ইচ্ছের_উল্টোপিঠ #পর্ব_৩৪,৩৫

0
684

#ইচ্ছের_উল্টোপিঠ
#পর্ব_৩৪,৩৫
#আভা_ইসলাম_রাত্রি
৩৪

“k420″ রুম। সম্পূর্ণ রুম কালো রঙের চাদরে ঢাকা। অন্ধকার, ছমছমে পরিবেশ। রুমের একটা কর্নারে একটা মেয়েকে চেয়ারে বেধে রাখা হয়েছে। দু ঠোঁটের মাঝখানে কাপড় বেধে রাখা। হাত, পা বন্ধনযুক্ত। শব্দহীন পরিবেশে শুধুই মেয়েটার গুঙ্গানির আওয়াজই পাওয়া যাচ্ছে। একসময় মেয়েটা ক্লান্ত হয়ে মাথা বামে হেলিয়ে দিয়ে চোখ বুজলো। মুখ থেকে লালা গড়িয়ে পড়ে একসময় শুকিয়ে এলো। প্রায় আধ ঘন্টা পর অন্ধকার রুমে কারো পায়ের আওয়াজ শোনা যায়। পায়ের পাতা যেনো মাপে মাপে মাটিতে রাখা হচ্ছে। একটাসময় মেয়েটার মুখের বাঁধন খুলে দিতেই মেয়েটা জেগে উঠে। উন্মাদের মত বিড়বিড় করলো,
— ” পা,পানি। পা,পা,পানি। ”

পাশের মানুষটা হাসলো। হিংস্র সেই হাসি। আচমকা মেয়েটার থুতনি ধরে মাথা উচু করলো। বোতল থেকে উপুড় করে পানি ঢেলে দিলো মুখের ভিতর। পানির কিছু ফোঁটা মেয়েটার গলা ভেজালো বাকি পানি উপচে পড়লো মুখ থেকে। মেয়েটার তৃষ্ণা এখনো মেটেনি। কিন্তু পাশের মানুষটার সময়ের বড্ড অভাব। সে পানির বোতলটা দূরে ছিটকে ফেলে দিলো। আচমকা মেয়েটার গাল আঙ্গুল দিয়ে চেপে ধরলো। এতে তার দু আঙুলের নখ খানিক দেবে গেলো মেয়েটির গালে। মেয়েটা ব্যাথায় কুকিয়ে উঠলো। কিন্তু কথা বলার জো নেই তার। চোখ খিচে বন্ধ করে নিল ও। ঐশী সেসব পাত্তা না দিয়ে নিজের কণ্ঠ বদলে ভারী কণ্ঠে মেয়েকে বললো,
— ” সাজ্জাদ হোসেনকে চিনিস? ”
মেয়েটা চুপ করে থেকে চোখ বুজলো। মুখ ভেঙে আসছে তার। ঐশী এতে বিরক্ত হলো। মেয়েটার গাল আরো জোরে শক্ত করে চেপে ধরলো। মেয়েটা ব্যাথায় ” আহ” বলে চিৎকার দিলো। ঐশী দাত কিরমিরিয়ে বললো,
— ” মুখে কথা ফুটে না? দিবো এক থাপ্পর। কথা বল বলছি। সাজ্জাদ হোসেনকে চিনিস? ”

সারা শরীরের অসহ্য ব্যাথা নিয়ে মেয়েটা শুধু মাথা নেড়ে হ্যা বোধক উত্তর দিলো। ঐশী এবার মেয়েটার মুখোমুখি একটা চেয়ারে বসলো। সেই মেয়েটা চোখ আদো খুলে ঐশীর মুখ দেখার চেষ্টা করলো। কিন্তু অন্ধকার আর কালো রং ছাড়া কিছুই নজরে পড়ছে না। মেয়েটা চোখ আবার বুজে ফেলে মাথা কাত করলো। ক্লান্তিতে তাকিয়ে থাকা যাচ্ছে না কোনক্রমেই। ঐশী এবার থমথমে গলায় বললো,
— ” বাঁচতে চাস? ”
মেয়েটা শুনলো কি ওর কথা? এখনো চোখ বুজে আছে। ঐশীর রাগ লাগলো। এত তেজ! ঐশী চেয়ার থেকে উঠে ঠাস ঠাস মেয়েটার দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিলো। মেয়েটা ব্যাথায় আর্তনাদ করে উঠলো। নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। ঐশী তেজ নিয়ে বললো,
— ” আমাকে তেজ দেখাস? হ্যাঁ? যা বলবো চুপচাপ তার উত্তর দিবি। নাহলে আজই শেষ চাঁদ দেখা হবে তোর। বাঁচতে চাস কিনা বল। ”

