☺️নরম গার্লফ্রেন্ড থেকে রাগি বউ🤨 পর্বঃ৭ শেষ পর্ব

0
921

💖💖নরম গার্লফ্রেন্ড থেকে রাগী বউ💖💖
💘💘💘💘💘💘💘💘💘💘
পর্ব:- ৭ & শেষ
———————++++++++——————-

বিদেশ যাওয়ার একমাস পর বাসায় ফোন দিলাম,,,,,,
:-মিদুলা মা,, আলাউদ্দিন দিছে!! (মা)
:-ধরে কথা বলুন!! আর ও যেন না বোঝে আমি এখানে থাকি!! (মিদুলা)
:-আচ্ছা!! (মা)
:::::::::::::
:::::::::::::
:-হ্যালো,, মা (আমি)
:-এখানে কারো মা নেই!! (অভিমান করে)
:-তাই নাকি!!! তাহলে আপনি কে? ( মজা করে)
:-আমি এক জন অসহায় মা!! (মা)
:-এভাবে বলছো কেন?
:-তো কিভাবে বলবো!! আমার তো ছেলে থাকতেও ছেলে নেই!!
:-তাহলে আমি কে?
:-জানি না!!
:-মা!! রাগ করো না!! সরি
:-হুমম।
:-এখন একটু হাঁসো plzz?
:-পারবো না!!
:-কেন?
:-কারণ আমি একটুও ভালো নেই!
:-তাই নাকি!! তা আমার মা জননীর কি হইছে?
:-কিছু না!!
:-ওহো,,,,বুঝছি!! এতদিন ফোন দিই নি বলে অভিমান করে আছে আমার মা? (আমাদের কথা মিদুলা চুপিচুপি শুনতেছে)
:-কোন অভিমান নেই!!
:-তাই আচ্ছা কি করলে!! আমার মা জননীর অভিমান ভাঙবে?
:-বাড়ি চলে আসলে?
:- মা তুমি না হেব্বি মাইরি!!
:-ঔই মাইরি কি হুমম।। আর মাইরি টাইরি বুঝি না। তুই আসবি কিনা তাই বল?
:-দেরি আসে,,,,,কেবল তো আসলাম।
:-হো,,,আসবি কেন? আমি তোর কে হই!!
:-তুমি আমার সব কিছু মা!! তুমি ছাড়া আমাকে বুঝার মতো কেও নেই মা?
:-হইছে আর পাম মারতে হবে না!!
:- আচ্ছা বাদ দেও!! কেমন আছো মা?
:-ভালো আছি!! তুই কেমন আছিস?
:-আমিও ভালো আছি। জানো মা আজ না আমার হাঁত কেটে গিছে?
:-কিহ্হ্,,, (এইরে মিদুলা বলে ফেলছে 🤫)
:-কে?
:-কেও না বাবা?
:-কে যেন কথা বললো!!
:-কে!! কথা বলবে আমিই তো বললাম!!
:-ওহো,,,তুমি!! (কন্ঠটা আমার খুব পরিচিত মনে হলো)
:-হুমমম,,,,হাঁত কাটছে কিভাবে বাবা?
:-রান্না করতে গিয়ে!!
:-একটি কাজও ঠিক মতো করতে পারে না গাঁধা!! (মিদুলা মিনমিন করে বললো)
:-ওহো,,,,দেখে শুনে থাকিস বাবা?
:-ওকে মা!!
:- আচ্ছা বাবা একটি কথা বলি শোন?
:-হুমম,,,,,বলো?
:-ওখানে তো মুখের সার্জারি করা যায়?
:-হুমম হয়!!!
:-তো তুই সার্জারি করেক?
:-মা!! মুখের সার্জারি করে কি হবে!! আমার তো সব শেষ!! যাকে এতো ভালোবাসলাম। তাকে পেলাম না। আর চেহারা দিয়ে কি হবে মা?
