#প্রণয়ের_সুর
#পর্ব১৫
#মহুয়া_আমরিন_বিন্দু
সাব্বির কান থেকে হাত সরিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো–,,নেহা বইন তুই কি আরো চিল্লাফাল্লা করবি?নাকি এখানেই সমাপ্ত, না মানে কান টাকে একটু যদি রেহাই দিতি!
নেহা ভোঁতা মুখে বসে রইলো,কিছুতেই মানতে পারলো না সবাই মিলে তার বিরুদ্ধে এতো বড় একটা স্বর’যন্ত্র করে রাখবে!
,,তোমরা আমাকে কেনো নিয়ে এসেছো বলো?আমি কি বলেছি আমাকে নিয়ে যাও।যত্তসব!আমি তোমাদের নামে কিড”নাপিং এর কেইস করবো বলে দিলাম।তোমাদের লিডারের নাম দিবো নিখিল মেহমেত চৌধুরী!
জেরিন,বৃষ্টি এবার মুখ খুললো–,,তুই চুপ থাকতো বইন তোর যন্ত্র’ণায় ঘুরাটাই বাদ হয়ে যাচ্ছিলো,ঘুরতে গিয়ে পরে যত পারিস ঝ’গড়া করিস, দেখ বাসায় বসে বেশি ফিল পাইতি না মারা”মারি করে, সাজেক গিয়ে মেঘ ভরা আকাশ দেখবি আর যা খুশি করবি।
এখন তুই চুপ করে থাক।
নেহা বিরস মুখে বললো–,,তোমরা সবাই সেজেগুজে এসেছো আর আমাকে দেখো চ্যাংদোলা করে তুলে এনেছো,এখন আমাকে একটুও সুন্দর লাগছে না!আর আমি কি ওখানে গিয়ে এই এক কাপড়েই থাকবো নাকি?আমার লাগেজ ও তো আনিনি!সব দোষ তোমাদের ভাইয়ের একটা খারা’প লোক।
মিহির সরু চোখে নিখিলের দিকে তাকালো,দুই তিন বার ধাক্কা ও দিলো ছেলেটা কি শুনতে পেলো না নাকি?নেহা যা চিৎকার দিয়েছিলো মনে হয় তো আশেপাশের এক এলাকার মানুষ উঠে গেছে শব্দে!
মিহির নিখিলের কান থেকে টেনে এয়ারফোন খুলে ফেললো–,,কি ভাই কি সমস্যা তোর?দুনিয়া উল্টে গেলেও তো কিছু শুনতে পাবি না তুই!
নিখিল নির্লিপ্ত কন্ঠে বললো–,,গাড়ি চালানোর সময় শুধু সেখানেই মনোযোগ দিতে হয়!অন্য কিছু দেখার সময় নেই এতো,কিছু মানুষের কাজই চিল্লাচিল্লি করে সিনক্রি’য়েট করা,এসব আগে থেকেই জানতাম আমি তাই যাতে কিছু শুনতে না হয় সে ব্যবস্থা করে রেখে ছিলাম!
নেহা সুক্ষ্ম অপমান গায়ে মেখে বললো–,,গাড়ি থামান বলছি যাবো না আমি আপনাদের সাথে, বাড়ি চলে যাবো!নিজেরা জোর করে এনে এখন আবার কথা শুনানো হচ্ছে।
নিখিল এক ধমক দিয়ে বললো–,,রাতের বেলা ডোজ মনে হয় কম পড়েছে তোর?আয় এবার ডাবল ডোজ দিয়ে দেই এক সপ্তাহ আর মুখ দিয়ে কথা বের হবে না।
নেহার মুখ চুপসে যাওয়ার বেলুনের মতো হলো,কি অসভ্য লোক,সবার সামনে কি যা তা বলে।
নিখিলের কথা শুনা মাত্রই পেছনের সিট থেকে জেরিন,সাব্বির,পাশে বসা বৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি রাখলো নেহার উপর,বৃষ্টি পাশে বসা রৌফ একবার তাকিয়ে মনোযোগ দিলো বাহিরের পরিবেশ দেখায়।
নেহা ওড়নার কোনা আঙুলে পেঁচিয়ে ধরছে একটু পর পর।সবার দিকে ঘুরে একবার মুখ ভেংচি কাটলো।
বৃষ্টি তো মিন মিন করে বলে উঠলো–,,কিরে বল না কি ডোজ দিয়েছে ভাইয়া?না শোনার আগ পর্যন্ত তো আমার পেটের ভাত হজম হচ্ছে না!
