হৃদয়ে_রক্তক্ষরণ #পর্বঃ২৯ #লেখিকাঃমেহের_আফরোজ

0
57

#হৃদয়ে_রক্তক্ষরণ
#পর্বঃ২৯
#লেখিকাঃমেহের_আফরোজ

[কঠোর থেকে কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং মুক্তমনাদের জন্য।]

“ছায়া।”
(ছায়া অন্ধকারের সৃষ্টি, আলো থাকলেও তা আলোকে ঢেকে দেয়।)

“একাধারে ধাঁধা গুলোর উত্তর বলে,অট্টহাসি দিলো নির্জন।চোখে-মুখে হিং**স্রতার ছাপ স্পষ্ট বহমান।নদী থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস,নির্জনের সেফটি পোশাকের ধারে-কাছেও ঘেঁষতে পারছে না।বর্ষার দেহ গলিত হয়ে বালিতে মিশে যাওয়ার ফলে,তপ্ত হয়ে উঠেছে বালিগুলো।নির্জন একটু এগিয়ে,সেফটি গ্লাভস পরিহিত হাত দিয়ে বালিগুলোর কিছু অংশ খা**মচে উঠালো।উঠানোর সময় খুব জোরে খা**মচে দিলো।এতে মনে হয় ক্ষুদ্র বালুকণা গুলোও ব্যথায় কুঁকড়ে উঠলো।চোখ-মুখ শক্ত করে হাতের মুঠোয় রাখা বালিগুলো একটি কুচকুচে কালো বক্সে ভরলো।এতো নিখুঁত ভাবে মা**র্ডার করেছে,সেটার স্মৃতিচারণ করার জন্য,এই বক্সটি তার বাসায় নিয়ে যাবে।কোনো একদিন হয়তো তার ডার্ক কুইন কেও দেখাবে।ডার্ক কুইন দেখে হয়তো,তার সাথে তাল মিলিয়ে উচ্চস্বরে হেসে উঠবে।আবার হয়তো,খুব ভয় ও পেতে পারে।যদি ভয় পেয়ে যায়,তাহলে ডার্ক কুইনের জন্য স্পেশাল শাস্তির ব্যবস্থা করা হবে।মোট কথা হলো,যে অন্যায় করবে;সেই নির্জনের অন্ধকার আদালতে ভ**য়ানক শাস্তির সম্মুখীন হবে।”

“ভেতর থেকে হঠাৎ করে ‘মন’ বলে উঠলো,
‘এক্কেবারে ঠিক কাজ করেছো।এই ডাস্টবিন কে একদম বালির সাথে মিশিয়ে দিয়েছো।এইবারের মা**র্ডার টা অতি নিখুঁত আর ভ**য়ানক হয়েছে।যেমন টা আগে তুমি করতে।”

“মনের সাথে তাল মিলিয়ে ‘হৃদয়’ বলে উঠলো,

‘মন একদম ঠিক কথা বলেছে।দেখবে,এটা নিয়ে পুলিশ কখনোই তদন্ত করবে না,আর তদন্ত করলেও কিছু পাবে না।কারণ,বর্ষার কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিলো না।তার উপর তুৃমি ওকে যেখান থেকে পিক করেছো,সেখানেও কোনো সিসি ক্যামেরা ছিলো না।আর তাছাড়া তোমাদের মধ্যে কোনোরকম কন্ট্রাক্টও হয়নি।নাম্বার ট্র্যাক থেকে শুরু করে কল লিস্ট চেক করলেও পুলিশ তোমাকে খুঁজে পাবে না,হাহাহা..কেয়া বাত হ্যায় নির্জন;জবরদস্ত।কিপ ইট আপ ডিয়ার।
এক কাজ করো, এখন তোমার ব্রিলিয়ান্ট মস্তিষ্ক দিয়ে,ওর অশুভ প্রেতাত্মার জন্য ঝটপট একটি কবিতা বানিয়ে ফেলো।যেহেতু প্রতিটি মা**র্ডারের পর তোমার ভয়ং**কর কবিতা লেখার শখ আছে;তাই এটার জন্যও বানিয়ে ফেলো।তবে যেহেতু এই লা**শের কোনো চিহ্ন নেই;তাই তুমি মুখে মুখে কবিতা আবৃত্তি করো।”

“অপরদিক থেকে পৈ**শাচিক হাসি দিয়ে ‘মন’ বলে উঠলো,

‘ওয়েট,আমি তোমায় হেল্প করছি নির্জন।কবিতাটির সাথে মেয়েটির বিশ্বাসঘাতকতা এবং ভয়ং**কর মৃ**ত্যুর বিষদ সাদৃশ্য থাকতে হবে।তবেই আবিষ্কার হবে পরিপূর্ণ হিং**স্র একটি কবিতা।”

“মন এবং হৃদয়ের ভূয়সী প্রশংসায় হিং**স্র হাসি ফুটে উঠলো নির্জনের মুখে।অকপটে বললো,
‘তোমরা সবসময় একটু বেশি বেশি বলো।আমি এতটাও ব্রিলিয়ান্ট নই।সবকিছুতেই তোমাদের সাহায্য লাগে।আমি তোমাদের কাছে চির কৃতজ্ঞ।ওয়েট,আমাকে একটু ভাবতে দাও।যেহেতু মুখে আবৃত্তি করবো,তাই একটু থ্রিলার হতে হবে।’
বলেই কালো মেঘে আচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে, চিবুকে হাত রেখে ৫মিনিট ভাবলো নির্জন।অতঃপর সেই তপ্ত বালিগুলো আবারও হাতের মুঠোয় নিয়ে ধীরে ধীরে মুঠো খুলে,একটু একটু করে বালি ফেলতে ফেলতে গম্ভীর স্বরে কবিতা আওড়ালো,

