#প্রেমময়নেশা (The story of a psycho lover)
#পর্ব-17(সত্যের মুখে )
#Jannatul_ferdosi_rimi(লেখিকা)
পায়েল এখনো বিড়বিড় করে অয়নের নাম বলে যাচ্ছে। মিসেস কলি অয়নকে ফোনের উপর ফোন করেই যাচ্ছে।কিন্তু তাকে পাচ্ছেনা রুশান রুশনির কাছে এসে বলে উঠে-এখন কী করবো আমরা?
রুশনি বিরক্তির সুরে বলে উঠে- তো আমি কী করবো?
🍁🍁🍁🍁🍁🍁
যারা একে এনেছে তারাই বুঝোক
রুশান রুশনিকে থামিয়ে বলে উঠে- একটা কাজ করি!আমি বরং আজাদ সাহবকে(পায়েল এর বাবা)খবর দেই। রুশনি বিরক্তির সুরে বলে উঠে- আর কি করবে? উনা কেই ফোন করো।উনি এসে নিজের মেয়ের একটা ব্যবস্হা করুক। রুশান তাড়াতাড়ি আজাদ সাহেবকে ফোন করে জানিয়ে দেয়। রুশনি রুশানের কাছে এসে বলে উঠে- কি বললো?
রুশানঃ উনি আসছে।।
তখনি মিসেস কলি ফোন হাতে নিয়ে প্রবেশ করে বলে উঠলো-
ডক্টর পায়েলকে দেখছে।
আমি গার্ডসদের পাঠিয়েছি অয়নের খবর এনে দিতে।রুশান এগিয়ে এসে বলে উঠে-
কলি আপু! অয়ন মনে হয় রিমির বাড়িতেই আছে। মিসেস কলি বলে উঠেন- হতে পারে।দেখি। তখনি হন্তদন্ত হয়ে আজাদ সাহেব প্রবেশ করে বলে উঠলো- আমার মেয়ে কোথায়
?
মিসেস কলিঃ ডক্টর দেখছে। পায়েলকে।
আজাদা সাহেবঃ অন্য ডক্টর মানে? অয়ন কোথায়?
রুশনিঃ অয়ন নেই!
আজাদ সাহেবঃ অয়ন নেই? মানে? আমার মেয়ের এই অবস্হা আর অয়ন এখানে নেই।
মিসেস কলি কিছু বলবে তার আগেই রুশনি বলে উঠে-
।তিনি থাকবে কী করে? তিনি তার প্রমিকার মান ভাজ্ঞাতে গিয়েছে।
মিসেস কলিঃ যেতেই পারে।
আমার ছেলেরেও একটা পার্সোনাল লাইফ আছে। আমার ছেলে কি সবসময় মানব সেবায় করে যাবে?
আজাদ সাহেবঃ কিন্তু ভাবি। আমার মেয়েটাও তো অয়নের রেস্পন্সিবলাটি। আমার মেয়েটা এইভাবে অসুস্থ আর অয়ন?
🍁🍁🍁🍁🍁🍁
তখনি পায়েল এর চিৎকার শুনে সবাই তার রুমে চলে গেলো।
পায়েল অয়ন বলে চিৎকার করে যাচ্ছে।
আজাদ সাহেব তাড়াতাড়ি মেয়ের কাছে যায়।
আজাদ সাহেবঃ এইতো মা দেখো তোমার পাপা চলে এসেছে।
পায়েলঃ তুমি? কেন অয়ন কোথায়??
মিসেস কলিঃ অয়ন এখানে নেই।
আজাদ সাহেবঃ মা তুমি একটু শান্ত হো।
পায়েল বলে উঠে-
নাহ আমি শান্ত হতে পারবো নাহ।
অয়নকে ডাকো প্লিয।
তখনি রুশান এসে বলে উঠে-
অয়নের ফোন অন হয়েছে।
রুশনিঃ তাহলে এখুনি অয়নকে ফোন দাও।
🥀🥀🥀🥀
অয়ন দুস্টু হেঁসে আমার গলায় কেকের ক্রিম লাগিয়ে দেয়।।
আমি রেগে বলে উঠি-
এইসব কী হ্যা?
অয়নঃ জানো নাহ রিমিপরী। আমি এখন কেক খাবো।
রিমিঃ তো খান না।আমার গলায় ক্রিম দিলেন কেন?
