#যে_গল্পের_নাম_ছিলনা পর্ব ২৯

0
562

#যে_গল্পের_নাম_ছিলনা পর্ব ২৯
-Farhina Jannat

২৯.
সিদ্রার ঘুম ভাঙলো এক বুক তৃষ্ণা নিয়ে। বিছানা হাতড়ে খালি বোতল আবিষ্কার করে নিচে নামল পানি খাওয়ার জন্য। উপরে উঠতে গিয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করল ও। কোণার ঘর, যেটা ও ফারহানের বলে আন্দাজ করে, সেটার দরজাটা ভেজানো। ফাঁক দিয়ে নরম একটা আলোর রেখা চোখে পড়ছে। ভুতে বিশ্বাস না করলেও ভয় পেল সিদ্রা, কিন্তু কিসের আলো জানতেও ইচ্ছে করছে। শেষমেশ ভয় হার মানল কৌতূহলের কাছে। কিন্তু ঘরে উঁকি মেরে যা দেখলো, তার জন্য মোটেও প্রস্তুত ছিলনা ও।

পুরো ঘর মোমবাতি, বেলুনসহ আরো নানা জিনিস দিয়ে সাজানো। সামনের দেয়ালে বড় করে লেখা “HAPPY BIRTHDAY FARHAN”। সাথে সাথে মনে পড়ল সিদ্রার, আজ দুপুরে বুবুর মন অনেক খারাপ ছিল। কি হয়েছে জানতে চাইলে কেঁদে ফেলেছিল বুবু। বলেছিল, “কাল ফারহানের জন্মদিন। আমরা দুই ভাইবোন ওকে প্রতি বছর নানারকম সারপ্রাইজ দিই এই দিনে। কিন্তু ও নিজেই এক বিশাল সারপ্রাইজ দিয়ে আমাদের সব সারপ্রাইজের ঋণ শোধ করে গিয়েছে! ছেলেটা যে কেন এমন করলো!”

চুপ করে গিয়েছিলো সিদ্রা, অপরাধবোধ কুরে কুরে খাচ্ছিল ওকে। এসব কিছুর জন্য দায়ী ওর বোন, জেনে হোক আর না জেনেই হোক। ভাবলেই প্রচণ্ড কষ্ট হয় ওর।

চারিদিকে চোখ বুলিয়ে লোকটাকে কোথাও দেখতে না পেয়ে ঘরের ভেতর ঢুকল সিদ্রা। ওর আর লোকটার ঘরের থেকে একটু আলাদা এ ঘরটা। বলতে গেলে প্রায় ফাঁকা একটা ঘর, আসবাবপত্র অনেক কম, একদম শুধু যা না থাকলেই নয়। বুঝতে পারলো, ফারহান ছেলেটা একটু অন্যরকম ছিল। শুধু একটা মিল আছে, দুই ভাইয়ের হাসিমুখের ওই বড় ছবিটা এঘরেও লাগানো। কিন্তু এসব আয়োজন যদি ওই লোকটা করে থাকে, তাহলে উনি কোথায়? ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে যিনি এতকিছু করতে পারেন, তার যে আজকের দিনে কতটা কষ্ট লাগতে পারে, কিছুটা হলেও আন্দাজ করতে পারছে সিদ্রা।

এবার ওর নজর পড়ল ঘরের টি টেবিলটার ওপর। সেখানে একটা কেক রাখা, উপরের মোমবাতিগুলো গলে গলে একদম নিভু নিভু। পাশে কিছু র‍্যাপ করা গিফটও চোখে পড়ছে। আরে, ওইতো টেবিলের ওপাশে মাথা রেখে উল্টোদিকে মুখ করে কার্পেটের উপর বসে আছে লোকটা। এসময় আমাকে দেখলে তো উনার কষ্ট আরও বেড়ে যাবে, চলে যাবো নাকি? কিন্তু কেন যেন মনটা সায় দিলনা ওর। মনে হল, আমার উপর রাগ দেখিয়েই নাহয় উনার মনের কষ্ট একটু কমুক!