“বিশ্বাসঘাতকতার অন্ধকার উন্মোচন”

বিশ্বাসঘাতকতার তীর,ধ্বং**সের এক শকুন,
নির্জনের প্রতিশোধের জোয়ারে,
অন্ধকারের ভ**য়াবহ গাঁথা গুণ।

ভেজানো প্রতিটি পদে,বিষের অমৃত ঝরেছে,
মৃ**ত্যুর সুগন্ধি সঞ্চারিত হয়েছে,
যন্ত্রণার দহন তীব্র বাড়িয়েছে।

অগ্নির গ**র্জনে,ত্বক ও হাড়ের পুড়ন্ত ডালা,
আগুনের তাপে ঝলসে ওঠা,প্রাণের শেষ চিৎকারের খেলা।

ফ্লুরো এসিডের ধারায়,পুরো দেহ দ্রবীভূত হয়ে গেলো,
র**ক্তের চিহ্ন গলে গিয়ে,বালির সাথে মিশে গেলো।

বিশ্বাসঘাতকতার ছায়ায়,ভ**য়াবহ এক র**ক্তপাতের গান,
নির্জনের প্রতিশোধের রাজ্যে,অন্ধকারের করুণ কাঁপন দান।

শরীরের চিহ্ন মুছে গেলো,কেবলই ভ**য়াবহতা রয়ে গেলো,
অত্যাচারের গুহায় লুকিয়ে,মৃ**ত্যু আর কষ্ট শুধুই অবশিষ্ট হয়ে রইলো।”

~মেহের~

“অত্যন্ত তৃপ্তি নিয়ে কবিতা আবৃত্তি করে বালিগুলো মুঠো থেকে পুরোপুরি ফেলে দিয়ে,মেকি স্বরে
‘বিদায় ডাইনী’ বলে,বক্সটি নিয়ে চলে গেলো নির্জন।”

“গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতেই,পাশের সিটে তাকিয়ে প্রবল ঘৃণায় চোখ-মুখ কুঁচকে গেলো নির্জনের।
কপালে চার আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বললো,

‘ছিহ!এই ডাস্টবিনের ছোঁয়া লেগে আছে আমার পাশের সিটে!তাও আবার খাবারের তেল এবং ওর হাত কা**টা র**ক্ত!ছিহ!’
ইম্পসিবল,এখন গাড়ি কিছুতেই চলবে না।আগে গাড়ির সিট ভালো করে পবিত্র করতে হবে।তারপর গাড়ি চলবে।এই গাড়ির ড্রাইভিং সিট থেকে শুরু করে,ব্যাকসিট,ডিকি সহ সবজায়গায় বসার অধিকার শুধু আমার ডার্ক কুইনের।’
বলেই গেট খুলে বাইরে গিয়ে,গাড়ির ডিকি থেকে সিট পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি আনল।”

“নির্জন যেহেতু একজন খুবই হিং*সুটে ব্যক্তি, তাই তার নিজের জিনিসের প্রতি সংবেদনশীলতা অসাধারণ। সে সিটটি কে পরিষ্কার করার জন্য কিছু শক্তিশালী কেমিক্যাল ব্যবহার করার প্রস্তুতি নিলো।”

“প্রথমে হাইড্রোজেন পার-অক্সাইড
(Hydrogen Peroxide)ব্যবহার করলো।হাইড্রোজেন পার-অক্সাইড জীবাণু ধ্বংস করার জন্য পরিচিত। এটি বিভিন্ন জীবাণু এবং ব্যাকটেরিয়া মে**রে ফেলে, যার ফলে সিট টি জীবাণুমুক্ত হয়।নির্জন হাইড্রোজেন পার-অক্সাইড সিটের উপরে স্প্রে করে ৫-১০ মিনিট অপেক্ষা করলো। এটি ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করে।”

“তারপর ব্লিচ (Bleach) ব্যবহার করলো।ব্লিচ জীবাণুনাশক হিসেবে খুবই কার্যকর।এটি শক্তিশালী এবং সমস্ত ধরনের জীবাণু ধ্বংস করতে সক্ষম।
নির্জন ব্লিচ মিশ্রিত পানি সিটে স্প্রে করে এবং নরম কাপড় দিয়ে সিটটি মুছে নেয়।এতে সিটের সকল নোং**রা এবং জীবাণু পরিষ্কার হয়ে যায়।”

“অঃতপর অ্যামোনিয়া(Ammonia) ব্যবহার করলো।অ্যামোনিয়া সিটের উপরে জমে থাকা তৈলাক্ত বা ফ্যাটি দাগ দূর করতে সহায়ক।
অ্যামোনিয়া ব্যবহার করার সময় গ্লাভস পরা জরুরি,কারণ এটি ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে।
যেহেতু নির্জন আগে থেকেই সেফটি গ্লাভস পরা ছিলো।তাই সে নির্দ্বিধায় অ্যামোনিয়া মিশ্রিত পানি দিয়ে সিটটি স্প্রে করলো,তারপর তেলের দাগ দূর করার জন্য শক্ত ব্রাশ দিয়ে জোরে জোরে ঘঁষলো।মনে হচ্ছে, সে এখন এই সিটের ওপর তার ভয়ং**কর হিং**স্রতা ফলাচ্ছে।”

