#বাবুইপাখির_অনুভূতি🕊️পর্বঃ১৩

0
607

#বাবুইপাখির_অনুভূতি🕊️পর্বঃ১৩
#লেখিকা:#তানজিল_মীম🕊️

_________________

শ্রীমঙ্গলের সারি সারি আঁকা বাঁকা পথ পেরিয়ে এগিয়ে চলছিল নীরব,অথৈ,মীরা,আহি,সোহান,রিনি, সুজন আর শরীফ। মস্ত বড় গাড়ির জানালার পাশে মুখ বাকিয়ে বসে আছে আহি। প্রকৃতির প্রেমে যেন বার বার পড়ছে সে। সরু রাস্তা দিয়েই চলছে ওঁরা,রাস্তার চারপাশে যেমন রয়েছে সারি সারি গাছপালা তেমন চারপাশের মাঠ জুড়ে রয়েছে অসংখ্য সারি সারি চা বাগান। যদিও ওঁরা এই মুহূর্তে চা বাগানের উদ্দেশ্য বের হয় নি৷ কিন্তু তারপরও দূর থেকেই চারপাশের চা বাগান দেখেই প্রায় মুগ্ধ সবাই। আহি তো নিশ্চুপে গাড়ির জানালার পাশে বসে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে বাহিরে। হিম শীতল ঠান্ডা বাতাস এসে লাগছে আহির মুখে এতে আরো বেশি ভালো লাগছে আহির। সময়টা সকাল আটটার কাছাকাছি হওয়াও রোদ্দুর নেই তেমন। এই রোদ্দুর বিহীন সরু রাস্তার মুগ্ধ করা পরিবেশ আর চা বাগানের সৌন্দর্যের যেন প্রেমে পড়েছে সে। আহি নীরবে তার চোখ দুটো ভুজে ফেললো। আজ যেন চোখ বন্ধ করতেই প্রকৃতিকে কাছ থেকে ফিল করছে সে। একরাশ মুগ্ধতা আর অভিরাম ভালো লাগা নিয়েই এগিয়ে চলছে সে। বাকিরাও প্রায় একইরকম আহির পাশেই বসে আছে রিনি সে মোবাইল দেখছে আর রিনির পাশে অথৈ সে চুপচাপ বসে আছে মুখে তেমন কথা নেই। ওরা বসেছে গাড়ির শেষের সিট জুড়ে। আর মাঝখানের সিটে বসেছে মীরা,সুজন আর সুজনের পাশ দিয়ে নীরব আর সামনের সিটে বসেছে শরীফ আর সোহান। ওঁরা বেশ হাসাহাসি করছে আর নীরব মাঝে মধ্যে ওদের কথার তালে তালে মাথা নাড়াচ্ছে। তবে প্রকৃতির এই দমকা হাওয়া বেশ সবাই ফিল করছে। গাড়ির সব জানালা গুলো খোলা ছিল কিনা?’

____

জানালার কার্নিশ বেয়ে দমকা হাওয়া এসে বার বার আদ্রিয়ানের থাইগ্রাস জুড়ে থাকা সাদা পর্দাগুলো উড়িয়ে দিচ্ছে বার বার। রাতের চাঁদ মামা চলে গেছে অনেক আগেই এখন আস্তে আস্তে সূর্য্যিমামা তার আলো ছড়াচ্ছে। পরিবেশটা বেশ মিষ্টি আর সাচ্ছন্দ্য পূর্ণ। কিন্তু এসবের ওপর বিন্দুমাত্র নজর নেই আদ্রিয়ানের সে তো তার মতো গভীর ঘুমে ব্যস্ত। আদ্রিয়ান এতটাই গভীর ঘুমে ব্যস্ত যে তার ফোনটা বেশ কয়েকবার বেজে বেজে কেটে যাচ্ছে সেটা একবারও বুঝতে পারছে না সে।’

অন্যদিকে অফিসে বসে লাগাতার নিলয় কল করে যাচ্ছে আদ্রিয়ানকে কিন্তু আদ্রিয়ানের হুস নেই। বিকেলেই একটা ভিডিও কনফারেন্স মিটিং রয়েছে আদ্রিয়ানের। সে ব্যাপারেই কিছু কথা বলতো নিলয়। কিন্তু আদ্রিয়ানের তো ফোন তোলার খবরই নেই। লাস্ট আর একবার কল করলো নিলয় কিন্তু সেটাও আদ্রিয়ান না ধরাতে খানিকা চিন্তিত মাখা মুখ নিয়ে বসে পড়লো সে চেয়ারে। পুরোটা না বুঝতেও খানিকটা আন্দাজ করতে পারছে নিলয়। ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে ফোনটা রেখে দিল সে টেবিলে।’