মেয়েটা এবার আর দ্বিতীয় ভুল করলো না। সঙ্গেসঙ্গে মাথা নেড়ে হ্যা বললো। বাঁচতে চায় ও। ঐশী আরামসে চেয়ারে বসলো। মেয়েটার দিকে তাকিয়ে বললো,
— ” এখান থেকে মুক্তি পাবি এক শর্তে। সাজ্জাদ হোসেনকে আমাদের হাতে তুলে দিতে হবে। ”

মেয়েটা কিছুটা অবাক হলো। চোখ দিয়ে অনবরত খুঁজতে লাগলো এই সাহসী বাক্য বলা কণ্ঠস্বরকে। কিন্তু এবারও ব্যার্থ হলো। ঐশী মুচকি হেসে বললো,
— “চেষ্টা করে লাভ নেই। আমাকে দেখতে পাবি না।এখন শোন, আমরা এই কাজের বদলে তোকে পঞ্চাশ লাখ টাকা দিবো। তুই এই টাকা নিয়ে দূরে কোথাও চলে যাবি। যেখানে কেউ তোকে খুঁজে পাবে না। সারাজীবন এই টাকা দিয়ে আয়েস করে থাকবি। বল,রাজি? ”

মেয়েটা ভাবলো কিছুসময়। কপাল কুঁচকে এই ডিল-টাই যথোপযুক্ত মনে হলো ওর। মাথা হেলিয়ে মুখের লালা দিয়ে গলা ভেজালো। অতঃপর জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে থেমে থেমে বললো,
— ” কো-কোথায় নিয়ে আসতে হবে? ”
ঐশী মুচকি হেসে চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসলো। হিংস্র হাসি দিয়ে বললো,
— ” মৃত্যুপুরীতে। সেদিন আমি ওর কাল হয়ে আসবো আমি। মহাকাল। ”

ঐশী গর্জে উঠলো। গলায় যত ঝাজ আছে ঢেলে দিলো সেই প্রতিহিংসামূলক শব্দে। চোখে মুখে তৃষ্ণা তার। পাপীদের রক্তের তৃষ্ণা খেলে বেড়াচ্ছে। । খুন করার মতন ভয়ংকর ত্তৃষ্ণা চেপেছে তার শক্ত মন জুড়ে। কি হবে সামনে?

__________________________
সময়টা এখন পাঁচটার কাছাকছি। আকাশের রং এই মুহূর্তে রক্তিম হয়ে আছে। সূর্য হেলে আছে পশ্চিম দিকে। যেকোনো মুহূর্তে তার বিদায়ের ঘণ্টা বেজে যাবে। এক মুঠো বিকেলকে পুঁজি করে ঐশী আর জুভান রথের মেলার সামনে দাঁড়িয়ে আছে। আজ বিকেলে জুভান ঐশীকে জোর করে নিয়ে এসেছে এই রথের মেলায়। অনিচ্ছাসত্ত্বেও মেলায় এলেও এখন এই মেলা দেখে ঐশীর দুচোখে স্থির হয়ে গেছে। এত সুন্দর মেলাও হয়? ময়মনসিংহ থেকে ঢাকার রথের মেলা আরো বেশি সুন্দর। ঐশী লাফিয়ে লাফিয়ে হাঁটছে আর চারপাশে দেখছে। জুভান মুখে মাস্ক আর মাথায় ইয়া বড় একটা ক্যাপ পড়ে ঐশীর ডান হাত শক্ত করে ধরে ঐশীর পায়ের সাথে পা মেলাচ্ছে। এই মেয়েটা যা উড়নচণ্ডী। যেকোনো সময় হারিয়ে যেতে পারে। জুভান সেই কথা ভেবে আরো জোরে হাত আকড়ে ধরলো ঐশীর। ঐশীর নাজুক হাত এতে একটু ব্যাথা পেলো। ধ্যান ভঙ্গ হয়ে জুভানের দিকে তাকিয়ে বললো,
— “আমি হারিয়ে যাচ্ছি যা। আস্তে ধরুন। ”
জুভান সেসব শুনলো না। বরং তীক্ষ্ম চোখে তাকিয়ে বললো,
— ” তোমাকে বিশ্বাস নেই। ”
ঐশী অপমান হয়ে মুখ ফুলিয়ে তাকালো জুভানের দিকে। বললো,
— ” আপনি কিন্তু আমায় অপমান করছেন। ”
জুভান একটা দোকানের সামনে দাড়িয়ে একটা চিকন মালা নেড়েচেড়ে বললো,
— ” তুমি যা ভাবো তাই। ”
ঐশী হুতুম পেঁচার মত মুখ বানিয়ে অন্যদিকে ফিরলো। জুভান সেসব পাত্তা দিল না। একটা দোকানে দাড়িয়ে খুব রয়ে সয়ে জুভান এইটা চেইন পছন্দ করলো। চেইনে একটা ছোট্ট অর্থবহ শব্দ “love” ডিজাইন করে লেখা। চেইনটা দেখেই জুভানের মুখ চকচক করে উঠলো। ঐশীকে এতে মানাবে কি-না তা জানতে ঐশীর গলার কাছে চেইন এনে পরখ করলো। অতঃপর মুখ উজ্জ্বল করে বললো,
— ” পারফেক্ট। ”

