সুখের নেশায় পর্ব-৫৭

0
828

#সুখের_নেশায়
#লেখিকাঃ আসরিফা সুলতানা জেবা
#পর্ব___৫৭

দু’জন নার্স কোলে দু’টো বাচ্চা নিয়ে ওটি থেকে বেরিয়ে আসল। ভারী তোয়ালে দ্বারা আবৃত বাচ্চা দুটোর নগ্ন দেহ। সাফারাত নতমস্তকে বসে আছে। থেকে থেকে দুশ্চিন্তায় মাথার চুল ছিঁড়ে ফেলার উপক্রম। কোনো ক্রমেই মনটা শান্ত হচ্ছে না। বুক টা ফাঁকা ফাঁকা লাগছে। কখন চৈত্রিকাকে বুকে আগলে ধরবে সেই প্রতীক্ষায় মাথা ব্যাথা বেড়েই চলেছে। তর সইছে না। বক্ষস্থলে বেসামাল তোলপাড় হচ্ছে। দু’টো নার্স কে হাতে দু’টো বাচ্চা নিয়ে আসতে দেখে প্রচন্ড হতবাক সকলে। তখনও সাফারাত মাথা তুলে নি। নিষ্পলক দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ভীষণ। সিনথিয়া,ফাইয়াদ বড় বড় পা ফেলে এগিয়ে গেল। নার্সের দিকে এক পলক চেয়ে অবিন্যস্ত দৃষ্টিতে তাকালো বাচ্চাগুলোর দিক। হতভম্ব,নির্বাক সিনথিয়া। তোয়ালের মধ্যে পুতুলের ন্যায় শুয়ে আছে দু’জন। চোখ বুঁজে রেখেছে। একজনের থুতুনি টা একদম চৈত্রিকার মতোন কাটা। হাত বাড়িয়ে সেই বাচ্চা টাকে সিনথিয়া কোলে তুলে নিল। খুশিতে গদগদ হয়ে ইংরেজি বাক্যে প্রশ্ন ছুঁড়ে দিল,

‘ এটা মেয়ে বাবু তাই না?’
নার্স টা হাসল না। সাবলীল কন্ঠে চিকন সুরে প্রতুত্তরে জানালো,
‘ ইয়েস ম্যাম। মিসেস চট্টর টুইনস বেবি হয়েছে। একটা ছেলে ও একটা মেয়ে। ‘
ফাইয়াদ উচ্চস্বরে হেসে উঠল। নার্স টা ইংরেজিতে সবটা ঠিকঠাক বললো কিন্তু চৈত্রিকার নামটা বিগড়ে দিল। আহারে!বড় কষ্টজনক ব্যাপার ঠেকল তা ফাইয়াদের নিকট। পাক্কা জার্মানি হয়েও সে তো চৈত্রিকার নামটা ঠিক উচ্চারণ করে। আর এই নার্স!গাধী একটা। মনে মনে গাধী সম্বোধন করেই ফেলল ফাইয়াদ। ওর হাসির শব্দ শুনে প্রিয়ন্তী ও নার্স দু’জনেই ভ্রুঁ কুঁচকে তাকালো। কপালে ভাজ পড়ল। প্রিয়ন্তী হাত বাড়িয়ে দিল ছেলে বাবু টা নেওয়ার জন্য। হাত দুটো অসম্ভব কাঁপছে ওর। নার্স দিতে চাইল না। সিনথিয়ার আদেশে দিতে হলো। বুকের সাথে মিশিয়ে নিল প্রিয়ন্তী নরম,কোমল দেহটা কে। কন্ঠনালি ভেদ করে একটা প্রশ্ন বেরিয়ে আসে সিনথিয়ার লক্ষ্যে,

‘ ভাবী জানত ওনার টুইনস বেবি হবে?’
‘ এ প্রশ্নের উত্তর আমার কাছেও নেই প্রিয়ন্তী। ‘

