রাগে_অনুরাগে #কলমে সৌমিতা #পর্ব- ৯

0
310

#রাগে_অনুরাগে
#কলমে সৌমিতা
#পর্ব- ৯

– প্রায় আধাঘণ্টা পরে অভ্র নিচে নামে,,,ডাইনিং গিয়ে চারেদিকে চেয়ে দেখে অনু কোথাও নেই,,,তারপর মাকে জিজ্ঞাসা করে,,

– মা অনু কোথায়? দেখছি না তো??

– অনু তো এই মাত্র বেরিয়ে গেল অভ্র,,,ঠিক মতো খেয়েও গেল না মেয়েটা,,, বললো আজ নাকি তার খুব তাড়া আছে,,,

– ওও ঠিক আছে,,,(আমি আসা পর্যন্ত একবার ওয়েট করা উচিত ছিল বলে তোমার মনে হলো না অনুপমা,,ভালো)মা আমি আসছি,,,

– অভ্র তুই ব্রেকফাস্ট করবি না?

– না মা আমার সময় নেই,, এমনিতেই দেরি হয়ে গেছে,, তুমি চিন্তা করো না বাইরে আমি কিছু খেয়ে নেবো,,, অলরেডি এগারোটা বাজতে যায় একটু তাড়াতাড়ি যেতে হবে প্রোগ্রামে,,,আসছি,,

– সাবধানে যাবি,,,কি হল কে জানে ছেলে মেয়ে দুটোই না খেয়ে বেরিয়ে গেল তাড়া আছে তাই,,,কি এমন তাড়া আমি এত বাপু বুঝি না যে দুটো খাওয়ার সময় নেই,,,,মুন্নী মুন্নী তুই আমার চা টা নিয়ে আয় তো মাথাটা ধরেছে,,,

– এত বকবক করলে তো স্বাভাবিক মাথাটা ধরবেই কর্তামা,,,, এই নাও চা,,,(টেবিলের উপর চায়ের কাপ টা রেখে)

– এই তোকে এত কথা বলতে কে বলে,,,যা কাজ কর,,,
___________________________________________

– অনু তুই রেডি তো?? বাহঃ কি সুন্দর লাগছে তোকে,,,এই এত কি ভাবছিস??(নিশা)

– হমম,,

– কি হমম অনু??তুই এত কি ভাবছিস বল তো?? তুই কি ভয় পাচ্ছিস নাচ করতে???

– আরে তেমন কিছু না,,,

– তাহলে কেমন কিছু সোনা???

– আসলে আজকে মি.চৌধুরীর সাথে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল,,, কিন্তু আমি যেতে পারিনি,, কলেজের এই অনুষ্ঠানের জন্যে,,

– আর সেইজন্যে তুই ভাবছিস যে হয়তো অভ্র দা তোর উপরে রাগ করে আছেন কিনা তাই তো???

– হ‍্যাঁ রে,,আর তাছাড়া কালকে আমি একটু উনার সাথে মিসবিহেভ করে ফেলেছিলাম উনার প্রতি অভিমান থেকে,,,,(অসহায় মুখ করে)

– ও তার মানে আজকাল রাগ-অভিমানের পালাও চলছে দুজনের মধ্যে,,, ব‍্যাপারটা ভেরি ইন্টারেস্টিং,,,,(গালে হাত দিয়ে ভাবার মতো করে কথা গুলো বললো নিশা)

– আবার শুরু করলি,,,দূর তোর সাথে কথায় বলবো না,,,যা এখান থেকে,,,,

– অনুপমা তোমার নাচের ড্রেসটা চলে এসেছে,,,যাও গিয়ে রেডি হয়ে নাও,,(রিমি)

– ঠিক আছে রিমি দি,,,তুমি ওখানে রেখে দাও,,,,(অনু)