____

প্রায় কয়েক ঘন্টা পর নীরবদের গাড়ি এসে থামলো মাধবপুর লেক এর ভিতরে যাওয়ার গেটের সামনে। আর এখান থেকে বাকিটা পথ সবাই মিলে হেঁটে যাবে। অতঃপর সবাই গাড়ির ভাড়া মিটিয়ে নেমে পড়লো। তারপর এঁকে এঁকে সবাই হেঁটে পাড়ি জমালো লেক পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে। একদম গ্রামীণ মাটির পথ পেরিয়ে এগিয়ে চলছে সবাই, ধবধবে সাদা আকাশ, মেঘেরা আজ চলছে আকাশের চারপাশ দিয়ে। বিন্দু বিন্দু জায়গায় রোদ্দুরেরা ভিড় করছে খুব। চারপাশের বাতাসের শব্দ ম ম করছে সাথে গাছের পাতাগুলো নড়ছে খুব। নীরব নিমিষেই তার মুঠো ক্যামেরায় আশপাশের পরিবেশের ছবি ক্যাপচার করে নিলো। এমন সময় আকাশ পথ দিয়ে উড়ে গেল একঝাঁক পাখি এতে যেন মুগ্ধতার একদম চরম সীমানায় পৌঁছে গেল সবাই৷ তারপর বলতে না বলতেই মুগ্ধতার এই পথ পেরিয়েই পৌঁছে গেল সবাই মাধবপুর লেকের সামনে। মস্ত বড় এক বিশাল লেক হলো মাধবপুর লেক, যার চারপাশ দিয়ে ঘিরে আছে অসংখ্য সবুজের পাহাড় সাথে অসংখ্য গাছপালা। পুরো লেকটার প্রায় প্রায় জায়গা জুড়ে রয়েছে পদ্ম ফুল। এতে যেন লেকের সৌন্দর্য আরো দিগুণ বেড়ে গেছে। সবাই বেশ মুগ্ধ নয়নে তাকিয়ে রইলো লেকের চারপাশ জুড়ে। লেকের পাশেই রয়েছে বসার জন্য একটা সুন্দর জায়গা সবাই গিয়ে বসে পড়লো সেখানে। তারপর সবাই মিলে একে একে লেকের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে লাগলো নীরবের সাহায্যে। রিনি আহি আর অথৈ তিনজন একসাথে ছবি তুলতে লাগলো। বেশ বড় জলাভূমিও বলা যায় এটাকে কিন্তু সমস্যা হলো এই লেকটাকে শুধু পাড় থেকেই দেখতে হবে। আশেপাশের কোনো নৌকা নেই থাকলে সেটায় চড়ে বেশ ঘুরে ঘুরে দেখা যেত পুরো জায়গাটা কিন্তু আফসোস এটা হলো না।’

বেশ কতক্ষন লেকের পাশে কাটিয়ে এগিয়ে গেল সবাই সামনেই থাকা একটা উঁচু টিলার উপর যেখান থেকে নিচের এই লেকটাকে আরো সুন্দরভাবে দেখা যায়। সবাই বেশ আগ্রহ নিয়ে উঠলো উপরে। নীরব সবার আগে উপরে উঠে একে একে সবার হাত ধরে উপরে উঠালো অথৈকেও উঠালো সে। তারপর সবাই একসাথে উপর থেকে দেখতে লাগলো নিচের লেকটা। এখান থেকে আরো বেশি সুন্দর লাগছে লেকটাকে। সবাই একসাথে সারি সারি হয়ে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে রইলো লেকের দিকে।’

বেশ কয়েক ঘন্টা পর।’

লেক থেকে বের হতে হতে প্রায় দুপুর দুটোর কাছাকাছি সময় লেগে গেছে নীরবদের। জায়গাটাতে এতটাই হারিয়ে গিয়েছিল সবাই যে কখন যে এতটা সময় হয়ে গেল বুঝতেই পারে নি। আড্ডা, হই হুল্লোড়, ফটোশুট আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে প্রায় সুন্দর সময় পাড় করলো সবাই। বর্তমানে গাড়ি করে একটা ভালো রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে ওঁরা তারপর সেখান থেকে লান্স সেরে চা বাগান ঘুরে সন্ধ্যার দিকে রিসোর্টে ফিরবে সবাই।’

