Addicted_love Part:52

0
1472

#Addicted_love
Part:52
ইশফাক নিজের বি ডি বাংলো তে চলে এসেছে আর বাড়ির সব কিছু ভেংগে চুরমার করে ফেলছে,,আর তার চিৎকারের শব্দে যেনো গোটা বাড়িতে হৈচৈ পড়ে যাওয়ার উপক্রম,,,
স্যার এ কি করছেন আপনি?(রাফিন)
আমি যদি ওকে না পায় তাহলে আমি কিচ্ছুই স্বভাবিক থাকতে দিবো না রাফিন।।😡😡😡।।।( ইশফাক)স্বজোরে চিৎকার করে।
স্যার হয়েছে টা কি?(রাফিন)অস্থির হয়ে।
এলাকে আমার কাছে ফিরিয়ে দেএএএএএএএএএএ।।।(ইশফাক)চিৎকার করে।।
আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না,,,কিন্তু স্যার এলা কে নিয়ে তো আপনি আমেরিকায় প্রস্থান করেছিলেন।তাহলে এলা কোথায় এখন?(রাফিন)
ঠাাাসসসসসসসস!!!!!!
রাফিন গালে হাত দিয়ে আছে।।
তোর কত্তবড় সাহস তুই আমার বউ কে নাম ধরে সম্বোধন করেছিস?ইশফাক চৌধুরীর বউ এর নাম ধরে সম্বোধন করার সহস তুই কোথায় পেয়েছিস?
২ টাকার চাকর হয়ে তুই আমার বউ এর নাম ধরে ডাকবি?😠😠(ইশফাক)রাফিনের কলার ধরে ঝাকাতে ঝাকাতে বললো।
সরি স্যার আর কখনো হবে না।(রাফিন)
রাফিনকে ধাক্কা দিয়ে ইশফাক তার রুমে চলে গেলো।
এভাবে দিন যেতে লাগলো। এলার কোন কিছুতে মন বসছে সে অন্যমনস্ক থাকে সবসময়।
এদিকে ইশফাক প্রত্যেকটি মুহুর্তে ড্রিংক্স করেই যাচ্ছে তার কোন খেসারত নেই।
সে আব্দি ইশফাক এলার সামনে একবারও আসে নি।
একদিন রাতের দিকে এলা অফিস থেকে ফেরার সময় ইশফাকের গাড়ি এলার সামনে এসে পথ আটকালো।
ভেতরে এসো পৌছে দেই।ইশফাক ভিতর থেকে গাড়ির গ্লাস নামিয়ে বললো।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এলা একবার ইশফাকের দিকে আড় চোখে তাকিয়ে পাশ কেটে আবার হাটা শুরু করলো।।
ইশফাক আবার পথ আটকালো।
ভালো ভালোই বলছি ভেতরে এসে বসো।।
এলা ইশফাকের কথায় কোন তোয়াক্কা না করে আনমনে হাটছে।।।
এদিকে ইশফাকের মাথায় রাগ উঠে যাচ্ছে।সে গাড়ি একসাইড করে,, গাড়ি থেকে বেরিয়ে এলার হাত টান দিয়ে গাড়ির সাথে দুহাত চেপে ধরেছে।
কি সমস্যা কথা কান দিয়ে যায় না?এতো ঘারত্যাড়ামি করো কেন?(ইশফাক)
ছাড়ুন আমায়,এটা বাংলাদেশ,, আপনার আমেরিকা না যে যখন যা ইচ্ছা তা করবেন।আপনার মতো নির্লজ্জ না আমি,,লোকে আমায় খারাপ বলুক তা আমি মোটেও চাই না।(এলা)
তাই? লোকে যা ই বলুক ইশফাক চৌধুরী তার পরোয়া করি না।(ইশফাক)
কিসের অধিকারে আপনি আমায় এভাবে ধরে রেখে এসব বলছেন?লজ্জা করে না আপনার?(এলা)
কিসের অধিকার?আমার বউ এর অধিকারে বলছি এসব।।(ইশফাক)
কিসের বউ হ্যাঁ?একধাক্কায় নিজের থেকে সরিয়ে দিলো ইশফাক কে।
বউ ছিলাম তখন তার অধিকার তো দূরে থাক সম্মান টা পর্যন্ত পাই নি আমি আর তালাকের ৮ মাস পর স্বামীর অধিকার খাটাতে এসেছেন কোন দু:খে?নাকি আবারও জালে আটকিয়ে আমাকে বিছানা পর্যন্ত নিয়ে যাওয়ার ধান্দা করছেন?আমাকে ছুতে পারেন নি তা পরিপূর্ণ করতে এসছেন আবার।😡😡 আপনার মতো মতলবি লোক নিজের মতলব কে পরিপূর্ণতা দেয়ার জন্য নিচু থেকে নিচু নামতে পারে।(এলা)
এলা আমি বদলে গেছি,,তুমি আমায় ভুল ভাবছো,, যখন অভিনয় করেছি তখন বিশ্বাস করেছো আর এখন যখন পাগলের মতো ভালবাসতে শুরু করেছি তখন আমাকে বিন্দু মাত্রাও বিশ্বাস করছো না,,সত্যিই আমি অনুতপ্ত,,আমি সত্যিই তোমাকে অন্নেক বেশিই ভালবাসি,,আমাকে একটি বার ক্ষমা করে দাও প্লিজ।।(ইশফাক)
আমি আপনাকে ঘৃনা করি আমার হৃদয়ের অন্তরাল থেকে।।আমার জীবন থেকে চলে যান,,আমার আপনাকে একদম সহ্য হচ্ছে না।।😤😤(এলা)
এলায়ায়ায়ায়ায়া।।(ইশফাক)
এলা হনহনিয়ে ইশফাকের সামনে থেকে চলে গেলো আর ইশফাক তাকিয়ে আছে এলার যাওয়ার দিকে।
ইশফাক খুব কাঁদছে,,হয়তো তা কাউকে বুঝানোর মতো নয়।।
এরপর বেশ কএকদিন ইশফাকের আর কোন খবর পাই নি এলা।।
আজ কেন জানি এলা অফিস একাই যাচ্ছে,সকাল সকাল বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে,, রিকশা খুজতে খুজতে মাঝ রাস্তায় এসে দাড়াঁলো এলা।আর রিক্সা খুজতে লাগলো।
হঠাৎ কেউ একজন পেছন থেকে রুমাল দিয়ে এলার মুখ চেপে ধরেলো।
আর সাথে সাথেই এলা অজ্ঞান হয়ে পড়লো।।।
চলবে।
খুব বেশি অসুস্থ খুব কষ্টে পর্বটা লিখেছি।
ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।

ella

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here