#বাবুইপাখির_অনুভূতি🕊️পর্বঃ১৯

0
575

#বাবুইপাখির_অনুভূতি🕊️পর্বঃ১৯
#লেখিকা:#তানজিল_মীম🕊️

_________________

হুট করেই নীরবকে নিজের দিকে আসতে দেখে কিছুটা ভড়কে যায় অথৈ। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে নিজের চশমাটা ঠিক করে চুপচাপ চেয়ারে বসে রইলো সে। নীরব আস্তে আস্তে এদিক সেদিক তাকিয়ে এগিয়ে আসছে অথৈর দিকে। তবে সে বুঝতে পারছে না অথৈর সামনে গিয়ে কি বলবে তাঁকে। তবে অথৈর সাথে কথা না বলতে পারলে তাঁর ভালো লাগবে না। এই দু’দিন নীরবের অথৈর চিন্তায় ঘুম আসে নি তেমন। জোরে নিশ্বাস ফেলে এগিয়ে যাচ্ছে নীরব অথৈর দিকে। আর এদিকে অথৈ মুখে কলম নিয়ে বসে বসে বইয়ের দিকে তাকিয়ে আছে কারন বেশ কিছুক্ষন যাবৎই একটা বিষয় নিয়ে বিপাকে আছে সে। কিছুতেই যেন এই অংকটার হিসাব তার মিলছে না। কিছুক্ষন বই আর কিছুক্ষন খাতার দিকে তাকাচ্ছে সে। এরই মধ্যে সেখানে হাজির হলো নীরব। নীরবকে দেখে অথৈ তাকালো নীরবের দিকে। অথৈকে নিজের দিকে তাকাতে দেখে নীরব কিছুটা অস্থিরতা নিয়ে বলে উঠল,

‘ তুমি কেমন আছো এখন আইমিন পুরোপুরি সুস্থ তো,জ্বর সেরেছে তোমার?’

নীরবের কথা শুনে অথৈ মুঁচকি হেঁসে বললো,

‘ জ্বী আলহামদুলিল্লাহ ভালো।’

‘ ওহ তা আহি কোথায় আমি আসলে ওকে খুজতেই এসেছিলাম।’

‘ ওহ কিন্তু আহি তো এখানে নেই। ও তো এখনও ভার্সিটির আসে নি?’

‘ ওহ আর রিনি?’

‘ জ্বী আসছে কিন্তু এখানে নেই একটু বাহিরে গেছে।’

‘ ওহ।’

‘ হুম।’

এতটুকু বলে অথৈ আবারও মনোযোগ দিলো পড়ার দিকে। কিন্তু এবারও ব্যর্থ সে কিছুতেই যেন জিনিসটা মাথায় আসছে না তাঁর। নিজের কাজে নিজেই চরম অবাক অথৈ যেখানে এতদিন এত বড় বড় সমস্যার সমাধান করে সেখানে আজ সামান্য একটা জিনিসের সমাধান করতে পারছে না। অথৈই তার চোখের চশমাটা আরেকবার ঠিক করে তাকিয়ে রইলো নিচের দিকে। বেশ বিরক্ত লাগছে তাঁর। অথৈকে দেখে কেমন একটু লাগতেই নীরব বলে উঠল,

‘ any problem?’

নীরবের কথা শুনে আনমনেই বলে উঠল অথৈ,

‘ হুম।’

‘ কি হয়েছে?’

‘ এই জিনিসটা কিছুতেই আমার মাথায় আসছে না?’

অথৈর কথা শুনে নীরব একটুখানি উঁকি মেরে দেখলো অথৈর খাতা আর বইটা তারপর বললো সে,

‘ এটা তো একদম সহজ।’

নীরবের কথা শুনে অথৈ নীরবের দিকে তাকিয়ে বললো,

‘ কিভাবে?’

এরপর নীরব অথৈর দিকে তাকিয়ে জিনিসটা বোঝাতে শুরু করলো। নীরবের কথা শুনে অথৈ বেশ খানিকটা অবাক হয়ে বললো,

‘ আরে এটা তো আমিও জানি ইস মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ।’

‘ ইট’স ওকে আর কোনো প্রবলেম থাকলে বলতে পারো আমি সল্ভ করার চেষ্টা করবো।’

নীরবের কথা শুনে অথৈ কিছুক্ষন ভেবে বললো,

‘ হুম আরেকটা আছে,

অথৈর কথা শুনে বেশ খানিকটা খুশি হয়ে অথৈর পাশের চেয়ারে বসে বললো নীরব,

‘ কই দেখি?’

