প্রেমের_তাজমহল #পর্ব২ #আফিয়া_আফরোজ_আহি

0
285

#প্রেমের_তাজমহল
#পর্ব২
#আফিয়া_আফরোজ_আহি

রাতের আঁধার কাটিয়ে ধরণী এখন সেজেছে নতুন রঙে। শুক্রবার দিনটা সবাই বাসায় থাকে। আনায়া গভীর ঘুমে মগ্ন। পাশ থেকে ফোনটা বিকট শব্দে বেজে উঠল। আনায়া হাতড়ে ফোনটা নিয়ে নিভু নিভু দৃষ্টিতে স্ক্রিনে চাইল। “বেস্ট ফ্রেন্ড” নামটা জ্বলজ্বল করছে। আনায়া ফোন রিসিভ করে কানে ঠেকাল।
“এখনো ঘুমাচ্ছিস?”

আনায়া ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল,
“হুম। বল কি বলবি?”

“আজকে বিকেলে আমারদের সব স্কুল ফ্রেন্ডদের নিয়ে একটা মিট আপ রাখা হয়েছে। অনেক দিন সবার সাথে দেখা হয় না। তাই ভাবলাম সবাই মিলে দেখা করা যাক। তুইও যেহেতু দেশে ফিরেছিস”

“ঠিক আছে। আমি চলে আসবো। তুই আমাকে লোকেশন ম্যাসেজ করে দিস”

আনায়া উঠে ফ্রেশ হয়ে নিচে নামল। নিচে নামতেই ওর চক্ষু চরক গাছ। ড্রয়িং রুমে সোফায় অর্ণব বসে আছে। আনায়া অর্ণবকে এই সময় ওদের বাসায় দেখে কিছুটা অবাক হলো। ড্রয়িং রুমে কেউ নেই। আনায়া এগিয়ে গেল অর্ণবের দিকে।
“আপনি এই সময় আমাদের বাসায়?”

অর্ণব ফোনে মগ্ন ছিলো। আকস্নাৎ এক রমণীর মিষ্টি স্বর শুনে সেদিকে চাইল।
“আসতে মানা আছে নাকি?”

“মানা নেই কিন্তু”

অর্ণব ফোনটা পকেটে গুঁজল। দুহাত পকেটে গুঁজে আনায়ার দিকে আগালো। সামনে দিকে আগাতে আগাতে পূর্ণ দৃষ্টিতে তাকাল আনায়ার পানে। পর্যবেক্ষণ শেষে ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। আনায়া অর্ণবকে নিজের দিকে আগাতে দেখে পিছাতে লাগল। পিছনে যেতে যেতে এক পর্যায়ে সিঁড়ির হাতলের সাথে ওর পিঠ থেকে গেল। পিছনে যাওয়ার জায়গা নেই। অর্ণব আনায়ার খুব কাছে আসে থামল। দুজনের মাঝে দুই ইঞ্চির মতো ফাঁকা।
অর্ণব নেশালো চোখে ওর পানে চেয়ে বলল,
“তোমাকে অনেক হ*ট লাগছে। তোমার চোখ ধাঁধানো হটনেসে আমার নেশা ধরে যাচ্ছে”

আনায়া নিজের দিকে দৃষ্টিপাত করলো। ওর পরনে ফিটিং একটা টিশার্ট আর টাউজার। আনায়া জিভ কাটলো।নিচে নামার আগে গাঁয়ে ওড়না জড়াতে ভুলে গিয়েছে। ও কি ভেবেছিল নাকি এই অসভ্য লোকটা এই সময় এখানে থাকবে। দুই হাত সামনে ক্রস করে রেখে নিজেকে ঢাকার চেষ্টা করল। অর্ণব ওর কাণ্ডে হেসে দিল। একটু ঝুঁকে ফিসফিস করে বলল,
“যা দেখার তা তো দেখেই ফেলেছি। এখন ঢেকে লাভ কি?”

আনায়া লজ্জা মরি মরি অবস্থা। মনে মনে ইচ্ছে মতো অর্ণবকে বকছে। এই অসভ্য লোকটা আসার আর সময় পেল না। সাথে নিজেও কয়টা গা*লি দিল নিজের বোকামোর জন্য।
“মনে মনে আর কতো বকবে আমায়?”

আনায়া ভাবনা ছেড়ে অর্ণবের দিকে চাইল। ধরা পড়ে যাওয়ার পরও বুজতে দিতে চাইল না।
“আপনাকে বকতে যাবো কেন? আমার আর কাজ নেই বুঝি”

অতঃপর অর্ণবকে হাল্কা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলল,
“দূরত্ব বজায় রেখে চলুন”

“তুমি আমার ভবিষ্যত বউ, তোমার সাথে দূরত্ব রাখলেই কি আর না রাখলেই কি?”

“আপনার মতো অসভ্য লোককে আমি, এই সেহেরিশ আনায়া কোনো দিনও বিয়ে করবোনা”

“সেটা তো দেখাই যাবে”

“আপনি জেগে জেগে স্বপ্ন দেখেন। আর আমি আপনার সামনে অন্য কারো বউ হয়ে চলে যাবো”

“বউ তুমি একমাত্র আশিয়ান সিকদার অর্ণবের হবে। কথাটা মাথায় গেথে নাও মেয়ে”

আনায়া কথা না বাড়িয়ে কিচেনের দিকে যেতে নিল। পিছন থেকে অর্ণব ডেকে উঠল,
“আগে ওপরে যেয়ে গাঁয়ে ওড়না জড়িয়ে এসো। বলা তো যায়না আমার মতো একটা ইনোসেন্ট ছেলে তোমার হ*টনেসে ঘায়েল হয়ে কখন উল্টাপাল্টা কিছু করে বসে। তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না বিকজ আমি একটা ইনোসেন্ট ছেলে”

