💖💖নরম গার্লফ্রেন্ড থেকে রাগী বউ💖💖
💘💘💘💘💘💘💘💘💘💘
পর্ব :৬
::::::::::::::::+++++++::::::::::::::::::;:;
পরের দিন মিদুলাসহ সকলে আমাদের বাসায় গেল,,,,,,,
বাসার কলিংবেল চাপার কিছুক্ষণ পর,,,,,,,,,,মিলি এসে দরজা খুললো,,,
:-আরে আপনারা? (মিলি)
:-হুমমম,,,,আলাউদ্দিন এর সাথে দেখা করতে আসছি? (রাকিব)
:-কি বলছেন!! আমি ঠিক শুনছি তো!! (মিলি)
:-এভাবে বলার কি আছে!! আর তুমি এই বাসায় কেন? (মিদুলা)
:-আজব তো!! আমি আমার কাকি মার বাসায় থাকবো না!! (মিলি)
:-মানে!! 😲 (মিদুলা)
:-মানে কিছুই না!! আপনি কুকুরের সাথে দেখা করতে আসছেন কেন? ওতো আপনার সাথে চিট করছে!! প্রতারকের বা জানোয়ারের কাছে আপনার কি? (মিলি)
:-সব বলবো তুমি বলো!! একটু আগে কি বললে!! আলাউদ্দিন তোমার কি হয়?😧 (মিদুলা)
:-কে আসছেরে মিলি?. (মা বললো ভিতর থেকে)
:-ভাইয়ার কলেজের বন্ধুরা আসছে কাকি!! (মিলি মিদুলার দিকে তাকিয় বললো)
:-ভাইয়া 😳😳 (সবাই অবাক চোখে)
:-তো ওদের ভিতরে নিয়ে আয়!! (মা)
:-আসুন ভিতরে আসুন? (মিলি)
:-আমি খুব বড় ভুল করে ফেলছি!! 😥😥(মিদুলা)
:-শুধু বড় না আপু!! আসুন ভিতরে আসুন!! (মিলি)
::::::::::::::::
সবাই ভিতরে আসার পর,,,,,
:-বাবা,,,,তোমরা সবাই কেমন আছো? (মা)
:-জ্বি!! আন্টি আমার ভালো আছি!! (রাকিব)
:-তো মিদুলা মা!! তুমি কেমন আছো!! (মা)
:-ভালো নেই 😢😢 (মিদুলা)
(আসলে এর আগে মিদুলাকে আম্মুর সাথে দেখা করিয়ে দিছিলাম। তাই মা মিদুলাকে চেনে)
:-কেন? মা কি হইছে? (মা)
:-কিছু না!! আন্টি আলাউদ্দিন কোথায়? (মিদুলা)
:-…….চুপ….(মা)
:-কি হলো আন্টি!! ও কোথায়? 😢 (মিদুলা)
:-তোমরা জানো কিনা জানি না!! কিন্তু আমার ছেলের সব শেষ হয়ে গেছে 😭 (মা)
:-আপনি কান্না করছেন কেন? কি হইছে ওর,,, plzz বলুন 😢 (মিদুলা)
:-আসলে তিন মাসসসস (মাকে শেষ করতে দিলো না মিলি)
:-তা শুনে আপনি কি করবেন!! কাকি আপনি কিছু বলবেন না (মিলি)
:-কেন? (মা)
:-ভাইয়া জানলে রাগ করবে!! (মিলি)
:- দোয়া করে তুমি এমন করো না!! আন্টিকে বলতে দেও 😥 (মিদুলা)
:-কুকুরের কাহিনী শুনে আপনাদের কোন কাজ নেই!! আর তাছাড়া সেদিন তো কুকুরটির একটি কথাও আপনি শোনেন নি। তাহলে এখন শুনতে চাচ্ছেন কেন? ☹ (রেগে বললো মিলি)
:-মিলি!! এভাবে কেও কথা বলে? (মা মিলিকে ধমক দিলো)
:-কাকি তুমি জানো না!! ভাইয়ার ঔই অবস্থার জন্য এই মেয়েসহ সবাই দাঁয়ী!! (মিলি খুব রেগে আছে তো ওদের উপর তাই এমন করতেছে)
:-মানে!! (মা)
:-মানে আমি বলছি আন্টি!!