নীরবের কথা শুনে অথৈও তাঁর ব্যাগ থেকে কিছু বের করে দেখালো নীরবকে। নীরব কিছুক্ষন বইটার দিকে তাকিয়ে থেকে বললো,

‘ তোমার খাতা দেখি?’

নীরবের কথা শুনে অথৈও তাঁর খাতাটা এগিয়ে দিল নীরবকে। নীরবও খাতাটা নিয়ে নিজের চোখের চশমাটা ঠিক করে কিছু লিখতে শুরু করলো। আর অথৈই শুধু তাকিয়ে রইলো নীরবের লেখার দিকে। নীরব কিছুক্ষনের মধ্যে তার লেখা শেষ করে বুঝাতে লাগলো অথৈকে আর অথৈও মন দিয়ে নীরবের মুখের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে শুনতে লাগলো সবটা।’

কে জানে হয়তো এখান থেকেই শুরু হবে নতুন কোনো অনুভূতির সূচনা।’

____

বিকেলে অফিস সেরে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে আদ্রিয়ান। কোথায় যাচ্ছে নিজেও জানে না মাথায় তাঁর একটাই প্রশ্ন আহির সাথে তাঁর কি কানেকশন আছে বা কি কানেকশন থাকতে পারে?’— এই প্রশ্নের উত্তর যতক্ষণ না সে পাবে ততক্ষণ তাঁর শান্তি মিলবে না। আদ্রিয়ান কথাগুলো ভাবছে আর কিছুটা অন্যমনস্ক হয়ে ড্রাইভ করছে হঠাৎই তাঁর গাড়ির সামনে একটা ছোট্ট বাচ্চা ছেলে আসতেই জোরে ব্রেক কষলো আদ্রিয়ান। একটুর জন্য ছেলেটাকে মেরে দেয় নি সে। আদ্রিয়ান চটজলদি গায়ের সিট ব্লেটটা খুলে দৌড়ে বেড়িয়ে আসলো ছেলেটার কাছে তারপর বললো,

‘ ঠিক আছো তুমি এইভাবে কেউ গাড়ির সামনে আসে।’

আদ্রিয়ানের কথা শুনে ছেলেটি চুপ করে রইলো হয়তো ভয় পেয়েছে খুব। এরই মধ্যে সেখানে উপস্থিত হলো একজন মহিলা হয়তো ছেলেটির মা। উনি তাঁর বাচ্চাকে ধরে বলে উঠল,

‘ কতবার বলেছি এভাবে রাস্তার মাঝখানে দৌড়াবে না, আজ একবার তোমার বাবা আসুক।’

বলেই বুকের সাথে জড়িয়ে ধরলো ছেলেটির মা। আদ্রিয়ান শুধু তাকিয়ে রইলো তাদের দিকে। মহিলাটার কাজ দেখে আদ্রিয়ানের তার মায়ের কথা মনে পড়ে গেল। তাঁর মাও এমনভাবে কিছুক্ষন বকে বুকে জড়িয়ে ধরতো। ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেললো সে। হঠাৎই সামনের মহিলাটির চোখ যায় আদ্রিয়ানের দিকে। সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললো,

‘ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ঠিক টাইমে ব্রেক না করলে হয়তো..

‘ ইট’স ওকে কিন্তু পরের বার থেকে দেখে রাখবেন।’

‘ হুম।’

