রৌদ্রর_শহরে_রুদ্রাণী #পর্বঃ১৬ #Saiyara_Hossain_Kayanat

0
38

#রৌদ্রর_শহরে_রুদ্রাণী
#পর্বঃ১৬
#Saiyara_Hossain_Kayanat

” i wanna hug you মিস আরু।”

আরশি অনেক চিন্তা ভাবনা করে অবশেষে ডক্টরের কথা মতো নিচে এসেছে। নিচে নেমে ডক্টরের কাছে আসতেই ওনার গম্ভীরমুখে বলা এমন কথা শুনে আরশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো। রৌদ্র কথাটা বলে সঙ্গে সঙ্গেই আরশির কোনো কথার অপেক্ষা না করে আলতো করে জড়িয়ে ধরলো আরশিকে। রৌদ্রর এহেন কাজে আরশি অবাকের চরম পর্যায়ে চলে গেছে। মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নড়াচড়া করার মতো পরিস্থিতিতে আরশি নেই। কিছুক্ষণ সময় পর আরশি নড়েচড়ে উঠেলেই রৌদ্র আরশিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে শীতল গলায় বলল-

“জাস্ট এক মিনিট আরু। নড়াচড়া করো না।”

রৌদ্রর মুখে তুমি সম্মোধন শুনে আরশি স্থির হয়ে দাঁড়িয়ে রইলো। হুট করে এভাবে জড়িয়ে ধরাতে আরশির কেন যেন রাগ হচ্ছে না। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে যেমনটা হসপিটালে হয়েছিল। এক মিনিট হতেই রৌদ্র আরশিকে ছেড়ে দিল। মাথায় হেলমেট পরতে পরতে বলল-

“হসপিটালে ইমার্জেন্সি আছে। দেরি হয়ে যাচ্ছে আমাকে এখনই যেতে হবে। মিস আরু আপনি উপরে যান।”

আরশি স্থির চোখে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরা। শার্টের হাতা কনুই পর্যন্ত ভাজ করে রাখা আর মাথায় কালো হেলমেট। কথা গুলো বলতে বলতে রৌদ্র বাইকে উঠে পারল। আরশিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র বলল-

“আমাকে পরেও দেখা যাবে মিস আরু। আপনি এখন উপরে যান।”

রৌদ্রর কথা শুনে আরশি নিজের অজান্তেই লজ্জা পেয়ে গেল। পেছনে ঘুরে দ্রুত গেইটের ভিতর চলে আসলো। কি যেন একটা ভেবে আবারও থমকে দাঁড়িয়ে গেল। পেছনে তাকিয়ে রৌদ্রকে না দেখে আরশি ভয়ে এক প্রকার দৌড়েই নিজের ফ্ল্যাটে চলে আসলো। রুমে এসে ফোন হাতে নিয়ে দেখলো এগারোটা বাজে। আরশির পুরো শরীর এখন থরথর করে ভয়ে কাঁপছে। রৌদ্রর এমন অদ্ভুত আচরণ আর হঠাৎ করেই গায়েব হয়ে যাওয়া দেখে আরশি রৌদ্রকে ভূত মনে করছে। আরশি কাঁপা কাঁপা হাতে আবারও সেই নাম্বারে কল করলো। রৌদ্রর বাইক থামিয়ে আরশির কল দেখে একটা মুচকি হাসি দিয়ে কল রিসিভ করলো। আরশি ভয়াতুর কন্ঠে আমতা-আমতা করে জিজ্ঞেস করলো-

“ডক্টর আপনি কি আমার বাসার এখানে এসেছিলেন??”

রৌদ্র নিজের হাসি থামিয়ে গম্ভীর গলায় বললো-

“না তো; আমি কেন আপনার বাসায় আসবো এই সময়!!”