“তারপর ভিনেগার(Vinegar) ব্যবহার করলো।এটি প্রাকৃতিক জীবাণুনাশক এবং দুর্গন্ধ দূর করতে সহায়ক।
নির্জন ভিনেগার মিশ্রিত পানি সিটের ওপর স্প্রে করে,১০মিনিট রেখে দেয়।তারপর নরম কাপড় দিয়ে সিটটি নিখুঁত ভাবে মুছে দেয়।”

“তারপর ‘এনজাইম ক্লিনার'(Enzyme Cleaner) ব্যবহার করলো।এনজাইম ক্লিনার প্রোটিন ভিত্তিক দাগ এবং জৈবিক ময়লা পরিষ্কার করতে ব্যবহৃত হয়।
নির্জন এটি সিটের ওপর রেখে স্প্রে করে ১ঘন্টা রেখে দিলো।ততক্ষণ সে বাইরে নদী থেকে ধেয়ে আসা বাতাসের সুরের সাথে তাল মিলিয়ে,ফুরফুরে মনে এক সময়ের জনপ্রিয় একটি গান গাইলো।

🎶’বাতাসে কান পেতে থাকি,
এই বুঝি ডাকছো তুমি,
আকাশে চোখ মেলে থাকি
এই বুঝি পাঠালে চিঠি..
একবার বলি বারবার বলি
বলি চির লক্ষ বার।
তুমি আমার প্রিয়তমা, তুমি যে আমার..🎶

তারপর ড্রাইভিং সিটে বসে,পাশের সিট টি নরম কাপড় দিয়ে ভালো করে মুছে,রহস্যময় হাসি দিয়ে রাত ৩টা ৫৩মিনিটে গাড়ি স্টার্ট দিলো।”

———–
“ঘূর্ণায়মান তমসাচ্ছন্ন রাত পেরিয়ে কিছুক্ষণ পর সূর্যের আলো ফুটবে..ফুটবে ভাব।এমন সময় বিছানায় টান টান হয়ে শুয়ে থাকা সুশ্রী মানবী টি এক ভয়ং**কর স্বপ্নের জগতে পা রাখলো।যেটা ছিলো তার জন্য আগত বিপদের পূর্বাভাস।”

“ঘুটঘুটে অন্ধকারে অর্ধ-নগ্ন অবস্থায় দুই হাঁটু এক করে, তার ওপর ঘাড় কাত করে,মুখমন্ডল রেখে বসে আছে নারীটি।পরনের কালো শাড়িটি অনেক আগেই শরীর থেকে খুলে,পু*ড়ে ফেলা হয়েছে।তার সামনেই দাউ-দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠছে।আগুনের র**ক্তিম আভা এবং তীব্র তাপের দহনে নারীটির অর্ধ-নগ্ন শরীর যেনো অগ্নি লাভায় জ্বলজ্বল করে জ্বলে উঠছে।নাসারন্ধ্র থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসছে।কপাল থেকে শুরু করে, দরদর করে ঘাম গুলো গলা বেয়ে পড়ছে।”

“সেদিকে হিং**স্র দৃষ্টি নিক্ষেপ করে, কালো সানগ্লাস এবং কালো মাস্ক পড়া বলিষ্ঠ দেহি পুরুষটি হো হো করে তৃপ্তির হাসি হেসে উঠলো।অতঃপর কুচকুচে কালো রুমালটি দিয়ে প্রেয়সীর গলার নিচে গড়িয়ে পড়া ঘাম মুছে দিয়ে,হাস্কি ভয়েসে বললো,

‘উহুম..নো নো নো..এই ঘাম কখনোই তোমার বক্ষে পৌঁছাতে পারবে না।আমি বেঁচে থাকতে সেটা অসম্ভব।ওই পবিত্র জায়গাটা শুধু আমার জন্য বরাদ্দ থাকবে।আমার ভালোবাসার বিস্তার ঘটবে তোমার সাম্রাজ্যে।
এই দেখো.. দেখো..তোমার ঘামগুলো কে এই কালো রুমাল টা কেমন ভাবে ছুঁয়ে দিলো।কত বড় সাহস দেখেছো?না না..এটাকেও শাস্তি পেতে হবে।ভয়ং**কর শাস্তি পেতে হবে।আমার জানপাখি কে কেনো ছুঁয়ে দিবে ওওও..?’
বলেই রুমালটি হাত দিয়ে ইচ্ছেমতো কঁচলে, দলা পাকিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে,উচ্চশব্দে হো হো করে হেসে উঠলো।”

“সুচতুর পুরুষটির এহেন কান্ডে নারীটির প্রাণ যায় যায় অবস্থা।কারণ, কিছুক্ষণ আগেই তার শরীরের ইঞ্চি ইঞ্চি জায়গায় পুরুষালি স্পর্শের ধা***রালো ছাপ ফেলেছে সে।বলিষ্ঠ মানবের হিং**স্র আ**ক্রমণের তুৃমুল বর্ষণে কিয়ৎক্ষণ আগে জ্ঞান হারিয়েছিলো চঞ্চলা,সুহাসিনী নারীটি।
একেই তো বলে ‘ডার্ক রোমান্স।’যেটা সম্পূর্ণ অনিচ্ছায় হয়।’
কিয়ৎক্ষণ পূর্বের কথা ভেবে, আতং**কে ঝাঁকুনি দিয়ে উঠলো মানবী।”