উওরে আদ্রিয়ান আর কিছু না বলে চলে যায় তাঁর গাড়ির কাছে তারপর গাড়ির ভিতর ঢুকে গাড়ি স্টার্ট দিয়ে ডান দিকে চলে যায় সে। কিছুদূর এগোতেই হঠাৎই আদ্রিয়ানের চোখ যায় একটা খেলার মাঠের দিকে সাথে সাথে আবারো জোরে ব্রেক কষলো আদ্রিয়ান। এই খেলার মাঠ থেকেই শুরু হয়েছিল তার দুঃস্বপ্নের সূচনা। আদ্রিয়ান আনমনেই গাড়ি থেকে বেরিয়ে হাঁটা শুরু করলো মাঠটার দিকে। আশেপাশে অল্প স্বল্প বাচ্চারা খেলাধুলো করছে। আদ্রিয়ান আস্তে আস্তে এগিয়ে যায় মাঠের ভিতরে। কিছুদূর এগোতেই আদ্রিয়ানের চোখ যায় একটা বেঞ্চের দিকে। সবকিছু যেন আগের মতোই আছে, আদ্রিয়ান নিশ্চুপেই গিয়ে বসলো বেঞ্চটাতে সাথে সাথে মনে পরলো তার সেদিনের কথা যেদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে। সেদিন রাগ করে আদ্রিয়ান বাড়ি থেকে বেরিয়ে এইখানে এসেছিল সময়টা ছিল ঠিক দুপুরবেলা। আশেপাশে তেমন কেউ ছিল না তখন আদ্রিয়ান কাঁদতে কাঁদতে এসে বসেছিল এই বেঞ্চটাতে। পুরো জায়গাটাই ছিল একদম নিরিবিলি দুপুরের কড়া রোদ্দুর এসে চারপাশ ভরা ছিল তখন। শুধুমাত্র এই বেঞ্চটাতে একটু ছায়া ছিল তাও একটা গাছের জন্য। গাছের কথা মাথায় আসতেই আদ্রিয়ান তাকালো তার ঠিক বামদিকে। সাথে সাথেই দেখলো সে ইয়া বড় বিশাল একটা গাছ। সেখানেই সেই জায়গায় গাছটা আজও উপস্থিত। আজও ছাঁয়া দিয়ে আছে সে আদ্রিয়ানকে। যদিও খুব বেশি রোদ্দুর নেই এখন। চারপাশের বাতাসে গাছের পাতাগুলো নড়ছে অল্প। ছোট্ট দীর্ঘ শ্বাস ফেললো আদ্রিয়ান।’

সেদিন আদ্রিয়ান যখন কাঁদছিল এই বেঞ্চটাতে বসে তখন হুট করেই একটা লোক আসে তাঁর কাছে তাকে কিছু করার বা বলার সুযোগ না দিয়েই পিছন থেকে রুমাল দিয়ে মুখ চেপে ধরে আদ্রিয়ানের। সাথে সাথে আদ্রিয়ান ভয় পেয়ে যায় আর কিছুক্ষনের মধ্যেই অজ্ঞান হয়ে ডলে পড়ে সে। পুরনো কথাগুলো মাথায় আসতেই বসা থেকে উঠে দাঁড়ালো আদ্রিয়ান একরাশ অস্থিরতা এসে ভর করলো তাঁকে। সাথে পুরনো অতীতগুলো যেন আবারো নাড়া দিলো তাঁকে। এমন সময় হুট করেই তাঁর গায়ের ওপর একটা ফুটবল এসে পড়াতে কিছুটা চমকে উঠে ধরে ফেললো সে বলটা। সাথে সাথে দুটো বাচ্চা ছেলে তাঁর কাছে দৌড়ে এসে বললো,

‘ ভাইয়া বল দিবে আমাদের আসলে,,

বাচ্চাগুলো আর কিছু বলার আগেই আদ্রিয়ান বলটা ছুঁড়ে মারে তাদের দিকে। তারপর বলে,

‘ আর কিছু বলতে হবে না খেলো তোমরা।’

উওরে বাচ্চাদুুটো খুশি হয়ে বলটা নিয়ে দৌড়ে চলে যায়।’

এরই মধ্যে আদ্রিয়ানের চোখ যায় তাঁর থেকে বেশখানিকটা দূরে থাকা একটা আলিশান বাড়ির দিকে। আদ্রিয়ান আনমনেই পা বাঁড়ায় সেদিকে কেন যেন পুরো জিনিসগুলোকে আবারো মনে করতে চাইছে সে। যে দুঃস্বপ্ন তাকে রাতে ঘুমাতে দেয় না সেটাকেই আবার জাগ্রত করতে চাইছে আদ্রিয়ান। এমনটা নয় সে সব ভুলে গেছে। তার আবছা আবছা করে সবকিছুই মনে আছে। আদ্রিয়ান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই ভাঙা চোঁড়া বাড়িটার দিকে। একদমই পুরনো একটা বাড়ি খুব একটা কেউ এদিকে আসে না। কিছুটা ভূতুরে টাইপের দেখতে আর কি।’