:-আমি এতো কিছু বুঝি না। তুই সার্জারি করবি?
:-আচ্ছা করবো নি। সময় হোক!!
:-হুমমম।
:-আজ তাহলে রাখি মা?
:-আচ্ছা,,,আবার একমাস পর দিও? (অভিমান করে)
:-আরে না!! আজকে থেকে প্রতিদিন দেবো!!
:-প্রমিজ?
:-হুমম,,,প্রমিজ। আচ্ছা রাখি!!
:-আচ্ছা।
:::::::::::::::::::::
:::::::::::::::::::::
এভাবেই চলতে লাগলো আমার জীবন। মিদুলার কথা আমার সব সময় মনে পড়ে। কিন্তু কিবা আর করার আছে!! কিন্তু এখানেও সকলে আমাকে নিয়ে হাসাহাসি করে। আমার মুখের জন্য। তাই আর সকলের হাসির পাত্র না হওয়ারর জন্য মুখের সার্জারি করতে হলো!.
কিন্তু সার্জারিতে বেশি ভালো ফল পায় নি। কারণ এসিডের পরিমান একটু বেশিই ছিল। তাও আগের থেকে অনেক ভালো হইছে।
তাই মাকে জানানোর জন্য phn দিলাম।
:::::::::::::::::::::
:-হ্যালো মা!! (আমি)
:-হুমম,,,,বাবা কেমন আছিস? (মা)
:-হুমম,,,মা ভালো আছি!! তুমি কেমন আছো?
:-হুমমম,,,ভালো আছি!! (মা)
(মিদুলা শুধু আমাদের কথা শোনে। কথা বলে না)
:-মা একটি সু-খবর আছে?
:-সু-খবর!! কি বাবা?
:-আমি মুখের সার্জারি করছি।
:-কিহ্হ্,,,,সত্যি
:-হুমমম!! মা চলো আমরা ভিডিও কলে কথা বলি?
:-হুমম,,,বাবা অনেক দিন তোকে দেখি না!!
:-তাহলে imo তে আসো?
:-আচ্ছা আসতেছি!!
:-তাহলে আমিও আসতেছি!!
::::::::::::::::::
imo এর কথা মনে পড়তেই। মিদুলার কথা মনে পড়ে গেল!
অভিমান করে আমি imo আনস্টল করে রাখ ছিলাম।
তাই ইনস্টল করে ঢুকলাম সেই ইমোতে। যেখানো মিদুলার সাথে দিন রাত কথা বলতাম,,,,
মার সাথে video কলে কথা বললাম।
মা তো আমাকে দেখে অবাক হয়ে গিছে,,,,,আর সেকি কান্না। আসলে অনেক দিনের নিজের ছেলেকে না দেখার আবেগে কেঁদে দিছে।
আর মিদুলা আমাকে লুকিয়ে দেখছে,,,,,,,,,
::::::::::
তারপর আবার অডিও কল দিলাম।
:-কি মা!! কেমন দেখলে তোমার ছেলেকে?
:-ফাজিল!! বাবা একটি কথা ছিলো!! ?
:-কি মা?
:-তোর কলেজের সব বন্ধুরা আই ছিলো!!
:-কিহ্হ্,,,!
:-হুমম,,,,আমি সব জানতে পেরেছি!!
:-সরি মা!!
:-সরি বলতে হবে না!! মিদুলাতো ওর ভুল বুঝতে পেরে সেকি কান্না শুরু করে দিছেলো?
:-জানতাম এমন কিছু হবে!! ও তো একটি পাগলি!! তারপর কি হলো মা?
:-তারপর আর কি!! মিদুলা তো এখান থেকে যেতে চাই না
:-তারপর?
:-আমরা সকলে ওকে বুঝিয়ে পাঠিয়ে দিছিলাম।
:-ভালো করছো!! আমার এই জীবনের সাথে ওকে জ্বরাতে চাই না।
ও আমার থেকে অনেক ভারো ছেলে পাবে?