কোলের বাচ্চা টা নিয়ে সিনথিয়া সাফারাতের কাছে আসল। এখনও মানুষটা মাথা নত করে রেখেছে। হয়ত বাবা হওয়া কতটা কঠিন তা উপলব্ধি করতে পারছে সে। স্ত্রী ভিতরে ছটফট করছে তাকে বাবা হওয়ার মতোন খুশির সঙ্গে সাক্ষাৎ করাতে অথচ চেয়েও সে চৈত্র মাসের যন্ত্রণা কমাতে পারছে না। নিজেকে প্রচন্ড অসহায় মনে হচ্ছে ওর। সবকিছু ধ্বংস করে ফেলতে মন চাইছে। কেন সুখ পেতে হলে দুঃখের সাথে লড়াই করতে হবে?দুঃখ না থাকলে সুখের মর্মার্থ নেই বলে?নেত্রদ্বয় জ্বালা করছে। সামনে কারো উপস্থিতির আভাস মিলতেই সাফারাত মাথা তুলে তাকালো। চক্ষে বিঁধল সিনথিয়ার কোলে ভারী তোয়ালে পেঁচানো একটা বাচ্চা। তৎক্ষনাৎ সমগ্র শরীর ঝক্কি দিয়ে উঠল তার। তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়ল সে। প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলো সিনথিয়ার দিক। হাসিমুখে সিনথিয়া বেবি টাকে এগিয়ে দিয়ে বললো,

‘ চৈত্র সুস্থ আছে। মা হয়ে গিয়েছেন তিনি। তোমার ও চৈত্রর বেবি। ‘

সাফারাত মেয়েকে বুকের সাথে মিশিয়ে ফেলল। এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল বুক টা। এখন শুধু অপেক্ষা চৈত্রিকাকে এই বুকে মিশিয়ে নেওয়ার। সিনথিয়া ভালোভাবে চেয়ে দেখল সাফারাতের চোখ দুটো লাল। ঠোঁটের কোণে সুপ্ত হাসি। মেয়েকে বুকে জড়িয়ে ধরে চক্ষুদ্বয় বুঁজে নিঃশ্বাস ফেলছে সে। স্বস্তির নিঃশ্বাস! এত সুন্দর মুহুর্ত কখনও দেখে নি সিনথিয়া। আয়ানের কাছ থেকে মোবাইলটা নিয়ে দ্রুত বেগে একটা ছবি তুলে নিল। স্মৃতির পাতায় আবদ্ধ করে নিল ভালোবাসাময় এই সময়,মুহুর্ত।

ফাইয়াদ বারংবার চেষ্টা করছে প্রিয়ন্তীর কোল থেকে ছেলে বেবি টা নেওয়ার। হাস্যকর হলেও সত্য সে আজ অবধি কোনো বাচ্চা কোলে নেয় নি। এখন মনটা বেশ আকুপাকু করছে বাচ্চা কোলে নেওয়ার জন্য। কিন্তু প্রিয়ন্তী নাছোড়বান্দা। কোনোমতেই দিতে রাজি নই। শেষমেশ উপায়ন্তর না পেয়ে প্রিয়ন্তীকে চাপা স্বরে ধমকে উঠল সে। প্রিয়ন্তীর যখন ভ্রুঁ যুগল কিঞ্চিৎ ললাট ছুঁয়েছে ফাইয়াদ দুষ্ট হেসে বললো,

‘ বেবিকে আমার কোলে না দিলে আমি টুমাকে কিস করবো। লিপ কিসসসস। টুমার হ্যান্ডস গুলো টো কালি নেই কিভাবে আমাকে আটকাবে?’

প্রশ্নটা করে ভ্রুঁ নাচালো ফাইয়াদ। প্রিয়ন্তীর দুই অধর কিঞ্চিৎ ফাঁকা হয়ে এলো। গর্জে উঠল ও– ‘ জার্মানির বাচ্চা। অস”ভ্য, বেহা/য়া। ‘
সুযোগ টা লুফে নিয়ে বেবি টাকে কোলে নিয়ে প্রগাঢ়পার ফাইয়াদ। প্রিয়ন্তীর গালিগালাজ একটাও ঠাহর হয়নি তার। বাংলা টা কোনোরকমে আধো আধো হজম করলেও এসব গালিগালাজ শিখে নি। প্রথমবার এতো ছোট বাচ্চা কোলে নেওয়ায় অতীব বেগ পোহাতে হচ্ছে ওকে। হিমশিম খাচ্ছে। তড়িৎ গতিতে সিনথিয়ার কাছে এসে ওর কোলে দিয়ে দিল। ছেলে বেবিটার কপালে আলতো করে চুমু খায় সিনথিয়া। হাসিমুখে বললো সম্মুখে দাঁড়ানো মানুষ টার নিমিত্তে,

