চাচাত বোন যখন আদূরে বউ- (১ম পর্ব)

0
1709

“চাচাত বোন যখন আদূরে বউ”

(১ম পর্ব)

লিখা:- Nr Joy Khan(Nazmul)

দেখ নিলিমা পড়ার সময় পড়বি কোনো বারতি কথা বলবি না
তুমি খুব পচা খালি আমাকে বকা দাও। এতক্ষন যাদের কথা শুনলেন তারা হলো আমি ও আমার চাচাত বোন/বউ নিলীমা।
ওহ আপনারাতো আমাকে চিনবেন না কারন আমি নতুন গল্প লিখছি।
আমি nr joy khan বাবা মায়ের একমাত্র সন্তান আর নিলীমা ও বাবা মায়ের একমাত্র সন্তান। নিলীমা আমার ছোট চাচার মেয়ে।
আমরা আর ওরা এক বাসাতে থাকি এবং এক ফ্লাটে মানে জয়েন ফেমেলি
এই দেখেন আপনাদের সাথে কথা বলতে গিয়ে পাগলীটা রাগ করে আছে যাই আগে পাগলীটার রাগ ভাঙাই নাহলে আমারি লস।
এই নিলীমা কোথায় তুমি হুম?
নিলীমাঃ
জয়ঃকীহল পাগলীটা কথা বলছে না কেন? যই গিয়ে দেখি আমার বউটা কী করছে
এই নিলীমা কী হয়েছে কান্না করছ কেন?
নিলীমাঃ
জয়ঃ এবার আমি কাছে যেতেই পাগলীটা আমাকে জরিয়ে ধরে কান্না শুরু করে দিল
আসলে পাগলীটা এমনই আমি একটু ধমক দিলেই কান্না শুরু করে দেয় আমাকে আনেক ভয় পায় এবং ভালবাসে। কী আর করার আমিও পাগলীটাকে জরিয়ে ধরলাম আর ওর মাথায় হাত বুলাতে লাগলাম আর ওকে বললাম কান্না করে না
নিলীমাঃ তুমি শুধু শুধু আমাকে বকা দাও
আমিঃ আর বকা দিব না
নিলীমাঃ তুমিতো সবসময় ই বল আবার পরে ঠিকি বকা দাও
আমিঃ ওর কপালে একটা পাপ্পি দিয়ে বললাম তুমি পড়ার সময় ঠিকমত পড়লে আর বকা দিব না
নিলীমাঃ সত্যিহহহ উমমমমা বলে আমাকে একটা পাপ্পি দিয়ে চলে গেল
কিছুক্ষন পর নিলীমার ডাক শোনা গেল
নিলীমাঃ এই ভাত খেতে আস
আমিঃ আসতাছি
খাওয়াদাওয়া শেষ করে আমি ও নিলীমা ঘুমাতে গেলাম যতারিতী নিলীমা আমার বুকে শুয়ে পরল আমি নিলীমার মাথায় হাত বুলাতে লাগলাম একটুপর দেখি ও ঘুমিয়ে পরেছে কী নিস্পাপ লাগছে আমার বউটাকে একদম বাচ্চাদের মত ঘুমাচ্ছে আমাকে জরিয়ে ওর দিকে মুগ্ঘ হয়ে তাকিয় থাকতে থাকতে আমি অতীতে হারিয়ে গেলাম
আমার আর নিলীমার বিয়েটা হয়েছে আর সাত বছর আগে।
তখন আমি পড়ি ক্লাশ 8 এ আর নিলীমা পড়ে 5 এ।
.
(চলবে….)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here