:-আগে আসো বাড়ি তারপর বুঝাবো নি!! (মিদুলা আস্তে আস্তে বললো)
:-হুমমম,,,,,তো বাবা তুই বাসায় আসবি কবে?
:-ওহো,,,মা তুমি শুধু বাড়ি যাওয়ার কথা বলো কে?
:-তাহলে কি বলবো!!
:-কিছু না!! by…
::::::::::::::::::::::::::::
এভাবে কেটে গেল দীর্ঘ চার বছর। এর মাঝে সর্বদা মা আমাকে বাড়ি যাওয়ার জন্য জেরা করেছে।
জানি না মিদুলার কি হইছে। এতোদিন হয়তো বিয়ে গিছে কোন ভালো ছেলের সাথে!!
::::::::::::::
এ রকমই একদিন imo তে ছিলাম,,,,তখন আমার ফোনে একটি কল আসলো
(আপনারা হয়তো ভাবছেন মিদুলা ফোন দিছে!! কিন্তু না)
ফোন দিছে রাকিব,,,,
:-হ্যালো (রাকিব)
:-হুমম,,,(আমি)
:-বন্ধু!! আমাকে মাফ করে দে!!
:-কেন?
:-আমি তোকে বুঝতে পারিনি।
:-আরে না সরি বলার কিছু নেই!! সবই আমার কপাল!! 😥
:-সরি রে!!
:-আচ্ছা বাদ দে!! তারপর বল, তোদের খবর কি?
:-ভালো বন্ধু!!! তুই কেমন আছিস?
:-ভালো!! তোর লায়লার খবর কি?
:-ভালো বন্ধু!! বন্ধু লায়লার বাবা আর রেশমির বাবা দুই জন ছোট। বেলার বন্ধু?
:-বলিস কি!!
:-হুমমম,,,,,তাই তো লায়লা আর রেশমির সাথে আমার আর ইয়াছিনের বিয়ে একদিনে এক সাথে হবে!!
:-সত্যি!! তাহলে তো দারুণ হবে!! তোরা ভালোবেসে সার্থক!!
:-হুমমম,,,,,,আর তুইও সার্থক হবি!! (আস্তে বললো)
:-কিছু বললি!!
:-কিছু না!!
:-হুমম,,,,সুমন আর রিমার খবর কি?
:-ওদের অনেক আগেই বিয়ে হয়ে গিছে!
:-ভালো!!
:-হুমম,,,আর আমাদের বিয়েতে তোকে আসতে হবে কিন্তু বন্ধু?
:-সরি রে,,,আমি আসতে পারবো না!!
:-দেখ বন্ধু!! তুই জানিস আমি খুব রাগি!!
:-এখানে রাগ করার কিছুই নেই!!
:-দেখ বন্ধু তুই আসলে আমি বিয়ে করবো নাহলে শালা আমি বিয়েই করবো না!
:-পাগলামি করিস না!!
:-পাগলামি করসি না!! তুই আসবি কিনানা তাই বল?
:-…………(কি করবো বুঝছি না)
:-কি হলো কথা বলছিস না কেন?
:-তোদের বিয়ে কবে?
:-আরো একমাস পর!!
:-একমাস?
:-হুমম,,,তুই আসবি বল?
:-আচ্ছা যা আসবো!!!
:-ইয়াহুহু,,,,,,,(চিল্লানি দিছে)
:-ঔই আস্তে চিল্লা!!
:-দোস্তু তোকে অনেক ধন্যবাদ। আমি যে কি খুশি হইছি। অনেক মজা করবো বন্ধু।
:-হুমম

:-আচ্ছা বন্ধু!! একটি কথা বলতো?
:-কি?
:-মিদুলার খবর কি?
:-জানি নারে!! কলেজ লাইফ শেষ করার পর ওর খবর আর পায় নি!!