“চোখের নোনা জল ছেড়ে দিয়ে,করুণ স্বরে,মৃদু আর্তনাদ করে, হাত জোর করে বললো,
‘আমাকে ছেড়ে দিন।আমি আর আপনার কাছে থাকব না।দরকার হলে আপনি আমায় কোনো গুপ্ত গুহায় রেখে আসুন।সেখানে না হয়, বন্য পশুদের সাথে জীবন-যাপন করবো।তবুও আপনার সাথে থাকব না..প্লিজ।”

“হিং**স্র থেকে হিং**স্র হয়ে উঠলো পুরুষটি।তার শক্ত হাতের ছোঁয়া দিয়ে নারীটির কোমর চেপে ধরে কাছে টেনে,কোমরে ৫আঙ্গুলের ৫টি ধা**রালো নখের আঁচড় বসিয়ে দিয়ে বললো,
‘হিসসস..চুপ…একদম চুপ।একটুও চেঁচামেচি করবি না।ওহ! সরি..চেঁচামেচি করবে না।তাহলে একটু আগে যা হয়েছিলো,সেটা আবারও রিপিট হবে।ইউ নো ডার্লিং..অনেক দিন পর আমি কিন্তুু বেশ মজা পেয়েছি।তোমার উত্তেজনাপূর্ন তীব্র চি**ৎকার,আমার পিঠে তোমার সূচালো নখের আঁচড়,তোমার সর্বাঙ্গে আমার ধা**রালো দন্তগুলোর ডার্ক বা**ইট,সব মিলিয়ে এক রহস্যময়,ভয়ং**কর,রোমাঞ্চকর অনুভূতি।
আ’ম সো লাকি জানপাখি উম্মা..”
বলেই গভীর চুম্বন এঁকে দিলো ভীতু মানবীর কাঁপা কাঁপা ঠোঁটে।এ চুম্বন যেনো স্বেচ্ছায় বিষপান করার মত অনুভূত হলো রমনীর নিকট।কারন, কিছুক্ষণ আগে তার ওষ্ঠদ্বয়ের ওপর বয়ে গেছে হিং**স্র ব্যক্তিটির দন্তগুলোর পৈ**শাচিক তান্ডব-লীলা।তার ভাষায় এটাকে বলা হয় ‘ডার্ক রোমান্স।”

“নারীটির কিঞ্চিৎ আর্তনাদে সরে গেলো পুরুষটি।কালো মাস্কের আড়ালে বিভৎ**স হাসি দিয়ে কিছুক্ষণ আগে সন্তর্পণে করে রাখা তপ্ত লোহার শিক টি নারীটির ক্লান্ত, মায়াবী মুখস্রির সামনে ধরে বললো,

‘দেখো জানপাখি,এটা হলো তোমার মৃ**ত্যুর অস্ত্র।আর আমি হলাম তোমার মৃ**ত্যু দূত।দারুণ তাই না?”

বলেই নারীটির কোমল চিবুক বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী দিয়ে জোরে চেপে ধরে আবার আওড়ালো,
‘তোমার মুখে যদি আবারও চলে যাওয়ার কথা শুনি,তাহলে এই গরম শিক তোমার বক্ষ বিভাজন ভেদ করে বের হবে।অতঃপর তোমার #হৃদয়ে_রক্তক্ষরণ হবে।সেই র**ক্তের একেকটি ফোঁটা আমার আঁধার রাজ্যের চার দেয়ালে যত্ন করে লেপ্টে দিবো এবং সেগুলোতে প্রতিদিন অসংখ্য চুমুর বর্ষণ বইবে।যেমনটা একটু আগে তোমার সাথে করেছি জানপাখি।”

“আকস্মিক নারীটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, নিমিষেই প্রতিবাদী রূপ ধারণ করে বললো,
‘আমি তোর এই অন্ধকার নৃ**শংস কারাগারে কখনোও বন্দিনী হয়ে থাকব না।এক্ষুনি চলে যাবো আমি।মে**রে দিবি তো?দেহ!মে**রে দে।তোর এই নরকমুখী যন্ত্রণা থেকে মৃ**ত্যু শ্রেয়।”

“নারীটি বলতেই,তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো যুবকটি।পরিপূর্ণ ভাবে নিজের তৃষ্ণা মিটিয়ে ফিসফিস করে বললো,

‘তবে তাই হোক,মাই ডার্ক কুইন।ইউ আর অনলি,অনলি এন্ড অনলি মাইন..জানপাখি।’

বলেই সদ্য উত্তপ্ত আগুনে গরম করা লোহার শিকটি মানবীর বক্ষ বিভাজনে ঢুকিয়ে দিতেই,শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো নারীটির।”

“অতঃপর শোয়া থেকে উঠে বসে চি**ৎকার করে বলে উঠলো,
‘ না না না.. আমাকে মা**রবি না..আমাকে মা**রবি না..।”

“পাশ থেকে ধরফরিয়ে উঠে বসলো তোহা।সুইচ অন করে ঘর আলোকিত করলো।নিধির এলোমেলো চুলে জড়ানো ভ**য়ার্ত মুখস্রি দেখে,শুকনো ঢোক গিলে বললো,
‘আপু কি হয়েছে?আবার কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো?”