নেহা দ্বিগুণ চিবিয়ে চিবিয়ে বললো–,,তোর ভাইয়ের সাথে মিলে আমার সাথে এমন করার আগে মনে ছিলো না।এখন আমিও তোদের চিনি না!
,,দোস্ত শোন না আমার কথাটা, আমরা কি তোকে রেখে যেতাম কোনো দিন?তাই ভাইয়ার কথায় রাজি হয়েছি,আমাদের প্ল্যানটাও তো তোকে ছাড়া পূর্ন হতো না।
নিখিল ড্রাইবিং এ মনোযোগ রেখেই বললো–,,কিরে কিসের প্ল্যান তোদের?
বৃষ্টি কাচুমাচু ভঙ্গিতে তাকালো মিহিরের দিকে!মিহির নিখিলের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বললো–,,শা’লা তুই ছোটদের কথায় এতো কান দিস কেন?
,,তুই ছোটদের সাথে প্রেম করতে পারলে আমি ওদের কথায় কান ও দিতে পারি!
নেহা এবার নিখিল কে জিজ্ঞেস করলো –,,আপনি আমাকে গাড়িতে কিভাবে এনেছেন?আপনাকে বিশ্বাস নেই সিঁড়ি দিয়ে টেনেটুনে আনেননি তো আবার?কি ভয়া’নক ভয়া’বহ কান্ড! আল্লাহ আমার হাত, পা, কোমড়!
নিখিল দাঁতে দাঁত চেপে ধরে বললো–,,মাথা মোটা একটা!
,,মাথা মোটা হবে আপনার চৌদ্দ গুষ্টি!
সাব্বির থমথমে মুখে বললো–,, ভাই বুঝি না ঝগ’ড়া করোছ তুই আমাদের সবাইকে টানিস কেন বইন?
নিখিল আবার বললো–,,আহ,! নেহা এতো কি ভাবিস তুই তোর জামাই এতোটাও নির্দয় না বউ কে টেনেটুনে আনবে, আদর করে যত্ন সহকারে কোলে তুলে এনেছি তোকে!
নেহা মুখ বাঁকালো যত্তসব আদিখ্যেতা!
কমলাপুর রেলস্টেশনে এসে গাড়ি থামলো ওদের, সবাই মিলে নামলো,নিখিল নেহা কে টেনে ধরে বললো তুই পরে নামবি!
নেহা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো–,,কেনো?
,,তোকে চুমু খাবো তাই!
নেহার চোখ ফেটে বেরিয়া আসার উপক্রম।সবাই বেরিয়ে যেতেই নিখিল বের হলো–,,গাড়ির কাঁচ টেনে দিয়ে বললো–,,ওই ব্যাগে ড্রেস আছে চেঞ্জ কর!
নেহা অবিশ্বাস্য সুরে বললো–,,গাড়িতে?
,,না আয় বাহিরে সবার সামনে কর!
নেহা মুখ কুঁচকে ফেললো বিরক্তিতে,নিখিল বের হয়ে গাড়ির দরজায় হেলান দিয়ে দাড়ালো। কিছুক্ষণ পরই নেহা বেরিয়ে আসলো,নিখিল চাবিটা দূরে দাড়িয়ে থাকা ড্রাইবারের হাতে দিয়ে দিলো।নেহার হাত নিজের হাতের মুঠোয় পুরে সামনের দিক হাটা দিলো।
নিখিল কন্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো–,,তুই আমাকে গাড়ির দরজার সামনে দাঁড় করিয়েই ড্রেস চেঞ্জ করে ফেললি নেহা?ডোর তো লক ও করিসনি তোর কি ভয় লাগেনি?যদি আমি লুকিয়ে দেখতাম তখন?
নেহা চমৎকার হাসলো, কেনো জানি কথাটা শুনে তার ভীষণ হাসি পাচ্ছে।নেহা হাসি থামিয়ে স্বাভাবিক ভাবে উত্তর দিলো–,,আমার স্বামী কোনো চরিত্রহীন পুরুষ নয় নিখিল ভাই!সে নিতান্তই সুপুরুষ,নিজের বউকে দেখার মাঝে দোষের কিছু নেই,কিন্তু সে এমনটা করবে না তাও আমি জানি।যদি দেখারই হতো,আপনার মতে বা’জে কোনো চিন্তা থাকতো তার মাঝে, তবে অনুমতির জন্য অপেক্ষা করতো না!আমার ইচ্ছেকে বেশি প্রাধান্য কোনো দিনই দিতো না।
নিখিল মুগ্ধ হলো,নেহা তাকে বিশ্বাস করে ভেবেই পুলকিত হলো মন।
–,,মাঝেমধ্যে যে ছুঁয়ে দেই সে সময় তো তোর অনুমতি নেই না নেহা তখন কি তুই রাগ করিস?আমার উপর বিরক্ত হয়ে যাস তুই?