আরশি আর কিছু বললো না সাথে সাথেই ফোন কেটে দিল। রৌদ্র ফোনের দিক তাকিয়ে একটা বিশ্বজয়ী হাসি দিয়ে আবারও বাইক চালানো শুরু করলো। রৌদ্রর কথার আরশি ভয়ে দৌড়ে কাসফিয়ার রুমে গেল। কাসফিয়া ক্লান্ত হয়ে গভীর ঘোরে ঘুমিয়ে আছে। তখন কাসফিয়ার ঘুমে প্রব্লেম হবে বলেই কাসফিয়াকে না ডেকে একা একা নিচে চলে গিয়েছিল। কিন্তু এইবার আর কাসফিয়ার ঘুমের চিন্তা করলো না। টেনেহিঁচড়ে জোর করেই কাসফিয়াকে ঘুম থেকে তুলে দিল। কাসফিয়া বাধ্য হয়ে উঠে বসলো। আরশির এমন কাজে ক্ষিপ্ত হয়ে বলল-

“উফফ আশু এতো রাতে কি শুরু করছিস!! একটু ঘুমাতে দে তো।”

আরশি আকাশ সমান উত্তেজনা নিয়ে বলল-

“নিচে ডক্টর সাহেব এসেছিল।”

কাসফিয়া কিছুটা চমকে উঠে জিজ্ঞেস করলো-

“উনি কেন আসবেন!!”

“জানি না কেন এসেছে। কিন্তু আমি উনার কাছে যেতেই উনি হুট করে আমাকে জড়িয়ে ধরেছেন। তারপর বললো ওনার নাকি হসপিটালে জরুরি কাজ আছে এখন যেতে হবে বলেই মুহুর্তের মধ্যে গায়েব হয়ে গেলেন।”

কাসফিয়া অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। সন্দিহান কন্ঠে বললো-

“উনি এখানে এসেছে!! তোকে জড়িয়েও ধরেছে!! আবার চলেও গেছে!!”

আরশি দ্রুত মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। কাসফিয়া এবার বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বললো-

“ওনাকে এই বাসার ঠিকানা কি তোর বাপ দিয়েছে??”

আরশি কাসফিয়ার সাথে ঘেঁষে বসে। নিম্ন স্বরে বললো-

“আমার মনে হয় কি জানিস!! ওটা কোনো জ্ব্বিন, ভূত ছিলো। সাদা শার্ট পরা ছিল। আর আমি আসার সময় পেছনে ফিরে তাকাতেই দেখি উনি নেই। আমি রুমে এসে ওনাকে কলও দিয়েছিলাম। কিন্তু উনি তো বললেন উনি আসেনি।”

আরশির এমন আবোলতাবোল কথা শুনে কাসফিয়া হতাশ হয়ে বলল-

“তুই নিশ্চয়ই উল্টাপাল্টা স্বপ্ন দেখিছ। জার্নি করে এসেছিস তাই হয়তো ক্লান্তিতে এইসব আজেবাজে হ্যালুসিনেশন হচ্ছে। আর তোর ওই ডক্টরের তো বাসার ঠিকানাই জানে না তাই এখানে আসার কোনো প্রশ্নই উঠে না।”

“কিন্তু…”

আরশি কিছু বলতে নিলেই কাসফিয়া আরশিকে থামিয়ে দিয়ে শক্ত গলায় বললো-

“আশু প্লিজ এইসব অহেতুক কথাবার্তা বন্ধ কর। প্রচুর ঘুম পাচ্ছে আমার আর তোকে ক্লান্ত দেখাচ্ছে যা ঘুমিয়ে পর চুপচাপ।”

আরশি আর কথা বাড়ালো না। কাসফিয়ার পাশেই শুয়ে পরলো। কাসফিয়া আরশির দিকে ভ্র কুচকে তাকিয়ে সন্দেহের গলায় বললো-

“এখানে শুয়েছিস কেন!! তোর রুমে গিয়ে ঘুমা।”

“নাহ আজ এখানেই থাকি।”