“ঘনঘন নিঃশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চোখ জোড়া বন্ধ করলো নিধি।পরক্ষণেই চোখ জোড়া খুলে তোহার দিকে ভ**য়ার্ত দৃষ্টি ফেলে বললো,
‘নির্জন..নির্জন হবে।হ্যা,ওটা নির্জন হবে।আমাকে ডার্ক কুইন বলে ডেকেছিলো।’
বলেই চোখের কোণায় ভীর হয়ে থাকা নোনা জলগুলোকে চোখ বন্ধ করে, আবারও ভেতরে নিয়ে গেলো।শুকনো ঢোক গিলে আবারও বললো,

“তোহা, সেদিন নির্জন কে নিয়ে একটা ভয়ং**কর স্বপ্ন দেখেছিলাম;আর আজও তাই দেখেছি।কিন্তুু স্বপ্ন দু’টির মধ্যে পার্থক্য হলো,
প্রথম স্বপ্নে আমি নির্জন কে কা**টা গাছের ওপর ধা**ক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম।আর আজকের স্বপ্নে নির্জন আমাকে উত্তপ্ত লোহার শিক দিয়ে কি বিভ**ৎস ভাবে..

আর বলতে পারলো না নিধি।তার পূর্বে অক্ষিদ্বয় ভেদ করে নোনা অশ্রু গড়িয়ে পড়লো।সত্যি খুব পেয়েছে সে।
এক পর্যায়ে হেঁচকি তুলে কান্না করে বললো,
‘জানিস, স্বপ্নের মধ্যে নির্জনের দেওয়া প্রতিটি আ**ঘাত মনে হয় আমি সূক্ষ্ম ভাবে অনুভব করছিলাম।”

“নিধির স্বপ্নের বিবরণ এবং কান্না দেখে,মুহূর্তেই তোহার ঘুম উড়ে গেলো।বিছানা থেকে নেমে,টেবিল থেকে এক গ্লাস পানি এনে নিধির দিকে এগিয়ে বললো,
‘আপু পানিটুকু খেয়ে নাও প্লিজ।আর এইরকম অদ্ভুত স্বপ্ন দেখে কান্না করো না প্লিজ।আমিও তো আমার ডাক্তার সাহেব কে নিয়ে কতরকমের স্বপ্ন দেখি।যদিও সেগুলো অন্যরকম,রোমান্টিক।’
বলে নিচের দিকে দৃষ্টি রাখলো তোহা।
পরক্ষণে,নিধির পিঠে আলতো করে হাত বুলিয়ে বললো,

‘সব স্বপ্ন সত্যি হয় না।তোমাকে তো বলেছি,ইবলিশের খালাতো ভাই তোমাদের দু’জনের সুমধুর ভালোবাসা সহ্য করতে পারে না।তাই তোমাকে এমন উদ্ভট স্বপ্ন দেখায়,যেগুলো তুমি কল্পনাও করো না।”

“তোহার কথায় মন ভরলো না নিধির।বিষন্ন মনে তাকিয়ে বললো,
‘সে আমাকে ফোন দেয় না কেনো রে?এই দেখ, আমি তার জন্য ফোন ফুল ভলিউমে দিয়ে রেখেছি।আমার খুব কষ্ট হচ্ছে তোহা।তাকে খুব ভালোবেসে ফেলেছি।সে যদি আমাকে ছেড়ে চলে যায় তখন কি হবে?”

“এইবার রেগে গেলো তোহা।কটমটিয়ে বললো,
‘আপু তুমি তো খুব স্ট্রং মেয়ে।নির্জন ভাইয়া মাত্র দুই দিন ফোন না দেওয়াতে, এতটা ভে**ঙে পড়লে কিভাবে হবে?হতে পারে, ভাইয়া তোমার ভালোবাসা এবং ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।সেতো সবার থেকে আলাদা।তার বুদ্ধি গুলোও ইউনিক।অতীতের কাহিনী গুলো কি ভুলে গেছো?”

“তোহার কথায় কিছুটা স্বস্তি পেলো নিধি।ওড়না দিয়ে চোখের পানি এবং মুখের ঘাম মুছে ওয়াশরুমে চলে গেলো।তারপর দুই বোন ফজরের নামাজ পড়লো।
নামাজ পড়ে নিধি আবারও ঘুমানোর চেষ্টা করলো।কিন্তুু ঘুমাতে পারলো না তোহা।কারণ,সামনে তার পরীক্ষা।তাই সে টেবিলে বসে বইয়ের পাতায় মুখ গুজলো।”

“মাহিরের সাথে দুষ্টু-মিষ্টি প্রেম এবং পরীক্ষার টেনশনে সবকিছু কেমন গুলিয়ে গেছে তোহার।সারাবছর ঘুম না আসলেও,পরীক্ষার সময় পৃথিবীর সব ঘুম পাখিরা চোখের মধ্যে এসে হাজির হয়।তোহা একেকটা প্রশ্নের উত্তর পড়ছে,আর ঘুমের কারণে টলছে।এক পর্যায়ে তোহা পড়তে শুরু করলো,

“নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রীর নাম কি?
*উত্তরঃ স্বপ্নচারিনী..

এমন ভাবে ২-৩বার একই উত্তর বলতে থাকল।
তোহার গুণ গুণ করে বারবার একই কথা বলার কারণে ঘুম উবে গেলো নিধির।পেছনে ফিরে বিস্ময়ের দৃষ্টিতে বললো,
‘ওই তুই এগুলো কি পড়ছিস?উল্টাপাল্টা কিছু খেয়েছিস নাকি?’
নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রীর নাম স্বপ্নচারিনী নয়।তার নাম লুতফুন্নেসা।হায়!কপাল কি দিন এলো!”