আরেকটু এগোল সিদ্রা। ঘরের চারদিকে সাজানো বাকি মোমবাতিগুলো একটু মোটা মোটা, কয়েকটা আবার কাঁচের জারের ভেতর রাখা। নিভে যায়নি ওগুলো, এখনো ভালোই আলো দিচ্ছে, আর সেই আলোতে লোকটার মায়াবী মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো বোজা, হয়তো ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, ভাবতেই বড্ড মায়া লাগল সিদ্রার। ঘরের জানালাগুলো বন্ধ, এসিও চালায়নি লোকটা, কপালে ঘাম চকচক করছে।

কিছু করবে কি করবেনা খানিকক্ষণ ভাবল সিদ্রা। শেষমেশ থাকতে না পেরে এগিয়ে গিয়ে জানালাগুলো খুলে দিল। এক ঝলক ঠাণ্ডা বাতাসে ভরে গেল ঘর, মোমবাতির শিখাগুলো নেচে উঠলো, জানালার কাছের কয়েকটা নিভেও গেল। পায়ে পায়ে লোকটার কাছে এল সিদ্রা। কেকের মোমবাতিগুলো এখন একেবারে নিভে গেছে। দূরের মোমবাতিগুলোর আলোয় দেখা যাচ্ছে, মৃদু বাতাসে লোকটার চুলগুলো নড়ছে। অবাক বিস্ময়ে খেয়াল করল সিদ্রা, ওর খুব ইচ্ছে করছে লোকটার মাথায় হাত বুলিয়ে দিতে। ব্যাপারটা বুঝতে পেরেই এত লজ্জা লাগল ওর, ছুটে বেরিয়ে গেল ঘর থেকে।

***
বুবুর বাসা থেকে বের হতেই মেঘ গুড়গুড় করে উঠল। আকাশের দিকে তাকিয়ে খুশিতে মনটা নেচে উঠল সিদ্রার। পুরো আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে, বৃষ্টি হবে। বৃষ্টিতে ভিজতে ও অনেক ভালবাসে। কিন্তু এখানে আসার পর যখনি বৃষ্টি হয়েছে, হয় লোকটা এখানে ছিল নাহয় ওর মন ভীষণ খারাপ ছিল, বৃষ্টিতে ভিজতে ইচ্ছেই করেনি। কিন্তু আজ বৃষ্টিতে ভেজার একদম মোক্ষম সুযোগ। বুবুর সাথে গল্প করে মনটা ফ্রেশ হয়ে আছে আর লোকটাও বুবুর বাসায় যাওয়ার সময় ওদের সাথেই বেরিয়েছে, বলে গিয়েছে যে রাত হবে ফিরতে। আশেপাশে কেউ আছে কিনা চকিতে দেখে নিয়ে খালার হাতটা শক্ত করে ধরে দৌড় লাগাল সিদ্রা বাংলোর দিকে, বৃষ্টির একটা ফোটাও মিস করতে চায়না। খালা তো হতভম্ব হয়ে ওর সাথে তাল মিলিয়ে দৌড়াতে গিয়ে নাজেহাল হয়ে গেল। বাসায় ঢুকে ড্রয়িংরুমেই বোরকা খুলে ব্যাগ থেকে ওড়না বের করে পরতে পরতেই বাগানের দিকে ছুটলো ও।

সিদ্রাও বাগানে পৌঁছল আর বৃষ্টিও শুরু হল। দুহাত দুপাশে লম্বা করে ছড়িয়ে মুখ উপরে তুলে দুচোখ বন্ধ করে রইল সিদ্রা। মুখের ওপর টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ার আনন্দ যে অনুভব করেনি, সে জীবনে অনেক বড় কিছু মিস করেছে। আস্তে আস্তে বৃষ্টির তেজ বাড়লো, খোপাটা আলগা করে দিল সিদ্রা। চোখ খুলে দেখে খালা বাগানের দরজায় দাঁড়িয়ে হাসিমুখে তাকিয়ে আছে ওর দিকে।