আরশি চুপচাপ শুয়ে গভীর চিন্তায় পড়ে গেল। আরশি এখনো বুঝতে পারছে না ডক্টর কি সত্যি সত্যিই এসেছিল না-কি এটা তার মনের ভ্রম। আরশি নিজেকে আস্বস্ত করে মনে মনে বলল- “এসব হয়তো সত্যিই আমার হ্যালুসিনেশন। আর কাসফিয়ার কথাও তো ঠিক ডক্টর আমাদের বাসার ঠিকানাই বা পাবে কিভাবে!!” আরশি নিজের মনকে নানাভাবে আস্বস্ত করার পরে আবারও কাসফিয়াকে হাল্কা ধাক্কা দিয়ে মিনমিনিয়ে জিজ্ঞেস করলো-

“আচ্ছা উনি আমাকে জড়িয়ে ধরলেন কেন!!”

কাসফিয়া হাতের ব্যথার জন্য ডান দিকে ফিরতে পারছে না। তাই আরশির দিকে না ফিরেই এক রামধমক দিয়ে আরশিকে চুপ করিয়ে দিল। আরশি আর কথা বলার সাহস পায়নি। কাসফিয়ার ধমক শুনেই চুপসে গেল।

—————————

প্রিয় রুদ্রাণী,

কখনো এভাবে আমার ঠিকানায় কেউ চিঠি লিখে পাঠাবে এটা একদমই আশা করিনি। এই মুহূর্তে আপনার চিঠি আর পাখি পাওয়াটা আমার জন্য ঝুম বৃষ্টির মাঝে হঠাৎ করেই রোদের দেখা পাওয়ার মতো ছিল। আপনি আমাকে এভাবে হঠাৎ করে পাখি আর চিরকুট দিয়ে চমকে দিয়েছেন তার বিনিময়ে আপনাকেও চমকে দিবো কোনো একদিন।

[বিঃদ্রঃ সব গুলো পাখির নাম আমি রেখেছি তাই এই নতুন পাখিটার নাম রাখার দায়িত্ব আপনার উপর দিলাম। তবে নামটা এখন না সময় হলেই জানতে চাইবো।]

ইতি,
রৌদ্র

আরশি চিঠিটা পড়ে নিজের বারান্দায় থাকা গাছ গুলোর দিকে এক দৃষ্টিতে কিছুক্ষন তাকিয়ে রইলো। আরশির ফুল গাছ গুলো একদম সতেজ দেখা যাচ্ছে। আরশি ভেবেছিল হয়তো এতদিনে গাছ গুলো মরে গেছে। কিন্তু এখন তো গাছ গুলো একদম ঠিকই লাগছে আগের মতো। আরশি আনমনে বলে উঠলো- “তাহলে কি পাখিগুলোর মালিক আমার বারান্দার গাছগুলোতে পানি দিয়েছে??” আরশি পাখি গুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো-

“কিরে কেমন আছিস তোরা??”

ময়না পাখিটা তখনই ‘আরু’ বলে চেচামেচি শুরু করলো। আরশি আরু নামটা শুনে আবারও কাল রাতের কথা মনে পরে গেল। কাল রাতের কথা মনে পরলেই আরশি মাথা যেন একদম ফাঁকা ফাঁকা লাগে। আরশি বারান্দায় বেশিক্ষন সময় না থেকে রুমে চলে আসে। খানিকটা সময় ধরে একটা চিঠি লিখে পাশের বারান্দায় ছুড়ে দিয়ে আবারও রুমে চলে গেল।

কাসফিয়ার হাতের জন্য ভার্সিটিতে যেতে পারবে না তাই আজ আরশি একা একাই যাচ্ছে। অবশ্য আরশি ক্লাস করার জন্য যাচ্ছে না। বাসায় বোরিং লাগছিলো তাই ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছে। বাস থেকে নেমে কিছুটা পথ যেতেই আরশির চোখ পরলো সামনে দাঁড়িয়ে থাকা রৌদ্রর দিকে। দু হাত ভাজ করে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আর কালকের মতো সাদা শার্ট গায়ে জড়ানো নেই, এখন গাঢ় নীল রঙের শার্ট পরা। আরশি কালকের কথা মনে করে ভয় আর অস্বস্তিতে দ্রুত রৌদ্রকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কিছুটা দূরে যেতেই রৌদ্র গম্ভীর গলায় আরশিকে ডাক দিল-