‘ একজনকে বুকে জড়িয়ে রেখে সুখের রাজ্যে পাড়ি দিলে হবে?আরেকজন অপেক্ষা করছে কিন্তু বুকে জায়গা পাওয়ার জন্য। ‘

কথাটা কর্ণধার হতেই চোখ মেলে তাকালো সাফারাত। সিনথিয়ার কোল জুড়ে আরও একটা বাচ্চার অবস্থান দেখে পুরো জাহান যেন থমকে যায় তার। অবাক স্বরে জিজ্ঞেস করলো,

‘ এই বেবি টা?’
‘ এটাও তোমার ও চৈত্রর। ছেলে বেবি। তুমি জানতে না তোমাদের টুইনস হবে?’

সাফারাত প্রিয়ন্তীর হাতে মেয়েকে তুলে দিয়ে ছেলেকে কোলে তুলে নিল। মায়াময় কন্ঠস্বর তার,

‘ না। চৈত্রিকা কখনও আলট্রাসনো করে নি ভয়ে। ওর ভয় হতো যদি জানতে পারে ছেলে হবে তাহলে নিশ্চয়ই আয়মানের মন ভেঙে যাবে যা ও সইতে পারবে না। প্রথম প্রথম করালেও আর করে নি। ডাক্তার বলাও সত্ত্বেও না। শুধু এটাই বলত আল্লাহ এবার আমাদের ভালো রাখবেন। ‘

আয়মান এতক্ষণ দিব্যি ঘুমাচ্ছিল আয়ানের কাঁধে মাথা রেখে। মৃদু মৃদু কথার আওয়াজ ওর শ্রবণগ্রন্থিতে পৌঁছানো মাত্রই আঁখিদ্বয় মেলে তাকালো। সাফারাত ও প্রিয়ন্তীর কোলে বাচ্চা দেখে নড়েচড়ে উঠল সে। দৌড়ে এসে মায়ের কোমর জড়িয়ে ধরল। বিচলিত কন্ঠে বলে উঠল,

‘ মাম্মা বেবি?মামি মণি?’
সিনথিয়া প্রিয়ন্তীর কোল থেকে মেয়ে বাবু টা নিয়ে নিচু হয়ে বসল। চোখ দিয়ে ইশারা করলো বাচ্চা টার দিকে তাকাতে। মায়ের দৃষ্টি অনুসরণ করে তাকালো আয়মান। ওর মুখ থেকে বেরিয়ে এলো,

‘ মাম্মা,আমার সুখ?’
‘ ইয়েস মাই বয়। ‘
ছোট ছোট হাতে আঙ্গুল ঢুকিয়ে দিল আয়মান। উচ্ছ্বসিত কন্ঠে বলে উঠল,
‘ ক্যান আই কিস হার?’
সিনথিয়া ঘাড় কাত করে সম্মতি জানায়। গম্ভীরমুখো ছেলের এই অকস্মাৎ আচরণের পরিবর্তনে ওর হৃদযন্ত্র হিম হয়ে গেল৷ বরফে জমে গেল যেন। আয়মান ঝুঁকে চুমু খেল সুখের কপালে। অনিমেষনেত্রে তাকিয়ে রইল থুতুনির দিকটায়।
.
.
চৈত্রিকাকে কেবিনে শিফট করা হয়েছে। মোটামুটি সুস্থ ও। তবে এখনও জ্ঞান ফিরে নি। কিন্তু তত সময় পর্যন্ত অপেক্ষা সম্ভব না সাফারাতের পক্ষে। মেয়ে ও ছেলেকে নিয়ে কেবিনে বসে রইল। ওদের দোলনায় শুইয়ে টুল টেনে বসল সাফারাত। অপলক,নির্নিমেষ চাউনি নিবদ্ধ করে রাখল চৈত্রিকার জ্ঞানশূণ্য চেহারা খানাতে। অধিক মলিনতায় ছেয়ে আছে মেয়েটার পুরো বদন। সাফারাত হাত বাড়িয়ে ওর সমস্ত মুখ স্পর্শ করলো। কপালে চুমু এঁকে স্মিত হেসে আওড়ালো,
‘ আমার চৈত্র মাস। ‘
_______________