নেহা সামনের দিকে এগিয়ে গিয়ে বললো–,,বলবো না!
নিখিল নেহার হাত শক্ত করে চেপে ধরে রেখেছে যার ফলে নেহা সামনেও যেতে পারছে না,ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে বাকিরা,ট্রেন ছাড়বে আরো বিশ মিনিট পর।
নিখিল চাপা ধমকের সুরে বললো–,,উত্তর না দিয়ে আমার কাছ থেকে ছাড়া পাবি না এখন,চারদিকে দেখ কতো মানুষ, সবার সামনে তোর সাথে কিছু করলে নিশ্চয়ই তুই খুশি হবি না?
নেহা দাঁতে দাঁত চেপে বললো–,,ব্লাকমে’ইল করছেন?
নিখিল পকেট থেকে হাত বের করে চুলে হাত বুলালো নেহার দিকে কিছুটা ঝুঁকে বললো–,,যা খুশি ভাবতে পারিস!
,,আমি না চাইলে আপনি আমাকে কোনো দিনই ছুঁয়ে দিতে পারতেন না!
মিসেস নেহা চৌধুরী কে ছুঁয়ে দেওয়া এতোটাও সহজ না মিস্টার নিখিল মেহমেত চৌধুরী!
নিখিল ঠোঁট কামড়ে হাসলো,নেহাকে ফের জিজ্ঞেস করলো–,,তার মানে তুই চাস আমি তোকে ছুঁয়ে দেই?
নিখিলের কথা বলার আগেই নেহা ছুটে চলে গেছে বৃষ্টি,জেরিনের কাছে।
সবাই মিলে ট্রেনে উঠে পড়েছে ওরা ইতিমধ্যে, কেবিন নিয়েছে দুইটা, তবে যাওয়ার সময় এক কেবিনেই সব গুলাতে ঘাপটি মেরে বসেছে দূরে বসলে তো আড্ডা দেওয়াই হবে না।
ট্রেন ছেড়েছে মিনিট কয়েক হবে।সাব্বির পায়ের উপর পা তুলে বসেছে তার পাশে জেরিন একপ্রকার ঠেলাঠেলি করছে –,,কিরে ভাই সাব্বির বড় বইনদের নূন্যতম সম্মান তো দিবি নাকি?এমনে ছড়াইয়া বসলি কেন,জায়গা হচ্ছে না!
সাব্বির চোখ ছোট ছোট করে বললো–,,তাই তো বলি একটু কম করে খা দিন দিন মোটা হচ্ছিস পরে দেখা যাবে তোর জামাই তোকে কোলে তুলতে গিয়ে চিৎপটাং হয়ে পড়ে যাবে।ইশ! শেষ শেষ মানইজ্জত সব শেষ!
সাব্বিরের কথা শুনে নেহা আর বৃষ্টি শব্দ করে হেসে দিলো।জেরিন জোরে এক ঘা বসিয়েছে সাব্বিরের পিঠে।নেহা আর বৃষ্টি কে চোখ রাঙানি দিলো!
মিহির বলে উঠলো–,,তা তোরা কে কার টাকায় যাচ্ছিস ঘুরতে আমার ভাই বড়লোক বন্ধু আছে তার টাকায় যাচ্ছি!দোয়া মানে দিলছে দোয়া করি এমন বন্ধু আর কেউ না পাক!
সাব্বির বলে উঠলো–,,এটা কোনো কাজ করলা মিহির ভাই?বড়লোক বন্ধু পাওয়ার ভাগ্য টা মেরে দিলা!
মিহির চুল গুলো একবার ঠিক করে বললো–,,বুঝলি না সাব্বির তোর উপকার করলাম। ফ্রিতে উপকার করতে নেই আজ বুঝলাম।দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো রে তাই তো তোর ভালোর জন্য দোয়া করলাম!
বৃষ্টি বলে উঠলো–,,এরকম ও কথা আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো!
নিখিল দাঁত বের করে হেসে বললো–,,এই না হলে আমার বোন।
নেহা মুখ বাঁকিয়ে বললো–,,কাজে লাগলেই আমার বোন আমার ভাই একটা সুযোগসন্ধানী লোক!
মিহির আবার বললো –,,তা বাকিরা বলে ফেলো কে কার টাকায় যাচ্ছো?