ম‍্যাম- girls সব রেডি তো?? program কিন্তু শুরু হয়ে গেছে,,, নিশা আমাদের গেস্টরা সব চলে এসেছে ওখানে আর সব মেয়েরা দেখছে,,,তুমি দেখো অফিস রুমে দুটো ফুলের বুকে রাখা আছে,,ওটা নিয়ে এসো,,,

– কেন ম‍্যাম এখনো কেউ বাকি আছে নাকি??(মিলি)

– হ‍্যাঁ মিলি সব গেস্টরা চলে এসেছে,,শুধু দুই জন এখনো আসেন নি,, নিশা তুমি একটু ওই দিকটা খেয়াল রেখো,,

– ম‍্যাম কারা দুজন,,,মানে যারা গেস্ট হয়ে আসেন তাদেরকে তো আমরা এমনি মুখ চিনেই থাকি,,তাই জিজ্ঞাসা করছি,,,কারা আসছে ম‍্যাম??(নিশা)

– দ‍্যা গ্ৰেট বিজনেস ম‍্যান মি. অভ্র চৌধুরী আর উনার মিসেস,,,তোমরা মি.চৌধুরীকে চিনেই থাকবে,,কারণ প্রায় ম‍্যাগাজিন ও সংবাদপত্রে উনার নাম আর ছবি থাকেই,,,আর উনি এই কলেজে বড়ো একটা আমাউন্ট প্রত‍্যেক বছর ডোনেশন করেন,,,,

-ম‍্যামের কথা শুনে মেকআপ রুমে প্রায় সবাই অবাক হয়ে গেছে,, specially অনু,,, প্রত‍্যেকটা মেয়ে অবাক হয়েছে এটা জেনে যে তাদের ক্রাশ বয় বিবাহিত,,,

– ম‍্যাম কি বললেন আপনি কারা আসছে?? আর একবার বলুন,,,(নিশা)

– উফফফ come on নিশা বিখ্যাত বিজনেস ম‍্যান অভ্র চৌধুরী এবং উনার স্ত্রী আজকে আমাদের কলেজে chief guest হিসেবে আসবেন,,,তুমি প্লিজ কোনো গরবর না করে তাদেরকে ফুলের বুকে টা দিয়ে দিও,,,আর তনয় তুমি মি.চৌধুরীকে ব‍্যাচ পড়িয়ে দিও,,,

– ঠিক আছে ম‍্যাম,,(তনয়)

– ঠিক আছে,, আমি ওইদিকে যাচ্ছি,, তোমরা তোমাদের কাজে ফোকাস করো,,,আচ্ছা রিমি একবার তোমাদের নাচের লিস্টটা দাও তো,,চেক করে নিই,,,,(ম‍্যাম)

– উফফফ হৃদয় টা আমার ভেঙে গেল,,,একি শোনালো ম‍্যাম আমাদের কে,,,ও ভগবান,,(সুনন্দা)

– সুনন্দার কথা শুনে মেকআপ রুমে সবাই হেসে উঠলো,,,সবাই হাসলেও অনু এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে,,, মানে ও বিশ্বাস করতেই পারছে না কালকে অভ্র এখানে আসার জন্যে ওকে বলেছিল,,,,

– অনু তুই আমাকে একবার ও বললি না এতবড় কথাটা,,,,(মুখ টা গোমরা করে নিশা বলে ওঠে)

– বিশ্বাস কর নিশা,,,আমি কিছুই জানি না,,,মি.চৌধুরী আমাকে বলেননি কোথায় নিয়ে যাবেন,, তোকে তো তখন বললাম,,,,

– guys come on …অনু তোমাকে ডাক দিলেই আসবে তাড়াতাড়ি রেডি হয়ে নাও,,,সুনন্দা এরপর তোমার গান,,, রেডি থেকো,,,নিশা তুমি গেস্টদের ওখানে চলে যাও,,,