:-ভালো!!
(ভালোই আছে হয়তো। কারণ সত্যি হলো এই যে,,,কারো জীবন কারো জন্য কখনো পড়ে থাকে না। কিন্তু আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। মিদলা,,, তোমাকে এখনো খুব ভালোবাসি)
:-কি হলো কথা বলিস না কেন? (রাকিব)
:-হুমম,,,বল!!(আমি
:-তো বন্ধু কবে আসবি!!
:- এই তো দশ পনেরো দিন!!
:-ওকে বন্ধু!!
:-আচ্ছা এখন রাখি!!
:-আচ্ছা,,,,,,!!!
:::::::::::::
আমার সাথে কথা শেষ করে,,,রাকিব মিদুলাকে ফোন দিলো,,,,
:-হ্যালো মিদুলা (রাকিব)
:-হুমম,,,বল? (মিদুলা)
:-ভালো খবর আছে?
:-কি খবর?
:-তোর রাজকুমার দেশে আসতেছে!
:-কিহ্হ্,,,সত্যি (চিল্লানি দিছে)
:-হুমম,,,সত্যি!!
(মা,,মা,,ও মা,,। মিদুলাকে মাকে ডাকতেছে)
:-কিরে মা কি হইছে? (মা)
:-মা!! তোমার ছেলে দেশে আসতেছে!! 😌 (মিদুলা)
:-কিহ্হ্,,,সত্যি!! কে বললো?
:-রাকিব বললো!! রাকিব মনে ওকে রাজি করাইছে!!!
:-আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া।
:-হুমম,,,
(এই দেখো আলাউদ্দিন ফোন দিছে। ও যেন না বোঝে,, তুমি জেনে গেছো ও দেশে আসবে)
:-হ্যালো মা,,(আমি)
:-হুমম,,,কেমন আছিস? (মা)
:-হুম,,,ভালো আছি? তুমি কেমন আছো? আমি)
:-আমি ভালো আছি বাবা!! (মা)
:-মা,,আমি দেশে আসতেছি!! (আমি)
:-সত্যি!!
:-হুমম,,,সত্যি!!
:-কবে আসবি বাবা!!
:-এই তো আর দশ দিন পর!!
:-তারাতারি আয় বাবা!!
:-হুম,,আসবো!!
:::::::::::::::
:::::::::::::::
দেশে যাবো এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছে।সেই চির চেনা জায়গা,,,মানুষ,,বন্ধু-বান্ধব। হয়তো সব কিছুর পরিবর্তন হইছে,,,কিন্তু আবেগগুলো সেই আগের মতোই আছে।
আবার খুব খারাপ লাগছে এটি ভেবে যে,,,,মিদুলা এখন আর আমার জন্য অপেক্ষা করে নেই। খুব মিস করছি তোমাকে পাগলি। এখন যদি দেশে গিয়ে,,,তোমাকে আমার পাশে পাতাম তাহলে,,আমি হতাম পৃথিবীর মধ্যে সুখি মানুষ।
:::::::::::::::::
:::::::::::::::::
(অবশেষে আমি দেশে পৌছালাম,,,এয়্যাররপোটে দেখি মা,,রাকিব,,সুমন,,ইয়াছিন,,রেশমি,,লায়লা আর রিমা দাঁড়িয়ে আছে,,,,শুধু আমার মিদুলা নেই। আর ও থাকবে কেন! ও হয়তো এখন অন্যের জন্যে অপেক্ষা করে 😢😢😢 )
::::::::::
আমি প্রথমেই মাকে জড়িয় ধরলাম,,,,,,
:-মা,,তুমি ভালো আছো তো? (আমি)
:-এখন তুই চলে আসছিস!! আমি খারাপ থাকতে পারি!! (মা)
:-হুমম,, 😢
:-বন্ধু আমাদের মাফ করে দিস? (রাকিব,,সুমন আর ইয়াছিন এসে আমাকে জড়িয়ে ধরে বললো)
:-হুমম,,,এখন খুব ভালো আছি!! (আমি)
:-আমাদেরও মাফ করে দেও plzz.. (রিমা,,লায়লা আর রেশমি বললো)