ঐশী অবাক হয়ে চেইনের দিকে তাকালে জুভান কণ্ঠে উচ্ছাস নিয়ে বললো,
— ” দেখো তো , এটা পছন্দ হয় কিনা? ”
ঐশী হাত দিয়ে চেইন টা ছুঁয়ে দেখলো। অসম্ভব সুন্দর এই চেইন। ঐশী খুশি হয়ে বললো,
— ” খুব সুন্দর। ”
ঐশীর ভালো লেগেছে শুনে জুভানের খুশি আন্দোলিত হলো। ঐশীর হাত ছেড়ে দিয়ে চেইন নিয়ে ঐশীর পিছনে এসে দাঁড়ালো। জুভান ঐশীর ঘাড়ের কাছের চুলগুলোতে হাত দিলো। ঐশীর কেনো যেনো এতে সুড়সুড়ি লাগলো। ও নিজের ঘাড় সংকোচিত করে মাথা নিচু করলো। জুভান সেদিকে খেয়াল না করে ঘাড়ের কাছের চুলগুলো সামনে রেখে খুব আলতো হাতে চেইনটা পড়িয়ে দিলো ওকে। ঐশী এখনো মাথা নিচু করে চেইনের দিকে তাকিয়ে আছে। ” প্রথম উপহার! ” জুভান চেইনটা পড়িয়ে দিয়ে ঐশীর সামনে এসে দাড়ালো। সেটায় একবার চোখ বুলিয়ে বললো,
— ” ভালো লাগছে। এবার অন্য দোকানে চলো। ”

বলেই ঐশীকে কথা বলার সুযোগ না দিয়ে জুভান আবারও ঐশীর হাত ধরে হাঁটতে লাগলো। ঐশীও মুচকি হেসে জুভানের সাথে পা মেলালো।

নাগরদোলার সামনে দাঁড়িয়ে আছে ঐশী আর জুভান। ঐশী রীতিমত জেদ ধরে বসে আছে, সে নাগরদোলায় চড়বে। কিন্তু জুভানও দ্বিগুণ উৎসাহ নিয়ে বলছে,
— ” না। মাথা ঘুরাবে। অন্য কিছুতে চড়বো আমরা। তবে এটাতে না। ”

কিন্তু নারীর মনের কাছে একসময় হার মানলো জুভান। বিরক্ত হয়ে ঐশীকে সাথে নিয়ে নাগরদোলায় চড়ে বসলো। একটু পর নাগরদোলা চলতে আরম্ভ করলো। কিন্তু ঐশী তার দুই সেকেন্ড পরই ভয় পেতে লাগলো। যতই সাহসী হোক না কেনো, এই নাগরদোলা ঐশীর সব সাহসকে তুচ্ছ করে দেয়। ঐশী নিচে একবার তাকালো। এত উচুঁ দেখে সঙ্গেসঙ্গে চোখ বন্ধ করে মাথা সোজা করলো। জুভান ঐশীর পাশে হেলান দিয়ে বসে আরামসে এসব দেখছে। এত জেদ নিয়ে উঠেছে এবার মজা বুঝো। ঐশী ভয়ে একসময় জুভানের হাত খামচে ধরে। জুভান ব্যাথায় চোখ খিচে নেয়। তবে কোনো শব্দ করে না। পুরোটা সময় ঐশী জুভানের হাতের এক জায়গা খামচে ধরে বসেছিলো।আর জুভান এসব মুখ বুজে হাসিমুখে সহ্য করছিলো। থাকুক না প্রিয়তমার দেওয়া একটা দুটো সুখকর আঘাত! ভালোবাসাময় দাগ! ক্ষতি কি?