কিছুক্ষণ পর,,,

principle sir – প্রতি বছরের ন‍্যায় এবছরও আমাদের কলেজে বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,, আমাদের গেস্টরা সবাই প্রায় চলে এসেছে,,,তাদেরকে ফুল দিয়ে অভ‍্যর্থনা জানাবে আমাদের কলেজের ছাত্র-ছাত্রীরা,,,এবং ব‍্যাচ পড়াবেন আমাদের কলেজের সিনিয়র স্টুডেন্ট রা ,,,আরো ও একটা কথা বলে রাখি ইতি মধ্যে আমাদের কলেজে chief guest হিসাবে চলে এসেছেন মি.অভ্র চৌধুরী এবং উনাকে ফুল দিয়ে অভ‍্যর্থনা জানাচ্ছেন আমাদেরই কলেজের শিক্ষিকা চৈতালী মজুমদার,,,

– আমার না কেমন একটা লাগছে,,মানে উনার সামনে নাচবো,,আমার না ভীষণ ভয় লাগছে,,, কি হবে নিশা,,,আমি যদি কোনো গন্ডগোল করে ফেলি,,,??(অনু)

– উফফ অনু তুই ফালতু টেনশন করছিস,,,cool down baby ,,,অভ্র দা আজকে তোকে দেখে just পুরো হা হয়ে যাবে,,যা সুন্দরী লাগছে তোকে,,,আর তোর নাচ দেখে তো পাগল হয়ে যাবে,,,(নিশা)

– উফফ নিশা তুই মজা করিস না,,,উনি আবার নাচ পছন্দ করেন কি না কি জানি??আসলে আমি তো উনাকে এই সব ব‍্যাপারে কোনোদিন কিছুই বলিনি তাই,,,,(অনু)

– এবার আপনাদের সবার সামনে নৃত্য পরিবেশন করতে আসছে এই কলেজেরই ছাত্রী অনুপমা রায়,,,যার নৃত্য অসাধারণ,,, একবার দেখলেই চোখ ভরে যাবে,,,,( কলেজ কতৃপক্ষের মেম্বার)

– অনুপমা রায়,,,মানে,, অনু,,, এটা অনুর কলেজ না তো,,,, নাকি আমার মনের ভুল,, এক নামে তো অনেকেই থাকতে পারে,,,(মনে মনে অভ্র ভাবে)

– অনু তোর নাম announcement করা হচ্ছে যা এবার,,আর দেরি করিস না,,আর দেখি দেখি তোকে,,,হ‍্যাঁ সবকিছু ঠিক আছে,,,, যা এবার,,(নিশা)

– আমার ভীষণ টেনশন হচ্ছে,,দেখ হাত পা কাঁপছে,,(অনু)

– অনু please যা,,নাহলে ম‍্যাম কিন্তু,,ওই দেখ আবার ডাকছে,,,

– অনুপমা তুমি তাড়াতাড়ি স্টেজে চলে এসো সবাই তোমার জন্য অপেক্ষা করছে,,,(কলেজ কতৃপক্ষের মেম্বার)

– মুহূর্তের মধ্যে স্টেজের সব লাইট অফ হয়ে গেল,,, হঠাৎ করেই একটা নীল আলোর ফোকাস স্টেজের মাঝখানে পড়লো যেখানে অনু বসে আছে,,, আস্তে আস্তে গান শুরু হয় আর অনুর নাচও,,,খুব সুন্দর করে অনু নাচ করছে “বধূ কোন আলো লাগলো চোখে” গানটাই,,,দু পাশের রঙ বেরঙের আলো আর কৃত্রিম হাওয়ায় যা অনুকে নাচে সাহায্য প্রদান করছে,,,আজ স্টেজের মধ‍্যমনি হয়ে উঠেছে অনু,,, আর এইদিকে দর্শকদের ভিড়ে দুটি নয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে,,, হ‍্যাঁ অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে,,, চাইলেও অভ্র আজ অনুর থেকে চোখ ফেরাতে পারছে না,,, কি অপরুপ লাগছে,,,কি মায়া ওই মুখের আদলে,,,,হঠাৎ এক ঝাঁক হাততালি তে অভ্রের ঘোর কাটে,,ও সামনের দিকে তাকিয়ে দেখে অনু নেই,,