:-আরে পাগলরা মাফ চাওয়ার কি আছে!! আমি কিছু মনে করিনি (আমি)
:-আচ্ছা,,,সবাই বাসায় চলো,,,(মা)
::::::::::::::::
তারপর সবাই আমাদের বাসায় গিয়ে অনেক মজা করলাম।
::::::::::::
:-বন্ধু,মিদুলাকে একটু দেখার ব্যবস্থা করে দিবি!! (আমি)
:-সমস্যা নেই,,,কয়দিন অপেক্ষা করো!! এমনিতেই দেখতখতে পাবে!! (রাকিব)
:-মানে কি!! (আমি)
(রাকিব মুখ ফসকে বলে ফেলছে বলে,,,ওর দিকে সবাই অগ্নি চোখে তাকিয়ে আছে 👺👺👺)
:-কিরে সবাই চুপ হয়ে গেলি কেন? (আমি)
:-আরে ও কিছু না,,,ও মোজা করছে,,,আচ্ছা ওদের বিয়ের পর মিদুলাকে দেখার ব্যবস্থা করে দেবো (সুমন)
:-হুমমম!!
:-আচ্ছা বন্ধু তুই কি এখনো ওকে এখনো খুব ভালোবাসিস (ইয়াছিন)
:-হয়তো!! (আমি)
:-এটি আবার কেমন কথা? (সুমন)
:-এমনি!!
:-এত বছর পর আমরা সবাই আবার আড্ডা দেবো কখখনো ভাবিনি!! (রিমা)
:-হুমম,,,ঠিক বলছিস (রেশমি)
:-শুধু!! মিদুলা বিচারি নেই (লায়লা)
:-হুমমম,,, (রাকিব)
:-আচ্ছা বন্ধু!! তোর মুখেখের দাগ দেখি প্রায় মুছে গেছে (রাকিব)
:-হুমম,,আচ্ছা বাদ দে. চল তোদের বিয়ের ব্যবস্থা করি!! (আমি)
:-হুম চলো (রাকিব)
::::::::::::::
::::::::::::::
রাকিব,,,ইয়াছন,,রেশমি আর লায়লার সুস্থ মতো শেষ হলো,,,,,
:::::::::
:::::::::
ওদের দুই জনকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে যখন চলে আসতে ছিলাম,,,তখন হঠাৎ কে যেন আমার হাঁত টান দিয়ে একটি অন্ধকার রুমে নিয়ে গেল।
তবে হাতটি অনেক নরম,,, তাই বুঝতে অসুবিধা হলো না,,এটি একটি মেয়ে,,,কিন্তু কে বুঝতেছি না,। অন্ধকার বলে বুঝা যাচ্ছে না,,,,,
:-কে,, আপনি? (আমি)
:-………..(কথা বলছে না)
:-কি হলো,,কথা বলেন না কেন? আমার হাত ধরে এভাবে টান দিয়ে এই অন্ধকার রুমে আনলেন কেন? (আমি)
:-………..(এখনো চুপ)
তাই মেয়েটিকে দেখার জন্য যখন পকেট থেকে ফোন বের করতে যাবো,,,,,তখনি,,,
:-উম্মম্মম্মম্ম😘😘😘😘 (কিস করে দিছে। তবে ঠোট দুটি আমার খুব পরিচিত।হ্যা,,এটি মিদুলা ও ছাড়া কেও হতে পারে। ওর স্পর্শ আমি কখনো ভুলবো না। তাই সিয়র হওয়ার জন্য ওকে সরানোর চেষ্টা করছিলাম। কিন্তু মেয়েটি আমাকে ছাড়ছে না)
:-উম্মম্মম্মম্মম্ম😘😘😘 (এমন ভাবে কুস করতেছে,,,মনে হচ্ছে,,অনেক দিনের পুষে রাখা রাগ আমার ঠোটের উপর খাটাচ্ছে)
:::::::
অবশেষে মেয়েটি আমাকে ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। আমি দেখার জন্য দোড় লাগালাম। কিন্ততু রুম থেকে বের হয়ে দেখি বাইরে কেও নেই।
এটি কি হলো আমার সাথে!! কেও!! এসে আমারে কিস করে চলে গেল!!