জুভান ঐশীকে এক হাতে আগলে হাঁটছে। আর ঐশী নিজেকে সামলে হেলেদুলে জুভানের সাথে পা মেলাচ্ছে। ঐশীর মাথা ঘুরছে। তার একটু পরই ও উপলব্ধি করলো, ওর আশপাশের দুনিয়া ঘুরছে। আচ্ছা, মেলায় এতগুলো মানুষ এই ভূমিকম্প টের পাচ্ছে না। সব মানুষ কি নেশা করলো। ঐশী একসময় মাথা ঘুরে পড়ে যেতে নিলে জুভানের কাধের টিশার্ট খামচে ধরে। জুভান সঙ্গেসঙ্গে সচেতন হয়ে ঐশীর কোমর জড়িয়ে ধরে। ঐশী চোখ বুজে নিয়ে আবার খুলে ফেললো। এক হাতে জুভানের গলা আগলে মৃদ আওয়াজে বলে উঠলো,
— ” পৃথিবী ঘুরছে। আপনি কি টের পাচ্ছেন? না-কি আপনিও নেশা করে বসে আছেন? ওদের মতন? ”

জুভান হতভম্ভ হয়ে তাকালো ঐশীর দিকে। একঝটকা দিয়ে ঐশীকে সোজা করে দাড় করালো। চোখ ছোটছোট করে বললো,
— ” আর ইউ ওকে? এমন ওইয়ার্ড বিহেভ করছো কেনো? ”
ঐশী জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। তারপর নেশালো গলায় বললো,
— ” আমি ঠিক নেই। ঘুরছি আমি। আব না মানে দুনিয়া ঘুরছে। আরে , আপনিও তো ঘুরছেন। সব্বাই ঘুরছে। এখানের সব্বাই না ঘুরন্ত মানব হয়ে গেছে। সব্বাই শুধু ঘুরছে আর ঘুরছে। ঘুরছে আর ঘুরছে। ”

জুভান ভ্রু কুটি করে তাকালো ঐশীর দিকে। এই মেয়েটা পাগল হলো না-কি? এমন করে কথা বলছে কেনো? জুভান ঐশীর ঠোঁটের কাছে নাক এনে কিছু একটার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। সঙ্গেসঙ্গে ঐশীর থেকে সরে এসে অবাক হয়ে বললো,
— ” তুমি ভাং খেয়েছো? সিরিয়াসলি ঐশী? ”
ঐশী হাসলো। একবার আস্তে হাসলো। পরক্ষণে শব্দ করে হেসে দিলো। হাসি থামানোর বৃথা চেস্টা করে বললো,
— ” আপনি কি করে জানলেন? আপনি কি সবজান্তা? ”

জুভান ঐশীর অবস্থা দেখে কপালে হাত দিলো। বিড়বিড় করে বললো,
— ” এই মেয়ে গেছে। ”

#চলবে

#ইচ্ছের_উল্টোপিঠ
#পর্ব_৩৫
#আভা_ইসলাম_রাত্রি

বিছানার এক কোণে ঐশী থম মেরে বসে আছে। জুভান রান্নাঘরে দাড়িয়ে লেবু চিপছে। কপালের ভাজ সরু থেকে সরু হতে যাচ্ছে। জুভান কপালে হাত দিয়ে ঘাম-টুকু মুছে নিয়ে বিড়বিড় করে বললো,
— ” কত বড় ফাজিল মেয়ে! এক মিনিটের জন্যে একা ছেড়েছিলাম। ভাং খেয়ে আমাকে উদ্ধার করে দিয়েছে। একবার নেশা কাটুক। তারপর দেখছি একে। ”