“খালা, আসেননা” ডাক দিল সিদ্রা, মাথা নাড়ল খালা।

“আরে আসেনতো, একা একা ভিজতে কোন মজা নাই” টেনে খালাকে নিচে নামাতে গেল সিদ্রা, না না করতে লাগল খালা। খালার হাত আর মাথা নেড়ে জোর প্রতিবাদ জানানো দেখে হেসে ফেলল সিদ্রা। সিদ্রার হাসিমুখ দেখে মনটা ভরে গেল খালার। আমি ওর সাথে ভিজলে যদি মেয়েটার মুখে একটু হাসি ফুটে, তবে ক্ষতি কি? হাসিমুখে যোগ দিল ওর সাথে।

***
রাইয়্যান বিরক্তমুখে ফোনটা পাশের সিটে ছুড়ে মারল। গাড়ি ড্রাইভ করছিল ও, অনেক জরুরী একটা প্রোগ্রামে যাবার কথা, যেখানে খোদ মন্ত্রীমশাই উপস্থিত থাকবেন। এখন শুনছে, মন্ত্রীমশাই নাকি প্রোগ্রাম ক্যান্সেল করেছেন, কোন মানে হয়! গাড়ি ঘুরাল রাইয়্যান, ফিরে চলল বাংলোর দিকে।

গাড়ি পার্ক করতে গিয়েই মনে পড়ল, ওরা তো বুবুর বাড়ি গিয়েছে, আমিও ওখানে যাবো নাকি? নাহ! মেয়েটা বুবুর সামনে আমাকে নিয়ে বড্ড আনইজি ফিল করে, বুবুর চোখে কিছু ধরা পড়লে শেষে মিথ্যা বলতে বলতে জান যাবে, রিস্ক নিয়ে লাভ নাই।

নিজের ঘরে কাউচে বসে ল্যাপটপে মনযোগ দিয়ে কাজ করছে রাইয়্যান। হঠাৎ ভেজা বাতাসের ছোঁয়া গায়ে লাগতেই খোলা জানালার দিকে তাকিয়ে দেখল ঝুম বৃষ্টি পড়ছে। যাব্বাবা, বৃষ্টি কখন শুরু হল, খেয়ালই তো করিনি। ইশ! কাগজগুলো ভিজে গেলোতো, জানালা বন্ধ করতে উঠল রাইয়্যান। হাসির শব্দ কানে আসতেই চোখ পড়ল বাগানের দিকে আর সেখানেই আটকে গেল।

মেয়েটা এত প্রাণ খুলে হাসতে পারে! আমার সাথে তো কোনদিনই না, খালার আর বুবুর সাথে কথা বলার সময় ওর মুখে একটু আধটু হাসির রেখা দেখেছি, কিন্তু এমন প্রাণখোলা হাসি এই প্রথম। ওর চুলগুলো এত লম্বা নাকি? হাঁটু ছুঁই ছুঁই করছে, আগে খেয়াল করিনি তো! কি আনন্দ নিয়ে বৃষ্টিতে ভিজছে মেয়েটা।

সবুজ ড্রেসটাতে কি সুন্দর লাগছে ওকে! ড্রেসটাতো আমি নিতেই চাইছিলামনা, দোকানদার জোর করে দিয়ে দিল, বলে কিনা আপনার বউকে খুব মানাবে। বউ! শব্দটা মনে আসলে নিজের অজান্তেই ঠোঁটে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠে রাইয়্যানের।

আমি তো কখনও বিয়েই করতে চাইনি, কিন্তু এই মেয়েটাকে বউ ভাবতে খারাপ লাগেনা। মেয়েটাতো বউ শব্দটা সহ্যই করতে পারেনা, যা রেগে উঠে। সিদ্রার রাগী চেহারাটা চোখের সামনে ভেসে উঠতেই মুখের হাসিটা চওড়া হল রাইয়্যানের। ধ্যান ভাঙল সিদ্রার হাসির আওয়াজেই। গাছে পানি দেওয়ার হোস পাইপটা নিয়ে খালার পেছন পেছন দৌড়াচ্ছে ও। খালা দুহাত দিয়ে পানি আড়াল করে পালানোর চেষ্টা করছে, সেটা দেখেই খিলখিল করে হাসছে সিদ্রা। হাসিতে তার মুক্তো ঝরে, কে যেন বলেছেন, তিনি কি এমন হাসি দেখেই লিখেছিলেন কথাটা?