অয়নঃ দেখাচ্ছি(বাঁকা হেঁসে)
এই বলে অয়ন আমার গলায় মুখ ডুবিয়ে দেয়।আমিও আবেশে চোখ বন্ধ করে ফেলি।
এই প্রথম তার স্পর্শ পেয়েছি। তখনি ফোনের রিং বেজে উঠলো। এতে অয়নের রাগে মাথায় যেনো আগুন ধরে গেলো। এই ফোনটাও তাকে শান্তি দিলো নাহ।আমি অয়নের অবস্হা বুঝতে পেরে বলে উঠলাম- দেখুন কে ফোন করেছে। কোনো ইমার্জেন্সি হতে পারে।
অয়ন না চাইতেও ফোনটা হাতে নিয়ে দেখে রুশান ফোন করেছে।অয়ন সাথে সাথে ফোনটা রিসিভ করে-
তারপর তাড়াতাড়ি রেখে রিমিকে বলে উঠে- রিমিপরী তাড়াতাড়ি বাড়ি যেতে হবে পায়েল অসুস্থ হয়ে পড়েছে।
রিমিঃ হ্যা হ্যা চলুন।।
🍁🍁🍁🍁🍁🍁
পায়েল এখনো অয়নের নাম করে যাচ্ছে।
তখনি আমি আর অয়ন ঢুকি।
অয়নের সাথে আমাকে দেখে
সবাই অনেকটায় অবাক হয়েছে।
মিসেস কলিঃ রিমি তুই?
অয়নঃ সেসব কথা পরে হবে পায়েল কেমন আছো?
অয়নকে দেখে পায়েল তাড়াতাড়ি অয়নের কাছে ছুটে যায়।
পায়েলঃ অয়ন তুমি এসেছো?
জানো আমি তোমাকে কত খুজেছিলাম।
অয়নঃ আমি এসে গেছি।
আচ্ছা ডক্টর কোথায়?
রুশানঃ ডক্টর বলেছে।অতিরিক্ত চিন্তার কারনে পায়েল অজ্ঞান হয়ে গিয়েছে। আর তাছাড়া ওর যা শরীরের কন্ডিশন
পায়েলঃ হ্যা তুমি তো জানো অয়ন তোমাকে ছাড়া আমার ভয় করে।
আমি বলে উঠি-
কিন্তু পায়েল আপু বাড়িতে তো অনেক মানুষই ছিলো। আপনি ভয় পেয়েছেন কেন?
পায়েলঃ আসলে। অয়নকে ছাড়া আমার কাউকেই বিশ্বাস হয়না।
অয়নঃ আচ্ছা অইসব বাদ দাও।
এখন আমি এসে পড়েছি চিন্তা করোনা।
পায়েলও চুপ হয়ে যায়।
।।।।।।।।।।।
মিসেস কলি অয়নকে আলাদা ডাকে।
মিসেস কলিঃ রিমিকে কোথায় পেলি তুই?আর কোথায় ছিলি?
অয়নঃ সে অনেক কাহিনী।আজ রিমিপরীর জন্মদিন। সেইটাই সেলিব্রেট করতে গিয়েছিলাম
মিসেস কলিঃ সত্যি?কিন্তু শুধু শুধু আমরা তোদের ডিস্টর্ব করলাম।আচ্ছা এইটা বল ডক্টর কী বলেছে? পায়েল সুস্থ হবে তো।
অয়নঃ পায়েল এর পার্সোনাল ডক্টর এর সাথে আমার কথা হয়েছে। ব্লাড টা চেঞ্জ করতে থাকলে ঠিক হওয়ার পসিবিলিটি আছে কেননা পায়েল এখন ফার্স্ট স্টেজ এ আছে।
মিসেস কলিঃ তাহলে তো ভালোই।।
❤️❤️❤️
এদিকে পায়েল পৌচাশিক হাঁসি দিয়ে বলে উঠে-
কি কেমন দিলাম? কীভাবে অসুখের নাটক করে
ওদের রোমান্টিক মুড দিলাম নষ্ট করে। কখনো ওদের আমি এক হতে দিবো নাহ। কখনো নাহ।কীভাবে ওদের আলাদা করি শুধু এইবার দেখবে। কেউ ধরতেই পারবেনা সব আমার নাটক হা হা হা।
পায়েল ফোনে কাউকে কিছু বলছে
যা আমি সব ই শুনে ফেললাম।
একি শুনলাম আমি। পায়েল আপু সব মিথ্যে বলেছে। পায়েল আপু এক বড় ষড়যন্ত্র করে এই বাড়িতে এসেছে। আমাকে আর অয়নকে আলাদা করার জন্য। যা আমার কাছে সব টায় ক্লিয়ার।
চলবে কি?
18 part
https://m.facebook.com/story.php?story_fbid=122122548230106573&id=61553197202722&mibextid=Nif5oz