অন্যমনস্ক ছিল জুভান। লেবু চিপতে গিয়ে হুট করে এক ফোঁটা রস গড়িয়ে পড়লো জুভানের ডান হাতের উল্টোপিঠে। সঙ্গেসঙ্গে জায়গাটা মরিচের মতন জ্বলে উঠলো। জুভান হাতের যন্ত্রণায় চোখ খিচে ঠোঁট কামড়ে ধরলো। ঐশী খামচে দিয়েছিলো এই জায়গায়। একটু পর হাতের জ্বলা হালকা কমতেই জুভান লেবু পানি বানিয়ে ঐশীর রুমের দিকে পা বাড়ালো।

ঐশী রুমে নেই। জুভান সতর্ক চোখে চারপাশে তাকালো। বারান্দায় চোখ পড়তেই মুচকি হেসে গ্লাস হাতে এগিয়ে গেলো সেখানে। ঐশী আকাশের দিকে তাকিয়ে হাত দিয়ে কি যেনো গুনছে। কিন্তু কি গুনছে? তারা! জুভান একবার চোখ উঠিয়ে আকাশের দিকে তাকালো। তারার মেলা বসেছে আকাশে। তাই গুনছে হয়তো। জুভানের হাসি পেলো। তবে মুখ গম্ভীর করেই ডাক দিলো,
— ” এই যে। এদিকে ফিরুন। ”

ঐশী ঠোঁট উল্টে জুভানের দিকে ফিরে তাকালো। বললো,
— ” আকাশে আজ তারা কয়টা উঠেছে জানেন? ”
জুভান গ্লাস হাতে ঐশীর পাশে এসে দাঁড়ালো। ভ্রু কুচকে বললো,
— “কয়টা উঠেছে? ”
ঐশী হাতের আঙুলে গুনে গুনে বললো,
— ” দুইটা বাদে মোট একশো বারোটা। ”

জুভান অবাক হওয়ার ভান করে বললো,
— ” দুইটা তারা বাদ কেনো? ”
ঐশী বিরক্ত হলো। হাত দিয়ে বাতাস উড়িয়ে দিয়ে ঝাঝালো গলায় বললো,
— ” আরে,আপনি জানেন না। ঐ দুইটা তারা না তো। ওগুলো আমার মা আর আর বাবা। তাই ওই দুইটা বাদ দিয়ে গুনেছি। ”

জুভান কপালে হাত দিয়ে কি যেনো বললো। তারপর ছোট্ট করে শ্বাস ফেলে ঐশীর দিকে লেবু পানির গ্লাস এগিয়ে দিয়ে বললো,
— ” জ্বি। বুঝেছি। এখন এই লেবু পানি খেয়ে নিন। ঘুমোতে হবে আপনার। ”

ঐশী স্থির চোখে তাকালো গ্লাসের দিকে। চোখ উল্টিয়ে বললো,
— ” চিনি দিয়েছেন? ”
— ” হ্যাঁ। দিয়েছি। ”
— ” আচ্ছা দিন। ”
জুভানের দেওয়ার অপেক্ষা না করে ঐশী একপ্রকার ছিনিয়ে নিলো গ্লাসটি। তারপর এক ঢোকে সবটুকু পানীয় খেয়ে মুখ তুললো। হাত দিয়ে ঠোঁট মুছে মুখ ডানে বামে ঝাঁকালো। মুখ খিচে বললো,
— ” ইশ! কি টক। চিনি কই? ”
জুভান ঐশীর হাত থেকে গ্লাস নিয়ে রুমের ভিতর চলে গেলো। এই মেয়ের সাথে কথা বাড়ানো মানেই প্যাচাল। তাই জুভান চুপচাপ থাকার সিদ্ধান্ত নিলো। তবে সে জানে না কতক্ষণ এই সিদ্ধান্তে অটল থাকতে পারবে। জুভানের পিছু পিছু ঐশী রুমে এলো। জুভান ঐশীর বিছানা ঠিক করে বালিশ জায়গামতো রেখে দিলো। তারপর ঐশীর দিকে ফিরে বললো,
— ” নিন। শুয়ে পড়ুন। অনেক রাত হয়েছে। ”

ঐশী হাসলো। মাদক হাসি। লাফিয়ে লাফিয়ে বিছানার কাছে গিয়ে ঠাস করে বসে পড়লো ওতে। কিছুসময় কেটে যাওয়ার পরও ঐশীর মধ্যে ঘুমানোর কোনো লক্ষণ পাওয়া গেলো না। শেষ পর্যন্ত জুভান প্রায় বিরক্ত হয়ে বললো,
— ” ঘুমাচ্ছো না কেনো? ”