বৃষ্টির তেজ একটু কমে এসেছে, এখন আরো পরিষ্কার দেখা যাচ্ছে সিদ্রাকে। আজকে মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে না? সেটা কি বৃষ্টিতে ভিজেছে বলে? হতে পারে! ও আচ্ছা, গয়না পরেছে। আমিই তো ওকে বলেছিলাম, সবসময় কিছু না কিছু পরে থাকতে, যাতে আমার বউ হিসেবে মান থাকে। কিন্তু সেই গয়না পরা অবস্থায় সিদ্রাকে দেখার সৌভাগ্য হয়নি ওর। ওইদিনের কথা মনে পড়ে গেল রাইয়্যানের। নাস্তা এগিয়ে দিচ্ছিল সিদ্রা, হাত খালি দেখে ধমকে উঠেছিল রাইয়্যান।

“আমি গয়না পরে আছি, যাদের দেখানো লাগবে তাদের দেখিয়ে দিব, আপনার দেখার দরকার নেই” ধমকের জবাব এভাবেই দিয়েছিলো সিদ্রা।

“কেন?”

“কারণ আমার গয়নাপরা হাত দেখার অধিকার আপনার নেই” জামার হাতার উপর দিয়ে চেপে চুড়ির অস্তিত্ব বুঝিয়ে দিয়েছিল সিদ্রা, সেগুলোকে রাইয়্যানের সামনে জামার হাতার ভেতরে উপর দিকে উঠিয়ে রাখে ও। হতভম্ব রাইয়্যান সেদিন আর কিছু বলতে পারেনি ওকে।

ছোট একটা লকেটওয়ালা চেইন, হালকা ঝোলান ছোট একজোড়া দুল, আর চিকন চিকন একগাছা চুড়ি, এগুলোই সবসময় পরে থাকে সিদ্রা। আর আজ সেগুলো পরেই ওকে দেখছে রাইয়্যান। বাহ! গয়নাগুলো দারুণ মানিয়েছে তো! চয়েস কার দেখতে হবে তো? বৃষ্টির পানিতে ধুয়ে সোনার গয়না যেন ঝকঝক করছে। আর সাথে সিদ্রার চেহারাও, তা থেকে তো নূর বেরোচ্ছে, যে নূর রাইয়্যানকে তেড়ে বেড়ায় সবসময়, বলে যে ও নিষ্পাপ।

“তুমি অন্যায় করছো!” ভেতর থেকে কেউ একজন ধমকে উঠল রাইয়্যানকে। “ওই যে হাসি তুমি দেখছো, সে হাসি তুমিই কেড়ে নিয়েছো ওর থেকে। ও হাসছে, কারণ ও জানে তুমি এখানে নেই। ও যদি জানতো তুমি এখানে আছো, এমন হাসি ও কখনোই হাসতোনা। তাই এ হাসি দেখার কোন অধিকার নেই তোমার” কেঁপে উঠলো রাইয়্যান।

আরেকটা কথাও মনে হল ওর, যে মেয়ে আমার সামনে পর্দা করার প্রাণপণ চেষ্টা করে, আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছি, এটা ঠিক হচ্ছেনা, সত্যিই ভীষণ অন্যায় হচ্ছে। ও জানতে পারলে হয়তো আমার সামনে আসাই বন্ধ করে দিবে। সাথে সাথে জানালাটা বন্ধ করে দিল রাইয়্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here