_____

সাদা টাওয়াল পড়ে ওয়াশরুম থেকে গোসল সেরে বের হলো আদ্রিয়ান। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। আদ্রিয়ান আস্তে আস্তে হেঁটে চলে যায় আয়নার সামনে, চোখ মুখ হাল্কা ফুলে গেছে তার। ঘড়ির কাঁটায় তখন প্রায় দুপুর বারোটা ছাড়িয়ে গিয়েছিল যখন আদ্রিয়ানের ঘুম ভাঙে। কাল শেষ রাতে ঘুমের ঔষধ খাওয়ার ফলে এমনটা হয়েছে তাঁর। আদ্রিয়ান ছোট্ট দীর্ঘ ফেলে আয়নার দিকে তাকিয়ে নিজের মাথার চুলগুলো মুছতে লাগলো এমন সময় তার দরজায় নক করলো কেউ আদ্রিয়ানও বেশি কিছু না ভেবে চলে যায় দরজার সামনে। দরজা খুলতেই দেখলো সে দুজন ছেলে হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ওদের হাত থেকে খাবার নিয়ে বললো,

‘ থ্যাংক ইউ!’

উওরে মুচকি হেঁসে চলে গেল ছেলেগুলো। ছেলেগুলো যেতেই আদ্রিয়ানও দরজা বন্ধ করে দিয়ে খাবারগুলো টেবিলের উপর রাখলো। এর মধ্যে ফোনটাও বেজে উঠলো তাঁর আদ্রিয়ান এগিয়ে গেল ফোনের কাছে উপরে নিলয়ের নাম্বার দেখে তার আর বুঝতে বাকি নেই নিলয় কেন ফোন করেছে। আদ্রিয়ান ফোনটা তুলে বললো,

‘ হ্যালো।’

আদ্রিয়ানের হ্যালো শুনে নিশ্চিত মুখ নিয়ে বললো নিলয়,

‘ তুই ঠিক আছিস তো?’

নিলয়ের কথা শুনে বেশ অবাক হয়ে বললো আদ্রিয়ান,

‘ আমার আবার কি হবে।’

‘ না কিছু না তা খেয়েছিস?’

‘ না খাবো বিকেলের মিটিং এর কথা বলেছিস তো সবাইকে?’

‘ হুম পাঁচটার আগেই সবাই তৈরি থাকবে।’

‘ হুম গুড, বাকি কথা মিটিং এ হবে।’

এতটুকু বলে ফোনটা কাটে আদ্রিয়ান। তারপর চটজলদি খাবার শেষ করে মিটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে সে।’

___

পরন্ত বিকেল বেলা লান্স সেরে চা বাগানের উদ্দেশ্যে রওয়ানা হলো সবাই বলতে না বলতেই অল্প কিছুক্ষনের মধ্যে পৌঁছে গেল ওঁরা চা বাগানের সামনে। তারপর একে একে সবাই ঢুকলো বাগানের ভিতর। বিশাল এক মাঠ জুড়ে ঘিরে ধরে আছে সবুজের সমোরোহ চায়ের বাগান। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সবুজেই যেন মুগ্ধ করা দেশ। আমাদের এই বাংলা দেশ। প্রকৃতির সৌন্দর্যের দিকে তাকিয়ে তাকিয়েই বলে উঠল নীরব,

‘ সবাই বেশ সাবধানে ঘুরিস আর বেশি দূর যাস হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুসকিল।’

নীরবের কথা শুনে সবাই বললো,

‘ ঠিক আছে।’

তারপর শুরু হলো চা বাগান জুড়ে ঘোরাঘুরি। পুরো জায়গার মাঝখান জুড়েই হাঁটছে ওঁরা সাথে ফটোশুট করছে। এবারের ঘোরাঘুরিতে আহি রিনি আর অথৈ তিনজন একসাথে ঘুরছে আর নীরব মীরা ওঁরা অন্যদিকে ফটোশুট করছে।’