– আমরা সবাই খুবই সুন্দর একটা নৃত্য দেখলাম,,, ধন্যবাদ অনুপমা,,, ধন্যবাদ সবাইকে,,, এবার একটা কবিতা আবৃত্তি করে শোনাবে সমুদ্র,,,(কলেজ কতৃপক্ষের মেম্বার)

– অনুষ্ঠান চলা কালীন অভ্র একবারের জন্যেও অনুকে আর দেখতে পাইনি,,,সারা অনুষ্ঠানে ওর দুটো চোখ শুধু অনুকেই খুঁজে বেরিয়েছে,,,,কলেজের অনুষ্ঠান প্রায় শেষের দিকে তখনই অভ্রকে অফিসের কিছু দরকারি কাজের জন্য বাধ্য হয়েই চলে যেতে হয়,,,
___________________________________________

– সন্ধ্যার পর অনু আশার ঘরে যায় দু কাপ কফি নিয়ে,,,

– কি রে বললি যে একটু ঘুমাবি তা উঠে এলি কেন??আর এখন কফি করতে গেলি কেন?? মুন্নীকে বললেই তো ও করে দিতো,,,

– এমনি মা,,,আর আমি থাকতে মুন্নী কেন করবে?? নাও কফিটা খাও,,,বিস্কুট দেবো??আচ্ছা মা উনিকি আমি বাড়ি আসার আগে একবারো বাড়ি এসে ছিলেন??

– না তো সেই যে সকালে বেরিয়ে গেল তাড়াতাড়ি কোথায় যাবে বলে,,,এমনকি খেয়েও যায়নি জানিস,,, তুই হঠাৎ জিজ্ঞাসা করছিস কেন??

– ওওও এমনি,,,আচ্ছা পকোরা খাবে বেশ ঠান্ডা পড়েছে আজ কফির সাথে ভালো লাগবে,,গরম গরম ভেজে দি,,,,

– হ‍্যাঁ করে আন,,আচ্ছা চল আমার আবার সিরিয়াল গুলো দেখতে হবে,,,

-ঠিক আছে তুমি যাও,,আমি পকোরা নিয়ে আসছি,,,,
___________________________________________

– ড্রয়িংরুমে টিভি দেখতে দেখতে মুন্নী আশাকে বলল,,,

– দেখেছো কর্তামা কেমন করে বৌমার উপর অত‍্যাচার করছে শাশুড়ি,,,,এই এদের জন্যে সব শাশুড়িদের বদনাম হয়,,,

– হমম,,ঠিক বলেছিস,,,এরা এটা ভাবে না,,আরে তোরাও তো একদিন বৌমা ছিলিস,,তোরাও তো অন‍্যের বাড়ির মেয়ে,,বা তোদেরও তো একটা মেয়ে আছে,,,,

– আমার শাশুড়ি কিন্তু খুব ভালো,, বুঝেছিস মুন্নী,,

– জানি বৌদিভাই কর্তমা খুব ভালো,,তোমাকে কত ভালো বাসে,,,,

– আচ্ছা এত রাত হয়ে গেছে কিন্তু দেখো ছেলেটা এখানো বাড়ি ফিরলো না ,,,অনু তোকে কি ফোন করেছিলো অভ্র???

– আশা অভ্র ফোন করে ছিল,,, ওর আসতে একটু দেরি হবে অন‍্য দিনের তুলনায়,, ও একেবারে ডিনার করে আসবে,,,তোমরা খেয়ে নাও,,বৌমা আমাকে খেতে দিয়ে দাও,,,(অভ্রের বাবা)

– ঠিক আছে বাবা তুমি বসো দিচ্ছি,,,মা ,,মুন্নী তোমরাও বসো খেয়ে নাও অনেক রাত হয়ে গেছে,,,( আচ্ছা মি.চৌধুরী একটাবার কি আমাকে ফোন করা যেত না??নাকি আমি আপনার কেউ না?? প্রত‍্যেকটা পদে পদে আপনি প্রমাণ করে দেন আমি আপনার কেউ না,,আর সত‍্যিই তো আমি কে আপনার???)