সাব্বির ভাব নিয়ে বললো –,,ভাইয়ার টাকায়!
নিখিল বলে উঠলো তোরা কি ভেবেছিস ফ্রি ফ্রি নিচ্ছি এখন তোদের টাকা নেই তাই আমি দিয়েছি সব গুলাতে টাকা ফেরত দিবি আমায়।
সাব্বির বত্রিশ কপাটি বের করে বললো–,,ভাইয়া একবার বিয়েটা করে নেই,শ্বশুর বাড়ি থেকে যৌতু”ক নিয়েই তোমার টাকা পরিশোধ করে দিবো!আমাকে এমনিতেও কেউ চাকরি বাকরি কিছু দিবে না,কোনো রকম টেনেটুনে পাশ করি।
জেরিন বিরক্তি নিয়ে বললো–,,তোরে কেউ মেয়ে দেয় কিনা সন্দেহ আবার নিবে যৌ’তুক , তোর নামে তো আমি আগে কেইস করমু শা’লা পরে মেয়ে পক্ষ!
সাব্বির আহাজারি করে বললো–,,আল্লাহ এখনই মাটি ফাঁক করো আমি থাকতে চাই না এই ধরনি তে, কি বইন দিলা মাবুদ সবই ঘসেটিবেগম!মীরজাফরের খালা।
রৌফ তীব্র বিরোধীতা করে বললো–,,নবাব সিরাজুদ্দৌলার খালা তো ঘসেটিবেগম।মীরজাফরের খালা হলো কেমন?
বৃষ্টি একটা মে’রে ছে রৌফের মাথায়–,,এই তুই চুপ থাক তো আল্ট্রা বিল্ডিং পোলা।এতো পড়াশোনা করলে বউ পাইতি না তুই, এমনে কথায় কথায় তুই প্রশ্ন করলে মাইয়া তোরে রেখে ভাগবো!
সাব্বির বলে উঠলো–,,বুঝলাম না ভাই আমারে দত্তক নিলো নাকি ওরে, কোনো দিক দিয়াই তো মিলে না!আমার বাপ এটারে কেমনে ডাউনলোড করলো?
নিখিল এবার দিয়েছে সাব্বির কে একটা–,,মুখে লাগাম দে ছা’গল বাপ মাকে অন্তত ছাড় দে!
সাব্বির ভোঁতা মুখে বললো–,,তোমরা সবাই মিলেই এতো মার মারছো,আমার বউয়ের জন্য ও কিছু জায়গা বাকি রাখো তো নাকি,যাতে বলতে পারি তোমার জামাই একদম ইনটেক।
মিহির এবার জোরে বলে উঠলো,,,,এ ভাই থাম তোরা, আমার প্রশ্নটাকে গুরুত্ব দিচ্ছিস না তোরা।এবার বাকি দুজন বল শেষে নেহা।
বৃষ্টি, জেরিন হেসে বলে উঠলো –,,বইনের জামাইয়ের টাকায় যাচ্ছি।বউয়ের বোন ছোট হোক বা বড় তাদের কিছু দিলে আর ফেরত দিতে হয় না।
সাব্বির চোখ বড় বড় করে বললো–,,তোদের এই গোবর মাথায় সার কে দিলো,এ বুদ্ধি টা আমাকে আগে দিবি না তোরা তাহলে তো আর যৌ’তুক নেওয়া লাগতো না আমার বিয়েটাও ভাঙ্গতো না।
রৌফ বললো–,,তোমার বিয়ে হচ্ছিলো কখন?
,,তুই চুপ থাক ভাই রৌফ।কল্পনা ও করতে দিবি না,যা ডাকা’ত বাপ জীবনে তো বিয়া করাবে বলে মনে হয় না!
মিহির নেহার দিকে তাকালো,নিখিল ও কৌতুহল নিয়ে তাকালো।নেহা ভাব নিয়ে কপালের চুল গুলো সরালো
স্বাভাবিক ভাবে বললো–,, নিজের টাকায় যাচ্ছি তোমাদের মতো অন্যের টাকায় যাই না আমি!
বিষ্ময়ে হা হয়ে গেলো সবাই,নিখিল ভ্রু কুঁচকে তাকালো।মিহির জিজ্ঞেস করলো কিভাবে হলো?
,,বিয়ে করার পর স্বামীর যা স্ত্রীর ও তা তার মানে নিখিল ভাইয়ের সব টাকা আমার।তো হলো না আমার টাকায় যাওয়া!
সাব্বির বাহবা জানিয়ে বললো–,,হ্যাঁ বইন আমি বিশ্বাস করলাম তোর ঘটে সবজি চাষ হয়েছে!
