প্রাণেশ্বর #জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা ৩৬।

0
122

#প্রাণেশ্বর
#জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা
৩৬।

‘জানো বউমনি, আজ মাঠে এক মেয়েকে বেঁধে সবাই পাথর মেরেছে।’

তনুকা রান্নাঘরে কিছু একটা করছিল। রেনুর কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে,

‘কেন?’

‘মেয়েটা ভালো না; তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ভাইজান তাই এই শাস্তি দিয়েছেন।’

তনুকা নির্বাক তাকিয়ে থাকে। কপালের ঘাম আঁচলে মুছে বলে,

‘তোমার ভাইজান খুব নিষ্ঠুর, রেনু।’

রেনু আঁতকে উঠে বলে,

‘না না, কী বলো! আমার ভাইজান মোটেও নিষ্ঠুর না। মেয়েটা তার স্বামীকে ঠকিয়েছে, পরকীয়া করেছে; তুমিই বলো, এই শাস্তি কি মেয়েটার প্রাপ্য নয়?’

তনুকা বাক্য সাজাতে ব্যর্থ। রেনুর প্রশ্নের বিপরীতে যুতসই জবাব পেল না। তাই প্রসঙ্গ পাল্টাতে বলল,

‘ছোটো মাছের চচ্চড়ি খাও তুমি?’

‘হু, খাই তো। তুমি বানাচ্ছো না কি?’

‘হ্যাঁ। জলদি গিয়ে ফ্রেশ হয়ে এসো।’

রেনু মাথা নাড়িয়ে চলে গেল নিজের ঘরের দিকে। তনুকা চামচ নাড়ানো বন্ধ করে প্রশ্বস্থ বাগানের দিকে আনমনে চাইল। মনে চিন্তার ভার বাড়ল তার। সত্যিই তো, বিশ্বাসঘাতককে ক্ষমা করা উচিত না। কিন্তু, সে তো বিশ্বাসঘাতক নয়। নিজের এই জবানে অঢেল অবিশ্বাস তার। বুকে হাত দিয়ে হয়তো কখনোই বলতে পারবে না যে, “আমি বিশ্বাসঘাতক নয়।” মনে সংশয় থাকবে, আজীবন থাকবে।

_______

খাবার টেবিলে তনুকার বানানো ছোট মাছের চচ্চড়ি বেশ প্রশংসিত হলো। সবথেকে বেশি প্রশংসা করল রাদাভ। আঙ্গুল চেটে খেয়েছে সে। তনুকা যেন তাতেই তৃপ্ত। তার এইটুকু রান্নার এত প্রশংসা সে আশা করেনি। এই রান্নাটুকুই খুব কষ্টে ইউটিউব দেখে শিখেছিল।

বিকেলের দিকে ভাত ঘুম দিতে সকলে যার যার ঘরে গিয়েছে। মেহতাবেরও চোখ লেগে এসেছে ততক্ষণে। তার পাশেই তনুকা শায়িত। চোখে ঘুম নেই তার। মেহতাবের চোখ লেগে আসতেই উঠে বসল সে। ভালো ভাবে দেখল, মেহতাব ঘুমিয়েছে কি না। যখন মনে হলো, ঘুমিয়েছে, তখন বেড়াল পায়ে বাইরে বেরিয়ে এল। সোজা গেল রান্নাঘরের সম্মুখে বাগানের জায়গাটুকুতে। কাল রাতে অন্ধকারে সেই ছায়ামূর্তিটাকে যেখানে দেখেছিল, তনুকা এই মুহূর্তে সেখানেই দন্ডায়মান। তবে সে নিশ্চিত নয়, এটাই সেই জায়গা কি না। তাও তীব্র সংশয় নিয়েই সেই অংশের মাটি খুঁড়তে আরম্ভ করল সে। প্রথমে পেল না কিছু। হাতের ছোট ছু ড়ি জাতীয় জিনিসটা দিয়ে বেশ কয়েক জায়গা দেখে নিয়েছে কিন্তু, কোথাও তেমন কিছু পায়নি। আশাহত হলো। বিষন্ন মন নিয়ে উঠে দাঁড়াল। তবে কি সবটাই তার মনের ভুল কেবল? মনের ভুল’ই যদি হয় তবে, ঐ ছায়ামূর্তিটা কে ছিল? ইশফাক ছিল না?

‘এখানে কী করছেন, ভাবি?’