-অনু,, এই অনু,,ওইইই কি এত চিন্তা করছিস??(আশা)

– হ‍্যাঁ মা,,,(আশার ডাকে ভাবনায় ছেদ ঘটলো অনুর)

– বলছি যে তুই আমাদের সাথে বসে পর,,অনেক রাত হয়েছে,,,আর চিন্তা করিস না অভ্র তাড়াতাড়ি চলে আসবে,,তোর বাবা তো বললো তোকে,,,

– ঠিক আছে মা,,দে মুন্নী তরকারির বাটিটা আমাকে দে আমি দিয়ে দিচ্ছি সবাইকে,,,

-রাতে সবাই খেয়ে যে যার রুমে চলে যায়,,,
________________________________________

– অনু অভ্রের জন্য অনেকক্ষণ যাবদ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায় এক সময়,,,প্রায় মাঝরাতে অভ্র বাড়ি ফেরে,,,তারপর সোজা নিজের রুমে চলে আসে,,

– অভ্র রুমে এসে দেখে অনু সোফায় বসে বসে ঘুমাচ্ছে,,,ও অনুকে না জাগিয়ে তাড়াতাড়ি ফ্রেস হয়ে আসে ওয়াশরুম থেকে,,তারপর অনুর কাছে গিয়ে আস্তে করে ডেকে ওঠে

– অনু,, অনু(গায়ে হাত দিয়ে)

– অভ্রের ডাকে অনুর ঘুম ভেঙ্গে যায়,,তারপর পিটপিট করে হালকা চোখটা খুলে দেখে অভ্র ওর দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে,,, ও সাথে সাথেই উঠে বসে,,তারপর শাড়িটা ঠিক করে অভ্রকে বলে,,,

– আপনি কখন আসলেন,,(ঘুম জড়ানো কন্ঠে অনু বলে কথাটা,,,আর এই ঘুম জড়ানো কন্ঠই যথেষ্ট ছিল অভ্রের হৃদয়ের স্পন্দনকে হঠাৎ করেই বাড়িয়ে দেওয়ার জন্য)

– এই তো একটু আগে,,কিন্তু তার আগে এটা বলো তুমি সোফায় ঘুমাচ্ছিলে কেন??বিছানা তো খালি পড়ে আছে,,(একটু হেসে)

– এমনি ইচ্ছা হয়েছে তাই,,(অভ্রের হাসি দেখে একটু রেগে যায় অনু,,একের থেকে ফোন করেনি তখন,, আর এখন এসে মজা করছে ওর সাথে,,কলেজে যখন ছিল তখনো একটিবারের জন্য হলেও ফোন করেনি,, অনুর হঠাৎ করেই মনে হলো আদেও অভ্রের কোনো যায় আসে না ও নাচলো কি নাচলো না তাতে,,,নিজের রাগকে দমিয়ে রেখে অনু বলে ওঠে) মি.চৌধুরী আপনি ঘুমান বিছানায় আমি এই সোফাতেই ঠিক আছি,,,

– আরে অনু তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি,,

– কি কথা মি.চৌধুরী???