“আসলে মিদুলা আর আলাউদ্দিন একে অপরকে খুব ভালোবাসে। তিন মাস আগে,,,,,,,,,,,,,, রাকিব সব কথা মাকে খুলে বললো ” (রাকিব)
:-তাই ওদের মাঝে একটু ভুল বুঝাবুঝি হইছে (রাকিব)
:-মারে!!! অনেক বড় ভুল করে ফেলছো!! আমার ছেলেটা শেষ হয়ে গেছে 😭 (মা)
:-দোয়া করে বলুন!! কি হইছে ওর? 😥 (মিদুলা)
:-সেদিন তোমাদের থেকে বিদায় নিয়ে আসার পথে,,,,,,,,,,,,,,,,, (মা সবাইকে সব কথা খুলে বললো)
:-নাহ্হ্হ্,,,আমার আলাউদ্দিন এর সাথে এমন হতে পারে 😭😭😭 আমি নিজের হাতে ওকে শেষ করে দিলাম!! আমাকে তুমি অপরাধী করে দিলে!! আমি এখন কি করবো 😭😭😭 (মিদুলা)
:-মা!! তুমি শান্তু হও!! নিজের দোষ দিও না,,, সবই আমার ছেলের দুর্ভাগ্য 😭 (মা)
:-নাহহ,,,মা আমিই ওর জীবন শেষ করে দিছি!! খুব বাজে ব্যবহার করছি ওর সাথে!! খুব মেরেছি ওরে!! কিন্তু পাগলটা সব কিছু নিরবে সহ্য করছে 😭😭 ওকে আমিই মেরে ফেলছি 😭😭 আমি কিভাবে এতো নিষ্ঠুর হলাম। আমি ওর পা ধরে মাফ চাইতে চাই 😭 (মিদুলা)
:-আমরা ওকে শেষ করে দিছি!! আমরা কখনো নিজেদের ক্ষমা করতে পারবো না😭😭😭 (রাকিব)
:-আমরা ওর কাছে ক্ষমা পেতে চাই 😭 (সবাই এক সাথে)
:-এখন আর কিছু হবে না!! সব শেষ 😭 (মিলি)
:-বাবা!! তোমারা সবাই এখন আসো? 😭 (মা)
:-আন্টি ওর নাম্বার নেই!! 😭 (মিদুলা)
:-নাহ্হ্,,,মা!! ও এখনো phn দেয় নি!! দিলে জানতে পারবো (মা)
:-ওহো,,,আন্টি আপনি একাই থাকেন? (ইয়াছিন)
:-হুমমম,,,বাবা!! ছেলেটা ছাড়া আমার কেও নেই। আমাকে একা রেখে চলে গেলো!! 😭 (মা)
:-মিলি? (রাকিব)
:-ও কালকে চলে যাবে!! (মা)
:-ওহো,,,(সবাই)
:-আচ্ছা!! আমরা এখন আসি!! ও phn দিলে ওর নাম্বারটা আমাদের দিয়েন? (রাকিব)
:-হুমম,,,,!! (মা)
:-তাহলে আজ আমরা উঠি? (রাকিব)
:-হুমমম!!! (মা)
:-তোরা যা! আমি যাবো না!!😢 (মিদুলা)
:-মানে কি? (রিমা)
:-মানে আমি এখানেই থাকবো!! (মিদুলা)
:-মা!! তুমি পাগলামি কররো না!! বাসায় যাও!! আর আমার ছেলেকে ভুলে নতুন জীবন শুরু করো? (মা)
:-না ,,,, আমি তা কখনো পারবো না!! এটি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না! 😭 (মিদুলা)
:-তুমি আমার ছেলের থেকে ভালো ছেলে পাবে!! সুন্দর দেখেতে ছেলে দেখে বিয়ে করে সুখি হও মা? (মা)
:-দোয়া করে এসব কথা বলবেন না!! আমি ওকে ছাড়া কাওকে ভালোবাসতে পারবো না!! বিয়ে করলে ওকেই করবো! 😭😭😭 (মিদুলা)
:-জীবন ছেলে খেলামি না!! (মা)
:-না ,,আমি ছেলে খেলামি করছি না!! আমাকে তাঁড়িয়ে দিয়েন না plzzz…?😢 (মিদুলা)
:-আচ্ছা সব পরে দেখা যাবে!! এখন বাসায় যাওও মা? (মা)
:-না,,আমি আপনাকে ছাড়া যাবো না!! আপনি একা থাকবেন কিভাবে!!😢😢😢 (মিদুলা)
:-আমি থাকতে পারবো! আমাকে নিয়ে ভেবো না? তুমি এখন বাসায় যাও মা? (মা)
:-হুমমমম😢😢 (মিদুলা)
::::::::;;;::;
তারপর আরকি সবাই যখন চলে যাচ্ছিলো,,, তখন মিলি,,,,
:-মিদুলা আপু!!! ভাই এটি আপনাকে দিতে বলছিলো,,,নিরবে একা পড়তে বলছে!! (মিলি মিদুলার হাতে আমার লেখা চিঠিটা দিলো)
:-………(অবাক চোখে তাকিয়ে আসে মিদুলা)
:::::::::::::::::::::::::
বাসায় গিয়ে মিদুলা অনবরত কান্না করতেছে!! ঘরের দরজা বন্ধ করে কাঁদছে।
আমি শেষ করে দিলাম!! আমার পাগলকে. আমাকে মাফ করো দিও। আমি এখন কি করবো!! কিভাবে থাকবো তোমাকে ছাঁড়া।,,,,😭😭😭😭😭
::::::::::
এর মাঝে মিদুলার ঔই চিঠিটার কথা মনে পড়তেই মিদুলা পড়তে লাগলো,,,,,,,,,,
“”””
“”””প্রিয় মিদুলা,,,
এই পাগলি কেমন আছো? জানি ভালো নেই. আমি জানতাম তুমি সত্যিটা জানলে সহ্য করতে পারবে না। এই দেখো একদম কাঁদবে না!! জানো না,, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। আর নিজেকে কখনো দোষী মনে করবে না!! আমার বিধীর বিধানে যা ছিলো,, তাই হইছে আমার সাথে। খুব ভালোবাসি তোমাকে!!