আহি, রিনি আর অথৈ একসাথে ঘোরাঘুরি করছে সাথে ছবি তুলছে আশেপাশে খুব বেশি মানুষজন নেই। এতে বেশ খারাপ লাগছে না। একটা লম্বা গাছের কিনারায় দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত আহি,রিনি আর অথৈ। হঠাৎই আহির ফোনটা বেজে উঠল উপরে মায়ের নাম্বার দেখে কিছুটা সাইডে চলে যায় সে। তারপর ফোনটা তুলে বললো,

‘ হ্যা…

আহি আর কিছু বলার আগেই ঐদিকে কর্কশ কন্ঠ নিয়ে বললো আহির মা,

‘ রাখ তোর হ্যালো শ্রীমঙ্গল গিয়ে তো মাকে একদম ভুলে গেছিস,কাল থেকে একটাও ফোন করিস নি কেন?’

মায়ের কথা শুনে ঠোঁটে কামড় দিল আহি, সে একদমই ভুলে গিয়েছিল বিষয়টা। ঠোঁটে কামড় দিয়ে বললো আহি,

‘ আসলে হয়েছে কি মা এখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না তাই আর কি?’

‘ হয়েছে আর মিথ্যা কথা বলা লাগবে না।’

‘ বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না তোমার বিশ্বাস না হলে তুমি নীরব ভাইয়াকে বাসায় গিয়ে জিজ্ঞেস করো।’

‘ হয়েছে আর বলতে হবে না এখন বল কেমন আছিস কাল ফিরবি তো?’

‘ হুম মা কাল সকালেই ফিরবো।’

‘ খুব ভালো তা লান্স করেছিস?’

‘ হুম

এই রকম আরো হাজারে কথা বলায় মগ্ন হয়ে পড়লো আহি তার মায়ের সাথে। হঠাৎই কিছু একটা সামনে দিয়ে যেতে বেশ চমকে উঠলো আহি। তবে জিনিসটা কি ছিল এটা দেখার আগ্রহে সেটার পিছন পিছন চললো আহি। আর মাকে বললো,

‘ তোমায় আমি পরে ফোন দিচ্ছি মা?’

‘ ঠিক আছে ভালো থাকিস আর কাল ফিরে আসিস সবাই মিলে।’

‘ ওকে মা।’

এতটুকু বলে ফোনটা পকেটে নিয়ে নিলো আহি। আশেপাশে ভালো ভাবে তাকাতেই আহি দেখতে পেল একটা ছোট্ট সাদা রঙের খরগোশ ছানা। এই সুন্দর চা বাগানের মধ্যে এমন একটা প্রানি দেখতে পাবে আহি এটা সে বুঝতেই পারে নি। খরগোশ আহির অনেক পছন্দের একটা প্রানি। আহির ইচ্ছে জাগলো খরগোশ ছানাকে ধরার তাই সে খরগোশ ছানার পিছন পিছন দৌড়াতে লাগলো। আর আহিকে নিজের দিকে আসতে দেখে খরগোশ ছানাও দিচ্ছে দৌড়।’

বেশ খানিকটা দৌঁড়ানোর পর প্রায় হাঁপিয়ে উঠলো আহি কিন্তু খরগোশ ছানার দেখা মিললো না তাঁর। একটা বড় গাছের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো সে। হঠাৎই তার থেকে দু’কদম দূরে খরগোশ ছানাটাকে নিচের ঘাস চিবাতে দেখে বুদ্ধি আসলো আহির মাথা। আহি হুট করেই ধপাস করে লাফ মেরে গিয়ে ধরলো খরগোশ ছানাকে। কিন্তু পড়তে গিয়ে দুটো ক্ষতি হলো আহির এক তাঁর জামাকাপড় নষ্ট হয়ে গেছে আর দুই আর ফোনটা পকেট থেকে পড়ে বন্ধ হয়ে গেছে। আহি খরগোশ ছানাকে কোলে নিয়ে বলে উঠলো,

‘ দেখিছিস তোকে ধরতে গিয়ে কি কি ক্ষতি হলো আমার,,তবে তোকে ধরেছি এতেই আমার শান্তি আর তোকে যেতে দিচ্ছি না এখন থেকে তুই আমার সাথেই থাকবি।’

বলেই খরগোশ ছানাকে জড়িয়ে ধরে চুমু কাটলো আহি। তারপর বললো,

‘ এখন চল আমার সাথে বাকি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে।’