– এটাই যে তুমি এত ভালো নাচতে পারো কোথায় আমাকে তো কোনোদিন বলোনি,,আজ যদি তোমাদের কলেজে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না,,,একটা কথা বলতেই হবে খুব সুন্দর নাচ করো তুমি অনু,,(অভ্রের কথা গুলো শুনে দমিয়ে রাখা রাগ আর জমে থাকা অভিমান টা আবার মাথাচাড়া দিয়ে ওঠে অনুর,,,তাই ও বলেই ফেলে,,)

– কখনো কি জানতে চেয়েছেন মি.চৌধুরী যে আমি নাচ পারি এটা জানবেন??যে স্বামী ফুলসজ্জা রাতে তার বৌকে কন্টাক্ট পেপার সাইন করতে বলে সে কি করে জানবে তার এই বৌটা নাচতে পারে,,,(কথা গুলো একদমে বলে ফেলে অনু)

– অনুর কথায় অভ্র ওর দিকে তাকায়,,তারপর ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে অনুর কাছে গিয়ে বলে,,”সত‍্যিই তো আমার অনেক বড়ো ভুল হয়ে গেছে বৌ,,”(বলেই অনুকে কোলে তুলে নেয় অভ্র,,,)

-(আচমকা এইভাবে কোলে নেওয়ায় অনু অভ্রকে শক্ত করে ধরে রাখে,,,,তারপর অভ্রের মুখে বৌ কথাটা শুনে যেন কেমন প্রশান্তির ছোঁয়া খেলে যায় ওর মনে,,নিজেকে সামলে বলে,,) একি করছেন মি.চৌধুরী,, নামান আমাকে,,আমি পড়ে যাবো নাহলে,,

– চুপ,,,(অভ্র অনুকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়,,তার পর অনুর পাশে শুয়ে ওর চুলে বিলি কাটতে থাকে,,অভ্রের কাছ থেকে এমন স্পর্শ পেয়ে অনু পুরো চুপচাপ হয়ে যায়)

– সত‍্যি আমার ভুল হয়ে গেছে এটা জানা আমার উচিত ছিল,, আমার একমাত্র বৌটার এত গুন ,,,সত্যি আমার ভুল হয়ে গেছে,,,তা এবার এই ভুলের সাজা হিসাবে যা শাস্তি দেবে এই বৌটা তার স্বামীকে সে সেটা মাথা পেতে নেবে,,,,(বলেই অনুর কপালে নিজের অধরযুগলের ছোঁয়া দেয় অভ্র,,আর সেই স্পর্শের শিহরণে শিহরিত হয়ে সাথে সাথেই অনু চোখ বন্ধ করে ফেলে,,হালকা ডিমলাইটের আলোয় অনু কে খুব মায়াবী লাগছিল অভ্রের কাছে,,,নিজেকে আর সামলাতে না পেরে সাথে সাথেই অভ্র অনুকে শক্ত করে জড়িয়ে ধরে,, ওই মুহূর্তেই অনু ওর দুহাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে,, ক্রমশই দুজনেই একটা ঘোরের মধ্যে প্রবেশ করে,,, কিছু সময় যাওয়ার পরেও যখন দুজনেই একে অপরের দিকে চেয়ে থাকে তখন হঠাৎ অনু বলে উঠে,,)

– মি.চৌধুরী সরুন,, please,,(বলেই অভ্রকে নিজের থেকে সরিয়ে দেয় অনু,, অনুর এমন ব‍্যবহারে অভ্র কিছুটা অবাক হয় আবার পরে নিজে নিজেই ভাবে হয়তো অনুর সময় লাগবে কিন্তু এই সব কিছু তক্ষুনি অনুর কথায় মিথ্যা প্রমাণ হয় যখন অনু বলে,,,)

– মি.চৌধুরী আমি দুঃখিত কিন্তু আমার কিছু প্রশ্ন আছে,,,আপনি কি নীলাঞ্জনাকে ভুলতে পেরেছেন??