আদ্রিয়ান আশেপাশে একবার তাকিয়ে আস্তে আস্তে ঢুকে পরলো বাড়িটার ভিতর। বাড়িটার পাশেই ছিল মস্ত বড় একটা বটগাছ। এছাড়াও বাড়ির চারপাশ দিয়ে ঘিরে আছে ছোট বড় অসংখ্য গাছপালা। গাছেদের পাতাগুলোতে পুরো ভরে গেছে আশপাশ। বাড়িটার সিঁড়িতেই জমে আছো পাতা। পুরো জায়গাটা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে গাছের পাতারা কতেক পঁচে গেছে আর কতেক পঁচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আদ্রিয়ান ভিতরে ঢুকে আস্তে আস্তে হাঁটতে লাগলো সামনে হঠাৎই একটা জায়গা এসে থেমে গেল সে। এইখানেই একটা দেয়ালের পাশে বেঁধে রাখা হয়েছিল তাঁকে। আদ্রিয়ানের যখন জ্ঞান ফিরে তখন তাঁর হাত পা বাঁধা অবস্থায় ওইখানটাই বসিয়ে রাখা হয়েছিল। সে কতক্ষণ আগে থেকে ওখানে ছিল জানা নেই তাঁর।’

আদ্রিয়ান কিছুক্ষন বসে থাকতেই সেখানে আসলো একজন লোক, লোকটিকে চেনা না আদ্রিয়ান। হাতে পিস্তল নিয়ে এগিয়ে আসছিল সে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান শুধু তাকিয়ে ছিল লোকটার দিকে ভয়ানক এক চেহারা, মুখ ভর্তি দাঁড়ি, চুলগুলো ছিল উষ্ক শুষ্ক। পড়নে ছিল ব্লাক জিন্স সাথে গ্রীন কালার একটা জামা। লোকটি এসেই আদ্রিয়ানের মুখের ভিতর পিস্তলটা ঢুকিয়ে বলে ছিল,

‘ কি ভাবছিস তো তোকে এখানে কেন এনেছি, আসলে তোকে আনার কারন হলো তোর বাবা,বুঝলি তোর বাবার অনেক টাকা। ভাবছি তোর বাবার কাছ থেকে তোর বিনিময়ে সেই টাকার থেকে কিছু টাকা নিয়ে নিবো। ফোনও করেছি হয়তো কিছুক্ষনের মধ্যে নিয়েও আসবে। এবার বুঝতে পারবে তোর বাবা অফিসে বসে সবার সামনে আমার গালে থাপ্পড় দেওয়ার ফল কি হয়, টাকা যাবে কিন্তু তোকে পাবে না?’

এতটুকু বলে উচ্চ স্বরে হেঁসে উঠলো লোকটি। লোকটির হাসি শুনে সেই ছোট্ট আদ্রিয়ান প্রচন্ড ভয় পায় সেদিন। আর সেই মুহূর্তেই একটা ছোট্ট কুকুর ঘেউঘেউ করতে করতে এগিয়ে আসলো তাঁদের দিকে। কুকুরটার ঘেউঘেউ শুনে আদ্রিয়ান আরো ভয় পায় সেদিন। আর লোকটা আদ্রিয়ানের মুখ থেকে পিস্তলটা সরিয়ে এগিয়ে যায় সামনে। কুকুরটাকে ঘেউঘেউ করতে দেখে প্রচন্ড রাগ হয় লোকটির সাথে সাথে গুলি মেরে কুকুরটাকে মে*রে ফেলে সে। আর সেই কুকুরের রক্তই সিটকে যায় এদিক সেদিক। চারপাশের ফ্লোর জুড়ে রক্তের ছাপ ছাপ পড়ে যায়। এই সবকিছুই হয়েছিল আদ্রিয়ানের চোখের সামনে কুকুরটা নিচে পড়ে তার দিকে তাকিয়েই থরথর করে কাঁপতে ছিল। নিথর দেহটা কিছুক্ষন ছটফট করতে করতে ওখানেই নিশ্চুপ হয়ে গেল। – চোখ বন্ধ করে এসব ভাবতেই একরাশ অস্থিরতা এসে ভর করলো আদ্রিয়ানকে। চটজলদি চোখ খুললো আদ্রিয়ান। আশেপাশে তাকাতেই আবারো সেইসব কিছু ভেসে আসলো তাঁর সামনে সেই কুকুরের ডাক, রক্তের ছাপ, সাথে লোকটার হাসি, ছটফট করা কুকুরের নিথর দেহ। আদ্রিয়ানের মাথা ভনভন করছে সাথে একরাশ অস্থিরতা এসে আঁকড়ে ধরেছে তাঁকে। আদ্রিয়ান তাঁর মাথাটা শক্ত করে চেপে ধরলো কিন্তু তাতেও যেন শান্তি মিলছে না তাঁর। চোখে ঝাপসা দেখতে শুরু করলো সে। এমন সময় সেখানে দৌড়ে আসলো কেউ পরনে তারপর গোলাপি কালার টপস আর এস কালার জিন্স চুলগুলো ঝুঁটি করা, মুখটা বোঝা যাচ্ছে না। মেয়েটি দৌড়ে এসে ধরলো আদ্রিয়ানকে তারপর বললো,