আনায়া বিড়বিড় করে বলল,
“অসভ্য”

রুমে যেয়ে গাঁয়ে সুন্দর মতো ওড়না জড়িয়ে নেমে টেবিলে খেতে বসল। কিছুক্ষনের মাঝে পরিপাটি হয়ে নিচে নামল আবির। অর্ণবের উদ্যেশে বলল,
“চল দোস্ত”

“শা*লা এতক্ষন লাগে তোর রেডি হতে? মেয়েদেরও তো এর চেয়ে কম সময়ে হয়ে যায়”

“আমার বোন এখনো তোর সাথে বিয়ে দেইনি এখনই শা*লা বলছিস। আর বোন বিয়ে দিলেও আনু আমার ছোটো তাই আমি কোনো ভাবেই তোর শালা হব না। কিন্তু তুই চাইলে তুই আমার শালা হতে পারিস”

অর্ণব আবিরের পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে বলল,
“অসভ্য আমার বাচ্চা বোনের দিকে তুই নজর দিস”

“আমার সাথে তোর বোনের বিয়েটা দে। দেখবি এক বছরের মাথায় তোর বাচ্চা বোনের কোলে কিউট একটা বাচ্চা”

আনায়া এদের দুজনের কথা কিছুই বুঝতে পারছে না। এরা কি পূর্ব পরিচিত। কথা শুনে মনে হচ্ছে খুব ভালো বন্ধু।
“ভাইয়া তুমি কি এই অসভ্য এমপিকে চেন?”

আনায়ার কথায় আবির ফিক করে হেসে দিল। অর্ণব রাগী চোখে আনায়ার দিকে তাকাল।
“এই অসভ্য এমপি হলো আমার বেস্ট ফ্রেন্ড”

অর্ণব রাগী কণ্ঠে বলল,
“তুই আমাকে অসভ্য বলছিস কেন? তোর বোন ভালোবেসে আমাকে অসভ্য বলতেই পারে”

বলে আনায়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আনায়া অর্ণবের দিকে রাগী দৃষ্টিতে নিক্ষেপ করে খাওয়া মনোযোগ দিল।
“এর আগে তো কখনো তাকে আমাদের বাসায় দেখিনি?”

“তুই বাসায় থাকলে তো দেখবি। ওর সাথে আমার স্কুল লাইফে পরিচয়। প্রথমে বন্ধু তার পর বেস্ট ফ্রেন্ড। কলেজ লাইফ শেষে ও বিদেশে চলে যায় পড়াশোনা করতে। ও যখন দেশে ফিরে তার আগে তুই চলে গেলি কানাডা। দেখা হবে কি করে?”

অর্ণব দুস্টু হেসে বলল,
“আমায় আরো আগে দেখতে পাওনি বলে আফসোস হচ্ছে? সমস্যা নেই একবার আমাদের বিয়েটা হয়ে যাক সারাদিন আমাকে তোমার চোখের সামনে দেখতে পারবে যত ইচ্ছে”

“অস*হ্য”

“মুখে তুমি যাই বলো মনে মনে যে আফসোস করছো সেটা কিন্তু আমি জানি”

আনায়া রেগে আবিরকে বলল,
“ভাইয়া তুই তোর অসভ্য বন্ধুকে নিয়ে আমার সামনে থেকে যাবি নাকি আমি এর মাথা ফাটিয়ে দিবো”

অর্ণব কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল,
“আমার কিছু হয়ে গেলে তোমার কি হবে বলো?”

আনায়া চিল্লিয়ে বলল,
“আপনি যাবেন নাকি আমি আসবো?”

“থাক তোমাকে কষ্ট করে আসতে হবে না। আমাকে বলেই হয় তুমি আমার কাছে আসতে চাচ্ছ। আমি নিজ দায়িত্বে তোমায় কাছে চলে আসবো”

আনায়া রাগে ফেটে পড়ছে। ইচ্ছে করছে লোকটার মাথা ফাটিয়ে দিতে। আবির আশালতা বেগম কে ডেকে বলল,
“মা আমরা যাচ্ছি”

আশালতা বেগম রান্না ঘর থেকে বেরিয়ে বললেন,
“অর্ণব বাবা দুপুরে না খেয়েই চলে যাচ্ছ”

অর্ণব হেসে আনায়াকে শুনিয়ে শুনিয়ে বলল,
“শাশুড়ি মা তোমার মেয়েকে আমার সাথে বিয়েটা দেও দেখবে আমি সারাদিন তোমাদের বাড়িতে বসে থাকবো জামাই আদর পাওয়ায় জন্য”

আশালতা বেগম মেয়ের দিকে চাইলেন। মেয়েকে রাগী চোখে তাকিয়ে থাকতে দেখে বেশি কিছু বললেন না। অর্ণব আর আবির বিদায় নিয়ে চলে গেল।

আনায়া বিকেলে রেডি হচ্ছে। রেডি হওয়া শেষে মাকে বলে বেরিয়ে পড়ল অর্ষার দেওয়া এড্রেসের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে দেখলে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা নিরিবিলি পরিবেশে যা আনায়ার অনেক বেশি পছন্দ। আনায়া ভিতরে ঢুকে দেখলে ওর ফ্রেন্ডরা কেউই এখনো আসেনি। রেস্টুরেন্ট এর এক পাশে খোলা জায়গা আছে। আনায়া ভাবল সেখানে যেয়ে দাঁড়াবে। যেই ভাবা সেই কাজ। আনায়া যখন নিজেতে মত্ত তখন নীরবে কেউ ওর পাশে এসে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আনায়া পাশ ফিরে তাকিয়ে বলল,
“আপনি”

#চলবে?

(ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। পর্বটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here