——-
রাত প্রায় দশটা নেহাকে ঘুম থেকে জাগালো বৃষ্টি, মেয়েটা এতো ঘুম কাতুরে সব জায়গায় ঘুমায়,তার সরকারি বালিশ নিখিল ভাই!রিসোর্টের সামনে এসে নেমেছে তারা,খোলা ছাউনির জিপ থেকে ব্যাগ পত্র নামিয়ে নিয়েছে যে যার টা।
কটেজের মতো ঘরগুলো ভাড়া নিয়েছে ওরা।নেহা হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলো–,,আমার রুম কোনটা বলো আমি ঘুমাবো!
সকলে যেনো ভুত দেখার মতো চমকালো পুরো রাস্তা ঘুমিয়ে কি এর হয়নি নাকি।পাহাড়ি রাস্তা দিয়ে আসার সময় সবার জান যায় যায় অবস্থা আর এই মেয়ে পড়ে পড়ে ঘুমিয়েছে!
নিখিল জিজ্ঞেস করে আরো ঘুমাবি তুই?তাহলে যা ওই রুমটা তোর!
খুশিতে লাফিয়ে ছুটলো ওদিকে নেহা।যাক শান্তি অন্তত কয়েক দিন নিখিল ভাইয়ের জ্বালা’তন থেকে বাঁচা যাবে,একা একা চিল মুডে ঘুমাতে পারবে।নেহা ভাবনায় পানি ঢেলে নিখিল এসে হাজির রুমে।
নেহা ঠোঁট উল্টে বললো–,,আমার রুমে আপনি কেনো এসেছেন?
নিখিল লাগেজ টা সাইডে রেখে খাটের উপর সটান হয়ে শুয়ে পড়লো–,,তোর ট্রেনের লজিক টাই আমাকে এখানে এনেছে!
নিখিল নেহার ঠোঁট আঙুল দিয়ে চেপে ধরে বলে–,,একদম বক বক করবি না আর,পুরো রাস্তা আমার উপর ঘুমিয়েছিস, গা হাত পা ব্যাথা হয়ে গেছে,ছোট খাটো একটা হাতি!
,,একটা হাতিকে নিজের উপর ঘুমাতে দিতে কে বলেছে আপনাকে?যখন ঘুমিয়ে ছিলাম তখন ফেলে দিলেই পারতেন!
অভিমানে টইটম্বুর হলো নেহা,গাল ফুলিয়ে চলে গেলো কটেজ সংলগ্ন বারান্দায়। পাহাড়ের উঁচুতে নির্মিত এই ঘর গুলো,নিচে যতদূর চোখ যায় অন্ধকার ছাড়া কিছু নেই।
কিছুক্ষণ পর নেহা বুঝতে পারলো পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে,মানুষটি অতি পরিচিত নেহার, তার গায়ের পুরুষালী সুভাস টা বরাবরই নেহাকে টেনে নিয়ে যায় অন্য কোনো জগতে! তবুএ নেহার অভিমানী মন দূরে সরাতে চাইলো মানুষ টিকে।
,,ছাড়ুন,,!
নিখিল নেহার ঘাড়ে থুঁতনি ঠেকিয়ে বললো–,,না।
নিখিল নেহাকে ঘুরিয়ে নিজের দিকে ঘুরালো,নিজের ওষ্ঠ দ্বারা ছুঁয়ে দিলো নেহার ললাট।মেয়েটি কেঁপে উঠলো কিছুটা!
,,সামান্য কথায় এতো অভিমান করলে চলে অবুঝ পাখি?
নেহা মুখ ঘুরিয়ে নেয়,নিখিল নেহাকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে।
মিহি সুরে ফিসফিস করে বলে–,,তুই তো এতোটাও বোকা না। জেনে-বুঝে দূরত্ব বাড়িয়ে কষ্ট দেস আমায়।
হারিয়ে গেলে তখন খুঁজেও লাভ হবে না!
নেহা এবার নিখিলের শার্ট খামচে ধরে পেছন থেকে
নিখিল হাসে,বুকের মাঝে গুটিয়ে থাকে নেহা,নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে জিজ্ঞেস করে
–আমাকে হারিয়ে ফেলার এতো ভয় কেনো তোর?ভালোবাসিস আমাকে?
নেহা চট করে মাথা তুলে উল্টো প্রশ্ন করে–,,আপনি আমাকে ভালোবাসেন কিনা আগে বলুন?
,,প্রশ্ন আমি আগে করেছি?
,,কিন্তু উত্তর আপনি আগে দিবেন!