চমকে তাকায় তনুকা। রাদাভকে দেখে নিশ্বাস ছাড়ে। আশেপাশে তাকিয়ে বলে,

‘আপনি এখানে কেন?’

রাদাভও আশপাশ দেখে একবার। তারপর একটু এগিয়ে এসে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে,

‘কিছু কি খুঁজছিলেন না কি?’

‘হ্যাঁ।’

‘কী?’

‘আপনার ভাইজানের লুকায়িত জিনিসটা।’

রাদাভ হাসে। বলে,

‘ভাইজান লুকিয়ে থাকলে জীবনেও সেটা পাবেন না। খুঁজে লাভ নেই কোনো।’

তনুকা এগিয়ে আসে। হাতের ছু ড়িটা রাদাভের হাতে দিয়ে বলে,

‘তাহলে আপনিই খুঁজে বের করুন। এখানে কিছু একটা লুকানো হয়েছে, কী লুকানো হয়েছে আমি জানতে চাই সেটা।’

রাদাভ ভ্রু কুঁচকায়। জিজ্ঞেস করে,

‘এত জেনে আপনি কী করবেন?’

তনুকা চোখ মুখ কালো করে বলল,

‘করার মতো অনেক কিছু আছে। আমায় সাহায্য করবেন ওয়াদা করেছিলেন, এখন পিছপা হবেন না। ঐ ইশফাককেও আমার সন্দেহ হয়। মেহতাবও কিছু জানেন নিশ্চয়ই, এসব কিছুর রহস্য উদঘাটনের দায়িত্ব আপনার।’

রাদাভ আরেকটু এগিয়ে আসে। তনুকা ভয়ে পিছিয়ে যায়। রাদাভ ফিসফিসিয়ে বলে,

‘মেহতাব মজুমদারকে এখনো চিনেননি দেখছি। ভয়ংকর উনি, একটু আঁচ করতে পারলে জীবনের সমাপ্তি সেদিনই ঘটবে।’

‘আপনি কি ভয় পাচ্ছেন?’

তনুকার প্রশ্নে শব্দ করে হাসে রাদাভ। বলে,

‘আমাকে দেখে ভীতু মনে হয়? ভীতু হলে কি আর এতকিছু করতে পারতাম। যাকগে সেসব, ঘরে যান। ভাইজান জেগে গেলে বিপদ।’

তনুকা রাদাভের দিকেই চেয়ে থাকে। রাদাভ তার মুখের উপর তুরি বাজিয়ে বলে উঠে,

‘ঘরে এত সুদর্শন স্বামী রেখে দেবরের দিকে এভাবে তাকিয়ে থাকলে যে পাপ হবে, ভাবি। আমি আপনাকে পাপী বানাতে চাই না।’

তনুকা মৃদু হাসে। রাদাভকে আরেক পলক দেখে চলে যায় সেখান থেকে। রাদাভ হাতের ছুড়ি খানা মাটিতেই ফেলে দেয়। তারপর দু হাত ঝেড়ে ক্ষিপ্ত সুরে বলে উঠে,

‘উনার সন্দেহ মেটাতে আমি না কি এখন বসে বসে মাটি কাটব? কামলা পেয়েছে আমাকে, আশ্চর্য!’

_______

সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ হলো। চারদিক অন্ধকার এখন। পুরুষ মানুষ কেউ বাড়িতে নেই। রাদাভ কোথাও একটা গিয়েছে একা। মেহতাব বরাবরের মতোই ইশফাককে সাথে নিয়ে বেরিয়েছে। দুই কাকা বাজারে, বড়ো ভাইয়ের মৃত্যুর শোকে গরীব খাওয়ানো হবে তাই।

_______

মাংসের উপর চাপাতি’টা পড়তেই র ক্ত সব ছিটকে পড়ল। গায়ের পরিচ্চদ-রক্ষক বহিরাবরণটা ভরে গেল তাতে। মুখেও লাগল তার কিছু। সে হাতের ইশারা করতে টিস্যু বক্সটা এগিয়ে দেওয়া হলো। টিস্যু নিল, মুখ মুছল তাতে; অতঃপর আবার কাজে মনোযোগ দিল। মাংস টুকরো করার মাঝেই প্রশ্ন করল,

‘কী মনে হয়, মাংস কি শর্ট পড়বে?’

