চাচাত বোন যখন আদূরে বউ” ‘ (৯ম পর্ব)

0
933

চাচাত বোন যখন আদূরে বউ”

(৯ম পর্ব)

লিখা:- Nr Joy Khan(Nazmul)

সবাইঃ কিহহহহ! তোরা কবে বিয়ে করেছিস।
আমিঃ আসলে…
সাকিবঃ তুই না বলছিলি তোর কোন গালফ্রেন্ড নেই
আমিঃ হুম বলেছিলাম আমার তো কোন গালফ্রেন্ড নেই ই।
সিজানঃ তাই না। তাহলে ও কে?
আমিঃ ও তো আমার বউ।
অমিঃ তাহলে কি হল বিয়ের আগে তো তোর গালফ্রেন্ড ছিল তাই না
আমিঃ আমাদের যখন বিয়ে হয়েছে তখন gf/bf কি আমরা বুঝতাম ই না।
সিজানঃ মানে?
তারপর আমি ওদের সব ঘটনা খুলে বললাম সবাই তো হাসতে হাসতো যায় যায় অবস্থা। একটু পর নিলীমা আমাকে বলল
নিলীমাঃ চল
আমিঃ হুম চল।
তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম আর দেখলাম সিজানের মন খারাপ কারন বেচারা প্রেমের আগেই ছেকা খেয়ে গেল।
আমি আর নিলীমা পাশাপাশি রিক্সায় বসে আছি ওর অবাদ্ধ চুলগুলো আমার মুখে এসে পরছে ওর চুলের মিষ্ট ঘ্রানে আমার ভাললাগা কাজ করছে। একটুপর নিলীমা বলল
নিলীমাঃ এই কিছু বলছ না যে।
আমিঃ কি বলব?
নিলীমাঃ কি বলবে সেটাও কি আমি সিখিয়ে দিব হুম।
আমিঃহুম।
বলেই নিলীমার হাতটা আমার হাতে নিয়ে নিলাম। নিলীমার দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসছে। হঠাত ও আমার কাধে মাথা রাখল
আমি কিছু বললাম না কারন বললেও কোন কাজ হবে না। একটুপর বাসায় চলে আসলাম। আমরা দুজন ফ্রেশ হয়ে পরতে বসলাম। পরা শেষে দুজনে খেতে গেলাম। একটুপর নিলীমা বলল
নিলীমাঃ এই আমি খাব না।
আমিঃ কেন?
নিলীমাঃ তুমি খাইয়ে দিলে খাব।
আমিঃ আমার কাছে বললে কি আমি খাইয়ে দিতাম না।
নিলীমাঃ হুম দিতে।
আমিঃ তাহলে এমন করলে কেন?
নিলীমাঃ আমার ইচ্ছা।
আমি আর কিছু বললাম না ওকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা দুজন টিভি দেখতে গেলাম নিলীমা আমার কোলে বসে পরল। এভাবেই আমাদের দিন কাটছিল। দেখতে দেখতে নিলীমার hsc xm শুরু হয়ে গেল। পাগলীটা ভাল পরিক্ষা দিয়েছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারন ও প্রতিদিন রাতে আমার বুকে মাথা রেখে পরাশুনা করেছে। দেখতে দেখতে নিলীমার পরিক্ষা শেষ হয়ে গেল আর আমার অনার্স থার্ড ইয়ার। নিলীমা বায়না ধরল বাসায় যাবে। তো পরদিন আমরা বাসায় গেলাম। আমাদের দেখে আম্মু বলল
আম্মুঃ বাহ আমার মেয়েটা দেখি অনেক সুন্দর হয়ে গেছে।
একথা শুনে নিলীমা একটু লজ্জা পেল। তারপর ছোট আম্মু বলল
ছোটআম্মুঃ তোরা ফ্রেশ হয়ে খেতে আয়।
আমি ও নিলীমা ফ্রেশ হয়ে খেতে আসলাম
নিলীমা আমাকে বলল
নিলীমাঃ আমাকে খাইয়ে দিতে হবে।
আম্মুদের দিকে তাকিয়ে দেখি তারা হাসছে। কি আর করার পাগলীটাকে খাইয়ে দিলাম। তারপর আমরা
.
(চলবে….)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here