,,কেনো? তোর কথা এখন শুনতে হবে আমাকে?
,,হ্যাঁ শুনতে হবে,বলুন!
,,একদম ঝ’গড়া করবি না নেহা!রোমান্স করার টাইমে তুই ঝ’গড়া করিস এতো আনরোমান্টিক কেন তুই?
,,কথা ঘুরাবেন না নিখিল ভাই!
,,আমি কথা ঘুরাই?ঝগ’ড়ুটে একটা!
,,দেখুন দেখুন ভালো হবে না বলছি।
নেহা নিখিলের থেকে নিজে কে সরিয়ে নিয়ে বলে
,,আমি একজন কে ভালোবাসি কিন্তু তার নাম তো আপনাকে বলবো না,আগে নিজে বলুন পরে আমারটা আমি বলবো!
,,বলে ফেল নেহা এতে তোরই লাভ!
নেহা ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করে–,,কি রকম লাভ?আপনি কি মহান সেজে তার কাছে রেখে আসবেন নাকি আমাকে?
নিখিল ততক্ষণে রুমে চলে এসেছে,নিখিল সম্মতি সূচক হ্যাঁ বলতে তেড়ে আসলো নেহা।
পা হড়কে বিছানায় পড়ে যায় নিখিল নেহা বিছানায় উঠে নিখিলের উপর চড়াও হয় কলার চেপে ধরে বলে
,,নিজের বউকে অন্যের কাছে দিয়ে আসবি তুই?
নেহার চুল গুলো খুলে পড়েছে নিখিলের মুখে।নিখিল আঙুল উঁচিয়ে বললো–,,আমার উপর থেকে সর নেহা,তুই তোকারি করবি না একদম।আমি তোর থেকে বড় ভুলে যাবি না!
,,একশো বার ভুলে যাবো,ঘরের ভিতর এতো সম্মান দিতে পারবো না আমি।সবার সামনে আপনাকে সম্মান দিতে দিতে মাথায় তুলে ফেলবো কিন্তু এখন পারবো না!আপনি একটা ব’দ লোক আমাকে অন্য কারো কাছে দিয়ে আপনি আপনার ওই শাঁক’চুন্নি মার্কা গালফ্রেন্ডের কাছে যাবেন?মে’রে রেখে দিবো দুটোকে!
,,নিখিল নেহাকে নিজের উপর থেকে সরিয়ে এবার নেহার উপর আধশোয়া হয়ে শুয়ে পড়লো।নেহা এবার একদম শান্ত নদীর মতো হয়ে গেলো,নিখিল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো–,,এবার বল কি বলছিলি?তুই নিজেই তো বললি তুই অন্য কাউকে ভালোবাসিস তার কাছেই তো থাকতে চাইবি এটা স্বাভাবিক!
নেহার কণ্ঠনালী কেঁপে উঠে এবার তার পর ও দমে যায় না সে–,,কেনো শুনতে পাননি আপনি?আর আমি বললেই আপনাকে কেনো সব কথা শুনতে হবে?ভালো কথা তো জীবনে শুনেন না,কাকে ভালোবাসেন তার নাম বলুন আমি নিজে গিয়ে রেখে আসবো আপনাকে তার কাছে!
নিখিল এবার নেহার ঘাড়ের উপর কামড় বসায়!নেহা ছটফট করে উঠে নিজেকে ছাড়ানোর জন্য। এবার নিজ থেকেই সরে পড়ে নিখিল,নেহা একটা বালিশ ছুঁড়ে মারে নিখিলের দিকে,রেগে বলে উঠে–,,আপনাকে ও আমি কামড়ে দিবো বলে দিলাম।
,,ঠিক আছে দে,তবে আমি যেখানে দিয়েছি সেখানে দিতে পারলে আমার কোনো সমস্যা নাই!
নেহা জোরে বলে উঠে –, অসম্ভব!
—————
সাব্বির বিরস মুখে বলে –,,আজ একটা বউ থাকলে তোদের মতো লতিফাবানুদের সাথে আড্ডা দিতে হতো না আমার!
নিখিল ভাই আর নেহার তো হানিমুন ও হয়ে যাচ্ছে এই ফাঁকে। মিহির নাকোচ করে বললো–,এদের হবে হানিমুন,দেখ গিয়ে মাথা ফাটি’য়ে বসে আছে দুজন দুজনের!
