চাচাত বোন যখন আদূরে বউ -(৫ম পর্ব)

0
1018

“চাচাত বোন যখন আদূরে বউ”

(৫ম পর্ব)

লিখা:- Nr Joy Khan(Nazmul)

এখন আমি অনার্স 3rd year এ ও নিলীমা inter 2nd yearএ। নিলীমা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। যেকেউ নিলীমার প্রেমে পরতে বাধ্য হবে। শুক্রবার সকালে আমি ঘুমিয়ে ছিলাম হঠাত নিলীমা আমাকে ডাকতে শুরু করল
নিলীমাঃ এই উঠ আর কত ঘুমাবে হুম
আমিঃ আর একটু ঘুমাই না প্লিজ।
নিলীমাঃ না আর ঘুমানো চলবে না। উঠ তারাতারি।
আমি নিলীমাকে আর কিছু বলতে না দিয়ে এক টানে ওকে আমার বুকে নিয়ে আসলাম।
নিলীমা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে কারন আমরা একসাথে থাকা সত্যেও আমাদের ভেতর তেমন কিছুই হয় নি। নিলীমা বলল
নিলীমাঃ এই এটা কি হল হুম।
আমিঃ আজ আমার বউটাকে না খুব আদর করতে ইচ্ছে করছে।
নিলীমাঃ জী না কিছু হবে না যতদিন না আমি এইচ এস সি পাস করছি।
আমিঃ কি বলিস একটু আদর করি না
নিলীমাঃ না হবে না।
আমার তখন মনটা খুবই খারাপ হয়ে গেল। এভাবেই দিন চলছিল আমি আর কয়েকবার নিলীমাকে আদর করতে চেয়েছি বাট পারি নি ও বলে এখন না পরে সবকিছু হবে। আমিও আর জোর করিনি। একদিন আমি আমার এক বান্ধবির সাথে একটি টপিক নিয়ে হাসাহাসি করছিলাম তা নিলীমা দেখে ফেলে। কলেজ ছুটির পর বাসায় যাওয়ার সময় নিলীমা আমার সাথে একটা কথাও বলে নি মুখ ভার করে ছিল।বাসায় ঢোকার সাথে সাথে নিলীমা আমাকে বলল তুমি ঐ মেয়েটার সাথে কি করছিলে হুম।
আমিঃ কোন মেয়েটা
নিলীমাঃ কলেজে যার সাথে হাসাহাসি
করছিলে
আমিঃ আরে ও তো মেঘলা আমার ফ্রেন্ড।
নিলীমাঃ ফ্রেন্ড নাকি অন্য কিছু
আমিঃ দেখ নিলীমা তুই কিন্তু আমাকে শুধু শুধু সন্দেহ করছিস
নিলীমাঃ সন্দেহ করব না তো কি করব হুম এত হাসাহাসির কি দরকার আর আমি তোমাকে আদর করতে নিশেধ করেছি বলে তুমি অন্য মেয়ের সাথে হাসাহাসি করবে আমার বুঝি কষ্ট হয় না। এই কথা বলেই পাগলীটা কান্না শুরু করে দিল। এবার আমি পাগলীটাকে আমার বুকে জরিয়ে নিলাম আর বললাম
আমিঃ আর কথা বলব না হয়েছে।
নিলীমাঃ কান্না জরিত কন্ঠে হুম।
আমি এবার ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর পাগলীটা আমাকে শক্ত করে জরিয়ে ধরেছে যেন ছেরে দিলেই পালিয়ে যাব।
একটুপর নিলীমা আমাকে যে কথাটা বলল তা শোনার জন্য আমি পস্তুত ছিলাম না।
নিলীমাঃ আমরা আজকে রাতেই বাসর করব।
আমিঃ কী বলিস মাথা ঠিক আছে।
নিলীমাঃ হুম মাথা ঠিকই আছে তুমি যাও ফুল নিয়ে আস।
আমি আর কি বলব ফ্রেশ হয়ে ফুল কিনতে গেলাম।
সন্ধ্যায় ফুল কিনে নিয়ে আসলাম। আজ আমার খুব খুশি লাগছে নিজের বউটাকে আদর করতে পারব ভেবে।
.
(চলবে….)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here