“দাঁড়ান মিস আরু”

আরশি সাথে সাথেই দাঁড়িয়ে গেল। নিচের দিকে তাকিয়ে কাচুমাচু করছে আরশি। রৌদ্র আরশি কাছে এগিয়ে আসতেই আরশি কয়েক পা পিছয়ে গেল। মাথা তুলে রৌদ্রর দিকে তাকিয়ে নিম্ন স্বরে জিজ্ঞেস করলো-

“আপনার কি সাদা শার্ট আছে??”

আরশির এমন প্রশ্ন শুনে রৌদ্র হাসবে নাকি কি করবে কিছুই বুঝতে পারছে না।৷ রৌদ্র চোখ ছোট ছোট করে আরশির দিকে তাকিয়ে শান্ত গলায় বললো-

“কেন আপনার কি আমার শার্ট লাগবে না-কি??”

আরশি ইতস্তত করে বলল-

“না, আচ্ছা আপনি কাল রাতে সত্যি আমাদের বাসার ওখানে যাননি??”

রৌদ্র বরাবরের মতোই শান্ত গলায় বললো-

“কিছু জিনিস অজানা থাকাই ভালো।”

রৌদ্রর মুখে এই কথা শুনে আরশি চমকে উঠলো। বিদ্যুৎ ঝলকের মতো মাথার মধ্যে চিঠির মানুষের কথা মনে পরে গেল। চোখের সামনে তার লেখা চিঠি গুলো ভেসে উঠলো। আরশি বিস্ময় নিয়ে বলল-

“আপনি এই কথা…”

রৌদ্র কথা পালটানোর জন্য আরশির কথার মাঝেই গম্ভীর গলায় বললো-

“মাঝ রাস্তায় দাঁড়িয়েই কথা বলবেন মিস আরু!! চলুন আমার সাথে।”

রৌদ্র চুপচাপ সামনের দিকে হেঁটে যাচ্ছে। রৌদ্র জানে আরশি আসবে তার সাথে সাথে। আরশি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। স্থির চোখে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। রৌদ্র তাকে কোথায় নিয়ে যাবে আরশি জানে না তবুও আরশির মন বলছে রৌদ্রকে বিশ্বাস করতে। আরশি দ্রুত গিয়ে রৌদ্রর পাশপাশি হাঁটা শুরু করলো। রৌদ্রর আড়চোখে আরশির দিকে একপলক তাকিয়ে মনে মনে একটা মুচকি হাসি দিলো। আরশি চুপচাপ হেঁটে চলছে রৌদ্রর সাথে। খানিকটা পথ যাওয়ার পর রৌদ্র একটা রিকশা থামিয়ে আরশিকে উদ্দেশ্য করে বলল-

“রিকশায় উঠুন মিস আরু।”

আরশি ভ্রু বাঁকিয়ে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্র গম্ভীর গলায় বললো-

“ভরসা করতে পারছেন না আপনার রৌদ্রকে??”

রৌদ্রর কথা শুনে আরশি আরেক দফা চমকে উঠলো। অবাক হয়ে বললো-

“আমার রৌদ্র মানে??”

“বেশি কথা না বলে রিকশায় উঠুন মিস আরু।”

রৌদ্রর ধমকে আরশি আর কথা না বাড়িয়ে দ্রুত রিকশা উঠে গেল। রৌদ্রও আরশির পাশে বসে পরলো। রিকশা চলছে আপন গতিতে রৌদ্র আর আরশি একদমই চুপচাপ বসে আছে। প্রায় দশ মিনিট পর রিকশা একটা ব্রিজের কাছে এসে থেমে গেল।

চলবে….

(জানি না আজকের পর্বটা কেমন হয়েছে। মেজাজ কিছুটা বিগড়ে আছে তাই অগোছালো ভাবে কি লিখেছি নিজেও জানি না। ভুল- ত্রুটির ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আর ভালোবাসা সবার জন্য।❤️❤️)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here