-অনুর মুখে হঠাৎ করে নীলাঞ্জনার কথা শুনে অবাক হয়ে যায় অভ্র,,,

– আমি জানি আপনি এখনো ভুলতে পারেন নি,,,হয়তো কোনোদিন পারবেনও না আর আমি আপনাদের বিষয়ে সব জানি,,,সব জানি মানে সবটাই জানি,,তাই বলছি হঠাৎ ঝোঁকের বসে এমন কিছু করবেন না যা আমাদের মধ‍্যে যে ভালো সম্পর্ক টা গড়ে উঠেছে সেটাকে নষ্ট করে দেওয়ার জন্যে যথেষ্ট কারণ না হয়ে দাঁড়ায়,,,(বলেই অনু বিছানা ছেড়ে সোফায় এসে শুয়ে পড়ে)

– অনু এইসব কিছু মুন্নী বলেছে তোমাকে,,,কিন্তু অনু,,(অভ্রকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে অনু বলে,,)

– হ‍্যাঁ মুন্নী বলেছে,,,আর তাতে বরঞ্চ আমার লাভ ছাড়া ক্ষতি হয় নি,,,ওই জন‍্যেই হয়তো আপনি আমাদের বিয়ের পরেই আমাকে দিয়ে কন্টাক্ট পেপার সাইন করিয়ে নিয়েছিলেন,, এটা ঠিক আছে আমি জানি মি.চৌধুরী কাউকে ভালোবাসলে তাকে এত সহজে ভোলা যায় না,,, আর এটাও জানি বা বুঝি একসাথে একটা ঘরে থাকলে যখন তখন কোনো পুরুষের পুরুষাঙ্গ জেগে উঠবেই তবে,,( এতক্ষণ যাবদ চুপ করে অনুর কথা গুলো শুনছিলো অভ্র,,,কিন্তু শেষের কথা গুলো শুনে অভ্রের চোয়াল শক্র হয়ে আসে,, রাগেতে ও হাত দুটো মুঠ করে নেয়,,,তারপর নিজের মুখে আঙ্গুল দিয়ে চুপ করার ইশারা করে বলে ওঠে,,,)

– চুপ অনু একদম চুপ অনেক বলেছো তুমি,, আর একটাও কথা তুমি বলবে না,,তাহলে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো,,,নীলাঞ্জনার সম্পর্কে আমি জানি না তুমি কতটা জানো,,,,তবে শুধু একটা কথায় বলবো এই অভ্র চৌধুরী যে জিনিস একবার ছুড়ে ফেলে দেয় পুনরায় সেই জিনিস তুলে নেওয়া তো দূরের কথা পা দিয়ে মারিয়েও যায় না,,,,আর কি বললে তুমি,,, পুরুষাঙ্গের কথা বলছো,,তেমন যদি ইচ্ছা থাকতো সেটা আমি অনেক আগেই করতে পারতাম,,,হ‍্যাঁ পারতাম,, সেই সুযোগ টাও ছিল আমার এমনকি চাইলেও তুমি আমাকে বাঁধা দিতে পারতে না,,,কিন্তু এই অভ্র চৌধুরী এমন নয়,,কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও,,পরবর্তীতে কাজে লাগবে,,,(কথা গুলো বলেই ঘর থেকে বেরিয়ে যায় অভ্র)

– আমি তো ঠিক কথায় বলেছি,,কেন স্বীকার করলেন না আপনি?? আপনার যখন ইচ্ছা হবে কাছে আসবেন আর যখন ইচ্ছা হবে চলে যাবেন??এটা আমার সাথে আর হতে দেবো না আমি,,,আমি তো জানি তখন আপনি একটা ঘোরের মধ্যে ছিলেন তাই আমার কাছে এসেছিলেন,, যখন এই ঘোর কেটে যাবে তখন আবার আমার হাতে কন্টাক্ট পেপারটা ধরিয়ে দিয়ে চলে যেতে বলবেন,,তাই আপনাকে ওখানেই থামানোর প্রয়োজন ছিল আমার,,,(কথা গুলো বলেই কাঁদতে থাকে অনু)

চলবে…..

(কপি পেস্ট করবেন না,,,, পেজের রিচ কমায় হয়তো অনেকের কাছে গল্প পৌঁছাবে না,,,যারা যারা পড়বেন সবাই রিয়‍্যাক্ট,, সেয়ার ও গঠনমুলক মন্তব্য করবেন,,)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here