আচ্ছা আমার ঠোট কি সরকারি ঠোট.
মিদুলা মনে হলো,, কিন্তু মিদুলা হবে কিভাবে,,,ধুরর,,,শালা পুরো ভাদামে হলাম😦😦
::::::::
:-কিরে বন্ধু,, তুই এখানে বলদের মতো দাঁড়াই আছিস কেন? (সুমন)
:-বলদই তো আমি!! শালা কে না কে এসে আমারে ইয়ে দিয়ে গেল!! (আমি)
:-মানে কি!!
:-কিছু না।
:-চলো,,তোর মা ডাকে তোকে?
:-হুমম।। চল
::::::::::
তারপর মার সাথে বাসায় চলে আসলাম। কিন্তু আমার সাথে কি হলো!! কিছুই বুঝলাম না। ধুররর,,, ওতো বুঝে কাজ নেই। ঘুমাইনি আগে।
:::::::::
সকালে ঘুম থেকে উঠে খাবারের টেবিলে বসতে না বসতেই,,,,,,
:-বাবা,,,একটি কথা ছিলো? (মা)
:-হুমমম,,,মা বলো!! (আমি)
:-বলছিলাম তোর সব বন্ধুদের বিয়ে হয়ে গেল!!
:-তো কি হইছে!!
:-এখন তুই একটা বিয় কর না বাবা?
:-মা,,,তুমি কি পাগল হইছো!! আমি এখন বিয়ে করতে পারবো না।
:-ভেবে বলছিস তো!! দেখ সুজা আঙুলে ঘি না উঠলে আমি কিন্তু আঙুল বেঁকা করবো?
:-তাহলে তাই করো!!
::::::::
এই বলে রুমমে চললে আসলাম,,। সাবধানে থাকতে হবে। কখন কি করে বলা যায় না। কিন্তু বিপদ হলো তার পরের দিন সকালে,,,,,,
:::::::::::
সকালে ঘুম থেকে উঠে দেখি পৃথিবী উল্টাই গেছে,,,
:-মা,,মারে পৃথিবী উল্টাই গেছে,,,(আমি)
:-না বাবা পৃথিবী উল্টাই নাই!! তুমিই উল্টাইছো? (মা)
(ওহো তাই তো,,আমাকে উল্টো করে বেধে রাখছে)
:-ঔই মা,,আমারে এভাবে বেধে রাখছে কে? (আমি)
:-আমরা! (আমার হারামি তিন বন্ধু)
:-বল ছিলাম না,,আঙুল বেকা করবো? (মা)
:-তাই বলে নিজের ছেলের সাথে এমন কেও করে!!) আমি)
:-আমি করি!! তুই বিয়ে করবি কিনা তাই বল? (মা)
:-এখন তো আর করবো না (আমি)
:-(,) না (।) না,, সোজা এ্যাকশন (মা বললো)
(মা বলতেই আমার হারামি বন্ধুগুলো,, আমার শরীরে পানি ঢালতে শুরু করলো)
:-মা এমন করো plzz…কষ্ট হচ্ছে,,,(আমি)
:-হোক,,,,আগে বল তুই রাজি কিনা? (মা)
:-আচ্ছা আমি রাজি!! (আমি)
:-সত্যি!!