আমার জন্য অপেক্ষা করো না!! কারণ আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার জন্য। আমার সব শেষরে পাগলি😢
তুমি ভালো একটি ভালো ছেলে দেখে সক কিছু নতুন করে শুরু করো!!
ভালো থেকো!!
ইতি
প্রতারক (আলাউদ্দিন)
::::::::::
চিঠিটা পরার পর থেকে আরো বেশি কাঁদতে লাগলো মিদুললা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে ক্ষমা করে দিও।
তুমি ফিরে এসো plzzz….খুব ভালবোসাবো তোমাকে,,আর কখনো কষ্ট দেবো না 😭
সেই যে এসে মিদুলা দরজা বন্ধ করে কান্না শুরু করছে তো করছেই।
মিদুলার বাবা মা সেই কখন থেকে মিদুলাকে ডাকছে কিন্তু কিছু শুনছে না।
অবশেষে দরজা ভেঙে রুমে ধুকলো মিদুলা বাবা,,,,
:-মা,,,তোর কি হইছে? কান্না করছিস কেন? (মিদুলার বাবা)
:-বাবা!! আমি খুব খারাপ😭😭😭 (মিদুলা)
:-নাহ্হ্,,,মা কে বললো তুই খারাপ? (বাবা)
:-বাবা,,,আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না 😭 (মিদুলা)
:-কি হইছে বলবি তো? (বাবা)
:-বাবা,,,আমি এক জনের জীবন নষ্ট করে ফেরছি!! 😭 (মিদুলা)
:-মানে ্!! কি বলছিস!! সব খুলে বল আমাকে? (বাবা)
:-বাবা,,,আমি,,,,,, 😭😭(মিদুলা ওর বাবাকে সব খুলে বললো)
:-নাহ্হ্,,,মা তুই খুব বড় একটা ভুল করে ফেলছিস!! 😢 (বাবা)
:-😭😭😭😭😭😭😭😭😭😭 (অঝরে কান্না করছে মিদুলা)
:-কাঁদিস না মা! (বাবা)
:-আমি এখন কি করবো বাবা? (মিদুলা)
:-তোকে আলাউদ্দিনের পাশে থাকতে হবে,,,,,ওর সেবা করাই হবে তোর ভুল থেকে ক্ষমা পাওয়ার একমাত্র পন্থা (বাবা)
:-আমি তাহলে এখন কি করবো!! (মিদুলা)
:-শোন!! তাহলে,,,,,,,,,,,(বাবা)
:-আচ্ছা বাবা!! কিন্তু বাবা!! আন্টি? 😢(মিদুলা)
:-আমি কথা বলবো নি,, তুই চিনতা করিস না! (বাবা)
:-হুমম😢😢😢 (মিদুলা)
:-হুমমম,,,এখন খেতে আসো? (বাবা)
:-নাহ্হ্,,,বাবা এখন খাবো না,,,, plzz জোর করো না!! (মিদুলা)
:-ওকে! আর কান্না করিস না!! (বাবা)
:::::::;;;;
বিদেশে এসে খুবই একা লাগছে,,,পুরা মুখ নিয়ে না পারছি বাইরে যেতে না পারছি কিছৃ করতে। খুব মিস করছু,, মিদুলাকে। দেশে কাটানো সময়গুলোকে।
মনে হচ্ছে,,,বিশাল এই পৃথিবীতে আমি একা। এমন কেও নেই যার সাথে আমার মনের কথাগুলো শেয়ার করবো। দেশে থাকলে শুনতাম,,বিদেশ হলো আসল জেল খানা।
সত্যি কথা বিদেশ খুব নিরব কষ্টের জায়গা।
সত্যি ছেলেদের মতো কষ্ট হয়তো কেও পায় না। আর বিদেশে ছেলেরা নিজের ইচ্ছায় আসে না। তাদের আসতে বাধ্য হয়। সমাজের সমোলচনা থেকে রক্ষা পেতে,,,,বাবা-মার সুখের জন্য তারা বিদেশ আসে। ছেলেরা বুক ভরা কষ্ট নিয়ে বিদেশ এসে,, বুকের মধ্যে কষ্টের পাহাড় থাকার পরেও,,,,,তারা বলে “”আমরা ভালো আছি”” তবুও তাদের কষ্টের কথা বলে না।
