সুন্দর_স্পৃহা #সামিয়া_সারা #psychobasedstory পর্ব-৮

0
2

#সুন্দর_স্পৃহা
#সামিয়া_সারা
#psychobasedstory

পর্ব-৮

স্পৃহা পুরনো কথা আর মনে করতে পারছে না। তার পে*টে মাত্র যে ক্ষ*ত হয়েছে তার যন্ত্রণা পুরনো সেই ক্ষ*ত যন্ত্রণার কথা মনে করিয়ে দিচ্ছে । স্পৃহা মাথা চেপে বসে পরল। তার কিচ্ছু ভালো লাগছে না। সুন্দর তার জীবনে এসে সমস্ত স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে । সেদিনের পর থেকে সে কখনো শাড়ি ও পড়তে পারেনি ।কোন বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেনি।
বাইরের একজন মানুষ হয়ে তার উপর যেভাবে নজরদারি করেছে ,এমনকি তার পড়াশোনাও ঠিকমত হয়ে ওঠেনি তারপর থেকে। তার ভীষণ কান্না পাচ্ছে। এদিকে আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে। বৃষ্টি যেন স্পৃহার চোখের পানির মতই। মন খারাপ হলেই বৃষ্টি হয়। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। ইতিমধ্যে ঝুম ঝুম
করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঠান্ডা আবহাওয়ার মধ্যে কখন যে সে ঘুমিয়ে পরল নিজেও টের পেল না।

.

.

.

সন্ধ্যা হয়ে গিয়েছে । লিহান ও আরিয়ান আবার বেরিয়েছে ।উদ্দেশ্য আশিক ভাইয়ের কাছে যাওয়া ।লিহান যদিও ব্যাপারটা আর চালিয়ে যেতে চাচ্ছিল না ।আরিয়ান তাকে ভরসা দিল আশিক ভাই সবকিছু ঠিক করে দেবেন। সে এ ব্যাপারটাতে যেন আগায় । লিহান স্পৃহাকে মোটেই হারাতে চায়না। এজন্য সে যতদূর যাওয়া যায় যেতে পারবে । তারা দুজন আশিক ভাইয়ের কাছে এসে কুশল বিনিময় করল।

-আরে লিহান যে ! তোমার জন্য অপেক্ষা করছিলাম ।

-কী ব্যাপার আশিক ভাই ! আপনি তো প্রথমবারের কারো নাম মনে রাখেন না । ওর নাম এত ভালো লেগেছে!

-Of course he is the special one!

-special?

-ওসব রাখো ।কাহিনী শুরু কর, কাল অমন কাজ করে না গেলে তখনই তোমার কাছ থেকে শুনে নিতাম। তোমার এ বিষয়টির নিয়ে ভীষণ আগ্রহী।

-হ্যাঁ,বল লিহান।

লিহান এবার বলা শুরু করলো।

-সেদিন বন্ধুরা সবাই মানা করার পরে আমি ওদের কথায় রাজি হয়ে যাই এবং সিদ্ধান্ত নেই পরেই জানাবো মনের কথা । আমাদের কনসার্ট শুরু হয় তার এক ঘন্টা পরে ।আমি স্পৃহার উদ্দেশ্য করে একটি গান গাইতে শুরু করি। তখন ওদের স্কুলে একটি দুর্ঘটনা ঘটে আর আমার গানটা সেখানেই বন্ধ করতে হয়। কনসার্ট টা প্রায় অফ হয়ে যাচ্ছিল । হঠাৎ করে এরই মধ্যে আমার ভাইয়া সেখানে উপস্থিত হয় । সে স্টেজে উঠে সকলকে জানায় যে এক্সিডেন্ট করেছিল সে এখন ঠিক আছে । তেমন কোন বড় ক্ষতি হয়নি । হসপিটালে রাখা হয়েছে ।কনসার্ট আবার চালিয়ে যাওয়া যাবে। ভাইয়ার কথায় আমরা আবার গান গাইতে শুরু করলে ভাই আমাকে থামিয়ে দেয় , আর বলে আজকে সে আমাদের সাথে জয়েন করতে চায় । এ যেন মেঘ না চাইতে জলের মত লাগছিল ।কারণ ভাইয়া সবচেয়ে ভালো গান গায় । এমন একজন গায়ক আমাদের ওই কনসার্টে গাইবে। এটা শুনে আমরা সবাই আনন্দিত হই । আর ভাইয়া তখন আমাদের সবাইকে অবাক করিয়ে দিয়ে একটি বাংলা গান গায়,

“ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়,
বুঝি নি কভু সেই মায়া ত আমার তরে নয়”

যা আমাদের জন্য একটি ভিষণ আশ্চর্যজনক ঘটনা ছিল ।কারণ ভাইয়া বাংলা গান শুনলে নাক সিটকাতো । তারপর কনসার্ট শেষে সবাই যখন ভাইয়াকে জিজ্ঞেস করলাম হঠাৎ বাংলা গান কেন গাইলে ?

তখন সে আমাদের জানালো ,

-এতদিন বাংলা গান আমি গাইনি কারণ, গান গেয়ে আমি আমার প্রিয় মানুষটার মনের কথা জানাতে চেয়েছিলাম ।আর আজ আমি তাকে পেয়ে গেছি।

তারপর আমরা সকলে ভাইয়াকে ঘিরে ধরলাম এবং জোড় করলাম জানার জন্য । আমাদের আগ্রহ দেখে ভাইয়ার চোখ মুখ হঠাৎ রক্তবর্ণ ধারণ করল । ভাইয়ের পসেসিভনেস সম্পর্কে আমার আগেই ধারণা ছিল ।কোন জিনিস ভাইয়ার মানে তার ভাইয়া কাউকেই নজর দিতে দেয় না । খুব সামান্য কিছু হলেও। তাই আমি সবাইকে থামতে বললাম । ভাইয়াকে রাগাতে দেওয়া যাবে না । কারণ ভাইয়ের রাগ সম্পর্কে আমার থেকে ভালো কেউ জানে না। উল্টো দেখা গেল আমাদের সম্পর্কে স্পৃহার খারাপ ধারণা হলো। তাই আমি সবাইকে থামিয়ে দিলাম আর ভাইয়াকে শান্ত করার উদ্দেশ্যে বললাম ,

-তুমি তোমার মনের মানুষকে তোমার মনেই রেখে দাও,আমাদের কারোর কোন ইন্টারেস্ট নেই।

সত্যি বলতে আমার আর আরিয়ানের আগ্রহের কোন শেষ ছিল না । কারণ আমার ভাইয়ের মত একজন মানুষও কারোর প্রেমে পড়তে পারে এটা সপ্তম আশ্চর্যের মতো একটি ঘটনা। তারপর তুই বল আরিয়ান।

-হ্যাঁ ,সেদিন ওর ভাইয়ের মুখের কথা শুনে আমি আর লিহান দুজনেই চাচ্ছিলাম কোন ভাবে জানতে মেয়ের সম্পর্কে । তাই আমরা সুন্দর ভাইয়ের দিকে নজর রাখতে শুরু করি। আর তারপর যা জানতে পারি,,

(চলবে…)
#Running
Story Name: #Shundor_Spriha
Written by Samia Sara©️
Episode:8

আমার প্রিয় মানুষেরা এই পর্বটি আপনাদের কেমন লেগেছে ? আগের পর্বগুলোতে এত ভালোবাসা দেয়ার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে ।আশা করি সব সময় পাশে থাকবেন💖simple er moddhe gorgeous ekta twist ache Ajker episode e,guess koren sobai😁
Jototuk parsi lekhar try korsi,mon khule support koren🥺🙏🏻

N.B. -Don’t copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here