“নিধির এহেন কথায় চোখ জোড়া বড় বড় হয়ে গেলো তোহার।সত্যি তো, কিছুক্ষণ আগে কি পড়ছিলো সে!সত্যি এই ডাক্তার সাহেব বারবার ‘স্বপ্নচারিনী’ বলতে বলতে মাথাটা গিলে খেয়েছে।’
ভেবে লাজুক হাসলো তোহা।নিধির কথার কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে সঠিক উত্তর পড়তে থাকল।
ছোট বোন কে লজ্জা পেতে দেখে, নিধিও মুচকি হেসে আবারও ঘুমানোর চেষ্টা করলো।এক সময় ঘুমের রাজ্যে পারি জমালো।”

——-
“সকাল ১০টায় তোহার কাছে মাহিরের ফোন এলো।মাহিরের ফোন পেয়ে বরাবরের মতো খুব খুশি হলো তোহা।মুচকি হেসে ফোন রিসিভ করতেই,অপরপাশ থেকে ঘুম ঘুম চোখে মাহির বললো,
‘প্রিয় স্বপ্নচারিনী, কেমন আছো তুমি?’

“হুম খুব ভালো আছি।নাইট ডিউটি করে কখন
ঘুমিয়েছেন?”

“উমম..সকাল সাড়ে ৭টার দিকে ঘুমিয়েছি।তোমাকে নিয়ে একটা দুষ্টু-মিষ্টি রোমান্টিক স্বপ্ন দেখছিলাম।যখনই ফাইনাল রাউন্ডে পৌঁছাবো, তখনই আমার ঘুম ভে**ঙে গেলো।মন টাই খারাপ হয়ে গেলো!যখন দেখলাম কিছুই হয়নি।”

“মাহিরের এহেন কথা বুঝতে বেশ বেগ পেতে হলো তোহার।যখন বুঝলো,তখন হাসবে না লজ্জায় মুখ লুকাবে ভেবে পেলো না।অস্ফুটস্বরে বলে উঠলো,
‘নির্লজ্জ, ঠোঁট কা**টা,বেহায়া পুরুষ।”

“তোহার ভাবনায় জল ঢেলে দিয়ে, মাহির ঘুম ঘুৃৃৃম চোখে ফিসফিস করে বললো,
‘জানো স্বপ্নচারিনী,আমাদের যখন বাসর হবে,তার আগে তোমাকে আমি একটা রোমান্টিক কবিতা শোনাবো।তারপর আমরা রোমান্স করবো।আমি কবিতা টা লিখে রেখেছি।”

“কবিতার কথা শুনে এক্সাইটেড হয়ে গেলো তোহা।উত্তেজিত স্বরে বললো,
‘কি কবিতা লিখেছেন?প্লিজ,প্লিজ বলুন।আমার এখনই শুনতে ইচ্ছে করছে।”

“মাহির কম্ফোর্টারের নিচে গিয়ে মুচকি হেসে বললো,
‘এখন বললে তো আসল মজাটাই থাকবে না।বাসর রাতে বললে বেস্ট ফিলিংস পাবে।”

“তোহা এইবার মেকি স্বরে বললো,
‘না না..প্লিজ এখনই বলুন।আমার এখনই শুনতে ইচ্ছে করছে প্লিইজ।”

“আড়মোড়া দিয়ে মাহির বললো,
‘ওকে,তবে একটা শর্ত আছে।কবিতা শোনার পর ফোন রেখে দিতে পারবে না।”

“তোহার মাথায় এখন কবিতা শোনার ভূত চেপেছে।তাই দ্রুত গতিতে বললো,
‘নাহ!একদমই ফোন কা**টবো না।আপনি বলুন।”

“মাহির কন্ঠ খাদে নামিয়ে মৃদুস্বরে বললো,

“অভিসার”

তোমার ঠোঁটে ঠোঁট মেলালে,
দগ্ধ অগ্নি ছড়িয়ে যায়,
প্রেমের উন্মাদনা বাড়িয়ে,
আমার হৃদয় তেজে ভেসে যায়।

তোমার শরীরের প্রতিটি রেখায়,
একটি বায়ু তরঙ্গ ঘোরে,
চুম্বনের মধুর উত্তাপে,
অন্ধকার রাত কাঁপে-ওড়ে।

প্রতি স্পর্শে,প্রতি চুৃম্বনে,
যেনো আগুনের মতো জ্বলে,
ভালোবাসার এই গাঢ় তাপ,
আমাদের রাতকে সঙ্গীতিত করে তোলে।”

~মেহের~

“শেষ..তোমার জন্য মনের প্রগাঢ় অনুভূতি দিয়ে এই কবিতা আমি লিখেছি।তোমার ঠোঁটে আমার গাঢ় চুম্বন এঁকে দেওয়ার পর ভেবেছিলাম এটা আবৃত্তি করে শোনাবো।এতে করে তুৃমি আরও হটি-নটি হয়ে যাবে।কিন্তুু তোমার তো দেখি একদমই তর সইলো না।”