‘ আরে আরে কি হলো আপনার ঠিক আছেন আপনি, আবারো ভয় পাচ্ছেন নাকি?’

হঠাৎই আদ্রিয়ানের মনে পড়লো সেদিনও এমন ভাবেই একজন ছোট্ট মেয়ে এগিয়ে আসছিল তাঁর দিকে তবে সে একা ছিল না তাঁর পিছনে ছিল কিছু পুলিশ। মেয়েটির পরনে ছিল গোলাপি রঙের ফ্রক। মেয়েটি দৌড়ে আসলো তাঁর দিকে তারপর বললো,

‘ ভয় পেও না আমি আছি।’

মেয়েটির কথা শুনলেও নিজেকে সামলে নিতে পারছিল না আদ্রিয়ান সে ছিঁটকে পিছিয়ে যেতে লাগছিল মেয়েটির থেকে। মেয়েটি আদ্রিয়ানের কাজে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বললো,

‘ আরে ভয় পাচ্ছো কেন আমি তোমায় বাঁচাতে এসেছি? ওই দেখো পুলিশ মামারা খারাপ লোকটা নিয়ে যাচ্ছে।’

কিন্তু তারপরও যেন আদ্রিয়ানের ভয় কমছিল না। মেয়েটি আদ্রিয়ানের পাশে বসে বললো,

‘ আমায় জড়িয়ে ধরো দেখবে তোমার ভয় কমে যাবে?’

মেয়েটির কথা শুনে মেয়েটির দিকে তাকালো আদ্রিয়ান। আদ্রিয়ান তাকাতেই মেয়েটি আবারো বলে উঠল,

‘ আমি যখন খুব ভয় পাই তখন আমার আম্মুকে জড়িয়ে ধরি, তোমার আম্মু তো এখানে নেই তাই আমায় জড়িয়ে ধরো।’

আদ্রিয়ান ছলছল তাকিয়ে রইলো শুধু মেয়েটার দিকে। তারপর কেন যেন তারও ইচ্ছে করছিল মেয়েটিকে জড়িয়ে ধরতে। সেদিন সেই ছোট্ট আদ্রিয়ান সেই ছোট্ট বাচ্চা মেয়েটার বুকে মাথা দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। তার যখন ঘুম ভাঙে তখন সে তার রুমের শুয়ে আছে,পরে বাহিরে বের হতেই আর ভাবতো পারলো না না আদ্রিয়ান।’

পর পর সবকিছু মনে পড়তেই আদ্রিয়ান আস্তে আস্তে তাঁর চোখ খুললো সামনেই আহিকে দেখে অবাক চোখে শুধু তাকিয়ে রইলো সে। আর এদিকে আহি আবারো বলে উঠল,

‘ কি হলো আপনি কথা বলছেন না কেন কি হলো আপনার আর এখানে কি করছেন?’

উওরে আদ্রিয়ান কিছু বলতে পারলো না আহির বুকে মাথা রেখেই চোখ বন্ধ করে ফেললো সে। আদ্রিয়ানের কাজ দেখে আহি ঘাবড়ে গিয়ে বললো,

‘ কি হলো আপনার?’

কিন্তু উওর যেন মিললো না আর।’
!
!
!
!
!
#চলবে…..

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে]

#TanjiL_Mim♥️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here