উত্তর এল,

‘বলতে পারছি না ঠিক।’

বিরক্ত হলো সে। বলল,

‘কোনটা ঠিক মতো বলতে পারো তুমি? খবর নাও গিয়ে, যাও।’

একটু পর খবর নিয়ে এলো সেই ব্যক্তি। বলল,

‘শর্ট পড়ার সম্ভাবনাও আছে।’

লোকটি ভাবল কিয়ৎক্ষণ। বলল,

‘আর কেউ আছে লিস্টে?’

‘একজন আছে। পূর্ব দিকের বাড়ির ঐ কমল মিয়া, বেয়াদবি করেছিল একবার।’

‘বয়স যেন কত তার?’

‘পঞ্চাশের ঘরে হবে হয়তো।’

‘ঠিক আছে, অজ্ঞান করে নিয়ে এসো।’

_________

মেহতাবের ফোনটা বাজছে ক্রমাগত। সে হাত মুছে এসে কল রিসিভ করে। ওপাশ থেকে তনুকা জিজ্ঞেস করে,

‘কোথায় আপনি?’

মেহতাব হেসে বলে,

‘কেন বিবি? খুব মনে পড়ছিল বুঝি?’

তনুকা বিমুখ সুরে বলল,

‘একদমই না। বাড়িতে পুলিশ এসেছে, তাই কল দিয়েছি। উনারা আপনার খোঁজ করছেন।’

‘আচ্ছা, আসছি আমি।’

মেহতাব কল কাটতেই তনুকা খাবার ঘরে গেল। আম্বিরা বেগমকে জানাল, মেহতাব আসছে। আম্বিরা বেগম সেই খবর বসার ঘরে পাঠালেন। তারপর তিনিও চলে গেলেন নিজের ঘরে। তনুকা দাঁড়িয়ে রইল সেখানেই।

মেহতাবের পৌঁছাতে সময় নিল, আধঘন্টা। সে ভেতরে এসেই পুলিশ অফিসারের সাথে করমর্দন করে সৌজন্য বিনিময় করল। তারপর বসল সোফায়। অফিসার জানালেন, করিমুল্লাহ’র এখনো কোনো হদিস উনারা পাননি। হতাশ হতে দেখা গেল মেহতাবকে। জিজ্ঞেস করল,

‘তবে কি কোনোভাবেই আর ওকে খুঁজে পাওয়া যাবে না?’

‘মনে হয় না আর যাবে বলে। এবার উনার নিজ থেকে ফিরে আসার অপেক্ষা করা ছাড়া আমরা আর কিছুই করতে পারব না।’

মেহতাব সোফার হাতলে হাত ঠেকিয়ে চিবুক ধরে বসল। ভাবছে কিছু হয়তো। অফিসার জিজ্ঞেস করলেন,

‘শুনলাম, আপনার বাবাও না কি মারা গিয়েছেন?’

মেহতাব দীর্ঘশ্বাস ফেলল। বলল,

‘জি।’

‘স্বাভাবিক মৃত্যু ছিল, তাই না?’

‘জি।’

‘মোটেও না, ভাইজান। বাবার মৃত্যু স্বাভাবিক না।’

রাদাভ ঠিক সেই মুহুর্তেই উপস্থিত হয়ে এই জবাব দিয়ে বসে। তার উত্তর শুনে অবাক হন অফিসার। বলেন,

‘আপনার কি অন্য কোনো সন্দেহ হচ্ছে?’

‘জি, অফিসার।’

‘আচ্ছা আচ্ছা। তাহলে কী সন্দেহ হচ্ছে, বলুন তো।’

মেহতাব তীক্ষ্ণ চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রাদাভ বেশ আয়েশ করে তার পাশে বসেছে। তারপর বলে উঠে,

‘আমার কাছে এটা খু ন মনে হচ্ছে, অফিসার। বাবা হুট করেই কী করে মা রা গেলেন!’

‘হুট করেই মা রা যাননি, রাদাভ। আব্বাজান অনেক অসুস্থ ছিলেন, সেটা নিশ্চয়ই জানো তুমি?’

রাদাভ বলে,

‘তা জানি। তাও বাবার মৃত্যু নিয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। আমি তদন্ত চাই। অফিসার আপনি তদন্ত শুরু করুন।’

অফিসার জিজ্ঞেস করলেন,

‘আপনার কি কাউকে সন্দেহ হয়?’

চলবে…..

ছবি: রত্নাবু❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here