সিনথিয়ার মোবাইলটা এক নাগাড়ে বেজে যাচ্ছে। ফোনটা তুলবে কি তুলবে না তা নিয়ে ঢেড় দ্বিধাদ্বন্দে ভুগছে সে। সাফারাত ও চৈত্রিকার জীবনের যেকোনো কথা,মুহুর্ত, সুন্দর সময় সবকিছু একজন মানুষকে জানানো নিষিদ্ধ। কোনোভাবেই জানানো যাবে না। সাফারাতের কড়া নিষেধ কেউ যেন সেই মানুষটাকে ওর সংসার,জীবন সম্পর্কিত কিছুই না বলে। আর কোনো দুঃখ চায় না সে জীবনে। এত কিছুর পরও সাফারাতকে এত স্ট্রং দেখে বার বার বিস্মিত হয় সিনথিয়া। একটা মানুষ জীবনে আপনজনদের কাছে এত করুণভাবে ঠকে কতটা স্বাভাবিক! আলো বেগমের কল থেমে নেই। একের পর এক কল দিয়ে যাচ্ছেন তিনি। নিরুপায় হয়ে সিনথিয়া চুপিচুপি কল রিসিভ করলো। আনতস্বরে বললো,

‘ বলুন। ‘
‘ সাফারাতের ছেলে হয়েছে না-কি মেয়ে?’
‘ আপনি জেনে কি করবেন?’
‘ বল না সিনথিয়া। তুইও সবার মতো করে আমাকে ঘৃ’ণা করছিস?’
‘ ঘৃ’ণা করবো কেন?আপনি তো ঘৃ’ণারও যোগ্য না। আপনি নিজেই নিজেকে সহ্য করতে পারেন না তাই তো তিন বার সুই*সাইডের চেষ্টা করেছেন। কিন্তু তবুও ম’রেন নি। আজ বুঝতে পারছেন তো? অন্যের খু*নি হওয়া সোজা কিন্তু নিজেকে মে’রে ফেলা বড্ড কঠিন। ‘

আলো বেগম বলার মতোন কিছু খুঁজে পেলেন না। ফোন টা কেঁটে গেল। সিনথিয়া ফুঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পিছন ফিরে দেখল আয়ান দাঁড়িয়ে। এই মানুষ টার দিকে তাকালে দু চক্ষে কেবল কষ্ট দেখতে পায় সিনথিয়া। কথায় আছে না,সত্য কোনোদিন গোপন থাকে না। সেদিন সাফারাতের বাসা থেকে আসার পর আলো সারাক্ষণ কেমন গুমরে থাকতেন। হুট করে সাফারাতের এ বাড়ি ছেড়ে চলে যাওয়া,আলো বেগমের সাথে দূরত্ব সবকিছু অদ্ভুত লাগছিল সিনথিয়ার। সন্দেহ হচ্ছিল বেশ। মাঝে মাঝে নিজের মোবাইল ফেলে বাড়ির ল্যান্ড লাইন,ওর মোবাইল, আয়ানের, ক্যাথরিন সকলের মোবাইল থেকে বারবার সাফারাতকে ফোন করত। ওনার কন্ঠ শুনলেই কল কেটে দিত সাফারাত । এমনকি চৈত্রিকা পর্যন্ত ওনার সাথে কথা বলে না৷ এতেই সন্দেহ আরো গভীর হয় সিনথিয়ার। এছাড়া আলো বেগমের কারণে ওরা ফ্ল্যাট পর্যন্ত পরিবর্তন করে ফেলে। এড্রেস যেন ওনি না জানেন তাতেও নিষেধাজ্ঞা জারি করে সাফারাত। এতে দু মাসে ডিপ্রেসড হয়ে গলায় ফাঁস লাগায় আলো বেগম বৃদ্ধ বয়সে এসে। ভাগ্যক্রমে ক্যাথরিন দেখতে পায় সেদিন। হসপিটালাইজড করার পর ডাক্তার জানান ওনি মানসিক অশান্তিতে ভুগছেন। সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হোন ওনি সিনথিয়ার জন্য বাধ্য হয়ে। ওনি ওনার মানসিক অশান্তির কারণ বারংবার চেপে যেতে চাইলে সিনথিয়ার অনুমতিতে সাইক্রিয়াটিস্ট হিপনোটাইজের উপায় বেছে নেন। সমস্ত সত্য খোলাসা হয় তাৎক্ষণিক। সিনথিয়া বিমূঢ়তায় বাক হারা হয়ে সেদিন আলো বেগমকে ক্লিনিকে রেখেই বেরিয়ে আসে। এতো বড় প্রতা*রক!এত নিকৃষ্ট মানুষ! যাকে কি-না মা ভেবে সম্মান করে আসল এতকাল তিনি কি-না খু*নি!