“মাহিরের রোমান্টিক কবিতা শুনে তোহা আগেই লজ্জায় কুপোকাত।তার ওপর এই টাইপের বেহায়া মার্কা কথা শুনে, বেচারি আর কথা রাখতে পারলো না।টুট টুট..করে ফোন কে**টে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে ভাবলো,
‘কোন দুঃখে যে কবিতা শুনতে চেয়েছিলাম।যাহ!আর চাইবো না।আমার শিক্ষা হয়ে গেছে।’
ভেবে বুকে হাত রেখে ঘনঘন নিঃশ্বাস ফেললো তোহা।”

“অপরদিকে তোহা এভাবে ফোন রেখে দেওয়ায় ফিচেল হাসলো মাহির।শরীর থেকে কম্ফোর্টার সরিয়ে ফোনের গ্যালারিতে গিয়ে তোহার মুচকি হাসিমাখা ছবিতে হাত বুলিয়ে বললো,
‘এখন না হয় ফোন রেখে দিলে,সামনা-সামনি তো এগুলোর সুযোগ পাবে না তোহা রানী।তার আগেই তো ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে।’
ভেবে বাঁকা হাসলো মাহির।”

—–
“দুপুরের দিকে দিগন্ত অফিস থেকে বাসায় এসে,সরাসরি রুমে ঢুকতেই দেখলো,নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়েছে।তার পুরো মুখস্রিতে বিন্দু বিন্দু পানির ফোঁটা লেগে আছে।সেগুলো আবার গড়িয়ে গলার কাছে নেমে এসেছে।দিগন্ত কে রুমে দেখে,মুচকি হাসলো নাদিয়া।খুশি হয়ে কিছু বলতে যাবে,তখনই দিগন্ত টাই টা খুলে মুচকি হেসে নাদিয়ার কাছে গিয়ে, কোমরে হাত দিয়ে কাছে টেনে গাইলো,

🎶Thodi Fursat Bhi Meri Jaan,
Kabhi Baahon Ko Dijiye,
Aaj Ki Raat Maza Husn Ka,
Aankhon Se Lijiye…🎶

“দিগন্তের গান শুনে নাদিয়ার হাসি মুখ টা মুহূর্তেই চুপসে গেলো।কটমটিয়ে বললো,
‘এই তুমি এই গান কোথা থেকে শিখলে?”

“ইশশ!ন্যাকা..কিছু বোঝে না।এই গানের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারি না।আর তুমি আসছো প্রশ্ন করতে।এই গানটা তো তোমার গাওয়ার কথা ছিলো।কিন্তুু তুমি তো নিরামিষ,তাই আমি গেয়ে দিলাম।এখন শাওয়ার নেওয়ার আগে কিছুতো করবোই।”

“অ্যা?একদম নয়।আমার এখনই নিচে যেতে হবে।আজ আমি মায়ের সাথে রান্না করছি।মা আমাকে অন্য শাড়ি পড়া দেখলে,ঠিক অন্য কিছু ভাববে।এখন নয়, রাতে।”

“দিগন্ত ভ্রূকুটি করে বললো,
‘উফফ!তুমি শুধু ঢ্যাং ঢ্যাং করে বড় হয়েছো।তোমার বুদ্ধি এখনও হাঁটুর নিচে।শোনো তোমাকে ফ্রীতে একটা রোমান্টিক বুদ্ধি দেই।
‘তুমি কাভার্ড খুলে দেখো,তোমার জন্য একই রঙের শাড়ি দু’টো করে কিনেছি।এখন এটা পড়ে শাওয়ার নিয়ে,হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে, একই রঙের আরেকটা শাড়ি পড়বে।ব্যাস,কেউ কিচ্ছুটি বুঝবে না।বুদ্ধি টা দারুণ,তাই না হানি?”

“দিগন্তের বুদ্ধির কথা শুনে মুখ হা হয়ে গেলো নাদিয়ার। পিটপিট করে তাকিয়ে বললো,
‘এত বুদ্ধি তোমার মাথায় কিভাবে এলো?এর মানে আগে এক্সপেরিয়েন্স আছে,তাই তো?”

‘এই.. এই একদম নয়।আমি তো রোমান্টিক বই পড়ে এগুলো শিখেছি।আর বাকিটা নির্জন বলেছে।ও আবার এগুলো বেশি শোনে।’

“কি?আমি বিশ্বাস করি না।”

“হকচকিয়ে গেলো দিগন্ত।মৃদু হেসে বললো,
‘আসলে হানি,ঐ যে দৈনিক দিগন্ত পত্রিকা আছে না?
ঐ পত্রিকা পড়েও জেনেছি, হিহিহি।”

“নাদিয়ে কোমরে আঁচল গুজে ঝগড়ুটে সুরে বললো,

“দিগন্ত পত্রিকায় তোমার এই লু**চু কাহিনী লিখে তাই না?আমাকে কি বোকা পেয়েছো,হ্যা?সত্যি করে বলো,কোথা থেকে শিখেছো?”

“একি! এমন একজন লয়াল স্বামীকে মিথ্যা অপবাদ দেওয়া একদম অনুচিত।’
বলেই বিছানা থেকে তোয়ালে আর ট্রাউজার হাতে নিয়ে ওয়াশরুমের কাছে যেতে যেতে বললো,

‘আচ্ছা, কোমরে এভাবে আঁচল গুজে রাখায় তোমাকে এই মুহূর্তে কার মতো লাগছে জানো?'(কথা ঘুরানোর জন্য)

” কার মতো লাগছে?”

