাত্মক পেটানো শরীর। বড্ড আফসোস হলো শশীর, অন্বিতার জন্য এই ছেলেটাকে সে পাচ্ছে না। সঙ্গে সঙ্গেই রাগও মাথায় চড়ে বসল তার। মেজাজ আয়ত্তে রেখে মাহিরকে বলল,

‘অন্বিতাকে তুমি ক্ষমা করে দিয়েছ, তাই না?’

মাহির ভ্রু কুঁচকে তাকাল তার দিকে। বলল,

‘ক্ষমা করার মতো অন্বিতা কিছু করেনি।’

হাসল শশী। বলল,

‘তোমার মতো মানুষ আজকাল হয় না। নয়তো এত কাহিনীর পরে তো অন্বিতার মতো মেয়েকে কেউ বিয়ে করতেই রাজী হতো না। সেখানে তুমি, কত যত্নে, ভালোবেসে তাকে বিয়ে করে আনছো।

মেজাজ হারাল মাহির। দরাজ গলায় বলল,

‘কী করেছে, অন্বিতা?’

‘সেকি! ভুলে গেলে? তোমার বন্ধু রিয়ালের সাথে অপ্রীতিকর ছবিগুলো ভুলে গিয়েছ তুমি?’

মাহির দুই ঠোঁট চেপে ধরল। শশী ভাবল, পুরোনো কথা মনে পড়ায় হয়তো অন্বিতার প্রতি ক্ষোভ’টা আবার মাথায় চড়ে উঠেছে। মনে মনে খুশি হলো সে। কিন্তু অচিরাৎ তার ধারণা পাল্টাল। যখন দেখল বিকট আওয়াজে মাহিরের হাতের গ্লাসটা ভেঙে গিয়েছে। কফি সব মাহিরের হাতে মাখামাখি। মাহিরের ক্ষুরধার চাহনি দেখে ঢোক গিলে শশী। জিজ্ঞেস করে,

‘কী হয়েছে, মাহির?’

মাহির চোয়াল শক্ত করে। রোষানলে দগ্ধ কন্ঠে বলল,

‘কে কী করেছে তা সব আমি জানি, শশী। নিজের আত্মীয়, নিজের বন্ধু বলে ছাড় দিয়েছি, তবে ছেড়ে দিব ভাবিস না। সুযোগ পেয়ে সেই সুযোগের অপব্যবহার করিস না। তবে আমিও ভুলে যাব, তুই আমার কাজিন।’

শশী হতভম্ব হয়ে চেয়ে আছে। মাহির জানে সব? কিন্তু কী করে?

‘যা এখান থেকে।’

মাহিরের ঠান্ডা গলার ধমকে খানিকটা কাঁপল শশী। ফের কিছু বলার জন্য উদ্যত হতেই মাহির বলল,

‘আর একটা কথা, অন্বিতাকে অপমান করে কথা বলার আগে দু’বার ভেবে বলবি। কারণ, পরের বার আমি ক্ষুণাক্ষরেও কাউকে ক্ষমা করব না। বিয়েটা হয়ে গেলেই এই বাড়ি থেকে চলে যাবি। শুধুমাত্র দাদুর কথা ভেবে আমি এই কয়দিন সহ্য করে নিয়েছি। কিন্তু আমাদের বিয়ের পর তোকে এক মুহুর্তও আর সহ্য করব না। কথাটা যেন মনে থাকে।’

শশীর গা রাগে তিরতির করে কাঁপছে। এত অপমান, হজম হচ্ছে না তার। হাত পা কাঁপছে ক্রমাগত। অন্বিতাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে যেন।

সে রাগে গজগজ করে বেরিয়ে যেতেই মাহির শব্দ করে দরজাটা আটকে দিয়ে গিয়ে শুয়ে পড়ে।

চলবে…..

গল্পটি সম্পর্কে রিভিউ, আলোচনা, সমালোচনা করুন আমাদের গ্রুপে। গ্রুপ লিংক নিচে দেওয়া হলোঃ
https://facebook.com/groups/holde.khamer.valobasa/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here