আয়ানের বুকে পড়ে কেঁদেছিল মেয়েটা অনবরত। ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দনরত কন্ঠে বলেছিল আয়ানকে সবকিছু। ছেলেদের চক্ষে নাকি মেঘ জমে না?অথচ আয়ান সিনথিয়াকে জড়িয়ে ধরে কেঁদেছে নিঃশব্দে। সে একজন এতিম তাতে কষ্ট পায় নি,পেয়েছে আপন হতে না পেরে। পরিবারের সকলের অবজ্ঞা, অবহেলায় আলো বেগম নিজের রুম টাকে আপন করে নিয়েছেন। এমন মানুষকে কি কখনও ক্ষমা করা যায়?আর করলেও সহানুভূতি কিংবা ভালোবাসা দেখানো যায় না। কখনও না। সিনথিয়া, আয়ান,খালু কেউই পারে নি,সাফারাত ও চৈত্রিকা কি করে পারবে?ওদের জীবনটা এলোমেলো করার জন্য এই মহিলাই দায়ী। ম’রে যাক এই মহিলা। মাঝে মাঝে অভিশাপ দিতে ইচ্ছে করে কিন্তু আবার দমে যায় সিনথিয়া। মনে মনে আলো বেগমের জন্য একটা কথা-ই আওড়ায়–‘ কিছু মানুষের জন্য অন্য কোনো শ’ত্রু’র প্রয়োজন হয় না,সময়ের স্রোতে নিজের মন,আত্মা-ই নিজের শ*ত্রু হয়ে যায়। ‘
________________

ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলো। একটা সময় চোখ মেলল চৈত্রিকা। প্রথম যার মুখটা নয়নের মণিতে ভাসল লোকটা ওর প্রাণপুরুষ,ভালোবাসা। ওর ফ্যাকাসে মুখটার পানে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকা সাফারাতের দিকে চেয়ে নিম্ন গলায় বলে উঠল,

‘ সুখ?’
সাফারাত এক ভ্রুঁ উঁচিয়ে চাইল। ঈষৎ হাসিতে আচ্ছাদিত তার দু’অধর। বুকটা ধ্বক করে উঠে চৈত্রিকার সেই চাহনিতে,হাসিতে। শুনতে পায় প্রিয় কন্ঠের ফিচেল স্বর,
‘ একটা সুখ-ই চান?’
সাফারাতের দৈবাৎ রহস্যমাখানো প্রশ্নে চৈত্রিকার অস্থিরতা বেড়ে গেল। তবুও নিজেকে ধাতস্থ করে ম্লান হেসে বললো,
‘ এমন সুখ চাই যার সমাপ্তি নেই। ‘
‘ আমাদের জীবনে দু’ দুটো সুখ এসেছে চৈত্র। ‘

#চলবে,,,!
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here