জেরিন হাই তুলে বললো কাল আড্ডা দেওয়া যাবে,সবাই গিয়ে ঘুমাও এবার।নিখিল ভাই টায়ার্ড তাই আসেনি, নেহা কে তো চিনিস ই ঘুমাচ্ছে কুঁড়ে টা!সব সময় উল্টো পাল্টা চিন্তা বন্ধ কর তুই সাব্বির।
নিখিল সদ্য গোসল সেরে এসেছে,নেহা সুযোগ বুঝে নিখিলের ফোন ঘেটেঘুটে দেখছে,বাড়ি থেকে ফোন এসেছিলো সে সুবাধে ফোন আর লক হয়নি।
গ্যালারি তে একদম চিরুনি তল্লাসি চালাচ্ছে,কোনো মেয়ের ছবি আছে কিনা।একটা ফোল্ডারে লক করা দেখেই নেহা ভ্রু কুটি করলো, আবার ফোল্ডারের নাম দেখো কি প্রেম প্রেম “মাই লাভ”!
নেহার হাত থেকে হঠাৎ ফোন ছিনিয়ে নিলো নিখিল!
,,আপনার মাই লাভ টা আবার কে লক টা একটু খুলে দেন দেখি!
নিখিল সত্যি এবার ক্লান্ত আর মেয়েটাকে দেখো,সারাদিন ঘুমিয়ে এখন বক বক করছে!
নিখিল গম্ভীর কন্ঠে বললো–,,নেহা একদম বারাবাড়ি করবি না।সবসময় দুষ্টুমি কিন্তু মেনে নিবো না আমি।বড় হচ্ছিস না তুই,সব কিছুতে এতো কৌতূহল কিন্তু ভালো না সময় হলে সব জানতে পারবি!
নেহা ফ্যাল ফ্যাল নয়নে তাকালো, সত্যি মনে হয় বারাবাড়ি করে ফেলেছে আজ,নেহার মন খারাপ হলো,সামান্য ফোল্ডারই তো দেখতে চেয়েছে না করলেই তো হতো।নেহা নিজের মনকেই ধমকায় কয়দিন যাবৎ বেশিই লাফালাফি করছে।
নেহা ছোট করে বলে–,,স্যরি!
নিখিল কিছুক্ষণ নেহার দিকে তাকিয়ে থাকে,নেহা হাসি দিয়ে বলে–,,ঘুমান আপনি,আমি ঘুম আসলে ঘুমাবো!
নেহা আবার নিজের ফোনের দিকে নজর দিলো, হেডফোন গুঁজে দেয় কানে,লাইট অফ করে দেয় নিজ থেকে,সত্যি বলতে নেহার ভীষণ মন খারাপ হয়েছে।কি আছে এমন মোবাইলে একটু ধরেছে বলে কথা শুনিয়ে দিবে,আর ধরবে না নেহা মানুষের মোবাইল!
নেহার খেয়াল ও নেই নিখিলের দিকে,নিখিল এখন ও চুপচাপ দেখছে নেহা কে,নিজের করা ব্যবহারে নিজেই গিলটি ফিল করছে,নেহা যে মন খারাপ করেছে তা বুঝতে বাকি নেই তার।কিন্তু নেহা একবারের জন্য ও প্রকাশ করলো না কিন্তু কেনো?পরীক্ষা দেওয়ার পর যতদিন কেটেছে ততদিন নেহা ভীষণ খুশি ছিলো নিখিলের সাথে নিজ থেকে কথা বলতো,দুষ্টুমি করতো,বকা দিলেও ওসব গায়ে মাখতো না,কখনো তো স্যরি বলতো না এখন কেনো বললো!মেয়েটা আবার নিজেকে লুকিয়ে রাখা শুরু করবে না তো?আঁতকে উঠলো নিখিলের প্রেমিক স্বত্ত্বা!
নেহা ততক্ষণে চোখ বুঁজে ফেলেছে নিজের।নিখিল শুধু তাকিয়ে রইলো,ঘুম উবে গেছে তার!হৃদয়ে কেমন অদৃশ্য দহ’নে পুড়া’চ্ছে তাকে।কেনো যেনো কোনো শব্দ বের হলো না কন্ঠ নালী থেকে।
———
সকালে ঘুম দেরিতে ভাঙ্গলো নিখিলের,নেহা কে পাশে না দেখে ঘড়িতে সময় দেখলো সারে নয়টা বাজে!