এই হলো ছেলে মানুষ)
:::::::::
মনে হচ্ছে এখনি ছুঁটে চলা যাই। আবার সেই মজা,,,বন্ন্ধু -বান্ধব,,,কলেজ জীবন সব কিছুর মধ্যে ঢুকে যাই।
কিন্তু হারানো সময় ফিরে পাওয়া যায় না,,,মিস করা যায় 😥😥😥😥😥।
:;:::::::::::::::::
পরের দিন মিদুলা আর মিদুলার বাবা,,,,,
:-ত্রিং ত্রিং ত্রিং
:-কিরে মা!! তুমি এখানে!! আর উনি কে? (আমার মা)
:-আন্টি আমার বাবা!! (মিদুলা)
:-আমি মিদুলার বাবা!! (মিদুলার বাবা)
:-ওহো,,আসুন ভিতরে আসুন? (মা)
:-হুমমম!! চলুন (মিদুলার বাবা)
(মিদুলা আর মিদুলার বাবা আমাদের বাসায় আসছে। মিদুলাকে আমার মার কাছেছে রাখার জন্য।)
::::::::::
:-আপনি কেমন আছেন? (মিদুলার বাবা)
:-জ্বি! ভালো আছি!! আপনি? (মা)
:-হুমমম,,,আমি ভালো আছি!! কিন্তু আমার মেয়ে ভালো নেই। (মিদুলার বাবা)
:-কেন? (মা)
:-কাল সারা রাত ঘুমাই নি!! সারাক্ষণ কান্না করছে!! ওকে আপনার কাছে রেখে দিন. নাহলে ও বাঁচবেন না!! 😢 (মিদুলার বাবা)
:-কি বলেন!! আপনি তো সব জানেন!! তারপরেও ওর সুন্দর জীবনটাকে নষ্ট করবেন কেন? (মা)
:-ওর আসল জীবন এখানেই!! ও এখানে ছাড়া কোথাও সুখ পাবে না!! (মিদুলার বাবা)
:-কি বলেন? (মা)
:-হুমম!! ওকে আপনার কাছে রেখে দিন!! না করবেন না plzz!! (মিদুলার বাবা)
:-আচ্ছা তাই হবে!! (মা)
:-ধন্যবাদ (মিদুলার বাবা)
:-দেখি মা এদিকে আয়? (মা)
(মিদুলা মার পাশে গিয়ে বসলো)
:-খুব ভালোবাসিস আমার ছেলেকে? (মা)
:-হুমমম (মিদুলা)
:-ওকে আর কষ্ট দিবি নাতো? (মা)
:-না (মিদুলা মাথা নিচু করে আছে)
:-ওকে দেখে রাখিস মা!! (মা)
:-হুমম,,,রাখবো মা (মিদুলা)
:-আচ্ছা,,আলাউদ্দিন দেশে আসবে না? (মিদুলার বাবা)
:-জানি না,,,সেই যে গিছে এখনো একবারও phn দেয় নি!! (মা)
:-দিবে চিন্তা করবেন না!! আজ আমি তাহলে আসি? (মিদুলার বাবা)
:-আচ্ছা!! (মা)
::::::::::
মিদুলা এখন আমার মার সাথে থাকে। ও খুব কেয়ার করে আমার মাকে।
শুধু আমি বাসায় ফোন দিই না।
::::::::
দেখুন একটি ছোট্ট ভুলের জন্য কত বড় পরিবর্তন মানুষের জীবনে আনতে পারে। তাই কোন সিধান্ত গ্রহণ করার আগে,,,অনেক ভেবে চিনতে গ্রহণ করবেন। পর্যবেক্ষণ করে দেখবেন,, আসলে কি আপনি যা ভাবছেন তা সত্যি কিনা।
আবেগের বসে কোন সিধান্ত নিবেন না। প্রিয় মানুষকে বুঝার চেষ্টা করুন।
::::::::
বিদেশ যাওয়ার এক মাস পর আমি বাসায় ফোন দিলাম,,,,,
:::::::
#চলবে
::::::::