#ওগো_মনোহারিণী ( #রৌদ্র_মেঘের_আলাপন ) [২১] (শেষ পর্ব)
লেখনিতে রামিছা আঞ্জুম (তাসলিমা নাসরিন)
“এটা আমাদের সাফল্য ! ”
চকিত কন্ঠে বেশ উৎকন্ঠা নিয়ে সিয়া কথাটা বললো । তার নানু মাঝে অসুস্থ হওয়ায় তাকে মারতে চাচ্ছিলো শত্রুরা। কিন্তু তাদের চোখকে ফাঁকি দিয়ে সে তার নানু কে লুকিয়ে আনে। আর চিকিৎসা করায়। দীর্ঘ ৪ মাস পর হঠাৎ কলে প্রানপ্রিয় নানুর কন্ঠ শুনে দু’জনেই বেশ চমক পায়।
সিয়ার চোখ থেকে একফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এ আনন্দের অশ্রু । তার নানু তাকে ফোনে বলে দিয়েছে মেইন কাল্প্রিট কে। একমাত্র নানুই জানতে পেরেছিলো। যেদিন তাকে কিডন্যাপ করবে সেদিন সে নিজেই এসেছিলো নানুভাইকে ধরতে । সবচেয়ে অবাকতর বিষ যে মেইন কাল্প্রিট আর কেউ না ! তার স্বামী ধূসর।
একটু আগেই সে সকল কিছুর ক্ষমা চেয়েছে সিয়ার কাছে । ধূসর প্রকৃতপক্ষেই অনুতপ্ত। তার বাবা’র উশকানিতেই সে এইসব করলো। ধূসরই সিয়া কে বিয়ে করলো, ধূসর ই কাজে লাগলো ! এতো নিখুঁতভাবে অভিনয়ের কথা বলতেই ধূসর মাথা নিচু করে নেয়। বলে উঠে,
” আমি তোমার ক্ষতি করতে গিয়ে তোমাকেই ভালোবেসে ফেললাম। তাও গভীরভাবে । জীবনে প্রথম কোনো নারীর প্রতি আমার আকর্ষন জাগলো আর আমি সেটা অসফল হতে দিই কি করে ?
তুমি আমার প্রাননাশিনী ! আমার প্রনয়ীনী।
কত ভালোবাসি যে তোমায়,
জানো কি ? #ওগো_মনোহারিণী ।
আজ #মনোহারিনী ‘র রঙে নিজেকে রাংাতে চাই,
এতো অপরাধের পরেও কি সে
দেবে আমায় সেই অধিকার ?
আমি যে তার ভালোবাসার কাংাল
সে কি হবে আমার প্রিয়হারিনী ?
তার নজরকাড়া হাসিতেই
ডুব দেয় শান্ত মন। বারে বারে শুধু তাকেই চাই
আর এক নিঃশ্বাসে বলতে চাই,
মনোহারিণী ? ভালোবাসি তোমায় ভীষণ !
তুমি সেই যা তে আমি দিয়েছি ডুব ! তাইতো নাম দিয়েছি মনোহারিণী !
তা বলুন মহারানী এই অধমকে ক্ষমা করে আপন করবেন নাকি ! ”
ধূসরের মুখে সিয়াকে নিয়ে প্রতিটা লাইন সিয়ার কাছে জীবন্ত লাগলো। বারেবারে মনে হলো। ডুবে যাই। মনটাও বলছে যেন,
“ধূসররাংা ভালোবাসায় নিজেকে মাতিয়ে নে সিয়া। আজ তোর কোনো বাধা নেই। কোনো ভয় নেই। সবাই তোর সাথে। মেনে নে এই ন্যায় আবদার। ”
অবশেষে মনকে শান্ত করে শান্ত চাহনীতে ধূসরের দিকে তাকায় সিয়া। নিশ্চুপে তাকে জড়িয়ে ধরে।
সমাপ্ত-
[ অবশেষে শেষ হলো #ওগো_মনোহারিণী । এতো তাড়াতাড়ি শেষ করবার ইচ্ছে ছিলো না আমার তবে লেখাতে অনিয়ম হওয়ায় শেষ করে দিলাম। সবগুলো গল্পই শেষ করে দিবো। শুধুমাত্র একটা গল্পই রানিং করবো। তাড়াতাড়ি শেষ করায় আমার প্রতি কেউ অভিযোগ রাখবেন না প্লিজ। সবাই দোয়া করবেন আমার জন্য ]
গল্পটি সম্পর্কে রিভিউ, আলোচনা, সমালোচনা করুন আমাদের গ্রুপে। গ্রুপ লিংক নিচে দেওয়া হলোঃ
https://facebook.com/groups/holde.khamer.valobasa/