ঐশী জুভানের দিকে তাকিয়ে বললো,
— ” ঘুম আসছে না। তবে আমার না খুব গল্প গল্প পাচ্ছে। আসুন গল্প করি। ”
ঐশী মিটমিটিয়ে হাসলো। জুভান ফুস করে এক নিঃশ্বাস ফেলে পাশের সোফায় ধাম করে বসে পড়লো। বললো,
— ” শুরু করো। শুনছি। ”

সোফায় বসলেন কেনো? ঐশী চোখ ছোটছোট করে ফেললো। বিছানার পাশের জায়গাটায় আঙ্গুল দিয়ে দেখিয়ে বললো,
— ” এখানে এসে বসুন। আমার গায়ে ময়লা নেই। রোজ গোসল করি আমি। ”

জুভানের হাসি পেলো। মুচকি হেসে সোফা থেকে ঐশীর পাশে বসে বললো,
— ” কাছ ঘেঁষলে তো ডিলের কথা মনে পড়ে যায় তোমার। তাই দূরে বসেছিলাম। ”

ঐশী আচমকা জুভানের ডান হাতের বাহু জড়িয়ে ধরে কাধে মাথা রাখলো। জুভান হতবাক হয়ে ঐশীর দিকে তাকালো। কি করছে এই মেয়ে? পাগল হলো? জুভান চোখে বিস্ময় নিয়ে বললো,
— ” কি হলো?”
— ” কি আবার হবে? ”
— ” এত কাছে এসে বসলে? পরে তো নিজেই চেচামিচি করবে। ”
— ” না। করবো না। ”
ঐশী মাথা তুলে জুভানের চোখে চোখ রাখলো। ব্যাকুল কণ্ঠে বললো,
— ” থাকুন না এভাবে। ভালো লাগছে। ”

জুভানের খা খা করা বুকটায় মিঠা পানির ঝাপটা পড়লো। শূন্য মনটা হঠাৎ করেই পূর্ণতার রঙে রাঙিয় উঠলো। ঐশীর অস্থির চোখের দিকে তাকিয়ে আদুরে গলায় বললো,
— ” ঠিক আছে। ”
ঐশী স্থির ভাবে আবারও জুভানের কাধে মাথা হেলিয়ে চোখ বুজলো। অতঃপর নিরবতা। ঐশী জুভানের নিঃশ্বাসের শব্দ গুনছে। একটা, দুটো, তিনটি তারপর অসংখ্য। ঐশী হাল ছেড়ে জুভানের এক হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে শক্ত করে আকড়ে ধরলো। জুভান তার হাতের দিকে তাকালো অবাক হয়ে। ঐশী ভুল করছে না-তো? জুভান চায়না ঐশী কোনো ভুল করে পরে পস্তাক। জুভান তাড়াহুড়ো করে ঐশীর থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে ঐশী বাধা না মেনে আরো জোড়ে তার হাত আকড়ে ধরে। আবারও জুভানের চোখে চোখ রাখে। জুভানের দৃষ্টি এলোমেলো, অগোছালো। ঐশী সেই দৃষ্টির নেশায় ডুবে গিয়ে মিনমিনিয়ে বললো,
— ” আপনি অনেক সুন্দর, গায়ক সাহেব। যাকে বলে মারাত্মক সুন্দর। ছেলেদের এত সুন্দর হওয়া উচিত না। পাপ লাগে। আপনাকে এই মারাত্মক পাপের জন্যে ১০২ ধারা মোতাবেক শাস্তি দেওয়া প্রয়োজন।”

জুভান ঐশীর কথা শুনে শব্দ করে হেসে ফেললো। ঐশীর দিকে খানিক ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে বললো,
— ” এই ভয়ানক প্রেমিকার তরে এই অতীব সুন্দর তরুণ হাজারবার কুরবান হোক, মিসেস মির্জা। ”

ঐশী খিলখিলিয়ে হেসে উঠলো। সে হাসিতে ঝিলিক দিলো তার গজদন্ত। জুভান মুগ্ধ হয়ে চেয়ে রইলো সে ঝড় তোলা হাসির দিকে। ঐশী হাসি থামালে জুভান মিহি সুরে বললো,
— ” এই শহরে আজ থেকে সকল প্রেমিকার হাসি নিষিদ্ধ করা হোক। নাহলে সেই হাসিতে সেই শহরের সকল প্রেমিকের ধ্বংস নিশ্চিত। ”