:-হুমম,,,সত্যি।
:-ঔই এখন নামা ওকে!! (মা)
(নামানোর পরে,,,
:-ঔই তুমি আমার আসল মা তো!! আমার সন্দেহ আছে (আমি)
:-আমি তোর নকল মা!! যা এটি পড়ে আয়? (মা)
:-কেন? 😲 (আমি)
:-তোর এখনি বিয়ে,,! (মা)
:-কি? কার সাথে!! মেয়ে কে? (আমি)
:-তোকে ভাবতে হবে না,, আমি মেয়ে দেখছি (মা)
:-কিন্তু!!!
:-কোন কিন্তু না,,, যা পড়ে আয়,,,,
::::::::
অবশেষে মার কারণে বিয়ে হয়ে গেল কিন্তু কার সাথে আমার বিয় হলো আমি কিছুই জানি না। কি হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝছি না।
আল্লাহ পাগল হয়ে যাবো। আমি ভাবছি আমার মতো মুখ পুড়াকে কে বিয়ে করলো। যেই করুক,, আমি মেয়েটিকে ভালোবাসতে পারবো না,,,আমার ভালোবাসা শুধু মিদুলালার জন্য।
:::::::::
বন্ধুদের জোরাজুরিতে বাসর ঘরে ঢুকলাম,,,,,
:-আরে আমি একি দেখছি বাসর ঘরে বউ,,ঘোমটা নামিয়ে ঔ দিক মুখ ফিরিয়ে বসে আছে। আমি তো জানতাম বাসর ঘরে বউ ঘুমটা দিয়ে বসে থাকে,,যাই হোক আমার কি!!
:-হুহুহুহু (একটু কাশি দিয়ে বুঝানোর চেষ্টা করলাম আমি আসছি)
:-মেয়েটি আমার দিকে ফিরে তাকালো!!
:-একি আমি কি দেখছি,,,
ভূতততততততত ভূত ভুতভুত,,,(এক চিল্লানি দিয়ে ঘরের বাইরে চলেলে আইছি)
:-কিরে বন্ধু বিড়াল দেখে ভয় পাইছো!! (রাকিব)
:-বন্ধু,,,ভূত ভূতত (আমি)
:-কার ভূত বন্ধু? (রাকিব)
:-মিদুলার (আমি)
:-😂😂🤣🤣🤣😂🤣😂😂🤣😂 (সবাই হো হো করে হেসে উঠলো)
:-ঔই হাসিস কেন? (আমি)
:-শালা ওটি মিদুলাই,,,ভূত না!! (রাকিব)
:-কিহ্হ্,,,(আমি)
:-হুমম,,,(রাকিব)
:-কিন্তু কিভাবে (আমি)
:-……(তারপর উরা আমাকে সব খুলে বললো)
:-আমার সাথে চিট হইছে,,এটি মানি না!! (আমি)
:-ভিতরে গিয়ে মানো গ্যা (এইবলে রাকিব আমাকে ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিলো আর বাইরে থেকে দরজা আটকিয়ে দিলোলো)
:::::::::::
::::::::;;:
আমাকে দেখে মিদুলা খাট থেকে উঠে এসে,,, যেই সালাম করতে যাবে,,,
:-দেখুন,, এই সব আদিক খেতা আমার ভালো লাগে না (আমি)
(আমাকে পঁচা পঁচা কথা বলে কষ্ট দিছেলে। আমি এতো সহজে ছাঁড়ছি না)
:-আমাকে মাফ করে দেও plzz.. 😢 (মিদুলা)
:-আমার মতো কুকুরের কাছে মাফ চাচ্ছেন কেন? (আমি)
:-দোয়া করেরে আমাকে মাফ করে দেও!! আমি আমার ভুল বুঝতে পেরেছি 😢😢 (মিদুলা)
:-ভালো!! (আমি)
:-আর কষ্ট দিও না!! এতদিন অনেক কষ্ট পাইছি 😥 (মিদুলা)