বলেই আশেপাশে তাকাতেই চোখ তাঁর চড়ুই গাছ কারন সে কোথায় থেকে কোথায় এসে পড়েছে বুঝতে পারছে না।’

‘তাহলে কি হারিয়ে গেলাম আমি’– কথাটা মাথায় আসতেই শরীর কেঁপে উঠলো আহির।’

____

কালো কোট প্যান্ট পড়ে বিছানার ওপর বসে মিটিং সেরে নিচ্ছিল আদ্রিয়ান। সময়টা তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, আদ্রিয়ান তার মিটিং এর একদম শেষ পর্যায়ে চলে এসেছে হঠাৎই আদ্রিয়ান বলে উঠল,

‘ তাহলে আমি যেভাবে বললাম সেভাবেই কাজটা শুরু করুন সবাই। দু’দিনের মধ্যে আমরা আমাদের প্রজেক্ট শেষ করবো আর আমি কালকের মধ্যেই ঢাকা যাওয়ার ব্যবস্থা করছি বাকি কথা সামনাসামনি হবে।’

আদ্রিয়ানের কথা শুনে আদ্রিয়ানের অফিসের একজন লোক বলে উঠল,

‘ ওকে স্যার।’

‘ হুম।’

বলেই ভিডিও কল বন্ধ করে দেয় আদ্রিয়ান। হঠাৎই আকাশে কালো মেঘ এসে ভর করলো। সাথে আকাশে গর্জনও দিতে শুরু করলো। আদ্রিয়ান বিছানার ওপর থেকে ল্যাপটপটা অফ করে চলে যায় বেলকনির দিকে। আকাশে বেশ মেঘ করেছে হয়তো তুমুল বেগে বৃষ্টি হবে আজ। এতটুকু ভেবে গায়ের কোটটা খুলে বিছানার ওপর রেখে চলে যায় সে ওয়াশরুমের দিকে।’

____

আদ্রিয়ানের বেলকনির সামনে থাকা বাগানের মধ্যে থেকে বেরিয়ে আসলো আহি,কোথা থেকে কোথায় চলেছে সে বুঝতে পারছে না নীরবকে একটা কল করবে সেটাও পারছে না কারন ফোনটা বন্ধ হয়েছে তো আর খুলছে না। এর মধ্যে আকাশের এমন ডাক শুনে ভয়ে আত্মা কেঁপে উঠছে আহির। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না সে। পুরো জায়গাটা একদম ঘন কালো অন্ধকারে ডুবে গেছে। আশেপাশের পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে এখন তুমুল বেগে বৃষ্টি হবে। আর বলতে না বলতে এক ফোটা দু’ফোটা করে বৃষ্টি পড়তে শুরু হলো আচমকা এমনটা হওয়াতে আহি ভিজে যাওয়ার ভয়ে বেশি কিছু না ভেবেই সামনের বেলকনি টপকে চলে যায় ভিতরে। এরই মধ্যে ওয়াশরুমের দরজা খুলে বাহিরে বেরিয়ে আসলো আদ্রিয়ান।’

ওয়াশরুম খোলার শব্দ কানে আসতেই আহি ভয় পেয়ে গিয়ে লুকিয়ে পড়ে সামনের পর্দায় আড়ালে।’

ওয়াশরুম থেকে বের হতেই কেমন একটু লাগলো আদ্রিয়ানের বেলকনির দরজাটা এতটা খোলা ছিল না তাঁর ভেবেই আশেপাশে তাকালো সে। হঠাৎ পর্দার আড়ালে কাউকে লুকিয়ে থাকতে দেখে এগিয়ে গেল সে।

অন্যদিকে ভয়ে শরীর বুক সব কাঁপছে আহির। সে ভাবতেই এই রকম একটা বাজে পরিস্থিতিতে তাকে পড়তে হবে।

আদ্রিয়ান আস্তে আস্তে গিয়ে সাদা পর্দা সরাতেই আহিকে কাঁদা মাখা অবস্থা দেখে অবাক হয়ে বললো,

‘ তুমি?’

‘তুমি’ শব্দটা কানে আসতেই আহি সামনে তাকাতেই আদ্রিয়ানকে দেখে চরম অবাক আর ভয়ে ঢোক গিলে বললো,

‘ আপনি এখানে?’
!
!
!
!
!
#চলবে…..

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ। আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে]

#TanjiL_Mim♥️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here