“দিগন্ত নাদিয়া কে একবার আপাদমস্তক দেখে,গা জ্বালানো হাসি দিয়ে বললো,
‘ন..ন..নোরা ফাতেহির মতো লাগছে।’

বলতে দেরি,ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা আটকাতে দেরি নেই।”

“দিগন্তের এহেন কান্ডে বোকা বনে গেলো নাদিয়া।ড্রেসিং টেবিলের সামনে নিজেকে ঘুরে ঘুরে কয়েকবার দেখে আনমনে বলে উঠলো,
“শেষ পর্যন্ত নোরা ফাতেহির সাথে তুলনা করলো?”

———-
“রাত ৯টা।টানা ৩২ মিনিট যাবৎ কান্নারত কন্ঠে একাধারে কথা বলে যাচ্ছে নিধি।অপরপাশ থেকে ফোন লাউডস্পিকারে দিয়ে, নিধির সব অভিমানী কথা ধৈর্যের সহিত শুনছে নির্জন।আর মাঝে মাঝে নীরবে ডেভিল হাসছে।”

“নিধি অভিমানী স্বরে বললো,
‘আপনি এতটা নিষ্ঠুর কিভাবে হলেন?জানেন, আপনাকে ফোনে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিলো?”

“উফফ!এই নিয়ে তোমাকে ১৭বার বুঝিয়ে বললাম যে,আমার বাটন ফোন টা কিছুদিন আগে পানিতে পড়ে নষ্ট হয়ে যায়, আর অ্যান্ড্রয়েড ফোন টা সেদিন রাতে ফ্লোরে পড়ে ভে**ঙে গেছিলো।আমি সার্ভিসিং করিয়ে এনেছি।তাছাড়া অন্যের ফোন ধরা বা তাদের থেকে ধার চেয়ে ফোন করা আমার অপছন্দ।ওকে, নেক্সট টাইম থেকে এমন হবে না ডার্ক কুইন। এইবারের মতো ক্ষমা করো জান পাখি।”

“এই নিয়ে অসংখ্য বার দু’জনের মধ্যে একই কথপোকথন হয়ে গেছে।অবশেষে মন গললো নিধির।হাতের উল্টোপিঠ দিয়ে চোখের পানি মুছে বললো,
‘হুম নেক্সট টাইম আমার জন্য হলেও,ধার করে ফোন দিবেন।নইলে আমি ভীষণ রাগ করবো।তাছাড়া বিয়ের পর আপনি তো সারাদিন অফিসে থাকবেন।তখন আমার সময় কা**টবে কিভাবে ভেবে দেখেছেন?”

“তুৃৃৃমি চাইলে,আমি হোম অফিস করবো।সারাক্ষণ তোমায় সঙ্গ দিবো।তখন কিন্তুু বিরক্ত হতে পারবে না।”

“নিধি মুচকি হেসে বললো,
‘উহুম.. একটুও বিরক্ত হবো না।আপনি তো আমার সব।আপনি কাছে থাকলে সেই সময় গুলো আমার খুব ভালো কা**টবে,আমি জানি।তবে আজ আপনাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি।”

‘কি স্বপ্ন দেখেছো, জানপাখি?’

“নিধি পুরো স্বপ্ন টা নির্জনের কাছে বলতেই,অপরপাশ থেকে ফোন মিউট করে বাঁকা হাসি দিলো নির্জন।ভেতর থেকে ‘মন’ বলে উঠলো,
‘তোমার প্ল্যানগুলোর মধ্যে ৩নাম্বার টা দেখছি তার স্বপ্ন পর্যন্ত চলে গেছে.. হাহাহাহা।”

“মনের সাথে আর কথা বাড়ালো না নির্জন।মুচকি হেসে বললো,
‘দোয়া করবে,এই স্বপ্ন যেনো কখনো সত্যি না হয়।ওকে ডার্ক কুইন?’

‘হুমম।আচ্ছা,মা ডাকছে।তাহলে আমরা আগামীকাল রমনার বটমূলে দেখা করবো, ওকে?’

“হুমম, ওকে ডার্ক কুইন; গুড নাইট।লাভ ইউ আ লট জানপাখি।’
বলে ফোন রাখার আগে তপ্ত স্ক্রিনে গভীর ভাবে চুমু দিলো নির্জন।”

“নির্জনের এহেন চুমুতে নিধির মনে তো খুশি তে লাড্ডু ফুটছে।কট করে ফোনটা কে**টে দিয়ে, লাজুক হাসলো নিধি।ইশ!কি লজ্জা।সামনা-সামনি এগুলোর সম্মুখীন কিভাবে হবে?’
ভেবে আবারও লাজুক হাসলো।”

“অপরদিকে ফোনের স্ক্রিনে চুমু দেওয়ার পর,স্ক্রিনে ঠোঁটের ছাপ দেখে ভ্রুকুটি করে তাকালো নির্জন।কপালে চার আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বিড়বিড় করে বললো,

‘আমার ঠোঁটের উষ্ণ চুৃম্বন শুধু আমার ডার্ক কুইনের কোমল চামড়া পাবে।তুই গ্রহণ করলি কেনো?হ্যা?আনসার মি বা**স্টার্ড।”

#চলবে…
(আমার ভালোবাসার পাঠিকারা যারা আমাকে কমেন্টে এবং ম্যাসেজে হাতের ব্যথা সম্পর্কে জিজ্ঞেস করেছেন,তাদের জন্য অনেক ভালোবাসা রইলো।হাত ফোলা কমে গেছে।এখন হাতের কনুইয়ে একটু ব্যথা আছে।সবার জন্য ভালোবাসা অবিরাম।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here