:-এই সরেন তো আমাকে ঘুমাতেতে দেন!! (এই বলে আমি একটি বালিশ নিয়ে এসে সুফায় শুয়ে পড়লাম)
:::::::
তারপর মিদুলা কিছুক্ষণ দাঁড়াই থাকলো,,তারপর বেলকুনিতে চলে গেল
পাগলিটা কান্না করতেছে। ওর কান্না আমি সহ্য করতে পারি না।
ওতো ঠিকই বলছে এতদিন ও অনেক কষ্ট পায়ছে। না পাগলিটাকে আর কষ্ট দিলে চলবে না।
আসলে সব সম্পর্কে এক জনকে কম্প্রমাইস করতে হয়,,ছাঁড় দিতে হয়। তাহলেই সম্পর্ক অটুট থাকে।
তাই বেলকুনিতে গেলাম। গিয়ে দেখি পাগলিটা এক কোণে দাঁড়ায়ে কান্না করতেছে,,,
ও যাতে ভয় না পায় তাই একটু শব্দ করলাম। ও বুঝছে আমি আসছি কিন্তু পিছনে তাকাচ্ছে না। অভিমান করছে,,
তাই আমিও পিছন থেকে জড়িয়ে ধরলাম,,,,
:-আমার সোনা কি অভিমান করছে! (জড়িয়ে ধরাতে একটু ছাড়ানোর চেষ্টা করলো না,,তাই আমি আো শক্ত করে জড়িয়ে ধরলাম)
:-…….(কথা বলছে না। কান্না করতেছে)
:-সরি বললাম তো! কেঁদোনা plzz (আমি)
:-………(এখনো কথা বলছে না। তাই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম)
:-উফফ্ (ব্যথা পাইছে)
:-কি হলো!! (আমি)
:-ছাড়ুন আমাকে!! (মিদুলা)
:-না ছাড়বো না (আমি)
:-দেখুন ভালো হবে না কিন্তু!! ছাঁড়ুন বলছি। (ধমক দিয়ে বললো)
:-আচ্ছা যাও ছেড়ে দিলাম।
(মিদুলাকে ছেড়ে দিয়ে ওর থেকে একটু দূরে দাঁড়ালাম)
:::::::::
একটু পরে,,,মিদুলা আমার পাশে এসে দাঁড়ালো,,,
:-আমি ছাঁড়তে বলছি বললেই ছাঁড়তে হবে? (মিদুলা)
:-…(কথা বললাম না)
:-ব্যথা লাগছিলো বলে ছাঁড়তে বলছি!!
:-ভালো,,,,আমি একটু বলছি বলে,,তোমার রাগ হয়ে গেল,,,আর তুমি আমাকে কত বাজে কথা বলছিলে কৈই আমি তো রাগ করিনি (অভিমান করে বললাম)
:-আচ্ছা বাবা,,,সরি আর বলবো না!! এখন আগের মতো জড়িয়ে ধরো?
:-তোমার তো ব্যথা লাগে!!
:-লাগুক ধরো তুমি?
:-আমি ওকে জড়িয়ে ধরলাম।
:-এভাবে সারা জীবন আমাকে আগলে রাখবে তো? (আমার বুকে মাথা রেখে বললো)
:-হুম,,রাখবো!!
:-হুমমম।
:-এই চলো!! (আমি)
:-কোথায়?
:-কোথায় আবার বাসর ঘরে আমার আর সহ্য হচ্ছে না!!😜
:-যাহ,,দুষ্টু!!
:-দুষ্টু বললা না!! দেখাচ্ছি দুষ্টুমি,,
এই বলে চার পাপড়ি এক করে দিলাম,,,
উম্মম্মম্ম😘😘😘😘
::::
::::
#কেমন_হলো_জানাবেন!! পরবর্তী গল্প খুব শ্রীঘই পাবেন)
:::
:::
:::

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here