নিখিল ফ্রেশ হয়ে বের হতেই দেখলো,সব গুলাতে মিলে চা খেতে খেতে হাসাহাসি করছে, নেহাকে হাসতে দেখে নিখিলের অশান্ত মন কিছুটা শান্ত হলো যেনো।
সবাই মিলে ঘুরতে বের হলো, সবুজে ঘেরা আঁকাবাকা রাস্তা গাইড সাথে নিলো তাড়া।
ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে সবাই রাতের খাবার খেতে যাবে পাশে একটা হোটেলে,ওখান কার খাবার দেখে নাকি সাব্বিরের ভীষণ খাওয়ার ইচ্ছে জেগেছে।
——-
রাতের বেলা রিসোর্টের আশপাশ ঘুরে দেখছিলো নেহা,
হঠাৎ কেউ একজন ওর হাত চেপে ধরে হঠাৎ, নেহা ভয়ে ছিটকে দুরে সরে যায়,একজন অত্যাধিক সুদর্শন ছেলে,অনেকটা নিখিলের মতোই লম্বা চওড়া!
ছেলেটার পাশে আরো একটি ছেলে দাড়িয়ে তার হাতে কিছু ফাইল।
পাশে থাকা ছেলেটি ধীর কন্ঠে বললো–,,স্যার কি করছেন কি এখানে? কেউ দেখলে সমস্যা হয়ে যাবে!
,,ও কি সত্যি এখানে ছিলো?নাকি আমি ভুল দেখলাম সিফাত?
,,না স্যার ওটা নেহা ম্যামই ছিলো!
,,এখানে কার সাথে এসেছে?চৌধুরী পরিবারের সবাই এসেছে নাকি?
সিফাত নামক ছেলেটির সাথে নেহাকে অনুসরণ করলো সুর্দশন যুবকটি।নেহা ভয়ে আড়ষ্ট হয়ে গেছে এক ছুটে গিয়ে পড়লো নিখিলের বুকে।নিখিল ফোনে কথা বলা অবস্থায় ছিলো,নেহাকে হাঁপাতে দেখে ফোন রেখে নেহার গালে এ হাত রেখে জিজ্ঞেস করে–,,কি হয়েছে? ভয় পেয়েছিস?
অতিরিক্ত ভয়ে নেহা, কথা বলতে পারলো না কিন্তু নিখিলের থেকে দূরে সরে পেছনে গিয়ে দাঁড়ালো।
তোতলানোর সুরে বললো–,,আসলে স্যরি নিখিল ভাই,আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম তাই ছুটে এসে আপনার উপর পড়ে গিয়েছিলাম!ব্যাথা পাননি তো আপনি?
নিখিল নেহার দুগাল আগলে ধরে বলে–,,কি বলছিস এসব?তুই ধরলে আমি ব্যাথা কেনো পাবো?এমন করছিস কেনো?বল আমাকে কি দেখে ভয় পেয়েছিস!
মিহির চলে আসলো ওখানে পর পর বাকিরা,মিহির অবাক কন্ঠে বললো–,,সাহিল ইসরাক খান এখানে?
নিখিল যেনো ভয়া’নক কোনো কিছু শুনে ফেলেছে, নিখিল নেহার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো সামনে,রিসোর্টের চকচকে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটিকে!নিখিল আর সাহিল নামক অগ্যাত ব্যক্তির দৃষ্টি বিনিময় হলো।যেনো ভয়ান’ক কোনো তান্ডব লীলার আভাস দিচ্ছে তাদের চোখ জোরা।নেহা নিখিলের পেছন থেকে উঁকি দিয়ে দেখলো ছেলেটিকে!
সাহিল রাগে ফুসফুস করতে লাগলো,সাহিল কে রাগতে দেখে সিফাত আস্বস্ত সুরে বললো–,,স্যার আপনি তো ম্যাম কে ভালো করেই চিনেন।যা ভাবছেন ভুল স্যার।নিখিল মেহমেত চৌধুরী তো নেহা ম্যামের কাজিন, ভাই হিসাবে আগলে ধরেছিলো!
,,তাই যেনো হয় সিফাত!না হয় আমি দুনিয়া থেকে সরিয়ে দিবো ওই নিখিল কে।নেহার দিক হাত বাড়ালে ওই হাত কে’টে নিবো আমি শিয়াল কুকুরে খাইয়ে দিবো!
,,কিন্তু স্যার ম্যাম তো ভয় পেয়েছে আপনাকে!
,,ভালোবাসা দিয়ে ভয় কাটিয়ে দিবো আমি!এখন এখান থেকে চলো, জানপাখিটাকে বেশি ভয় দেখানো উচিত হবে না,ইউ নো না কতোটা অসুস্থ ব্রেনে একদম প্রেশার যাতে না পরে ওর!গার্ডদের বলে দিবে পাহারা দিতে আমার প্রাণ ভোমর এখানে আছে।
(টুইস্ট কেমন লাগলো?)
চলবে?