ঐশী বুঝলো না। মুখ ফুলিয়ে বললো,
— ” আপনি কঠিন করে কথা বলছেন। ”
জুভান হাসলো। তবে প্রত্যুত্তর করলো না। আবারো নিরবতা। ঐশী জুভানের ডান হাত নিয়ে খেলছে। নেড়েচেড়ে দেখছে। নিজের কোলের উপর রেখে তাতে ধ্যান দিয়ে তাকিয়ে থাকছে। ওর কাছে আপাতত এই পুরুষালি হাতের থেকে আশ্চর্য দ্বিতীয় আর কিছু নেই। একসময় ঐশীর কপাল কুঁচকে এলো। ভ্রুতে ভাজ ফেলে সেই হাতের দাগ জুভানকে দেখিয়ে বললো,
–” এই জখম? ”
জুভান তার হাতের দিকে তাকালো। ঐশীর খামচে ধরা হাত কালচে হয়ে আছে। জুভান শান্তনা দিয়ে বললো,
— ” ও কিছু না। ”
ঐশীও নাছোড়বান্দা। জুভানকে হাতের ব্যাপারে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। একসময় জুভান বিরক্ত হয়ে বললো,
— ” জেদ নিয়ে নাগরদোলায় চড়তে গিয়েছিলে। ভয় পেয়ে আমার হাত খামচে ধরেছিলে। তাই দাগ হয়ে গেছে। ”

ঐশী কিছুক্ষণ জুভানের দিকে তাকিয়ে আচমকা ভ্যা করে কেঁদে ফেললো। যাকে বলে হাত পা ছড়াছড়ি কান্না। জুভান হতবিহ্বল হয়ে ঐশীর কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু ঐশী ত ঐশীই। নিজের হাত নিজেই খামচে ধরলো। কিন্তু যেই ব্যাথা পেলো অমনি হাত ছেড়ে দিয়ে আবারও জোর গলায় কান্না করতে লাগলো। ভেজা কণ্ঠে বললো,
— ” আমি আপনাকে ব্যাথা দিয়েছি। খুব খারাপ আমি। খুব খারাপ। ”
জুভান একসময় ঐশীর পাশে বসলো। ঐশীর মাথা জোরপূর্বক নিজের বুকের সাথে চেপে ধরে চুলে হাত বুলিয়ে দিয়ে লাগলো। একসময় ঐশী শান্ত হলো। ফুস ফুস করে নিঃশ্বাস নিয়ে জুভানের বুকের সাথে মিশে গেলো। জুভান ঐশীকে আলতো করে বালিশে শুইয়ে দিয়ে ওর পাশে বসলো। ঐশীর চোখের পাতা হাত দিয়ে বন্ধ করে দিয়ে শাসনের সুরে বললো,
— ” নো মোর ওয়ার্ডস। এখন ঘুমাও। ”
ঐশী চোখ খুলতে গেলে জুভান ধমক দিয়ে বললো,
— ” আমি ঘুমাতে বলেছি। ”
ঐশী আবার চোখ খিচে বন্ধ করে ফেললো। জুভান মৃদু হাসলো। ঐশীর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো।

একসময় ঐশীর নিশ্বাস ভারী হলো। তার মানে ও ঘুমিয়ে গেছে। জুভান হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের আলো নেভালো। কিছু একটা ভেবে ঐশীর দিকে ঝুঁকে এলো। কানের কাছে বিড়বিড় করে বললো,
— ” তোমার দেওয়া প্রেমাঘাতে আমার মৃত্যুও মঞ্জুর, ঐশী। ভালোবাসি। ”

ঐশী ঘুমের ঘোরে পাশ ফিরলো। ধীর কণ্ঠে বিড়বিড় করলো,
— ” আ-আপনি আ-বার কঠিন করে কথা ব-বলছেন। ”

জুভানের ঠোঁট দুদিকে প্রশস্থ হলো। ঐশীর কপালে নানা দ্বিধা আর জড়তা নিয়ে নিজের ঠোট ছোঁয়ালো। মনে মনে ভাবলো, এই সময়টা যেনো বারবার আসুক। তার মেঘবালিকা যেনো বারবার বাচ্চামিতে মত্ত হোক। আর সে তাতে মুগ্ধ হোক আজীবন।

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here